Blog

  • ভোলায় পৌর নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অপরাধে ৬৪ হাজার টাকা জরিমানা

    ভোলায় পৌর নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অপরাধে ৬৪ হাজার টাকা জরিমানা

    সাহিদুর রহমান, ভোলা প্রতিনিধি

    ভোলা পৌর নির্বাচনে নির্বাচনী আচরন বিধি লঙ্ঘন করার অপরাধে ৮ প্রার্থীর কর্মীকে ৬৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপরদিকে ভোলা পৌরসভার ৪নং ওয়ার্ডে কাউন্সির প্রার্থী শওকত হোসেন ও আসাদ হোসেন জুম্মানের কর্মী সমর্থকদের মধ্যে সংর্ঘষ হামলা ভাংচুরের ঘটনায় ভোলা থানায় একটি মামলা হয়েছে।
    সংশ্লিষ্ট সূত্র জানান, ভোলা পৌর এলাকায় নির্বাচনী প্রচারনা কালে আচরন বিধি লঙ্ঘন করার অপরাধে শুক্রবার অভিযান চালিয়ে ৮ জনকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রায়হানুল ইসলাম ৬৪ হাজার টাকা জরিমানা করেন। অপরদিকে বৃহস্পতিবার রাতে মোঃ ফারুক বাদী হয়ে আসাদ হোসেন জুম্মানের পক্ষে ভোলা সদর থানায় ৩০ জনের নামে এবং ১৭০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা করেন। ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন মামলা হওয়ংার কথা নিশ্চিত করেন। অপরদিকে কাউন্সির প্রার্থী শওকত হোসেনের পক্ষ থেকে একটি মামলার প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

  • বাঁশখালীতে নিরাপদ সড়কের দাবিতে যুববন্ধনের পর একুশে ফাউন্ডেশনের মানববন্ধন অনুষ্ঠিত

    বাঁশখালীতে নিরাপদ সড়কের দাবিতে যুববন্ধনের পর একুশে ফাউন্ডেশনের মানববন্ধন অনুষ্ঠিত

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

     

    জনপ্রিয় সৃজনশীল স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন একুশে ফাউন্ডেশন চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে বাঁশখালীতে সড়ক দুর্ঘটনারোধ এবং নিরাপদ সড়কের দাবিতে মানব বন্ধন অনুষ্টিত হয়েছে।আজ ১৯ ফেব্রুয়ারী ২১, শুক্রবার বিকাল ০৪টায় চাম্বল বাজারের দক্ষিন প্রান্তে অনুষ্টিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক শামিম উল্লাহ আদিল। এতে একুশে ফাউন্ডেশন বাঁশখালী উপজেলা শাখার স্বেচ্ছাসেবক টিমের সদস্যবৃন্দ, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাহিত্য বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম তুষার, এডমিন এহসান উল্লাহ, মাহমুদুল হক, জিএন কবির চৌধুরী, সাকিব, ফারুকুল ইসলাম, রহিম, আবরার আবদুল্লাহ,ইসলামী আন্দোলন নেতা হাফেজ শেখ কাইছার ইকবাল সহ বিভিন্ন পেশার সাধারন জনতাও মানববন্ধনে অংশগ্রহন করেন।
    উল্লেখ্যঃ চলতি বছরের শুরু থেকে হঠাৎ অাশংখাজনক হারে বাঁশখালীর প্রধান সড়কে সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পাওয়ার পরও প্রশাসিনক নিরবতায় জনমনে ক্রমান্বয়ে ক্ষোভের সঞ্চার হতে থাকে। সোস্যাল মিডিয়ার বিভিন্ন অঙ্গনে সড়ক দুর্ঘটনারোধ ও নিরাপদ সড়কের দাবীতে ব্যাপকহারে আবেদন-অনুরোধ ও প্রস্তাবনা সহ লেখালেখি হয়ে আসলেও আজোবধি প্রশাসনিক কার্যকরী কোন পদক্ষেপ পরিলক্ষিত না হওয়ার পরিপ্রেক্ষিতে অবশেষে নিরাপদ সড়কের দাবী উম্মুক্ত আন্দোলনে রুপ নিচ্ছে। বাঁশখালীর প্রধান সড়কের উপর থেকে কাঁচা বাজার ও ফুটপাত তুলে দেওয়া, সড়ক প্রশস্তকরনের আগে এস আলম, সান লাইন পরিবহনের মত দ্রুত গতির গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা, গাড়ি পার্কিংয়ের নিদ্দৃষ্ট জায়গায় মিনি টার্মিনাল নির্মান, অদক্ষ ও ড্রাইভিং লাইসেন্সবিহীন চালকদের প্রতিরোধ, প্রধান সড়কের যত্রতত্র গাড়ি পার্কিং নিয়ন্ত্রন, হেলমেটবিহীন বাইক ড্রাইভিংসহ গতি নিয়ন্ত্রনে প্রশাসনিক পদক্ষেপ, প্রধান সড়কের গুরুত্বপুর্ন পয়েন্টে ট্রাফিক পুলিশ নিয়োগ সহ লবন ও মাছ পরিবহনের গাড়ির পানিতে সড়ক পিচ্ছিল হয়ে পড়া নিয়ন্ত্রনে প্রশাসনিক কঠোর পদক্ষেপের দাবীতে উম্মুক্ত প্রতিবাদ ক্রমান্বয়ে গন আন্দোলনে রুপ নেওয়ার ধারাবাহিকতায় একুশে ফাউন্ডেশনের আয়োজনে আজকের এ মানববন্ধন অনুষ্টিত হল। মানববন্ধন থেকে একুশে ফাউন্ডেশন নেতৃবৃন্দ বাঁশখালীর প্রধান সড়ক থেকে লাশের মিছিল থামাতে অনতিবিলম্বে আলোচিত দাবী বাস্তবায়নের মাধ্যমে কার্যকরী পদক্ষেপ গ্রহনের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান।

  • ভোজন বাড়ি শুভ উদ্বোধন করলেন চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী

    ভোজন বাড়ি শুভ উদ্বোধন করলেন চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী

    কাজল আইচ, উখিয়া। 

     

    আজ জুমার নামাজের পর, উখিয়া স্টেশন চত্বর, নুরু হোটেল সংলগ্ন এ ভোজন বাড়ি হোটেলটি শুভ উদ্বোধন করের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।

    এ নিউ ভোজন বাড়ি হোটেলের সত্বাধিকারি হচ্ছেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিনিয়র কন্ট্রাকটর ফরিদুল আলম।

    উক্ত উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী, 
    উখিয়া স্টেশন জামে মসজিদের সম্মানিত খতীব হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেব,

    অন্যান্যদের মধ্যে রয়েছেন সদর ইউনিয়নের মেম্বার আব্দুল হক, ৯নং ওয়ার্ডের মেম্বার হেলাল উদ্দিন, বিশিষ্ট কন্ট্রাকটর মুফিজ মিয়া,বিশিষ্ট ব্যবসায়ী কামাল উদ্দিন প্রমুখ।

    অভিজ্ঞ বাবুছি দ্বারা রান্না ও মনোরম পরিবেশে খাওয়া দাওয়ার সু-ব্যবস্থা রয়েছে এ ভোজন বাড়ির দরবারে।

  • ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর ২০২১-২২ সেশনের কমিটি গঠিত

    ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর ২০২১-২২ সেশনের কমিটি গঠিত

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

     

    রাজনীতি গণমানুষের কল্যাণের জন্য; প্রতিহিংসার রাজনীতি কারো কাম্য নয়
    -মহাসচিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ

    ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর ২০২১-২২ সেশনের নব গঠিত মহানগর কমিটির দায়িত্বশীলদের শপথগ্রহণ গতকাল (১৮ ফেব্রুয়ারি২১) বৃহস্পতিবার বিকাল ৩ টায় মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মহানগর সভাপতি আলহাজ্ব জান্নাতুল ইসলাম এর সভাপতিত্বে ও সেক্রেটারি আল মোহাম্মদ ইকবালের সঞ্চালনায় অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

    অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, রাজনীতি মানুষের কল্যাণের জন্য। যে রাজনীতিতে গণমানুষের কল্যাণ নেই তা কেউ করতে পারে না। তিনি বলেন, রাজনীতি কোনো ভোগের বিষয় নয় বরং মানবতার কল্যাণে নিবেদিত। রাজনীতির এক শ্রেণির উচ্চাভিলাষীরা আমাদের দেশের রাজনীতির লক্ষ্যচ্যুতি করেছে। কল্যাণকামী ও উৎপাদনমুখী রাজনৈতিক ধারা প্রতিষ্ঠা ছাড়া মানবতার কাঙ্খিত মুক্তি সম্ভব নয়।

    তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতিতে গুণগত পরিবর্তনের জন্যে কাজ করে যাচ্ছে। বর্তমানে দেশে সুস্থ ধারার রাজনীতি নেই। মানুষের নাগরিক ও মানবিক অধিকার ভুলুণ্ঠিত। দেশে একদলীয় ও কর্তৃত্ববাদী শাসন চলছে। নিয়মতান্ত্রিক রাজনীতির পথ রুদ্ধ করে রেখেছে সরকার। তিনি বলেন, সর্বত্র ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। মানুষের জান-মাল, ইজ্জত আব্রুর নিরাপত্তা নেই। সরকার প্রশাসনকে দলীয় স্বার্থে ব্যবহার করে সর্বত্র দুর্নীতি, লুটপাট কায়েম করছে।

    তিনি আরো বলেন, দেশকে সমৃদ্ধ, আত্মনির্ভরশীল ও কল্যাণরাষ্ট্রে পরিণত করার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দেশকে কল্যাণরাষ্ট্রে পরিণত করতে পারলে সর্বত্র ইনসাফ প্রতিষ্ঠা হবে। তিনি মানুষের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য সকলকে ইসলামী আন্দোলনের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

    অনুষ্ঠানে ২০২১-২২ সেশনের নব গঠিত মহানগর কমিটির দায়িত্বশীলগণ শপথ গ্রহণ করেন। এরপরে তাদেরকে নিম্মোক্ত বিভাগের দায়িত্ব অর্পণ করা হয়।

    ১ সভাপতি- আলহাজ্ব মোঃ জান্নাতুল ইসলাম
    ২ সহ সভাপতি- আলহাজ্ব মোঃ আবুল কাশেম মাতাব্বর
    ৩ সহ সভাপতি- আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম
    ৪ সেক্রেটারী- আলহাজ্ব আল মোঃ ইকবাল
    ৫ জয়েন্ট সেক্রেটারী- আলহাজ্ব মীর আহমদ
    ৬ সাংগঠনিক সম্পাদক- ডা. মোঃ রেজাউল করিম
    ৭ সহ- সাংগঠনিক সম্পাদক- মুফতী ইব্রাহিম আনোয়ারী
    ৮ প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক- মোঃ তরিকুল ইসলাম
    ৯ সহ- প্রচার ও দাওয়াহ্ বিষয়ক সম্পাদক- মাওলানা জাওয়াদুল করিম
    ১০ দফতর সম্পাদক- মুহাম্মাদুল হাসান চৌধুরী
    ১১ সহ- দফতর সম্পাদক- মোঃ ইয়াসির আরাফাত
    ১২ অর্থ ও প্রকাশনা সম্পাদক- মোঃ কামাল হোসেন খাঁন
    ১৩ সহ- অর্থ ও প্রকাশনা সম্পাদক- আলহাজ্ব এ.টি এম আমীর হোসেন
    ১৪ প্রশিক্ষণ সম্পাদক- মাওলানা সানা উল্যাহ নূরী
    ১৫ সহ- প্রশিক্ষণ সম্পাদক- মুফতী রিদুওয়ানুল হক শামসী
    ১৬ ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক- এইচ এম জামশেদ
    ১৭ শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক- প্রফেসর নজিরুল ইসলাম
    ১৮ আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক- এড. হাবিবুর রহমান আজাদ
    ১৯ কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক- মাওঃ মোঃ ওয়ায়েজ হোসেন ভূঁইয়া
    ২০ মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক- মাওলানা আনোয়ার হোসেন
    ২১ সমাজ কল্যাণ সম্পাদক- মাওলানা মোঃ আমজাদ হোসেন
    ২২ মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক- মোঃ আলী পাটোয়ারী
    ২৩ সংখ্যালঘু বিষয়ক সম্পাদক- আলহাজ্ব মাওলানা মোঃ রফিকুল আলম
    ২৪ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক- আলহাজ্ব মোঃ আব্দুল করিম
    ২৫ সদস্য- হাফেজ মাও. মাসুম বিল্লাহ
    ২৬ সদস্য- আলহাজ্ব মোঃ আব্দুল্লাহ মুজাহিদ
    (২৭ -৩৯) জেলা মহিলা ইউনিট থেকে ১৩ জন সদস্য।

  • টেকনাফে বসত বাড়ি থেকে মাদক ইয়াবার উদ্ধার

    টেকনাফে বসত বাড়ি থেকে মাদক ইয়াবার উদ্ধার

    টেকনাফ সদর, প্রতিনিধি।

     

    টেকনাফে মালিকবিহীন ২০ হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
    তবে এসময় কোন ইয়াবা ব্যবসায়ীকে আটক করতে পারেনি পুলিশ।

    ১৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ভোর রাতে টেকনাফ উপজেলার অন্তর্গত হোয়াইক্যং ইউনিয়ন খারিঙ্গাঘোনা এলাকা থেকে ইয়াবার এই চালানটি উদ্ধার করতে সক্ষম হয়।

    অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার (ওসি) হাফিজুর রহমান বলেন,গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি টেকনাফ হোয়াইক্যং ইউনিয়ন খারিঙ্গাঘোনা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন’র বসত বাড়িতে ইয়াবার একটি চালান মজুদ রয়েছে। উক্ত সংবাদের তথ্য অনুযায়ী, এসআই মুজিবর এর নেতৃত্বে পুলিশের একটি দল ঐ বাড়িতে অভিযান পরিচালনা করে ঘরের ভিতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২০ হাজার ইয়াবাবর্তী একটি পোটলা উদ্ধার করা হয়।

    তিনি আরো জানান, এই অভিযানটি পরিচালনা করার সময় পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক মাদক কারবারী ‘আনোয়ার’ কৌশলে পালিয়ে যায়।
    উদ্ধারকৃত ইয়াবার চালানের সাথে জড়িত থাকার অপরাধে আনোয়ারকে পলাতক আসামী করে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। তার বিরুদ্ধে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি।

  • উখিয়া সদর রাজাপালং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের হেফজখানা ও এতিমখানাতে কম্বল বিতরণ করা হয়

    উখিয়া সদর রাজাপালং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের হেফজখানা ও এতিমখানাতে কম্বল বিতরণ করা হয়

    কাজল আইচ, উখিয়া। 

    উখিয়া উপজেলার সদর রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা জনাব জাহাঙ্গীর কবির চৌধুরীর পক্ষ থেকে বিভিন্ন ওয়ার্ডের হেফজখানা ও এতিমখানার মধ্যে কম্বল বিতরণ করা হয়।

    এর মধ্যে ৪নং ওয়ার্ডের নবনির্মিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান, চাকবৈঠা দারুল হেদায়া নূরানী মাদ্রাসা ও হেফজ খানা, ৫নং ওয়ার্ডের মধ্যে ক্যাম্পঢালা জামে মসজিদ সংলগ্ন হেফজখানা


    ৯নং ওয়ার্ডের উখিয়া ডিগ্রী কলেজ সংলগ্ন টি এনটি বায়তুশ শরফ কমপ্লেক্স হেফজখানা

    Exif_JPEG_420

    ৮নং ওয়ার্ডের পশ্চিম দরগাহবিল তাহফিজুল কুরআন মাদ্রাসা ও এতিমখানা এবং ৭নং ওয়ার্ডের স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ডেইলপাড়া হোছাইন বিন আলী (রাঃ) মাদ্রাসাতেও কম্বল বিতরণ করা হয়।

  • নিয়োগ বানিজ্য চলছে মহেশখালীর অফসোর হাইস্কুলে

    নিয়োগ বানিজ্য চলছে মহেশখালীর অফসোর হাইস্কুলে

    কক্সবাজার জেলা প্রতিনিধি।

     

    মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের অফসোর হাইস্কুলে চলছে নিয়োগ বানিজ্য ৷ এই স্কুলের কমিটির সদস্যদের বিরুদ্ধে রয়েছে নিয়োগের নামে মোটা অংকের টাকা লেনদেনের অভিযোগ ৷
    কমিটির সদস্যদের চাহিদা মাফিক টাকা দিতে না পারলে পরীক্ষা বাতিল করা সহ নানান অনিয়মের অভিযোগ রয়েছে ৷

    ভুক্তভোগীদের অভিযোগের আলোকে অনুসন্ধানে বেরিয়ে আসতে থাকে একে একে নানান চমকপ্রদ তথ্য ৷
    অনুসন্ধানে জানা যায়, উক্ত স্কুলের সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার পদে নিয়োগ পরীক্ষার আয়োজন করা হয় ৷
    প্রার্থীদের নম্বর কমের অজুহাত দেখিয়ে ঐ পরীক্ষাটি বাতিল করে স্কুল পরিচালনা কমিটি ৷
    একই পদে পুনরায় পরীক্ষা নেওয়ার জন্যে ২০২০ সালের শেষের দিকে মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ে ভেন্যু নির্ধারণ করা হয় ৷
    উক্ত পদের একজন প্রার্থী তাহামিনা ইয়াসমিনের অভিযোগের ভিত্তিতে পুনরায় উক্ত নিয়োগ পরীক্ষা বাতিল করা হয় ৷
    তাহামিনা ইয়াসমিনের সাথে কথা বললে তিনি জানান, খুবই চুপিসারে উক্ত পরীক্ষা নেওয়ার বন্দোবস্ত করা হয় ৷ আমাদেরকে কোন ধরনের প্রবেশপত্র ইস্যু না করে পরীক্ষার বন্দোবস্ত করা হলে আমি উপজেলা নির্বাহী অফিসার, জেলা শিক্ষা অফিসার, শিক্ষা সচিবের কাছে অভিযোগ করি ৷ উক্ত অভিযোগের ভিত্তিতে পরীক্ষাটি বাতিল করা হয় বলে তিনি জানান ৷

    অনুসন্ধানে আরও জানা যায়,
    উক্ত পদে চলতি মাসের ৫ফেব্রুয়ারি চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ে পুনরায় পরীক্ষা নেওয়া হয় ৷ নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী ০৬জন প্রার্থীদের মধ্যে ক্রমান্বয়ে প্রার্থীদের প্রাপ্ত নাম্বার ছিলো ৩৯, ২৮, ১৯, ১৯, ১৮ ও ১৫ ৷
    এই পরীক্ষার পরপরেই শুরু হয় পরীক্ষা বাতিল করার নানান কলা কৌশল ৷
    জানা যায়, কমিটির সদস্যদের পছন্দের এক মহিলা প্রার্থীকে নিয়োগ দিতে নানান ছলচাতুরির আশ্রয় গ্রহণ করে স্কুল পরিচালনা কমিটি ৷ পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত প্রার্থীকে বাদ দিয়ে তৃতীয় স্থান অধিকারী প্রার্থীকে নিতে তোড়জোড় শুরু হলে বেরিয়ে আসতে থাকে আরও নানান চমকপ্রদ তথ্য ৷
    এ নিয়ে কমিটির মাঝে মনোমালিন্যের সৃষ্টি হলে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ আসে ৷
    লিখিত অভিযোগের ভিত্তিতে তিনি স্কুল কমিটির সদস্যদেরকে মৌখিকভাবে সতর্ক করলে কমিটির সদস্যরা এতে ক্ষিপ্ত হয়ে প্রশ্ন ফাঁসের অভিযোগ তুলে পরীক্ষা বাতিলের নানান কলাকৌশল রচনা করতে থাকে ৷

    এবিষয়ে বক্তব্য জানতে নিয়োগ পরীক্ষা বোর্ডের সদস্য, চকরিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন, স্কুল কমিটির সদস্য ও কুতুবজোম ইউপির প্যানেল চেয়ারম্যান নুর হোসাইন, মহেশখালী একাডেমিক সুপারভাইজার ও উক্ত স্কুলের প্রধান শিক্ষকের সাথে কথা বললে প্রত্যেকেই একবাক্যে স্বীকার করেন- আমরা সকলে উপস্থিতিতেই পরীক্ষা নেওয়া হয় ৷ এবং প্রশ্ন
    ফাঁসের বিষয়ে জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে তারা বলেন, এমন অভিযোগ ভুয়া মিথ্যা ভিত্তিহীন বলে উড়িয়ে দেন ৷

    স্কুল ম্যানেজিং কমিটির দাতা সদস্য সাইফুল হক সিকদারের সাথে কথা বললে তিনি এনিয়ে বিনিয়ে প্রশ্ন ফাঁসের বিষয়টি তুলে আনেন ৷ তবে কমিটির অপরাপর সদস্যদের সাথে প্রতিবেদকের কথা হয়েছে মর্মে জানানো হলে তিনি আমতা আমতা করে ফোন কেটে দেন ৷

    উক্ত স্কুলের সভাপতি এডভোকেট নুরুল হুদার সাথে প্রতিবেদকের কথা হলে তিনি প্রশ্ন ফাঁসের বিষয়টি সামনে এনে বলেন, পরীক্ষার সময় তিনি দেরিতে উপস্থিত হন এবং আমার অনুপস্থিতে পরিক্ষা শুরু করা হয় ৷
    তিনি আরও বলেন, আমাদের স্কুলে আগামী শনিবার মিটিং আছে ৷ মিটিং শেষে সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করা হবে ৷
    নিয়োগ কমিটির অপর সদস্য কুতুবজোম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুর হোসেন বলেন,” আমরা পূর্ব রুটিন মাফিক বিগত ৫ তারিখ নিয়োগ কমিটির সকল সদস্য উপস্থিত হয়ে সবার সামনে তৎক্ষনাৎ প্রশ্ন তৈরী করে পরীক্ষা নেওয়া হয় এবং পরীক্ষা শেষে আমরা চলে আসি।”

    তবে শেষ খবর পাওয়া পর্যন্ত স্কুল ম্যানেজিং কমিটি উক্ত নিয়োগ পরীক্ষাটি বাতিল করে ১৮ ফেব্রুয়ারি স্থানীয় এক পত্রিকায় পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে ৷

    স্কুলের দাতা সদস্য সাইফুল হক সিকদারের পছন্দের এক মহিলা প্রার্থীকে নিতে তার সাথে প্রায় পাঁচ লক্ষ টাকা নগদে লেনদেন হয় বলে বিশ্বস্ত সূত্রে জানা যায় ৷
    দাতা সদস্যের ঘুষ গ্রহণের খবরটি চারিদিকে ছড়িয়ে পড়লে তার সন্তান প্রতিবেদককে মোবাইল ফোনে হুমকি দেন ৷

  • কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমানের সন্ত্রাসী হামলার তিব্র নিন্দা জানান

    কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমানের সন্ত্রাসী হামলার তিব্র নিন্দা জানান

    কাজল আইচ, উখিয়া। 

     

    কক্সবাজার পৌরসভার প্যানেল মেয়র ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান মাহবুব সন্ত্রাসী হামলায় আহত হয়ে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন, পরদিন সকালে তাকে দেখতে ছুটে যান উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের রুপকার দুই দুইবার নির্বচিত সফল চেয়ারম্যান জননেতা জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী, সাথে ছিলেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক প্রেসিডেন্ট আলী আহাম্মদ।

  • টেকনাফ উপজেলা ছাত্রলীগের সম্মেলন নিয়ে তৃণমূল কর্মীদের জল্পনা কল্পনার শেষ নেই

    টেকনাফ উপজেলা ছাত্রলীগের সম্মেলন নিয়ে তৃণমূল কর্মীদের জল্পনা কল্পনার শেষ নেই

    ওসমান আল-হুমাম, কক্সবাজার জেলা প্রতিনিধি।

     

    আসছে ২৫ ফেব্রুয়ারি, ২০২১ টেকনাফ উপজেলা ছাত্রলীগের বহুল প্রতীক্ষিত সম্মেলন। এ আকাঙ্ক্ষিত সম্মেলনকে ঘিরে হাজার হাজার তৃণমূল কর্মীদের মধ্যে দেখা দিয়েছে উচ্ছ্বাস উদ্দীপনা। ঝিমিয়ে পড়া হাজার হাজার নেতাকর্মী এখন উজ্জীবিত। সবাই সোস্যাল মিডিয়া সোচ্চার হয়ে নেতৃত্বের পরিবর্তনের কথা বলে পোস্ট করছেন। শিক্ষা শান্তি প্রগতির পতাকাবাহী বাংলাদেশ ছাত্রলীগ টেকনাফ উপজেলা শাখার প্রতিটি কর্মীর মধ্যে এখন সাজ সাজ রব৷ চলছে নানা জল্পনা কল্পনা। কে হচ্ছেন টেকনাফ উপজেলা ছাত্রলীগের নতুন কাণ্ডারী। কে হচ্ছেন শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড। জোর আওয়াজে শুনা যাচ্ছে সভাপতি প্রার্থী হিসেবে সদ্য প্রয়াত সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ আলীর কনিষ্ঠ পুত্র কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারেক মাহমুদ রনি ও বর্তমান টেকনাফ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুন্নার নাম। সাধারণ সম্পাদক পদে আসছে একাধিক প্রার্থীর নাম। তন্মধ্যে মুহাম্মদ শাহীন, আব্দুল বাসেত, তারকে মাহমুদ নূর, প্রশান্ত পলাশ, সাইয়েদ আমীন নিশান, সাইফুল ইসলাম সোহাদ, ইব্রাহীম বাবুল। এছাড়া বিশেষ সূত্রে জানা যাচ্ছে সাধারণ সম্পাদক পদে এমপি পুত্র শাওন আরমানেরও নাম।
    উপমহাদেশের প্রাচীনতম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ দুর্যোগ দুর্বিপাকে এদেশের মানুষের পাশে থেকেছে সবসময় সর্বত্র। সেই ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন কোনো সিন্ডিকেটের হাতে যুগযুগ ধরে কব্জা হয়ে থাকবে, তা কোনোভাবে মেনে নেয়া যায় না। এমনটি আওয়ামীপ্রেমী মানুষের প্রত্যাশা। ৫ বছর পরে হলেও সম্মেলনের ডেট ঘোষণা করবার জন্য কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি/সাধারণ সম্পাদককে প্রশংসার সাগরে ভাসাচ্ছে তৃণমূলের নেতাকর্মীরা। সবার প্রত্যাশা নতুন নেতৃত্বের মাধ্যমে টেকনাফের ছাত্র রাজনীতির সোনালি ঐতিহ্য ফিরে এসে সংগঠনের গতিশীলতা বাড়বে এবং টেকনাফ উপজেলা ছাত্রলীগের প্রতিটি ইউনিট সুসংহত হবে।
    অনেকে ব্যথিত হয়ে বলছেন ২৫ তারিখ সম্মেলনে বর্তমান টেকনাফ উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুন্না সভাপতি প্রার্থী হওয়া মোটেও উচিত হচ্ছে না। এবং সাইফুল ইসলাম মুন্নার সভাপতি প্রার্থী হবার বিষয়টি টেকনাফ উপজেলা ছাত্রলীগের প্রতিটি কর্মীর মনে প্রচণ্ডভাবে আঘাত করেছে বলেও অনেকে মন্তব্য করছেন। তৃণমূলের নেতাকর্মীরা বলেন, একজন মানুষ ৪ মেয়াদে সাধারণ সম্পাদক থাকবার পরও এখনো ছাত্রলীগ করবার খায়েশ তার শেষ হচ্ছে না, যা অত্যন্ত দুঃখজনক এবং নীতিবহির্ভূতও বটে। হ্নীলা ইউনিয়নের ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ নাসির আপসোসের সুরে বলেন, কিছু কথা অপ্রিয় হলেও সত্য সাইফুল ইসলাম মুন্না ভাই ৪ মেয়াদে তথা ৮-১০ বছর সাধারণ সাধারণ সম্পাদক পদে থাকা অবস্থায় টেকনাফ উপজেলা ছাত্রলীগকে আদর্শের মহিমায় গড়ে তোলা তো দূরের কথা, বরং প্রতিটি ইউনিটে ইউনিটে কমিটি পাল্টা কমিটি করে অন্তঃদ্বন্দ্ব জিইয়ে রেখেছেন। হোয়াইক্যং ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুহুল আমীন বলেন, সাইফুল ইসলাম মুন্না ভাই টাকার বিনিময়ে ইয়াবা ব্যবসায়ী ও রাজাকার পুত্র/নাতীদের হাতে কমিটি দিয়ে জন্ম দিয়েছে বহু বিতর্কের। কলঙ্কিত করেছে আন্দোলন সংগ্রাম থেকে জন্ম নেয়া বাংলাদেশ ছাত্রলীগকে। এমনকি গত উপজেলা নির্বাচনে সাইফুল ইসলাম মুন্না ভাই দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা মার্কার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ আলীর বিরুদ্ধে গিয়ে মোটরসাইকেল প্রার্থীর জন্য জানবাজি রেখে কাজ করেছেন এবং তার নির্দেশে টেকনাফের অধিকাংশ ছাত্রলীগ কর্মী নৌকার বিরুদ্ধে ভোট করে নৌকার প্রার্থীকে ডুবিয়েছেন। বাহারছড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিজান বলেন, আমাদের মতো কিছু সংখ্যক ছাত্রলীগ কর্মী সাইফুল ইসলাম মুন্না ভাইয়ের কথা অমান্য করে মুজিবাদর্শে অটল থেকে নৌকার পক্ষে কাজ করাতে তার রোষানলে পড়ে হুমকিধামকি, ভয়ভীতির সম্মুখীন হয়েছি তথা আমাদের কমিটি ফ্রিজ করে দেয়ার মতো অবস্থাও ঘটেছে। সত্যিকার অর্থে শতো বাঁধা উপেক্ষা করেও বুকে মুজিবাদর্শ ধারণ করা ছাত্রলীগ কর্মীরা টেকনাফ এলাকায় এখন ভীষণরকম কোনঠাসা। বলা চলে টেকনাফে অনেকটা একনায়কতন্ত্র শাসনব্যবস্থা কায়েম করবার মতো ৮-১০ বছর ধরে একপ্রকার রামরাজত্ব চালাচ্ছে সাইফুল ইসলাম মুন্না। আমরা মনে করি আগামী ২৫ ফেব্রুয়ারি সম্মেলনের মধ্যে দিয়ে এ কলঙ্কজনক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটবে। আমরা এও মনে করি সন্মেলনের স্থান অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং কাউন্সিলর লিস্ট অস্বচ্ছ। যেহেতু ৮-১০ বছর ধরে সাইফুল ইসলাম মুন্না ভাই ৪ মেয়াদে সাধারণ সম্পাদক হিসেবে বহাল তবিয়তে আছেন, সেহেতু সে বেছেবেছে তার অত্যন্ত অনুগতদের কাউন্সিলর করবে তা বলবার অপেক্ষা রাখে না, সহজে অনুমেয়। তাই আমাদের আকুল আবেদন কক্সবাজার জেলা আওয়ামীলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দের প্রতি সম্মেলনের দিন পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করে স্বচ্ছ, পরিচ্ছন্ন ও ত্যাগী নেতা নির্বাচন করবার মাধ্যমে টেকনাফ উপজেলা ছাত্রলীগের কলঙ্ক ঘোচানোর পথকে আপনারা সুগম করবেন।
    টেকনাফ উপজেলার সচেতন মানুষ কক্সবাজার জেলা ছাত্রলীগের নতুন কমিটির উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে প্রত্যাশা করেন, সাদ্দাম মারুফের হাত ধরে টেকনাফ উপজেলা ছাত্রলীগের নতুন নেতৃত্ব নির্বাচিত হয়ে একটি মাইলফলক রচনা হবে। সর্বোপরি এতোদিন ধরে গঞ্জনা বঞ্চনার শিকার হয়ে আসা তৃণমূল নেতাকর্মীদের মাঝে প্রাণের সঞ্চার ঘটবে বলেও সাধারণ মানুষ মনে করেন।

  • কক্সবাজার সদরে ঝরেপড়া ২১০০ শিক্ষার্থীকে আলোর মুখ দেখাবে স্কাস

    কক্সবাজার সদরে ঝরেপড়া ২১০০ শিক্ষার্থীকে আলোর মুখ দেখাবে স্কাস

    কক্সবাজার সদর উপজেলা প্রতিনিধি

     

    শিক্ষার আলোয় আসছে কক্সবাজার সদরের ঝরেপড়া ২১০০ শিক্ষার্থী। ওই জেলা সদরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন’ প্রোগ্রামের আওতায় তাদের শিক্ষা দেয়া হবে। আর এই কর্মসূচি বাস্তবায়ন করছে এনজিও সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা (স্কাস)।

    মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) এ বিষয়ক উপজেলা পর্যায়ের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সদরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর আয়োজনে সদর উপজেলা প্রশাসন এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার সুইটি।
    তিনি বলেন, একটি শিশুও যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।

    সমাজ কল্যাণ উন্নয়ন সংস্থা স্কাস’র চেয়ারম্যান জেসমিন প্রেমার সভাপতিত্বে অনুষ্ঠিত ওই কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা প্রোগ্রাম ম্যানেজার তোফাজ্জল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সহকারী পরিচালক মোঃ আব্দুল হামিদ, মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা তাহেরা। এসময় জেসমিন প্রেমা জানান, সদর উপজেলার ২১০০ জন শিক্ষার্থীকে শিক্ষার আলোয় নিয়ে আসা হবে।

    আউট অব চিলড্রেন এডুকেশন প্রোগ্রামের পরিচালনায় এসময় মুখ্য আলোচকের বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান চৌধুরী, সাংবাদিক তৌফিকুল ইসলাম লিপু, ঝিলংজা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান খালেদা আক্তার, পোকখালীর ইউপি চেয়ারম্যান রফিক আহম্মদ, ইসলামপুরের ইউপি চেয়ারম্যান আবুল কালাম, ভারুয়াখালীর ইউপি চেয়ারম্যান সফিকুর রহমান প্রমুখ।