Blog

  • গাবতলীতে সূধী সমাবেশ অনুষ্ঠিত

    গাবতলীতে সূধী সমাবেশ অনুষ্ঠিত

    রাকিব মাহমুদ ডাবলুঃ- গাবতলী (বগুড়া)প্রতিনিধিঃ

    ৩০ অক্টোবর বগুড়া গাবতলী সুখানপুকুর ইউনিয়নের নিজ কাকঁড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিকাল ৩ ঘটিকায় সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

    এ সময় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খবিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন,বগুড়া জেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা টি.এম.মুসা পেস্তা। প্রধান বক্তার বক্তব্য রাখেন, গাবতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বগুড়া পৌর আ’লীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন।

    প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন, নেপালতলী ইউপি চেয়ারম্যান এস.এম লতিফুল বারী মিন্টু,বিশেষ অতিথি হিসাবে উপ¯ি’ত ছিলেন,গাবতলী উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মোস্তফা আব্দুর রাজ্জাক মিলু,গাবতলী উপজেলা আ’লীগের সাবেক সভাপতি বাবু ধন্য গোপাল সিংহ, বগুড়া জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক মুন্জুরুল হক মুন্জু ,বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন,বীর মুক্তিযোদ্ধা আব্দুর সাত্তার, সুখানপুকুর ইউনিয়ন আ’লীগের সভাপতি নিলাদ্রী শেখর বিটু সিংহ,সহ-সভাপতি শাখোয়াত হোসেন শিমু,সাধারন সম্পাদক রেজাউল করিম রানা,যুগ্নসাধারন সম্পাদক নুরুল ইসলাম উজ্জল,অশোক কুমার সাহা,সাবেক শিক্ষক আব্দুর রহমান মাষ্টার,সাবেক ইউপি সদস্য সাহাজ্জল হোসেন, গাবতলী পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোনির হোসেন পিপুল, সুখানপুকুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক শ্রী পলাশ রায় পলান,যুগ্নআহবায়ক আব্দুল মালেক,আজিজুল হাকিম, ইউপি সদস্য আমজাদ,ইয়াছমিন,সুখানপুকুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক নিবির আ’লীগ নেতা,উদয় কুমার,বিমল মাষ্টার,ফুল্লু,পতিত,দুলু,রাঙ্গা,মামুন মুনসী,মমিরুল ইসলাম,খোরছেদ,সুখানপুকুর ইউনিয়ন যুবলীগ নেতা আল-মোমিন,কুদ্দুস,আতিক,আবু বক্কর সিদ্দিক, মহিলা মেম্বর প্রার্থী ববিতা বেগম সহ ইউনিয়ন আ’লীগ ও সহযোগী সংগঠনক বিভিন্ন নেতাকর্মী ও হাজার হাজার জনসাধারন উপস্থিত ছিলেন।

  • বাঁশখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ ও র্যালী

    বাঁশখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ ও র্যালী

    আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    বাঁশখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকল ধর্মের প্রতিনিধি এবং সব শ্রেণী পেশার মানুষদের নিয়ে এক সম্প্রীতি সমাবেশ ও র্যালী অনুষ্ঠিত হয়।

    আজ শনিবার (৩০ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন, বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী। উপজেলা সদরে র্যালী শেষে বাঁশখালী উপজেলা পরিষদ হলরুমে সমাবেশে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।

    বক্তব্য রাখেন, বাঁশখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালিব সাদলী, বাঁশখালী থানার ওসি কামাল উদ্দীন, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা আক্তার কাজমী, চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, কালীপুর ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট আনম শাহাদাত আলম, চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, চেয়ারম্যান বদরুল হক, জিল্লুল করিম শরিফী, এডভোকেট তোফায়েল বিন হোসাইন, পৌরসভা যুবলীগের আহবায়ক হামিদ উল্লাহ হামিদ, সাংবাদিক কল্যাণ বড়ুয়া মুক্তা, ডাক্তার আশিষ শীল, প্রদীপ গুহ, মাওলানা মুফতি সাঈদুল ইসলাম প্রমুখ।

  • জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ১৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং ২২৩ সদস্যের মজলিসে শুরা ঘোষণা

    জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ১৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং ২২৩ সদস্যের মজলিসে শুরা ঘোষণা

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

    দেশের সকল প্রাইমারি স্কুলে কুরআন ও নামাজ শিক্ষা বাধ্যতামুলক করার দাবি

    দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম ছেলে মেয়েদের সঠিক ভাবে পবিত্র কুরআন ও নামাজ শিক্ষার জন্য সকল প্রাইমারি স্কুলে কোরআন এবং নামাজ শিক্ষা বাধ্যতামূলক করার দাবি জানিয়েছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের জাতীয় নির্বাহী কমিটি। আজ ৩০ অক্টোবর শনিবার সকালে পুরানা পল্টনস্থ ওয়েস্টন রেস্টুরেন্টে আয়োজিত ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নির্বাহী কমিটির সভায় এ দাবি জানানো হয়। সভায় ১৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং ২২৩ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় মজলিসে শুরার নাম ঘোষণা করা হয়।
    সভায় ইসলামের সঠিক প্রচার প্রসার এবং সর্বত্র ইসলামের সৌন্দর্য তুলে ধরার জন্য দেশের সকল ওলামা মাশায়েখ ও ইমামগণের প্রতি আহ্বান জানানো হয়।
    ইসলামের সুমহান আদর্শের আলোকে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য আলেমগণের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে সভায় দেশের সকল শ্রেণীর ওলামায়ে কেরামকে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ব্যানারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
    ভারতের ত্রিপুরায় সংখ্যালঘু মুসলমানদের উপর উগ্রবাদী হিন্দুদের জুলুম, নির্যাতন, মসজিদে এবং মুসলমানদের ঘর বাড়ীতে অগ্নী সংযোগের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সভায় তীব্র নিন্দা প্রকাশ করা হয়।
    জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সভাপতি আল্লামা নূরুল হুদা ফয়েজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা গাজী আতাউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি আল্লামা ওমর ফারুক সন্দিপী, কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম সম্পাদক মাওলানা মুফতী হেমায়েতুল্লাহ, মুফতি মোহাম্মদ আলী, ডক্টর মাওলানা বেলাল নূর আজিজি, মাওলানা ফরিদ উদ্দিন আল মোবারক, মুফতি মহিব্বুল্লাহ কাসেমী, মুফতি আব্দুর রাজ্জাক কাসেমী, মাওলানা কামাল উদ্দিন সিরাজ, মাওলানা হাবিবুর রহমান মিয়াজী, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা কেফায়েতুল্লাহ কাশফী, মাওলানা শামসুদ্দোহা আশরাফী, মাওলানা রেজাউল করিম আবরার, মাওলানা আব্দুল আজিজ কাসেমী, মাওলানা মুজিবুর রহমান কালিশুরী, মাওলানা রফিকুন্নবী হক্কানী, মাওলানা শাহজাহান হাবিবি, মাওলানা আশরাফ আলী নুরী, মাওলানা আব্দুল্লাহ আল মর্তুজা কাসেমী, মাওলানা আখতারুজ্জামান মাহদি, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা জুবায়ের কাসেমী, মাওলানা সানাউল্লাহ কাসেমী, মাওলানা আব্দুল আখির, মাওলানা আব্দুর রহিম কাসেমী, মাওলানা নেছার উদ্দিন, মাওলানা লোকমান হোসেন জাফরী, মাওলানা মনসুরুল হক, মাওলানা বাসির মাহমুদ, হাফেজ জয়নাল আবেদীন, মাওলানা দ্বীন মোহাম্মদ, মাওলানা নাজির আহমদ শিবলী, মুফতি মোহাম্মদ উল্লাহ আনসারী, মাওলানা খলিলুর রহমান প্রমুখ ওলামায়ে কেরাম।

    সভায় ঘোষিত উপদেষ্টা পরিষদ :

    কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ 2021-22
    ১ , প্রধান উপদেষ্টা, মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই
    ২ , উপদেষ্টা, আল্লামা ইয়াহইয়া, মহাপরিচালক, মঈনুল ইসলাম হাটহাজারী, চট্টগ্রাম
    ৩ , উপদেষ্টা, আল্লামা নুরুল ইসলাম, আদিব সাহেব,শাইখুল হাদিস ওলামা বাজার মাদ্রাসা, ফেনী
    ৪ , উপদেষ্টা, শাইখুল হাদিস আল্লামা মোবারক উল্লাহ, মুহতামিম জামিয়া ইউনুছিয়া, বি বাড়িয়া
    ৫ , উপদেষ্টা, মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, শায়খে চরমোনাই
    ৬ , উপদেষ্টা, মাওলানা ওবায়দুল্লাহ হামযা, নায়েবে মুহতামিম, জামিয়া ইসলামীয়া পটিয়া
    ৭ , উপদেষ্টা, অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, মুহতামিম, জামিয়া ফজলুল উলূম, জুরাইন
    ৮ , উপদেষ্টা, আল্লামা আশরাফ আলী নিজামপুরী, সিনিয়র মুহাদ্দিস, দারুল উলূম মইনুল ইসলাম হাটহাজারী, চট্টগ্রাম
    ৯ , উপদেষ্টা, মুফতি মিযানুর রহমান সাঈদ, মহা পরিচালক ও শাইখুল হাসিদ, শায়েখ জাকারিয়া র. ইসলামী রিসার্চ সেন্টার
    ১০ , উপদেষ্টা, মাওলানা আব্দুল আউয়াল, মুহতামিম, গোয়ালখালী মাদরাসা খুলনা
    ১১ , উপদেষ্টা, আল্লামা হাবিবুর রহমান কাসেমী, মহাপরিচালক নাজিরহাট বড় মাদ্রাসা, চট্টগ্রাম
    ১২ , উপদেষ্টা, আল্লামা খোবায়েব সাহেব, মহাপরিচালক জামিয়া আরাবিয়া জিরি মাদ্রাসা, চট্টগ্রাম
    ১৩ , উপদেষ্টা, মাওলানা মুশতাক আহমদ, মুহতামিম, জামিয়া আরাবিয়া দারুল উলূম, খুলনা
    ১৪ , উপদেষ্টা, মাওলানা উবায়দুর রহমান খান নদভী, সহ-সম্পাদক দৈনিক ইনকিলামব
    ১৫ , উপদেষ্টা, মুফতি হিফজুর রহমান, জামিয়া রাহমানিয়া আজিজিয়া, মহাম্মদপুর।

    জাতীয় নির্বাহী কমিটি

    ১ , সভাপতি, মাওলানা নূরুল হুদা ফয়েজী, পীর সাহেব কারীমপুর
    ২ , সিনিয়র সহ-সভাপতি, মাওলানা আব্দুল হক আজাদ, সিনিয়র মুহাদ্দিস, জামিল মাদরাসা, বগুড়া
    ৩ , সহ-সভাপতি, মুফতি ওমর ফারুক সন্দ্বীপি, খলিফা ও জামাতা (সন্দ্বীপ হুজুর রহ.)
    ৪ , সহ-সভাপতি, মাওলানা খালেদ সাইফুল্লাহ, খলিফা, হযরত হাফেজ্জী হুজুর রহ.
    ৫ , সহ-সভাপতি, ড. মাওলানা মোস্তাক আহমদ, খলিফা, মালিক আব্দুল হাফিজ মক্কী রহ
    ৬ , সহ-সভাপতি, ড. আ ফ ম খালিদ হোসাইন, মুহাদ্দিস জামিয়া আরাবিয়া জিরি ও সাবেক সহযোগী অধ্যাপক, এম ই এইচ কলেজ, চট্টগ্রাম
    ৭ , সহ-সভাপতি, মাওলানা নেয়ামতুল্লাহ আল ফরিদী, মুহতামিম, জামিয়াতুস সুন্নাহ, মাদারীপুর
    ৮ , সাধারণ সম্পাদক, মাওলানা গাজী আতাউর রহমান, মুহতামিম, ফজলুল উলূম জহিরিয়া মাদ্রাসা, ঢাকা
    ৯ , যুগ্ম সাধারণ সম্পাদক, মুফতী হেমায়েতুল্লাহ কাসেমী, শায়খুল হাদীস ও শিক্ষা পরিচালক রামপুরা মাদরাসা, ঢাকা
    ১০ , যুগ্ম সাধারণ সম্পাদক, শায়েখ মিজানুর রহমান (সৌদি আরব)
    ১১ , যুগ্ম সাধারণ সম্পাদক, মাওলানা আজিজুর রহমান (জার্মান)
    ১২ , যুগ্ম সাধারণ সম্পাদক, মাওলানা ড. বেলাল নূর আজিজি, ইউনিভারসিটি অফ ক্রিয়েটর টেকনোলজি চিটাগং (ইউসিটিসি), কক্সবাজার
    ১৩ , যুগ্ম সাধারণ সম্পাদক, মুফতী মুহা: কেফায়েতুল্লাহ কাশফী, প্রিন্সিপাল মাদরাসা বাহরুলু উলূম, ঢাকা
    ১৪ , সহ-সাধারণ সম্পাদক, মাওলানা মজিবুর রহমান (তেজগাঁও)
    ১৫ , সহ-সাধারণ সম্পাদক, মুফতি সামসুদ্দোহা আশরাফী
    ১৬ , সহ-সাধারণ সম্পাদক, মাওলানা হাবিবুর রহমান মিয়াজী (গাজীপুর)
    ১৭ , সহ-সাধারণ সম্পাদক, মাওলানা আব্দুর রাজ্জাক (আল-বাব্বাহ)
    ১৮ , সহ-সাধারণ সম্পাদক, মাওলানা মুফতি রেজাউল করীম আবরার
    ১৯ , সাংগঠনিক সম্পাদক, হাফেজ মাওলানা কামাল উদ্দিন সিরাজ, প্রতিষ্ঠাতা পরিচালক, মাদরাসায়ে নূরে মদীনা, সাভার
    ২০ , ঢাকা বিভাগীয় সাং: সম্পাদক, মাওলানা আব্দুল আজিজ কাসেমী
    ২১ , চট্টগ্রাম বিভাগীয় সাং: সম্পাদক, মাওলানা শেখ আমজাদ হোসাইন চট্টগ্রাম
    ২২ , খুলনা বিভাগীয় সাং: সম্পাদক, মাওলানা আশরাফ আলী নূরী
    ২৩ , রাজশাহী বিভাগীয় সাং: সম্পাদক, মাওলানা আব্দুল মতিন, বগুড়া
    ২৪ , সিলেট বিভাগীয় সাং: সম্পাদক, মুফতি তাজুল ইসলাম, সিলেট
    ২৫ , বরিশাল বিভাগীয় সাং: সম্পাদক, মাওলানা কাওসার বাঙ্গালী
    ২৬ , ময়মনসিংহ বিভাগীয় সাং: সম্পাদক, মুফতি গোলাম মাওলা ভূঁইয়া
    ২৭ , রংপুর বিভাগীয় সাং: সম্পাদক, মাওলানা রফিকুন্নবী হক্কানী
    ২৮ , ফরিদপুর বিভাগীয় সাং: সম্পাদক, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মাদারীপুর
    ২৯ , দাওয়াহ বিষয়ক সম্পাদক, মাওলানা শাহজাহান আল হাবিবী
    ৩০ , শরীয়াহ বিষয়ক সম্পাদক, মাওলানা আব্দুল আখির কাসেমী
    ৩১ , ফতোয়া বিষয়ক সম্পাদক, মুফতি মুহিব্বুল্লাহ কাসেমী
    ৩২ , আমরুবিলমারুফ ও নাহী আনিল মুনকার বিষ: সম্পাঃ, মুফতি আব্দুর রাজ্জাক কাসেমী
    ৩৩ , প্রশিক্ষণ সম্পাদক, মাওলানা আব্দুল্লাহ আল মুর্তুজা কাসেমী
    ৩৪ , সহ-প্রশিক্ষণ সম্পাদক, মুফতি নুরুল আলম সিদ্দিকী
    ৩৫ , প্রচার সম্পাদক, মাওলানা এইচ এম সাইফুল ইসলাম
    ৩৬ , সহ-প্রচার সম্পাদক, মাওলানা নাজির আহমাদ শিবলী
    ৩৭ , দপ্তর সম্পাদক, মুফতি আখতারুজ্জামান মাহদী
    ৩৮ , সহ-দপ্তর সম্পাদক, মাওলানা জোবায়ের আব্দুল্লাহ কাসেমী
    ৩৯ , অর্থ সম্পাদক, মুফতি রেজওয়ান হাসান
    ৪০ , সহ-অর্থ সম্পাদক, মুফতি সানাউল্লাহ কাসেমী
    ৪১ , যাকাত বিষয়ক সম্পাদক, মাওলানা এহসান সন্ধিপী
    ৪২ , হজ্জ্ব বিষয়ক সম্পাদক, মাওলানা ইসমাঈল সিরাজী, মাদানি
    ৪৩ , আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, মাওলানা মোহাম্মদ আলী, কক্সবাজার
    ৪৪ , মসজিদ বিষয়ক সম্পাদক, মাওলানা মনসুরুল হক জিহাদী (চট্টগ্রাম)
    ৪৫ , মসজিদ ভিত্তিক গণ শিক্ষা বিঃ সম্পা:, মাওলানা আব্দুস সাত্তার হামিদী
    ৪৬ , কওমী মাদরাসা বিষয়ক সম্পাদক, মাওলানা আব্দুর রহিম কাসেমী
    ৪৭ , আলিয়া মাদরাসা বি: সম্পাদক, মাওলানা ছগির আহমাদ (চরমোনাই)
    ৪৮ , মহিলা মাদরাসা বিষয়ক সম্পাদক, মাওলানা হেদায়েতুল্লাহ ফয়েজী
    ৪৯ , শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক, মাওলানা বাছির উদ্দিন মাহমুদ
    ৫০ , ওলামা কল্যাণ সম্পাদক, মাওলানা জাফর আহমাদ, শাহতলী
    ৫১ , এবতেদায়ী মাদরাসা ও মক্তব বিঃ সম্পাঃ,
    ৫২ , শিক্ষা বিষয়ক সম্পাদক, মাওলানা মুসা বিন কাসেম
    ৫৩ , সংস্কৃতি বিষয়ক সম্পাদক, হাফেজ মাওলানা বদরুজ্জামান
    ৫৪ , কর্মসংস্থান বিষয়ক সম্পাদক, মুফতি মোহাম্মাদুল্লাহ আনসারী (ঢাকা উত্তর)
    ৫৫ , গবেষণা বিষয়ক সম্পাদক, মুফতি জাবের হোসাইন
    ৫৬ , খেদমতেখালক বিষয়ক সম্পাদক, হাফেজ ক্বারী মোহাম্মদ ইলিয়াছ সাদী
    ৫৭ , মুস্তাদ আফীন বিষয়ক সম্পাদক,
    ৫৮ , তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক, মুফতি আমিমুল ইহসান (ঢাকা)
    ৫৯ , সাহিত্য বিষয়ক সম্পাদক, মুফতি লুৎফর রহমান ফরাজী
    ৬০ , খানকাহ বিষয়ক সম্পাদক, মাওলানা মজিবুর রহমান (খলিফা হুজুর, কালিশ্বরী)
    ৬১ , মিডিয়া বিষয়ক সম্পাদক,
    ৬২ , সদস্য, মুফতি গোলামুর রহমান (খুলনা)
    ৬৩ , সদস্য, মুফতি মোহাম্মাদ আলী
    ৬৪ , সদস্য, মুফতি ওলিউল্লাহ (রামপুরা)
    ৬৫ , সদস্য, মাওলানা ইমতিয়াজ আলম (ঢাকা)
    ৬৬ , সদস্য, মাওলানা মুকবুল হোসাইন (মুহতামিম জামিয়া কারিমিয়া)
    ৬৭ , সদস্য, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক, কুয়াকাটা (খাদেম)
    ৬৮ , সদস্য, মাওলানা শেখ ফজলে বারী মাসউদ (ঢাকা)
    ৬৯ , সদস্য, মাওলানা ইউনুছ ঢালী
    ৭০ , সদস্য, মাওলানা খালেদ কাসেমী আজহারী
    ৭১ , সদস্য, মাওলানা হেদায়েতুল্লাহ আজাদী
    ৭২ , সদস্য, মাওলানা ফরিদ উদ্দিন আল মোবারক
    ৭৩ , সদস্য, মাওলানা শোয়াইব আহমাদ আশরাফী
    ৭৪ , সদস্য, মাওলানা আব্দুল মালেক ফয়েজী (বি-বাড়িয়া)
    ৭৫ , সদস্য, মাওলানা তাওকির আবু তাহের (সংযুক্ত আরব আমিরাত)
    ৭৬ , সদস্য, মাওলানা আব্দুল হালিম (কাতার)
    ৭৭ , সদস্য, মাওলানা সালাউদ্দীন জাহাঙ্গীর (লন্ডন)
    ৭৮ , সদস্য, মাওলানা শেখ আব্দুল্লাহ (খুলনা)
    ৭৯ , সদস্য, মাওলানা মাহমুদুল হুসাইন ওয়ালিউল্লাহ, (পীর সাহেব কেওরা বুনিয়া)
    ৮০ , সদস্য, মুফতি মাযহারুল ইসলাম রাশেদী
    ৮১ , সদস্য, মুফতি নিজামুদ্দিন (মানিকগঞ্জ)
    ৮২ , সদস্য, মাওলানা আব্দুল বারী (নরসিংদী)
    ৮৩ , সদস্য, মাওলানা আবুল কালাম আজাদ
    ৮৪ , সদস্য, হাফেজ জয়নাল আবেদীন
    ৮৫ , সদস্য, মাওলানা দ্বীন ইসলাম (নারায়নগঞ্জ)
    ৮৬ , সদস্য, মাওলানা আমিনুল ইসলাম (রাজবাড়ী)
    ৮৭ , সদস্য, মাওলানা আনসার আহমদ (পীর সাহেব বাগিচাপুর)
    ৮৮ , সদস্য, মুফতি আজিজুল রহমান আল মাদানী, মুহতামিম, আল মাদরাসাতুল হুসানিয়া দারুল উলূম, রূপনগর
    ৮৯ , সদস্য, মাওলানা মাহমুদুল হাসান কাশেমী, ইসলামীয়া কুতুবখানা, বাংলা বাজার
    ৯০ , সদস্য, মাওলানা মুঈনুদ্দীন আহমাদ (সাভার)
    ৯১ , সদস্য, মাওলানা নুরুল আলম (আদিব)
    ৯২ , সদস্য, মুফতি আব্দুল্লাহ শিবলী
    ৯৩ , সদস্য, মুফতি সাঈদ আহমাদ (কলরব)
    ৯৪ , সদস্য, মাও: ওমর ফারুক যুক্তিবাদী(ঢাকা)

    মজলিসে শুরার অন্যন্য সদস্য 2021-22

    1 , , মাওলানা আবুল বাশার নোমানী, মুহতামি জামিউল উলুম মাদরাসা, মীরপুর।
    2 , , মাওলানা সাইফুল ইসলাম, মহতামিম, বড় কাটরা মাদরাসা।
    3 , , মুফতি ইমাদুদ্দীন, ফরিদাবিদাবাদ
    4 , , মাওলানা আনোয়ার শাহ, শায়খুল হাদিস, হাসনাবাদ
    5 , , মুফতি মুহিববুল্লাহ হিল বাকী নগভী, পেশ ইমাম,বাইতুল মুকাররম জাতীয় মসজিদ
    6 , , মুফতি ইজহার,মুহতামিম হাসনাবাদ মাদরাসা
    7 , , মুফতি ওমর ফারুক, ওয়াবদা মাদরাসা
    8 , , মুফতি বরকত উল্লাহ কাসেমী, মিরপুর
    9 , , মুফতি জামাল উদ্দিন, মিরপুর
    10 , , মাওলানা মুজিবুর রহমান হক্কানী, মহাখালী
    11 , , মাওলানা ওবায়দুল কাদের নদভী, সোনারগাঁ
    12 , , মুফতি নোমান সাহেব, টিএনটি
    13 , , মুফতি শামছুল হক, প্রিন্সিপাল কুমিল্লা
    14 , , মুফতি আব্দুল কুদ্দুস, চরমোনাই ভাইস প্রিন্সিপাল
    15 , , মাওলানা হাবিবুল্লাহ নদভী, নাজিরহাট
    16 , , মাওলানা মাহমুদুল হাসান, ফতেহপুর
    17 , , মাওলানা জহিরুল ইসলাম কাসেমী, নারায়নগঞ্জ
    18 , , মাওলানা জহির ইবনে মুসলিম, উত্তরা
    19 , , মাওলানা ওয়াহিদুল আলম, উত্তরা
    20 , , মাওলানা রেজাউল করিম, টাঙ্গাইল
    21 , , মাওলানা হেলাল উদ্দিন আফতাবী, সাভার
    22 , , মুফতি নুরুল আমীন, খুলনার পীর সাহেব
    23 , , মাওলানা উমায়ের হুসাইন ইবনে মোস্তফা আল হুসাইনি
    24 , , মাওলানা ইব্রাহীম আনসারী, চিটাগাং রোড
    25 , , মাওলানা সানাউল্লাহ নূরী, নারায়নগঞ্জ
    26 , , মুফতি আব্দুল হালীম, মুহতামিম খাজা মুঈনউদ্দীন মাদরাসা, বরিশাল
    27 , , ড: মুহিববুল্লাহ, এশিয়ান ইউনির্ভাসিটি
    28 , , মাওলানা মনিরুজ্জামান, মাগুরা
    29 , , মাওলানা আব্দুল মান্নান, চরমোনাই
    30 , , মাওলানা মহিউদ্দিন খান , তালতলা মাদরাসা, ফতুল্লা
    31 , , আল্লামা আব্দুল্লাহ , কাসেমুল উলূম, চট্টগ্রাম
    32 , , আল্লামা উবায়দুল কাদের নদভী, সোনারগাঁ, নারায়নগঞ্জ
    33 , , মাওলানা শাহজালাল, নওগাঁ রশিদিয়া ফাজিল মাদরাসা, মতলব
    34 , , মাওলানা সামসুল হক , ধামতি আলিয়া মাদরাসা, কুমিল্লা
    35 , , মাওলানা সানাউল্লাহ নূরী, সোনারগাঁ, নারায়নগঞ্জ
    36 , , মাওলানা সাইফুল্লাহ, মুহতামিম, মোস্তফাগঞ্জ মাদ্রাসা, মুন্সিগঞ্জ
    37 , , মাওলানা মুফতি নোমান আল হাবিবি, মুহাদ্দিস জামিয়া ইউনিসিয়া, বি-বাড়িয়া
    38 , , মাওলানা মাহমুদুর রহমান, বাইতুল আমান মাদ্রাসা মসজিদ কমপ্লেক্স
    39 , , মাওলানা ফারুক আহমদ, মুহতামিম, জামিয়া ইসলামিয়া লালমাটিয়া
    40 , , মাওলানা হাবিবুল্লাহ, রইসিয়া মাদ্রাসা, রংপুর
    41 , , মাওলানা উবায়দুল্লাহ বিন সাঈদ, গাজিপুর
    42 , , মুফতি গিয়াস উদ্দিন, পীর সাহেব কোনাবাড়ী
    43 , , মাওলানা সিরাজুল ইসলাম, টঙ্গী
    44 , , মাওলানা আমিরুল ইসলাম, মুহতামিম ও শায়খুল হাদিস, আহসানুল উলুম মাদরাসা, মোহাম্মদপুর
    45 , , মুফতি মিজানুর রহমান কাসেমী, মুহাদ্দিস জামিয়া রহমানিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
    46 , , মাওলানা রেজাউল হক চৌধুরী (রাজু), সিলেট জেলা
    47 , , মাওলানা আমীর আলী, সিলেট জেলা
    48 , , মাওলানা আব্দুল আলিম, হবিগঞ্জ জেলা
    49 , , মাওলানা শাহ ইলিয়াস আহমাদ, হবিগঞ্জ জেলা
    50 , , মুফতি মাওলানা রুহুল আমিন, মৌলভীবাজার জেলা
    51 , , মাওলানা আব্দুল ওয়াহিদ, মৌলভীবাজার জেলা
    52 , , মাওলানা জুবায়ের আহমদ আনোয়ারী, সুনামগঞ্জ জেলা
    53 , , মুফতি গোলামুর রহমান, খুলনা মহানগর
    54 , , মুফতি আব্দুল্লাহ ইয়াহহিয়া, খুলনা মহানগর
    55 , , মাওলানা শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, খুলনা জেলা
    56 , , মাওলানা মেছবাহ, খুলানা জেলা
    57 , , মাওলানা আব্দুল হালিম, যশোর জেলা
    58 , , মাওলানা হরুন কাসেমী, যশোর জেলা
    59 , , মুফতি আমির হুসাইন,সাতক্ষীরা জেলা
    60 , , মুফতি মুখলিছুর রহমান, সাতক্ষীরা জেলা
    61 , , মুফতি আব্দুল কুদ্দুস, কুষ্টিয়া
    62 , , মাওলানা মুজাম্মেল কাসেমী, কুষ্টিয়া
    63 , , মাওলানা মোহাম্মদ আলী, চুয়াডাঙ্গা
    64 , , মাওলানা সাজিদুর রহমান, চুয়াডাঙ্গা
    65 , , মুফতি নাজির আহমাদ, ঝিনাইদহ
    66 , , মুফতি ওসমান গনী, ঝিনাইদহ
    67 , , মাওলানা আবুল কালাম কাসেমী, মেহেরপুর
    68 , , মাওলানা হাফিজুর রহমান, মেহেরপুর
    69 , , মাওলানা ইমদাদুল্লাহ, মাগুরা
    70 , , মাওলানা আরিফ বিল্লাহ, মাগুরা
    71 , , মাওলানা নুরুন নবী, নড়াইল
    72 , , মাওলানা মুফতি নুরুজ্জামান, বাগেরহাট
    73 , , মুফতি শফিউদ্দিন কাসেমী, ঢাকা জেলা দক্ষিণ
    74 , , মাওলানা আনিছুর রহমান, ঢাকা জেলা উত্তর
    75 , , মুফতি আব্দুল আলী, নারায়নগঞ্জ মহানগর
    76 , , মাওলানা আব্দুল হাকিম আদ দিফায়ী, নারায়নগঞ্জ জেলা
    77 , , মুফতি আল আমিন শেখ, নারায়নগঞ্জ জেলা
    78 , , মুফতি গাজী আল মাহমুদ, গাজীপুর জেলা
    79 , , মাওলানা মামুনুর রশিদ রব্বানী, গাজীপুর জেলা
    80 , , মাওলানা জুলফিকার হায়দার, গাজীপুর মহানগর
    81 , , মুফতি আবু হুরায়রা কাসেমী, নরসিংদী জেলা
    82 , , হাফেজ মাওলানা আব্দুল হাকিম, নরসিংদী জেলা
    83 , , মুফতি এমদাদুল হক আরেফী, মুন্সিগঞ্জ জেলা
    84 , , মাওলানা আব্দুল হান্নান কারিমী, মুন্সিগঞ্জ জেলা
    85 , , মাওলানা মুসলে উদ্দিন, মানিকগঞ্জ জেলা
    86 , , মাওলানা ফজলুল করীম, টাঙ্গাইল
    87 , , মুফতি আব্দুল মালেক, টাঙ্গাইল
    88 , , হাফেজ মাওলানা রেজাউল করীম, বগুড়া
    89 , , মাওলানা মুফতি নাজমুল হাসান, পাবনা পশ্চিম
    90 , , মাওলানা রবিউল ইসলাম, পাবনা পশ্চিম
    91 , , মাওলানা মুফতি ইসহাক, পাবনা পূর্ব
    92 , , মাওলানা আব্দুল গনি, পাবনা পূর্ব
    93 , , মাওলানা আব্দুর রহিম ভূইয়া, লক্ষীপুর জেলা
    94 , , মাওলানা মুফতি ফজলুর রহমান, লক্ষীপুর জেলা
    95 , , মুফতি ইউসুফ কাসেমী, ফেনী জেলা
    96 , , মাওলানা আব্দুর রাজ্জাক, ফেনী জেলা
    97 , , মাওলানা তাজুল ইসলাম, কুমিল্লা পশ্চিম
    98 , , মুফতি আব্দুল মান্নান, কুমিল্লা পশ্চিম
    99 , , আলহাজ্ব মাওলানা শরিফ উদ্দিন সাহেব, বি-বাড়িয়া
    100 , , আলহাজ্ব হাফেজ মাওলানা ইসমাঈল মাদানী, বি-বাড়িয়া
    101 , , মাওলানা মজিবুর রহমান, বরিশাল জেলা
    102 , , মাওলানা সগির হোসাইন, বরিশাল জেলা
    103 , , হাফেজ মাওলানা আব্দুল মালেক, বরিশাল
    104 , , মাওলানা সাইফুল্লাহ সিদ্দিকী, বরিশাল
    105 , , মাওলানা রফিকুল ইসলাম, পিরোজপুর
    106 , , মুফতি শহিদুল ইসলাম, পিরোজপুর
    107 , , মুফতি আবু সাঈদ, পটুয়াখালী
    108 , , মাওলানা ফেরদাউস খান, পটুয়াখালী
    109 , , মুফতি ইয়াসিন নবীপুরী, ভোলা উত্তর
    110 , , মুফতি মিজানুর রহমান, ভোলা উত্তর
    111 , , মাওলানা গোলাম মাওলা জাহিদ, বরগুনা
    112 , , মাওলানা জালাল উদ্দিন কারিমি, বরগুনা
    113 , , মাওলানা গোলাম মোর্শেদ, ভোলা দক্ষিণ
    114 , , মাওলানা ইমরান হোসাইন, ভোলা দক্ষিণ

  • রত্নাপালং ইউনিয়ন পরিষদের নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নুরুল কবির চৌধুরীর সংবাদ সম্মেলন

    রত্নাপালং ইউনিয়ন পরিষদের নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নুরুল কবির চৌধুরীর সংবাদ সম্মেলন

    ওমর ফারুক (উখিয়া),

    অদ্য ৩০অক্টিবর ২০২১ইং নির্বাচনী প্রচারণায় বাঁধা, সমর্থকদের প্রান নাশের হুমকির প্রতিবাদে রত্নাপালং ইউনিয়ন পরিষদের নির্বাচনের স্বতন্ত্র চেয়ারম্যান প্রাথী (ঘোড়া প্রতীকের সমর্থনে) নুরুল কবির চৌধুরীর উদ্যোগে এক সংবাদ সম্মেলন উখিয়া প্রেস ক্লাবের হল রুমে ৩০ অক্টোবর অনুষ্ঠিত হয়।

    এসময় নুরুল কবির চৌধুরী বলেন, রত্না পালং ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরীর শাসন আমলে রত্না পালং ইউনিয়নে রেকর্ড পরিমাণ ১৪ জন খুন হয়েছে। স্বাধীনতার পর যা ইতিহাস।

    তার বিচার ব্যবস্থার দূর্বলতার ও অদক্ষতা এবং পক্ষপাতিত্বের কারনে এসব খুনের ঘটনা ঘটেছে,বিভিন্ন কৌশলে খাইরুল আলম চৌধুরী সব সময় ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় থেকে ১,২,৩ ও ৪ নং ওয়ার্ডের জনগনের উপর হিটলারের শাসন কায়েম করেছেন। খাইরুল আলম চৌধুরী এবং তার সন্ত্রাসীর বাহিনীর কাছে অসংখ্য বৈধ ও অবৈধ অস্ত্র রয়েছে।

    নির্বচনের পূর্বে এগুলো উদ্ধার করা না হলে রত্না পালং ইউনিয়নের কোনভাবেই সুষ্ঠু ভাবে ভোট গ্রহণ করা সম্ভব হবে না, তিনি ইতিমধ্যে প্রভাব খাটিয়ে আমতলী ও তেলীপাড়ায় আমার নির্বাচনী অফিস বন্ধ করে দিয়েছে।

    আমার সমর্থক ও কর্মীদের উপর হামলা করেছে, খাইরুল আলম চৌধুরী নিজে এবার প্রার্থী হয়নি, অথচ চেয়ারম্যান প্রার্থী নুরুল হুদার পক্ষ নিয়ে চেয়ারম্যানের ক্ষমতা দেখিয়ে মাঠে ময়দানে প্রকাশ্যে রাম রাজত্ব কায়েমের চেষ্টা চালাচ্ছেন।

    তার সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ইউনিয়ন পরিষদকে নৌকা প্রতীকের অফিস হিসাবে ব্যবহার করতেছেন এবং সরকারি সাহায্য গুলো প্রদান করতেছে। নুরুল হুদা ও সরকারের পক্ষ থেকে ত্রানের দেওয়া হবে বলে ভোটারদের কাজ থেকে আইডি কার্ড সংগ্রহ করে নিয়ে তাদেরকে জিম্মি করে ফেলতেছেন।

    যা নির্বাচনী আচরণ বিধির সম্পুর্ণ লংঘন,একজন ব্যক্তি বর্তমান চেয়ারম্যান হিসাবে দায়িত্বে থেকে কিভাবে অন্য একজন চেয়ারম্যান প্রার্থীর প্রধান সমন্বয়ক বা কর্মী হিসাবে কাজ করেন? নির্বাচনের পূর্বে তাকে খাইরুল আলম চৌধুরীক এলাকা ত্যাগের নির্দেশনা সরকারীভাবে দেওয়া না হলে, তিনি এলাকার শান্ত পরিবেশকে অশান্ত করে তুলে সরকার ও স্থানীয় প্রশাসনের ভাবমূর্তি নষ্ট করবেন।

    সুষ্ঠু নির্বাচন, এলাকার সাধারণ জনগনের নিরাপত্তা, সকল প্রার্থীদের নিরাপত্তার স্বার্থে অধিক ঝুকিপূর্ণ কেন্দ্র ১,২,৩ ও ৪ নং ওয়ার্ডের ভোট কেন্দ্রে পাশ্ববর্তী রামু উপজেলার মতো আইপি ক্যামরা স্থাপন, পর্যাপ্ত বিজিবি ও র্র্যাব মোতায়েন, নির্বাহী ম্যাজিস্টেট্র নিয়োগ এবং সার্বক্ষণিক সাংবাদিকদের পর্যবেক্ষণ টীম থাকার ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট অনুরোধ জানান।

    অপর এক প্রশ্নে নুরুল কবির চৌধুরী বলেন, আমি কেন বৌদ্ধ মন্দির হামলার আসামি হবো? খাইরুল আলম চৌধুরীর সমর্থিত প্রার্থী নুরুল হুদাই কোটবাজার বৌদ্ধ মন্দির হামলার নাটেরগুরু, স্থানীয় তার প্রতিপক্ষদের মামলায় আসামি করে হয়রানি করার উদ্দেশ্যে তিনি উক্ত ঘৃণিত হামলার ঘটনা ঘটিয়ে ছিলেন।

    অথচ কোটবাজার বৌদ্ধ মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাঁকেই তৎকালীন উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দাযিত্ব দেওয়া হয়ে ছিলো।

    নুরুল হুদার নিজের এলাকা ছাড়া রত্না পালং ইউনিয়নের অন্য কোন এলাকায় তো বৌদ্ধ মন্দির ভাংচুর হয়নি, এর থেকে কি প্রমাণ হয়? নুরুল হুদা নিজের এলাকার বৌদ্ধ সমাজের নিরাপত্তা নিশ্চিত করতে পারেন নি।।

    চেয়ারম্যার প্রার্থী নুরুল কবির চৌধুরী আরো বলেন,চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী ও নৌকা মার্কার প্রার্থী নুরুল হুদা ইতিমধ্যে প্রকাশ্যে মাইকে ঘোষণা করেছেন, ৫ নভেম্বর তারিখে পর আমাকে, আমার কর্মী ও সমর্থকদের ঘর থেকে বের হতে দিবে না।

    রত্না পালং ইউনিয়নের কোন জায়গায় আমার কোন পোস্টার ও ব্যানার থাকতে দেবে না, সব ছিঁড়ে ফেলবে এবং প্রচার প্রচারণা চালাতে দিবে না।

    তিনি বর্তমান চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরীর এসব সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের জন্য নির্বাচন কমিশন, জেলা প্রশাসন, জেলা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, উপজেলা প্রশাসন ও রিটানিং অফিসারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

  • বাঁশখালীতে কমিউনিটি পুলিশিং ডে ২০২১ উদযাপন

    বাঁশখালীতে কমিউনিটি পুলিশিং ডে ২০২১ উদযাপন

    বাঁশলমগীর ইসলামাবাদী:-

    চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    “মুজিববর্ষের পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এই প্রতিপদ্যকে সামনে রেখে বাঁশখালীতে কমিউনিটি পুলিশিং ডে ২০২১ পালিত হয়েছে। এ উপলক্ষে এক আলোচনা সভা বাঁশখালী জলদি (পৌরসভা) গ্রীণপার্ক কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি। বাঁশখালী থানার ওসি মোহাম্মদ কামাল উদ্দীনের সভাপতিত্বে

    অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন,

    উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালিব সাদলী, সিনিয়র সহকারী পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মোঃ হুমায়ূন কবির, উপজেলা নির্বাহী অফিসার জনাব সাইদুজ্জামান চৌধুরী, ওসি তদন্ত আজিজুল ইসলাম, চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, কালীপুর ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট আনম শাহাদাত আলম, চাম্বল ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী,ছনুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ চৌধুরী, জিল্লুল করিম শরিফী, এডভোকেট তোফায়েল বিন হোসাইন, পৌরসভা যুবলীগের আহবায়ক হামিদ উল্লাহ হামিদসহ প্রমুখ।

  • চমেক নাছির-নওফেল গ্রুপের অনুসারীরা মুখোমুখি সংঘর্ষ, রক্তাক্ত ৩

    চমেক নাছির-নওফেল গ্রুপের অনুসারীরা মুখোমুখি সংঘর্ষ, রক্তাক্ত ৩

    আলমগীর ইসলামাবাদী:-

    চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    ছাত্রলীগের দুগ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ৩ জন আহতও হয়েছেন।

    চট্টগ্রাম মেডিকেল কলেজে আধিপত্য বিস্তারের জন্য দীর্ঘদিন ধরে মুখোমুখি অবস্থানে থাকা এই দুই পক্ষের একটি পক্ষ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারীরা অন্য পক্ষে আছে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের অনুসারীরা।

    জানা গেছে, শুক্রবার (২৯ অক্টোবর) দিবাগত রাত ২ টার দিকে শিক্ষা উপমন্ত্রী নওফেলের অনুসারীরা আ জ ম নাছির উদ্দিনের অনুসারীদের উপর অতর্কিত হামলা চালায়। ওই হামলায় দুজন ছাত্রলীগ নেতা আহত হয়। তারা হলেন চমেকের ৬১ ব্যাচের মাহফুজুল হক (২৩) ও ৬২ ব্যাচের নাইমুল ইসলাম (২০)। রাতের ঘটনায় আহত দুজনই আ জ ম নাছির উদ্দিনের অনুসারী।

    রাতের ঘটনার জের ধরে শনিবার (৩০ অক্টোবর) সকাল ৯ টায় শিক্ষা উপমন্ত্রীর অনুসারীদের একজন আকব হোসেন (২০) কে একা পেয়ে বেধড়ক পেটায় আ জ ম নাছির উদ্দিনের অনুসারীরা।

    এর পরপরই শিক্ষা উপমন্ত্রীর অনুসারীদের ধাওয়া খেয়ে চমেক প্রিন্সিপালের রুমে ঢুকে পরে আ জ ম নাছির উদ্দিনের অনুসারীরা। দুপুর ১ টা পর্যন্ত সেখানেই অবরুদ্ধ ছিল তারা। পরে পুলিশ পাহাড়ায় সেখান থেকে বের হয়ে আসে নাছির উদ্দিনের অনুসারীরা।

    এদিকে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় হাসপাতাল, কলেজ ক্যাম্পাস এবং প্রধান ছাত্র হোস্টেলজুড়ে থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে। ঘটনার পর থেকেই ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

    এই বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) সাদেকুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ক্যাম্পাসে পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে। এ বিষয়ে পরে কথা বলা হবে।

  • বিরামপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভায়- ইউ এন ও পরিমল কুমার সরকার

    বিরামপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভায়- ইউ এন ও পরিমল কুমার সরকার

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

     

    আগস্ট মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রতি” এই শ্লোগানকে সামনে রেখে সারাদেশের ন্যায় দিনাজপুরের বিরামপুর থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা অনু্ষ্টিত হয়েছে।

    (৩০ অক্টোবর) শনিবার সকাল ১০টায় সময়
    বিরামপুর থানা চত্তরে এ কমিউনিটি পুলিশিং ডে অনুষ্টান অনু্ষ্টিত হয়।

    বিরামপুর থানা পুলিশ আয়োজিত কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠানে পুলিশ পরিদর্শক মতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সিনিয়র সহকারী পুলিশ সুপার একেএম ওহিদুন্নবী,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার ও পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী।

    এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল,১নং প্যালেন মেয়র আব্দুল আজাদ মন্ডল, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন,বিরামপুর মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার সরকার, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি ডক্টর নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক প্রভাষক মশিহুর রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হবিবর রহমান, দিনাজপুর জেলার সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের সভাপতি আকরাম হোসেন,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বিরামপুর (এপি) ম্যানেজার নরেশ ম্যারান্ডি,সাব-ইন্সেপ্টর এরশাদ মিয়া প্রমুখ।

    সভায় বক্তারা বলেন, এলাকায় মাদক ব্যবসা ও বিভিন্ন অপকর্মের সাথে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশনকে সহযোগীতা করবে এলাকার সচেতন জনগন তবেই অপরাধ নির্মূল হবে।

  • উজানটিয়া ইউনিয়নে সেবক হয়ে থাকতে চাই শহিদুল ইসলাম চৌধুরী

    উজানটিয়া ইউনিয়নে সেবক হয়ে থাকতে চাই শহিদুল ইসলাম চৌধুরী

    মোঃ সাইফুল ইসলাম পেকুয়া (কক্সবাজার)

    কক্সবাজারের পেকুয়া উপজেলা উজানটিয়া ইউনিয়নের আওয়ামীলীগের দলীয় নৌকা প্রতীকে মনোনয়ন পেয়ে দলের নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের ফুলের শুভেচ্ছায় সিক্ত হয়েছেন উজানটিয়ার ঐতিহ্য পরিবারের কৃতি সন্তান সফল দুই বার চেয়ারম্যান এম শহিদুল ইসলাম চৌধুরী।

    গত শুক্রবার (২৯অক্টোবর) বিকেল ঢাকা থেকে নিজ ইউনিয়ন উজানটিয়া ফেরার পথে পহরচাদা এলাকায় তাকে ফুলের শুভেচ্ছায় বরণ করেছেন হাজারো নেতাকর্মী ও ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ।

    পরে নৌকার প্রার্থীকে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা মোটরসাইকেল ও বিশাল গাড়ির বহর নিয়ে পহরচাদা থেকে ইউনিয়নে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় রাস্তার দুইপাশে অসংখ্য নারী পুরুষ তাকে স্বাগত জানায়। এসময় চেয়ারম্যান প্রার্থী এম শহিদুল ইসলাম চৌধুরী সাধারণ মানুষকে দুই হাত নেড়ে অভিবাদন জানান।

    পরে উজানটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এক সংবর্ধনা সমাবেশে মিলিত হন তিনি। পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) এ টি এম বখতিয়ার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আবুল কালাম আজাদ চৌধুরী। উপজেলা যুবলীগের সহ-সভাপতি জিয়াবুল হক জিকু এবং ৭ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী তারেকুল ইসলাম প্রমুখ।এছাড়াও আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

    সমাবেশে সর্বস্তরের জনসাধারণ ও দলীয় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত নৌকার মাঝি এম শহিদুল ইসলাম চৌধুরী কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দিয়ে যে সম্মানিত করেছে তারজন্য দলের মনোনয়ন বোর্ড ও সকল নেতৃবৃন্দ ও মাননীয় প্রধানমন্ত্রী প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

    বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এলাকার উন্নয়ন এবং মানুষের সেবা করার জন্য দ্বিতীয় বারের মতো আমাকে দলীয় নৌকা প্রতীকে মনোনয়ন দিয়েছে। আমি ভোগের জন্য নির্বাচন করছিনা, আমি জনগণের মাঝে ত্যাগের উদ্দেশ্যেই নির্বাচন করছি।

    সবসময় এই জনপদের মানুষের সাথে মিশে ছিলাম আছি এবং আমৃত্যু থাকবো।
    একটি ইউনিয়নকে সাজাতে ও উন্নয়ন করতে হলে সরকারের প্রতিনিধি ছাড়া কখনও সম্ভব না। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করার জন্য সবার কাছে দোয়া ও সমর্থন চাই।

    তিনি আরও বলেন, আমার জীবনের যত ঝুঁকি ও ঝড় আসুক আমি তা মোকাবেলা করে আমার জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত প্রাণপ্রিয় উজানটিয়াবাসীর সেবক হয়ে থাকতে চাই।

    বিগত সময়ে যেভাবে উজানটিয়াবাসীর সুখে দুঃখে ছিলাম সেভাবে আগামী দিনেও আপনাদের সন্তান হিসেবে আমাকে জননেত্রী শেখ হাসিনা যেভাবে উন্নয়নের প্রতীক নৌকার মনোনয়ন দিয়ে আপনাদের মাঝে পাঠিয়েছেন তার স্বীকৃতিস্বরূপ ২৮ নভেম্বর সারাদিন নৌকা প্রতীকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

  • কালির ছড়া শিয়া পাড়ায় মাল্টা চাষাবাদে স্বাবলম্বীর পথে ঈদগাঁওর শাহ আলম

    কালির ছড়া শিয়া পাড়ায় মাল্টা চাষাবাদে স্বাবলম্বীর পথে ঈদগাঁওর শাহ আলম

    ইমরান তাওহীদ রানাঃ-

    বার্তা সম্পাদক, 

    গ্রামীন জনপদে মাল্টা চাষাবাদেই স্বাবলম্বীর পথে ঈদগাঁওর এক যুবক।

    জানা যায়,দীর্ঘ তিন বছর ধরে ঈদগাঁও ইউনিয়ন
    কালির ছড়ার শাহ আলম শিয়াপাড়া নামক স্থানে
    ১৫ কানি জমিতে চাষাবাদ করে যাচ্ছে। সেখান তিনি মাল্টার পাশাপাশি লিচু,আম,পেয়ারা, লেবু চাষ করে যাচ্ছেন। উপ-সহকারী কৃষি কর্মকতার সহযোগিতায় তিনি মাল্টা চাষাবাদ শুরু করেন।

    ২৯ অক্টোবর শিয়া পাড়া নামক এলাকায় মাল্টা বাগান পরিদর্শন কালে এমনি দৃশ্য চোখে পড়ে কক্সবাজার প্রতিদিনের এ প্রতিবেদকের। বেশ চমৎকার বটেও। প্রতিটি গাছে গাছে মাল্টা ঝুলে আছে। বিশাল এ মাল্টা বাগানটি এলাকার কদর বাড়িয়ে দিয়েছেন সবখানে।

    মাল্টা চাষী শাহ আলম হাস্যেজ্জল কন্ঠে জানান, কৃষি কর্মকতা শাখাওয়াতের সহযোগিতায় কয় বছর ধরে মাল্টা চাষাবাদে সফলতা লাভ করি। কেজি দুই শত টাকা হিসেবে এক মণ মাল্টাও বিক্রি করেছি।

    উপ-সহকারী কৃষি কর্মকতা শাখাওয়াত হোসেন এর সাথে কথা হলে তিনি জানান,ঈদগাঁওর শিয়া পাড়ায় দুয়েকজন এ চাষাবাদে ঝুঁকে পড়েছেন। ফলনের গুনগত মান ভাল করার স্বার্থে তাদের কে যাবতীয় সহযোগিতা করে যাচ্ছি।

  • আরসিসি ড্রেন নির্মাণ কাজ শুভ উদ্বোধন করলেন -পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী

    আরসিসি ড্রেন নির্মাণ কাজ শুভ উদ্বোধন করলেন -পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী

    এস এম মাসুদ রানা:-

    বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:

    বিরামপুর পৌরসভা এলাকা পল্লবী মোড় ফাইভ স্টার মার্কেট থেকে সোনালী ব্যাংকের সামনে পারভেজ কমপ্লেক্স পর্যন্ত ২ শ ১৭ মিটার আরসিসি ড্রেণ নির্মাণ কাজের শুভ উদ্ধোধন করেন উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু ও পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী।

    (২৯ অক্টোবর) শুক্রবার সকাল সাড়ে ১০টা সময় পৌর শহর এলাকা ৫নং ওয়ার্ডের পল্লবী মোড় ফাইভ স্টার মার্কেট থেকে সোনালী ব্যাংকের সামনে পারভেজ কমপ্লেক্স পর্যন্ত এ আরসিসি ড্রেণ নির্মাণ কাজের শুভ উদ্ধোধন করা হয়।

    এসময় ১নং প্যালেন মেয়র আব্দুল আজাদ মন্ডল (বকুল), বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মেজবাউল হক, বিরামপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আকরাম হোসেন, অত্র ওয়ার্ড কাউন্সিলর ইসমাইল হোসেন, ৪,৫,৬নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর আঙ্গুঁরা পারভীন,ব্যবসায়ী মোজাম্মেল হোসেন, রুবেল হোসেন,জাহাঙ্গীর আলম, বেলাল হোসেন, মোস্তাফিজুর রহমান, সাংবাদিক ফরিদ হোসেন, মাহমুদুল হক মানিক, রায়হান কবির চপল, এসএম মাসুদ রানা,আঃ রউফ,রেজওয়ান আলী, আঃ রাজ্জাক, এরশাদ আলী, আসাদুজ্জামান, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

    আরসিসি ড্রেণ নির্মাণ কাজ উদ্ধোধন শেষে পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী বলেন- স্থানীয় মাননীয় সংসদ সদস্য শিবলী সাদিক মহাদয়ের দিক নির্দেশনায় বিরামপুর পৌরসভার উন্নয়নের কাজ এগিয়ে যাচ্ছে।

    তারই ধারাবাহিকতায় পৌরসভার ৫নং ওয়ার্ড বাসীর দীর্ঘদিনের যে জলাবদ্ধতা সমস্যা ছিলো ড্রেণটি হলে তা সমাধান হবে। তিনি আরো বলেন-পৌর শহর এলাকার মধ্যে কোন জলাবদ্ধতা থাকবে না। পর্যায়ক্রমে যেসকল এলাকায় জলাবদ্ধতা রয়েছে সেগুলোর সমাধান করা হবে ও ড্রেণেজ ব্যবস্থা করা হবে।

    আরসিসি ড্রেণ নির্মাণ কাজ উদ্ধোধন শেষে দোয়া করা হয়। এসময় দোয়া পরিচালনা করেন বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ আলহাজ্ব মেসবাউল হক।