Blog

  • কক্সবাজার জেলা ইসলামী আন্দোলন এর পূর্ণাঙ্গ কমিটির শপথ ও পরিচিতি অনুষ্ঠান সম্পন্ন

    কক্সবাজার জেলা ইসলামী আন্দোলন এর পূর্ণাঙ্গ কমিটির শপথ ও পরিচিতি অনুষ্ঠান সম্পন্ন

    ওসমান আল-হুমাম, কক্সবাজার জেলা প্রতিনিধি।

     

    কক্সবাজারকে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা হাতপাখার জন্য সারা দেশের একটি মডেল জেলা হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে কক্সবাজার জেলা শাখার সকল দায়িত্বশীলকে নিজের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখতে হবে। কেন্দ্রীয় পরিকল্পনার সুষ্ঠু বাস্তবায়ন করার পাশাপাশি সকলের কাছে গণ দাওয়াত পৌঁছে দেয়ার মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী হুকুমত প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখছে তা বাস্তবায়নের জন্য দায়িত্বশীল হিসেবে আমাদের উপর অর্পিত হয়েছে এক গুরুদায়িত্ব। আজকে জেলার সকল দায়িত্বশীল শপথ গ্রহণ করার মধ্য দিয়ে এ পথে অগ্রযাত্রা শুরু হল। দেশের মানুষকে কাঙ্খিত মুক্তি ও সত্যিকারের স্বাধীনতার সুফল দিতে গেলে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার কোন বিকল্প নেই। ইসলামের প্রশান্তির আলোকে সকলের কাছে পৌঁছে দেয়ার জন্য জেলা কমিটি কার্যকর ভূমিকা রাখবে। জেলা দায়িত্বশীলদের শপথ ও পরিচিতি অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ আলী উপরোক্ত কথা বলেন।
    আজ 16 ই ফেব্রুয়ারি ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার 2021- 22 সেশনের জেলা দায়িত্বশীলদের শপথ ও পরিচিতি অনুষ্ঠান জেলা সভাপতি মওলানা মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী মাওলানা মোহাম্মদ শোয়াইব এর পরিচালনায় জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
    উপস্থিত জেলা দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ আলী।
    শপথ গ্রহণকারী জেলা দায়িত্বশীলদের মধ্যে রয়েছেন যথাক্রমে সভাপতি মওলানা মোহাম্মদ আলী, সহ-সভাপতি মাওলানা আবুল হাশেম, সহ-সভাপতি মুফতি আব্দুল গফুর নদীম, সেক্রেটারী মাওলানা মোহাম্মদ শোয়াইব, জয়েন্ট সেক্রেটারী মাওলানা ফরিদুল আলম, সংগঠনিক সম্পাদক প্রভাষক রাশেদ আনোয়ার, সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফেজ শফিউল আলম, প্রচার সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন শাওন, সহকারী প্রচার সম্পাদক মাওলানা সেলিম উদ্দিন, দপ্তর সম্পাদক মাওলানা ফজলুল করিম, সহ-দপ্তর সম্পাদক মাওলানা শুয়াইব কবির, অর্থ সম্পাদক হাফেজ মাওলানা মোহাম্মদ ইসমাইল জাফর, সহ: অর্থ সম্পাদক মাওলানা কামাল উদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা হাফেজ মুহাম্মদ হোছাইন, সরকারী প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আমিরুল ইসলাম, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুফতি ওসমান আল হুমাম, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা মাহমুদুল হাসান, শ্রমবিষয়ক সম্পাদক আব্দুর রউফ লাভলু, সমাজকল্যাণ সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান কন্ট্রাক্টার, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রিদওয়ানুল কবির, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক আলহাজ্ব বদিউল আলম, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক মুফতি নুরুল্লাহ সিকদার, সদস্য আলহাজ্ব নুরুল আমিন, সদস্য মোহাম্মদ আব্দুর রহিম, সদস্য কমিশনার নূর মোহাম্মদ মাঝু, সদস্য মোহাম্মদ ফারুক এবং সদস্য মোহাম্মদ তকী উদ্দিন সিকদার।

  • কর্ণফুলীতে নৌকা ডুবে একজনের মৃত্যু

    কর্ণফুলীতে নৌকা ডুবে একজনের মৃত্যু

    আনোয়ারা ( চট্টগ্রাম)প্রতিনিধি

     

    চট্টগ্রামের কর্ণফুলী নদীর ১২ নম্বর ঘাটে যাত্রীবাহী একটি নৌকা ডুবে সৈকত বড়ূয়া (২৮) নামে এ ব্যাক্তি নিহত ও ২ জন গুরুতর আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় এ দুর্ঘটনা ঘটে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কয়েকজন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

    স্থানীয় সূত্রে জানাযায়, মঙ্গল বার সকাল ৯ টায় যাত্রীবাহী একটি ইঞ্জিন চালিত নৌকা কর্ণফুলী উপজেলার ১২ নম্বর ঘাট থেকে ১২-১৫ জন যাত্রী নিয়ে চট্টগ্রাম শহরের উদ্দেশ্য যাওয়ার পথে কর্ণফুলী নদীতে ডুবে যায়। এসময় আস-পাশের নৌকার সহায়তায় যাত্রীরা উদ্ধার হলেও সৈকত বড়ুয়া (২৮), মো. সালাউদ্দিন (২৫) ও মোহাম্মদ ইব্রাহিম (৪০) নামে ৩ যাত্রীকে আশংঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সৈকত বড়–য়াকে মৃত ঘোষনা করেন। নিহত সৈকত বড়ূয়া বড়উঠান ইউনিয়নের দক্ষিণ শাহমীরপুর এলাকার প্রশান্ত বড়ূয়ার ছেলে । তবে এখন কয়েকজন যাত্রী নিখোঁজ থাকতে পারে স্থানীয়রা জানায়।

    কোস্ট গার্ডের স্টাফ অফিসার লে. কমান্ডার হাবিবুর রহমান জানান, যাত্রীবাহী ডুবে যাওয়া নৌকা ও যাত্রীদের উদ্ধারে নৌবাহিনী ও কোস্ট গার্ডের ২ টি টিম কাজ করছে। ডুবে যাওয়া নৌকা ভেসে উঠেছে। তল্লাশি অভিযান চলছে।

  • টেকনাফে পুলিশের অভিযানে ইয়াবাসহ এক নারী আটক

    টেকনাফে পুলিশের অভিযানে ইয়াবাসহ এক নারী আটক

    টেকনাফ প্রতিনিধি।

    কক্সবাজারে টেকনাফে পৌরসভা শাপলা চত্বর টমটম গাড়িতে অভিযান চালিয়ে ৩ হাজার ও নগদ ১ লাখ টাকাসহ এক মহিলা পাচারকারীকে আটক করেছে পুলিশ। আটককৃত আসামী হল, সাবরাং ইউনিয়নের আলীর ডেইল এলাকার মোঃ জয়নাল এর স্ত্রী রাশেদা বেগম (৩০)।

    ১৬ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকাল ৫ টার সময় টেকনাফ পৌরসভা শাপলা চত্বর থেকে এসব ইয়াবাসহ আটক করা হয়।

    বিষয়টি নিশ্চত করে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজুর রহমান বলেন, মঙ্গলবার বিকালে গোপন সংবাদে খবরে থানা পুলিশের এসআই বাতেন, জায়েদ সানাউল-এর নেতৃত্বে একটি দল টেকনাফ পৌরসভা শাপলা চত্বরে টমটম গাড়িতে অভিযান চালিয়ে এক নারীকে আটক করে। এসময় তার সাথে থাকা ব্যাগের ভেতর থেকে ৩ হাজার পিস ইয়াবা ও নদগ এক লাখ টাকা উদ্ধার করা হয়।

    তিনি বলেন, আটককৃত নারীর বিরুদ্ধে মাদক মামলা দিয়ে কক্সবাজার কারাগারে পাঠানো হয়েছে।

  • রেজু বরইতলী উচ্চ বিদ‍্যালয়ের নবম শ্রেণির ছাত্র বাবু স্বপন তঞ্চঙ্গ‍্যাঁর মৃত্যুতে UkhiyaVoice24.Com এর নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রতিনিধি এম ডি জসিম উদ্দিনের শোক

    রেজু বরইতলী উচ্চ বিদ‍্যালয়ের নবম শ্রেণির ছাত্র বাবু স্বপন তঞ্চঙ্গ‍্যাঁর মৃত্যুতে UkhiyaVoice24.Com এর নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রতিনিধি এম ডি জসিম উদ্দিনের শোক

    নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রতিনিধির প্রতিবেদক।

     

    বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু বরইতলী উচ্চ বিদ‍্যালয়ের নবম শ্রেণির ছাত্র, বাবু স্বপন তঞ্চঙ্গ‍্যাঁ

    গতরাতে নিজবাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেছে।
    তাঁর এই অকাল মৃত্যুতে পরিবারের প্রতি গভীরভাবে মর্মাহত ও শোকাভিভূত করছি। তার মৃত্যুতে ঘুমধুম ইউনিয়ন যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক এবং উখিয়া ভয়েস২৪ডটকম এর নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রতিনিধি এম ডি জসিম উদ্দিনের গভীর শোক প্রকাশ করেছেন।

  • বাঁশখালীতে সড়ক দূর্ঘটনার মহোৎসব শুরু:প্রয়োজন রোডের উপর থেকে ফুটপাত ও কাঁচাবাজার মুক্ত করা

    বাঁশখালীতে সড়ক দূর্ঘটনার মহোৎসব শুরু:প্রয়োজন রোডের উপর থেকে ফুটপাত ও কাঁচাবাজার মুক্ত করা

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

     

    ১৬ ফেব্রূয়ারী’২১ ইং, এখনো দিনের অর্ধেক সময় পার হয়েছে। সকাল ৯ টায় তৈলারদ্বীপ সেতুর টোলপ্লাজার সামনে বাঁশখালী সুপার সার্ভিস বনাম স্পেশাল সার্ভিসের জমজমাট মুখোমুখি লড়াইয়ে দুটি ষাঁড়ের শিং ভেঙ্গেছে-কপাল ফেটে খানখান হয়েছে-হৃৎপিন্ডে মারাত্বক
    আঘাতপ্রাপ্ত হয়ে গাড়ী দুটি বর্তমানে আইসিইউ’র কোমায় রয়েছে।

    এর রেশ শেষ হতে না হতেই ড্যাম্পার ট্রাকের লড়াই ছোট্ট মিনি সিএনজি’র সাথে। চেচুরিয়া ইব্রাহিম চেয়ারম্যানের বাড়ি ঘাঁটায় ডেম্পার ও সিএনজি মুখোমুখি লড়াইয়ে(সংঘর্ষ) আহত হন শিক্ষক ও চালক সহ ৩ জন!
    চলুক সড়কে গাড়ী নামক দানবের লড়াই। প্রশাসন দেখতে থাকুক। জনগন মরুক নির্বিচারে, অঙ্গহানী ঘটুক। এতে কার কি এসে যায়–!!! রাত পর্যন্ত অপেক্ষা করুন, দেখি আর কত লড়াইয়ের খবর আপনাদের জানানো যায়। আর আপনারাও আমাদের বন্ধুদের পোস্ট দেখে দেখে শুধু হা-হুতাশ করতে থাকুন। আপনারা পারবেননা বন্ধুরা-? সড়ক দুর্ঘটনা রোধে লাগাতার বড় একটা আন্দোলন গড়ে তুলতে? এছাড়া আর যে কোন বিকল্প দেখা যাচ্ছেইনা বন্ধুরা। আন্দোলন আর প্রতিবাদের আওয়াজ তুলুন প্লিজ।

  • স্মার্ট গ্রুপের একটি প্রয়াস ইসলামিক রিয়েলিটি শো ‘BM LP GAS ইসলামিক আইকন- ২০২১

    স্মার্ট গ্রুপের একটি প্রয়াস ইসলামিক রিয়েলিটি শো ‘BM LP GAS ইসলামিক আইকন- ২০২১

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

     

    আসছে পবিত্র মাহে রমজান উপলক্ষে শুরু হচ্ছে দেশব্যাপী জাতীয় প্রতিযোগিতা ও মেগা রিয়েলিটি শো ‘বিএম এলপি গ্যাস ইসলামিক আইকন ২০২১’। এই অনুষ্ঠানে ইসলামিক কারেন্ট নলেজে পারদর্শী কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রতিভাবান ছাত্রছাত্রীরা অংশ নেবেন। প্রতিযোগিতার প্রশ্নোত্তর থাকবে মহাগ্রন্থ আল-কুরআন ও হাদিসের শব্দানুবাদ, বাক্যানুবাদ, শানে-নুজুল, ব্যাখ্যা, শিক্ষা ও বিধিবিধান।

    এই রিয়েলিটি শো’র বিভাগ ও জেলা পর্যায়ে দেশব্যাপী অডিশন পর্ব শুরু হবে আগামী ২০ ফেব্রুয়ারি ২১, থেকে চলবে ২৮ ফেব্রুয়ারি ২১, পর্যন্ত। বাছাইকৃতদের ঢাকায় এনে ৬ মার্চ থেকে গ্রুমিং করানো হবে। আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি২১ ইং সকালে রাজধানীর বায়তুল ভিউ টাওয়ারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গার্ডিয়ান রিসার্চ ফাউন্ডেশন ও সেন্ট্রাল শরিয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস-এর চেয়ারম্যান প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার, স্মার্ট গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বিএম এনার্জি বিডি লিমিটেডের পরিচালক মাহফুজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধ্যাপক ড. নকীব মুহাম্মদ নসরুল্লাহ, বায়তুল মোকাররমের ভারপ্রাপ্ত খতিব মুফতি মহিবুল্লাহিল বাকী নদভী, ইসলামিক আইকনের পরিচালক খালিদ সাইফুল্লাহ বকসী প্রমুখ।

    অনুষ্ঠানটির মূল পর্বে বিজয়ী ১ম, ২য় ও ৩য় সহ মোট ১০ জনকে পুরস্কৃত করা হবে, যা দিয়ে তারা বিদেশে উচ্চশিক্ষা ও ওমরাহ হজ্জ্ব পালনের সুযোগ পাবেন। অনুষ্ঠানটিতে বিচারক হিসেবে থাকবেন দেশ বিদেশের প্রখ্যাত আলেমে দ্বীন ও ইসলামিক স্কলারগণ।

    বিএম এনার্জি বিডি লিমিটেডের পরিচালক মাহফুজুর রহমান দেশব্যাপী জাতীয় প্রতিযোগিতা ও মেগা রিয়েলিটি শো ‘বিএম এলপি গ্যাস ইসলামিক আইকন- ২০২১’ এর গর্বিত স্পন্সর হিসেবে অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করেন। বিএম এনার্জি (বিডি) লিঃ ২০১৫ সাল থেকে দেশের এনার্জি সেক্টরে এলপিজি খাতে “বিএম এলপি গ্যাস” ব্র্যান্ডের মাধ্যমে এলপিজি আমদানী ও বাজারজাতকরণ করে আসছে।

    উল্লখ্যে, অনুষ্ঠানটি আসছে মাহে রমজান থেকে প্রচার হবে বেসরকারি টেলিভিশন চ্যানেল জিটিভিতে।

  • ঘুমধুমের ইউনিয়নের বরইতলী থেকে ৫০ হাজার ইয়াবাসহ ১ উপজাতি আটক

    ঘুমধুমের ইউনিয়নের বরইতলী থেকে ৫০ হাজার ইয়াবাসহ ১ উপজাতি আটক

    এম ডি জসিম উদ্দীন, নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

     

    নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের বরইতলী মগপাড়া হতে ৫০ হাজার পিস ইয়াবাসহ এক উপজাতি যুবক আটক হয়েছে।
    রোববার দিবাগত রাতে রেজুপাড়া বিওপির বিজিবির অভিযানে মেংক্যাইন তংচংগ্যা (২২) কে ইয়াবাসহ আটক করা হয়।

    কক্সবাজার -৩৪ বিজিবি ব্যাটলিয়ন অধিনায়ক লেঃকর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ ইয়াবাসহ উপজাতি ইয়াবা কারবারির মেংক্যাইনকে আটকের সত্যতা নিশ্চিত করেন।এক গোপন সংবাদের ভিত্তিতে রেজুপাড়া বিওপির সদস্যরা বড়ইতলী গ্রামের মংতাচিং তংচংগ্যার ছেলে মেংক্যাইন তংচংগ্যার বাড়ীর মাচাঙয়ের উপর হতে ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়া আটককৃত ইয়াবা সে পাচারের লক্ষে গোপনে মজুদ করেছিল গণ্যমান্য লোকজনের
    উপস্থিতিতে রোববার দিবাগত রাত দেড়টার দিকে এসব ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। জব্দকৃত ইয়াবার মূল্য প্রায় দেড়কোটি টাকা। আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে বলে কক্সবাজার -৩৪ বিজিবি ব্যাটলিয়ন অধিনায়ক লেঃকর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ জানান।এদিকে স্থানিয় মেম্বার ঘটনার সত্যতা স্বীকার করেন।

  • Untitled post 2355

    বাঁশখালী উপজেলা চেয়ারম্যানের মায়ের রোগ মুক্তির জন্য দোয়া মাহফিল

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-

    বাঁশখালীর সাবেক এমপি এডভোকেট সুলতান উল কবির চৌধুরীর সহধর্মীনি ও বাঁশখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালিব সাদলি সাহেবের মমতাময়ী আম্মাজান অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
    মহীয়সী নারী বেগম সুলতান উল কবির চৌধুরীর রোগ মুক্তি কামনায় দারুল কারীম মাদরাসায় খতমে কোনআন এবং দোয়া মাহফিল
    আজ (১৪ ফেব্রুয়ারি ২১)রবিবার সকালে অনুষ্ঠিত হয়। এতে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন দারুল কারীম মাদরাসার পরিচালক সাংবাদিক মাওলানা শফকত হোসাইন চাটগামী। উপস্থিত ছিলেন,সমাজ সেবক মমতাজ উদ্দীন, শিক্ষক মাওলানা হাফেজ আবদুল মালেক, মাওলানা হাফেজ হামিদ উল্লাহ, মাওলানা হাফেজ মাহমুদুল হাছান, মাওলানা হাফেজ আজম, মাওলানা হাফেজ মিজানুর রহমান, মাস্টার ইসমাঈল, মুহাম্মদ মনছুর প্রমুখ।
    এসময় বেগম সুলতান উল কবির চৌধুরীর রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।

  • কক্সবাজারের কৃতি সন্তান রাশেদ আনোয়ার জাতীয় শিক্ষক ফোরামের সহকারি সাংগঠনিক সম্পাদক মনোনীত

    কক্সবাজারের কৃতি সন্তান রাশেদ আনোয়ার জাতীয় শিক্ষক ফোরামের সহকারি সাংগঠনিক সম্পাদক মনোনীত

    ওসমান আল-হুমাম, কক্সবাজার জেলা বিশেষ প্রতিনিধি।

     

    কক্সবাজারের টেকনাফ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা পরিবারের সন্তান টেকনাফ উপজেলার প্রথম বি. এ মরহুম কামাল আহমদ বি. এ এর সুযোগ্য নাতি পালংখালী ফারিরবিল আলিম মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক রাশেদ আনোয়ার জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সহকারী সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মনোনীত হয়েছেন।
    শিক্ষকতা জীবনে বহু আদর্শ নাগরিক সৃষ্টির কারিগর, ছাত্রদের কাছে অত্যন্ত প্রিয়মুখ, এককালের রাজপত কাপানো তুখোড় মেধাবী সাবেক ছাত্রনেতা প্রভাষক রাশেদ আনোয়ারকে আজ ১২ ফেব্রুয়ারি জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সরকারি সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) হিসেবে মনোনীত করে শপথ বাক্য পাঠ করান ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমির আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই। তিনি শিক্ষক পরিবারের সন্তান হিসাবে নিজেকে ছাত্রজীবন থেকে একজন আদর্শ শিক্ষক হিসেবে গড়ে তোলার জন্য প্রচেষ্টা চালিয়েছেন। তারা সফল প্রতিফলন শিক্ষকতা জীবনে প্রতিফলিত হয়েছে। ছাত্রজীবনে তিনি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন টেকনাফ কলেজ শাখার সভাপতি, কক্সবাজার সরকারি কলেজ শাখার সভাপতি এবং ছাত্র আন্দোলনের কক্সবাজার জেলা সাধারণ সম্পাদক, চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক ও অনেকগুলো সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।
    এদিকে প্রভাষক রাশেদ আনোয়ার জাতীয় শিক্ষক ফোরাম এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মনোনীত হওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ আলী এবং সেক্রেটারী মাও: মুহাম্মদ শুয়াইবসহ ইসলামী যুব আন্দোলন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, তরুন আলেম উদ্যোক্তার চেয়ারম্যান মুফতি ওসমান আল-হুমাম আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এক অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ তাহার উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেন এবং জাতি গড়ার কারিগর হিসেবে আদর্শ জাতি গঠনের আরো বেশি ভূমিকা রাখবেন বলে আশা পোষণ করেন।
    আগামীর দিনগুলোতে তাহার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

  • ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্র পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ এক স্কুল ছাত্র আটক হয়েছে

    ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্র পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ এক স্কুল ছাত্র আটক হয়েছে

    এম ডি জসিম উদদীন :নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

     

    বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্র পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ এক স্কুল ছাত্র আটক হয়েছে।

    বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ঘুমধুমের টিভি রিলে উপকেন্দ্রের পূর্ব পাশের এলাকায় বিশেষ অভিযান চালান ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশ।ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃদেলোয়ার হোসেন এর নেতৃত্বে এএস আই রবিউল সহ সঙ্গীয় পুলিশ দল গোপন সংবাদের ভিত্তিতে নুরুল আমিন প্রকাশ আলো(১৬) নামের এক স্কুল ছাত্রকে আটক করে।এসময় তার শরীরে বিশেষ কায়দায় রাখা ১৯ শত পিচ ইয়াবা উদ্ধার করেন।আটক নুরুল আমিন প্রকাশ আলো উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালীর নাজির হোসেন খলিফার ছেলে।সে বালুখালী কাসেমিয়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র।

    নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি)মুহাম্মদ আলমগীর হোসেন জানিয়েছেন,আটক আসামীর নামে মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।মামলায় পলাতক আরও ৩ আসামী রয়েছে।