Blog

  • উখিয়ার বালুখালী আগুনে পুড়া স্থানীয় জনগোষ্ঠীর মাঝে টিন ও নগদ অর্থ বিতরণ।

    উখিয়ার বালুখালী আগুনে পুড়া স্থানীয় জনগোষ্ঠীর মাঝে টিন ও নগদ অর্থ বিতরণ।

    কাজল আইচ, উখিয়া প্রতিনিধি

    উখিয়ার পালংখালি ইউনিয়নের বালুখালী রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ১২৬ পরিবারকে ৩ বান্ডিল টিন ও ৯ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

    শনিবার (১০ এপ্রিল) বেলা ১২টায় বালুখালী কাশেমিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে টিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।

    এর কিছু দিন আগে সরকারি সহায়তায় নগদ অর্থ ও চাউল ডাল তৈল ইত্যাদি বিতরণ করা হয়।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ মামুনুর রশীদ।

    উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আমিমুল এহসান খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান হামিদুল হক চৌধুরী. উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী, উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, সাধারণ সম্পাদক কামরুদ্দিন মকুল, সহ স্থানীয় ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতা কর্মী অনেকে উপস্থিত ছিলেন।

    এই সহায়তা পেয়ে আগুনে পুড়ে যাওয়া স্থানীয় মানুষের মাঝে খুশির আমেজ দেখা দিয়েছে।

    উল্লেখ্য, গত ২২ মার্চ বিকেল সাড়ে তিনটার দিকে বালুখালী ৮নং ও ৯নং রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় স্থানীয় ১২৬ পরিবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ হয়।

  • উখিয়া থানা পুলিশের অভিযানে জাল টাকাসহ আটক-১ জন

    উখিয়া থানা পুলিশের অভিযানে জাল টাকাসহ আটক-১ জন

    উখিয়া রিপোর্ট

    গতকাল ০৯/০৪/২০২১ খ্রি. তারিখ দুপুর টা ১৫ মিনিটের সময় উখিয়া থানা পুলিশের একটি চৌকষ টিম অভিযান পরিচালনা করে উখিয়া থানাধীন ০২নং রত্নাপালং ইউপিস্থ কোর্টবাজার সাকিনে কোর্টবাজার মসজিদ রোড কেন্দ্রীয় জামে মসজিদের সামনে দক্ষিন পাশের গলির রাস্তার জনৈক আব্দুস শুকুর এর লন্ডির দোকানের সামনে হইতে রফিকুল ইসলাম (২৬ ), পিতা- মৃত কবির আহমদ, মাতা- মৃত গোলচেহের, সাং- পশ্চিম রত্না (নুরুল হুদার বাড়ীর পাশে), ০৯নং ওয়ার্ড, পোষ্ট- উখিয়া, ০২নং রত্নাপালং ইউপি, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার এর নিকট হইতে হাতে নাতে নগদ বাংলাদেশী জাল (২৫,০০০/-) টাকা উদ্ধার পূর্বক গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • ভোলার লালমােহনে লকডাউন অমান্য ও মাস্ক না থাকায় ১৬ জনের জরিমানা

    ভোলার লালমােহনে লকডাউন অমান্য ও মাস্ক না থাকায় ১৬ জনের জরিমানা

    সাহিদুর রহমান , লালমােহন (ভােলা) প্রতিনিধিঃ

    ভােলার লালমােহনে লকডাউন অমান্য করে দোকান খােলা রাখার দায়ে ৮ জন ব্যবসায়ী ও মাস্কবিহীন বাইরে ঘােরাঘুরির কারণে ৮জন পথচারী কে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে লালমােহন বাজারের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এসব জরিমানা করেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম বলেন, সরকার কর্তৃক ঘােষিত লকডাউন অমান্য করায় ৮ ব্যবসায়ী ও মাস্কবিহীন বাইরে ঘােরাঘুরির কারণে ৮ পথচারী কে বিভিন্ন অংকে মােট ২১হাজার টাকা জরিমানা করা হয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
  • ভোলায় ০৬ কেজি মাদকদ্রব্য গাঁজা সহ আটক-৩

    ভোলায় ০৬ কেজি মাদকদ্রব্য গাঁজা সহ আটক-৩

    ভোলা প্রতিনিধিঃ-

    ভোলায় ৬ কেজি মাদকদ্রব্য গাঁজা সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেন পুলিশ।

    আসামিরা মোঃ আজাদ মিয়া (৩০) কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বাবুর্চি বাজার, আদর্শ গ্রামের বাসিন্দা মোঃ ধন মিয়ার ছেলে ও মোঃ ইকবাল হোসেন (২৮) জেলার একই এলাকার বাসিন্দা -মৃত আরব আলীর ছেলে এবং জসিম উদ্দিন (২৬) জেলার একই থানার সাং আমানগনডার বাসিন্দা হিরন মিয়ার ছেলে।

    থানা সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ, ভোলা সদর মডেল থানা, ভোলার তত্ত্বাবধানে আজ বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকার সময় এসআই মোঃ ফরিদ সঙ্গীয়, এএসআই মাইনুল হাসান, এএসআই গুলজার হোসেন সঙ্গীয় ফোর্স ইলিশা পুলিশ তদন্তকেন্দ্র, ভোলা বিশেষ অভিযান পরিচালনা কালে ভোলা সদর থানাধীন ২নং পূর্ব ইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ড কালুপুর সাকিনস্থ ইলিশা চটের মাথা লঞ্চ ঘাটের বেরিবাঁধের উপর হইতে তিন মাদক ব্যবসায়ী কে আটক করেন।আসামিদের বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

  • মাওলানা রফিকুল ইসলামকে মুক্তি দিন।।। আজিজুল হক ইসলামাবাদী

    মাওলানা রফিকুল ইসলামকে মুক্তি দিন।।। আজিজুল হক ইসলামাবাদী

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

    হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী আজ বুধবার (৭ এপ্রিল ২১) এক বিবৃতিতে বাংলাদেশের একজন সুপরিচিত তরুণ বক্তা (শিশু বক্তা) মাওলানা রফিকুল ইসলামকে গতরাতে নেত্রকোনা জেলার নিজ বাড়ি থেকে র্যাব পরিচয় দিয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

    তিনি বলেন, মাওলানা রফিকুল ইসলাম একজন জনপ্রিয় ওয়ায়েজ। কুরআন হাদিসের আলোকে সমকালীন প্রেক্ষাপট নিয়ে গঠনমূলক আলোচনা করেন। তার বয়ানে দেশের কল্যানে মানুষের অন্তরে ঈমানী চেতনা জাগ্রত হয়। দেশের প্রতি ভালবাসার তাগিদে জনগণকে অন্যায় জুলুম ও অত্যারের বিরুদ্ধে জাগ্রত হওয়ার আহবান করেন। এটা তার অপরাধ হলে দেশের প্রচলিত আইনের মাধ্যমে তাকে আইনের আওতায় আনতে পরতেন। কিন্তু কোন ধরনের পূর্ব মামলা ছাড়া বিনা কারণে তাকে র্যব ধরে নিয়ে যাওয়া নাগরিকদের প্রতি রাষ্ট্রের অন্যায় কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে এটা তার জলন্ত প্রমাণ।

    মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন, অবিলম্বে মাওলানা রফিকুল ইসলাম (শিশু বক্তা) কে মুক্তি দিন।
    অন্যথায় এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ও আলেম ওলামার ইজ্জত রক্ষা, এবং মসজিদ মাদরাসা হেফাজতে দল-মত নির্বিশেষে লড়াই করতে আপামর জনগণ সর্বদা প্রস্তুত আছে, ইনশাআল্লাহ। কোন অপশক্তির গুম খুন, হুমকি ধমকিকে নায়েবে রাসূল ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতা পরোয়া করেনা।

  • কলাপাড়ায় দ্বিতীয় দিনে ঢিলে ঢালা ভাবে লকডাউন পালিত

    কলাপাড়ায় দ্বিতীয় দিনে ঢিলে ঢালা ভাবে লকডাউন পালিত

    এইচ এম সাইফুল নূর, কলাপাড়া, পটুয়াখালী প্রতিনিধিঃ

     

    করোনা ভাইরাসের আক্রমণ উল্লেখ যোগ্য হারে বেড়ে যাওয়ার কারনে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার ঘোষিত ৭ দিনের লকডাউনের দ্বিতীয় দিনে পটুয়াখালীর কলাপাড়ার পৌরশহরে ঢিলে ঢালা ভাবে লকডাউন পালিত হয়েছে। সীমিত পরিসরে দোকানপাট খুলে দোকানীরা বেচা বিক্রি করেছেন।

    সরকার ঘোষিত ৭ দিনের লকডাউনের দ্বিতীয় দিনে ৬ ই এপ্রিল মঙ্গলবার পৌর শহরের ব্যস্ততম মার্কেট নতুন বাজারের কাপড়িয়া পট্টি, স্বর্নকার পট্রির বিপনি-বিতান গুলো সিমিত পরিসরে খোলা রেখে অনেক ব্যাবসায়ী বেচাকেনা করেছেন। সাপ্তাহিক বাজারের দিন বলে ক্রেতা,বিক্রেতাদের কোলাহলে সামান্য তম মুখরিত হলেও কোন ধরনের সরগরম চোখে পরেনি। রাস্তায় সামান্য কিছু যানবাহন চলাচল করতে দেখা গেছে। প্রয়োজনের তাগিদে অনেকেই রাস্তায় বের হলেও সামাজিক দূরত্ব মেনে মাস্ক পরিধান করে বের হতে হয়েছে, না হলে পরতে হচ্ছে পুলিশি ঝামেলায়। পুলিশ প্রশাষন এবার শক্ত অবস্থানে রয়েছে নিয়মের পরিপন্থী হলেই মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হচ্ছে। তাই তাদের পক্ষ থেকে বার, বার বোঝানো হচ্ছে অপ্রয়োজনে বাহিরে ঘোরাফেরা না করার জন্য। নিত্যপ্রয়োজনীয় পন্য সামগ্রী কাঁচাবাজার,মুদিপন্যের চাহিদা মিটানোর জন্য সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত দোকান খোলা ছিল। পুলিশ প্রশাষন সারাদিন ব্যাপি মাঠে তৎপর ছিল। কোন ধরনের লোকসমাগম তৈরী হতে দেয়নি। এদিকে স্বাস্থ্য বিধি মেনে দোকান খোলা রাখার জন্য কলাপাড়া প্রেস ক্লাবের সামনে গায়ে কাপনের কাপড় বেঁধে মানব বন্ধন করেছে ব্যাবসায়ী সমিতির নেতারা, তাদের দাবি স্বাস্থ্য বিধি মেনে দোকান খুলে ব্যাবসা পরিচালনা করতে চান তারা। কারন গত বৎসরের লাগাতার লকডাউনের কারনে তারা প্রচন্ড পরিমানে অর্থনৈতিক পিছিয়ে পরেছেন এর কারন হিসেবে তারা উল্লেখ করেছেন লোনের বোঝা। তাদের দোকান বন্ধ থাকলেও সরকারী, বেসরকারী এবং এনজিওর কিস্তি বন্ধ থাকেনা লোনের সুদের হারও কমেনা ফলে তারা মারাত্বক পরিমানে ক্ষতির সম্মুখীন হন। তাই এবারের লকডাউনে তারা স্বাস্থ্য বিধি মেনে ব্যাবসা প্রতিষ্ঠান খোলা রাখার দাবিতে মানব বন্ধন করেছেন।

    পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারক লিপি প্রদান করা হয়ে।

  • মোদি বাংলাদেশ সফরে গিয়ে দাঙ্গা লাগিয়ে দিয়েছেন। মমতা

    মোদি বাংলাদেশ সফরে গিয়ে দাঙ্গা লাগিয়ে দিয়েছেন। মমতা

    এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ, কক্সবাজার।

    ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বাংলাদেশ সফরে এসে দাঙ্গা সৃষ্টি করেছে বলে মন্ত্যব করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    রবিবার হুগলির খানাকুলে নির্বাচনি প্রচার সভায় দেওয়া বক্তৃতায় এই অভিযোগ করেন তিনি। সংবাদমাধ্যম নিউজ এইটিনের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

    মমতা বলেন, নরেন্দ্র মোদি, অমিত শাহ রোজ এখানে এসে মিথ্যা কথা বলে যাচ্ছে। দিল্লিতে ৬ বছর থেকেও বাংলার জন্যে একটা কাজও করেনি। কৃষকদের নাকি টাকা পাঠাবে, আমরা তো কৃষকদের লিস্ট পাঠিয়ে দিয়েছি। ওরা আসলে ভালো নাটক করতে পারে। আগে খুন করবে তারপর চোখের জল ফেলবে। বাংলাদেশ গেল, দাঙ্গা বাধালো। রোজ অমিত শাহ পুলিশ অফিসার চেঞ্জ করেছে। আলিপুরদুয়ার, চন্দননগর বদল করল। এরা বদল হল কেন? এরা দেখতে খারাপ? এরা চলতে পারেনা? এরা বাংলার গর্ব। ৫০ আসন পাবেনা তোমরা।

    প্রথম দু’দফার ভোটের পরই বিজেপি নেতারা দাবি করে আসছেন, ৬০ আসনের মধ্যে ৫০ আসন পাবেনই তারা। রবিবার বিজেপির সেই দাবি ফুৎকারে উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী। বলেছেন, আগে তো ৫০টা আসনে জেতো, তারপর ২৯৪-এর কথা বলো।

    প্রসঙ্গত, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে স্বাধীনতার ৫০ বছর জয়েন্তীতে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ২৬ মার্চ তারিখে ঢাকা সফরে আসেন ভারতীয় প্রধানমন্ত্রী। তার দুই দিনের সফরের আগে-পরে সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়ে। এই আন্দোলনে ১৭ জন নিহত হয়েছে বলে দাবি করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

  • সোনারগাঁও রির্সোটে মাওলানা মামুনুল হক ও তার স্ত্রীকে হেনস্তাকারীদের শাস্তির আওতায় আনতে হবে। হেফজতের শীর্ষ নেতৃবৃন্দ

    সোনারগাঁও রির্সোটে মাওলানা মামুনুল হক ও তার স্ত্রীকে হেনস্তাকারীদের শাস্তির আওতায় আনতে হবে। হেফজতের শীর্ষ নেতৃবৃন্দ

    ডেস্ক রিপোর্ট।

    ঢাকা, ৫ এপ্রিল, ২০২১
    আজ দুপুরে হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকাস্থ কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতৃবৃন্দের জরুরি বৈঠক জামিয়া রাহমানিয়ায় অনুষ্ঠিত হয়।

    নায়েবে আমীর মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরীর সভাপতিত্বে উক্ত সভায় নেতৃবৃন্দ বলেছেন, মাওলানা মামুনুল হক গত ৩ এপ্রিল তার স্ত্রীকে নিয়ে সোনারগাঁও রির্সোটে গিয়ে ছিলেন। ইসলামী শরিয়তের আলোকে তার বিবাহ পরিপূর্ণ শুদ্ধ মর্মে আমরা নিশ্চিত হয়েছি। এ নিয়ে বিভ্রাতির কোনো অবকাশ নেই। দেশের যে কোনো নাগরিক তার স্ত্রী-পরিবার নিয়ে যে কোনো স্থানে যাওয়ার অধিকার রাখে। কিন্তু মাওলানা মামুনুল হকের মত পরিচিত ও সম্মানিত ব্যক্তির উপর সন্ত্রাসীরা যেভাবে ঝাপিয়ে পড়েছে, আমরা তার তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং অভিযুক্তদেরকে বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। জাতীয় সংসদে একজন নাগরিকের ব্যক্তিগত বিষয়কে যেভাবে উপস্থাপন করা হয়েছে, এটা জনগণ কখনোই আশা করেনি। আমরা এ বক্তব্য প্রত্যাহার করার আহবান জানাই।

    নেতৃবৃন্দ আরও বলেছেন, গত ২৬, ২৭, ২৮ মার্চ বাইতুল মুকাররম, হাটহাজারী, বি-বাড়িয়া, মুন্সিগঞ্জসহ সারাদেশে হেফাজত কর্মী ও প্রতিবাদী মানুষের উপর হামলা করা হয়েছে। এতে বি-বাড়িয়া ও হাটহাজারীতে ২০ জন শাহাদাৎ বরণ করেছে। এসব হত্যাকান্ড ও হামলার বিষয়ে বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষীদেরকে শাস্তির আওতায় আনতে হবে। সারাদেশের বিভিন্ন স্থানে আমাদের অসংখ্য কর্মীদের গ্রেফতার করা হয়েছে। তাদেরকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। হেফাজত নেতাকর্মীদের বাসায় বাসায় হয়রানি এবং মাদরাসা সমূহে হামলা ও হায়রানির ঘটনা ঘটছে, তা বন্ধ করতে হবে। শহিদ পরিবার ও আহতদের খোঁজ খবর নিতে হেফাজতের কেন্দ্রের পক্ষ থেকে একটি টিম শীঘ্রই বি-বাড়িয়া ও হাটহাজারীতে সফর করবে এবং হতাহতের একটি প্রতিবেদন তৈরি করবেন।

    নেতৃবৃন্দ আরও বলেছেন, মুন্সিগঞ্জের সিরাজদীখান এর মধুপুরে গত হরতালের দিনে সরকার দলীয় ক্যাডার ও পুলিশ বাহিনী যে তান্ডব চালিয়েছে তা বর্ণনাতীত। হেফজাতে ইসলামের নায়েবে আমীর মাওলানা আব্দুল হামিদ মধুপুরীকে গুলি করে আহত করা হয়েছে। তার পরেও সেখানকার স্থানীয় জনগণকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দেয়া হচ্ছে। এ বিষয়ে আগামী ৮ এপ্রিল বৃহস্পতিবার মুন্সিগঞ্জ কুচিয়ামারাতে হেফাজতে ইসলামের উদ্যোগে দেশব্যাপী হত্যা ও হামল

  • লকডাউনের প্রথম দিনে কলাপাড়া পৌর শহর স্থবির দোকানপাট বন্ধ রাস্তাঘাট ফাকা

    লকডাউনের প্রথম দিনে কলাপাড়া পৌর শহর স্থবির দোকানপাট বন্ধ রাস্তাঘাট ফাকা

    এইচ এম সাইফুল নূর, কলাপাড়া পটুয়াখালী প্রতিনিধিঃ

     

    করোনা ভাইরাসের আক্রমণ উল্লেখ যোগ্য হারে বেড়ে যাওয়ার কারনে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার ঘোষিত ৭ দিনের লকডাউনের প্রথম দিনে পটুয়াখালীর কলাপাড়ার পৌরশহরের দোকানপাট বন্দ রাস্তাঘাট ফাকা ক্রেতা বিক্রেতাদের কোলাহল শুন্য।নেই কোন যানজট।

    সরকার ঘোষিত ৭ দিনের লকডাউনের প্রথম দিন ৫ ই এপ্রিল সোমবার পৌর শহরের ব্যস্ততম মার্কেট নতুন বাজারের কাপড়িয়া পট্টি, স্বর্নকার পট্রির সমস্ত বিপনি-বিতানে গুলো একেবারে বন্ধ। নেই ক্রেতা,বিক্রেতাদের কোন কোলাহল,রাস্তায় নেই কোন যানজট, নেই বিরক্তিকর গাড়ির হর্নের প্যা,প্যা শব্দ টোটাল শহর একদম নিস্তব্ধ।প্রয়োজনের তাগিদে কেউ কেউ রাস্তায় বের হলেও সামাজিক দূরত্ব মেনে মাস্ক পরিধান করে বের না হলে পরতে হচ্ছে পুলিশি ঝামেলায়। পুলিশ প্রশাষন এবার শক্ত অবস্থানে রয়েছে নিয়মের পরিপন্থী হলেই গুনতে হবে জরিমানা। তাই তাদের পক্ষ থেকে বার, বার বোঝানো হচ্ছে অপ্রয়োজনে বাহিরে ঘোরাফেরা না করার জন্য। নিত্যপ্রয়োজনীয় পন্য সামগ্রী কাঁচাবাজার,মুদিপন্যের চাহিদা মিটানোর জন্য সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত দোকান খোলা রাখার নির্দেশনা রয়েছে এ-ই নিয়মের বাহিরে গেলেই পরতে হবে মোবাইল কোর্টের ঝামেলায় গুনতে হতে পারে জরিমানা দোকানদার দের এ-ই নিয়ম কঠোর ভাবে মেনে চলার নির্দেশনা রয়েছে। তাই প্রয়োজনীয় কাজ বিকেল ৪ টার মধ্যে সেরে নেয়ার জন্য প্রষাশনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। খাবারের দোকান, ভিরজমানো,এবং চায়ের দোকান খোলা নিষেধ থাকার কারনে লকডাউনের প্রথম দিনে তেমন উল্লেখযোগ্য ভাবে দোকান কোথাও খুলতে দেখা যায়নি। সর্বোপরি ঝুঁকির কথা বিবেচনা করে সকলেই প্রথমদিনের লকডাউন শতভাগ মেনে চলার চেস্টা করছেন।

  • বাঁশখালীর চাম্বল বাজার ব্যবসায়ী নুরুল ইসলাম হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার

    বাঁশখালীর চাম্বল বাজার ব্যবসায়ী নুরুল ইসলাম হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

    বাঁশখালী উপজেলা চাম্বল বাজারের ব্যবসায়ী নুরুল ইসলাম (৩৪) হত্যা মামলায় দুই আসামি কে গ্রেপ্তার করা হয়েছে।

    শনিবার (৪ মার্চ) তথ্য প্রযুক্তির সহায়তায় বাঁশখালীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুই আসামি কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুই আসামি পশ্চিম চাম্বল ২ নং ওয়ার্ডের মৃত জাহাঙ্গীর আলমের পুত্র সামশুল আলম(৩৫) পূর্ব চাম্বল ৮নং ওয়ার্ডের জাফর আহম্মেদের পুত্র তৌহিদুল ইসলাম (২৯)।

    বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিউল কবির জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় বাঁশখালী থানা পুলিশের একটি টিম বাঁশখালীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুই আসামি কে গ্রেপ্তার করে।এই সময় তারা খুনের সাথে সম্পৃক্ততা থাকার কথা জানিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

    উল্লেখ্য,গত ১৬ মার্চ রাত ১০টার সময় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ধারালো অস্ত্র দিয়ে
    ব্যবসায়ী নুরুল ইসলাম (৩৪) কে কূপিয়ে হত্যা করা হয়।