Blog

  • বড়হাতিয়ার ৮নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃ রফিক উদ্দীনের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বড়হাতিয়ার ৮নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মোঃ রফিক উদ্দীনের সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

    ইসমাইল হোসেন সোহাগঃ- বিশেষ প্রতিনিধি,

    আসন্ন আগামী ইউপি নির্বাচনকে সামনে রেখে লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সৎ, নির্লোভ, নিরহংকার মানবিক জনবান্ধব দায়িত্বশীল সফল মেম্বার (বর্তমান মেম্বার) পদপ্রার্থী মোঃ রফিক উদ্দীনের সমর্থনে মতবিমিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    ২০ নভেম্বর”২০২১ইং শনিবার সন্ধ্যার দিকে ৮নং ওয়ার্ডের লস্কর পাড়ায় এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

    মতবিনিময় সভায় মোঃ আহমদ কবিরের পরিচালনায় বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ ফরিদুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমশুল ইসলাম, মোহাম্মদ আলী, আবুল কালাম, মোঃ ফরিদ, আব্দুল মালেক জিহাদী সহ আরও অনেকেই। এছাড়াও মতবিনিময় সভায় এলাকার মুরব্বিরা সহ প্রায় ২ শতাধিক জনসাধারণ উপস্থিত ছিলেন।

    মতবিনিময় সভায় বক্তারা বলেন, বর্তমান বড়হাতিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রফিক উদ্দিন মেম্বার সকলের পরিচিত প্রিয়মুখ, আপনাদের সমর্থন ও সহোযোগিতায় রফিক উদ্দিন আগামীতেও মেম্বার হিসেবে আসতে পারে সে বিষয়টি আপনাদের মাথায় রাখতে হবে।

    অতীতের মতো আপনাদের মাঝে থেকে আরও সেবা পৌঁছে দিতে পারে সে জন্য আপনাদের সহযোগির জন্য আমরা সকলেই রফিক উদ্দীন মেম্বারের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছি। আমরা সকলেই মিলে মোঃ রফিক উদ্দিন মেম্বারকে পুনরায় মেম্বার হিসেবে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ্। সকলেই তার জন্য দোয়া ও সহযোগিতা করবেন।

    এসময় ৮নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী রফিক উদ্দীন বলেন, আপনাদের মূল্যবান ভোটে আমি গত ১০ বছর পর্যন্ত আপনাদের ভালোবাসা নিয়ে এবং আপনাদের সেবক হয়ে কাজ করে গেছি। আমি কি করেছি সবকিছু আপনাদের জানা আছে। তাই আপনারা সকলে জানেন আগামী বড়হাতিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে পুনরায় মেম্বার পদপ্রার্থী হিসেবে নির্বাচন করতে চাচ্ছি।

    গতবার নির্বাচিত হওয়ার পর থেকে আমি আমার ওয়ার্ডবাসীর সুখে-দুঃখে সবসময় পাশে ছিলাম বর্তমানেও আছি এবং ভবিষ্যৎও থাকবো ইনশা-আল্লাহ্। আমি আমার সাধ্যমত যতটুকু পেরেছি ততটুকু ওয়ার্ড বাসীকে সহযোগিতা করে গেছি। আমি ওয়ার্ডবাসীর কাছে চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি।

    তিনি আরও বলেন, গতবারে আপনাদের মূল্যবান ভোটে আমাকে নির্বাচিত করেছেন। তাই আমি আপনাদের নিকট চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি যদি আপনাদের ভালো করে থাকি তাহলে এবারেও আপনাদের সেবক হিসেবে সেবা করার সুযোগ পেতে চায়।

    কারন আমি বিশ্বাস করি একমাত্র জনপ্রতিনিধিরা জন-সাধারণের সাথে মিশে জনগনের উন্নয়নে কাজ করতে পারেন। এরপরেও আমি যদি আগামী বড়হাতিয়া ইউপি নির্বাচনে ৮নং ওয়ার্ডে মেম্বার হিসেবে নির্বাচিত হয় বা না হয় তবু্ও আপনাদের বিপদেআপদে সবসময় পাশে থাকবে বলেও জানান তিনি।

    তিনি সকলের কাছে দোয়া,ভালোবাসা ও সহযোগিতা কামনা করছেন।

  • ঈদগাঁওর ভোমরিয়াঘোনায় ক্বেরাত মাহফিল ও ক্কেরাত প্রতিযোগিতা ৯ ডিসেম্বর

    ঈদগাঁওর ভোমরিয়াঘোনায় ক্বেরাত মাহফিল ও ক্কেরাত প্রতিযোগিতা ৯ ডিসেম্বর

    ইমরান তাওহীদ রানাঃ- বার্তা সম্পাদক,

    নবগঠিত ঈদগাঁও উপজেলার ভোমরিয়াঘোনা ফরেস্ট অফিস মাঠে আলোর দিশারী ইসলামী যুব সংগঠনের উদ্যোগে প্রথমবারের মত শানদার ক্বেরাত মাহফিল ও ক্বেরাত প্রতিযোগিতা আগামী ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে।
    এ ক্বেরাত মাহফিলে দেশের বিভিন্ন স্থান থেকে সুদক্ষ ক্বারীরা উপস্থিত থাকবেন বলে আয়োজন কমিটি সূত্রে জানা যায়।
    আমন্ত্রিত ক্বারীরা হলেন-চট্রগ্রাম থেকে আগত
    ক্বারী মুফিজুল হক,ক্বারী আব্বাছ উদ্দীন ,ক্বারী শফিউল্লাহ,হাটহাজারী থেকে আগত ক্বারী রবিউল ইসলাম,কক্সবাজার থেকে আগত ক্বারী সাইফুল্লাহ,ক্বারী জুবাইর সিদ্দিকী,ক্বারী সাদেক উল্লাহ।
    ক্বেরাত মাহফিলে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন মাওলানা জাফর আলম, প্রধান শিক্ষক মোহাম্মদিয়া তা’লিমুল কোরআন এবতেদায়ী মাদ্রাসা পুর্ব ভোমরিয়াঘোনা ঈদগাঁও।
    শেষ অধিবেশনে সভাপতিত্ব করবেন- ক্বারী জহিরুল হক,প্রতিষ্টাতা পরিচালক, দারুল কোরআন কমপ্লেক্স কক্সবাজার।
    এ মাহফিলে উদ্বোধক হিসেবে থাকবেন, ঈদগাহ মডেল হাসপাতাল এন্ড ডায়াবেটিস কেয়ার সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা: মো: ইউসুফ আলী।
    প্রধান অতিথি থাকবেন, ঈদগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী।
    আয়োজক কমিটির পক্ষ থেকে ক্বেরাত মাহফিলে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে সফল করার জন্য।
  • ঈদগাঁও ভোমরিয়া ঘোনা আলোর দিশারী ইসলামী যুব সংগঠনের উদ্যোগে শানদার ক্বেরাত মাহফিল ও ক্বেরাত প্রতিযোগিতা ৯ডিসেম্বর

    ঈদগাঁও ভোমরিয়া ঘোনা আলোর দিশারী ইসলামী যুব সংগঠনের উদ্যোগে শানদার ক্বেরাত মাহফিল ও ক্বেরাত প্রতিযোগিতা ৯ডিসেম্বর

    ইমরান তাওহীদ রানাঃ- বার্তা সম্পাদক,

    ভোমরিয়া ঘোনা ফরেস্ট অফিস মাঠ ময়দানে আলোর দিশারী ইসলামী যুব সংগঠনের উদ্যোগে ১তম বারের মত শানদার ক্বেরাত মাহফিল ও ক্বেরাত প্রতিযোগিতা আগামী ৯ডিসেম্বর রোজ বৃহস্পতিবার।

    ক্বেরাত মাহফিলে দেশের বিভিন্ন স্থান থেকে আগাত আটজন ক্বারীকে আমন্ত্রণ জানানো হয়েছে।

    আমন্ত্রিত ক্বারীরা হলেন যথাক্রমে-
    ♪ক্বারী মুফিজুল হক সাহেব- চট্টগ্রাম,
    ♪ক্বারী আব্বাছ উদ্দীন সাহেব- চট্টগ্রাম,
    ♪ক্বারী শফিউল্লাহ সাহেব- চট্টগ্রাম,
    ♪ক্বারী রবিউল ইসলাম সাহেব- হাটহাজারী,
    ♪ক্বারী সাইফুল্লাহ সাহেব- কক্সবাজার,
    ♪ক্বারী জুবাইর সিদ্দিকী সাহেব- কক্সবাজার,
    ♪ক্বারী সাদেক উল্লাহ সাহেব- কক্সবাজার,

    – এতে প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন মাওলানা জাফর আলম সাহেব- প্রধান শিক্ষক মোহাম্মদিয়া তা’লিমুল কোরআন এবতাদায়ী মাদ্রাসা পুর্ব ভোমরিয়া ঘোনা ঈদগাঁও,

    সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করবেন ক্বারী জহিরুল হক সাহেব-প্রতিষ্টাতা পরিচালক দারুল কোরআন কমপ্লেক্স কক্সবাজার।

    উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন-ডাঃমোহাম্মদ ইউছুফ আলী- ব্যাবস্তাপনা পরিচালক ঈদগাহ মডেল হাসপাতাল এন্ড ডায়াবেটিস কেয়ার সেন্টার,

    প্রধান অতিথি সোহেল জাহান চৌধুরী-প্যানেল চেয়ারম্যান কক্সবাজার জেলা পরিষদ।

    আয়োজক কমিটির পক্ষ থেকে ক্বেরাত মাহফিলে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে।

  • বিরামপুরে ১৯৫৩ সালে মামলার ৬৮ বছর পর ৫০ বিঘা জমির দখল পেলেন বাদি

    বিরামপুরে ১৯৫৩ সালে মামলার ৬৮ বছর পর ৫০ বিঘা জমির দখল পেলেন বাদি

    এস এম মাসুদ রানাঃ- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

    ১৯৫৩ সালে শুরু হওয়া বিরামপুর উপজেলার একটি বাটোয়ারা মামলা ২০২১ সালে নিষ্পত্তির পর আদালতের আদেশ মতে শনিবার (২০ নভেম্বর) প্রশাসন উপস্থিত থেকে ঢোল পিটিয়ে ও লাল পতাকা দিয়ে বাদি পক্ষকে ১৬.৭৫ একর জমির দখল বুঝিয়ে দিয়েছেন।

    মামরা সূত্রে প্রকাশ, বর্তমান বিরামপুর উপজেলার কোঁচগ্রামের চৌধুরী পরিবারের মাঝে জমির ভাগ বাটোয়ারা নিয়ে ১৯৫৩ সালে ৭নং বাটোয়ারা মামলার সূত্রপাত হয়। দীর্ঘদিন মামলা চলার পর ২০২১ সালে দিনাজপুর
    জেলা যুগ্ম আদালত বাদি মোঃ নাহিম চৌধুরী দিং পক্ষে ডিক্রি প্রদান করেন। করোনা কালে বিলম্বের পর আদালত বাদি পক্ষকে উল্লেখিত জমি ২০ নভেম্বর’২১ তারিখে আদালতের নির্দেশে আদালত নিযুক্ত প্রতিনিধি ও পুলিশ প্রশাসনকে ডিক্রিদারের নিকট জমির দখল বুঝিয়ে দিতে বলা হয়। সে
    মোতাবেক শনিবার (২০ নভেম্বর) জেলা জজ আদালতের নাজির শাহ আলম, এডভোকেট কমিশনার আনারুল ইসলাম সরকার,
    বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্তের নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঢোল পিটিয়ে, লাল পতাকা দিয়ে ডিক্রিদার পক্ষকে জমির দখল বুঝিয়ে দিয়েছেন।
    বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, বিজ্ঞ আদালতের নির্দেশে ডিক্রিদার পক্ষকে জমির দখল বুঝিয়ে দেওয়ার লক্ষ্যে আমরা আইনী সহায়তা প্রদানের জন্য এসেছি।

  • প্রজনন তন্ত্রে কোন প্রকার গভনিরোধক পদ্ধতি ব্যবহার ছাড়াই ১ বছর বা তা অধিক সময় অরক্ষিত যৌন মিলনের পরও যদি কোন দম্পতির সন্তান না হয়

    প্রজনন তন্ত্রে কোন প্রকার গভনিরোধক পদ্ধতি ব্যবহার ছাড়াই ১ বছর বা তা অধিক সময় অরক্ষিত যৌন মিলনের পরও যদি কোন দম্পতির সন্তান না হয়

    আলমগীর হোসেনঃ- বিশেষ প্রতিনিধি,

     

    চিকিৎসা বিকনের ভাষায় তা বন্ধ্যাত্ব নামে পরিচিত। ‌গভ’ধারনের ক্ষমতা বয়সের উপর নিভ’র করে,নারীর ৪৫ বছর প্রজনন বয়স ধরা হলেও ৩৫ বছরের পর থেকে প্রজনন ক্ষমতা কমতে থাকে।গভ’ ধারনের সমস্যা প্রায় দম্পতির ক্ষেএেই ঘটে থাকে। ৩০ শতাংশ নারী ও ১৫ শতাংশ পুরুষের ক্ষেএে দেখা যায়।

    দুঃখজনক হলেও সত্য আমাদের সমাজে অন্যায়ভাবে শুধু স্ত্রীর ওপর দোষ চাপিয়ে দেওয়া হয়।এমন কি স্বামীকে দ্বিতীয় বা তৃতীয় বিয়েতে আগ্রহী করা হয়।

    বন্ধ্যাত্ব দুই ধরনের হয়ে থাকে।প্রাইমারী অথা’ৎ বিয়ের পর থেকে আদৌ বাচ্চা না হওয়া,সেকেন্ডারী আথা’ৎ বিয়ের পর এক দুই সন্তান হওয়ার পর আর হচ্ছে না। ‌বন্ধ্যাত্বের কারণঃ সন্তান না হওয়ার জন্য যে শুধু একজন স্ত্রীই দায়ী তা সঠিক নয়।

    স্বামী-স্ত্রীর উভয়ের সমস্যার কারণে বন্ধ্যাত্ব হতে পারে। তবে সমস্যা যারেই হোক না কেন সঠিক রোগ নিণ’য়ের মাধ্যমে হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করলে কোল জুড়ে আসতে পারে সুন্দর ফুটফুটে সন্তন। ‌পুরুষের বন্ধ্যাত্বর কারণঃশুক্রাণুর পরিমাণ কম থাকলে,শুক্রাণুর নড়াচড়ার ক্ষমতা নাথাকলে,শরীরে পুরুষ হরমনের মাএা ঠিক নাথাকলে,শক্রনালী বন্ধ থাকলে,পুরুষাঙ্গের দৃঢ়তার অভাব,গণোরিয়া, বংশগত কারণ ইত্যাদি। ‌

    মহিলাদের বন্ধ্যাত্বের কারণঃঅনিয়মিত মাসিক,মাসিকের সময় ব্যাথা,ফেরোপিয়ান টিউব বন্ধ হয়ে গেলে, ওভারীতে সিস্ট থাকলে,জরায়ুতে টিউমার,সিস্ট পলিব থাকলে,অতিরিক্ত ওজন।শরীরে স্ত্রী হরমনের মাএা ঠিক না থাকলে ইত্যাদি। ‌বন্ধ্যাত্ব নিণ’য়ের জন্য ল্যাবটরী পরীক্ষাঃ রক্তের CBC,হরমোন পরীক্ষা, সিমেন অ্যানালাসিস, আল্ট্রাসনোগ্রাপী ইত্যাদি। ‌চিকিৎসাঃ পুরুষ বা নারী সমস্যা যারই হোক না কেন তা নিয়ে পারিবারিক অশান্তি বা পারস্পরিক দোষারোপ না করে উভয়ে একই সাথে গিয়ে ডাক্তারের পরামশ’ নেয়া দরকার।

    হোমিওপ্যাথি একটি সফল লক্ষ্মণ ভিত্তিক চিকিৎসা বিঙ্ঘান,তাই লক্ষণানুসারে, থুজা,পালসেটিলা,সিপিয়া, সেবাইনা,নেট্রামমিওর, সেলিনিয়াম,টানেরা,হোলোনিয়াস,সেলিক্স নায়াগ্রা,ট্রিবুলাস,টেস্টিস, অশ্বগন্ধা ইত্যাদি ঔষধে ভাল ফলাফল পাওয়া যায়।বন্ধ্যাত্বের চিকিৎসা সময় সাপেক্ষে ও নিরাময়যোগ্য।রোগী যদি একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামশ’ অনুসারে,ধৈয্য সহকারে নিয়মিত ঔষধ সেবন করে তাহলে এ রোগ থেকে সফলতা পাবেন ইনশাআল্লাহ্।

    ‌ডাঃ আরিফুল হোসেন লেমন। ‌

    ডি,এইচ,এম,এস(ঢাকা) ‌হোসেন হোমিও হল ‌স্টেশন রোড,রংপুর। ‌

    মোবাইলঃ০১৭১৮-৬১৩৫৩৫

  • এই যুগে বাবা মায়ের কাছে সন্তান ও নিরাপদ না 

    এই যুগে বাবা মায়ের কাছে সন্তান ও নিরাপদ না 

    আলমগীর হোসেনঃ- বিশেষ প্রতিনিধি

    একটু পরে দেখেন কলিজা কেঁপে উঠবে
    গত ৭ নভেম্বর কুমিল্লার দেবিদ্বারে ফাহিমা নামে পাঁচ বছরের একটি শিশু হারানো যায়। সর্বত্র খোঁজাখুজি করে পাওয়া যায় নি। সন্তান হারা বাবা মাইকিং করেন। ওঝা কবিরাজের কাছে দৌড়ান।

    থানায় ডায়েরী করেন কোথাও নেই তার সন্তান। কোথায় গেলে পাওয়া যাবে তার সন্তানকে। আহ! বাবার কি আহাজারি।
    ঘটনার কয়েকদিন পার হয়। একটি ডোবায় শিশু ফাহিমার লাশ পাওয়া যায় একটি বাজারের ব্যাগে।
    পুলিশ ঘাতককে খুঁজতে শুরু করে। পুলিশের পাশাপাশি র ্যাবও ছায়া তদন্ত শুরু করে।
    গতকাল রাতে র ্যাব তথ্য প্রযুক্তির মাধ্যমে
    এক নারীসহ পাঁচজন ঘাতককে গ্রেফতার করে।
    এবার আসেন মূল ঘটনায়।

    ফাহিমার বাবা আমির হোসেন। পরকীয়ায় লিপ্ত ছিলো লাইলী আক্তার নামে একজন নারীর সাথে। লাইলী আমির হোসেনের চেয়ে ৫ বছরের বড়।
    একদিন আপত্তিকর অবস্থায় আমির হোসেন ও লাইলীকে দেখে ফেলে ছোট্ট ফাহিমা। আম্মুকে বলে দেবে বলে দৌড়ে ঘটনাস্থল থেকে চলে আসে ফাহিমা।

    এতেই পাষন্ড বাবা আমির ও তার পরকীয়া প্রেমিকা লাইলী ক্ষিপ্ত হয়ে উঠে। ফাহিমাকে খুন করতে পরিকল্পনা করে।
    ঘটনার কয়েকদিন পর। বেড়াতে যাওয়ার নাম করে ঘাতক বাবা আমির হোসেন তার মেয়ে ফাহিমাকে সাথে নিয়ে বাড়ী থেকে বের হয়।

    পরিকল্পনা অনুযায়ী সন্ধ্যায় আগে থেকে ওৎ পেতে থাকা আরো তিন ঘাতক প্রস্তুত থাকে। আমির তার মেয়ে ফাহিমাকে পরিকল্পনা অনুযায়ী ডোবার পাশে নিয়ে যায়। প্রথমে আমির ছুরি দিয়ে মেয়ে ফাহিমা পায়ে আঘাত করে। এরপর আমির হোসেন নিজেই তার কন্যার নাকমুখ চেপে ধরে। আর সহযোগীরা হাত পা চেপে ধরে। সবাই মিলে ফাহিমার মৃত্যু নিশ্চিত করে।

    আর এ ঘটনা সামনে দাড়িয়ে দেখছিলো পরকীয়া প্রেমিকা লাইলী। কারন পাষন্ড আমির হোসেন তার পরকীয়া প্রেমিকা লাইলীকে কথা দিয়েছিলো নিজের মেয়েকে তার সামনেই হত্যা করবে। পাষন্ড আমির তাই করে দেখিয়েছে। আর কিছু লেখা আমার পক্ষে সম্ভব না।

    নোটঃ ভয়ংকর এক রোগের নাম পরকীয়া। মহান সৃষ্টিকর্তা সবাইকে ভালো মন্দ বুঝার তৌফিক দান করুন।

  • বড়হাতিয়া ইউপি নির্বাচনে ২নং ওয়ার্ডে মোঃ আব্দুল মোতালেব কে মেম্বার হিসেবে পেতে চায় ওয়ার্ডবাসী

    বড়হাতিয়া ইউপি নির্বাচনে ২নং ওয়ার্ডে মোঃ আব্দুল মোতালেব কে মেম্বার হিসেবে পেতে চায় ওয়ার্ডবাসী

    ইসমাইল হোসেন সোহাগঃ- বিশেষ প্রতিনিধি,

    আসন্ন আগামী ইউপি নির্বাচনকে সামনে রেখে লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে মেম্বার হিসেবে মোঃ আব্দুল মোতালেবকে পেতে চায় এলাকার সর্বস্তরের জনসাধারণ।

    খোজ নিয়ে জানা যায়, মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সৎ যোগ্য ও নিষ্ঠাবান, মোঃ আব্দুল মোতালেব অন্যায়ের সাথে আপোষহীন ব্যক্তি নামে এলাকায় পরিচিতি লাভ করেছেন।

    উন্নয়নের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন তিনি।মানুষের আপদে বিপদে সুখে দুঃখে সবসময় পাশে থেকে সহযোগিতা করে আশার আলো জাগিয়েছেন গণমানুষের কাছে।

    মেম্বার পদপ্রার্থী আব্দুল মতলব সেনের হাট উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য, হরিদার ঘোনা আহমদিয়া এবতাদায়ী মাদ্রাসার সদস্য, মালপুকুরিয়া হিফজ খানা ও এতিম খানা সদস্য হিসেবে খুব সুনামের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন।

    এছাড়াও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় ২০১৬ সালে শেরে বাংলা এ,কে ফজলুল হক গোল্ড মেডেল প্রাপ্ত হয়।

    মেম্বার পদপ্রার্থী আব্দুল মতলব মহামারী করোনা ভাইরাসের সময় যতটুকু পেরেছেন ততটুকু ওয়ার্ডের অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের সহযোগী করে গেছেন।

    তার দ্বারা এলাকার মানুষের অনেক উপকার হয়েছে। তাই ২নং ওয়ার্ডের সাধারন জনগনের একটাই দাবী এই (সাবেক) ইউপি সদস্য মোঃ আব্দুল মতলব কে ২নং ওয়ার্ডের মেম্বার হিসেবে জয়যুক্ত করে এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তার কোন বিকল্প নেই।

    তিনি আরো বলেন, বিগত ৫ বৎসর আমি জনপ্রতিনিধি না হয়েও এলাকার মানুষের পাশে ছিলাম তাদের যে কোন সমস্যার ক্ষেত্রে সহযোগিতা করছি, আগামী দিনেও তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ্।

    এলাকার দিনমজুর নুরুল কবিরের কাছে জানতে
    চাইলে তিনি বলেন, আমাদের সাবেক মেম্বার আব্দুল মোতালেব এমন একজন ব্যক্তি যিনি গরীব অসহায় মানুষের বিপদে-আপদে পাশে সবসময় পাশে থাকে। আমরা যখন তার সাহায্য চেয়েছি তখনই পাশে পেয়েছি। করোনা কালীন যখন মানুষ ঘরবন্দী ছিলো, ঠিক তখনই তিনি আমাদেরকে খাদ্য সামগ্রী, আর্থিক অনুদান সহ বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করেছে।

    মোঃ আব্দুল মোতালেব সাংবাদিকদদের বলেন, আমি সবসময় ওয়ার্ডবাসী সেবক হয়ে যতটুকু পেরেছি ততটুকু কাজ করে গেছি। আগামীতেও যদি ২নং ওয়ার্ডে মেম্বার হিসেবে নির্বাচিত হই বা না হয় এবং জনগনের ভালোবাসা নিয়ে মানুষের সেবা করতে বদ্ধপরিকর। আমি ২নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের কাছে চিরঋনী। জনগন আমাকে মেম্বার হিসেবে পেতে চায়। আমি জনগনের সেবক হিসেবে তাদের পাশে থেকে উন্নয়নের কাজ করে যেতে চাই।

    তিনি ওয়ার্ডের সকল জনসাধারণের কাছে দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।

  • বড়হাতিয়া ১নং ওয়ার্ডের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সুনীল সরকারকে পুনরায় মেম্বার হিসেবে দেখতে চাই

    বড়হাতিয়া ১নং ওয়ার্ডের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সুনীল সরকারকে পুনরায় মেম্বার হিসেবে দেখতে চাই

    ইসমাইল হোসেন সোহাগঃ- বিশেষ প্রতিনিধি,

    চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের একটাই দাবী আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় মেম্বার হিসাবে দেখতে চাই বিশিষ্ট সমাজসেবক, সকলের পরিচিত প্রিয়মুখ, নির্লোভ-নিরহংকার, জনবান্ধব সফল মেম্বার সুনীল সরকার কে।

    স্থানীয়’রা জানান, সুশীল সরকার মেম্বারের আগে যারা মেম্বার হিসেবে ছিলো তারা তেমন কোন অবকাঠামোগত উন্নয়নের কাজ করেনি এবং আমরা দ‌ে‌খে‌নি।

    দীর্ঘদিন যাবৎ অনেক কষ্ট অপেক্ষা করে জীবন-যাপন করে আসছে এলাকাবাসী ও এলাকার শত শত শ্রমিক সহ স্থানীয়রা। নাগারিক সুবিধার জন্য প্রয়োজনীয় রাস্তাঘাট ও তেমন কিছু ছ‌ি‌লোনা। শ্রমিক সহ স্থানীয়দ‌ের এই দু‌র্বিসহ জীবন ব‌্যবস্থা দ‌ে‌খে গত ইউপি নির্বাচ‌নে ইউ‌পি সদস‌্য হি‌সেবে অংশ গ্রহন ক‌রে বিপুল ভোটে জয় লাভ ক‌রেন সুশীল সরকার।

    তিনি নির্বা‌চিত হওয়ার পরথেকে এলাকায় রাস্তা-ঘাট, বক্স কালভার্ট, ব্রিজ, গভীর নলকূপ, ন্যায়য্যমূল্য ও ভিজিডি চাউল, সৌরবিদ্যুত স্থাপন, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, স্বামী পরিত্যক্ত ভাতা সহ বিভিন্ন অব‌কাঠামোগত ব‌্যাপক উন্নয়ন কাজ করেছেন।

    তিনি এলাকার বিভিন্ন সামাজিক কাজেও তার অসংখ্য সুনাম রয়েছে। ফলে অর্জন করেছেন এলাকার সাধারণ মানুষের আস্থা। বর্তমানে তিনি ওয়ার্ডবাসীর কাছে একজন মানবিক জনবান্ধব মেম্বার হিসেবে পরিচিত লাভ করেছেন।

    বর্তমান ১নং ওয়ার্ডের মেম্বার সুনীল সরকার জানান,
    বর্তমান বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষথেকে এবং চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের মাননীয় এমপি প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী (এমপি) মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্ঠায় ইউনিয়নের ১নং ওয়ার্ডের রাস্তাঘাট সহ বিভিন্ন ধরণের উন্নয়নমূলক কাজ করেছি। আগামী নির্বাচনেও যদি আমাকে ওয়ার্ডবাসী ভোট দিয়ে নির্বাচিত করে আমি তাদের জন্য এবং এলাকার স্বার্থে বাকি যে কাজ রয়েছে তা সবগুলো সমাপ্ত করবে বলেও জানান তিনি।

    তিনি সকলের কাছে দোয়া/আশির্বাদ ও সহযোগিতা কামনা করেছেন।

  • বড়হাতিয়া ১নং ওয়ার্ডের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সুনীল সরকারকে পুনরায় মেম্বার হিসেবে দেখতে চাই

    বড়হাতিয়া ১নং ওয়ার্ডের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সুনীল সরকারকে পুনরায় মেম্বার হিসেবে দেখতে চাই

    ইসমাইল হোসেন সোহাগঃ- বিশেষ প্রতিনিধি,

    চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের একটাই দাবী আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে পুনরায় মেম্বার হিসাবে দেখতে চাই বিশিষ্ট সমাজসেবক, সকলের পরিচিত প্রিয়মুখ, নির্লোভ-নিরহংকার, জনবান্ধব সফল মেম্বার সুনীল সরকার কে।

    স্থানীয়’রা জানান, সুশীল সরকার মেম্বারের আগে যারা মেম্বার হিসেবে ছিলো তারা তেমন কোন অবকাঠামোগত উন্নয়নের কাজ করেনি এবং আমরা দ‌ে‌খে‌নি।

    দীর্ঘদিন যাবৎ অনেক কষ্ট অপেক্ষা করে জীবন-যাপন করে আসছে এলাকাবাসী ও এলাকার শত শত শ্রমিক সহ স্থানীয়রা। নাগারিক সুবিধার জন্য প্রয়োজনীয় রাস্তাঘাট ও তেমন কিছু ছ‌ি‌লোনা। শ্রমিক সহ স্থানীয়দ‌ের এই দু‌র্বিসহ জীবন ব‌্যবস্থা দ‌ে‌খে গত ইউপি নির্বাচ‌নে ইউ‌পি সদস‌্য হি‌সেবে অংশ গ্রহন ক‌রে বিপুল ভোটে জয় লাভ ক‌রেন সুশীল সরকার।

    তিনি নির্বা‌চিত হওয়ার পরথেকে এলাকায় রাস্তা-ঘাট, বক্স কালভার্ট, ব্রিজ, গভীর নলকূপ, ন্যায়য্যমূল্য ও ভিজিডি চাউল, সৌরবিদ্যুত স্থাপন, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, স্বামী পরিত্যক্ত ভাতা সহ বিভিন্ন অব‌কাঠামোগত ব‌্যাপক উন্নয়ন কাজ করেছেন।

    তিনি এলাকার বিভিন্ন সামাজিক কাজেও তার অসংখ্য সুনাম রয়েছে। ফলে অর্জন করেছেন এলাকার সাধারণ মানুষের আস্থা। বর্তমানে তিনি ওয়ার্ডবাসীর কাছে একজন মানবিক জনবান্ধব মেম্বার হিসেবে পরিচিত লাভ করেছেন।

    বর্তমান ১নং ওয়ার্ডের মেম্বার সুনীল সরকার জানান,
    বর্তমান বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার পক্ষথেকে এবং চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের মাননীয় এমপি প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী (এমপি) মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্ঠায় ইউনিয়নের ১নং ওয়ার্ডের রাস্তাঘাট সহ বিভিন্ন ধরণের উন্নয়নমূলক কাজ করেছি। আগামী নির্বাচনেও যদি আমাকে ওয়ার্ডবাসী ভোট দিয়ে নির্বাচিত করে আমি তাদের জন্য এবং এলাকার স্বার্থে বাকি যে কাজ রয়েছে তা সবগুলো সমাপ্ত করবে বলেও জানান তিনি।

    তিনি সকলের কাছে দোয়া/আশির্বাদ ও সহযোগিতা কামনা করেছেন।

  • একটি আধুনিক ওয়ার্ড গড়তে চান মেম্বার পদপ্রার্থী মকবুল হোসেন

    একটি আধুনিক ওয়ার্ড গড়তে চান মেম্বার পদপ্রার্থী মকবুল হোসেন

    ইসমাইল হোসেন সোহাগ:- বিশেষ প্রতিনিধি,

    চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক সফল মেম্বার মকবুল হোসেনকে এবারে মেম্বার পদপ্রার্থী হিসেবে দেখতে অত্র ওয়ার্ডবাসী। তার উন্নয়নশীল নানামুখী কর্মকাণ্ডের কারণে সমাজের মানুষ তাকে এখনো ভালোবাসেন। এলাকার সাধারণ মানুষের আলাপচারিতায় একজন সৎ ও যোগ্য নেতৃত্বের কথা উঠে আসলে সর্বাগ্রে তার নামটি উঠে আসে।

    গ্রামের উন্নয়নের চাকা সচল রাখতে ও সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াতে এইবারে আগামী কলাউজান ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে নির্বাচন করবেন এবং একটি আধুনিক ওয়ার্ড গড়তে চান বলে মকবুল হোসেন।

    জানা গেছে, মকবুল হোসেন দীর্ঘদিন মানুষের সেবা করে গেছেন। ওই ওয়ার্ডে তাকে একজন সৎ, নিরহংকার, নির্লোভ, নিঃস্বার্থ মানবতার ফেরিওয়ালা হিসেবে চিনে। মকবুল হোসেন ৯নং ওয়ার্ডের সাবেক সফল মেম্বার। কিছু অসম্পূর্ণ কাজকে সম্পন্ন করতে গত ইউপি নির্বাচনেও তিনি ওই ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন।

    তবে নির্বাচনে পরাজিত হয়েও হতাশ হননি তিনি। বর্তমানে একজন জন-প্রতিনিধির মতই মানুষের পাশে থেকেছেন। ওয়ার্ডের উন্নয়নের জন্য কাজ করেছেন। সমাজের উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। সাধারণ মানুষের মুখে মুখে তার হাজারও উপকারের কথা শোনা যায়।

    ৯নং ওয়ার্ডের কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, গরিব ও মেহনতি মানুষের সুখে দুঃখে সব সময় মকবুল হোসেন পাশে দাঁড়ান এবং আমরা তাকে পাই। তিনি একজন সাধারণ পরিবারের সন্তান। তাকে আমরা সকলেই ভালোবাসি। মকবুল হোসেন আমাদের প্রিয় একজন মানুষ। তার দ্বারা সমাজের মানুষের উপকার হয়েছে।

    সে দিন-রাত মানুষের সেবায় নিয়োজিত থাকে।
    আমাদের সুখে দুঃখে সব সময় পাশে থাকেন। তার দ্বারা সমাজের উন্নয়ন হবে। সাধারণ মানুষের উপকারে তিনি সর্বদা কাজ করেন। তাই আমাদের সাধারণ মানুষের দাবী তাকে আগামী ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ডে মেম্বার হিসেবে দেখতে চাই।

    মেম্বার পদপ্রার্থী মকবুল হোসেন বলেন, আমি দীর্ঘদিন ধরে ওয়ার্ডবাসীর সেবা করেছিলাম এবং বর্তমানেও আমার ক্ষুদ্র সাধ্যমতে করে যাচ্ছি। আমি ওয়ার্ডের মানুষের সুখে দুঃখে সবসময় পাশে ছিলাম এবং আগামীতেও তাদের সেবক হিসেবে থাকতে চাই। অতিতে আমার যতটুকু সামর্থ্য ছিলো তা দিয়ে সকলের উপকার করতে চেষ্টা করেছি। আগামীতেও আমাদের ওয়ার্ডের মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই এবং এই ওয়ার্ডকে একটি আধুনিক ওয়ার্ড হিসেবে রূপান্তরিত করবো ইনশাআল্লাহ্।

    তিনি ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা চেয়েছেন।