Blog

  • কর্ণফুলী ড্রাইডক ও স্থানীয়দের বিরোধ সমাধানের উদ্যোগ নিলেন চেয়ারম্যান সোলায়মান

    কর্ণফুলী ড্রাইডক ও স্থানীয়দের বিরোধ সমাধানের উদ্যোগ নিলেন চেয়ারম্যান সোলায়মান

    আনোয়ারা প্রতিনিধিঃ

     

    আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের বদলপুরার স্থানীয় বাসিন্দা ও কর্ণফুলী ড্রাইডকের মধ্যে বিদ্যমান সমস্যা ও স্থানীয়দের বিভিন্ন দাবী সমাধান কল্পে মঙ্গলবার (২ মার্চ) বিকালে উপজেলার বদলপুরা এলাকায় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মানের নেতৃত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
    বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান ও কর্ণফুলী ড্রাইডকের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এম.এ রশিদের মধ্যাকার এ সভায় উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি সদস্য মোরশেদ আলম, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপিত এয়াকুব আলী, সাধারণ সম্পাদক রমজান আলীসহ বদলপুরা এলাকার ক্ষতিগ্রস্থ জনসাধারণ।
    বৈঠকের সিদ্ধান্ত মতে কর্ণফুলী ড্রাইডকের কারণে স্থানীয় ক্ষতিগ্রস্থদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হবে। এলাকার উন্নয়নে ক্ষতিগ্রস্থ সড়ক গুলোর মেরামত ও সংস্কার কাজ করে দেবে ড্রাইডক। খালের প্রশস্থকরণ ও ড্রেন নির্মাণ করে পানি চলাচলের ব্যবস্থা করার অঙ্গীকার করেন ড্রাইডকের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এম.এ রশিদ। এছাড়া জায়গা-জমি সংক্রান্ত বিষয়ে যথাযথ কাগজপত্র উপস্থাপনের মাধ্যমে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানান তিনি।
    বৈঠক শেষে চেয়ারম্যান সোলায়মান সাংবাদিকদের জানান, সরকারি- বেসরকারি উন্নয়ন কাজের জন্য বৈরাগ ইউনিয়নের কোনো মানুষ যেন ক্ষতিগ্রস্থ না হয় সে দিকে আমার চেষ্টা অব্যাহত থাকবে। ক্ষতিগ্রস্থ মানুষদের প্রয়োজনীয় ক্ষতিপূরণ দিয়েই উন্নয়ন কাজ করতে হবে। বৈঠকে কর্ণফুলী ড্রাইডকের কারণে যারা ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদের দাবী ড্রাইডক কর্তৃপক্ষ মেনে নেওয়ার অঙ্গীকার করেছেন। খালের উন্নয়নেও কাজ করবেন বলে ড্রাইডক কর্তৃপক্ষ জানান।
    প্রসঙ্গত, গত ১৫ জানুয়ারী চট্টগ্রামের আনোয়ারায় জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান কর্ণফুলী ড্রাইডকের বিরুদ্ধে খাল ও জনচলাচলের রাস্তা দখলের অভিযোগ এনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন খাল-রাস্তা রক্ষা কমিটির ব্যানারে স্থানীয়রা। মঙ্গলবার এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়ে বৈঠক করেন স্থানীয় চেয়ারম্যান ও ড্রাইডক কর্তৃপক্ষ।

  • শুক্রবার চট্টগ্রামের জামিয়া জিরি মাদরাসায় এসলাহি জোড় ও ১০০তম খতমে বোখারী অনুষ্ঠিত হবে

    শুক্রবার চট্টগ্রামের জামিয়া জিরি মাদরাসায় এসলাহি জোড় ও ১০০তম খতমে বোখারী অনুষ্ঠিত হবে

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

     

    চট্টগ্রামের পটিয়া আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরির (জিরি মাদরাসা) এছলাহি জোড় ও ১০০তম খতমে বুখারী অনুষ্ঠান আগামী (০৫ মার্চ২১) শুক্রবার অনুষ্ঠিত হবে।
    হাটহাজারী মাদরাসার পর এবার জামিয়া জিরিতে শততম খতমে বুখারী অনুষ্ঠিত হতে যাচ্ছে।
    জোড়ে দেশের প্রত্যন্তাঞ্চলের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামগণ রূহানী বয়ান করবেন।এছলাহি জোড় ও খতমে বুখারীতে জামিয়ার সাবেক সফল পরিচালক পীরে কামেল আল্লামা শাহ্ মোহাম্মদ তৈয়ব (রহ.) এর খলিফাগণ, মুরিদান, মুহিব্বীন ও ধর্মপ্রাণ তৌহিদীজনতার উপস্থিতি ও দোয়া কামনা করেছেন জামিয়ার মহাপরিচালক মাওলানা হাফেজ খোবাইব বিন তৈয়ব দাঃবাঃ। আমাদের অংশীদারদের দেখুন,shoes – কেতাদুরস্ত পাদুকা নেতাদের!

    জামিয়া প্রধানের একান্ত সচিব মাওলানা রহিমুল্লাহ বিশিষ্ট লেখক ও সাংবাদিক আলমগীর ইসলামাবাদীকে মোটো ফোনে জানান,
    শুক্রবার সকাল দশটা থেকে এছলাহি জোড় অনুষ্ঠিত হবে এবং বেলা তিনটায় খতমে বুখারী অনুষ্ঠান শুরু হয়ে আসরের পূর্বে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হবে, ইনশাআল্লাহ।

  • শুক্রবার চট্টগ্রামের জামিয়া জিরি মাদরাসায় এসলাহি জোড় ও ১০০তম খতমে বোখারী অনুষ্ঠিত হবে

    শুক্রবার চট্টগ্রামের জামিয়া জিরি মাদরাসায় এসলাহি জোড় ও ১০০তম খতমে বোখারী অনুষ্ঠিত হবে

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

     

    চট্টগ্রামের পটিয়া আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরির (জিরি মাদরাসা) এছলাহি জোড় ও ১০০তম খতমে বুখারী অনুষ্ঠান আগামী (০৫ মার্চ২১) শুক্রবার অনুষ্ঠিত হবে।
    হাটহাজারী মাদরাসার পর এবার জামিয়া জিরিতে শততম খতমে বুখারী অনুষ্ঠিত হতে যাচ্ছে।
    জোড়ে দেশের প্রত্যন্তাঞ্চলের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামগণ রূহানী বয়ান করবেন।এছলাহি জোড় ও খতমে বুখারীতে জামিয়ার সাবেক সফল পরিচালক পীরে কামেল আল্লামা শাহ্ মোহাম্মদ তৈয়ব (রহ.) এর খলিফাগণ, মুরিদান, মুহিব্বীন ও ধর্মপ্রাণ তৌহিদীজনতার উপস্থিতি ও দোয়া কামনা করেছেন জামিয়ার মহাপরিচালক মাওলানা হাফেজ খোবাইব বিন তৈয়ব দাঃবাঃ।

    জামিয়া প্রধানের একান্ত সচিব মাওলানা রহিমুল্লাহ বিশিষ্ট লেখক ও সাংবাদিক আলমগীর ইসলামাবাদীকে মোটো ফোনে জানান,
    শুক্রবার সকাল দশটা থেকে এছলাহি জোড় অনুষ্ঠিত হবে এবং বেলা তিনটায় খতমে বুখারী অনুষ্ঠান শুরু হয়ে আসরের পূর্বে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হবে, ইনশাআল্লাহ।

  • আনোয়ারায় দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ নাছির আটক

    আনোয়ারায় দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ নাছির আটক

    আনোয়ারা প্রতিনিধিঃ

     

    চট্টগ্রামের আনোয়ারায় দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ মো. নাছির (৩৩) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব।

    মঙ্গলবার (৩ মার্চ)উপজেলার চাতরী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জালাল সওদাগরের ঘর থেকে র‌্যাব-৭ এর একটি দল তাকে আটক করেছে।

    আটককৃত নাছির উত্তর চাতুরী গ্রামের মৃত জালাল সওদাগরের পুত্র। এসময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান, এক রাউন্ড গুলি, ছয়টি চাকু এবং ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

    র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার ভোর রাতে আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের উত্তর চাতরী এলাকায় অভিযান চালিয়ে মো. নাছির নামে অস্ত্রধারী এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ১ টি ওয়ান শুটার গান, ১ রাউন্ড গুলি, ৬ টি চাকু এবং ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

  • চট্টগ্রামের বাঁশখালী পৌরসভায় নতুন ভোটারদের মাঝে স্মার্টকার্ড বিতরণ শুরু

    চট্টগ্রামের বাঁশখালী পৌরসভায় নতুন ভোটারদের মাঝে স্মার্টকার্ড বিতরণ শুরু

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

     

    চট্টগ্রামের বাঁশখালীতে ২০১৯ সালে নতুনভাবে হওয়া ভোটারদের স্মার্টকার্ড বিতরন শুরু করেছেন বাঁশখালী উপজেলা নির্বাচন কার্যালয়।

    আজ মঙ্গলবার (০২ মার্চ ২১)থেকে (১৬ মার্চ ২১)পর্যন্ত বাঁশখালী পৌরসভা কার্যালয় এবং ১৪ টি ইউনিয়ন পরিষদে একদিন করে পর্যায়ক্রমে এসব স্মার্টকার্ড বিতরণ করা হবে। মোট বিতরণ করা হবে ১৮ হাজার ৬৪১ টি স্মার্টকার্ড। আজ সকাল ৯ টা থেকে পৌর কার্যালয়ে নতুন ভোটারদের মাঝে স্মার্টকার্ড বিতরন করেন পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা শেখ সেলিমুল হক চৌধুরী।এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা ফয়সাল আলম সহ নির্বাচন অফিস ও পৌরসভা কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

    আজ ২ মার্চ বাঁশখালী পৌরসভা কার্যালয়ে, ৩ মার্চ পুকুরিয়া ইউনিয়ন পরিষদে, ৪ মার্চ সাধনপুর ইউনিয়ন পরিষদে, ৫ মার্চ খানখানাবাদ ইউনিয়ন পরিষদে, ৬ মার্চ বাহারছড়া ইউনিয়ন পরিষদে, ৭ মার্চ কালীপুর ইউনিয়ন পরিষদে, ৮ মার্চ বৈলছড়ি ইউনিয়ন পরিষদে, ৯ মার্চ কাথারিয়া ইউনিয়ন পরিষদে, ১০ মার্চ সরল ইউনিয়ন পরিষদে, ১১ মার্চ শীলকূপ ইউনিয়ন পরিষদে, ১১ মার্চ গন্ডামারা ইউনিয়ন পরিষদে, ১৩ মার্চ চাম্বল ইউনিয়ন পরিষদে, ১৪ মার্চ শেখেরখীল ইউনিয়ন পরিষদে, ১৫ মার্চ পুঁইছড়ি ইউনিয়ন পরিষদে এবং ১৬ মার্চ ছনুয়া ইউনিয়ন পরিষদে এসব স্মার্টকার্ড বিতরণ করবে উপজেলা নির্বাচন কার্যালয়।

    এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ফয়সাল আলম বলেন, ২০১৯ সালে যারা নুতুন ভোটার হয়েছেন শুধু তাদেরকে এসব স্মার্টকার্ড প্রদান করা হচ্ছে । তাদের উভয় হাতের দশ আঙ্গুলের ছাপ এবং চোখের আইরিশের প্রতিচ্ছবি নেওয়া হয়েছে। আপাতত মোট ১৮ হাজার ৬৪১ টি স্মার্টকার্ড বিতরণ করা হবে।

    ২০০৮ সালের আগে যারা ভোটার হয়েছে পযার্য়ক্রমে তাদের কে ও দশ আঙ্গুলের ছাপ এবং চোখের আইরিশের প্রতিচ্ছবি নিয়ে স্মার্টকার্ড বিতরণ করা হবে।

  • আল্লামা নূর মোহাম্মদ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ফ্রি চিকিৎসা ক্যাম্প সম্পণ্ন।

    আল্লামা নূর মোহাম্মদ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ফ্রি চিকিৎসা ক্যাম্প সম্পণ্ন।

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

     

    বাঁশখালীর রত্নপুর গ্রামে আল্লামা নূর মোহাম্মদ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় গরীব দুঃস্থ অসহায় মানুষের জন্য ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা হয়,
    গতকাল (০১ মার্চ ২১) সোমবার সকাল ০৮ টা থেকে বিকাল ০৪ টা পর্যন্ত দুই শতাধিক এলাকার অসহায় ও গরীব রোগী ফ্রি চিকিৎসা সেবা গ্রহণ করেন।

    সার্বিক সহযোগিতা করেন বাঁশখালী এ্যপোলো হাসপাতাল।
    এ সময় উপস্থিত থেকে রোগীদের সার্বিকভাবে সেবা দেন অত্র ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা ওসমান গনী,
    উপস্থিত ছিলেন মাওলানা ফেরদৌস হালিম, মাওলানা ত্বকি ও ফাউন্ডেশনের সহকারী সচিব মাওলানা আবুল ফয়েজ, মাওলানা গোলাম কিবরিয়া, মাওলানা আমির হোসাইন, হাফেজ আব্দুর রশিদ, মুহাম্মদ হেলাল উদ্দিন, মোহাম্মদ বেলাল উদ্দীন,গ্রাম পুলিশ লোকমান ও
    জয়নাল আবেদীন সওদাগর প্রমুখ।

  • মিয়ানমার সীমান্তে বিজিবি-মাদক কারবারী গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে

    মিয়ানমার সীমান্তে বিজিবি-মাদক কারবারী গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে

    এম ডি জসিম উদ্দীন, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

     

    কক্সবাজারের উখিয়ায় মিয়ানমার সীমান্তে বিজিবি-মাদক কারবারী গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এতে কোন হতাহতের খবর পাওয়া না গেলেও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে তল্লাশী করে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে।

    সোমবার সন্ধা সাড়ে ৬টার দিকে কক্সবাজার জেলার উখিয়া উপজেলাধীন ৪নং রাজাপালং ইউপির জলিলের গোদা নামক স্থানে এ ঘটনা ঘটে।

    কক্সবাজারস্থ ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.,কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ কতৃক রাতে প্রোরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

    তিনি জানান, ০১ মার্চ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ রেজুআমতলী বিওপি’র সদস্যগণ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় ইয়াবা ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করতে পারে।

    উক্ত সংবাদের ভিত্তিতে রেজুআমতলী বিওপির একটি চৌকস আভিযানিক টহল দল কক্সবাজার জেলার উখিয়া উপজেলাধীন ৪নং রাজাপালং ইউপির জলিলের গোদা নামক স্থানে সেগুন বাগানের পার্শ্বে কৌশলগত অবস্থান নিয়ে ফাঁদ পেতে থাকে। পরবর্তীতে আনুমানিক সন্ধা সাড়ে ৬টার দিকে ৩-৪ জন চোরাকারবারী সীমান্ত এলাকা হতে বাংলাদেশের দিকে আসতে থাকে এবং বিজিবি টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা বিজিবি টহল দলকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। তৎক্ষণাৎ বিজিবি টহলদল তাদের জান-মাল, অস্ত্র-গোলাবারুদ এবং সরকারী সম্পদ রক্ষার্থে চোরাকারীরদের লক্ষ্য করে ফায়ার করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা লুঙ্গী দিয়ে মোড়ানো ব্যাগ ফেলে দ্রুত পাহাড়ী গহীন জঙ্গলের মধ্য দিয়ে মায়ানমারের দিকে পালিয়ে যায়।

    পরবর্তীতে টহল দল উক্ত স্থান হতে চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ১,২০,০০০ (এক লক্ষ বিশ হাজার) পীস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে, যার আনুমানিক মূল্য ৩,৬০,০০,০০০/- (তিন কোটি ষাট লক্ষ) টাকা। উক্ত ফায়ারে চোরাকারবারীরা গুলিবিদ্ধ হয়েছে কি না সে বিষয়ে জানা যায়নি। উল্লেখিত ফায়ারে কোন ধরণের হতাহতের ঘটনা ঘটেনি।

    তিনি আরো জানান, চলতি বছরের শুরু থেকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি টহলদল ৬ লাখ,৩৪ হাজার,৪৫৪ পিস বার্মিজ ইয়াবাসহ ৬৮ জন আসামী আটক করেছে।

  • আনোয়ারায় অসহায়দের মাঝে চাল বিতরণ

    আনোয়ারায় অসহায়দের মাঝে চাল বিতরণ

    আনোয়ারা প্রতিনিধিঃ

     

    আনোয়ারা উপজেলার ৮ নং চাতরী ইউনিয়ন পরিষদে অসহায়দের মাঝে ভিজিডির চাল বিতরণ করা হয়েছে।

    গতকাল ১ মার্চ (সোমবার) দুপুরে পরিষদের হলরুমে চাল বিতরণ সম্পন্ন হয়।

     

    চাতরী ইউপি চেয়ারম্যান ইয়াছিন হিরুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জোবায়ের আহমদ।

    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের সচিব শাহ আলম, ইউপি সদস্য বিকাশ ঘোষ, আব্দুল মান্নান, নিতাই কর, আয়শা খাতুন, উদ্যোক্তা মো. মহিউদ্দিন, আনোয়ারা ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশনের সভাপতি মাহতাব হোসেন জুয়েল প্রমুখ।

    প্রধান অতিথি শেখ জোবায়ের আহমদ বলেন, দুঃস্থদের জন্য সরকার ভিজিডির চালের ব্যবস্থা গ্রহণ করেছে। এর ফলে বিশাল একটি দরিদ্র জনগোষ্ঠী উপকৃত হচ্ছে। আগামীতেও এসব প্রকল্প বাস্তবায়ন করা হবে।

  • কেন ইউপি নির্বাচনে যাবে আইএবি?

    কেন ইউপি নির্বাচনে যাবে আইএবি?

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

     

    অবশেষে ইউপি নির্বাচনে দলীয় প্রতীক থাকছে।কিন্তু বিএনপি বলছে,তারা ইউপি নির্বাচনে যাবেনা।অপরদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সাড়ে চার হাজার ইউনিয়নে ইতো মধ্যে প্রার্থী প্রস্তুত করে রেখেছে।প্রত্যেকটি ইউনিয়নে বিকল্প প্রার্থীও রয়েছে।

    এই মুহুর্তে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইউপি নির্বাচনে গেলে বড় একটি অংশ ব্যাপকহারে সমালোচনা করবে।এমনিতেই তাদের আওয়ামী লীগের দালাল বলা হয়।বিএনপি নির্বাচনে না গেলে তাদের আরো বড় গলায় দালাল বলবে।দালাল বললে কি নির্বাচন থেকে সরে দাঁড়াতে হবে? মোটেও না।ইসলামী আন্দোলন বাংলাদেশ বিএনপির ২০ দলীয় জোটের শরিক দল না যে তারা যেমন সিন্ধান্ত নিবে তা ইসলামী আন্দোলনকেও মানতে হবে।

    তাছাড়া, এটা স্থানীয় সরকার নির্বাচন।এতে সরকার পরিবর্তনের সুযোগ নেই।তাই ইউপি নির্বাচনে জয় পরাজয় ক্ষমতার পটপরিবর্তনে তেমন ভূমিকা রাখেনা।স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক হওয়ায় বড় দুই দলের জন্য ক্ষতি হলেও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর লাভ হচ্ছে।বড় দুই দলে দলীয় কোন্দল বেড়েছে ৭২%( প্রথম আলো পত্রিকার সমীক্ষা)। স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এর দলীয় প্রতীক হাতপাখা তৃণমূলে পরিচিত হচ্ছে।

    নির্বাচনে কম জয়ী হলেও ভোটের রাজনীতিতে তৃণমূলেও হাতপাখার অবস্থান মজবুত হচ্ছে।একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে অংশ নিয়ে জাতীয় রাজনীতিতে ব্যাপকভাবে পরিচিত হয়ে উঠে দলটি।পরবর্তীতে স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে রাজনীতিতে দলীয় প্রতীক হিসেবে নৌকা,ধানের শীষের সাথে পাল্লা দিচ্ছে হাতপাখা। সুষ্টু নির্বাচন হলে পাল্টে যাবে ভোটের সমীকরণ। বিগত পৌরসভা নির্বাচনে অনেক ক্ষেত্রে নৌকা ধানের শীষ থেকে বেশি ভোট পেয়েছে হাতপাখা।

    জ্যামিতিক হারে বাড়ছে হাতপাখার ভোট ব্যাংক।আগামী সব ইউপিতে প্রার্থী দিলে তৃণমূলের রাজনীতিতে ব্যাপক সাড়া পেলবে হাতপাখা।সাথে সাথে নতুন অভিজ্ঞতা এবং নতুন কর্মীর সংখ্যা বাড়বে।আর সেই অভিজ্ঞতা কাজে আসবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে।রাজনীতির গতি কখন কিভাবে পাল্টে যায় তা বলা মুশকিল।

    কোন ভাবে যদি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্টু হয় তাহলে হাতপাখার ভোট বিপ্লব ঘটতে পারে।বিএনপি বহুল আলোচিত ও পরিচিত দল।তাদের দলীয় প্রতীক সবাই চিনে।কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ এর দলীয় প্রতীকে তৃণমূলে নৌকা ধানের শীষের মত পরিচিত নয়।তাই বিএনপি ইউপি নির্বাচনে অংশ না নিলেও ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনে যাওয়াটা যৌক্তিক মনে করি।কারণ এর মাধ্যমে তৃণমূলে শক্ত অবস্থান সৃষ্টি হবে।আশা করি আইএবির হাউকমান্ড বিষয়টি ভেবে দেখবে।

    লেখকঃনুর আহমেদ সিদ্দিকী

  • চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি নির্যাতনের অভিযোগ, জেল সুপারের বিরুদ্ধে মামলা

    চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি নির্যাতনের অভিযোগ, জেল সুপারের বিরুদ্ধে মামলা

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

     

    চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রূপম কান্তি নাথ নামের এক বন্দিকে বৈদ্যুতিক শক এবং বিষাক্ত ইনজেকশন পুশ করে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ অভিযোগে জেল সুপার, জেলারসহ ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী রূপম কান্তি নাথের স্ত্রী ঝর্ণা রানী দেবনাথ।

    সোমবার (০১ মার্চ ২১) চট্টগ্রাম মহানগর হাকিম হোসেন মোহাম্মদ রেজার আদালতে এ মামলা দায়ের করেছেন তিনি।
    মামলায় সাতকানিয়া উপজেলার মৌলবীর দোকান এলাকার রতন ভট্টাচার্য, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেল সুপার, জেলার ও জেলখানায় কর্তব্যরত সহকারী সার্জনকে আসামি করা হয়েছে। এছাড়া মামলায় আরও বেশ কয়েকজনকে অজ্ঞাত আসামিও করা হয়েছে।

    বাদীর আইনজীবী ভুলন লাল ভৌমিক বিষয়টি নিশ্চিত করে বলেন, ভিকটিমের স্ত্রী নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনের ১৩ (১) (২) এর (ক) (খ) (গ) ধারায় মামলা দায়ের করেছেন।
    আদালত মামলাটি গ্রহণ করেছেন এবং আদেশের জন্য রেখেছেন। মঙ্গলবার (আজ) আদেশ হতে পারে।

    মামলার এজহারে বাদী ঝর্ণা রানী দেবনাথ উল্লেখ করেন, এজাহারভুক্ত আসামি রতন ভট্টাচার্যের সাথে আর্থিক লেনদেন সংক্রান্ত একটি মামলায় (জিআর মামলা নং ৩৩২/১৮) গত ১৫ ডিসেম্বর কারাগারে যান ভুক্তভোগী রূপম কান্তি দেবনাথ।

    গত ২৪ ফেব্রুয়ারি ও ২৫ ফেব্রুয়ারি আসামিরা পরস্পর যোগসাজশে বাদিনির স্বামী ও বন্দি রূপম কান্তি নাথকে অন্যায়ভাবে বিচারাধীন মামলায় নিজের ইচ্ছার বিরুদ্ধে স্বীকারোক্তি আদায় করার জন্য এবং মানসিকভাবে স্থায়ীভাবে ভারসাম্যহীন করার জন্য শারীরিকভাবে নির্যাতন ও বিষাক্ত নেশা জাতীয় দ্রব্য পুশ ও বৈদ্যুতিক শক দিয়ে নির্যাতন করেছেন।

    এজাহারে আরও উল্লেখ করা হয়, নির্যাতনের খবর পেয়ে গত ২৫ ফেব্রুয়ারি বন্দি রূপম কান্তি নাথকে উন্নত চিকিৎসার জন্য আদালতে আবেদন করেন মামলার বাদী ঝর্ণা রানী দেবনাথ। সেসময় আদালত আবেদনটি মঞ্জুরও করেন। অন্যদিকে আসামিরা নিজেদের অপরাধ থেকে রক্ষা পেতে রূপম কান্তি নাথকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৪ নং ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

    এ ব্যাপারে জানতে চাইলে চট্টগ্রামের জেল সুপার রফিকুল ইসলাম বলেন, “মামলা হয়েছে শুনেছি। তবে আদেশ হয়নি। আদেশ কি হয় দেখে পরবর্তী যা করণীয় তা আইনিভাবে মোকাবেলা করবো।”