Blog

  • টেকনাফে বসত বাড়ি থেকে মাদক ইয়াবার উদ্ধার

    টেকনাফে বসত বাড়ি থেকে মাদক ইয়াবার উদ্ধার

    টেকনাফ সদর, প্রতিনিধি।

     

    টেকনাফে মালিকবিহীন ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
    তবে এসময় কোন ইয়াবা ব্যবসায়ীকে আটক করতে পারেনি পুলিশ।

    ১৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ভোর রাতে টেকনাফ উপজেলার অন্তর্গত হোয়াইক্যং ইউনিয়ন খারিঙ্গাঘোনা এলাকা থেকে ইয়াবার এই চালানটি উদ্ধার করতে সক্ষম হয়।

    অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার (ওসি) হাফিজুর রহমান বলেন,গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি টেকনাফ হোয়াইক্যং ইউনিয়ন খারিঙ্গাঘোনা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন’র বসত বাড়িতে ইয়াবার একটি চালান মজুদ রয়েছে। উক্ত সংবাদের তথ্য অনুযায়ী, এসআই মুজিবর এর নেতৃত্বে পুলিশের একটি দল ঐ বাড়িতে অভিযান পরিচালনা করে ঘরের ভিতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২০ হাজার ইয়াবাবর্তী একটি পোটলা উদ্ধার করা হয়।

    তিনি আরো জানান, এই অভিযানটি পরিচালনা করার সময় পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক মাদক কারবারী ‘আনোয়ার’ কৌশলে পালিয়ে যায়।
    উদ্ধারকৃত ইয়াবার চালানের সাথে জড়িত থাকার অপরাধে আনোয়ারকে পলাতক আসামী করে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। তার বিরুদ্ধে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি।

  • উখিয়া সদর রাজাপালং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের হেফজখানা ও এতিমখানাতে কম্বল বিতরণ করা হয়

    উখিয়া সদর রাজাপালং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের হেফজখানা ও এতিমখানাতে কম্বল বিতরণ করা হয়

    কাজল আইচ, উখিয়া। 

    উখিয়া উপজেলার সদর রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা জনাব জাহাঙ্গীর কবির চৌধুরীর পক্ষ থেকে বিভিন্ন ওয়ার্ডের হেফজখানা ও এতিমখানার মধ্যে কম্বল বিতরণ করা হয়।

    এর মধ্যে ৪নং ওয়ার্ডের নবনির্মিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, চাকবৈঠা দারুল হেদায়া নূরানী মাদ্রাসা ও হেফজ খানা, ৫নং ওয়ার্ডের মধ্যে ক্যাম্পঢালা জামে মসজিদ সংলগ্ন হেফজখানা


    ৯নং ওয়ার্ডের উখিয়া ডিগ্রী কলেজ সংলগ্ন টি এনটি বায়তুশ শরফ কমপ্লেক্স হেফজখানা

    Exif_JPEG_420

    ৮নং ওয়ার্ডের পশ্চিম দরগাহবিল তাহফিজুল কুরআন মাদ্রাসা ও এতিমখানা এবং ৭নং ওয়ার্ডের স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ডেইলপাড়া হোছাইন বিন আলী (রাঃ) মাদ্রাসাতেও কম্বল বিতরণ করা হয়।

  • নিয়োগ বানিজ্য চলছে মহেশখালীর অফসোর হাইস্কুলে

    নিয়োগ বানিজ্য চলছে মহেশখালীর অফসোর হাইস্কুলে

    কক্সবাজার জেলা প্রতিনিধি।

     

    মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের অফসোর হাইস্কুলে চলছে নিয়োগ বানিজ্য ৷ এই স্কুলের কমিটির সদস্যদের বিরুদ্ধে রয়েছে নিয়োগের নামে মোটা অংকের টাকা লেনদেনের অভিযোগ ৷
    কমিটির সদস্যদের চাহিদা মাফিক টাকা দিতে না পারলে পরীক্ষা বাতিল করা সহ নানান অনিয়মের অভিযোগ রয়েছে ৷

    ভুক্তভোগীদের অভিযোগের আলোকে অনুসন্ধানে বেরিয়ে আসতে থাকে একে একে নানান চমকপ্রদ তথ্য ৷
    অনুসন্ধানে জানা যায়, উক্ত স্কুলের সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার পদে নিয়োগ পরীক্ষার আয়োজন করা হয় ৷
    প্রার্থীদের নম্বর কমের অজুহাত দেখিয়ে ঐ পরীক্ষাটি বাতিল করে স্কুল পরিচালনা কমিটি ৷
    একই পদে পুনরায় পরীক্ষা নেওয়ার জন্যে ২০২০ সালের শেষের দিকে মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ে ভেন্যু নির্ধারণ করা হয় ৷
    উক্ত পদের একজন প্রার্থী তাহামিনা ইয়াসমিনের অভিযোগের ভিত্তিতে পুনরায় উক্ত নিয়োগ পরীক্ষা বাতিল করা হয় ৷
    তাহামিনা ইয়াসমিনের সাথে কথা বললে তিনি জানান, খুবই চুপিসারে উক্ত পরীক্ষা নেওয়ার বন্দোবস্ত করা হয় ৷ আমাদেরকে কোন ধরনের প্রবেশপত্র ইস্যু না করে পরীক্ষার বন্দোবস্ত করা হলে আমি উপজেলা নির্বাহী অফিসার, জেলা শিক্ষা অফিসার, শিক্ষা সচিবের কাছে অভিযোগ করি ৷ উক্ত অভিযোগের ভিত্তিতে পরীক্ষাটি বাতিল করা হয় বলে তিনি জানান ৷

    অনুসন্ধানে আরও জানা যায়,
    উক্ত পদে চলতি মাসের ৫ফেব্রুয়ারি চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে পুনরায় পরীক্ষা নেওয়া হয় ৷ নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী ০৬জন প্রার্থীদের মধ্যে ক্রমান্বয়ে প্রার্থীদের প্রাপ্ত নাম্বার ছিলো ৩৯, ২৮, ১৯, ১৯, ১৮ ও ১৫ ৷
    এই পরীক্ষার পরপরেই শুরু হয় পরীক্ষা বাতিল করার নানান কলা কৌশল ৷
    জানা যায়, কমিটির সদস্যদের পছন্দের এক মহিলা প্রার্থীকে নিয়োগ দিতে নানান ছলচাতুরির আশ্রয় গ্রহণ করে স্কুল পরিচালনা কমিটি ৷ পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত প্রার্থীকে বাদ দিয়ে তৃতীয় স্থান অধিকারী প্রার্থীকে নিতে তোড়জোড় শুরু হলে বেরিয়ে আসতে থাকে আরও নানান চমকপ্রদ তথ্য ৷
    এ নিয়ে কমিটির মাঝে মনোমালিন্যের সৃষ্টি হলে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ আসে ৷
    লিখিত অভিযোগের ভিত্তিতে তিনি স্কুল কমিটির সদস্যদেরকে মৌখিকভাবে সতর্ক করলে কমিটির সদস্যরা এতে ক্ষিপ্ত হয়ে প্রশ্ন ফাঁসের অভিযোগ তুলে পরীক্ষা বাতিলের নানান কলাকৌশল রচনা করতে থাকে ৷

    এবিষয়ে বক্তব্য জানতে নিয়োগ পরীক্ষা বোর্ডের সদস্য, চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন, স্কুল কমিটির সদস্য ও কুতুবজোম ইউপির প্যানেল চেয়ারম্যান নুর হোসাইন, মহেশখালী একাডেমিক সুপারভাইজার ও উক্ত স্কুলের প্রধান শিক্ষকের সাথে কথা বললে প্রত্যেকেই একবাক্যে স্বীকার করেন- আমরা সকলে উপস্থিতিতেই পরীক্ষা নেওয়া হয় ৷ এবং প্রশ্ন
    ফাঁসের বিষয়ে জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে তারা বলেন, এমন অভিযোগ ভুয়া মিথ্যা ভিত্তিহীন বলে উড়িয়ে দেন ৷

    স্কুল ম্যানেজিং কমিটির দাতা সদস্য সাইফুল হক সিকদারের সাথে কথা বললে তিনি এনিয়ে বিনিয়ে প্রশ্ন ফাঁসের বিষয়টি তুলে আনেন ৷ তবে কমিটির অপরাপর সদস্যদের সাথে প্রতিবেদকের কথা হয়েছে মর্মে জানানো হলে তিনি আমতা আমতা করে ফোন কেটে দেন ৷

    উক্ত স্কুলের সভাপতি এডভোকেট নুরুল হুদার সাথে প্রতিবেদকের কথা হলে তিনি প্রশ্ন ফাঁসের বিষয়টি সামনে এনে বলেন, পরীক্ষার সময় তিনি দেরিতে উপস্থিত হন এবং আমার অনুপস্থিতে পরিক্ষা শুরু করা হয় ৷
    তিনি আরও বলেন, আমাদের স্কুলে আগামী শনিবার মিটিং আছে ৷ মিটিং শেষে সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করা হবে ৷
    নিয়োগ কমিটির অপর সদস্য কুতুবজোম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুর হোসেন বলেন,” আমরা পূর্ব রুটিন মাফিক বিগত ৫ তারিখ নিয়োগ কমিটির সকল সদস্য উপস্থিত হয়ে সবার সামনে তৎক্ষনাৎ প্রশ্ন তৈরী করে পরীক্ষা নেওয়া হয় এবং পরীক্ষা শেষে আমরা চলে আসি।”

    তবে শেষ খবর পাওয়া পর্যন্ত স্কুল ম্যানেজিং কমিটি উক্ত নিয়োগ পরীক্ষাটি বাতিল করে ১৮ ফেব্রুয়ারি স্থানীয় এক পত্রিকায় পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে ৷

    স্কুলের দাতা সদস্য সাইফুল হক সিকদারের পছন্দের এক মহিলা প্রার্থীকে নিতে তার সাথে প্রায় পাঁচ লক্ষ টাকা নগদে লেনদেন হয় বলে বিশ্বস্ত সূত্রে জানা যায় ৷
    দাতা সদস্যের ঘুষ গ্রহণের খবরটি চারিদিকে ছড়িয়ে পড়লে তার সন্তান প্রতিবেদককে মোবাইল ফোনে হুমকি দেন ৷

  • কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমানের সন্ত্রাসী হামলার তিব্র নিন্দা জানান

    কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমানের সন্ত্রাসী হামলার তিব্র নিন্দা জানান

    কাজল আইচ, উখিয়া। 

     

    কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান মাহবুব সন্ত্রাসী হামলায় আহত হয়ে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন, পরদিন সকালে তাকে দেখতে ছুটে যান উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের রুপকার দুই দুইবার নির্বচিত সফল চেয়ারম্যান জননেতা জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী, সাথে ছিলেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক প্রেসিডেন্ট আলী আহাম্মদ।

  • টেকনাফ উপজেলা ছাত্রলীগের সম্মেলন নিয়ে তৃণমূল কর্মীদের জল্পনা কল্পনার শেষ নেই

    টেকনাফ উপজেলা ছাত্রলীগের সম্মেলন নিয়ে তৃণমূল কর্মীদের জল্পনা কল্পনার শেষ নেই

    ওসমান আল-হুমাম, কক্সবাজার জেলা প্রতিনিধি।

     

    আসছে ২৫ ফেব্রুয়ারি, ২০২১ টেকনাফ উপজেলা ছাত্রলীগের বহুল প্রতীক্ষিত সম্মেলন। এ আকাঙ্ক্ষিত সম্মেলনকে ঘিরে হাজার হাজার তৃণমূল কর্মীদের মধ্যে দেখা দিয়েছে উচ্ছ্বাস উদ্দীপনা। ঝিমিয়ে পড়া হাজার হাজার নেতাকর্মী এখন উজ্জীবিত। সবাই সোস্যাল মিডিয়া সোচ্চার হয়ে নেতৃত্বের পরিবর্তনের কথা বলে পোস্ট করছেন। শিক্ষা শান্তি প্রগতির পতাকাবাহী বাংলাদেশ ছাত্রলীগ টেকনাফ উপজেলা শাখার প্রতিটি কর্মীর মধ্যে এখন সাজ সাজ রব৷ চলছে নানা জল্পনা কল্পনা। কে হচ্ছেন টেকনাফ উপজেলা ছাত্রলীগের নতুন কাণ্ডারী। কে হচ্ছেন শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড। জোর আওয়াজে শুনা যাচ্ছে সভাপতি প্রার্থী হিসেবে সদ্য প্রয়াত সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ আলীর কনিষ্ঠ পুত্র কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারেক মাহমুদ রনি ও বর্তমান টেকনাফ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুন্নার নাম। সাধারণ সম্পাদক পদে আসছে একাধিক প্রার্থীর নাম। তন্মধ্যে মুহাম্মদ শাহীন, আব্দুল বাসেত, তারকে মাহমুদ নূর, প্রশান্ত পলাশ, সাইয়েদ আমীন নিশান, সাইফুল ইসলাম সোহাদ, ইব্রাহীম বাবুল। এছাড়া বিশেষ সূত্রে জানা যাচ্ছে সাধারণ সম্পাদক পদে এমপি পুত্র শাওন আরমানেরও নাম।
    উপমহাদেশের প্রাচীনতম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ দুর্যোগ দুর্বিপাকে এদেশের মানুষের পাশে থেকেছে সবসময় সর্বত্র। সেই ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন কোনো সিন্ডিকেটের হাতে যুগযুগ ধরে কব্জা হয়ে থাকবে, তা কোনোভাবে মেনে নেয়া যায় না। এমনটি আওয়ামীপ্রেমী মানুষের প্রত্যাশা। ৫ বছর পরে হলেও সম্মেলনের ডেট ঘোষণা করবার জন্য কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি/সাধারণ সম্পাদককে প্রশংসার সাগরে ভাসাচ্ছে তৃণমূলের নেতাকর্মীরা। সবার প্রত্যাশা নতুন নেতৃত্বের মাধ্যমে টেকনাফের ছাত্র রাজনীতির সোনালি ঐতিহ্য ফিরে এসে সংগঠনের গতিশীলতা বাড়বে এবং টেকনাফ উপজেলা ছাত্রলীগের প্রতিটি ইউনিট সুসংহত হবে।
    অনেকে ব্যথিত হয়ে বলছেন ২৫ তারিখ সম্মেলনে বর্তমান টেকনাফ উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুন্না সভাপতি প্রার্থী হওয়া মোটেও উচিত হচ্ছে না। এবং সাইফুল ইসলাম মুন্নার সভাপতি প্রার্থী হবার বিষয়টি টেকনাফ উপজেলা ছাত্রলীগের প্রতিটি কর্মীর মনে প্রচণ্ডভাবে আঘাত করেছে বলেও অনেকে মন্তব্য করছেন। তৃণমূলের নেতাকর্মীরা বলেন, একজন মানুষ ৪ মেয়াদে সাধারণ সম্পাদক থাকবার পরও এখনো ছাত্রলীগ করবার খায়েশ তার শেষ হচ্ছে না, যা অত্যন্ত দুঃখজনক এবং নীতিবহির্ভূতও বটে। হ্নীলা ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ নাসির আপসোসের সুরে বলেন, কিছু কথা অপ্রিয় হলেও সত্য সাইফুল ইসলাম মুন্না ভাই ৪ মেয়াদে তথা ৮-১০ বছর সাধারণ সাধারণ সম্পাদক পদে থাকা অবস্থায় টেকনাফ উপজেলা ছাত্রলীগকে আদর্শের মহিমায় গড়ে তোলা তো দূরের কথা, বরং প্রতিটি ইউনিটে ইউনিটে কমিটি পাল্টা কমিটি করে অন্তঃদ্বন্দ্ব জিইয়ে রেখেছেন। হোয়াইক্যং ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুহুল আমীন বলেন, সাইফুল ইসলাম মুন্না ভাই টাকার বিনিময়ে ইয়াবা ব্যবসায়ী ও রাজাকার পুত্র/নাতীদের হাতে কমিটি দিয়ে জন্ম দিয়েছে বহু বিতর্কের। কলঙ্কিত করেছে আন্দোলন সংগ্রাম থেকে জন্ম নেয়া বাংলাদেশ ছাত্রলীগকে। এমনকি গত উপজেলা নির্বাচনে সাইফুল ইসলাম মুন্না ভাই দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা মার্কার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ আলীর বিরুদ্ধে গিয়ে মোটরসাইকেল প্রার্থীর জন্য জানবাজি রেখে কাজ করেছেন এবং তার নির্দেশে টেকনাফের অধিকাংশ ছাত্রলীগ কর্মী নৌকার বিরুদ্ধে ভোট করে নৌকার প্রার্থীকে ডুবিয়েছেন। বাহারছড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিজান বলেন, আমাদের মতো কিছু সংখ্যক ছাত্রলীগ কর্মী সাইফুল ইসলাম মুন্না ভাইয়ের কথা অমান্য করে মুজিবাদর্শে অটল থেকে নৌকার পক্ষে কাজ করাতে তার রোষানলে পড়ে হুমকিধামকি, ভয়ভীতির সম্মুখীন হয়েছি তথা আমাদের কমিটি ফ্রিজ করে দেয়ার মতো অবস্থাও ঘটেছে। সত্যিকার অর্থে শতো বাঁধা উপেক্ষা করেও বুকে মুজিবাদর্শ ধারণ করা ছাত্রলীগ কর্মীরা টেকনাফ এলাকায় এখন ভীষণরকম কোনঠাসা। বলা চলে টেকনাফে অনেকটা একনায়কতন্ত্র শাসনব্যবস্থা কায়েম করবার মতো ৮-১০ বছর ধরে একপ্রকার রামরাজত্ব চালাচ্ছে সাইফুল ইসলাম মুন্না। আমরা মনে করি আগামী ২৫ ফেব্রুয়ারি সম্মেলনের মধ্যে দিয়ে এ কলঙ্কজনক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটবে। আমরা এও মনে করি সন্মেলনের স্থান অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং কাউন্সিলর লিস্ট অস্বচ্ছ। যেহেতু ৮-১০ বছর ধরে সাইফুল ইসলাম মুন্না ভাই ৪ মেয়াদে সাধারণ সম্পাদক হিসেবে বহাল তবিয়তে আছেন, সেহেতু সে বেছেবেছে তার অত্যন্ত অনুগতদের কাউন্সিলর করবে তা বলবার অপেক্ষা রাখে না, সহজে অনুমেয়। তাই আমাদের আকুল আবেদন কক্সবাজার জেলা আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দের প্রতি সম্মেলনের দিন পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করে স্বচ্ছ, পরিচ্ছন্ন ও ত্যাগী নেতা নির্বাচন করবার মাধ্যমে টেকনাফ উপজেলা ছাত্রলীগের কলঙ্ক ঘোচানোর পথকে আপনারা সুগম করবেন।
    টেকনাফ উপজেলার সচেতন মানুষ কক্সবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটির উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে প্রত্যাশা করেন, সাদ্দাম মারুফের হাত ধরে টেকনাফ উপজেলা ছাত্রলীগের নতুন নেতৃত্ব নির্বাচিত হয়ে একটি মাইলফলক রচনা হবে। সর্বোপরি এতোদিন ধরে গঞ্জনা বঞ্চনার শিকার হয়ে আসা তৃণমূল নেতাকর্মীদের মাঝে প্রাণের সঞ্চার ঘটবে বলেও সাধারণ মানুষ মনে করেন।

  • কক্সবাজার সদরে ঝরেপড়া ২১০০ শিক্ষার্থীকে আলোর মুখ দেখাবে স্কাস

    কক্সবাজার সদরে ঝরেপড়া ২১০০ শিক্ষার্থীকে আলোর মুখ দেখাবে স্কাস

    কক্সবাজার সদর উপজেলা প্রতিনিধি

     

    শিক্ষার আলোয় আসছে কক্সবাজার সদরের ঝরেপড়া ২১০০ শিক্ষার্থী। ওই জেলা সদরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন’ প্রোগ্রামের আওতায় তাদের শিক্ষা দেয়া হবে। আর এই কর্মসূচি বাস্তবায়ন করছে এনজিও সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা (স্কাস)।

    মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) এ বিষয়ক উপজেলা পর্যায়ের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সদরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর আয়োজনে সদর উপজেলা প্রশাসন এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার সুইটি।
    তিনি বলেন, একটি শিশুও যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।

    সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থা স্কাস’র চেয়ারম্যান জেসমিন প্রেমার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা প্রোগ্রাম ম্যানেজার তোফাজ্জল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সহকারী পরিচালক মোঃ আব্দুল হামিদ, মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা তাহেরা। এসময় জেসমিন প্রেমা জানান, সদর উপজেলার ২১০০ জন শিক্ষার্থীকে শিক্ষার আলোয় নিয়ে আসা হবে।

    আউট অব চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের পরিচালনায় এসময় মুখ্য আলোচকের বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান চৌধুরী, সাংবাদিক তৌফিকুল ইসলাম লিপু, ঝিলংজা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান খালেদা আক্তার, পোকখালীর ইউপি চেয়ারম্যান রফিক আহম্মদ, ইসলামপুরের ইউপি চেয়ারম্যান আবুল কালাম, ভারুয়াখালীর ইউপি চেয়ারম্যান সফিকুর রহমান প্রমুখ।

  • কক্সবাজার জেলা ইসলামী আন্দোলন এর পূর্ণাঙ্গ কমিটির শপথ ও পরিচিতি অনুষ্ঠান সম্পন্ন

    কক্সবাজার জেলা ইসলামী আন্দোলন এর পূর্ণাঙ্গ কমিটির শপথ ও পরিচিতি অনুষ্ঠান সম্পন্ন

    ওসমান আল-হুমাম, কক্সবাজার জেলা প্রতিনিধি।

     

    কক্সবাজারকে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা হাতপাখার জন্য সারা দেশের একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে কক্সবাজার জেলা শাখার সকল দায়িত্বশীলকে নিজের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখতে হবে। কেন্দ্রীয় পরিকল্পনার সুষ্ঠু বাস্তবায়ন করার পাশাপাশি সকলের কাছে গণ দাওয়াত পৌঁছে দেয়ার মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী হুকুমত প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখছে তা বাস্তবায়নের জন্য দায়িত্বশীল হিসেবে আমাদের উপর অর্পিত হয়েছে এক গুরুদায়িত্ব। আজকে জেলার সকল দায়িত্বশীল শপথ গ্রহণ করার মধ্য দিয়ে এ পথে অগ্রযাত্রা শুরু হল। দেশের মানুষকে কাঙ্খিত মুক্তি ও সত্যিকারের স্বাধীনতার সুফল দিতে গেলে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার কোন বিকল্প নেই। ইসলামের প্রশান্তির আলোকে সকলের কাছে পৌঁছে দেয়ার জন্য জেলা কমিটি কার্যকর ভূমিকা রাখবে। জেলা দায়িত্বশীলদের শপথ ও পরিচিতি অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ আলী উপরোক্ত কথা বলেন।
    আজ 16 ই ফেব্রুয়ারি ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার 2021- 22 সেশনের জেলা দায়িত্বশীলদের শপথ ও পরিচিতি অনুষ্ঠান জেলা সভাপতি মওলানা মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী মাওলানা মোহাম্মদ শোয়াইব এর পরিচালনায় জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
    উপস্থিত জেলা দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ আলী।
    শপথ গ্রহণকারী জেলা দায়িত্বশীলদের মধ্যে রয়েছেন যথাক্রমে সভাপতি মওলানা মোহাম্মদ আলী, সহ-সভাপতি মাওলানা আবুল হাশেম, সহ-সভাপতি মুফতি আব্দুল গফুর নদীম, সেক্রেটারী মাওলানা মোহাম্মদ শোয়াইব, জয়েন্ট সেক্রেটারী মাওলানা ফরিদুল আলম, সংগঠনিক সম্পাদক প্রভাষক রাশেদ আনোয়ার, সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফেজ শফিউল আলম, প্রচার সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন শাওন, সহকারী প্রচার সম্পাদক মাওলানা সেলিম উদ্দিন, দপ্তর সম্পাদক মাওলানা ফজলুল করিম, সহ-দপ্তর সম্পাদক মাওলানা শুয়াইব কবির, অর্থ সম্পাদক হাফেজ মাওলানা মোহাম্মদ ইসমাইল জাফর, সহ: অর্থ সম্পাদক মাওলানা কামাল উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হাফেজ মুহাম্মদ হোছাইন, সরকারী প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আমিরুল ইসলাম, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতি ওসমান আল হুমাম, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, শ্রমবিষয়ক সম্পাদক আব্দুর রউফ লাভলু, সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান কন্ট্রাক্টার, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রিদওয়ানুল কবির, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক আলহাজ্ব বদিউল আলম, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মুফতি নুরুল্লাহ সিকদার, সদস্য আলহাজ্ব নুরুল আমিন, সদস্য মোহাম্মদ আব্দুর রহিম, সদস্য কমিশনার নূর মোহাম্মদ মাঝু, সদস্য মোহাম্মদ ফারুক এবং সদস্য মোহাম্মদ তকী উদ্দিন সিকদার।

  • কর্ণফুলীতে নৌকা ডুবে একজনের মৃত্যু

    কর্ণফুলীতে নৌকা ডুবে একজনের মৃত্যু

    আনোয়ারা ( চট্টগ্রাম)প্রতিনিধি

     

    চট্টগ্রামের কর্ণফুলী নদীর ১২ নম্বর ঘাটে যাত্রীবাহী একটি নৌকা ডুবে সৈকত বড়ূয়া (২৮) নামে এ ব্যাক্তি নিহত ও ২ জন গুরুতর আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় এ দুর্ঘটনা ঘটে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কয়েকজন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

    স্থানীয় সূত্রে জানাযায়, মঙ্গল বার সকাল ৯ টায় যাত্রীবাহী একটি ইঞ্জিন চালিত নৌকা কর্ণফুলী উপজেলার ১২ নম্বর ঘাট থেকে ১২-১৫ জন যাত্রী নিয়ে চট্টগ্রাম শহরের উদ্দেশ্য যাওয়ার পথে কর্ণফুলী নদীতে ডুবে যায়। এসময় আস-পাশের নৌকার সহায়তায় যাত্রীরা উদ্ধার হলেও সৈকত বড়ুয়া (২৮), মো. সালাউদ্দিন (২৫) ও মোহাম্মদ ইব্রাহিম (৪০) নামে ৩ যাত্রীকে আশংঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সৈকত বড়–য়াকে মৃত ঘোষনা করেন। নিহত সৈকত বড়ূয়া বড়উঠান ইউনিয়নের দক্ষিণ শাহমীরপুর এলাকার প্রশান্ত বড়ূয়ার ছেলে । তবে এখন কয়েকজন যাত্রী নিখোঁজ থাকতে পারে স্থানীয়রা জানায়।

    কোস্ট গার্ডের স্টাফ অফিসার লে. কমান্ডার হাবিবুর রহমান জানান, যাত্রীবাহী ডুবে যাওয়া নৌকা ও যাত্রীদের উদ্ধারে নৌবাহিনী ও কোস্ট গার্ডের ২ টি টিম কাজ করছে। ডুবে যাওয়া নৌকা ভেসে উঠেছে। তল্লাশি অভিযান চলছে।

  • টেকনাফে পুলিশের অভিযানে ইয়াবাসহ এক নারী আটক

    টেকনাফে পুলিশের অভিযানে ইয়াবাসহ এক নারী আটক

    টেকনাফ প্রতিনিধি।

    কক্সবাজারে টেকনাফে পৌরসভা শাপলা চত্বর টমটম গাড়িতে অভিযান চালিয়ে ৩ হাজার ও নগদ ১ লাখ টাকাসহ এক মহিলা পাচারকারীকে আটক করেছে পুলিশ। আটককৃত আসামী হল, সাবরাং ইউনিয়নের আলীর ডেইল এলাকার মোঃ জয়নাল এর স্ত্রী রাশেদা বেগম (৩০)।

    ১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল ৫ টার সময় টেকনাফ পৌরসভা শাপলা চত্বর থেকে এসব ইয়াবাসহ আটক করা হয়।

    বিষয়টি নিশ্চত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজুর রহমান বলেন, মঙ্গলবার বিকালে গোপন সংবাদে খবরে থানা পুলিশের এসআই বাতেন, জায়েদ সানাউল-এর নেতৃত্বে একটি দল টেকনাফ পৌরসভা শাপলা চত্বরে টমটম গাড়িতে অভিযান চালিয়ে এক নারীকে আটক করে। এসময় তার সাথে থাকা ব্যাগের ভেতর থেকে ৩ হাজার পিস ইয়াবা ও নদগ এক লাখ টাকা উদ্ধার করা হয়।

    তিনি বলেন, আটককৃত নারীর বিরুদ্ধে মাদক মামলা দিয়ে কক্সবাজার কারাগারে পাঠানো হয়েছে।

  • রেজু বরইতলী উচ্চ বিদ‍্যালয়ের নবম শ্রেণির ছাত্র বাবু স্বপন তঞ্চঙ্গ‍্যাঁর মৃত্যুতে UkhiyaVoice24.Com এর নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রতিনিধি এম ডি জসিম উদ্দিনের শোক

    রেজু বরইতলী উচ্চ বিদ‍্যালয়ের নবম শ্রেণির ছাত্র বাবু স্বপন তঞ্চঙ্গ‍্যাঁর মৃত্যুতে UkhiyaVoice24.Com এর নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রতিনিধি এম ডি জসিম উদ্দিনের শোক

    নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রতিনিধির প্রতিবেদক।

     

    বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু বরইতলী উচ্চ বিদ‍্যালয়ের নবম শ্রেণির ছাত্র, বাবু স্বপন তঞ্চঙ্গ‍্যাঁ

    গতরাতে নিজবাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেছে।
    তাঁর এই অকাল মৃত্যুতে পরিবারের প্রতি গভীরভাবে মর্মাহত ও শোকাভিভূত করছি। তার মৃত্যুতে ঘুমধুম ইউনিয়ন যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক এবং উখিয়া ভয়েস২৪ডটকম এর নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রতিনিধি এম ডি জসিম উদ্দিনের গভীর শোক প্রকাশ করেছেন।