Blog

  • নলছিটি পৌরসভায় হাতপাখা মার্কার প্রার্থী মাওলানা শাহজালাল হোসাইন জিহাদি

    নলছিটি পৌরসভায় হাতপাখা মার্কার প্রার্থী মাওলানা শাহজালাল হোসাইন জিহাদি

    মোঃরাকিব”নলছিটি উপজেলা প্রতিনিধি

     

    আসন্ন নলছিটি পৌরসভা নির্বাচন ২০২১ অনুষ্ঠীত হবে আগামী ৩০ শে জানুয়ারি। ইতোমধ্যে বিভিন্ন দলীয় প্রার্থীদের মনোনয়ন দেয়া হয়েছে। প্রার্থীরা প্রচার-প্রচারণার কাজও শুরু করেছে।

    উক্ত নির্বাচনে প্রার্থী মনোনয়ন দিয়েছে বাংলাদেশের অন‍্যতম ইসলামী রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। তাদের নির্বাচনী প্রতীক হাতপাখা।

    গতকাল ২৮ শে ডিসেম্বর রোজ সোমবার ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহতারাম সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম নলছিটি পৌরসভায় প্রার্থী মনোনয়ন দেন। দল থেকে মনোনয়ন পান ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ নলছিটি উপজেলা সাধারণ সম্পাদক দক্ষিণ অঞ্চলের নন্দিত ওয়ায়েজ মাওলানা শাহজালাল হোসাইন জিহাদি।

    নলছিটি পৌরসভার সাধারণ জনগণের ভালোবাসা নিয়ে দেশ, জাতি, ইসলাম ও মানবতার কল‍্যাণে কাজ করতে চান বলে জানান হাতপাখা মার্কার প্রার্থী মাওলানা শাহজালাল হোসাইন জিহাদি।

  • ১ লা জানুয়ারী হাটহাজারী মাদরাসার বার্ষিক দ্বীনি মাহফিল ও দস্তারবন্দী সম্মেলন

    ১ লা জানুয়ারী হাটহাজারী মাদরাসার বার্ষিক দ্বীনি মাহফিল ও দস্তারবন্দী সম্মেলন

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

     

    সম্মাননা পাগড়ি পাচ্ছেন দুই সহস্রাধিক শিক্ষার্থী
    উম্মুল মাদারিস খ্যাত উপমহাদেশের প্রাচীন ও দ্বিতীয় বৃহত্তম দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার বার্ষিক দ্বীনি মাহফিল ও দস্তারবন্দী সম্মেলন আগামী ১ লা জানুয়ারী ২০২১ ঈ. জুমাবার বাদ ফজর থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। একই দিন বা’দ ইশা বিগত বছরে দাওরায়ে হাদীস সমাপনকারী ছাত্রদের দস্তারে ফযীলত (পাগড়ী) প্রদান করা হবে।

    মাহফিল উপলক্ষ্যে পুরো জামিয়া জুড়ে সাজসাজ রব। বিশাল আয়োজনের প্রস্তুতিও ইতোমধ্যে শেষের দিকে। হাজার হাজার মুসলিম জনসাধারণের সমবেত হওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে এক বিশাল মাঠ। প্রতিবছর শ্রোতাদের সমাগম বৃদ্ধি পাওয়ায় মাঠের আয়তনও বৃদ্ধি করা হয়েছে। মাদরাসা ক্যাম্পাস, মসজিদ ও শ্রেণীকক্ষগুলোকেও আগত মেহমানদের উপযোগী করে প্রস্তুত করা হয়েছে এবং তাদের সাদরে বরণ করার নিমিত্তে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জামিয়া’র ভেতর-বাহির সর্বস্থানে সাজানো-গোছানের অনুপম ছোঁয়া লক্ষ করা গেছে।

    এ মহতি মাহফিলকে সফলকাম করার জন্য রাত-দিন নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন জামিয়ার শিক্ষক, স্টাফ ও শিক্ষার্থীবৃন্দ। এলাকাবাসীগণও এ মাহফিলকে সফল করার লক্ষ্যে বিভিন্নভাবে সহযোগিতা করছেন। জুমাবার দিনব্যাপী মাহফিলে বক্তব্য রাখবেন দেশের সুযোগ্য ও সুবিখ্যাত উলামায়ে কেরাম। বাদ জুমা দেশ ও জাতির উদ্দেশ্যে বিশেষ দিকনির্দেশনামূলক হেদায়েতি বক্তব্য রাখবেন জামিয়ার শায়খুল হাদীস ও শিক্ষা পরিচালক, আমীরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরী দা.বা. এবং মাহফিল শেষে আখেরী মোনাজাত পরিচালনা করবেন মজলিসে ইদারী’র প্রধান, মুফতীয়ে আজম বাংলাদেশ আল্লামা মুফতী আব্দুচ্ছালাম চাটগামী দা.বা.।

    জুমাবার দিবাগত রাত ইশা পর্যন্ত চলবে আলোচনা ও ওয়ায-নসীহত পর্ব। বাদ ইশা বিগত বছরের দাওরায়ে হাদীস ফারেগীন ছাত্রদের দস্তারবন্দী সম্মেলন (সমাবর্তন) অনুষ্ঠিত হবে। এতে দুই সহস্রাধিক শিক্ষার্থীকে সম্মানসূচক পাগড়ি সনদপত্র প্রদান করা হবে।

    দেশের সর্বস্তরের ইসলামপ্রিয় জনসাধারণের প্রতি বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলনে শরীক হওয়ার আহ্বান জানিয়েছেন মজলিসে ইদারী’র প্রধান, মুফতীয়ে আজম আল্লামা মুফতী আব্দুচ্ছালাম চাটগামী দা.বা. এবং শায়খুল হাদীস ও আমীরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরী দা.বা.। সাথে সাথে সম্মেলনের সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য সকলের সার্বিক সহযোগিতা ও দুআ চেয়েছেন।

  • বাঁশখালী‌তে ২ হাজার ৫শ’ পিচ ইয়াবাসহ আটক ৩

    বাঁশখালী‌তে ২ হাজার ৫শ’ পিচ ইয়াবাসহ আটক ৩

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিসিধি

     

    চট্টগ্রামের বাঁশখালী‌তে ২ হাজার ৫শ’ পিচ ইয়াবাসহ ১ নারী ও ২ যুবক‌কে আটক ক‌রে‌ছে থানা পু‌লিশ। গত বুধবার রা‌তে ও বৃহস্প‌তিবার (২৪ ডি‌সেম্বর) ভোর সকা‌লে বাঁশখালী পেকুয়া সীমা‌ন্তের পুঁইছ‌ড়ি ফুটখালী ব্রীজ এলাকায় পৃথক অ‌ভিযান প‌রিচালনাকা‌লে তা‌দের আটক করা হয়।

    আটককৃতরা হলেন, কক্সবাজার জেলার কক্সবাজার সদ‌রের ৪নং ওয়ার্ডের মৃত না‌ছির উ‌দ্দি‌নের পুত্র মো. ইব্রাহিম (২০), টেকনাফ উপ‌জেলার ক‌্যাম্প পাড়া ৯নং ওয়া‌র্ডের মৃত শামশুল আল‌মের পুত্র আসমা‌য়েত উল্লাহ (২১) ও কক্সবাজার জেলার কক্সবাজার সদ‌রের ৬নং ওয়ার্ড বাহারছড়া এলাকার জা‌হিদ হোছে‌নের স্ত্রী সফুরা বেগম (১৯)। আটক ও ইয়াবা উদ্ধা‌রের বিষ‌য়ে সত‌্যতা নি‌শ্চিত ক‌রে বাঁশখালী থানা পু‌লি‌শের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সফিউল কবীর জানান, গোপন সংবা‌দের ভিত্তি‌তে পুঁইছ‌ড়ি ফুটখালী ব্রীজ এলাকায় পুলি‌শের তল্লাশী চৌ‌কি বসা‌নো হয়।

    এসময় সিএন‌জি অ‌টো‌রিক্সায় তল্লাশী চা‌লি‌য়ে ২ হাজার ৫শ’ পিচ ইয়াবাসহ ১ নারী ও ২ যুবক‌কে আটক করা হয়। আটককৃত‌দের বিরু‌দ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আই‌নে নিয়‌মিত মামলা রুজু পূর্বক আদাল‌তে সোপর্দ করা হয়ে‌ছে।

  • ইয়াবাসহ আটক ৩, পলাতক ১ =UkhiyaVoice24.Com

    ইয়াবাসহ আটক ৩, পলাতক ১ =UkhiyaVoice24.Com

    আনোয়ারা (চট্টগ্রাম)প্রতিনিধি

     

    আনোয়ারায়  ১ লাখ ৪৬ হাজার পিস ইয়াবাসহ ৩ পাচারকারীকে আটক করেছে পুলিশ।

    বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে সাতটায় উপজেলার পিএবি সড়কের কালাবিবি দিঘীর মোড় এলাকায় অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল)র নেতৃত্বে পটিয়া ও আনোয়ারা পুলিশের একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এ অভিযান চালানো হয়েছে।

    এসময় ইয়াবা পাচারের ২টি মোটর সাইকেল ও আটক করা হয়। তবে ১ পাচারকারী পালিয়ে যায়।

    আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হবে বলে পুলিশের প্রেস ব্রিফংএ জানানো হয়।

    বৃহস্পতিবার(২৪ ডিসেম্বর) দুপুর ১ টায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক প্রেস ব্রিফিংএ এসব তথ্য জানান।

    প্রেস ব্রিফিংএ উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দীন মাহমুদ সোহেল,অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া) সার্কেল মো. তারিক রহমান, সহকারি পুলিশ সুপার (আনোয়ারা সার্কেল) মো. মফিজ উদ্দিন, আনোয়ারা থানার অফিসার্স ইনচার্জ এসএম দিদারুল ইসলাম, পটিয়া থানা অফিসার্স ইনচার্জ রেজাউল করিম প্রমুখ।

  • হাটহাজারী মাদরাসায় জুনায়েদ বাবুনগরীর সাথে পীর সাহেব চরমোনাই এর সৌজন্য সাক্ষাৎ

    হাটহাজারী মাদরাসায় জুনায়েদ বাবুনগরীর সাথে পীর সাহেব চরমোনাই এর সৌজন্য সাক্ষাৎ

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

     

    বুধবার (২৩ ডিসেম্বর ২০)
    রাতে হাটহাজারীতে একটি মাহফিল স্থলে আসার পূর্বেই পীর সাহেব চরমোনাই দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসাতে প্রবেশ করেন

    এসময় আমিরে হেফাজত আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী দাঃবাঃ এর সহিত সৌজন্য সাক্ষাৎ করেন। হযরতের সহিত কুশল বিনিময়ে আমীরে হেফাজত – হাটহাজারীতে পীর সাহেব চরমোনাইর আগমনে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন।

    পরে সদ্য জাতির নিকট হইতে বিদায় নেওয়া সাবেক হাটহাজারী মাদ্রাসার মহা পরিচালক ও হেফাজতের আমির শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী (রহঃ) এর কবর জিয়ারত ও দোয়া করেন। এতে মাওঃ ফোরকান সিকদারও উপস্তিত ছিলেন।

  • হাটহাজারী মাদ্রাসায় পীর সাহেব চরমোনাই আমীরে হেফাজতের সাথে সাক্ষাৎ

    হাটহাজারী মাদ্রাসায় পীর সাহেব চরমোনাই আমীরে হেফাজতের সাথে সাক্ষাৎ

    নিজস্ব প্রতিবেদক

     

    গতকাল ২৩/১২/ ২০২০ ইং বুধবার হাটহাজারীতে মাহফিল স্থলে আসার পূর্বেই পীর সাহেব চরমোনাই দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা তে প্রবেশ করেন, এসময় আমিরে হেফাজত
    আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী দাঃবাঃ এর সহিত সাক্ষাৎ করেন। হযরতের সহিত কৌশল বিনিময়ে আমীরে হেফাজত – হাটহাজারীতে পীর সাহেব চরমোনাইর আগমনে আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন।

    পরে সদ্য জাতির নিকট হইতে বিদায় নেওয়া মাদ্রাসার অভ্যন্তরে অবস্থিত ইসলামী রেনেসাঁর অগ্রদূত শায়খুল ইসলাম
    আল্লামা শাহ আহমদ শফী (রহঃ) এর
    কবর জিয়ারত দোয়া করেন।

  • উখিয়ার ডেইলপাড়া, আগামী ২৬ জানুয়ারি ২০২১ ইং, ৭তম ইসলামী সম্মেলন

    উখিয়ার ডেইলপাড়া, আগামী ২৬ জানুয়ারি ২০২১ ইং, ৭তম ইসলামী সম্মেলন

    এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ-এর প্রতিবেদক

     

    কক্সবাজার জেলাধীন উখিয়া উপজেলার ঐতিহ্যবাহী রাজাপালং ইউনিয়নের অন্তর্গত একটি অরাজনৈতিক সংগঠন, ডেইলপাড়া, করইবনিয়া ও পূর্ব ডিগলিয়া পালং ইসলামী ছাত্র সংস্থার উদ্যোগে ইসলামী সম্মেলন

    তারিখ ২৬ জানুয়ারি ২০২১ ইং, রোজঃ মঙ্গলবার সপ্তম বারের মত শুরু হতে যাচ্ছে, উক্ত তারিখে আশেপাশে সভা/মাহফিলের তারিখ নির্ধারণ না করার অনুরোধ করা হচ্ছে।

    প্রধান বক্তা মাওলানা ক্বারী মোজাম্মিল হক সাঈদ সাহেব (দাঃবাঃ)

    পরিচালক, মাদ্রাসা নুরে মদীনা ঢাকা ও খতিব, মুজাহিদনগর রায়েরবাগ আল ইমরান জামে মসজিদ, ঢাকা।

    উক্ত ইসলামী সম্মেলনে দেশবরেণ্য ওলামায়েকেরাম তশরিফ আনিবেন।

    সকলের প্রতি দ্বীনি দাওয়াত রহিল।

    আয়োজনেঃ ইসলামী সম্মেলন বাস্তবায়ন কমিটি, উখিয়া কক্সবাজার।

  • ২ কোটি চাঁদার দাবিতে শরণার্থী ত্রাণ কর্মকর্তাকে অপহরণ করেছে রোহিঙ্গারা

    ২ কোটি চাঁদার দাবিতে শরণার্থী ত্রাণ কর্মকর্তাকে অপহরণ করেছে রোহিঙ্গারা

    মোঃ শহিদ উখিয়া

     

    কক্সবাজারের উখিয়ার শফিউল্লাহ কাটা ক্যাম্প থেকে ‘চাঁদার দাবিতে’ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে নিয়োজিত এক স্বেচ্ছাসেবককে (সিপিপি) অপহরণ করেছে রোহিঙ্গা সন্ত্রাসীরা।

    বুধবার (২৩ ডিসেম্বর) বিকেল ৫টায় উখিয়ার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটেছে বলে জানান কক্সবাজারস্থ ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক এসপি হেমায়েতুর রহমান।
    অপহৃত মোহাম্মদ হোসেন (৩৬) উখিয়ার স্থানীয় বাসিন্দা। তিনি কক্সবাজারস্থ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয় নিযোজিত সিপিপি কমিটির স্বেচ্ছাসেবক হিসেবে শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত ছিলেন।
    এসপি হেমায়েতুর বলেন, বিকেলে উখিয়ার শফিউল্লাহ কাটা ক্যাম্প থেকে সিপিপি কর্মী মোহাম্মদ হোসেনকে অজ্ঞাত রোহিঙ্গা সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায়। খবরটি পাওয়ার পর থেকে এপিবিএন এর সদস্যরা তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছেন। পরে তাকে ছেড়ে দিতে সন্ত্রাসীরা স্বজনদের কাছে মোবাইল ফোনে ২ কোটি টাকা মুক্তিপণ দাবি করেছে।
    অপহৃত ব্যক্তিকে উদ্ধারে এপিবিএন সদস্যরা রোহিঙ্গা ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে বলে জানান হেমায়েতুর।

  • উখিয়ায় ১৪ শত পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবক আটক

    উখিয়ায় ১৪ শত পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবক আটক

    মোঃ শহিদ উখিয়া।

     

    রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ১৬ আর্মড পুলিশ ব্যাটেলিয়ন (এপিবিএন) ১৪ শত পিস ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করেছে। বুধবার (২৩ ডিসেম্বর)দুপুর ২ টা ৩৫ মিনিটের দিকে উখিয়ার ১৯ নং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের প্রবেশমুখে ১৬, এপিবিএন এর এস.আই মোঃ আরিফ হোসেনের নেতৃত্বে একটি টিম চেকপোস্টে ডিউটি করাকালীন মৃত ইয়াকুব আলী’র পুত্র রোহিঙ্গা সিরাজুল মোস্তফা (২০) কে আটক করে।

    পরে আটককৃত রোহিঙ্গা ইয়াবাকারবারীর দেহ তল্লাশী করে তার পরিহিত জিন্সের পকেট হতে বিশেষভাবে তৈরি সাতটি নীল রঙের এয়ারটাইট প্যাকেটের ভিতরে রক্ষিত ১ হাজার ৪ শত পিস ইয়াবা টেবলেট উদ্ধার করে।

    ১৬ এপিবিএন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আটককৃত রোহিঙ্গা ইয়াবাকারবারী সিরাজুল মোস্তফা উখিয়ার ১২ নম্বর রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পের ব্লক-সি, শেড নং জি-১১ এর বাসিন্দা।রোহিঙ্গা ইয়াবাকারবারী সিরাজুল মোস্তফাকে উদ্ধারকৃত ইয়াবা টেবলেট সহ পরবর্তী আইনী প্রক্রিয়ার জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

  • উখিয়ায় বনবিভাগের পৃথক অভিযান,৮ একর বনভূমি উদ্ধার

    উখিয়ায় বনবিভাগের পৃথক অভিযান,৮ একর বনভূমি উদ্ধার

    মোঃ শহিদ উখিয়া

     

    কক্সবাজার দক্ষিণ বনবিভাগের পৃথক অভিযান পরিচালনা করে বনভূমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে মোট ৮ একর বেদখল বনভূমি দখলমুক্ত করা হয়েছে।

    আজ বুধবার(২৩ ডিসেম্বর) কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবিরের দিকনির্দেশনায় উখিয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা গাজী সফিউল আলম বিট কর্মকর্তা ও বনপ্রহরীদের সাথে নিয়ে উখিয়া সদর বিটের শিলেরছড়া নামক স্হানে অভিযান চালিয়ে বনভূমিতে অবৈধভাবে গড়ে উঠা ঘরবাড়ি উচ্ছেদ করে ৫ একর বনভূমি দখল মুক্ত করে।

    দিনব্যাপী অপর অভিযানে উখিয়া রেন্জের থাইঃখালী বিটের আওতাধীন বনভূমিতে সিমেন্টের পিলার দিয়ে অবৈধভাবে দখলের চেষ্টা কালীন অভিযান করে তা উচ্ছেদ করে। এসময় অন্যান্য নির্মাণ সামগ্রী জব্দ করে ৩ একর বনভূমি দখল মুক্ত করা হয়।

    এবিষয়ে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন,কিছু ভূমিদস্যু বনভূমিতে অবৈধভাবে স্হাপনা নির্মাণ করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তা উচ্ছেদ করে ৮ একর বনভূমি উদ্ধার করা হয়, এবং চলমান এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।