Blog

  • বিএনপির নেত্রী খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে উখিয়ায় বিক্ষোভ মিছিল

    বিএনপির নেত্রী খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে উখিয়ায় বিক্ষোভ মিছিল

    ওমর ফারুকঃ- উখিয়া, 

    বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে উখিয়ায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    সোমবার বিকাল ৩টায় বিক্ষোভ সমাবেশ শেষে পরে উখিয়া সদর স্টেশনে মিছিল করে উখিয়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।

    এসময় উখিয়া উপজেলা বিএনপি সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, কক্সবাজার জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এম মোক্তার আহমদ, উখিয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরী, সিঃসহ-সভাপতি জুহুর আহমদ চৌধুরীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • শেডের আয়োজনে উখিয়ায় সামাজিক সম্প্রীতি উন্নয়ন মেলা অনুষ্ঠিত

    শেডের আয়োজনে উখিয়ায় সামাজিক সম্প্রীতি উন্নয়ন মেলা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিনিধি।

    সম্প্রীতির সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি” এই স্লোগানকে ধারণ করে কক্সবাজারের উখিয়া উপজেলার সদর রাজাপালং ইউনিয়নের ফলিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে শেড এর আয়োজনে এবং কেয়ার বাংলাদেশের কারিগরি সহযোগিতায় অদ্য ২২ নভেম্বর ২০২১ খ্রিঃ সোমবার সকাল ১০ ঘটিকা হইতে শুরু হয়ে বিকেল ৫ ঘটিকা পর্যন্ত এক বর্ণাঢ্য সামাজিক সম্প্রীতি উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে।

    উক্ত সমাজিক সম্প্রীতি উন্নয়ন মেলা শেডের সিনিয়র অফিসার মোঃ নাজিমুজ্জামান এর সঞ্চালনায় ও শেডের এজিডিআরআর প্রকল্পের আওতায় গঠিত রাজাপালং ইউনিয়ন সামাজিক সম্প্রীতি উন্নয়ন কমিটির সম্মানিত উপদেষ্টা জনাব নুরুল কবির মেম্বারের সভাপতিত্বে শুরু হয়।
    এসময় প্রধান অতিথি হিসেবে মেলা পরিদর্শন ও উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নিজাম উদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের তিন তিন বারের নবনির্বাচিত চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন শেড এর নির্বাহী পরিচালক জনাব মুহাম্মদ উমরাহ, শেডের ডেপুটি ডিরেক্টর জনাব আব্দুল মান্নান, এজিডিআরআর প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক জনাব আব্দুল মান্নান, কেয়ার বাংলাদেশের অফিস ম্যানেজার জনাব আব্দুস সালাম, কেয়ার বাংলাদেশের প্রকল্প কর্মকর্তা মিল্টন কুমার সাহা, উখিয়া উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জনাব মোহাম্মদ ইমদাদুল হক সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি বৃন্দ।
    উল্লেখ্য বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে মেলার স্টলে সামাজিক সম্প্রীতি উন্নয়নের উপায় সম্পর্কে বিভিন্ন প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। মেলার সকল স্টল পরিদর্শন করে উখিয়া উপজেলা নির্বাহী অফিসার জনাব নিজাম উদ্দিন আহমেদ শেড ও কেয়ার বাংলাদেশকে এ ধরণের আয়োজনের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন। শেডের নির্বাহী পরিচালক জনাব মোঃ উমরাহ বলেন, “সমাজের সকল স্তরে আমরা যদি সম্প্রীতির বন্ধনকে জোড়ালো করতে পারি তাহলে টেকসই উন্নয়ন লক্ষমাত্রা অর্জনের দিকে আমরা অনেকাংশেই এগিয়ে যাব।”
    মেলায় প্রদর্শনী স্টলের পাশাপাশি এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও সমাজিক সম্প্রীতি উন্নয়ন মেলায় অংশগ্রহণকারী সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান গুলোকে সম্মাননা স্মারক প্রদান করে বিশেষ সম্মানে ভূষিত করা হয়।
    রাজাপালং ইউনিয়নের সামাজিক সম্প্রীতি উন্নয়ন কমিটির সম্মানিত উপদেষ্টা মহোদয় এর বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

  • বাঁশখালী দারুল কারীম মাদরাসার এতিম ছাত্রদের জামা প্রদান করলেন-ফয়েজ বিন হাকিম

    বাঁশখালী দারুল কারীম মাদরাসার এতিম ছাত্রদের জামা প্রদান করলেন-ফয়েজ বিন হাকিম

    আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    বাঁশখালী জলদি দারুল কারীম মাদরাসার ০৫ জন এতিম ছাত্রকে ড্রেস উপহার দিলেন ব্যবসায়ী ফয়েজ বিন হাকিম ও মাহমুদা খানম দম্পতি।

    আজ (২২ নভেম্বর-২১) সোমবার সন্ধ্যায় তারা মাদরাসায় এসে মাদরাসার এতিম ছাত্র অলিমিয়ার দোকান এলাকার মৃত সৈয়দুল আলমের পুত্র রেজাউল করিম বাদশা, পুর্ব চাম্বল এলাকার মৃত ফোরকানের পুত্র মোহাম্মদ শাকিল, পুর্ব বড়ঘোনার মৃত শাহনেওয়াজের পুত্র ওয়াহিদুল ইসলাম তাসিম, পশ্চিম চাম্বল এলাকার মৃত জহিরুল ইসলামের পুত্র নুরুল ইসলাম মানিক ও পশ্চিম চাম্বল বাংলা বাজার এলাকার মৃত শামসুল আলমের পুত্র মোহাম্মদ রোমানসহ ৫ ছাত্রকে নতুন ড্রেস (জুব্বা) উপহার দেন।

    এসময় তারা মাদরাসার পরিবেশ ও ছাত্রদের পড়ালেখা দেখে সন্তোষ প্রকাশ করেন। জনাব ফয়েজ বিন হাকিম ও তার স্ত্রী মাহমুদা খানম মাদরাসার পুরুষ ও মহিলা শাখা পরিদর্শন করেন। উল্লেখ্য, ব্যবসায়ী ফয়েজ বিন হাকিমের স্ত্রী মাহমুদা খানম মরহুম আলহাজ্ব সিরাজুল ইসলাম প্রকাশ সিরাজ ভেন্ডারের মেয়ে।

    সিরাজ ভেন্ডারের পুত্র মোহাম্মদ ফারুক সাহেবও দারুল কারীম মাদরাসার অন্যতম সহযোগী। আল্লাহ তাদের এই দান কবুল করার পাশাপাশি এই পরিবারকে সব সময় মসজিদ মাদরাসা, আলেম ওলামা দ্বীনের পক্ষে থাকার তৌফিক দান করুন, আমিন।

    #নোট:
    মাদরাসার সমস্যা সম্ভাবনা, সুখ দুঃখ এসব আপডেট দেয়ার কারণ হচ্ছে প্রথমতঃ যারা পাশে দাড়ান তাদের এবং অন্যদের উৎসাহিত করা। দ্বীতিয়তঃ যারা মাদরাসাকে ভাল বাসে তারা খুশি হতে আর যারা মাদরাসার উন্নতি অগ্রগতি সহ্য করতে পারেনা তাদের আরো খারাপ লাগতে তথা তাদের কষ্ট আরো বাড়াতে।

    কারণ হচ্ছে, মুমিনের প্রতিটি কাজ হচ্ছে আল্লাহকে খুশি করার পাশাপাশি শয়তান যাতে নারাজ হয় তার টার্গেট রাখা। আমি সেই কাজটিই করি।
    পরিচালকঃ
    সাংবাদিক,মাওলানা শফকত হোসাইন চাটগামী,

  • ইয়ামেনে দুর্ভিক্ষের কালো থাবা- আল্লামা ড. আ ফ ম খালিদ হোসেন

    ইয়ামেনে দুর্ভিক্ষের কালো থাবা- আল্লামা ড. আ ফ ম খালিদ হোসেন

    আন্তর্জাতিক ডেস্কঃ

    কালের সুন্দর, স্নিগ্ধ ও মানব ইতিহাসের অন্যতম প্রাচীন বসতি ইয়েমেন এখন ধ্বংসপুরী। বাতাসে বারুদের গন্ধ। জনগণের মাথার ওপরে ছাদ নেই। পেটে আহার নেই। পরনে ছিন্নবসন। রোগবালাই নিরাময়ে চিকিৎসার ব্যবস্থা নেই। ইতালীয় ভাষায় ‘ইয়েমেন’ শব্দের অর্থ সুখী অথচ বর্তমানে দেশটি অসুখী দেশের তালিকার শীর্ষে। আরব উপদ্বীপের দক্ষিণ প্রান্তে অবস্থিত দ্বিতীয় বৃহত্তম স্বাধীন আরব দেশ ইয়েমেন। এটি রিপাবলিক অব ইয়েমেন নামে পরিচিত। ক্ষমতার লড়াই, শিয়া-সুন্নি দ্ব›দ্ব, তেল বাণিজ্য ও আন্তর্জাতিক রাজনীতির নির্মম বলি ইয়েমেনের তিন কোটি মানুষ। এর মধ্যে প্রায় দুই-তৃতীয়াংশ মানুষ ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখোমুখি। তাদের প্রয়োজন মানবিক সহায়তা ও স্বাস্থ্য সুরক্ষার উপকরণ। দেশটির অর্থনীতি ভেঙে পড়েছে। ২০ লাখ শিশু খাদ্য ও চিকিৎসার অভাবে মারাত্মক পুষ্টিহীনতায় ভুগছে। সেভ দ্য চিলড্রেন প্রদত্ত তথ্য মতে, ২০১৫ সালের এপ্রিল থেকে ২০১৮ সালের অক্টোবর পর্যন্ত দেশটিতে প্রায় ৮৫ হাজার শিশুর মৃত্যু হয়েছে।

    বিংশ শতাব্দীর শেষে খনিজ তেল আবিষ্কার হলে ইয়েমেনের অর্থনৈতিক উন্নতি ও জনগণের জীবনের মান উন্নয়নের সম্ভাবনা দেখা দেয়। প্রতি মাসে ইয়েমেন থেকে ৩০ লাখ থেকে ৪০ লাখ ব্যারেল তেল নিয়ে যাচ্ছে সৌদি নেতৃত্বাধীন জোট। এমন অভিযোগ করেছে ইয়েমেনের রাষ্ট্রনিয়ন্ত্রিত তেল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আম্মার আল-আজরায়ি। গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেন থেকে তেল ও তরল প্রাকৃতিক গ্যাস লুট করে নিয়ে যাচ্ছে। নিরাপত্তা পরিষদে দেয়া এক বক্তৃতায় জাতিসঙ্ঘের সহকারী সেক্রেটারি জেনারেল জানিয়েছেন, ইয়েমেনে এক কোটি ৩০ লাখ মানুষকে মানবিক সহযোগিতা দেয়া হচ্ছে। কয়েক মাস আগে নতুন করে আরো ৩০ লাখ মানুষ মানবিক সহযোগিতা পাওয়ার জন্য যুক্ত হয়েছে। বর্তমানে সাহায্য সংস্থাগুলোর কাছে পর্যাপ্ত পরিমাণে অর্থ নেই। ফলে ৪০ লাখ লোককে খাদ্য সহযোগিতা দেয়া সম্ভব হচ্ছে না। চলতি বছর শেষে এ সংখ্যা গিয়ে ৫০ লাখে পৌঁছাতে পারে। চলমান যুদ্ধ, ব্যাপক দরিদ্রতা, কর্মসংস্থানের অভাব ও আন্তর্জাতিক সহায়তা হ্রাস পাওয়ায় ২০২২ সালে ইয়েমেনের সঙ্কট বৃদ্ধি পেতে পারে। যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনকে ২০২১ সালে চরম মানবিক বিপর্যয়ের দেশের তালিকার শীর্ষে রাখা হয়েছে।

    ইয়েমেনের তিন হাজার ৫০০ স্বাস্থ্যসেবা কেন্দ্রের মধ্যে অর্ধেক বন্ধ হয়ে গেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডাটা প্রজেক্টের পরিসংখ্যান মতে, বিগত ছয় বছরে এক লাখের বেশি মানুষ সহিংসতায় নিহত হয়েছেন। ৩৩ লাখেরও বেশি মানুষ গৃহহীন। আলজাজিরার প্রতিবেদনে জানা যায়, ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি ২০২১ সালে ১০টি মানবিকভাবে বিপর্যস্ত দেশের তালিকা করেছে। তাতে শীর্ষে আছে ইয়েমেন। অপরাপর দেশগুলো হলো যথাক্রমে – আফগানিস্তান, সিরিয়া, কঙ্গো, ইথিওপিয়া, বুরকিনা ফাসো, দক্ষিণ সুদান, নাইজেরিয়া, ভেনিজুয়েলা ও মোজাম্বিক।

    ‘আরব বসন্ত’ দিয়ে ইয়েমেনে রাজনৈতিক অস্থিরতার সূচনা। ২০১১ সালে দেশটির দীর্ঘ দিনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহকে তার ডেপুটি আবদারাব্বুহ মানসুর হাদির কাছে ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য করা হয়। কিন্তু প্রেসিডেন্ট হাদিকে অনেক সঙ্কটের মুখোমুখি হতে হলো। যেমন – আলকায়েদার হামলা, দক্ষিণে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, সালেহর প্রতি অনেক সামরিক কর্মকর্তার আনুগত্য। দুর্নীতি, বেকারত্ব আর খাদ্যসঙ্কট তো রয়েছেই। আর নতুন প্রেসিডেন্টের দুর্বলতার সুযোগে ইয়েমেনের যাইদি শিয়া সম্প্রদায় নেতৃত্বের হাছি আন্দোলনের কর্মীরা বিভিন্ন এলাকার নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এ সময় অনেক সুন্নিও তাদের সমর্থন জোগায়। এরপর ২০১৪ সালে বিদ্রোহীরা সানা অঞ্চলেরও নিয়ন্ত্রণও নিয়ে নেয়। পরে দক্ষিণাঞ্চলীয় বন্দর এডেন থেকে পালিয়ে যান প্রেসিডেন্ট হাদি। হাউছি আর নিরাপত্তা বাহিনীগুলো সাবেক প্রেসিডেন্ট সালেহের প্রতি অনুগত। এরপর তারা পুরো দেশের নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করে। তাদের পেছনে ইরান সমর্থন জুগিয়ে যাচ্ছে বলে ধারণা করা হয়। কিন্তু হাদিকে ইয়েমেনে আবার ক্ষমতায় আনতে সৌদি আরব আর অন্য আটটি সুন্নি দেশ এক জোট হয়ে ইয়েমেনে অভিযান শুরু করে। এই জোটকে লজিস্টিক আর ইন্টেলিজেন্স সহায়তা করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্সসহ পশ্চিমা বিশ্ব (বিবিসি বাংলা, ২৬ মার্চ ২০১৮)। আরব আমিরাতসহ কয়েকটি দেশের পৃষ্ঠপোষকতায় সৌদি আরব ২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনকে জল, স্থল ও আকাশপথে অবরুদ্ধ করে দেশটির ওপর ভয়াবহ সশস্ত্র অভিযান চালিয়ে আসছে। এতে বিপর্যস্ত হয়ে পড়ছে সাধারণ মানুষ।

    ইয়েমেনে কার্যত দুই শাসকগোষ্ঠী সক্রিয় আছে। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সামরিক সহযোগিতার ওপর ভর করে দেশটির দক্ষিণাঞ্চল এখনো মনসুর হাদির নেতৃত্বাধীন সরকারের নিয়ন্ত্রণে, অন্য দিকে উত্তরাঞ্চল সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করছে হাউছি বিদ্রোহীরা (বাংলা ট্রিবিউন, ২৯ অক্টোবর ২০২১)। ইয়েমেন থেকে হাউছি বিদ্রোহীদের ছুড়ে মারা মর্টার, ড্রোন ও মিসাইল রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ সৌদি আরবের বিভিন্ন স্থানে আঘাত হানছে প্রতিনিয়ত। গত মার্চ মাসে সৌদি রাজধানী রিয়াদে অবস্থিত রাষ্ট্রনিয়ন্ত্রিত তেল কোম্পানি ‘আরামকো’র বৃহৎ একটি শোধনাগারে ছয়টি ড্রোন দিয়ে আবার ভয়াবহ হামলা চালিয়েছে ইয়েমেনের হাউছি বিদ্রোহীরা। এতে ব্যাপক ক্ষতি হয়। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো মনে করে, প্রযুক্তিগত সুবিধা এবং আন্তর্জাতিক যোগাযোগ থাকায় ইয়েমেনে আলকায়েদা ও ইসলামিক স্টেট গ্রুপ বেশ সক্রিয়। এখানে ঘাঁটি বানিয়ে তারা মধ্যপ্রাচ্য ও অন্যান্য দেশে অস্থিরতা সৃষ্টি করতে পারে। ইয়েমেনের এ সঙ্কটকে সৌদি আরব ও ইরানের মধ্যে আঞ্চলিক ক্ষমতার লড়াই হিসেবেও দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কৌশলগতভাবে ইয়েমেনের নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ, কারণ এডেন উপসাগর দিয়ে বিশ্বের সবচেয়ে বেশি তেলের সরবরাহ হয়ে থাকে। জাতিসঙ্ঘের তিনটি সংস্থা একটি যুদ্ধবিরতির জন্য চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে। ছয় বছরের যুদ্ধে উভয় পক্ষ ব্যাপক বিপর্যয় ও ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে।

    পর্যটকদের আকর্ষণ করার মতো অনেক স্পট রয়েছে ইয়েমেনে। এর মধ্যে এর রাজধানী সানা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। সানা বিশ্বের অন্যতম প্রচীন শহরগুলোর একটি। ইউনেস্কো এটিকে World Heritage of Mankind বলে ঘোষণা করেছে। এখানে প্রাচীনকালে ইটের তৈরি বহুতল ভবন সর্বত্র দৃষ্টিগোচর হয়। ইয়েমেনিরা শহর, সড়ক, দুর্গ ও বাঁধ নির্মাণে ছিলেন বেশ পারঙ্গম। রাব আল খালি মরুভ‚মির প্রান্তে অবস্থিত মারিব শহর ছিল শেবার রানী বিলকিসের সাম্রাজ্যের রাজধানী। এখানে ৩০০০ বছর আগে নির্মিত বাঁধ অবশিষ্ট আছে। ইয়েমেন আগে বিভিন্ন সাম্রাজ্যের অংশ ছিল এবং এদের রাজধানীগুলো দেশের বিভিন্ন শহরে ছড়িয়ে রয়েছে। প্রতিটিতেই সেই আমলের বিশেষ নিদর্শন দেখতে পাওয়া যায়। ষষ্ঠদশ শতাব্দীতে লোহিত সাগরের সৈকত সন্নিহিত আল-মুখা শহর কফির জন্য ছিল বিখ্যাত। বস্ত্রশিল্প, ধুনো ও বৃক্ষগন্ধরস দেশটির জনগণ ও ভ্রমণপিয়াসুদের কাছে অত্যন্ত প্রিয়। ৬৩০ খ্রিস্টাব্দে হজরত মুহাম্মদ সা: ধর্মপ্রচারের উদ্দেশ্যে হজরত আলী রা:-কে ইয়েমেন প্রেরণ করেন এবং মহানবী সা:-এর জীবদ্দশায় তাইজের নিকটবর্তী জানাদে ও সানাতে মসজিদ নির্মিত হয়। ইসলামী যুগের প্রথম বিশ্ববিদ্যালয় ও আরো অনেক প্রাচীন ঐতিহ্যবাহী স্থানে ইয়েমেন পূর্ণ ও ঋদ্ধ। প্রমিত আরবি উচ্চারণের জন্য ইয়েমেনের প্রসিদ্ধি সর্বজনবিদিত। ইয়েমেনে ৬৫ শতাংশ মানুষ সুন্নি ও ৩৫ শতাংশ শিয়া। বিখ্যাত সাহাবি হজরত আবু হুরায়রা রা: ও খ্যাতনামা তাবেঈ হজরত ওয়ায়েস করনি রহ: ছিলেন ইয়েমেনের বাসিন্দা। মহানবী সা: ইয়েমেনকে ভালোবাসতেন; কারণ তার পূর্বপুরুষরা ছিলেন ইয়েমেনি। মহানবী সা: বলেন, ঈমান ইয়েমেনিদের মধ্যে আর আমিও ইয়েমেনি। দাওয়াত ও জিহাদে ইয়েমেনবাসীরা মহানবী সা:-কে সব সময় সহায়তা করেন। হজরত মুয়াজ ইবন জাবাল রা:কে মহানবী সা: ইয়েমেনের গর্ভনর নিয়োগ করেছিলেন। তিনি জাকাতভিত্তিক অর্থব্যবস্থা প্রতিষ্ঠা করে ইতিহাসে অমর কীর্তি রেখে গেছেন। সম্পদের সুষম বণ্টনের কারণে সে সময় ইয়েমেনে জাকাতগ্রহীতা পাওয়া যায়নি। ফলে হজরত উমর রা:-এর শাসনামলে উদ্বৃত্ত রাজস্ব মদিনার কেন্দ্রীয় কোষাগারে জমা করা হয়। ইয়েমেনে আসওয়াদ আনসি নামে এক ভণ্ডনবীর আবির্ভাব হলে ইয়েমেনিরা তার বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলেন এবং ফাইরোজ নামে এক ব্যক্তির হাতে ভণ্ডনবী নিহত হন।

    দায়িত্ব গ্রহণের পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়ে দেন, ছয় বছর ধরে ইয়েমেনে সৌদি আরব যে লড়াই চালাচ্ছে, আমেরিকা সেই লড়াইয়ে সৌদিকে আর সাহায্য করবে না; বরং শান্তিপূর্ণ পদ্ধতিতে কিভাবে মীমাংসাসূত্র তৈরি করা যায়, আমেরিকা সে চেষ্টাই চালাবে। প্রেসিডেন্ট স্পষ্ট জানিয়ে দেন, কোনোভাবেই আর সৌদি রাষ্ট্রকে যুদ্ধে মদদ দেয়া হবে না। বরং ইয়েমেনে প্রতিনিধিদল পাঠিয়ে এ সমস্যার শান্তিপূর্ণ সমাধানের রাস্তা খোঁজা হবে। তবে এর ফলে সৌদি আরবের সাথে আমেরিকার সম্পর্কের কোনো পরিবর্তন হবে না। কিন্তু ৯ মাসের ব্যবধানে যুক্তরাষ্ট্র তার আগের অবস্থান থেকে সরে দাঁড়ায়। বিগত চার নভেম্বর এক চুক্তির আওতায় সৌদি আরবের কাছে মধ্যপাল্লার এআইএম-১২০সি-৭/সি-৮ মডেলের ক্ষেপণাস্ত্রগুলো ৬৫ কোটি মার্কিন ডলারে বিক্রি করছে যুক্তরাষ্ট্র, যা বাংলাদেশী মুদ্রায় প্রায় পাঁচ হাজার ৫৭৭ কোটি টাকা। বিশেষ এসব ক্ষেপণাস্ত্র আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর বলছে, ‘গত বেশ কয়েক বছরে সৌদি আরবে আন্তঃসীমান্ত হামলা বৃদ্ধি পেয়েছে বলে আমরা দেখতে পেয়েছি। ফলে দেশটিতে থাকা মার্কিন বাহিনী ও ৭০ হাজারের বেশি মার্কিন নাগরিক ঝুঁকিতে পড়েছেন। এসব ক্ষেপণাস্ত্র আন্তঃসীমান্ত হামলা থেকে সৌদিকে নিরাপদে রাখতে সহায়তা করবে’ (ডয়েচে ভেলে, ৫ ফেব্রুয়ারি, ২১; আরটিভি নিউজ, ৫ নভেম্বর, ২০২১)। যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতিমালা ও জাতীয় নিরাপত্তার জন্য এই অস্ত্র বিক্রি গুরুত্বপূর্ণ। অস্ত্রবাণিজ্য, তেললুণ্ঠন, ভ‚রাজনৈতিক ও অন্যান্য কারণে ইয়েমেন-সৌদি সঙ্ঘাত টিকিয়ে রাখতে চায় ক্ষমতাধর দেশগুলো। এসব ঘটনা তার প্রমাণ বহন করে।

    এ দিকে ইরান তাদের অবস্থান স্পষ্ট করেছে। ইয়েমেনের রাষ্ট্রদূত ইব্রাহিম মুহাম্মদ আল-দাইলামির সাথে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর রাজনৈতিক জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আসগর খাজি ১৭ অক্টোবর তেহরানে অনুষ্ঠিত বৈঠকে উল্লেখ করেন, চলমান সঙ্ঘাত যুদ্ধবিরতি ও সঙ্কটের রাজনৈতিক নিষ্পত্তির ওপর নির্ভর করবে। যেকোনো রাজনৈতিক সমাধান অবশ্যই বিদেশী হস্তক্ষেপমুক্ত এবং ইয়েমেনের নাগরিকদের ইচ্ছার ওপর ভিত্তি করে হওয়া উচিত। সৌদি আরব ও ইরান দুটি বৈরী দেশ। সিরিয়া থেকে ইয়েমেন পর্যন্ত একাধিক আঞ্চলিক ইস্যুতে প্রভাব বিস্তারের প্রশ্নে দীর্ঘ দিন ধরে তীব্র বিরোধে জড়িয়ে আছে দেশ দুটি। ২০১৬ সাল থেকে পারস্পরিক কূটনৈতিক সম্পর্ক নেই। সৌদি আরবে এক শিয়া ধর্মগুরুর ফাঁসি কার্যকর করার পর দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে। এর প্রতিবাদে ইরানে সৌদি দূতাবাসে হামলা চালায় বিক্ষোভকারীরা। এ ঘটনায় দুই দেশের মধ্যে ক‚টনৈতিক সম্পর্ক ছিন্ন হয়। এরই মধ্যে বাদশাহ সালমান ও ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির ইঙ্গিতে কয়েক দফা গোপন বৈঠক হয়েছে তৃতীয় দেশে। মোহাম্মদ বিন সালমান বলেন, ‘ইরান নিয়ে জটিল পরিস্থিতি আমরা চাই না। আমরা ইরানের উন্নতি চাই, যা এ অঞ্চল ও বিশ্বকে সমৃদ্ধির দিকে এগিয়ে নেবে।’ তেহরানের ‘নেতিবাচক কর্মকাণ্ড’ নিয়ে সমাধান খুঁজতে রিয়াদ আঞ্চলিক ও বৈশ্বিক অংশীদারদের সাথে কাজ করছে’ (বিবিসি, ২৯ এপ্রিল, ২০২১)। শান্তি ও সমঝোতার পথ রুদ্ধ হয়ে গেলে যুদ্ধ অনেক সময় অনিবার্য হয়ে ওঠে। যুদ্ধ মানে বিপর্যয়। যুদ্ধ মানে স্বজন হারানোর ক্রন্দনরোল। সৌদি আরব, ইরান ও ইয়েমেনের নীতিনির্ধারকরা উদার মন নিয়ে এগিয়ে এলে সমাধানের পথ বেরিয়ে আসবে। যেকোনো প্রস্তাব, আলোচনা ও পদক্ষেপে ইয়েমেনের জনগণের ইচ্ছার প্রতিফলন থাকতে হবে। নইলে আগামী দিনে সৌদি আরব ও ইয়েমেন ভয়ঙ্কর বিপর্যয়ের মুখে পড়বে। এতে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে সহিংসতার দাবানল ছড়াবে।

    লেখক : অবসরপ্রাপ্ত অধ্যাপক ও গবেষক
    drkhalid09@gmail.com

  • পেকুয়া থানা পুলিশের অভিযানে দুইজন অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার

    পেকুয়া থানা পুলিশের অভিযানে দুইজন অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার

    পেকুয়া উপজেলা প্রতিনিধি,

    ২১ নভেম্বর ২০২১খ্রিঃ রাত অনুমান ৮ ঘটিকার দিকে পেকুয়া থানা পুলিশের একটি চৌকষ টিম বিশেষ অভিযান পরিচালনা করে পেকুয়া উপজেলার চৌমুহনী মোড়, মসজিদ মার্কেট এলাকা হইতে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃত আসামী ০১ মোঃ মিজানুর রহমান (২১), পিতা-জয়নাল আবেদিন, সাং -পাহাড়ীয়াখালী, (২ নং ওয়ার্ড), বারবাকিয়া, ২ মোঃ মোর্শেদ (২০), পিতা-আবুল বশর, সাং-কাচারিমোড়া, (১নং ওয়ার্ড), শিলখালী, উভয় থানা- পেকুয়া, জেলা-কক্সবাজার দ্বয়ের হেফাজত হতে ১ টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে উদ্ধার করে জব্দ করা হয়।

    গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ।

  • ভোলা সরকারি কলেজ চ্যাপ্টারে জাতীয় মৃত্তিকা অলিম্পিয়াড ২০২১ পরীক্ষা পর্ব শেষ

    ভোলা সরকারি কলেজ চ্যাপ্টারে জাতীয় মৃত্তিকা অলিম্পিয়াড ২০২১ পরীক্ষা পর্ব শেষ

    সাহিদুর রহমানঃ- বিশেষ প্রতিনিধি,

     

    বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে বাংলাদেশ সয়েল ক্লাব ও বাংলাদেশ সয়েল সায়েন্স সোসাইটি কর্তৃক যৌথ আয়োজিত জাতীয় মৃত্তিকা অলিম্পিয়াড ২০২১ (ক্যাম্পাস রাউন্ড) ভোলা সরকারি কলেজ চ্যাপ্টারে পরীক্ষা পর্ব শেষ হয়েছে। আজ ২১ নভেম্বর রবিবার বেলা ১১ঃ০০ টা থেকে ১১ঃ৩০ পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

    নবীন-প্রবীন অনেক শিক্ষার্থী এ প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করছে।

    পরীক্ষাটি পরিচালনা করেন বাংলাদেশ সয়েল ক্লাব ভোলা সরকারি কলেজ চ্যাপ্টার ক্লাব মডারেটর ফাহমিদা ইসলাম পুষ্প ( ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান),মৃত্তিকা বিজ্ঞান বিভাগ। পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের সাথে কথা বলে তিনি জানান, প্রতিযোগী পরীক্ষার্থীরা সবাই যথেষ্ট ভালো পরীক্ষা দিয়েছে এবং তারা সবাই ভালো ফলাফলের প্রত্যাশা করছে।

    জাতীয় মৃত্তিকা অলিম্পিয়াড ২০২১(ক্যাম্পাস রাউন্ড) ভোলা সরকারি কলেজ চ্যাপ্টারের প্রতিযোগীরা জানান,জাতীয় মৃত্তিকা অলিম্পিয়াডে তারা টানা ৩য় বারের মতো অংশ নিয়েছে। আবার কারো কারো জন্য এ প্রতিযোগিতা এক নতুন অভিজ্ঞতা। তবে প্রত্যেকে ভালো ফলাফল প্রত্যাশী।

    আগামীকাল ২২ নভেম্বরের মধ্যে ফলাফল ঘোষণার মাধ্যমে এ আয়োজনের সমাপ্তি ঘটবে।

    অলিম্পিয়াড পরিচালনা পর্বে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ সয়েল ক্লাব ভোলা সরকারি কলেজ চ্যাপ্টার কমিটির সভাপতি মোঃ এমরান এবং সাধারণ সম্পাদক মোঃ হারুন মন্ডল প্রমূখ।

  • চরম্বা ইউপি নির্বাচনে ৩নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ জসিম উদ্দিন প্রচার-প্রচারণায় সবার শীর্ষে

    চরম্বা ইউপি নির্বাচনে ৩নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ জসিম উদ্দিন প্রচার-প্রচারণায় সবার শীর্ষে

    ইসমাইল হোসেন সোহাগঃ- বিশেষ প্রতিনিধি,

    আসন্ন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী তরুণ প্রজন্মের অহংকার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, বর্তমান সফল জনবান্ধব দায়িত্বশীল মানবিক ব্যক্তি মোঃ জসিম উদ্দিনকে নিয়ে ভোটারদের মাঝে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।

    চায়ের দোকান থেকে শুরু করে হাট-বাজার সর্বত্রই তাকে নিয়ে আলোচনার ঝড় বইছে। ইতিমধ্যেই প্রচার-প্রচারণায় তিনি রয়েছেন সবার শীর্ষে।

    প্রতিদিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও চলছে তার ব্যাপক প্রচারণা। বিশেষ করে তাকে নিয়ে ভোটারদের মধ্যে রয়েছে ব্যাপক আগ্রহ। অনেকেই আবার মেম্বার পদপ্রার্থী জসিম উদ্দিনকে নিয়ে প্রার্থনা ও দোয়া চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন।

    সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ছোট-বড় সবার স্নেহের জসিম উদ্দিন সামাজিক কর্মকান্ডের মাধ্যমে এলাকাবাসীর মন জয় করেছে।সবার একটাই চাওয়া আমাদের স্নেহের জসিম উদ্দিনকে আমরা বিজয় দেখতে চাই।তরুণ প্রার্থী হিসেবে জসিম উদ্দিন দীর্ঘদিন থেকে নির্বাচনী মাঠে চষে বেড়ানোর ফলে সাধারণ মানুষের সাথে নিবিড় সম্পর্ক স্থাপন করে তুলেছেন। এমন কথা ভেসে বেড়াচ্ছে সাধারণ মানুষের মুখে মুখে।

    জানা যায়, মোঃ জসিম উদ্দিন মেম্বার ৩নং ওয়ার্ডে নির্বা‌চিত হওয়ার পরথেকে এলাকায় রাস্তা-ঘাট, বক্স কালভার্ট, ব্রিজ, গভীর নলকূপ, ন্যায়য্যমূল্য ও ভিজিডি চাউল, সৌরবিদ্যুত স্থাপন, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, স্বামী পরিত্যক্ত ভাতা সহ বিভিন্ন অব‌কাঠামোগত ব‌্যাপক উন্নয়ন কাজ করেছেন।

    তিনি এলাকার বিভিন্ন সামাজিক কাজেও তার অসংখ্য সুনাম রয়েছে। ফলে অর্জন করেছেন এলাকার সাধারণ মানুষের আস্থা। বর্তমানে তিনি ওয়ার্ডবাসীর কাছে একজন মানবিক জনবান্ধব মেম্বার হিসেবে পরিচিত লাভ করেছেন। তাছাড়াও সরকারের পাশাপাশি মেম্বার মো. জসিম উদ্দিন তার নিজ অর্থায়নে ৩নং ওয়ার্ডের প্রায় পরিবারের মাঝে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন।

    স্থানীয় কয়েকজন ব্যক্তি জানান, মোঃ জসিম উদ্দিন একজন সৎ নিষ্ঠাবান ছেলে। তার মতো যোগ্য ছেলে পুনরায় মেম্বার হিসেবে নির্বাচিত হয় তাহলে ওয়ার্ডের বাকী উন্নয়ন সহ বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করতে পারবে। তিনি দীর্ঘদিন ধরে সমাজের বিভিন্ন ধরনের কাজ করে গেছে এবং বর্তমানেও অব্যাহত রয়েছে।

    তিনি এলাকার সাধারণ মানুষের সুখে-দুঃখে, বিপদ-আপদে প্রতিনিয়ত নিবিড় ভাবে কাজ করে যাচ্ছে। তিনি মেম্বার হিসেবে বিজয়ী হলে এলাকাবাসীর আশা পূরণ হবে বলে আমি আশা করি।

    মেম্বার পদপ্রার্থী মোঃ জসিম উদ্দিন বলেন, বর্তমান বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এবং চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের মাননীয় এমপি প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্ঠায় এই ৩নং ওয়ার্ডের রাস্তা-ঘাট সহ বিভিন্ন ধরণের উন্নয়নমূলক কাজ করেছি।

    আমি দীর্ঘদিন ধরে ওয়ার্ডবাসীর একজন সেবক হিসেবে কাজ করে গেছি। কেউ বলতে পারবে না যে, আমি কারো কাছে অর্থের বিনিময়ে বিক্রি হয়েছি। আমি আমার নীতি-আদর্শের প্রতি অটল থেকে শুরু থেকেই নিঃস্বার্থ ভাবে মানুষের সেবা করে আসছি। কারণ সমাজের অবহেলিত জনগোষ্ঠী ও এলাকার সাধারণ মানুষের জন্য কাজ করা আমার নেশা।

    আমি সবসময় সাধারণ অসহায় মানুষের বিপদ-আপদে পাশে থাকতে চাই। সরকারি বরাদ্দের পাশা-পাশি আমার সাধ্যমতে নিজ উদ্যোগে সামাজিক বিভিন্ন কর্মকান্ডে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে আসছি। এখন এলাকার যুবসমাজকে সাথে নিয়ে ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে প্রচারনা চালায় যাচ্ছি।

    আগামী নির্বাচনেও যদি ওয়ার্ডবাসী তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে পুনরায় মেম্বার হিসেবে নির্বাচিত করে তাহলে এই ৩নং ওয়ার্ডকে একটি আধুনিক ও উন্নত সমৃদ্ধ ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো ইনশা-আল্লাহ্।

    তিনি সকলের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

  • আগামী ২৬ নভেম্বর কোটবাজার অরিজিন হাসপাতাল স্থানান্তর হবে

    আগামী ২৬ নভেম্বর কোটবাজার অরিজিন হাসপাতাল স্থানান্তর হবে

    এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ, এডমিন

    মানবতার সেবায় নিয়োজিত এই স্লোগান ধারণ করে কক্সবাজারের দক্ষিণ পূর্ব অঞ্চলের সুপরিচিত বাণিজ্য শহর, উখিয়া উপজেলার সর্বপ্রথম বেসরকারি সেবা মুলক প্রতিষ্ঠান, কোটবাজার অরিজিন হাসপাতাল ২০১৫ সালে প্রতিষ্ঠিত / শুভ উদ্বোধন করা হয়।

    ২০১৫ ইংরেজি হইতে ২০২১ ইংরেজি পর্যন্ত কোটবাজারের প্রধান সড়ক তোফায়েল ফাতেমা শপিং কমপ্লেক্সের ২য় তলায় ওয়াল্টন শো-রুম সংলগ্ন এই সেবা মুলক প্রতিষ্ঠান সেবা দিয়ে যাচ্ছেন, এখন এই সেবা মুলক প্রতিষ্ঠানটি নতুন ভবন স্থানান্তর শুভ উদ্বোধন উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হবে।আগামী ২৬ নভেম্বর ২০২১ খ্রিঃ শুক্রবার সকাল ১০ ঘটিকার দিকে শুরু হয়ে রাত ৮ ঘটিকা পর্যন্ত চলমান তাকবে।  ফ্রি রোগী দেখবেন বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ ডাক্তারগণ এছাড়া সমাজিক, রাজনৈতিবীদ ও বিশিষ্ট সমাজ সেবক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

    নতুন ভবনের ঠিকানাঃ- এস. আলম প্লাজা, প্রধান সড়ক কোটবাজার, উখিয়া কক্সবাজার। এই তথ্য নিশ্চিত করেছেন মুহাম্মদ ইউনুস ব্যবস্হাপনা পরিচালক, অরিজিন হাসপাতাল কোটবাজার।

  • মধুপুর টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান হলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজকর্মী ড.খান আসাদুজ্জামান

    মধুপুর টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান হলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজকর্মী ড.খান আসাদুজ্জামান

    এইচ এম শাহাবউদ্দিন তাওহীদঃ- এডমিন।

    বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, ঢাকা কর্তৃক অনুমোদিত মধুপুর টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজ- আমুয়াটা,দড়িহাতিল মধুপুর, টাঙ্গাইল-এর গভর্নিং কমিটির চেয়ারম্যান হিসেবে গত ২৭ অক্টোবর ২০২১, প্রজ্ঞাপন নম্বর ৪৮১৭ দ্বারা- উক্ত শিক্ষা বোর্ড কর্তৃক নিযুক্ত হয়েছেন ড. খান আসাদুজ্জামান, পিতা- খান আক্তারুজ্জামান, দোহাজারী, আট্টাকা, ফকিরহাট, বাগেরহাট।

    গত ১৬ নভেম্বর ২০২১ খ্রিঃ বুধবার ঢাকা মতিঝিল যুব উন্নয়ন অধিদপ্তর অডিটোরিয়ামে ড. খান আসাদুজ্জামান মহোদয়কে ফুলেল শুভেচ্ছায় অভিসিক্ত করেন- উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ জনাব মো. নাসির উদ্দীন।
    উল্লেখ্য যে, ড.খান আসাদুজ্জামান আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের একজন সম্মানিত পরিচালক।

    তিনি শিক্ষা, গবেষণা ও মানব কল্যাণমূলক প্রতিষ্ঠান “সফেন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক। ঢাকা বিশ্ববিদ্যালয় স্নাতক সম্মান দ্বিতীয় বর্ষে থাকাকালীন সময়ে সহপাঠী, অগ্রজ ও অনুজদের সাথে নিয়ে ১৯৯৭ সালের ১ ডিসেম্বর সোসাইটি ফর এনলাইটেনিং ন্যাশন (সফেন) নামক এ অরাজনৈতিক প্রতিষ্ঠানটি গড়ে তোলার মধ্য দিয়ে মানুষ ও মানবতার সেবায় সুদীর্ঘ ২৫ বছর যাবৎ নিজেকে নিমগ্ন রেখেছেন, যা তাঁর মানবসেবা ব্রতের উজ্জ্বল উদাহরণ।

    ড.খান আসাদুজ্জামান জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার, The Daily Bangladesh Dairy এবং মাসিক অপরাজেয় বাংলাদেশ এর সম্পাদক ও প্রকাশক। এ ছাড়াও বহুমুখী শিল্পস্রষ্টা ড. খান আসাদুজ্জামান একাধারে একজন স্বনামধন্য কবি, লেখক, কণ্ঠশিল্পী, গবেষক ও সমাজকর্মী।

  • পেকুয়া থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন মাদক কারবারী গ্রেফতার

    পেকুয়া থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন মাদক কারবারী গ্রেফতার

    পেকুয়া প্রতিনিধি,

    ২০ নভেম্বর ২০২১ খ্রিঃ শনিবার সন্ধ্যা অনুমান ৬.৪৫ ঘটিকার দিকে কক্সবাজারের পেকুয়া থানা পুলিশের একটি চৌকষ টিম মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে পেকুয়া উপজেলাধীন নন্দীর পাড়া স্টেশন এলাকা হইতে,

    আসামী ০১ নাছির উদ্দীন (৩৫), পিতা- আলী আহমদ, সাং-লাল ব্রীজ, (৯ নং ওয়ার্ড), থানা- চকরিয়া, জেলা- কক্সবাজার এর হেফাজত হতে ৪,৫২০ (চারহাজার পাঁচশত বিশ) পিস ইয়াবা (মাদক) সহ গ্রেফতার করে। উক্ত মাদক উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।

    গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।