Blog

  • দক্ষিণ চট্টগ্রামের হযরত ওলামা-মাশায়েখদের প্রতি বিশেষ আহবান

    দক্ষিণ চট্টগ্রামের হযরত ওলামা-মাশায়েখদের প্রতি বিশেষ আহবান

    ইসলামিক ডেস্ক

     

    মুহতারাম,আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ । আশা করি শতব্যস্ততা আর সীমাবদ্ধতা সত্যেও
    ইসলামী আন্দোলন বাংলাদেশ’র অন্যতম সহযোগী সংগঠন , জাতির বিবেক হযরত ওলামা মাশায়েখদের নিরাপদ ও বিশ্বস্থ ঠিকানা, সম্পূর্ণ ওলামা-মাশায়েখ কেন্দ্রিক দেশের বৃহত্ জাতীয় সংগঠন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ এর ‘জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন ২০২১’ এ যোগাদান করে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে স্বচেষ্ট হবেন।

    বিশেষভাবে আমরা দক্ষিণ চট্টগ্রামের সর্বস্তরের ইমাম-খতীব, মুফতি-মুহাদ্দিস, মুহতামিম , মুফাসসির ওয়ায়েজীনে কেরাম সহ শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের দৃষ্টি আকর্ষণ করছি যে,
    আসুন ! আগামী ৬মার্চ ‘২১ইং শনিবার সকাল ৯টায় ঢাকার কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে অনুষ্ঠিতব্য জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলনে শরীক হই ।

    মহান আল্লাহ্ তা’য়ালা দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে ওলামা হযরতদেরকে যুগান্তকারী ভূমিকা রাখার তাওফিক দান করুক ।

    ‘আসবেন অনেকেই
    আপনিও আমন্ত্রিত।’

    মা-আচ্ছালামঃ-
    আলমগীর ইসলামাবাদী
    সহকারী প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদকঃ
    ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা ।

  • মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা সদস্য এইচ টি ইমাম চির বিদায় (ইন্না-লিল্লাহ)

    মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা সদস্য এইচ টি ইমাম চির বিদায় (ইন্না-লিল্লাহ)

    রাশেদ মাহমুদ আলীর প্রতিবেদক

     

    মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম চির বিদায় নিয়ে আমাদের ছেড়ে চলে গেলেন । ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন ।
    তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।

    মুক্তিযুদ্ধকালে ১৯৭১ সালের জুন মাসে প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের আহ্বানে পূর্বাঞ্চলের আঞ্চলিক প্রশাসনের পদে থেকে মুজিবনগর সরকারের মন্ত্রিপরিষদ সচিব পদে যোগদান করেন এইচ টি ইমাম। ১৯৭৫ সালের ২৬শে আগষ্ট পর্যন্ত তিনি এই পদে আসীন ছিলেন।

    বিজয়ের অব্যবহিত পর বাংলাদেশের বিপর্যস্ত প্রশাসন-ব্যবস্থা সচল করে তোলা এবং দেশ পুনর্গঠনের কাজে বঙ্গবন্ধুর নেতৃত্বে অন্যান্য সহকর্মী এবং মন্ত্রীবর্গের সাথে তিনি নিয়োজিত ছিলেন। এই দায়িত্বে সাড়ে চার বছরে তিনি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সরকারের নতুন মন্ত্রণালয়, বিভাগ, করপোরেশন ইত্যাদির রূপরেখা তৈরি ছাড়াও পাকিস্তান আমলের পুরাতন নিয়ম-কানুন ও পদ্ধতির আমূল সংস্কারে মুখ্য ভূমিকা রাখেন।

    তাঁর এই চলে যাওয়া জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। দেশ এক মেধাবী সন্তানকে হারালো এবং মাননীয় প্রধানমন্ত্রী হারালেন তাঁর এক বিশ্বস্ত সহযোদ্ধাকে।

    মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

  • বাঁশখালী পশ্চিম বড়ঘোনা রহমাতুল্লিল আলামীন ফাউন্ডেশনের মাহফিল সম্পন্ন

    বাঁশখালী পশ্চিম বড়ঘোনা রহমাতুল্লিল আলামীন ফাউন্ডেশনের মাহফিল সম্পন্ন

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

     

    চট্টগ্রামের বাঁশখালী উপজেলার আওতাধীন পশ্চিম বড়ঘোনা রাহমাতাল্লিল আলামীন ফাউন্ডেশনের মাহফিলে
    আজ বুধবার (৩ মার্চ ২১) বাদ এশা বয়ান করেছেন জনপ্রিয় ওয়ায়েজ মাওলানা নোমান জাহাঙ্গীর সাহেব। মাহফিলে প্রধান ওয়ায়েজ হিসেবে বয়ান করেন ঢাকা থেকে আগত মুফতি সিবগাতুল্লাহ নুরী। বিশেষ আলোচক হিসেবে বয়ান করেন, জামেয়া দারুল মা আরিফের সিনিয়র মুহাদ্দিস আল্লামা হাফেজ ফরিদ আহমদ আনসারী।
    উপস্থিত আছেন, মাহফিলের প্রধান অতিথি আলহাজ্ব আমির হোসাইন সাহেব। বিশেষ অতিথি ছিলেন, সমাজসেবক মাওলানা ওবায়দুর রহমান নঈমী।
    এর আগে বাদ এশা সংক্ষিপ্ত আলোচনা করেন,বাঁশখালী জলদি দারুল কারীম মাদরাসার পরিচালক ও ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সফল সভাপতি সাংবাদিক মাওলানা শফকত হোসাইন চাটগামী।
    উপস্থিত আছেন, জলদী বড় মাদরাসার সাবেক পরিচালক মাওলানা নুরুল হক সুজিশ, দিদারিয়া নুরুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা হাফেজ মুহাম্মদ ইসহাক, সহকারী পরিচালক মাওলানা আবুল কাসেম আজিজী, মাওলানা নুরুস সফা, মাওলানা নেছার আহমদ, মাওলানা ইব্রাহিম, মাওলানা ক্বারী আহমদ উল্লাহ, মাওলানা হাফেজ ওয়াহিদুল্লাহ আল নোমান প্রমুখ।

  • কর্ণফুলী ড্রাইডক ও স্থানীয়দের বিরোধ সমাধানের উদ্যোগ নিলেন চেয়ারম্যান সোলায়মান

    কর্ণফুলী ড্রাইডক ও স্থানীয়দের বিরোধ সমাধানের উদ্যোগ নিলেন চেয়ারম্যান সোলায়মান

    আনোয়ারা প্রতিনিধিঃ

     

    আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের বদলপুরার স্থানীয় বাসিন্দা ও কর্ণফুলী ড্রাইডকের মধ্যে বিদ্যমান সমস্যা ও স্থানীয়দের বিভিন্ন দাবী সমাধান কল্পে মঙ্গলবার (২ মার্চ) বিকালে উপজেলার বদলপুরা এলাকায় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মানের নেতৃত্বে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
    বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান ও কর্ণফুলী ড্রাইডকের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এম.এ রশিদের মধ্যাকার এ সভায় উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি সদস্য মোরশেদ আলম, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপিত এয়াকুব আলী, সাধারণ সম্পাদক রমজান আলীসহ বদলপুরা এলাকার ক্ষতিগ্রস্থ জনসাধারণ।
    বৈঠকের সিদ্ধান্ত মতে কর্ণফুলী ড্রাইডকের কারণে স্থানীয় ক্ষতিগ্রস্থদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়া হবে। এলাকার উন্নয়নে ক্ষতিগ্রস্থ সড়ক গুলোর মেরামত ও সংস্কার কাজ করে দেবে ড্রাইডক। খালের প্রশস্থকরণ ও ড্রেন নির্মাণ করে পানি চলাচলের ব্যবস্থা করার অঙ্গীকার করেন ড্রাইডকের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এম.এ রশিদ। এছাড়া জায়গা-জমি সংক্রান্ত বিষয়ে যথাযথ কাগজপত্র উপস্থাপনের মাধ্যমে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানান তিনি।
    বৈঠক শেষে চেয়ারম্যান সোলায়মান সাংবাদিকদের জানান, সরকারি- বেসরকারি উন্নয়ন কাজের জন্য বৈরাগ ইউনিয়নের কোনো মানুষ যেন ক্ষতিগ্রস্থ না হয় সে দিকে আমার চেষ্টা অব্যাহত থাকবে। ক্ষতিগ্রস্থ মানুষদের প্রয়োজনীয় ক্ষতিপূরণ দিয়েই উন্নয়ন কাজ করতে হবে। বৈঠকে কর্ণফুলী ড্রাইডকের কারণে যারা ক্ষতিগ্রস্থ হয়েছেন তাদের দাবী ড্রাইডক কর্তৃপক্ষ মেনে নেওয়ার অঙ্গীকার করেছেন। খালের উন্নয়নেও কাজ করবেন বলে ড্রাইডক কর্তৃপক্ষ জানান।
    প্রসঙ্গত, গত ১৫ জানুয়ারী চট্টগ্রামের আনোয়ারায় জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান কর্ণফুলী ড্রাইডকের বিরুদ্ধে খাল ও জনচলাচলের রাস্তা দখলের অভিযোগ এনে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন খাল-রাস্তা রক্ষা কমিটির ব্যানারে স্থানীয়রা। মঙ্গলবার এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়ে বৈঠক করেন স্থানীয় চেয়ারম্যান ও ড্রাইডক কর্তৃপক্ষ।

  • শুক্রবার চট্টগ্রামের জামিয়া জিরি মাদরাসায় এসলাহি জোড় ও ১০০তম খতমে বোখারী অনুষ্ঠিত হবে

    শুক্রবার চট্টগ্রামের জামিয়া জিরি মাদরাসায় এসলাহি জোড় ও ১০০তম খতমে বোখারী অনুষ্ঠিত হবে

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

     

    চট্টগ্রামের পটিয়া আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরির (জিরি মাদরাসা) এছলাহি জোড় ও ১০০তম খতমে বুখারী অনুষ্ঠান আগামী (০৫ মার্চ২১) শুক্রবার অনুষ্ঠিত হবে।
    হাটহাজারী মাদরাসার পর এবার জামিয়া জিরিতে শততম খতমে বুখারী অনুষ্ঠিত হতে যাচ্ছে।
    জোড়ে দেশের প্রত্যন্তাঞ্চলের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামগণ রূহানী বয়ান করবেন।এছলাহি জোড় ও খতমে বুখারীতে জামিয়ার সাবেক সফল পরিচালক পীরে কামেল আল্লামা শাহ্ মোহাম্মদ তৈয়ব (রহ.) এর খলিফাগণ, মুরিদান, মুহিব্বীন ও ধর্মপ্রাণ তৌহিদীজনতার উপস্থিতি ও দোয়া কামনা করেছেন জামিয়ার মহাপরিচালক মাওলানা হাফেজ খোবাইব বিন তৈয়ব দাঃবাঃ। আমাদের অংশীদারদের দেখুন,shoes – কেতাদুরস্ত পাদুকা নেতাদের!

    জামিয়া প্রধানের একান্ত সচিব মাওলানা রহিমুল্লাহ বিশিষ্ট লেখক ও সাংবাদিক আলমগীর ইসলামাবাদীকে মোটো ফোনে জানান,
    শুক্রবার সকাল দশটা থেকে এছলাহি জোড় অনুষ্ঠিত হবে এবং বেলা তিনটায় খতমে বুখারী অনুষ্ঠান শুরু হয়ে আসরের পূর্বে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হবে, ইনশাআল্লাহ।

  • শুক্রবার চট্টগ্রামের জামিয়া জিরি মাদরাসায় এসলাহি জোড় ও ১০০তম খতমে বোখারী অনুষ্ঠিত হবে

    শুক্রবার চট্টগ্রামের জামিয়া জিরি মাদরাসায় এসলাহি জোড় ও ১০০তম খতমে বোখারী অনুষ্ঠিত হবে

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

     

    চট্টগ্রামের পটিয়া আল জামিয়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরির (জিরি মাদরাসা) এছলাহি জোড় ও ১০০তম খতমে বুখারী অনুষ্ঠান আগামী (০৫ মার্চ২১) শুক্রবার অনুষ্ঠিত হবে।
    হাটহাজারী মাদরাসার পর এবার জামিয়া জিরিতে শততম খতমে বুখারী অনুষ্ঠিত হতে যাচ্ছে।
    জোড়ে দেশের প্রত্যন্তাঞ্চলের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামগণ রূহানী বয়ান করবেন।এছলাহি জোড় ও খতমে বুখারীতে জামিয়ার সাবেক সফল পরিচালক পীরে কামেল আল্লামা শাহ্ মোহাম্মদ তৈয়ব (রহ.) এর খলিফাগণ, মুরিদান, মুহিব্বীন ও ধর্মপ্রাণ তৌহিদীজনতার উপস্থিতি ও দোয়া কামনা করেছেন জামিয়ার মহাপরিচালক মাওলানা হাফেজ খোবাইব বিন তৈয়ব দাঃবাঃ।

    জামিয়া প্রধানের একান্ত সচিব মাওলানা রহিমুল্লাহ বিশিষ্ট লেখক ও সাংবাদিক আলমগীর ইসলামাবাদীকে মোটো ফোনে জানান,
    শুক্রবার সকাল দশটা থেকে এছলাহি জোড় অনুষ্ঠিত হবে এবং বেলা তিনটায় খতমে বুখারী অনুষ্ঠান শুরু হয়ে আসরের পূর্বে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হবে, ইনশাআল্লাহ।

  • আনোয়ারায় দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ নাছির আটক

    আনোয়ারায় দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ নাছির আটক

    আনোয়ারা প্রতিনিধিঃ

     

    চট্টগ্রামের আনোয়ারায় দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ মো. নাছির (৩৩) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব।

    মঙ্গলবার (৩ মার্চ)উপজেলার চাতরী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জালাল সওদাগরের ঘর থেকে র‌্যাব-৭ এর একটি দল তাকে আটক করেছে।

    আটককৃত নাছির উত্তর চাতুরী গ্রামের মৃত জালাল সওদাগরের পুত্র। এসময় তার কাছ থেকে একটি ওয়ান শুটার গান, এক রাউন্ড গুলি, ছয়টি চাকু এবং ৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

    র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার ভোর রাতে আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের উত্তর চাতরী এলাকায় অভিযান চালিয়ে মো. নাছির নামে অস্ত্রধারী এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে ১ টি ওয়ান শুটার গান, ১ রাউন্ড গুলি, ৬ টি চাকু এবং ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

  • চট্টগ্রামের বাঁশখালী পৌরসভায় নতুন ভোটারদের মাঝে স্মার্টকার্ড বিতরণ শুরু

    চট্টগ্রামের বাঁশখালী পৌরসভায় নতুন ভোটারদের মাঝে স্মার্টকার্ড বিতরণ শুরু

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

     

    চট্টগ্রামের বাঁশখালীতে ২০১৯ সালে নতুনভাবে হওয়া ভোটারদের স্মার্টকার্ড বিতরন শুরু করেছেন বাঁশখালী উপজেলা নির্বাচন কার্যালয়।

    আজ মঙ্গলবার (০২ মার্চ ২১)থেকে (১৬ মার্চ ২১)পর্যন্ত বাঁশখালী পৌরসভা কার্যালয় এবং ১৪ টি ইউনিয়ন পরিষদে একদিন করে পর্যায়ক্রমে এসব স্মার্টকার্ড বিতরণ করা হবে। মোট বিতরণ করা হবে ১৮ হাজার ৬৪১ টি স্মার্টকার্ড। আজ সকাল ৯ টা থেকে পৌর কার্যালয়ে নতুন ভোটারদের মাঝে স্মার্টকার্ড বিতরন করেন পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা শেখ সেলিমুল হক চৌধুরী।এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা ফয়সাল আলম সহ নির্বাচন অফিস ও পৌরসভা কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

    আজ ২ মার্চ বাঁশখালী পৌরসভা কার্যালয়ে, ৩ মার্চ পুকুরিয়া ইউনিয়ন পরিষদে, ৪ মার্চ সাধনপুর ইউনিয়ন পরিষদে, ৫ মার্চ খানখানাবাদ ইউনিয়ন পরিষদে, ৬ মার্চ বাহারছড়া ইউনিয়ন পরিষদে, ৭ মার্চ কালীপুর ইউনিয়ন পরিষদে, ৮ মার্চ বৈলছড়ি ইউনিয়ন পরিষদে, ৯ মার্চ কাথারিয়া ইউনিয়ন পরিষদে, ১০ মার্চ সরল ইউনিয়ন পরিষদে, ১১ মার্চ শীলকূপ ইউনিয়ন পরিষদে, ১১ মার্চ গন্ডামারা ইউনিয়ন পরিষদে, ১৩ মার্চ চাম্বল ইউনিয়ন পরিষদে, ১৪ মার্চ শেখেরখীল ইউনিয়ন পরিষদে, ১৫ মার্চ পুঁইছড়ি ইউনিয়ন পরিষদে এবং ১৬ মার্চ ছনুয়া ইউনিয়ন পরিষদে এসব স্মার্টকার্ড বিতরণ করবে উপজেলা নির্বাচন কার্যালয়।

    এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ফয়সাল আলম বলেন, ২০১৯ সালে যারা নুতুন ভোটার হয়েছেন শুধু তাদেরকে এসব স্মার্টকার্ড প্রদান করা হচ্ছে । তাদের উভয় হাতের দশ আঙ্গুলের ছাপ এবং চোখের আইরিশের প্রতিচ্ছবি নেওয়া হয়েছে। আপাতত মোট ১৮ হাজার ৬৪১ টি স্মার্টকার্ড বিতরণ করা হবে।

    ২০০৮ সালের আগে যারা ভোটার হয়েছে পযার্য়ক্রমে তাদের কে ও দশ আঙ্গুলের ছাপ এবং চোখের আইরিশের প্রতিচ্ছবি নিয়ে স্মার্টকার্ড বিতরণ করা হবে।

  • আল্লামা নূর মোহাম্মদ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ফ্রি চিকিৎসা ক্যাম্প সম্পণ্ন।

    আল্লামা নূর মোহাম্মদ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ফ্রি চিকিৎসা ক্যাম্প সম্পণ্ন।

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

     

    বাঁশখালীর রত্নপুর গ্রামে আল্লামা নূর মোহাম্মদ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় গরীব দুঃস্থ অসহায় মানুষের জন্য ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা হয়,
    গতকাল (০১ মার্চ ২১) সোমবার সকাল ০৮ টা থেকে বিকাল ০৪ টা পর্যন্ত দুই শতাধিক এলাকার অসহায় ও গরীব রোগী ফ্রি চিকিৎসা সেবা গ্রহণ করেন।

    সার্বিক সহযোগিতা করেন বাঁশখালী এ্যপোলো হাসপাতাল।
    এ সময় উপস্থিত থেকে রোগীদের সার্বিকভাবে সেবা দেন অত্র ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা ওসমান গনী,
    উপস্থিত ছিলেন মাওলানা ফেরদৌস হালিম, মাওলানা ত্বকি ও ফাউন্ডেশনের সহকারী সচিব মাওলানা আবুল ফয়েজ, মাওলানা গোলাম কিবরিয়া, মাওলানা আমির হোসাইন, হাফেজ আব্দুর রশিদ, মুহাম্মদ হেলাল উদ্দিন, মোহাম্মদ বেলাল উদ্দীন,গ্রাম পুলিশ লোকমান ও
    জয়নাল আবেদীন সওদাগর প্রমুখ।

  • মিয়ানমার সীমান্তে বিজিবি-মাদক কারবারী গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে

    মিয়ানমার সীমান্তে বিজিবি-মাদক কারবারী গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে

    এম ডি জসিম উদ্দীন, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

     

    কক্সবাজারের উখিয়ায় মিয়ানমার সীমান্তে বিজিবি-মাদক কারবারী গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এতে কোন হতাহতের খবর পাওয়া না গেলেও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে তল্লাশী করে ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে।

    সোমবার সন্ধা সাড়ে ৬টার দিকে কক্সবাজার জেলার উখিয়া উপজেলাধীন ৪নং রাজাপালং ইউপির জলিলের গোদা নামক স্থানে এ ঘটনা ঘটে।

    কক্সবাজারস্থ ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.,কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ কতৃক রাতে প্রোরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

    তিনি জানান, ০১ মার্চ কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ রেজুআমতলী বিওপি’র সদস্যগণ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় ইয়াবা ব্যবসায়ী বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করতে পারে।

    উক্ত সংবাদের ভিত্তিতে রেজুআমতলী বিওপির একটি চৌকস আভিযানিক টহল দল কক্সবাজার জেলার উখিয়া উপজেলাধীন ৪নং রাজাপালং ইউপির জলিলের গোদা নামক স্থানে সেগুন বাগানের পার্শ্বে কৌশলগত অবস্থান নিয়ে ফাঁদ পেতে থাকে। পরবর্তীতে আনুমানিক সন্ধা সাড়ে ৬টার দিকে ৩-৪ জন চোরাকারবারী সীমান্ত এলাকা হতে বাংলাদেশের দিকে আসতে থাকে এবং বিজিবি টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা বিজিবি টহল দলকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। তৎক্ষণাৎ বিজিবি টহলদল তাদের জান-মাল, অস্ত্র-গোলাবারুদ এবং সরকারী সম্পদ রক্ষার্থে চোরাকারীরদের লক্ষ্য করে ফায়ার করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা লুঙ্গী দিয়ে মোড়ানো ব্যাগ ফেলে দ্রুত পাহাড়ী গহীন জঙ্গলের মধ্য দিয়ে মায়ানমারের দিকে পালিয়ে যায়।

    পরবর্তীতে টহল দল উক্ত স্থান হতে চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ১,২০,০০০ (এক লক্ষ বিশ হাজার) পীস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে, যার আনুমানিক মূল্য ৩,৬০,০০,০০০/- (তিন কোটি ষাট লক্ষ) টাকা। উক্ত ফায়ারে চোরাকারবারীরা গুলিবিদ্ধ হয়েছে কি না সে বিষয়ে জানা যায়নি। উল্লেখিত ফায়ারে কোন ধরণের হতাহতের ঘটনা ঘটেনি।

    তিনি আরো জানান, চলতি বছরের শুরু থেকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি টহলদল ৬ লাখ,৩৪ হাজার,৪৫৪ পিস বার্মিজ ইয়াবাসহ ৬৮ জন আসামী আটক করেছে।