Blog

  • কলাপাড়ায় মুজিব শতবর্ষ উপলক্ষে চেয়ারম্যান কাপ-২০২১ টুর্নামেন্ট উদ্বোধন

    কলাপাড়ায় মুজিব শতবর্ষ উপলক্ষে চেয়ারম্যান কাপ-২০২১ টুর্নামেন্ট উদ্বোধন

    এইচ এম সাইফুল নূর, কলাপাড়া, পটুয়াখালী প্রতিনিধিঃ

     

    সোমবার (০৮ মার্চ) বিকাল ০৩ ঘটিকায় কলাপাড়া উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে বঙ্গবন্ধুর শতবর্ষ উপলক্ষে চেয়ারম্যান কাপ টুর্নামেন্ট-২০২১ খেলার মোবাইল ফোনের মধ্যমে উদ্বোধন করেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মহিব্বুর রহমান মহিব। উদ্বোধনী খেলায় যে দল দু’টি অংশগ্রহন করেন, তুলাতলী তরুন একাদ্বশ ও লাল সবুজ বাজার একাদ্বশ। উক্ত খেলায় কোনো দলই গোল করতে পারেনি। দুপুর থেকে ফুটবল খেলা দেখতে একে একে মাঠে জড়ো হয় শিশু-কিশোরসহ নানা বয়সী মানুষ।
    খেলার প্রতিটি মুহূর্তেই আনন্দে ফেটে পড়েন দর্শকরা। এ টুর্নামেন্টে কলাপাড়া উপজেলার তিন ইউনিয়ন বালিয়াতলী ইউনিয়ন, মিঠাগঞ্জ ইউনিয়ন ও লালুয়া ইউনিয়নের ১২টি দল অংশ নিবে। টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবার তারিখ এখনও প্রকাশ করেননি।
    উদ্বোধনী খেলায় উপস্থিত ছিলেন এ বি এম হুমায়ুন কবির,চেয়ারম্যান বালিয়াতলী ইউনিয়ন পরিষদ, বিশেষ অতিথি ছিলেন হেমায়েত উদ্দিন হিরন, চেয়ারম্যান মিঠাগঞ্জ ইউনিয়ন পরিষদ, তপন বিশ্বাস, চেয়ারম্যান লালুয়া ইউনিয়ন পরিষদ ও স্থানীয় ব্যাক্তিবর্গ।
    উক্ত উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তুলাতলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মোঃ দেলোয়ার হোসেন।

  • ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আয়োজিত আনন্দ উদযাপন করেছে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ।

    ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আয়োজিত আনন্দ উদযাপন করেছে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ।

    এম ডি জসিম উদ্দীন, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

     

    ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আয়োজিত ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন করেছে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ।

    রবিবার (০৭ মার্চ) বিকালে থানা চত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যন অধ্যাপক মো: শফিউল্লাহ।

    অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল (পিপিএম সেবা)। নাইক্ষ্যংছড়ি থানা’র অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন, উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু জাফর মো. সেলিম।

    অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ পৃথিবীর কালজয়ী ভাষণগুলোর অন্যতম। পরাধীনতার শৃঙ্খল ভেঙে মুক্তিকামী জনগণকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে সেই ভাষণ ছিল এক মহামন্ত্র।

    একটি ভাষণ কীভাবে গোটা জাতিকে জাগিয়ে তোলে, স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উৎসাহিত করে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ তার অনন্য উদাহরণ।

    বক্তারা আরো বলেন, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশকে একটি সুখী-সমৃদ্ধ সোনার বাংলায় পরিণত করাই ছিল বঙ্গবন্ধুর আজীবনের লালিত স্বপ্ন।

    এসময় উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাচন অফিসার অাবু জাফর ছালেহ, নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু তাহের কোম্পানি ,সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যন,জেলা আওয়ামিলীগ সদস্য তসলিম ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক মো. ইমরান, বান্দর বান জেলা পরিষদের সদস্য ক্যানুওয়ান চাক, উপজেলা ভাইস চেয়ারম্যন মংহ্লা মার্মা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের প্রতিনিধি আলহাজ্ব খারুল বাশার, মুক্তিযোদ্ধ কমন্ডার রাজা মিয়া, নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যন নুরুল আবছার ইমন।

    ঘুমধুম ইউপি চেয়ারম্যন ও উপজেলা আওয়ামিলীগ সহ-সভাপতি এ কে এম জাহাঙ্গীর আজিজ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুস সক্তার, ঘুমধুম তদন্ত কেন্দ্রে আইসি দেলোয়ার হোসেন, নাইক্ষ্যংছড়ি থানার সেকেন্ড অফিসার নুরুল ইসলাম, এসআই অরুন, এস আই মুহাম্মদ গোলাম মোস্তাফা, এস আই মুফিজুর রহমান, এসআই ফিরোজ আলম, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা আওয়ামিলীগের প্রচার সম্পাদক শামীম ইকবাল চোধুরী, সাধারণ সম্পাদক( ভা:) জাহাঙ্গীর আলম কাজল , দপ্তর ও প্রচার সম্পাদক জয়নাল আবেদ্দীন টুক্কু, সদস্য মো: ইউনুছ প্রমূখ।

    অনুষ্ঠান সঞ্চালনা করেন এস আই মো. আমিন। এছাড়া ৭ই মার্চ উপলক্ষে কেক কেটে আনন্দ আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা। এরপর পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

  • স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন আখতারুজ্জামান চৌধুরী বাবুসহ ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান

    স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন আখতারুজ্জামান চৌধুরী বাবুসহ ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান

    আনোয়ারা প্রতিনিধি

     

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় পর্যায়ে গৌরবোজ্জল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরুপ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক চট্টগ্রামের অভিসংবাদিত নেতা বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবুসহ নয় জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরষ্কার ২০২১ প্রদানে মনোনীত করেছে। রবিবার (৭ মার্চ) সরকারের মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব(কমিটি ও অর্থনৈতিক) ড. শাহিদা আকতার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। তালিকায় অন্যান্যরা হলেনস্বাধীনতা ও মুক্তিযুদ্ধ মরহুম একেএম বজলুর রহমান,শহীদ আহসান উল্লাহ মাস্টার,মরহুম বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল খুরশিদ উদ্দিন আহমেদ,বিজ্ঞান ও প্রযুক্তিতে ড. সুম্ময় গুহ নিয়োগী,সাহিত্যে মহাদেব সাহা,সংস্কৃতিতে আতাউর রহমান ও গাজী মাজহারুর আনোয়ার,সমাজ সেবা/ জনসেবায় অধ্যাপক ডা.এম আমজাদ হোসেন, গবেষণা ও প্রশিক্ষনে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। এদিকে আনোয়ারার কৃতি সন্তান ও আনোয়ারা-কর্ণফুলী আসনের সাবেক সাংসদ প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবুকে স্বাধীনতা পুরষ্কার ২০২১ প্রদানে মনোনীত করায় মরহুমরে জ্যেষ্ঠ পুত্র ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও মুক্তিযুদ্ধের সংগঠক আখতারুজ্জামান চৌধুরী বাবু’র প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ ছাড়া প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবুকে স্বাধীনতা পুরষ্কার ২০২১ প্রদানে মনোনীত করায় আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এমএ মালেক, ভূমিমন্ত্রীর একান্ত সচিব রিদুয়ানুল করিম চৌধুরী সায়েম, ব্যক্তিগত সচিব এড. ইমরান হোসেন বাবু, চেয়ারম্যানদের মাঝে মোহাম্মদ সোলেমান, জানে আলম, ইয়াছিন হিরু, অসীম কুমার দেব, হাসনাইন জলিল শাকিল, শাহাদত হোসেন চৌধুরী, মামুনুর রশিদ চৌধুরী আশরাফ, এমএ কাইয়ুম শাহ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি জসিম উদ্দিন চৌধুরী,সাধারণ সম্পাদক মোহাম্মদ ছৈয়দ,যুবলীগের সভাপতি শওকত ওসমান, সদস্য সচিব অনুপম চক্রবর্তী বাবু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলী আকবর, সাধারণ সম্পাদক জাফর ইকবাল তালুকদারসহ আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা প্রদান মন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা ও প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবুর প্রতি গভীর শ্রদ্ধা জানান। উল্লেখ্য বাংলাদেশের মুক্তিযোদ্ধ চলাকালীন সময়ে আখতারুজ্জামান চৌধুরী বাবু বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আহ্বানে মুক্তিযুদ্ধাদের সংগঠিত করেন। এসময় বাবু’র চট্টগ্রামস্থ নগরীর পাথরঘাটা বাস ভবনকে স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযোদ্ধাদের অফিস হিসেবে ব্যবহার করেন। স্বাধীনতার ঘোষণা পত্রও তাঁর বাস ভবন থেকে ফটোকপি করে সারা বিশ্বে প্রচার করেন। ঐ ফটোকপির মেশিন আনোয়ারা সরকারি কলেজে এখনো সংরক্ষিত রয়েছেন। ২০১২ সারের ৪ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন

  • উখিয়া থানা পুলিশের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত

    উখিয়া থানা পুলিশের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত

    কাজল আইচ, উখিয়া

    উখিয়া থানা পুলিশের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ
    বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে উখিয়া থানা পুলিশের আয়োজনে কেক কেটে আনন্দ উদযাপন ও ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    রোববার (৭ই মার্চ) উখিয়া থানা প্রাঙ্গনে বেলা ৪ টায় কেক কেটে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমদ সঞ্জুর মোরশেদ।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া-টেকনাফ সার্কেল, অতিরিক্ত পুলিশ সুপার সাকিল আহমদ।

    এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল চৌধুরী, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী, উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি নুরুল হুদা, সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার, উখিয়া অনলাইন প্রেসক্লাবের সভাপতি শফিক আজাদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইমাম হোসেন,
    আরো উপস্থিত ছিলেন
    পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম মঞ্জুর, কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আহমদ, রাজাপালং ৯নং ওয়ার্ডের মেম্বার হেলাল উদ্দিন, ইউপি মেম্বার খুরশিদা বেগম প্রমূখ।

    সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের মাধ্যমে সমগ্র বাঙ্গালী জাতি’কে একত্রিত করেছিলেন। বঙ্গবন্ধুর সেই ভাষণ মুক্তিকামী মানুষকে জাগ্রত করেন। যার ফলে ৯মাস যুদ্ধের বিনিময়ে আমরা একটি লাল সবুজের পতাকা পেয়েছি। ৭ই মার্চের ভাষণে জাতির পিতা বাঙ্গালীর মুক্তির সনদ ও স্বাধীনতা ঘোষণা করেন।

    সন্ধ্যায় বিভিন্ন শিল্পীগোষ্ঠী নিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷

  • আল্লামা বাবুনগরীর খাদেম রাকিবুল ইসলাম ফারুকীর উপর সন্ত্রাসি হামলা

    আল্লামা বাবুনগরীর খাদেম রাকিবুল ইসলাম ফারুকীর উপর সন্ত্রাসি হামলা

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

     

    গত (০৪ মার্চ ২১) বৃহস্পতিবার রাত ১ টার দিকে আল্লামা জুনায়েদ বাবুনগরীর খাদেম রাকিব উপর হামলা হয়।
    গাজীপুরে আল্লামা জুনায়েদ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করতে যান মাওলানা রাকিবুল ইসলাম ফারুকী। এ সময় প্রায় তিন ঘন্টা বাবুনগরীর সঙ্গে ছিলেন তিনি।

    এরপর রাত ১টার দিকে ফেরার সময় হঠাৎ ৩০/৪০জন সন্ত্রাসী তার গাড়ি ঘেরাও করে বিভিন্ন দেশীয় অস্ত্র ও ইটপাটকেল দ্বারা তাকে আঘাত করে। (হামলাকারীরা যুব মজলিশ নামে একটি সংগঠনের সঙ্গে জড়িত বলে জানা গেছে)

    একপর্যায়ে সেখান থেকে দৌড়ে তিনি বাবুনগরীর কাছে চলে যান। তাৎক্ষণিক প্রশাসনের সহযোগিতায় ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয় তাকে।

    হামলার পর শনিবার সকালে হাটহাজারী মাদ্রাসায় গিয়ে বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেন মাওলানা রাকিব। এসময় বাবুনগরী বলেন তারা রাকিব কে মারছে মানি আমাকে মেরেছে!

    বর্তমানে আল্লামা বাবুনগরীর নির্দেশনায় চট্টগ্রামের একটি প্রাইভেট হাসপাতালে ডাক্তার ইব্রাহীম চৌধুরীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

  • চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে হাজতি নিখোঁজ জেলারকে প্রত্যাহার,তদন্ত কমিটি গঠন

    চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে হাজতি নিখোঁজ জেলারকে প্রত্যাহার,তদন্ত কমিটি গঠন

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

     

    চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে হাজতি নিখোঁজের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে জেলার রফিকুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। ঘটনা তদন্তে খুলনার ডিআইজি প্রিজন মোহাম্মদ সগিরকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

    সকালে এ তথ্য নিশ্চিত করে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. মোমিনুর রহমান মামুন জানান, কমিটির প্রতিবেদন পাওয়ার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

    চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে তল্লাশি করেও গত ৩০ ঘন্টায় নিখোঁজ হওয়া হাজতি ফরহাদ হোসেন রুবেলের সন্ধান মেলেনি। কারা কর্তৃপক্ষ এ ঘটনায় নগরীর কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করেছে।

    গতকাল শনিবার (৬ মার্চ ২১) রাতে নগরীর কোতোয়ালী থানায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মো. রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

    মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, নিখোঁজ হাজতি ফরহাদ হোসেন রুবেল কারাগারের পঞ্চম তলার ১৫ নম্বর ওয়ার্ডে থাকতেন।

    শনিবার ভোর সোয়া পাঁচটা থেকে ছয়টার মধ্যে রুবেল উধাও হয়ে যান।
    এর আগে শনিবার সকালে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শফিকুল ইসলাম খান কোতোয়ালী থানায় একটি জিডি করেন।

    কারা কতৃপক্ষ জানায়, নিখোঁজ বন্দি ফরহাদ হোসেন রুবেল নগরীর সদরঘাট থানার একটি খুনের মামলার আসামি। তার বাড়ি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মীরেরকান্দি গ্রামে। তার বাবার নাম শুক্কুর আলী ভাণ্ডারি।
    গত ৯ই ফেব্রুয়ারি গ্রেপ্তারের পর তাকে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়।

    কারাগারের ১৫ নম্বর কর্ণফুলী ভবনের পানিশমেন্ট ওয়ার্ডে রাখা হয়েছিল তাকে।
    নিয়ম অনুযায়ী প্রতিদিন সকালে কারাগারে থাকা বন্দিদের সংখ্যা মেলাতে গণণা করা হয়। শনিবার সকালে গণনাকালে বন্দি ফরহাদ হোসেন রুবেলের (হাজতি নম্বর: ২৫৪৭/২১) অনুপস্থিতির বিষয়টি কারা কর্তৃপক্ষের নজরে আসে।

    এ ঘটনার পর বিকেলে নিখোঁজ বন্দির সন্ধানে চট্টগ্রাম কারাগারে বাজানো হয় ‘পাগলা ঘণ্টা’। নিখোঁজের ৩০ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও হদিস মেলেনি।

  • ইসলামী ছাত্রসেনা পরৈকোড়া ইউনিয়ন শাখার কাউন্সিল অনুষ্ঠিত

    ইসলামী ছাত্রসেনা পরৈকোড়া ইউনিয়ন শাখার কাউন্সিল অনুষ্ঠিত

    আনোয়ারা প্রতিনিধিঃ

     

    কুরআন-সুন্নাহ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা উপজেলার ৯নং পরৈকোড়া ইউনিয়ন শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (৫ই মার্চ) বিকেলে ওষখাইন শাহ্ আলী রজা (রহঃ)আলীম মাদ্রাসার হল রুমে ইসলামী ছাত্রসেনা পরৈকোড়া ইউনিয়ন শাখার সভাপতি শাহজাদা নাঈম উদ্দীন রজায়ী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত আনোয়ারা উপজেলার সাংগঠনিক সম্পাদক শাহাজাদা মাওলানা মুহাম্মদ আব্দুল কাদের চাঁদ মিয়া, উদ্বোধক ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ৯নং পরৈকোড়া ইউনিয়নের সাবেক সভাপতি আলহাজ্ব মুহাম্মদ হাসান আলী, সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ৯নং পরৈকোড়া ইউনিয়ন শাখার উপদেষ্টা আব্দুল করিম, সি.সহ-সভাপতি জননেতা মুহাম্মদ নুরুল আমিন, সহ-সভাপতি জননেতা মুহাম্মদ ইয়াকুব আলী, মুহাম্মদ ফরিদুল আলম, জননেতা মুহাম্মদ ফেরদৌস বাবু, যুবনেতা রেজাউল করিম, ছাত্রসেনা ৯নং পরৈকোড়া ইউনিয়ন শাখার সাবেক সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ শহিদুল ইসলাম, কাউন্সিল অধিবেশনে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা আনোয়ারা উপজেলা পূর্ব পরিষদের সাধারণ সম্পাদক ছাত্রনেতা আ ন ম নাছির উদ্দিন, বিশেষ বক্তা ছিলেন সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা আতাউল মোস্তফা জামশেদ।

    কাউন্সিলে বক্তারা বলেন, ‘ইসলামের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে যুবসমাজকে এগিয়ে আসতে হবে। বাতিলপন্থিরা ইসলামের ব্যানারে যুবসমাজকে জঙ্গি কার্যক্রমে সম্পৃক্ত করছে আর এই প্রতিকূল সময়ে ছাত্রসেনাই হলো একমাত্র মুক্তির সোপান।’

    বর্তমানে দেশে উগ্র মতাদর্শীরা ধর্ম নিয়ে নানা বিভ্রান্তি ছড়াচ্ছে। এ থেকে তরুণদের দূরে রাখতে হবে। নয়তো জঙ্গিবাদের উত্থান ঠেকানো যাবে না।

    সকলের সর্বসম্মতিক্রমে আগামী ২০২১-২২ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ৯নং পরৈকোড়া ইউনিয়ন শাখার মুহাম্মদ আবু সাঈদকে সভাপতি, আমজাদ হোসেনকে সাধারণ সম্পাদক, ফখরুদ্দিন জাবেদকে সাংগঠনিক সম্পাদক, মুহাম্মদ মেহেরাজকে অর্থ সম্পাদক নির্বাচিত করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

  • আনোয়ারা ইউপি নির্বাচনে নৌকার মাঝি হতে চান শাহজাদা সাইমুম ইফতেহার কাজিম উদ্দীন

    আনোয়ারা ইউপি নির্বাচনে নৌকার মাঝি হতে চান শাহজাদা সাইমুম ইফতেহার কাজিম উদ্দীন

    আনোয়ারা প্রতিনিধিঃ

     

    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার দেওয়া প্রতিশ্রুতি গ্রাম হবে শহর”সেই স্বপ্নপূরণে
    আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে জমজমাট সামাজিক যোগাযোগ ফেসবুক প্রচার-প্রচারণা। আনোয়ারা উপজেলার ৯নং পরৈকোড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক প্রত্যাশী ও আওয়ামী লীগের চেয়ারম্যান মনোনয়ন আশাবাদী শাহজাদা সাইমুম ইফতেহার কাজিম উদ্দীন । ইতোমধ্যে সভা সমাবেশ, সামাজিক, রাজনৈতিক ও সেবামূলক কর্মকান্ডের মাধ্যমে ইউনিয়নবাসীকে ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে তার প্রার্থী হওয়ার কথাসামাজিক যোগাযোগে ম্যাধমে
    ৭ই মার্চ (রবিবার) এস. এম. পারভেজ বিষয়টি নিশ্চিত করেছে।

    এ ব্যাপারে জানতে চাইলে মুঠোফোনে শাহজাদা সাইমুম ইফতেহার কাজিম উদ্দীন বলেন, আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক।আমি পরৈকোড়া ইউনিয়নবাসীর মানুষের পাশে থেকে সেবা করতে চাই। সেই ধারাবাহিকতায় জনগণের চাহিদা মোতাবেক প্রার্থী হতে চাই। কারণ এলাকার প্রত্যেক জনগণের সাথে আমার আত্মার সম্পর্ক রয়েছে এবং ছোটবেলা থেকে ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে সাধারণ মানুষের পাশে থেকে সেবা দিয়ে আসছি । আমি চেয়ারম্যান হলে পরৈকোড়া ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব। সেই সঙ্গে নারী নির্যাতন, সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত ইউনিয়ন গড়ে তুলব।

    তিনি আরও বলেন, জনগণের মতামতের ভিত্তিতে যদি মনোনয়ন দেয়া হয় তাহলে আমি নৌকার মনোনয়ন পাব। জননেত্রী শেখ হাসিনা ও আনোয়ারার গর্ব ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, বাংলাদেশ আওয়ামী লীগ এর অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়শা খান (এমপি) ও চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামী লীগ এর যুগ্ন সাধারন সম্পাদক ও সাবেক কেন্দ্রিয় ছাত্রলীগের সহ-সভাপতি শাহজাদা মহীউদ্দীন যদি আমাকে মনোনয়ন দেন তাহলে আমি বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত হবো বলে আশাবাদী।

  • রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগ সম্মেলন প্রস্তুতি কমিটি’র উদ্যোগে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন

    রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগ সম্মেলন প্রস্তুতি কমিটি’র উদ্যোগে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন

    কাজল আইচ, উখিয়া।

     

    আজ ঐতিহাসিক ৭ই মার্চ-২০২১ উপলক্ষে রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী’র নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

    আজ ঐতিহাসিক ৭ মার্চ।
    ৭ই মার্চের ভাষণেই বাঙালিকে মুক্তি সংগ্রামের দিকনির্দেশনা দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

    এসময় সম্মানিত নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফরিদুল আলম, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এড.জমির উদ্দিন, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আলী হোছাইন খান, যুগ্ম আহবায়ক রিয়জুল হক রিয়াজ, সদস্য কাজি আকতার উদ্দিন টুনু, বাবু মৃদুল আইচ, মোস্তফা কামাল পাশা, সাবেক উখিয়া উপজেলা ছাত্রলীগের নেত্রী তসলিমা আক্তার রোমানা সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

  • না ফেরার দেশে চলে গেলেন ইন্জিনিয়ার আলী আশরাফ স্যার

    না ফেরার দেশে চলে গেলেন ইন্জিনিয়ার আলী আশরাফ স্যার

    মুহাম্মদ হেলাল উদ্দিন এর প্রতিবেদক

     

    না ফেরার দেশে চলে গেলেন আমাদের প্রিয় স্যার ইন্জিনিয়ার আলী আশরাফ স্যার।

    সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ‘র সম্মানিত প্রো-ভিসি,সিভিল ডিপার্টমেন্ট ‘র হেড, বিশিষ্ট নগর পরিকল্পনাবিদ, আইইবি চট্টগ্রামের সাবেক সফল চেয়ারম্যান,সাদা মনের প্রিয় মানুষ ইন্জিনিয়ার মোহাম্মদ আলী আশরাফ স্যার বেশ কদিন ধরে অসুস্থ থাকার পর গতরাত ২,৩০ টায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

    এই গুণী মানুষটি শুধু সাদার্নের সম্পদ নয়,চট্টগ্রাম তথা পুরো বাংলাদেশের সম্পদ ছিল।
    স্যারের মৃত্যুতে আমরা সাদার্নের জন্য একজন নিবেদিত প্রাণ মানুষকে হারালাম।রব্বে কারিম, স্যারকে জান্নাতের মেহমান বানিয়ে নিন।স্যারের শোকাহত পরিবার, সাদার্নের শোকাহত পরিবারকে ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করুন। আমাদের গুনাহ সমুহ মাফ করে দিন। প্রিয় স্যারের রুহের মাগফেরাতের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করি। আল্লাহ তায়ালা স্যারকে বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করুন।
    আমিন।
    বাদ জুহুর জমিয়তুল ফালাহ জামে মসজিদ মাঠে মরহুম স্যারের ১ম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। বাদ আসর ফটিকছড়ির জাফত নগর ইউনিয়নের ফতেহপুর গ্রামে ২য় জানাজা শেষে স্যারকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।