Blog

  • নলছিটির সাবেক উপজেলা চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকি

    নলছিটির সাবেক উপজেলা চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকি

    মোঃরাকিব,নলছিটি উপজেলা প্রতিনিধিঃ

     

    ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ‍্যাডঃ জি কে মোস্তাফিজুর রহমানকে মোবাইলে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

    গতকাল শনিবার রাত ৭.৪৭ মিনিটে ০১৭৯১২৭১৪৯৪ এই নাম্বার থেকে ফোন করে হুমকি দেওয়া হয়। হুমকি প্রদানের পরপরই তিনি ঝালকাঠি সদর থানায় গিয়ে একটি জিডি করেন। জিডি নং- ৩৬৭। এ ব‍্যাপারে তিনি উক্ত নাম্বার ব‍্যাবহারকারীকে দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব‍্যাবস্থা নেওয়ার অনুরোধ করেন ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জকে।

  • নলছিটির সাবেক উপজেলা চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকি

    নলছিটির সাবেক উপজেলা চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকি

    মোঃ রাকিব,নলছিটি উপজেলা প্রতিনিধি

     

    ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য অ‍্যাডঃ জি কে মোস্তাফিজুর রহমানকে মোবাইলে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

    গতকাল শনিবার রাত ৭.৪৭ মিনিটে ০১৭৯১২৭১৪৯৪ এই নাম্বার থেকে ফোন করে হুমকি দেওয়া হয়। হুমকি প্রদানের পরপরই তিনি ঝালকাঠি সদর থানায় গিয়ে একটি জিডি করেন। জিডি নং- ৩৬৭। এ ব‍্যাপারে তিনি উক্ত নাম্বার ব‍্যাবহারকারীকে দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব‍্যাবস্থা নেওয়ার অনুরোধ করেন ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জকে।

  • চসিক নির্বাচন নিয়ে উত্তর ও দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড কেন্দ্র কমিটির সাথে মহানগর আওয়ামী লীগের মত বিনিময় সভা

    চসিক নির্বাচন নিয়ে উত্তর ও দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড কেন্দ্র কমিটির সাথে মহানগর আওয়ামী লীগের মত বিনিময় সভা

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

     

    আজ ৯ জানুয়ারি রাতে আগ্রাবাদ কনভেনশন হলে আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী, ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নাজমুল হক ডিউক, ১২,২৩,২৪ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর পদপ্রার্থী জাহেদা বেগম পপি’র সমর্থনে ২৭ নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড (সাংগঠনিক) ও ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ড ( প্রশাসনিক) এর আওতাভুক্ত ১৮ টি কেন্দ্র কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: হারেছ এর সভাপতিত্বে এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ইব্রাহিমের সঞ্চালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, সহ সভাপতি নঈম উদ্দিন চৌধুরী ,সহ সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, মহানগর আওয়ামী লীগের সদস্য বেলাল আহমেদ,২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি রেজাউন,জালাল আহমেদ, উত্তর আগ্রাবাদ ওয়ার্ডের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী নাজমুল হক ডিউক, সংরক্ষিত কাউন্সিলর পদপ্রার্থী জাহেদা বেগম পপি, ২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী জাফরুল হায়দার সবুজ, মহানগর আওয়ামী যুবলীগের সদস্য মো: বেলাল হোসেন,২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য জনাব মাসুদ পারভেজ সহ ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

    বেসরকারি কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজ, নগর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রনি মির্জা, ধর্ম বিষয়ক সম্পাদক মো : সোহেল, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক আবুল মনসুর টিটু এবং ১৮ কেন্দ্র কমিটির আহ্বায়ক এবং সদস্য সচিব সহ কমিটির অন্যান্য সদস্য বৃন্দ।

  • সাতকানিয়াবাসীর স্বপ্ন পূরণ– ডলু ব্রিজ – চট্টগ্রাম এস.আলম বাস সার্ভিসের কাউন্টার উদ্বোধন করলেন ড. আবু রেজা নদভী এমপি

    সাতকানিয়াবাসীর স্বপ্ন পূরণ– ডলু ব্রিজ – চট্টগ্রাম এস.আলম বাস সার্ভিসের কাউন্টার উদ্বোধন করলেন ড. আবু রেজা নদভী এমপি

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

     

    অবশেষে সাতকানিয়াবাসীর দীর্ঘদিনের দাবী ও স্বপ্ন পূরণ করলেন সাতকানিয়ার উন্নয়নের কান্ডারী প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি। ৯ ডিসেম্বর শনিবার বিকেল তিনটায় সাতকানিয়া পৌরসভার ডলু ব্রিজ থেকে চট্টগ্রাম শহর পর্যন্ত এস.আলম বাস সার্ভিসের কাউন্টার উদ্বোধন করলেন প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি।

    এসময় উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মাস্টার ফরিদুল আলম, এডভোকেট সাইফুদ্দিন সিদ্দিকী, এস.আলম সার্ভিসের জেনারেল ম্যানেজার মো. আবেদ খাঁন, সাতকানিয়া পৌর কাউন্সিলর এ.কে.এম মোরশেদ, কাউন্সিলর মোহাম্মদ আলী, পৌর আওয়ামীলীগ নেতা গোলাম ফেরদৌস রুবেল, সাতকানিয়া উপজেলা যুবলীগের আহবায়ক সাইদুর রহমান দুলাল, সিনিয়র যুগ্ন আহবায়ক আ.ন.ম সেলিম চৌধুরী, হারেজ মোহাম্মদ, সাতকানিয়া পৌরসভা যুবলীগের সভাপতি আনিচুর রহমান, সাধারণ সম্পাদক জাবেদ ইকবাল, স্থানীয় সাংসদের সহকারী একান্ত সচিব এস এম সাহেদ, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন বেলাল, আব্দুর রহিম জয়, কায়সার হামিদ অভি, কচির আহমদ কায়সার, মুহাম্মদ আলমগীর, এবিএম সোহেল, মুহাম্মদ রাসেল, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সভাপতি কে এম পারভেজ উদ্দিন, সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান, পৌরসভার ছাত্রলীগের আহবায়ক মুহাম্মদ ইদ্রিচ, সাতকানিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি জাহেদুল ইসলাম, বার আউলিয়া ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-হারুন সায়দী প্রমূখ।

  • আলেম-ওলামারা ঐক্যবদ্ধ হলে মুসলিম সমাজও এক হয়ে যাবে এবং সমাজে শান্তি আসবে।আল্লামা আবদুল হাই নদভী পীর সাহেব বইতুশ শরফ

    আলেম-ওলামারা ঐক্যবদ্ধ হলে মুসলিম সমাজও এক হয়ে যাবে এবং সমাজে শান্তি আসবে।আল্লামা আবদুল হাই নদভী পীর সাহেব বইতুশ শরফ

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

     

    বিশিষ্ট ইসলামী গবেষক ও লেখক, রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মোহাম্মদ আবদুল হাই নদভী (ম.জি.আ) বলেন, আত্মশুদ্ধি ও তাকওয়ার ওপর ভিত্তি করে শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণে আলেম – ওলামাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, ঐক্য প্রতিষ্ঠার কোন বিকল্প নেই। তিনি বলেন, আলেম-ওলামারা ঐক্যবদ্ধ হলে বহুধাবিভক্ত মুসলিম সমাজও এক হয়ে যাবে এবং সমাজে শান্তি ফিরে আসবে। তিনি বলেন, আলেমরা হলেন নবী-রসুলদের উত্তরসূরি।’ (মিশকাতুল মাসাবিহ)। সুতরাং নবী-রাসুলদের জীবনচিত্র সম্পূর্ণটুকু প্রতিফলিত হতে হবে আলেমদের মাঝে। তাদের কথা-কাজ, আচার-ব্যবহারে এক ধরনের জান্নাতি শোভা বিরাজ করতে হবে। কোনো ধরনের লোভ-লালসা, হিংসা-বিদ্বেষ তাদের আত্মায় স্থান পাবে না। এমনকি তাঁরা চরম অত্যাচারীর চোখ রাঙানোকেও ভয় করবেন না। ভয় পাবেন না মিথ্যার সামনে অবলীলায় সত্য তুলে ধরতে। দুঃখজনক হলেও সত্য, আজ আলেম সমাজের মাঝে ঠিক উল্টো চিত্রই আমরা দেখতে পাচ্ছি।

    তিনি আরো বলেন, যাদের মাঝে নববী চরিত্রের সমাহার ঘটবে কেবল তারাই নবীর উত্তরসূরি হতে পারবেন।
    ঐক্যের ক্ষেত্রে অবশ্যই অহংকার, হিংসা-বিদ্বেষ পরিহার করে অন্যের প্রতি শ্রদ্ধাবোধ, ভালোবাসা এবং অন্যের কথা শোনার মতো মানসিকতা তৈরি করতে হবে। একই সঙ্গে অন্যের দোষ-ত্রুটি গোপন রাখতে হবে। তাহলেই হতে পারে আলেম সমাজের ঐক্য। তিনি আরো বলেন, মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু ইসলামের মৌলিক বিষয়ে আনুগত্য ও আস্থাশীল থাকলে ক্ষুদ্র মতপার্থক্য ঐক্যের পথে বাধার প্রাচীর হতে পারেনা। তাই সময়ের দাবি হচ্ছে, রাজনীতির উর্ধে থেকে সব হক্কানি ওলামা-পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়া। এই লক্ষ্য ও উদ্দশ্যকে সামনে রেখে ১৯৯৬ সালে বায়তুশ শরফের প্রধান রূপকার আল্লামা শাহসুফি আবদুল জব্বার (রাহঃ) প্রতিষ্ঠা করেছিলেন মজলিসুল ওলামা বাংলাদেশ।

    রাহবারে বায়তুশ ও মজলিসুল ওলামা বাংলাদেশের সভাপতি আল্লামা আবদুল হাই নদভী আজ ৯ জানুয়ারী শনিবার সকাল ১০টায় মজলিসুল ওলামা বাংলাদেশের কেন্দ্রীয়, চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা কমিটির অভিষেক অনুষ্ঠান ২০২১-এ সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।

    সম্মানিত অতিথি বক্তব্যে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বায়তুশ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা সাইয়েদ আবু নোমান আদর্শ সমাজ বিনির্মাণে যুগে যুগে আলেম-ওলামাদের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বলেন, উপমহাদেশের আযাদী আন্দোলনে এ দেশের আলেম সমাজের ভূমিকা শুধু যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রশংসনীয় তাই নয়, বরং অবিস্মরণীয়। সাম্রাজ্যবাদী ইংরেজদের গোলামির শৃঙ্খল থেকে স্বদেশকে মুক্ত করার জন্য আলেম সমাজের অসাধারণ ত্যাগ ও কোরবানি, কঠোর সংগ্রাম এ উপমহাদেশের ইতিহাসের এক চিরস্মরণীয় অধ্যায়। আলেম সমাজের এমন গৌরবদ্বীপ্ত ভূমিকা পালনের ক্ষেত্রে নেয়ামক শক্তি হিসেবে কাজ করেছিল পারস্পরিক মহব্বত, শ্রদ্ধাবোধ, সহানুভূতি ও শিষ্টাচার। তিনি বলেন, ইসলাম প্রিয় সাধারণ মানুষ ওলামায়ে কেরামের মাঝে আবারও সেই সোনালী অতীতের ধারাবাহিকতা দেখতে চায় এবং বিভিন্ন বিষয়ে মতপার্থক্য এবং ভিন্নমত সহকারে আলেমরা উম্মাহ ও দ্বীনের বৃহত্তর স্বার্থে ঐক্যমত গড়ে তুলতে পারলে সোনালীে অতীত ফিরে পাওয়া সময়ের ব্যাপার মাত্র।

    অভিষেক অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুর রশীদ নূরী। বায়তুশ শরফের সামগ্রিক কর্মকান্ড তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য রাখেন আনজুমনে ইত্তেহাদের সেক্রেটারী জেনারেল ও সাবেক পুটিয়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিছ মিয়া। আল্লামা শাহসুফি আবদুল জব্বার (রাহঃ) কর্তৃক মজলিসুল ওলামা প্রতিষ্ঠার প্রেক্ষাপট বর্ণনা করে বক্তব্য রাখেন তদানীন্তন সংগঠনের সক্রিয় সদস্য, ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক মাওলানা আবুল হায়াত মুহাম্মদ তারেক। স্বাগত বক্তব্য রাখেন মজলিসুল ওলামার যুগ্ম মহাসচিব পতেঙ্গা ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মুহাম্মদ ছলিমুল্লাহ।
    অনুষ্ঠান পরিচালনা করেন কাজী মাওলানা জাফর ছাদেক।

    অনুষ্ঠান শেষে মজলিসুল ওলামার নবগঠিত কেন্দ্রীয়, চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান রাহবারে বায়তুশ শরফ ও মজলিসুল ওলামা বাংলাদেশের সভাপতি আল্লামা আবদুল হাই নদভী (ম.জি.আ)।

  • কক্সবাজার লাইট হাউজ মাদ্রাসার মুহতামিম পদে মাওলানা মোহাম্মদ আলী পুনর্বহাল

    কক্সবাজার লাইট হাউজ মাদ্রাসার মুহতামিম পদে মাওলানা মোহাম্মদ আলী পুনর্বহাল

    প্রফেসর রাশেদ আনোয়ার এর প্রতিবেদক

     

    গতকাল ৮ জানুয়ারি ২০২১ মাওলানা মোহাম্মদ আলী কক্সবাজার লাইটহাউস মাদ্রাসার মুহতামিম পদে পুনরায় ফিরে এসেছেন। দীর্ঘ দুই বছর যাবত ইয়াসিন গংদের মাদ্রাসা দখল করার ধারাবাহিক ষড়যন্ত্র ও অপচেষ্টাকে নস্যাৎ করে দিয়ে তিনি আবার স্বপদে ফিরে এলেন। মাওলানা মোহাম্মদ আলীকে মুহতামিম এর পদ থেকে সরিয়ে দেওয়ার জন্য মিথ্যা মামলা থেকে শুরু করে এমন কোন হীন প্রচেষ্টা নেই যা ইয়াসিন গং করেননি। তাদের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে মাদ্রাসার ছাত্র-শিক্ষক, এলাকাবাসী, স্থানীয় ওলামা একরাম, মাদ্রাসার শুরা কমিটি এবং শুরার অন্যতম সদস্য স্থানীয় কমিশনারসহ সকলেই তাকে স্বপদে পুনর্বহাল করার জন্য দীর্ঘ দুই বছর যাবত প্রচেষ্টা চালিয়ে আসছিলেন। শত প্রচেষ্টা ও ষড়যন্ত্রের মাধ্যমে মাওলানা মোহাম্মদ আলীকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও তিনি হাল ছেড়ে দেননি। হক এবং সত্যের পথে অবিচল থেকে তিনি তাদের বিরুদ্ধে অবিরাম লড়ে গিয়েছিলেন। মিথ্যার জয় ক্ষণিক, সত্যের জয় অবিনশ্বর, অবিসংবাদিত। মাওলানা মোহাম্মদ আলী যেন তা প্রমাণ করে দিলেন। শুরা কমিটির সদস্য, ছাত্র-শিক্ষক, ও এলাকাবাসী স্থানীয় কমিশনার ও প্রভাবশালী শুরা সদস্যসহ সকলে মাদ্রাসার মুহতামিম পদে মাওলানা মোহাম্মদ আলীকে পুনর্বহাল করে তাহার অফিস হস্তান্তর করেন। আর এর মধ্য দিয়ে অবসান হয় দীর্ঘ দুই বছর ষড়যন্ত্রের। এদিকে মাদ্রাসার ছাত্র-শিক্ষকরা তাদের প্রিয় অভিভাবককে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা হয়ে ওঠেন। ছাত্র-শিক্ষক এবং এলাকাবাসী তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। তার আগমনে অনেকে চোখের পানি ধরে রাখতে পারেননি। দীর্ঘ দুই বছর পর তিনি মাদ্রাসায় পদার্পণ করলে সর্বসাধারণের মাঝে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়। মাদ্রাসার ছাত্র-শিক্ষক ও এলাকাবাসী তাদের প্রিয় অভিভাবককে ফিরে পেয়ে পুনরায় মাদ্রাসার উন্নয়ন কর্মকান্ড ও পড়ালেখা গতিশীল হবে মর্মে আশা পোষণ করেন এবং ছাত্র-শিক্ষক এলাকাবাসী কক্সবাজারের সকল মানুষকে কক্সবাজারের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান দারুল উলুম মাদ্রাসার পাশে দাঁড়ানোর জন্য আন্তরিকভাবে অনুরোধ জানান।
    (রাশেদ কক্স)

  • আনোয়ারায় বিদ্যুৎ খুটির যন্ত্রাংশসহ গ্রেফতার ২

    আনোয়ারায় বিদ্যুৎ খুটির যন্ত্রাংশসহ গ্রেফতার ২

    আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

     

    আনোয়ারা উপজেলায় জাতীয় গ্রেডের বিদ্যুৎ খুটির চোরাই যন্ত্রাংশ উদ্ধার শফিউল আলম সবুজ(২১) ও মোঃ জমির হোসেন(২৮) নামের ২ আসামীকে গ্রেফতার করেছে আনোয়ারা থানা পুলিশ।

    শুক্রবার (৮ জানুয়ারি ) বিকালে উপজেলার বৈরাগ ইউনিয়নের পাঁচ সিকাদার ব্রিজ এলাকা হতে জাতীয় গ্রেডের বৈদ্যুতিক খুটির চোরাইকৃত যন্ত্রাংশ বিক্রির সময় তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।

    থানা সূত্রে জানা যায়,শুক্রবার (৮ই জানুয়ারি) উপজেলার বৈরাগ ইউনিয়নের পাঁচ সিকাদার ব্রিজ এলাকা থেকে এস আই ইকরাম,এস আই আবুল ফারেজ জুয়েলের নেতৃত্বে পুলিশের একটি টিম একটি বিশেষ অভিযান পরিচালনা করে তাদের হাতেনাতে আটক করে।এই সময় তাদের কাছ থেকে চোরাইকৃত জাতীয় গ্রেডের বৈদ্যুতিক খুটির যন্ত্রাংশগুলো উদ্ধার করা হয়।

  • বাঁশখালী ছনুয়ায় সা’দপন্থীদের রুখতে ছনুয়ার সর্বস্তরের ওলামায়ে কেরামের বৈঠক অনুষ্ঠিত

    বাঁশখালী ছনুয়ায় সা’দপন্থীদের রুখতে ছনুয়ার সর্বস্তরের ওলামায়ে কেরামের বৈঠক অনুষ্ঠিত

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ-

    (০৮ জানুয়ারী ২০২১) জুমাবার সকাল ৮.০০ টার সময় ছনুয়া উপকূলীয় হোসাইনিয়া মাদরাসা সংলগ্ন মোস্তফিজুর রহমান চৌধুরী জামে মসজিদে অলেম অধ্যুষিত ছনুয়ার সর্বস্তরের ওলামায়ে কেরামের অংশগ্রহণে তথাকথিত তাবলিগ জামাত তথা সা’দপন্থী গ্রুপ এতায়াতিদের রুখে দিতে এক জরুরী বৈঠক ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
    উক্ত বৈঠকে ও পরামর্শ সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট মুবাল্লিগ মাওলানা হাফেজ সাইফুল্লাহ সাহেব দাঃ বাঃ।

    বৈঠকে উপস্থিত ছিলেন ছনুয়া খুদুকখালী আনোয়ারুল উলুম মাদ্রাসার মোহতামিম মাওলানা আবু তৈয়্যাব কাসেমী হাফিঃ, শিক্ষা পরিচালক মাওলানা আবুল কালাম সাহেব।
    বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী মাওলানা মুজিবুর রহমান তালুকদার,
    মাওলানা মুফতি ফয়জুল্লাহ সাহেব,
    মাওলানা কলিমুল্লাহ সাহেব, মাওলানা মনছুরুল আলম, মাওলানা মুহাম্মদ শফিউল আলম,
    মাওলানা আশরফ আলী, মাওলানা মাহমুদুল আলম, মাওলানা কাইসার হামিদ, মাওলানা মোজ্জাম্মল হক ইউনুস, মাওলানা আজিজুর রহমান, মাওলানা রিয়াজ উদ্দিন, মাওলানা মিনহাজ উদ্দিন খাইরীসহ প্রায় শতাধিক ওলামায়ে কেরাম।

    বৈঠকে উপস্থিত ওলামায়ে কেরামের মতামত ও পরামর্শের ভিত্তিতে নিম্নলিখিত সিদ্ধান্তসমূহ গৃহিত হয়।

    ১.ছনুয়ার আলেম ওলামাগণ ইসলামী কার্যক্রম ও কর্মতৎপরতা পরিচালনার ক্ষেত্রে বাতিলের মোকাবিলায় একমত হয়ে কাজ করবেন।

    ২.কোন আলেম,খতিব ও ইমামকে কোন দল, ব্যক্তি বা গোষ্ঠী কর্তৃক হয়রানী করলে সকলেই ঐক্যবদ্ধভাবে পরামর্শ পূর্বক প্রতিবাদ করবেন ।

    ৩.খুদুকখালী আনোয়ারুল উলুম মাদরাসার মোহতামিম সাহেবের লিখিত অনুমতি ছাডা কোন তাবলীগ জামাত ছনুয়ার কোন মসজিদে ঢুকতে দেওয়া হবে না এক্ষেত্রে তাদের সাথে হুসনে সুলুক করতে হবে ।

    ৪. ছনুয়ায় চলমান এতাআতী জামাতগুলোকে সুন্দর ও মার্জিত ভাষায় বুঝিয়ে সুঝিয়ে ছনুয়া থেকে বাহির করে দেয়া হবে ।

    ৫.আগামীতে ছনুয়ার সর্ব সাধারণের কাছে বিষয়টি স্পষ্ট করার জন্য পটিয়া ও হাটহাজারী মাদ্রাসা হতে মুরুব্বিদের এনে একটি ওজাহাতী জোট করা হবে।

    বিঃদ্রঃ ছনুয়ার সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব আলহাজ্ব এম হারুনুর রশিদ সাহেবও উপরোক্ত বিষয়ে একমত পোষণ করেন এবং প্রয়োজনে তিনি আইনগত সহায়তার আশ্বাস দেন আলহামদুলিল্লাহ।
    হে আল্লাহ তা’য়ালা!
    আমাদের সবাইকে সেই তাওফীক দান করুন।
    আমিন ইয়া রাব্বাল আলামীন।

  • কক্সবাজার লাইট হাউজ মাদ্রাসার পরিচালনা পরিষদ ও শিক্ষকদের প্রতিরোধের মুখে আনস মাদানি ও তার দখল বাজ শুরা কমিটির বৈঠক বানচাল

    কক্সবাজার লাইট হাউজ মাদ্রাসার পরিচালনা পরিষদ ও শিক্ষকদের প্রতিরোধের মুখে আনস মাদানি ও তার দখল বাজ শুরা কমিটির বৈঠক বানচাল

    উপদেষ্টার প্রতিবেদক

     

    কক্সবাজার লাইট হাউজ মাদ্রাসার পরিচালনা পরিষদ ও শিক্ষকদের প্রতিরোধের মুখে আনস মাদানি ও তার দখল বাজ শুরা কমিটির বৈঠক বানচাল।
    ছাত্র-শিক্ষক,পরিচালনা পরিষদ ও এলাকাবাসীর তীব্র প্রতিবাদ ও প্রতিরোধে আনাস ও ইয়াসিন গংদের পলায়ন। কক্সবাজারের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কক্সবাজার দারুল উলুম লাইট হাউজ মাদরাসার পরিচালক নিয়ে অবৈধ হস্তক্ষেপ ও ষড়যন্ত্র পূর্বক মাদ্রাসা দখল করার ধারাবাহিক চক্রান্তের অংশ হিসেবে আজ বাদ জোহর কক্সবাজেরের চিহ্নিত দালাল ও নামধারী আলেম নিয়ে মাদ্রাসায় গমন করে পূর্ব কোন ঘোষণা ও নোটিশ ছাড়া অবৈধ শুরা কমিটির মিটিং করতে চাইলে ছাত্র- শিক্ষক, পরিচালনা পরিষদ ও এলাকাবাসীর প্রতিরোধ ও তুপের মুখে মাদ্রাসা ত্যাগ করতে বাধ্য হয়।সকাল থেকে আনাস মাদানী ও ইয়াসিগং মাদ্রাসায় আগমনের খবর ছড়িয়ে পড়লে মাদ্রাসার ছাত্র-শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এই দখলবাজ চক্র শত চেষ্টা করেও মাদ্রাসার তথাকথিত শুরা কমিটির বৈঠক করতে পারেনি। পরে প্রতিরোধের মুখে একান্ত বাধ্য হয়ে মাদ্রাসা থেকে একপ্রকার লেজ গুটিয়ে চলে যায়। ঐতিহ্যবাহী এ মাদ্রাসা দখলে নেয়ার জন্য অবৈধ দখলবাজ চক্রের ধারাবাহিক চক্রান্তে একটি দ্বীনি প্রতিষ্ঠানটি ধ্বংসের দার প্রান্তে পৌঁছেছে বলে মাদ্রাসার শিক্ষক ও এলাকাবাসীর দাবি।কাওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড আন্জুমানে ইত্তেহাদুল মদারিস ও শুরা মনোনীত মুহতামিম হচ্ছেন মাওলানা মোহাম্মদ আলী। তাকে অবৈধভাবে এ পদ থেকে সরিয়ে দেয়ার জন্য দখলবাজ আনাস ও ইয়াসিন গং অপচেষ্টা চালি আসছিল। তার সবগুলো একে একে ব্যর্থ হতে চলেছে। মাদ্রাসার উন্নয়নের রূপকার, শিক্ষা কার্যক্রম গতিশীল করার ক্ষেত্রে যার ভূমিকা সবচেয়ে বেশি তাকে অপসারণের এই ঘৃণ্য প্রচেষ্টা ছাত্র-শিক্ষক ও এলাকাবাসী বিশেষ করে কক্সবাজারের সকল শান্তিপ্রিয় জনতা, ওলামায়ে একরাম ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। জেলার চিহ্নিত এ দালাল চক্রটিকে প্রতিরোধের মাধ্যমে মাদ্রাসাটিকে রক্ষা করার জন্য সচেতন ও ধর্মপ্রান জনগনকে এগিয়ে আসা প্রয়েজন বলে মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট মহল জানিয়েছেন।

  • লালমোহনে হাঁস রাখালকে পিটিয়ে আহত করার অভিযোগ

    লালমোহনে হাঁস রাখালকে পিটিয়ে আহত করার অভিযোগ

    লালমোহন প্রতিনিধি

    লালমোহনে জামাল নামে এক হাঁস রাখালকে বেদম পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার বদরপুর সেনের হাওলা গ্রামে ৩নং ওয়ার্ডে ৬ জানুয়ারি বিকাল ৩টায় এ ঘটনা ঘটে। জানা গেছে, সেনের হাওলা গ্রামের শিউলি বাড়ির মেসির শিউলির পুত্র জামাল দীর্ঘদিন ধরে তেঁতুলিয়ার নদীর বুকে জেগে ওঠা বিভিন্ন চরে হাঁস ও মহিষ চরিয়ে জীবিকা নির্বাহ করে আসছে। তাকে একই এলাকার বারেক গনির ছেলে খোকন ও রিপন বিভিন্নভাবে হুমকি ধামকি ভয়ভীতি দেখিয়ে হয়রানি করতে থাকে এবং চরে তাকে হাঁস ও মহিষ পালনে বাধাগ্রস্ত করে। এক পর্যায়ে ঘটনার দিন ৬ জানুয়ারি বিকাল ৩টায় জামাল চরে হাঁস চরাতে গেলে খোকন ও রিপন তাকে এলোপাতাড়ি মারপিট করে এবং তার হাঁসের পাল পিটিয়ে নদীতে নামিয়ে দেয়। জামালের মাথায় রক্তাক্ত জখম হয়। আহত জামালকে উদ্ধার করে লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়। এর আগেও অভিযুক্তরা চর থেকে জামালের মহিষ নিয়ে যায়। পরে লালমোহন থানা প্রশাসনের সহযোগিতায় জামাল মহিষ উদ্ধার করে। আহত রাখাল জামাল ন্যায় বিচার দাবী করেন।