Blog

  • অগ্রযাত্রা পত্রিকার উদ্যোগে মাস্ক পরিধানে উদ্ধুদ্ধকরণ ক্যাম্পেইন শুরু

    অগ্রযাত্রা পত্রিকার উদ্যোগে মাস্ক পরিধানে উদ্ধুদ্ধকরণ ক্যাম্পেইন শুরু

    এমডি মুস্তাফিজুর রহমানের প্রতিবেদক

    মাস্ক পড়ার অভ্যেস,করোনামুক্ত বাংলাদেশ ” এই স্লোগান নিয়ে অনুসন্ধানমূলক জাতীয় সাপ্তাহিক পত্রিকা অগ্রযাত্রা’র উদ্যোগে কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরিধানে উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন শুরু হয়েছে। ১৩ এপ্রিল মঙ্গলবার রাজধাণীর মিরপুরে অগ্রযাত্রা’র অনুসন্ধান বিভাগ এন্টি ক্রাইম ইউনিটের প্রধান কার্যালয় থেকে এই ক্যাম্পেইনে অংশ নিয়ে এর উদ্বোধন করেন পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক এইচ এম মেহেদী হাসান অর্নব। এসময় উপস্থিত ছিলেন অগ্রযাত্রা’র সিনিয়র স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম মুন্সী, সিনিয়র স্টাফ রিপোর্টার রাকিবুল ইসলাম তৌফিক, স্টাফ রিপোর্টার সৈকত জোয়ার্দার বাবুসহ পত্রিকাটির অন্যান্য কলাকুশলীবৃন্দ। ক্যাম্পেইনের অংশ হিসেবে স্থানীয় পথচারী,দোকানদার, দিনমজুর,সবজী ব্যবসায়ী,দারোয়ানসহ বিভিন্ন পেশার লোকজনকে অগ্রযাত্রা’র এন্টি ক্রাইম ইউনিটের লোগো সম্বলিত ডবল লেয়ারের উন্নতমানের কালো কাপড়ের মাস্ক বিতরণ করা হয়৷ এসময় নিয়মিত মাস্ক পরিধান করতে, সামাজিক দুরত্ব বজায় রাখতে ও স্বাস্থ্যবিধি সংক্রান্ত সরকারী সকল নির্দেশনা মেনে চলতে সকলকে অনুরোধ করা হয়।
    অগ্রযাত্রা’র মুখপাত্র নির্বাহী সম্পাদক মুহাম্মদ মুহাজির রহমান মিঠু জানিয়েছেন – অগ্রযাত্রা সাংবাদিকতার পাশাপাশি জনসচেতনতাকেও গুরুত্ব দিয়ে থাকে। তারই ধারাবাহিকতায় অগ্রযাত্রা’র পক্ষ থেকে এই ক্যাম্পেইনের আওতায় সারাদেশের ৮ বিভাগেই অগ্রযাত্রা’র লোগো সম্বলিত ডবল লেয়ারের উন্নতমানের মাস্ক বিতরণ করা হবে। পত্রিকাটির ব্যুরো প্রধানরা এই মাস্ক বিতরণ কর্মসূচি পালন করবেন। এছাড়া ইতোমধ্যে অগ্রযাত্রা’র সকল সংবাদকর্মীদের জন্যও বিশেষ মাস্ক তৈরি করা হয়েছে। অগ্রযাত্রা’র সিনিয়র স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম মুন্সী সৌজন্যে এই মাস্কগুলো তৈরি করা হয়েছে।

  • আজিজুল হক ইসলামাবাদীসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি না দিলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।। আমীরে হেফাজত আল্লামা বাবুনগরী

    আজিজুল হক ইসলামাবাদীসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি না দিলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।। আমীরে হেফাজত আল্লামা বাবুনগরী

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

    হাটহাজারী থেকে গত রাত গুম হওয়া হেফাজতে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদীকে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেওয়া এবং নারায়ণগঞ্জের মদনপুর থেকে আটক হওয়া হেফাজতের সহ-অর্থ সম্পাদক মুফতী ইলিয়াস হামিদি সহ সারা দেশে গ্রেফতার হওয়া হেফাজত নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন আমীরে হেফাজত, হাটহাজারী মাদরাসার শায়খুল হাদীস ও শিক্ষা পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী

    আজ ( ১২ ই এপ্রিল২১) সোমবার সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে আমীরে হেফাজত বলেন, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী নিখোঁজ হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে উদ্বীগ্ন ও চিন্তিত। গত রাত থেকে এখন পর্যন্ত তাঁর কোন খোঁজখবর পাওয়া যাচ্ছে না। দেশের একজন বড় আলেম ও সচেতন নাগরিক হিসেবে তাঁর নিরাপত্তা নিশ্চিত করা সরকার, প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব ছিলো। অনতিবিলম্বে আজিজুল হক ইসলামাবাদীকে সুস্থ শরীরে আমাদের মধ্যে ফিরিয়ে দিতে হবে। এবং দক্ষ আলেম মুফতী ও খানকার পীর,মারকাজুল কুরআন মাদরাসার মোহতামীম মুফতি ইলিয়াস হামিদি সহ আটককৃত হেফাজতের সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। নিরপরাধ মানুষকে এভাবে গ্রেফতার ও হামলা মামলা বরদাশত করা হবে না।

    আমীরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরী আরো বলেন,কিছুদিন আগে
    পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে হেফাজতের নেতাকর্মীদেরকে শহীদ করেছে,রক্তাক্ত করেছে। এরপরও দেশের বিভিন্ন জায়গায় একের পর মিথ্যা মামলা করা হচ্ছে হেফাজত নেতাকর্মীদের নামে। এতো জুলুমের পরও হেফাজতে ইসলাম অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে যাচ্ছে। সরকার প্রশাসন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হেফাজতে ইসলামের সরলতাকে দূর্বলতা মনে করলে এর চরম মাশুল দিতে হবে। হেফাজতে ইসলাম দেশে শান্তি শৃঙ্খলা চায়। তবে জুলুমবাজদের জুলুমে পিঠ দেয়ালে ঠেকে গেলে দেয়বাসীকে সাথে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে।

    হুশিয়ারি উচ্চারণ করে আমীরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, আমাদের নিকট খবর এসেছে,
    গভীর রাতে বাড়িতে বাড়িতে গিয়ে হেফাজত নেতাকর্মীদেরকে হয়রানি করা হচ্ছে। মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হচ্ছে। হেফাজতে ইসলাম দেশে নৈরাজ্য ও সন্ত্রাস চায় না। হেফাজত ইসলাম শান্তি চায়। হেফাজতে ইসলাম একটি সুশৃঙ্খল ও শান্তিপ্রিয় সংগঠন। তবে নেতাকর্মীদের উপর এভাবে জুলুম চলতে থাকলে আমরা নিশ্চুপ ঘরে বসে থাকবো না। দেশবাসীকে সাথে নিয়ে শান্তিপূর্ণ দূর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবো।

  • টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেফতার

    টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেফতার

     

    টেকনাফে অভিযান পরিচালনা করে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫।

    গতকাল রবিবার (১১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রঙ্গীখালী এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

    আটককৃত মাদক কারবারিরা হলেন, কক্সবাজার সদরের মোহাজের পাড়া এলাকার জয়নাল আবেদীন সুফির ছেলে সোহেল (১৯) ও উখিয়ার বালুখালী পশ্চিম পাড়া এলাকার মৃত আব্দুল আমিনের ছেলে মোঃ জুনায়েদ (১৯)।

    র‍্যাব-১৫ সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব অভিযান পরিচালনা করে টেকনাফের হ্নীলার রঙ্গীখালী গ্রামের মইন উদ্দিন কলেজের বিপরীতে টেকনাফ-কক্সবাজার মেইন রোডের পূর্ব পাশ সংলগ্ন ফাঁকা জায়গায় অভিযান পরিচালনা করলে র‍্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুইজন মাদক কারবারী ব্যাগসহ পালিয়ে যাওয়ার প্রাক্কালে আসামী র‍্যাব তাদের ধৃত করে। এসময় তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশী করে মোট ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

    পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা স্বীকার করে তারা দীর্ঘদিন যাবৎ টেকনাফ এর সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।

    তিনি বলেন, গ্রেফতারকৃত আসামীদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

  • মহিবুল হাসান চৌধুরী নওফেল! ওয়াহাবি বিদ্বেষ চর্চা বন্ধ করুনঃমু.ছগির আহমদ চৌধুরী

    মহিবুল হাসান চৌধুরী নওফেল! ওয়াহাবি বিদ্বেষ চর্চা বন্ধ করুনঃমু.ছগির আহমদ চৌধুরী

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

    বিশিষ্ট লেখক, গবেষক ও রাজনৈতিক বিশ্লেষক-
    মু. সগীর আহমেদ চৌধুরী।
    দাওয়াহ ও প্রচার সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর। সভাপতি,ইসলামী আন্দোলন বাংলাদেশ, চট্টগ্রাম দক্ষিণ জেলা।

    ডিগ্রি কি জিনিস, আমাদের পূর্বসূরিদের এক হাতে চাঁদ আরেক হাতে সূর্য এনে দেবে বলেও কেনা যায়নি।

    ব্রিটিশ হানাদাররা যাদের পোষ মানাতে পারেনি এরা আবার কোন সিজ? ডিগ্রি নিয়ে যেভাবে খোটা দেওয়া শুরু করছে যেন জিনিসটা তার বাপের গোড়াউন থেকে এনে দিয়েছে!

    এই ডিগ্রিতে আমাদের কোনোই মুনাফা নেই, নিজ গরজেই জেছে দিয়েছিল।

    যে ডিগ্রির কোনো চাকরি নেই তা নিয়ে এতো বাহাদুরি কিসের, যে ডিগ্রির কর্ম নেই তা নিয়ে খোটা দেয় কোন ভিত্তিতে?

    কিছু মন্ত্রী আছে যারা নিজেদেরকে দেশের রাজা মনে করে, তারাই একমাত্র নবাব, অন্যরা সব ফকিন্নির পোলা।

    আমরা বিশৃঙ্খলা পছন্দ করি না, কিন্তু চট্টগ্রামের হাজার কোটি টাকার সম্পদ রেল স্টেশন পুরো জ্বালিয়ে পুড়িয়ে কারা ছাই করে দিয়েছিল আমাদের সেই ইতিহাস মনে আছে।

    এটা প্রজাতন্ত্র, রাজত্ব-বাদশাহি নয় কারো।

    কথিত সুন্নি মতাদর্শ লালন করতে মান চাইলে করতে পারে যে কেউই, মাজারে মাজারে চাদর চড়াতে চাইলেও আপত্তি নেই, কিন্তু রাষ্ট্রের গুরত্বপূর্ণ পদে থেকে কথিত ওয়াহাবী বিদ্বেষ চর্চা করতে চাইলে মনে রাখতে হবে ওলামায়ে

    দেওবন্দ বানের পানিতে ভেসে আসেনি। হক্কানি ওলামায়ে কেরামের বিরুদ্ধে ফেরকাগত দাঙ্গা-ফাসাদ করে নিঃশ্বেষ করতে পারেনি কেউ।

  • ২৯ মে ওলামা মাশায়েখ সম্মেলনের তারিখ ঘোষণা এবং গণগ্রেফতার ও হয়রানি বন্ধ করতে সরকারের প্রতি আল্লামা বাবুনগরীর আহ্বান

    ২৯ মে ওলামা মাশায়েখ সম্মেলনের তারিখ ঘোষণা এবং গণগ্রেফতার ও হয়রানি বন্ধ করতে সরকারের প্রতি আল্লামা বাবুনগরীর আহ্বান

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

    হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় দায়িত্বশীলদের এক বিশেষ জরুরী সভা আজ ১১/৪/২০২১ ইং রবিবার সকাল ১১ টায় দারুল উলূম হাটহাজারী মিলনায়তনে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

    সভায় উপস্থিত ছিলেন- আমীরে হেফাজত আল্লামা জুনাইদ বাবুনগরী, নায়েবে আমীর মাওলানা হাফেয তাজুল ইসলাম (পীর সাহেব ফিরোজশাহ), মাওলানা আব্দুল আওয়াল, মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া, মাওলানা সালাহ উদ্দিন নানুপুরী, মাওলানা জুনায়েদ আল-হাবীব, মাওলানা শোআইব জমীরী, মাওলানা ওমর মেখলী, মাওলানা নাসির উদ্দিন মুনির, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা মুনির হুসাইন কাসেমী, মুফতী সাখাওয়াত হুসাইন রাজী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা মীর মুহাম্মদ ইদরীস, মাওলানা জাকারিয়া নোমান ফয়জী, ড. নূরুল আবসার আজহারী, মাওলানা আতাউল্লাহ আমিন. মাওলানা ফয়সাল আহমদ, মাওলানা ইলিয়াস হামিদী , জনাব মুহাম্মদ আহসান উল্লাহ প্রমুখ।

    আজকের সভায় বলা হয় যে, বিগত ২৬ই মার্চ হেফাজতের কোনো কর্মসুচি ছিলো না। কিন্তু ঢাকা বায়তুল মোকাররম মসজিদে মুসল্লিদের উপর পরিকল্পিতভাবে পুলিশ ও সরকার দলীয় হেলমেট বাহিনী কর্তৃক আক্রমনের প্রতিবাদে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষুদ্ধ জনতা মিছিল বের করে। হাটহাজারী ও বি-বাড়ীয়ায় মিছিল বের হলে পুলিশ বিনা উস্কানিতে গুলি করে পাঁচ জনকে শহিদ করে। এ হত্যাকান্ডের প্রতিবাদে হেফাজতে ইসলাম ২৭ই মার্চ বিক্ষোভ ও ২৮ই মার্চ শান্তিপুর্ণ হরতালের কর্মসুচি ঘোষণা করে। কিন্তু হেফাজতের শান্তিপূর্ণ কর্মসুচিতে ২১ জনকে গুলি করে হত্যা করে পুলিশ ও সরকার দলীয় ক্যাডার বাহিনী।

    আমরা স্পষ্টভাবে বলতে চাই, হেফাজত কোনো তাণ্ডব চালায়নি; বরং ছাত্রলীগ, যুবলীগ ও শ্রমিক লীগের সন্ত্রাসীরদের দিয়ে গুপ্ত হামলার তাণ্ডব চালিয়ে রাজনৈতিকভাবে এখন হেফাজতকে দোষারোপ করা হচ্ছে। সরকারের লোকজন এবং কতিপয় ইসলাম বিদ্বেষী মিডিয়া এখন আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে মিথ্যাচার করছেন।

    সভায় আরো বলা হয়, আমরা জানতে চাই, আমাদের শান্তিপূর্ণ হরতাল চলাকালীন কারা তাণ্ডব চালিয়েছিল? কারা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে, নিশ্চয়ই সেখানকার সিসি ক্যামেরাগুলোতে ভিডিও ফুটেজ রয়েছে। ভিডিও ফুটেজ দেখে প্রকৃত অপরাধীদের শাস্তির ব্যবস্থা করুন। কিন্তু নিরিহ আলেম, ওলামা, মাদরাসা ছাত্র ও তৌহিদী জনতাকে হয়রানী করবেন না। অবিলম্বে গণগ্রেফতার বন্ধ করুন। মিথ্যা ও হয়রানী মুলক মামলা প্রত্যাহার করুন। যাদেরকে গ্রেফতার করা হয়েছে অবিলম্বে নিঃশর্তে মুক্তি দিন।

    সভায় আরো বলা হয়, করোনার অজুহাতে দেশের ঐতিহ্যবাহী কওমী মাদরাসা বন্ধ করার ষড়যন্ত্র দেশের তৌহিদী জনতা মেনে নেবে না। করোনা মহমারী থেকে মুক্তির জন্য মহান আল্লাহর দরবারে কুরআনের তিলাওয়াত, যিকির, তাসবীহ পাঠ ও দুআ ছাড়া কোনো বিকল্প নেই। সুতরাং মহান আল্লাহর সাহায্য পাওয়ার লক্ষে কুরআন ও হাদীসের শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালু রাখা সরকারেরেই নৈতিক কর্তব্য। তাই পবিত্র মাহে রমযানে হিফয খানা, নূরানী, মক্তব চালু রাখতে হবে। মসজিদে সুন্নাহ মুতাবেক নামায তারাবীহ, ইতিকাফ চলবে। লকডাউনের নামে শরীয়ত বিরোধী কোনো বিধি-নিষেধ আরোপ করা যাবে না। যথা নিয়মে তাফসীর, দাওয়াত ও তালীমের কাজ চালু রাখতে হবে।
    সভায় দেশের সকল মাদরাসা ও মসজিদে করোনা মহামারী থেকে মুক্তি ও সমকালীন সঙ্কট থেকে উত্তরনের জন্য কুনূতে নাযেলার আমল চালু করার জন্য আহ্বান জানানো হয়।

    সভায় যে কোনো সংকটকালীন সময়ে হেফাজতের সর্বস্তরে নেতাকর্মি, ওলামায়ে কেরাম, ও ধর্মপ্রাণ তৌহিদী জনতাকে ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানানো হয়।
    এবং আগামী ২৯ মে ২০২১ শনিবার হাটহাজারীতে জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়।

  • রাজাপালং ইউনিয়নের তুতুরবিল এলাকায় মরহুম আহসান উল্লাহ সড়ক উদ্বোধনে জাহাঙ্গীর কবির চৌধুরী

    রাজাপালং ইউনিয়নের তুতুরবিল এলাকায় মরহুম আহসান উল্লাহ সড়ক উদ্বোধনে জাহাঙ্গীর কবির চৌধুরী

    কাজল আইচ, উখিয়া

    উখিয়া রাজাপালং ইউনিয়নের তুতুরবিল এলাকায় মরহুম আহসান উল্লাহ সড়ক মোনাজাতের মধ্যেদিয়ে শুভ উদ্বোধন করেন চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।

    রবিবার (১১ এপ্রিল ২০২১) রাজাপালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের পুর্ব তুতুরবিল এলাকার রাবার ড্রামের উত্তর পাশে খালকাঁচা পাড় হয়ে সাবেক উখিয়া উপজেলা ছাত্রলীগ নেত্রী তসলিমা আক্তার রোমানা’র বাড়ী সংলগ্ন পর্যন্ত মরহুম আহসান উল্লাহ সড়ক ব্রিকসলিং দ্বারা উন্নয়নের অবকাঠামো রাস্তা শুভ উদ্বোধন করেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।

    এসময় উপস্থিত ছিলেন রাজাপালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বর নুরুল কবির, অত্র এলাকার বিশিষ্ট সমাজ সেবক সোহেল বিএ, মহিলা নেত্রী তসলিমা আক্তার রোমানা, কৃষক লীগ নেতা কাজি আকতার উদ্দিন টুনু, অধ্যাপক জিয়াউল হক হান্নান, সাবেক ছাত্রনেতা ওমর খান, সাবেক ছাত্রনেতা ও আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল পাশা, উখিয়া উপজেলা ছাত্রলীগ নেতা তারেক হোসেন মানিক, সাবেক ছাত্রনেতা ও উপজেলা শ্রমিকলীগ নেতা ওয়াহিদুর রহমান সোহাগ সহ অসংখ্য স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

  • ভোলার লালমোহনে লকডাউন অমান্য করা ও মাস্ক না থাকায় ৬ জনকে জরিমানা করেন ভ্রাম্যমান আদালত

    ভোলার লালমোহনে লকডাউন অমান্য করা ও মাস্ক না থাকায় ৬ জনকে জরিমানা করেন ভ্রাম্যমান আদালত

    সাহিদুর রহমান,ভোলা প্রতিনিধিঃ-

    আজ ১১.০৪.২০২১ তারিখ লালমোহন উপজেলার নাজিরপুর এলাকায় স্বাস্থ্যবিধি প্রতিপালন না করায় কয়েকজনকে অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।

    রবিবার লালমোহন নাজিরপুর এলাকায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এসব জরিমানা করেন উপজেলা সহকারী ( ভূমি) কমিশনার জাহিদুল ইসলাম এর পরিচালনাধীন ভ্রাম্যমান আদালত।

    সহকারী কমিশনার(ভূমি) জাহিদুল ইসলাম জানান, সরকার কর্তৃক ঘোষিত লকডাউন অমান্য করে ৬ জনকে মাস্কবিহীন বাইরে ঘোরাঘুরির কারণে বিভিন্ন অংকে মোট ২৬০০ টাকা জরিমানা করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

  • লালমোহনে থানা পুলিশের এলারাম প্যারেড ও মহড়া অনুষ্ঠিত

    লালমোহনে থানা পুলিশের এলারাম প্যারেড ও মহড়া অনুষ্ঠিত

    সাহিদুর রহমানঃ-

    সারাদেশের ন্যায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং থানা ভবন সহ এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তার নিমিত্তে ভোলার লালমোহনে থানা পুলিশের এলারাম প্যারেড ও কুইক রেসপন্স টিমের মহড়া অনুষ্ঠিত হয়েছে।
    শনিবার (১০ এপ্রিল) সকাল ১০টায় লালমোহন থানার অফিসার ফোর্সের সমন্বয়ে থানা ভবন থেকে একটি মহড়া বের হয়ে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় থানা ভবনে এসে সমবেত হয়।

    এর আগে থানা ভবনের নিরাপত্তায় পুলিশের সদস্যদের অংশগ্রহণে এলারাম প্যারেড অনুষ্ঠিত হয়।

    এলারাম প্যারেড ও মহড়ায় উপস্থিত ছিলেন-লালমোহন থানা অফিসার ইনচার্জ মাকসুদুর রহমান মুরাদসহ সকল অফিসার ও ফোর্সবৃন্দ

  • উখিয়ার বালুখালী আগুনে পুড়া স্থানীয় জনগোষ্ঠীর মাঝে টিন ও নগদ অর্থ বিতরণ।

    উখিয়ার বালুখালী আগুনে পুড়া স্থানীয় জনগোষ্ঠীর মাঝে টিন ও নগদ অর্থ বিতরণ।

    কাজল আইচ, উখিয়া প্রতিনিধি

    উখিয়ার পালংখালি ইউনিয়নের বালুখালী রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ১২৬ পরিবারকে ৩ বান্ডিল টিন ও ৯ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

    শনিবার (১০ এপ্রিল) বেলা ১২টায় বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে টিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।

    এর কিছু দিন আগে সরকারি সহায়তায় নগদ অর্থ ও চাউল ডাল তৈল ইত্যাদি বিতরণ করা হয়।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশীদ।

    উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আমিমুল এহসান খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান হামিদুল হক চৌধুরী. উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী, উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, সাধারণ সম্পাদক কামরুদ্দিন মকুল, সহ স্থানীয় ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতা কর্মী অনেকে উপস্থিত ছিলেন।

    এই সহায়তা পেয়ে আগুনে পুড়ে যাওয়া স্থানীয় মানুষের মাঝে খুশির আমেজ দেখা দিয়েছে।

    উল্লেখ্য, গত ২২ মার্চ বিকেল সাড়ে তিনটার দিকে বালুখালী ৮নং ও ৯নং রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় স্থানীয় ১২৬ পরিবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ হয়।

  • উখিয়া থানা পুলিশের অভিযানে জাল টাকাসহ আটক-১ জন

    উখিয়া থানা পুলিশের অভিযানে জাল টাকাসহ আটক-১ জন

    উখিয়া রিপোর্ট

    গতকাল ০৯/০৪/২০২১ খ্রি. তারিখ দুপুর টা ১৫ মিনিটের সময় উখিয়া থানা পুলিশের একটি চৌকষ টিম অভিযান পরিচালনা করে উখিয়া থানাধীন ০২নং রত্নাপালং ইউপিস্থ কোর্টবাজার সাকিনে কোর্টবাজার মসজিদ রোড কেন্দ্রীয় জামে মসজিদের সামনে দক্ষিন পাশের গলির রাস্তার জনৈক আব্দুস শুকুর এর লন্ডির দোকানের সামনে হইতে রফিকুল ইসলাম (২৬ ), পিতা- মৃত কবির আহমদ, মাতা- মৃত গোলচেহের, সাং- পশ্চিম রত্না (নুরুল হুদার বাড়ীর পাশে), ০৯নং ওয়ার্ড, পোষ্ট- উখিয়া, ০২নং রত্নাপালং ইউপি, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার এর নিকট হইতে হাতে নাতে নগদ বাংলাদেশী জাল (২৫,০০০/-) টাকা উদ্ধার পূর্বক গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।