Blog

  • বিরামপুরে প্রাইভেট কারসহ ৪৭০ পিছ ইয়াবা উদ্ধারসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক

    বিরামপুরে প্রাইভেট কারসহ ৪৭০ পিছ ইয়াবা উদ্ধারসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক

    বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

    দিনাজপুরের বিরামপুরে একটি প্রাইভেট কারসহ ৪৭০ পিছ ভারতীয় ইয়াবা উদ্ধারসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ান ২৯ বিজিবি কাটলা বিশেষ ক্যাম্প।

    আটককৃত আমামীরা হলেন-দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার পালশা গ্রামের মৃত শাহাদত হোসেনের পুত্র মুশফিকুর রহমান(৪০) ও একই গ্রামের মোকছেদুর রহমানের পুত্র ওয়ারেস (৪০) এবং পূর্ব পালশা ঢেওয়ারপাড়া গ্রামের মোঃ সেকেন্দার আলীর পুত্র আতিয়ার রহমান (৩৮) এই সূত্রে বিরামপুর থানা পুলিশ জানায়।

    থানার মামলা সূত্রে প্রকাশ-বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে ভারতীয় সীমান্তবর্তী এলাকা হতে ৩ জন মাদক ব্যবসায়ী নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিয়ে প্রায়ভেটকার যোগে বিরামপুর আসছে এমন গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধ বিশেষ টহল বের হয়ে হরেকৃষ্টপুর বিশেষ ক্যাম্পের পাশে অবস্থান নেয়।

    এসময় বিশেষ ক্যাম্প এলাকায় বিজিবি সন্দেহজনক একটি সাদা রংয়ের প্রাইভেটকারকে থামানোর সংকেত দেয়। যার নং (ঢাকা মেট্রো-গ-১৯- ৩৩২৯)। থামানো কারটি তল্লাসী করে ৪৭০ পিছ ভারতীয় ইয়াবা উদ্ধারসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করে ফুলবাড়ী ব্যাটালিয়ান ২৯ বিজিবি কাটলা বিশেষ ক্যাম্পের বিজিবি।

    বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন-আসামীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৬ (১) টেবিলের ১০(ক) ধারায় মামলা হয়েছে। আগামীকাল শুক্রবার সকালে আসামীদের দিনাজপুর জেলহাজতে প্রেরণ করা হবে এবং দিনাজপুর (এলআই) বিজিবি মামলাটি তদন্ত করবে বলেও তিনি জানান।

  • বাংলাদেশ কংগ্রেস,রংপুর জেলার ” সদস্য সচিব ” এর সঙ্গে একাধিক কলেজ ছাত্রদের আলোচনা

    বাংলাদেশ কংগ্রেস,রংপুর জেলার ” সদস্য সচিব ” এর সঙ্গে একাধিক কলেজ ছাত্রদের আলোচনা

    সাংবাদিক মোহাম্মদ জিহাদ ইসলাম,

    ” সব দল দেখা শেষ, এবার এলো কংগ্রেস ” এই স্লোগানে দেশের ৪৪তম নিবন্ধিত দল ” বাংলাদেশ কংগ্রেস ” মুক্তি যুদ্ধের চেতনা, দেশপ্রেম,সততা, মানবতা, পরমতসহিষ্ণুতা, গনতন্ত্র, এবং ধর্মীয় স্বাধীনতায় মূলনীতিতে গঠিত বাংলাদেশ কংগ্রেস।

    সুস্থ ধারার রাজনীতি চর্চা ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার আহবানে, রংপুর জেলার নেতা জনাব মোঃ সিরাজুল ইসলাম পাটোয়ারী – সদস্য সচিব, বাংলাদেশ কংগ্রেস রংপুর জেলা কমিটি। তিনি সৎ,মেধাবী ও সুস্থ ধারার রাজনীতি গড়ার সৈনিক, গরিব, অসহায় ও বিপদগ্রস্ত মানুষের বন্ধু।

    তার আহবানে বিভিন্ন স্কুল ও কলেজের ছাত্ররা তার সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ ও বাংলাদেশ কংগ্রেস কে রংপুর জেলায় বৃহত্তর আকারে বিস্তার করার বিষয়ে আলোচনা করেন।

    তিনি বলেন, বাংলাদেশ কংগ্রেস সহ সকল অঙ্গ- সংগঠনের নেতা কর্মী ও সহ- যোদ্ধাদের পাশে সর্বদা থাকবেন।

    চলমান বিষয় নিয়েও কথা বলেন, ছাত্র নির্যাতন বন্ধের জোর দাবি জানান। এবং হাফ ভাড়ার বিষয় টা নিয়ে তিনি বলেন ছাত্রদের দাবি মেনে নিতে।

  • জেলা ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা-২০২১ চুড়ান্ত ফলাফল ঘোষণা ও পরবর্তী নির্দেশনা

    জেলা ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা-২০২১ চুড়ান্ত ফলাফল ঘোষণা ও পরবর্তী নির্দেশনা

    কক্সবাজার জেলা রিপোর্টার,

    কক্সবাজার জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২১ লিখিত ও মৌখিক পরীক্ষার চুড়ান্ত ফলাফল ঘোষণা ও পরবর্তী নির্দেশনা”
    মাননীয় পুলিশ সুপার জনাব মুহাম্মদ হাসানুজ্জামান, পিপিএম এর তত্ত্বাবধানে অদ্য ২৫ নভেম্বর ২০২১ খ্রিঃ বৃহস্পতিবার ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২১ লিখিত ও মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল ঘোষনা করা হয়। এতে প্রাথমিকভাবে উর্ত্তীণকারী পরীক্ষার্থীগণ ও অপেক্ষমান পরীক্ষার্থীগণকে পুলিশ সুপার মহোদয় শুভেচ্ছা জানান।

    বিঃদ্রঃ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পদে কোন প্রার্থী আর্থিক লেনদেনের সাথে জড়িত থাকলে তার প্রার্থীতা তাৎক্ষণিক অযোগ্য বলে বিবেচিত হবে বলে জানিয়েছেন।

  • বঙ্গমাতা মহিলা কলেজ ২০২০-২১ শিক্ষাবর্ষের এইচ,এস,সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

    বঙ্গমাতা মহিলা কলেজ ২০২০-২১ শিক্ষাবর্ষের এইচ,এস,সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

    নিজস্ব প্রতিনিধি।

    কক্সবাজার জেলাধীন উখিয়া উপজেলার সর্বপ্রথম একমাত্র সরকারি মহিলা শিক্ষা প্রতিষ্ঠান, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজ কর্তৃক আয়োজিত ২০২০-২১ শিক্ষাবর্ষের এইচ,এস,সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বঙ্গমাতা মহিলা কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ কাজী সাহাব উদ্দিন এর সভাপতিত্বে শুরু হয়।

    অদ্য ২৫ নভেম্বর ২০২১ খ্রিঃ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার দিকে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজ মাঠ প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।

    উক্ত অনুষ্ঠানে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার ও গভর্ণিং বোডি বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের সভাপতি মোঃ নিজাম উদ্দিন আহমেদ, সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের তৃতীয় বারের মতো জনপ্রতিনিধি নব-নির্বাচিত চেয়ারম্যান এবং বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের দাতা সদস্য জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী, উখিয়া উপজেলা একাডেমী সুপারভাইজার বদরুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ আল মামুন, অত্র কলেজের প্রভাষক হেলাল উদ্দিন, মুজিবুর রহমান, রঞ্জিত বড়ুয়াসহ শিক্ষিত সমাজ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    এছাড়া কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ কাজী সাহাব উদ্দিনের সমাপনী বক্তব্যের মাধ্যমে সকল অতিথি বৃন্দ, শিক্ষক ও পরীক্ষার্থীদের কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সমাপ্তি ঘোষণা করেন।

  • ২৭ নভেম্বরের ২১ ঢাকায় ওলামা-মাশায়েখ সম্মেলন-হেফাজত মহাসচিব নুরুল ইসলাম জিহাদী

    ২৭ নভেম্বরের ২১ ঢাকায় ওলামা-মাশায়েখ সম্মেলন-হেফাজত মহাসচিব নুরুল ইসলাম জিহাদী

    আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    মহান আল্লাহ তায়ালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও কুরআন-সুন্নাহ তথা ইসলাম অবমাননাকারীদের বিরুদ্ধে জাতীয় সংসদে দৃষ্টান্তমূলক শাস্তির আইন পাস করার দাবীতে ওলামা-মাশায়েখ সম্মেলনের আয়োজন করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

    আগামী ২৭ নভেম্বর (শনিবার) বিকেল ২ টায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
    এদিকে আজ (২৪ নভেম্বর) এক বিবৃতিতে ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করতে হেফাজতে ইসলামের সকল পর্যায়ের নেতাকর্মী, আলেম-ওলামা ও দেশের তৌহিদী জনতার প্রতি আহ্বান জানিয়েছেন সংগঠনের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম।

    বিবৃতিতে তিনি বলেন,আগামী ২৭ নভেম্বর শনিবার বিকাল ২টায়,ঢাকা জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর উদ্যোগে মহান আল্লাহ্ তায়ালা, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, কুরআন-সুন্নাহ তথা ইসলাম অবমাননাকারীদের বিরুদ্ধে জাতীয় সংসদে দৃষ্টান্তমূলক শাস্তির আইন পাস করার দাবীতে ওলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আমরা সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছি।

    হেফাজতের সকল পর্যায়ের নেতাকর্মী ও ওলামা-মাশায়েখদের প্রতি আমরা সম্মেলনকে সফল করার জন্য আহ্বান জানাচ্ছি।

  • রাজাপালং ৯নং ওয়ার্ড কুতুপালং নাগরিকদের পক্ষ থেকে গণ সংবর্ধনা সভার আয়োজন

    রাজাপালং ৯নং ওয়ার্ড কুতুপালং নাগরিকদের পক্ষ থেকে গণ সংবর্ধনা সভার আয়োজন

    নিজস্ব প্রতিনিধি।

    গত ১১ নভেম্বর ২০২১ খ্রিঃ দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন পরিষদ নির্বাচনে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা’র আওয়ামী লীগের নৌকা মনোনীত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী টানা তৃতীয় বারের মতো নবনির্বাচিত হওয়ায় ২৪ নভেম্বর ২০২১ খ্রিঃ বুধবার বিকেল ৩ ঘটিকা হইতে শুরু হয়ে সন্ধ্যা ৬ ঘটিকা পর্যন্ত কুতুপালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ড বৃহত্তর কুতুপালংবাসীর পক্ষ থেকে বিশাল গণ সংর্বধনা সভা অনুষ্ঠিত হয়।

    উক্ত বিশাল গণ সংবর্ধনায় সভাপতিত্ব করেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জনাব আবুল হোছাইন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী, যুবলীগের সভাপতি জনাব মুজিবুল হক মুজিব, সহ-সভাপতি এড. এটিএম রশিদ আহমদ, শ্রমবিষয়ক সম্পাদক, রিয়াজুল হক রিয়াজ, উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক জনাব সাংবাদিক নুরুল হক খাঁন, জনাব হেলাল উদ্দিন মেম্বার।

    প্রধান অতিথি কে বৃহত্তর কুতুপালং নাগরিকদের পক্ষ থেকে উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক জনাব নুরুল হক খাঁন সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়

    এছাড়া আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এবং সভাপতির বক্তব্যের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করেন।

  • খালেদা জিয়ার বিষয়ে যৌথ সভা ডেকেছে বিএনপি

    খালেদা জিয়ার বিষয়ে যৌথ সভা ডেকেছে বিএনপি

    নিউজ ডেস্ক,

    দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশের চিকিৎসার বিষয়ে কর্মসূচি ও এ ব্যাপারে দলের অবস্থান নেতাদের সামনে তুলে ধরতে যৌথ সভা ডেকেছে বিএনপি।

    আজ বুধবার দুপুর ১টায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই সভায় সভাপতিত্ব করবেন।

    সকালে চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসনের বিষয়ে যুগ্ম-মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সহসাংগঠনিক ও সম্পাদকদের নিয়ে যৌথ সভা করবেন মহাসচিব।

    দলীয় সূত্র বলছে, যৌথ সভা থেকে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার বিষয়ে কর্মসূচি দেবে বিএনপি। গত সোমবার বিএনপি স্থায়ী কমিটির সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত হয়েছে।

    সূত্র : আজকের পত্রিকা

  • আজ সপ্তম দফায় ভাসানচর যাচ্ছে আরও দেড় হাজার রোহিঙ্গা

    আজ সপ্তম দফায় ভাসানচর যাচ্ছে আরও দেড় হাজার রোহিঙ্গা

    নিউজ ডেস্ক,

    উখিয়া ও টেকনাফের বিভিন্ন আশ্রয়শিবির থেকে স্বেচ্ছায় ভাসানচরে যেতে আগ্রহী রোহিঙ্গারা আজ বুধবার (২৪ নভেম্বর) স্থায়ী এই আশ্রয়কেন্দ্রে যাচ্ছে। সপ্তম দফায় কক্সবাজার থেকে নোয়াখালীর ভাসানচরে যাচ্ছে দেড় হাজার রোহিঙ্গা।

    আজ সকালে বাস ও ট্রাকে চট্টগ্রামে পাঠানো হবে। সেখান থেকে নৌবাহিনীর তত্ত্বাবধানে জাহাজে ভাসানচর আশ্রয়শিবিরে নেওয়া হবে রোহিঙ্গাদের। রোহিঙ্গাদের নিয়ে সম্পৃক্ত আইনশৃঙ্খলা বাহিনী এবং শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন (আরআরসি) কমিশনারের কার্যালয় সূত্রে এই তথ্য জানা গেছে।

    এর আগে ১ ও ২ এপ্রিল ষষ্ঠ দফায় (দুই অংশে) চার হাজার ৩৭২ জন রোহিঙ্গা ভাসানচরে যায়। আর মোট ছয় দফায় কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে ভাসানচর আশ্রয়শিবিরে স্থানান্তর করা হয় ১৮ হাজার ৫০০ রোহিঙ্গাকে।

    ২০২০ সালের ৪ ডিসেম্বর প্রথম দফায় এক হাজার ৬৪২ জন, ২৯ ডিসেম্বর দ্বিতীয় দফায় এক হাজার ৮০৪ জন, চলতি বছরের ২৯ ও ৩০ জানুয়ারি তৃতীয় দফার তিন হাজার ২৪২ জন, ১৪ ও ১৫ ফেব্রুয়ারি চতুর্থ দফায় তিন হাজার ১৮ জন এবং পঞ্চম দফায় ৩ ও ৪ মার্চ চার হাজার ২১ জন, ষষ্ঠ দফায় ১ ও ২ এপ্রিল চার হাজার ৩৭২ জন রোহিঙ্গা রোহিঙ্গাকে ভাসানচর স্থানান্তর করা হয়।

    গত বছরের মে মাসে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে ৩০৬ জন রোহিঙ্গাকে উদ্ধার করে সেখানে নিয়ে রাখা হয়। শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়সহ জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও এনজিও স্থানান্তর কার্যক্রম পরিচালনা করছে। এবার ১৮শ’ থেকে দুই হাজার রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে সরকারের। জাতিসংঘ যুক্ত হওয়ার পর এটাই ভাসানচরে প্রথম দফায় রোহিঙ্গাদের স্থানান্তর কার্যক্রম।

    সুত্র কক্স টিবি।

  • বিরামপুরে ইউপি নির্বাচনে চাচা ভাতিজা ও ভাই-বোন ভোটযুদ্ধে

    বিরামপুরে ইউপি নির্বাচনে চাচা ভাতিজা ও ভাই-বোন ভোটযুদ্ধে

    এস এম মাসুদ রানাঃ- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

    দিনাজপুরের বিরামপুর উপজেলায় ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে সীমান্তবর্তী ২নং কাটলা ইউনিয়নের দাউদপুর গ্রাম থেকে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্য (পুরুষ) পদে ১৭ জন প্রার্থী হয়েছেন।

    এদের মধ্যে একই বাড়ি থেকে চাচা-ভাতিজা ও ভাই-বোন ভোটযুদ্ধের প্রতিযোগিতায় নেমেছেন। উপজেলার সবচেয়ে বেশি প্রার্থী সম্বলিত ওই গ্রামকে ঘিরে চলছে নানা গুঞ্জন।

    জানা গেছে, বিরামপুর উপজেলার ২নং কাটলা ইউনিয়নের ভারত সীমান্ত ঘেঁষা গ্রাম দাউদপুর। এ গ্রামটি উত্তর দাউদপুর ও দক্ষিণ দাউদপুর নামে পরিচিত। নির্বাচনী এলাকা হিসেবে উত্তর দাউদপুর ওই ইউনিয়নের ৭নং সাধারণ ওয়ার্ড এবং দক্ষিণ দাউদপুর গ্রামটি ৮নং ওয়ার্ড।

    একই গ্রামের এই দুই ওয়ার্ডের ৭নং ওয়ার্ডে ভোটার রয়েছেন ১ হাজার ৬৪৪ জন। এখানে সাধারণ সদস্য পদে প্রার্থী হয়েছেন একই বাড়ি থেকে বর্তমান ইউপি সদস্য আব্দুর রাজ্জাক (টিউবওয়েল), তার আপন ভাতিজা একরামুল হক (তালা), বকুল হোসেন (ফুটবল) ও রশিদুল ইসলাম (মোরগ)।

    ৮নং ওয়ার্ডের ভোটার সংখ্যা ১ হাজার ৬১৭ জন। এই ওয়ার্ড থেকে চেয়ারম্যান ও সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন একই বাড়ি থেকে বর্তমান চেয়ারম্যান নাজির হোসেন (আনারস), তার আপন ভাতিজা মনসুর আলী (ঘোড়া), সাধারণ সদস্য পদে এনামুল হক (বৈদ্যুতিক পাখা), তার আপন বোন বর্তমান সংরক্ষিত মহিলা সদস্য ফাহিমা (সূর্যমুখী ফুল), শহিদুল ইসলাম (তালা), কামরুজ্জামান (আপেল), জিয়ারুল রহমান (ভ্যানগাড়ি), আফিজ উদ্দিন (ফুটবল) তার ভাতিজা বর্তমান ইউপি সদস্য মইনুল ইসলাম (টিউবওয়েল), আতিয়ার রহমান (মোরগ) এবং হবিবর রহমান (ঘুড়ি)।

    এছাড়া এ গ্রাম থেকে সংরক্ষিত নারী সদস্যা প্রার্থী রয়েছেন ৩ জন। তারা হলেন- বর্তমান সদস্যা ফাইমা (সূর্যমুখী ফুল), রওশন আরা বিবি (হেলিকপ্টার) এবং রোজিনা খাতুন (বক)।

    উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জমিল উদ্দিন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

  • উখিয়া বিএনপি নেতার হাতে রাজাপালং মাদ্রাসার আলিম ২য় বর্ষের ছাত্র শাহেদ হামলার স্বীকার

    উখিয়া বিএনপি নেতার হাতে রাজাপালং মাদ্রাসার আলিম ২য় বর্ষের ছাত্র শাহেদ হামলার স্বীকার

    বিশেষ প্রতিনিধি, উখিয়া।

    উখিয়ায় নির্বাচনী প্রতিহিংসার বশবর্তী হয়ে শাহেদ নামের এক মাদ্রাসার ছাত্রকে গুরুতরভাবে আহত করা হয়েছে। আহত শাহেদ উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়ননের ৭নং ওয়ার্ডের হাতির ঘোনা এলাকার ফকির আহম্মদের ছেলে বলে জানা গেছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের কাছথেকে জানা যায়। ২৩ নভেম্বর ২০২১ খ্রিঃ বিকেল ৪ ঘটিকার দিকে হাতির ঘোনা সিরাজের দোকানের সামনে বিএনপি নেতা ইদ্রিসের ভাই এবং ফরিদ আহম্মদের ছেলে এলাকার মাস্তান খ্যাত একলাছ সহ তার আরো ১০-১৫ জন ভাড়াটে সন্ত্রাসী নিয়ে দা,লাঠিসহ নিয়ে শাহেদের পথরোধ করে হত্যার উদ্দেশ্যে নারকীয় হত্যা চালায়।
    এসময় সন্ত্রাসীরা তার পকেট থেকে তার ব্যাবহৃত মোবাইল ও নগদ ৫০০০ টাকা ছিনতায় করে।

    এই সময় শাহেদের অবস্থা গুরুতর দেখে এলাকাবাসীরা শাহেদ কে সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা করে উখিয়া হাসপাতালে নিয়ে আসে।

    হামলার ব্যাপারে এলাকাবাসীর কাছ থেকে জানতে চাইলে তারা বলেন” গত ১১ই নভেম্বর অনুষ্ঠিত হওয়া হলদিয়া পালংয়ের ইউপি নির্বাচনের সময় শাহেদ, সন্ত্রাসী একলাছের বড়ভাই বিএনপি নেতা ইদ্রিসকে সমর্থন না করে, তারই নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান মেম্বার শাহ জাহানকে সমর্থন করে।
    তারই ধারাবাহিকতায় গত ১১ই নভেম্বর নির্বাচনে বিপুল ভোটে পরাজিত হয়ে যাওয়ার পর থেকেই ইদ্রিস এবং তার ভাইয়েরা শাহেদ আর ওর পরিবারকে নানারকম হুমকি দিয়ে আসছে।

    এরই পরিপ্রেক্ষিতে আজ বিকালে এখালাছ আর তার সন্ত্রাসী বাহিনী মাদ্রাসার ছাত্র শাহেদের উপর এই নারকীয় হামলা চালায়।

    বর্তমানে শাহেদ উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি অবস্থায় আছে বলে জানা গেছে।