Blog

  • বিরামপুরে ৭ টি ইউনিয়নে ইউপি নির্বাচনে ৩১৬ টি মনোনয়নপত্র দাখিল

    বিরামপুরে ৭ টি ইউনিয়নে ইউপি নির্বাচনে ৩১৬ টি মনোনয়নপত্র দাখিল

    এস এম মাসুদ রানাঃ- বিরামপুর (দিনাজপুর),

    প্রতিনিধিঃদিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় আগামী ২৮ নভেম্বর ৩য় ধাপে অনুষ্ঠিতব‍্য ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২ নভেম্বর শেষ দিন পর্যন্ত চেয়ারম্যান, সাধারণ সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩১৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

    উপজেলা নির্বাচন কর্মকর্তা মেরাজ হোসেন জানান, ২ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ সময় পর্যন্ত উপজেলার ৭টি ইউনিয়নে নির্বাচনের জন্য চেয়ারম্যান পদে ২৪ জন, সাধারণ সদস্য পদে ২২৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে চেয়ারম্যান প্রার্থীগণ হলেন, ১নং মুকুন্দপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত আব্দুল লতিফ মিয়া, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান সাইফুল ইসলাম ও আবুল কালাম আজাদ, ২নং কাটলা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত ইউনুছ আলী, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান নাজির হোসেন, আতাউর রহমান ও মনছুর আলী, ৩নং খাঁনপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চিত্ত রঞ্জন পাহান, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান ইয়াকুব আলী, সাবেক চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, মশিউর রহমান আবু ও লোকমান হাকিম, ৪নং দিওড় ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান হাফিজুর রহমান, সাবেক চেয়ারম্যান আবুল হোসেন ও আব্দুল মালেক মন্ডল, ৫নং বিনাইল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান শহিদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান অ‍্যাডভোকেট হামিদুল ইসলাম ও হুমায়ুন কবির বাদশা (৫নং বিনাইল ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী দেওয়া হয়নি), ৬নং জোতবানী ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত হাসুন চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মন্ডল ও মেহেদী হাসান এবং ৭নং পলিপ্রয়াগপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান রহমত আলী, স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ফিজুল ও শাহানুর আলম।
    বিরামপুর উপজেলার ৭টি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৪ হাজার ৫ শত ২২জন।

    এদের মধ‍্যে পুরুষ ভোটার ৫২ হাজার ৫ শত ৯ জন এবং নারী ভোটার ৫২ হাজার ১৩ জন।

  • কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির হাতে পেশাদার ছিনতাইকারী শাহরিয়ার ইমন গ্রেফতার

    কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির হাতে পেশাদার ছিনতাইকারী শাহরিয়ার ইমন গ্রেফতার

    নিজস্ব প্রতিনিধি,

    অদ্য ৪ নভেম্বর ২০২১ খ্রিঃ বৃহস্পতিবার রাত অনুমান ১২.৩০ ঘটিকার দিকে কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির একটি চৌকষ টিম কক্সবাজার পৌরসভা বৈইল্লাপাড়া এলাকায় অভিযান চালিয়ে পেশাদার ছিনতাইকারী শাহরিয়ার ইমন (২৬), পিতা-মৃত সিরাজুল ইসলাম, সাং-পাহাড়তলী থানা ও জেলা-কক্সবাজার তাকে গ্রেফতার করেন।

    উল্লেখ্য যে, উক্ত আসামির বিরুদ্ধে খুন, ডাকাতির প্রস্তুতি, অস্ত্র, মামলা সহ মোট ০৬ (ছয়)টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। উক্ত আসামি দীর্ঘদিন ধরে পলাতক থেকে শহর এলাকায় বিভিন্ন ছিনতাই কাজে সক্রিয় ছিলো। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • কক্সবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

    কক্সবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিনিধি,

    অদ্য ৩ নভেম্বর ২০২১ খ্রিঃ বুধবার কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে দুপুর ১ ঘটিকার দিকে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
    উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কক্সবাজার।

    অপরাধ সভায় অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় সকল থানার অফিসার ইনচার্জদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং থানা এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার নির্দেশ প্রদান করেন।

    এছাড়াও পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্ন মানদণ্ডের আলোকে অক্টোবর/২০২১ বিভিন্ন ক্যাটাগরিতে অবদান রাখায় জেলার সেরা পুলিশ অফিসারদেরকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি ওয়ারেন্ট তামিল, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মামলার রহস্য উদঘাটনের জন্য বিশেষ ভূমিকা রাখায় সংশ্লিষ্ট অফিসারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

    অভিন্ন মানদন্ড অক্টোবর /২১ মাসের উখিয়া থানা জেলার শ্রেষ্ঠ থানা নির্বাচিত হওয়ায় সম্মাননা স্মারক গ্রহণ। জেলার শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হয়েছে আমাদের উখিয়া টেকনাফ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়।

    উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) গাজী সালাউদ্দিন, এস আই মতিউর রহমান ও এ এস আই হাসানুজ্জামান জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত হয়েছে।ধন্যবাদ উখিয়া থানায় কর্মরত আমার সকল সহকর্মীদের।

  • বিরামপুরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জেল হত্যা দিবস পালিত

    বিরামপুরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জেল হত্যা দিবস পালিত

    এস এম মাসুদ রানা :-বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

    দিনাজপুরের বিরামপুরে ৩রা নভেম্বর জেলহত্যা দিবস উপলক্ষে বিরামপুর উপজেলা আওয়ামীলীগ ও পৌর পরিষদের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন,দোয়া মাহফিলের মধ্য দিয়ে জাতীয় জেলহত্যা দিবস পালন করা হয়েছে।

    ( ৩ নভেম্বর) বুধবার বিকেল সাড়ে ৪টার সময় বিরামপুর ঢাকামোড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন, দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য (এমপি) শিবলী সাদিক,বিরামপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, ইউপি চেয়ারম্যানদ্বয় হাফিজুর রহমান ও রহমত আলী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিবেশ কুন্ড ও নাড়ু গোপাল কুন্ডু,যুগ্ন-সাধারন সম্পাদক গোলজার হোসেন,দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহবুর রহমান বকুল,উপজেলা সেচ্চাসেবকলীগের আহবায়ক মেজবাউল ইসলাম মন্ডল,বিরামপুর সাধারণ সম্পাদক মশিহুর রহমান, পৌর সেচ্চা সেবকলীগের আহবায়ক খাইরুল আলম মুকুট, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ উপজেলা ও ইউনিয়নের যুবলীগ,সেচ্চাসেবকলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

  • কক্সবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

    কক্সবাজার জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

    নিজস্ব প্রতিনিধি,

    অদ্য ৩ নভেম্বর ২০২১ খ্রিঃ কক্সবাজার পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে দুপুর ১ ঘটিকার দিকে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

    উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কক্সবাজার।

    অপরাধ সভায় অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় সকল থানার অফিসার ইনচার্জদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং থানা এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার নির্দেশ প্রদান করেন।

    এছাড়াও পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্ন মানদণ্ডের আলোকে অক্টোবর/২০২১ বিভিন্ন ক্যাটাগরিতে অবদান রাখায় জেলার সেরা পুলিশ অফিসারদেরকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি ওয়ারেন্ট তামিল, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মামলার রহস্য উদঘাটনের জন্য বিশেষ ভূমিকা রাখায় সংশ্লিষ্ট অফিসারদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

  • বিরামপুরে ব্যস্ত সময় পার করছে লেপ-তোষক কারিগররা

    বিরামপুরে ব্যস্ত সময় পার করছে লেপ-তোষক কারিগররা

    এস এম মাসুদ রানা:- বিরামপুর দিনাজপুর প্রতিনিধি,

    হেমন্তের রাত শেষে হিমেল হাওয়া ও সকালে ঘাসের ডগায় শিশিরের কণা যেন শীতের আগমনী বার্তা নিয়ে আসে। বেশ কয়েক দিন ধরে উত্তরবঙ্গের প্রবেশদ্বার দিনাজপুর জেলার বিরামপুরে সূর্যোদয়ের সময় থেকেই হালকা কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারপাশ, সঙ্গে আছে ঠান্ডা বাতাস। পৌষ ও মাঘ মাস আসতে এখনো অনেক সময় বাকি ।

    আর এই শীতের রাতে মানুষের সঙ্গী হবে লেপ-তোশক। এই মৌসুমকে কেন্দ্র করে কদর বেড়েছে লেপ-তোশক কারিগরদের।

    কাজের ব্যস্ততার পাশাপাশি শীতের মৌসুমে আয়ও বেড়ে যায় এসব কারিগরদের। অধীর আগ্রহ নিয়ে বছরের এ সময়টার জন্য অপেক্ষা করে থাকেন তাঁরা। উপজেলার নতুন বাজার এলাকার লেপ-তোশকের দোকান গুলোতেও কারিগরদের ব্যস্ততা দেখা গেছে।

    উপজেলার লেপ-তোশকের দোকান মালিকদের সঙ্গে কথা বলে জানা যায়, এবার তুলার দাম একটু বেশি। কালার তুলা প্রতি কেজি ৩৫ টাকা, মিশালি ২০, সিম্পল ৭০, শিমূল ৭০০ টাকা ও সাদা তুলা ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

    এ ছাড়া অন্যান্য জিনিসপত্রের দাম বেশি হওয়ায় লেপ-তোশকের দাম বেড়ে গেছে। মাঝারি মানের লেপ বানাতে খরচ পড়ছে দেড় থেকে দুই হাজার টাকা। তোশক বানাতে দুই থেকে আড়াই হাজার টাকা। তবে তুলার প্রকারভেদে লেপ-তোশকের দাম কমবেশি হয়।

    প্রতিদিন একজন কারিগর ৬ থেকে ৮টি লেপ তৈরি করতে পারেন। বর্তমানে কাজের চাপ বেশি থাকায় লেপ-তোশকের অর্ডার নিলেও যথাসময়ে ডেলিভারি দিতে হিমশিম খাচ্ছেন কারিগরেরা।

    তোশক কিনতে জাফরান আরা জানান, বর্তমানে তোশক বানাতে বেশি টাকা লাগছে। আগে দের থেকে দুই হাজারের মতো লাগত কিন্তু এখন প্রায় আড়াই থেকে তিন হাজার টাকা লাগছে। বিক্রেতারা বলছেন সবকিছুর দাম বৃদ্ধি পাওয়ায় দাম একটু বেশি ।

    লেপ-তোশকের ব্যবসায়ী রুবেল জানায়, শীতের এই সময়টিতে তাদের আয় ভালো হয়। বছরের বাকি সময় অলস সময় পার করি। দোকানের কারিগরেরা দিনরাত পরিশ্রম করে লেপ-তোশক তৈরি করছেন। বেশ কিছু অর্ডারও আছে। প্রতিদিনই আরও নতুন অর্ডার আসছে। তা ছাড়া তৈরি করা লেপ-তোশক কিনতেও প্রতিদিন বেশ ভিড় করছেন ক্রেতারা।

  • কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

    কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

    কক্সবাজার সদর প্রতিনিধি,

    অদ্য ৩ নভেম্বর ২০২১ খ্রিঃ বুধবার কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

    উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) জনাব মোঃ জাকির হোসেন খাঁন, পিপিএম এবং সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)।

    কল্যাণ সভায় কক্সবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আগত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগন তাদের সমস্যা ও অনুভুতির কথা কল্যাণ সভায় উপস্থাপন করেন। অতিরিক্ত ডিআইজি মহোদয় তাদের বক্তব্য ও আবেদন ধৈর্য সহকারে শোনেন এবং বেশ কয়েকটি সমস্যার তাৎক্ষণিক সমাধান করেন।

    প্রধান অতিথি মহোদয় কল্যাণ সভায় উপস্থিত সকল পুলিশ সদস্যদের প্রতি দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

  • ৩ নভেম্বর জেলহত্যা ছিল পৃথিবীর ইতিহাসে, সবচেয়ে নিষ্ঠুর ও কলঙ্ক জনক হত্যাকান্ড- জাফর বিএ এমপি

    ৩ নভেম্বর জেলহত্যা ছিল পৃথিবীর ইতিহাসে, সবচেয়ে নিষ্ঠুর ও কলঙ্ক জনক হত্যাকান্ড- জাফর বিএ এমপি

    নিজস্ব প্রতিনিধি,

    এখনও রক্তদানের ইতিহাস বন্ধক রাখি তোমাদের কাছে,
    এখনও তেসরা নভেম্বর মানে অনাপোষী সূর্যেরা বুলেটেই বাঁচে।

    আজ জেলহত্যা দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ’৭৫ এর ১৫ আগস্ট সপরিবারে হত্যার পর জাতির ইতিহাসে এটি দ্বিতীয় কলংকজনক অধ্যায়।

    ১৫ আগস্টের নির্মম হত্যাকান্ডের পর তিন মাসেরও কম সময়ের মধ্যে মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও চার জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এম মনসুর আলী এবং এএইচএম কামারুজ্জামানকে এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়।

    এর আগে ১৫ আগস্টের পর এই চার জাতীয় নেতাকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

    মুক্তিযুদ্ধের শত্রুরা সেদিন দেশমাতৃকার সেরা সন্তান এই জাতীয় চার নেতাকে শুধু গুলি চালিয়েই ক্ষান্ত হয়নি, কাপুরুষের মতো গুলিবিদ্ধ দেহকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে ক্ষতবিক্ষত করে একাত্তরের পরাজয়ের জ্বালা মিটিয়েছিলো।

    ইতিহাসের এই নিষ্ঠুর হত্যাযজ্ঞের ঘটনায় শুধু বাংলাদেশের মানুষই নয়, স্তম্ভিত হয়েছিলো সমগ্র বিশ্ব। কারাগারে নিরাপদ আশ্রয়ে থাকা অবস্থায় বর্বরোচিত এ ধরনের হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে বিরল।

    জেলহত্যার পর ২১ বছর পর্যন্ত এ হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া বন্ধ ছিল। তৎকালীন শাসকগণ নির্লজ্জের মত বিষয়টিকে এড়িয়ে গেছে।

    বাংলাদেশ আওয়ামী লীগ ৯৬ সালে ক্ষমতায় এসে জেলহত্যা মামলা পুনরুজ্জীবিত করে। হত্যাকাণ্ডের ২৩ বছর পর ১৯৯৮ সালের ১৫ অক্টোবর ২৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়৷ ২০০৪ সালের ২০ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ আদালত এ মামলার রায়ে আসামী তিনজনকে মৃত্যুদণ্ড এবং এবং ১২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন৷ ২০০৮ সালে হাইকোর্ট রিসালদার মোসলেম উদ্দিনের মৃত্যুদণ্ড বহাল রাখলেও মৃত্যুদণ্ড পাওয়া অন্য দুই আসামি মারফত আলী ও হাশেম মৃধাকে খালাস দেন৷ এছাড়া যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ফারুক, শাহরিয়ার রশিদ, বজলুল হুদা ও একেএম মহিউদ্দিন আহমেদকেও খালাস দেয়া হয়৷ কিন্তু রাষ্ট্রপক্ষ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করলে ২০১৩ সালের ১৫ এপ্রিল সুপ্রিমকোর্টের আপিল বিভাগ রায়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের দেয়া তিন জনের মৃত্যুদণ্ড এবং ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখে৷

    প্রখ্যাত সাংবাদিক অ্যান্থ’নি মাসকারেনহাস তার ‘বাংলাদেশ অ্যা লিগ্যাসি অব ব্লাড’ গ্রন্থে এ বিষয়ে বিস্তারিত বর্ণনায় জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পরপরেই জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যার পরিকল্পনা করা হয়।

    পরিকল্পনাটি এমন ভাবে নেয়া হয়েছিলো পাল্টা অভ্যুথান ঘটার সাথে সাথে যাতে আপনা আপনি এটি কার্যকর হয়। আর এ কাজের জন্য পাঁচ সদস্য বিশিষ্ট একটি ঘাতক দলও গঠন করা হয়।

    বঙ্গবন্ধুর মন্ত্রীসভার সবচাইতে ঘৃণিত বিশ্বাসঘাতক সদস্য হিসেবে পরিচিত এবং তৎকালীন স্বঘোষিত রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমেদ এবং বঙ্গবন্ধুর দুই খুনী কর্নেল (অব.) সৈয়দ ফারুক রহমান এবং লে. কর্নেল (অব.) খন্দকার আব্দুর রশীদ জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যার এ পরিকল্পনা করেন।

    এ কাজের জন্য তারা আগে ভাগে একটি ঘাতক দলও গঠন করে। এ দলের প্রধান ছিল রিসালদার মুসলেহ উদ্দিন।
    ৭৫ এর ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্য এবং ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিহত জাতীয় চার নেতা হত্যার তদন্ত কমিশন গঠন করা হয়েছিলো লন্ডনে।

    এসব হত্যার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইন ও বিচারের প্রক্রিয়াকে যে সমস্ত কারণ বাধাগ্রস্ত করেছে সেগুলোর তদন্ত করার জন্য ১৯৮০ সালের ১৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে এ তদন্ত কমিশন গঠন করা হয়।

    তবে সেই সময়ে বাংলাদেশ সরকারের অসহযোগিতার কারণে এবং কমিশনের একজন সদস্যকে ভিসা প্রদান না করায় এ উদ্যোগটি সফল হতে পারেনি। সে সময়ে বাংলাদেশের সরকার প্রধান ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

    বাংলাদেশ যাতে এগিয়ে যেতে না পারে, স্বাধীনতা যাতে ব্যর্থ হয়, স্বাধীন বাংলাদেশ যাতে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয় সেই চক্রান্ত করে স্বাধীনতা বিরোধী চক্র। এদেশে যেন কোনদিন স্বাধীনতার সপক্ষের শক্তি মাথা তুলে দাঁড়াতে না পারে সেই ষড়যন্ত্র থেকেই নিরাপদ স্থান জেলখানার অভ্যন্তরে এই হত্যাকাণ্ড তারা সংগঠিত করে।

    ঘাতক চক্রের লক্ষ্য ছিলো বাঙালিকে নেতৃত্ব শূন্য করে বাংলাদেশকে পুনরায় পাকিস্তানের পদানত করে মুক্তিযুদ্ধের পরাজয়ের প্রতিশোধ নেওয়া।

    এ কারণে মুক্তিযুদ্ধ চলাকালে বঙ্গবন্ধুকে পাকিস্তানে আটক করে রাখার পর যে চার নেতা বঙ্গবন্ধুর হয়ে যোগ্য নেতৃত্ব দিয়ে বিজয় ছিনিয়ে আনেন সেই চার নেতাকেও বঙ্গবন্ধুর মতো নির্মমভাবে হত্যা করা হয়।

    চরম নির্মমতা ও নিষ্ঠুরতার সাক্ষী হচ্ছে জেলহত্যা দিবস। এই লজ্জা, এই গ্লানি, এই বেদনা মোছার নয়। মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও শহীদ চার জাতীয় নেতার প্রতি বিনম্র শ্রদ্ধা।

  • পেকুয়া থানা পুলিশের অভিযানে ১ কেজি ৬০ গ্রাম গাঁজাসহ ১ মাদক কারবারী গ্রেফতার

    পেকুয়া থানা পুলিশের অভিযানে ১ কেজি ৬০ গ্রাম গাঁজাসহ ১ মাদক কারবারী গ্রেফতার

    নিজস্ব প্রতিনিধি,

    কক্সবাজার পেকুয়া থানা পুলিশের অভিযানে ১ কেজি ৬০ (ষাট) গ্রাম গাঁজাসহ একজন মাদক কারবারী গ্রেফতার।

    অদ্য ২ নভেম্বর ২০২১খ্রিঃ মঙ্গলবার রাত অনুমান ১২.১০ ঘটিকার দিকে পেকুয়া থানা পুলিশের একটি চৌকষ টিম মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে পেকুয়া থানাধীন টৈইটং এলাকা হতে গ্রেফতারকৃত আসামী

    ০১। আব্দুল খালেক (৩৪), পিতা-সিদ্দিক আহমদ, সাং- নতুনপাড়া, থানা- পেকুয়া, জেলা- কক্সবাজার এর হেফাজত হতে ১ (এক) কেজি ৬০ (ষাট) গ্রাম গাঁজা উপস্থিত স্থানীয় জনগন ও সাক্ষীদের সামনে জব্দ করা হয়।

    গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • বিরামপুরে ২০২১সালের এসএসসিপরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

    বিরামপুরে ২০২১সালের এসএসসিপরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

    এস এম মাসুদ রানা:- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

    আজ ১লা নভেম্বর (সোমবর) অত্র বিদ্যালয়ে দুপুর ১টাই ২০২১সালের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান।

    অনুষ্ঠানে বক্তব্য রাখেনঅত্র বিদ্যালয়ে সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু,উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার উপজেলা ভাইসচেয়ারম্যান ও উপজেলাস্বেচ্ছাসেব লীগের আহবায়ক মেজবাউল ইসলাম মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি নাডু গোপাল কুন্ডু আওয়ামীলীগযুগ্ম সম্পাদক গোলজার হোসেন উপজেলা আওয়ামীলীগ সা;গঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূরআলম, প্রধান শিক্ষক মোঃ আরমান হোসেন বলেন এই বিদ্যালয়ে মোট সাধারণ, বিজ্ঞান ,মানবিক বিভাগে , ২০১জন শিক্ষার্থী । উপস্থিত শিক্ষক মুক্তিযোদ্ধা সাংবাদিক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন ।