Blog

  • বাঁশখালীতে সড়ক দূর্ঘটনার মহোৎসব শুরু:প্রয়োজন রোডের উপর থেকে ফুটপাত ও কাঁচাবাজার মুক্ত করা

    বাঁশখালীতে সড়ক দূর্ঘটনার মহোৎসব শুরু:প্রয়োজন রোডের উপর থেকে ফুটপাত ও কাঁচাবাজার মুক্ত করা

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

     

    ১৬ ফেব্রূয়ারী’২১ ইং, এখনো দিনের অর্ধেক সময় পার হয়েছে। সকাল ৯ টায় তৈলারদ্বীপ সেতুর টোলপ্লাজার সামনে বাঁশখালী সুপার সার্ভিস বনাম স্পেশাল সার্ভিসের জমজমাট মুখোমুখি লড়াইয়ে দুটি ষাঁড়ের শিং ভেঙ্গেছে-কপাল ফেটে খানখান হয়েছে-হৃৎপিন্ডে মারাত্বক
    আঘাতপ্রাপ্ত হয়ে গাড়ী দুটি বর্তমানে আইসিইউ’র কোমায় রয়েছে।

    এর রেশ শেষ হতে না হতেই ড্যাম্পার ট্রাকের লড়াই ছোট্ট মিনি সিএনজি’র সাথে। চেচুরিয়া ইব্রাহিম চেয়ারম্যানের বাড়ি ঘাঁটায় ডেম্পার ও সিএনজি মুখোমুখি লড়াইয়ে(সংঘর্ষ) আহত হন শিক্ষক ও চালক সহ ৩ জন!
    চলুক সড়কে গাড়ী নামক দানবের লড়াই। প্রশাসন দেখতে থাকুক। জনগন মরুক নির্বিচারে, অঙ্গহানী ঘটুক। এতে কার কি এসে যায়–!!! রাত পর্যন্ত অপেক্ষা করুন, দেখি আর কত লড়াইয়ের খবর আপনাদের জানানো যায়। আর আপনারাও আমাদের বন্ধুদের পোস্ট দেখে দেখে শুধু হা-হুতাশ করতে থাকুন। আপনারা পারবেননা বন্ধুরা-? সড়ক দুর্ঘটনা রোধে লাগাতার বড় একটা আন্দোলন গড়ে তুলতে? এছাড়া আর যে কোন বিকল্প দেখা যাচ্ছেইনা বন্ধুরা। আন্দোলন আর প্রতিবাদের আওয়াজ তুলুন প্লিজ।

  • স্মার্ট গ্রুপের একটি প্রয়াস ইসলামিক রিয়েলিটি শো ‘BM LP GAS ইসলামিক আইকন- ২০২১

    স্মার্ট গ্রুপের একটি প্রয়াস ইসলামিক রিয়েলিটি শো ‘BM LP GAS ইসলামিক আইকন- ২০২১

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

     

    আসছে পবিত্র মাহে রমজান উপলক্ষে শুরু হচ্ছে দেশব্যাপী জাতীয় প্রতিযোগিতা ও মেগা রিয়েলিটি শো ‘বিএম এলপি গ্যাস ইসলামিক আইকন ২০২১’। এই অনুষ্ঠানে ইসলামিক কারেন্ট নলেজে পারদর্শী কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রতিভাবান ছাত্রছাত্রীরা অংশ নেবেন। প্রতিযোগিতার প্রশ্নোত্তর থাকবে মহাগ্রন্থ আল-কুরআন ও হাদিসের শব্দানুবাদ, বাক্যানুবাদ, শানে-নুজুল, ব্যাখ্যা, শিক্ষা ও বিধিবিধান।

    এই রিয়েলিটি শো’র বিভাগ ও জেলা পর্যায়ে দেশব্যাপী অডিশন পর্ব শুরু হবে আগামী ২০ ফেব্রুয়ারি ২১, থেকে চলবে ২৮ ফেব্রুয়ারি ২১, পর্যন্ত। বাছাইকৃতদের ঢাকায় এনে ৬ মার্চ থেকে গ্রুমিং করানো হবে। আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি২১ ইং সকালে রাজধানীর বায়তুল ভিউ টাওয়ারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গার্ডিয়ান রিসার্চ ফাউন্ডেশন ও সেন্ট্রাল শরিয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস-এর চেয়ারম্যান প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার, স্মার্ট গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বিএম এনার্জি বিডি লিমিটেডের পরিচালক মাহফুজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধ্যাপক ড. নকীব মুহাম্মদ নসরুল্লাহ, বায়তুল মোকাররমের ভারপ্রাপ্ত খতিব মুফতি মহিবুল্লাহিল বাকী নদভী, ইসলামিক আইকনের পরিচালক খালিদ সাইফুল্লাহ বকসী প্রমুখ।

    অনুষ্ঠানটির মূল পর্বে বিজয়ী ১ম, ২য় ও ৩য় সহ মোট ১০ জনকে পুরস্কৃত করা হবে, যা দিয়ে তারা বিদেশে উচ্চশিক্ষা ও ওমরাহ হজ্জ্ব পালনের সুযোগ পাবেন। অনুষ্ঠানটিতে বিচারক হিসেবে থাকবেন দেশ বিদেশের প্রখ্যাত আলেমে দ্বীন ও ইসলামিক স্কলারগণ।

    বিএম এনার্জি বিডি লিমিটেডের পরিচালক মাহফুজুর রহমান দেশব্যাপী জাতীয় প্রতিযোগিতা ও মেগা রিয়েলিটি শো ‘বিএম এলপি গ্যাস ইসলামিক আইকন- ২০২১’ এর গর্বিত স্পন্সর হিসেবে অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করেন। বিএম এনার্জি (বিডি) লিঃ ২০১৫ সাল থেকে দেশের এনার্জি সেক্টরে এলপিজি খাতে “বিএম এলপি গ্যাস” ব্র্যান্ডের মাধ্যমে এলপিজি আমদানী ও বাজারজাতকরণ করে আসছে।

    উল্লখ্যে, অনুষ্ঠানটি আসছে মাহে রমজান থেকে প্রচার হবে বেসরকারি টেলিভিশন চ্যানেল জিটিভিতে।

  • ঘুমধুমের ইউনিয়নের বরইতলী থেকে ৫০ হাজার ইয়াবাসহ ১ উপজাতি আটক

    ঘুমধুমের ইউনিয়নের বরইতলী থেকে ৫০ হাজার ইয়াবাসহ ১ উপজাতি আটক

    এম ডি জসিম উদ্দীন, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

     

    নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের বরইতলী মগপাড়া হতে ৫০ হাজার পিস ইয়াবাসহ এক উপজাতি যুবক আটক হয়েছে।
    রোববার দিবাগত রাতে রেজুপাড়া বিওপির বিজিবির অভিযানে মেংক্যাইন তংচংগ্যা (২২) কে ইয়াবাসহ আটক করা হয়।

    কক্সবাজার -৩৪ বিজিবি ব্যাটলিয়ন অধিনায়ক লেঃকর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ ইয়াবাসহ উপজাতি ইয়াবা কারবারির মেংক্যাইনকে আটকের সত্যতা নিশ্চিত করেন।এক গোপন সংবাদের ভিত্তিতে রেজুপাড়া বিওপির সদস্যরা বড়ইতলী গ্রামের মংতাচিং তংচংগ্যার ছেলে মেংক্যাইন তংচংগ্যার বাড়ীর মাচাঙয়ের উপর হতে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়া আটককৃত ইয়াবা সে পাচারের লক্ষে গোপনে মজুদ করেছিল গণ্যমান্য লোকজনের
    উপস্থিতিতে রোববার দিবাগত রাত দেড়টার দিকে এসব ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। জব্দকৃত ইয়াবার মূল্য প্রায় দেড়কোটি টাকা। আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে বলে কক্সবাজার -৩৪ বিজিবি ব্যাটলিয়ন অধিনায়ক লেঃকর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ জানান।এদিকে স্থানিয় মেম্বার ঘটনার সত্যতা স্বীকার করেন।

  • Untitled post 2355

    বাঁশখালী উপজেলা চেয়ারম্যানের মায়ের রোগ মুক্তির জন্য দোয়া মাহফিল

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-

    বাঁশখালীর সাবেক এমপি এডভোকেট সুলতান উল কবির চৌধুরীর সহধর্মীনি ও বাঁশখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালিব সাদলি সাহেবের মমতাময়ী আম্মাজান অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
    মহীয়সী নারী বেগম সুলতান উল কবির চৌধুরীর রোগ মুক্তি কামনায় দারুল কারীম মাদরাসায় খতমে কোনআন এবং দোয়া মাহফিল
    আজ (১৪ ফেব্রুয়ারি ২১)রবিবার সকালে অনুষ্ঠিত হয়। এতে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন দারুল কারীম মাদরাসার পরিচালক সাংবাদিক মাওলানা শফকত হোসাইন চাটগামী। উপস্থিত ছিলেন,সমাজ সেবক মমতাজ উদ্দীন, শিক্ষক মাওলানা হাফেজ আবদুল মালেক, মাওলানা হাফেজ হামিদ উল্লাহ, মাওলানা হাফেজ মাহমুদুল হাছান, মাওলানা হাফেজ আজম, মাওলানা হাফেজ মিজানুর রহমান, মাস্টার ইসমাঈল, মুহাম্মদ মনছুর প্রমুখ।
    এসময় বেগম সুলতান উল কবির চৌধুরীর রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।

  • কক্সবাজারের কৃতি সন্তান রাশেদ আনোয়ার জাতীয় শিক্ষক ফোরামের সহকারি সাংগঠনিক সম্পাদক মনোনীত

    কক্সবাজারের কৃতি সন্তান রাশেদ আনোয়ার জাতীয় শিক্ষক ফোরামের সহকারি সাংগঠনিক সম্পাদক মনোনীত

    ওসমান আল-হুমাম, কক্সবাজার জেলা বিশেষ প্রতিনিধি।

     

    কক্সবাজারের টেকনাফ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা পরিবারের সন্তান টেকনাফ উপজেলার প্রথম বি. এ মরহুম কামাল আহমদ বি. এ এর সুযোগ্য নাতি পালংখালী ফারিরবিল আলিম মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক রাশেদ আনোয়ার জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সহকারী সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মনোনীত হয়েছেন।
    শিক্ষকতা জীবনে বহু আদর্শ নাগরিক সৃষ্টির কারিগর, ছাত্রদের কাছে অত্যন্ত প্রিয়মুখ, এককালের রাজপত কাপানো তুখোড় মেধাবী সাবেক ছাত্রনেতা প্রভাষক রাশেদ আনোয়ারকে আজ ১২ ফেব্রুয়ারি জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সরকারি সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) হিসেবে মনোনীত করে শপথ বাক্য পাঠ করান ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমির আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই। তিনি শিক্ষক পরিবারের সন্তান হিসাবে নিজেকে ছাত্রজীবন থেকে একজন আদর্শ শিক্ষক হিসেবে গড়ে তোলার জন্য প্রচেষ্টা চালিয়েছেন। তারা সফল প্রতিফলন শিক্ষকতা জীবনে প্রতিফলিত হয়েছে। ছাত্রজীবনে তিনি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন টেকনাফ কলেজ শাখার সভাপতি, কক্সবাজার সরকারি কলেজ শাখার সভাপতি এবং ছাত্র আন্দোলনের কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক, চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক ও অনেকগুলো সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।
    এদিকে প্রভাষক রাশেদ আনোয়ার জাতীয় শিক্ষক ফোরাম এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মনোনীত হওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ আলী এবং সেক্রেটারী মাও: মুহাম্মদ শুয়াইবসহ ইসলামী যুব আন্দোলন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, তরুন আলেম উদ্যোক্তার চেয়ারম্যান মুফতি ওসমান আল-হুমাম আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ তাহার উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেন এবং জাতি গড়ার কারিগর হিসেবে আদর্শ জাতি গঠনের আরো বেশি ভূমিকা রাখবেন বলে আশা পোষণ করেন।
    আগামীর দিনগুলোতে তাহার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

  • ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্র পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ এক স্কুল ছাত্র আটক হয়েছে

    ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্র পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ এক স্কুল ছাত্র আটক হয়েছে

    এম ডি জসিম উদদীন :নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

     

    বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্র পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ এক স্কুল ছাত্র আটক হয়েছে।

    বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ঘুমধুমের টিভি রিলে উপকেন্দ্রের পূর্ব পাশের এলাকায় বিশেষ অভিযান চালান ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশ।ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃদেলোয়ার হোসেন এর নেতৃত্বে এএস আই রবিউল সহ সঙ্গীয় পুলিশ দল গোপন সংবাদের ভিত্তিতে নুরুল আমিন প্রকাশ আলো(১৬) নামের এক স্কুল ছাত্রকে আটক করে।এসময় তার শরীরে বিশেষ কায়দায় রাখা ১৯ শত পিচ ইয়াবা উদ্ধার করেন।আটক নুরুল আমিন প্রকাশ আলো উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালীর নাজির হোসেন খলিফার ছেলে।সে বালুখালী কাসেমিয়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র।

    নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি)মুহাম্মদ আলমগীর হোসেন জানিয়েছেন,আটক আসামীর নামে মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।মামলায় পলাতক আরও ৩ আসামী রয়েছে।

  • ঐতিহ্য বাহি ঘুমধুম ইউনিয়নের অন্তর্গত ০৯ নং ওয়ার্ডের রেজু ভালুকিয়া পাড়া জামে মসজিদের পরিচালনা কমিটি সম্পন্ন

    ঐতিহ্য বাহি ঘুমধুম ইউনিয়নের অন্তর্গত ০৯ নং ওয়ার্ডের রেজু ভালুকিয়া পাড়া জামে মসজিদের পরিচালনা কমিটি সম্পন্ন

    এম ডি জসিম উদ্দিন, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

    ডাঃ মুক্তার আহম্মদ কে সভাপতি এবং ঘুমঘুম ইউনিয়ন যুবলীগ নেতা এম ডি জসিম উদ্দীন কে সাধারণ সম্পাদক করে ৬ সদস্য বিশিষ্ট মসজিদ পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।অত্র মসজিদের মহল্লাবাসী এ কমিটি গঠন করেন।

  • নিরাপদ সড়কের দাবীতে ইসলামী যুব আন্দোলন বাঁশখালী উপজেলা শাখার “যুব বন্ধন” অনুষ্ঠিত

    নিরাপদ সড়কের দাবীতে ইসলামী যুব আন্দোলন বাঁশখালী উপজেলা শাখার “যুব বন্ধন” অনুষ্ঠিত

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

     

    সম্প্রতি বাঁশখালীর প্রধান সড়কে ক্রমবর্ধমান সড়ক দূর্ঘটনা রোধ ও নিরাপদ সড়কের জন্য ১৯ দফা দাবীতে ‘যুব বন্ধন’ এর অায়োজন করে ইসলামী যুব অান্দোলন বাঁশখালী উপজেলা শাখা।

    অদ্য ১১ ফ্রেব্রুয়ারী-২১ ইং (বৃহস্পতিবার) দুপুর সাড়ে ১২টায় শাখা সভাপতি এম মোবারক হোসাইন অাসিফ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাও. জাহাঙ্গীর এর সঞ্চালনায় অনুষ্টিত যুব বন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী অান্দোলন বাংলাদেশ- চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারি আলহাজ্ব মাওলানা হাফেজ রুহুল্লাহ তালুকদার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী যুব অান্দোলন-চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক এস.এম. ফয়জুল্লাহ, ইসলামী অান্দোলন বাংলাদেশ- বাঁশখালী উপজেলা শাখার সেক্রেটারি, মাওলানা জসিম উদ্দিন মিজবাহ, যুব নেতা মাও. জাওয়াদুল করীম, ইসলামী শাসনতন্ত্র ছত্র আন্দোলন বাঁশখালী থানার সাবেক সভাপতি ছাত্রনেতা অব্বাস উদ্দীন, সহ-সভাপতি ছাত্রনেতা লোকমান হাকিম।

    বাঁশখালীতে ক্রমবর্ধমান সড়ক দূর্ঘটনা-রোধে ও যানযটমুক্ত নিরাপদ সড়কের দাবীতে যুব অান্দোলনের ১৯ দফা দাবী সমূহ মধ্যে রয়েছেঃ-
    ১. রাস্তা প্রশস্তকরণ, ড্রেন নির্মাণ ও কমপক্ষে ৩` (ফিট) ফুটপাত রেখে রাস্তা সংস্কার করতে হবে।
    ২. জেব্রা ক্রসিং, ফুট ওভারব্রীজ ও অান্ডার পাসের ব্যবস্থা করতে হবে।
    ৩. শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও ধর্মীয় উপসনালয়সহ সকল জনসমাগমপূর্ণ এলাকায় গতিরোধকের ব্যবস্থা করতে হবে।
    ৪. স্পীড ব্রেকারে সবসময় সচ্চ বুঝা যায় মতো রঙের ব্যবস্থা ও সড়কের মধ্যে দ্বিবিভাজন চিহ্নের ব্যবস্থা করতে হবে।
    ৫. সড়কের মূল সিমানায় স্থাপিত বৈদ্যুতিক খুঁটি ও অবৈধ স্থাপনা সরাতে হবে।
    ৬. প্রধান সড়কের পাশে বাজার বসা ও মালামাল রাখা নিষিদ্ধ করতে হবে।
    ৭. সড়কের প্রতিটি বাজার ও জনসমাগমে ট্রাফিক পুলিশের ব্যবস্থা করতে হবে।
    ৮. মোটর সাইকেলে দুইজনের অধিক চলা নিষেধ।
    ৯. হেলমেটবিহীন মোটর বাইক চালানো নিষিদ্ধ করতে হবে।
    ১০. যান্ত্রিক ত্রুটিযুক্ত ও ফিটনেসবিহীন যানবাহন নিষিদ্ধ করতে হবে।
    ১১. অপ্রাপ্ত বয়স্ক এবং লাইসেন্স বিহীন ড্রাইভারের গাড়ী চালনা নিষিদ্ধ করতে হবে।
    ১২. যানবহনে চালক-যাত্রী সকলের ধুমপানসহ যাবতীয় নেশাজাতীয় দ্রব্য ব্যবহারকারীদের কঠোর ব্যবস্থা গ্রহন করতে হবে।
    ১৩. গাড়ীতে গান-বাজনা নিষিদ্ধ করতে হবে।
    ১৪. ট্রাফিক অাইন অমান্যকারীদের যথযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
    ১৫. বাস, ট্রাক, পিকঅাপ ও সিএনজির টার্মিনাল করতে হবে।
    ১৬. মারাত্মক ঝুকিপূর্ণ বাঁক সংস্কার করতে হবে।
    ১৭. শব্দ ও বায়ু দূষনযুক্ত সকল যানবাহনকে দণ্ডায়িত করতে হবে।

    যুব বন্ধন শেষে মোবারক হোছাইন আসিফ এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারক লিপি প্রদান করেন।

  • ভোলার তজুমদ্দিনে যৌতুকের দাবীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

    ভোলার তজুমদ্দিনে যৌতুকের দাবীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

    স্টাফ রিপোর্ট,ভোলা

     

    ভোলার তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের শিবপুর ১ নং ওয়ার্ডের বাবুল মাহাজন বাড়ীর ফরহাদের স্ত্রী আকলিমা বেগম (২৭) কে যৌতুকের দাবিতে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। স্বামী ফরহাদ সহ শ্বশুর বাবুল মাহাজন ও শাশুড়ি সাহানারা, মহিউদ্দিন, জান্নাতের বিরুদ্ধে এ হত্যার অভিযোগ করেন নিহত আকলিমা বেগমের পরিবার। বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের নিহত আকলিমার বাবা আজিজুল অভিযোগ করে বলেন, আমার মেয়ে আকলিমা বেগমের ৯ বছর আগে বিবাহ হয়। বিবাহের পর থেকে যৌতুকের জন্য নির্যাতন চালাত ফরহাদসহ তার পরিবার। বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ মিমাংসা হয়। গতকাল বুধবার রাতে আকলিমার স্বামীসহ তার পরিবার আমার মেয়েকে পিটিয়ে হত্যা করে।
    এঘটনায় ফরহাদ ও তার পরিবারবর্গ পলাতক রয়েছে।

    এরিপোর্ট লেখা পর্যন্ত নিহত আকলিমা বেগমের লাশ স্বামীর বাড়িতে রয়েছে। স্থানীয়রা তজুমদ্দিন থানায় জানান।

  • লালমোহনে করোনা ভ্যাকসিন নিলেন পৌর আওয়ামী লীগের আহ্বায়ক – বাদল পঞ্চায়েত

    লালমোহনে করোনা ভ্যাকসিন নিলেন পৌর আওয়ামী লীগের আহ্বায়ক – বাদল পঞ্চায়েত

    সাহিদুর রহমান, লালমোহন ভোলা প্রতিনিধি

     

    ভোলার লালমোহনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ও ভোলা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন এমপি মহোদয়ের নির্দেশে কোভিড-১৯ করোনা প্রতিরোধক ভ্যাকসিন নিচ্ছেন, লালমোহন পৌরসভা আওয়ামীলীগের আহ্বায়ক জনাব সফিকুল ইসলাম বাদল পঞ্চায়েতসহ পৌরসভা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ।