Blog

  • ওসি প্রদীপ এর মাদক কারবারি জেনে যাওয়ায় খুন হন সিনহা

    ওসি প্রদীপ এর মাদক কারবারি জেনে যাওয়ায় খুন হন সিনহা

    ডেস্ক রিপোর্ট

    কক্সবাজারের টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাসের ইয়াবা বাণিজ্যের তথ‌্য জেনে ফেলায় হত‌্যার শিকার হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান।

    রোববার (১৩ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ‌্য জানান র‌্যাবের আইন ও গণমাধ‌্যম বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ।

    তিনি বলেন, ‘মেজর সিনহাকে হত্যার পর বাহারছড়া ক্যাম্পের পরিদর্শক লিয়াকত আলীসহ বাকি আসামিদের নিয়ে মাদক উদ্ধারের নাটক সাজান ওসি প্রদীপ।’

    আশিক বিল্লাহ জানান, ইয়াবা ব্যবসা বিষয়ে মেজর সিনহা ওসি প্রদীপের বক্তব্য নিতে চাইলে তিনি আগে সিনহাকে হুমকি দেন ও পরে হত্যা করেন। টেকনাফে ভ্রমণবিষয়ক তথ্যচিত্র নির্মাণকালে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে ইয়াবা কারবারে প্রদীপের সংশ্লিষ্টতার তথ্য পান সিনহা। পাশাপাশি প্রদীপের বহুমুখী নির্যাতনের তথ্যও পান তিনি। এ নিয়ে টেকনাফ থানাতেই সিনহাকে হুমকি দেন ওসি প্রদীপ।

    তিনি বলেন, ‘মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় ১৫ জনকে আসামি করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) জমা দিয়েছেন র‌্যাবের তদন্ত কর্মকর্তা।

    র‌্যাবের আইন ও গণমাধ‌্যম বিভাগের পরিচালক বলেন, ‘তদন্তে বেরিয়ে এসেছে, ওসি প্রদীপের নির্দেশেই পরিদর্শক লিয়াকত পাঁচ সহযোগীকে সঙ্গে নিয়ে সিনহাকে হত্যা করেছে। এ হত্যাকাণ্ডে ১৫ জন প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। তাদের মধ্যে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কনস্টেবল সাগর দেবনাথ এখনও পলাতক। তাদের যেন সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়, চার্জশিটে সে সুপারিশ করা হয়েছে।’

    রোববার (১৩ ডিসেম্বর) অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় চার্জশিট দাখিল করেছে র‌্যাব। সকালে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসেন মামলার তদন্ত কর্মকর্তাসহ র‌্যাবের সদস্যরা। সাড়ে ১০টার দিকে বিচারক তামান্না ফারাহর আদালতে চার্জশিট দাখিল করা হয়।

    গত ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে পুলিশের গুলিতে নিহত হন সিনহা মো. রাশেদ খান। এ ঘটনায় ৫ আগস্ট সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশসহ নয়জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয় বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই লিয়াকত আলীকে।

    মামলার পর অভিযুক্ত সাত পুলিশ সদস্য আদালতে আত্মসমর্পণ করেন। এ মামলায় ১৪ জনকে গ্রেপ্তার করে র‌্যাব। তাদের মধ্যে ১২ জন আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

  • পাঠক-শুভানুধ্যায়ীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত দৈনিক পূর্বদেশ সম্পাদক মুজিবুর রহমান সিআইপি

    পাঠক-শুভানুধ্যায়ীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত দৈনিক পূর্বদেশ সম্পাদক মুজিবুর রহমান সিআইপি

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

     

    পাঠক-শুভানুধ্যায়ীদের ফুলেল শুভেচ্ছা ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হয়েছে দৈনিক পূর্বদেশের নবম প্রতিষ্ঠাবার্ষিকী ও দশম বর্ষে পদার্পণ অনুষ্ঠান।

    দৈনিক পূর্বদেশের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মহামারি করোনাকালে সীমিত পরিসরে অনুষ্ঠানের মধ্যেও ফুল নিয়ে পূর্বদেশ কার্যালয়ে হাজির হন শুভানুধ্যায়ীরা। রাজনীতিবিদ, ক্রীড়াবিদ, ব্যবসায়ী, সমাজসেবকসহ নানা শ্রেণি-পেশার মানুষ পূর্বদেশের সমৃদ্ধি কামনা করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান। এসময় তাঁরা দৈনিক পূর্বদেশের সম্পাদক মুজিবুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং মিষ্টিমুখ করান।

    পূর্বদেশ সম্পাদক মুজিবুর রহমান সিআইপি বলেন, ‘সেই ম্যাজিক ডে ১২.১২.১২ তে পূর্বদেশ পত্রিকা যে লক্ষ্য, উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করেছিল, তা এখনো আছে। এ স্বল্প সময়ে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে আমরা পাঠকপ্রিয়তা অর্জন করেছি। আগামীতেও বস্তুনিষ্ঠ ও তথ্য সমৃদ্ধ সংবাদ পাঠকদের কাছে তুলে ধরার চেষ্টা করবো।’ চট্টগ্রামসহ দেশের উন্নয়নে পূর্বদেশ পত্রিকা সময়োপযোগী ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

    রাতে ফুল ও মিষ্টি নিয়ে দৈনিক পূর্বদেশ কার্যালয়ে আসেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও নগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রেজাউল করিম চৌধুরী। এসময় তিনি পূর্বদেশ সম্পাদককে মিষ্টিমুখ করানোর পাশাপাশি ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন।

    দৈনিক আজাদীর পক্ষে দৈনিক পূর্বদেশ সম্পাদককে শুভেচ্ছা জানাতে আসেন পত্রিকাটির সিনিয়র সহ-সম্পাদক দিবাকর ঘোষ ও চীফ রিপোর্টার হাসান আকবর। চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল আইয়ের ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ পূর্বদেশ পরিবারকে শুভেচ্ছা জানাতে আসেন।

    বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালিব সাদলী ফুল দিয়ে পূর্বদেশ সম্পাদককে শুভেচ্ছা জানান। দক্ষিণ জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলম ফুল দিয়ে পূর্বদেশ সম্পাদককে ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে আসেন। বাঁশখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শাহদাত হোসেন তানজুও ফুল দিয়ে শুভেচ্ছা জানান। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সদস্য বোখারী আজম ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এছাড়াও বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা কোতোয়ালী শাখা, দক্ষিণ জেলা ছাত্রলীগ, নারী ও শিশু অধিকার ফোরাম পৃথক পৃথকভাবে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

  • আমীরে হেফাজত আল্লামা বাবুনগরীকে নিয়ে বিষোদগারের জন্য ফটিকছড়ির শাহজাহানকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে

    আমীরে হেফাজত আল্লামা বাবুনগরীকে নিয়ে বিষোদগারের জন্য ফটিকছড়ির শাহজাহানকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

     

    হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর লক্ষ কোটি তৌহিদি জনতার প্রাণের স্পন্দন শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী হাফিযাহুল্লাহুকে নিয়ে কটুক্তি ও বিষোদগারের জন্য ফটিকছড়ি আওয়ামীলীগ নেতা শাহজাহানকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। নইলে দেশবাসী ও ফটিকছড়ির সর্বস্তরের তৌহিদি জনতা শাহজাহানকে সমুচিত জবাব দিতে বাধ্য হবে।

    আমীরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরী এদেশের লক্ষ কোটি মুমিন মুসলমানের প্রাণের স্পন্দন। আল্লামা বাবুনগরী হাফিযাহুল্লাহকে নিয়ে শাহজাহানের দেওয়া আক্রমণাত্বক বক্তব্যের তীব্র নিন্দা ও কড়া প্রতিবাদ জানাচ্ছি। আল্লামা জুনায়েদ বাবুনগরীর মতো দেশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীনকে নিয়ে শাহজাহানের এমন বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছি। দেশের শীর্ষ একজন আলেমকে নিয়ে এমন বিষোদগারপূর্ণ বক্তব্য-ই প্রমাণ করে শাহজাহান কতটা নিম্নশ্রেণীর ও ইতর প্রকৃতির মানুষ। বিবেক বুদ্ধি ও মনুষ্যত্ববোধ থাকলে তার বাবার বয়সের শ্রদ্ধেয় একজন মুরুব্বি আলেমকে নিয়ে কখনো এমন মন্তব্য করতো না এই কুখ্যাত শাহজাহান।

    শাহজাহানের মনে রাখা উচিত-
    আল্লামা আল্লামা জুনায়েদ বাবুনগরী ফটিকছড়ির কৃতি সন্তান হলেও তিনি এশিয়ার গৌরব,গোটা বাংলাদেশের গৌরব। মুসলিম বিশ্বের অন্যতম ইসলামি ব্যক্তিত্ব। সত্যের আহবানে সদাজাগ্রত একজন বীর তিনি। আল্লামা বাবুনগরী একটি ইতিহাস,একটি বিপ্লব। তিনি এদেশের লক্ষ কোটি তৌহিদী জনতার প্রাণের স্পন্দন,সাহসের প্রতীক ও আশার আলো। ঈমানী চেতনায় বলিয়ান বাতিলের বিরুদ্ধে এক সাহসী বীর আমীরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরী।

    আল্লামা জুনায়েদ বাবুনগরী হকের পক্ষে আপোষহীন একজন বীর সিপাহসালার। ন্যায় ও সত্যের পক্ষে তিনি নির্ভিক। বাতিলের রক্তচক্ষু কখনো ভয় করেন না। মাঠে ময়দানে ঈমানদীপ্ত বলিষ্ঠ কণ্ঠে হকের কথা বলে যাচ্ছেন তিনি। যোগ্য ও বলিষ্ঠ নেতৃত্বের কারণেই আল্লামা জুনায়েদ বাবুনগরী আজ লক্ষ কোটি মুমিন মুসলমানের আস্থা বিশ্বাস ও ভালবাসার পাত্রে পরিণত হয়েছেন। লক্ষ কোটি মুমিনের প্রাণের স্পন্দন আল্লামা বাবুনগরীকে নিয়ে বিষোদগারের জন্য অনতিবিলম্বে শাহজাহান যদি নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

    কুলাঙ্গার শাহজাহান! মনে রেখো।
    আল্লামা জুনায়েদ বাবুনগরী যদি আবারো ময়দানে আসার ডাক দেন তাহলে ২০১৩ সালের ৬ এপ্রিলের লংমার্চ আর ৫ ই মে’র ঢাকা অবরোধের মতো লক্ষ লক্ষ তৌহিদি জনতা জান বাজি রেখে রাজপথে নেমে আসবে। তখন তোমার মতো শাহজাহানের কোন হদিস পাওয়া যাবে না।

    এদেশে আল্লামা জুনায়েদ বাবুনগরীর হাতে গড়া হাজার হাজার ছাত্র,
    ভক্তবৃন্দ,শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ী রয়েছে। শাহজাহানের এমন আক্রমনাত্মক বক্তব্যে সকলের মনে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে। আল্লামা বাবুনগরীর ভক্তবৃন্দ ফুঁসে উঠলে চুনোপুঁটি শাহজাহানদের অস্তিত্বও ফটিকছড়িতে খোঁজে পাওয়া যাবে না। অতিদ্রুত সময়ের মধ্যে ক্ষমা না চাইলে ফটিকছড়িবাসী শাহজাহানকে বয়কট করবে,এবং তাকে যেখানে পাবে সেখানেই প্রতিহত করবে।

    আমরা শান্তিপ্রিয়,দেশে শান্তির পরিবেশ চাই। আমরা কখনো আগ বাড়িয়ে সংঘাতে জড়াই না। তবে কেহ গায়ে পড়ে সংঘাতে জড়াতে এলে আমরা তার দাঁতভাঙা জবাব দেই। ছাত্রলীগ, যুবলীগ সহ শাহবাগীরা হেফাজতে ইসলাম বাংলাদেশ ও শীর্ষ ওলামায়ে কেরামকে নিয়ে একের পর এক উস্কানিমূলক বক্তব্য দেওয়ার পরও আমরা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিচ্ছি। তবে ধৈর্যেরও একটা সীমা রয়েছে। এই বাঁধ ভেঙে গেলে আমরা ইটের জবাব পাটকেল দিয়ে দেবো।

    সুস্পষ্ট ভাষায় বলছি-অনতিবিলম্বে আমীরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরী সহ শীর্ষ ওলামায়ে কেরামকে নিয়ে অশালীন ও বিষোদগারপূর্ণ বক্তব্যের এই ঘৃণ্য খেলা বন্ধ না হলে দেশের লক্ষ কোটি তৌহিদি জনতা সমুচিত জবাব দেবে,ইনশাআল্লাহ।

  • আজহারীর অফিসিয়াল ইউটিউব চ্যানেল সংক্রান্ত স্ট্যাটাসটিতে ষাট হাজারেরও বেশী

    আজহারীর অফিসিয়াল ইউটিউব চ্যানেল সংক্রান্ত স্ট্যাটাসটিতে ষাট হাজারেরও বেশী

    ইসলামিক ডেস্ক ও মিডিয়া

    বাংলাদেশের সুপরিচিত ইসলামিক স্কলার, বিশিষ্ট ওয়ায়েজ ও মুফাচ্ছির, বাংলার কোটি যুবকের হৃদয়ের স্পন্দন= আল্লামা ডঃ মিজানুর রহমান আল আজহারী সাহেব-এর পেইজ থেকে

    আলহামদুলিল্লাহ.. অফিসিয়াল ইউটিউব চ্যানেল সংক্রান্ত আমার গত স্ট্যাটাসটিতে ষাট হাজারেরও বেশী কমেন্টস এসেছে। আমি উল্লেখযোগ্য প্রায় সবগুলো কমেন্টসই পড়ার চেষ্টা করেছি। সুবহান আল্লাহ! আপনাদের চমৎকার ও কন্স্ট্রাক্টিভ পরামর্শগুলো আমায় আবেগাপ্লুত করেছে। অসাধারণ এই পরামর্শগুলোর জন্য আন্তরিক শুকরিয়া। আল্লাহ তায়ালা আপনাদের সবাইকে উত্তম বিনিময় দিন। আপনাদের দেয়া সুন্দর পরামর্শগুলো আমরা মাথায় রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ।

    আসন্ন চ্যানেলটির ব্যাপারে ইতিমধ্যে যে সকল সিদ্ধান্ত নিয়েছি:

    ১- সম্ভাব্য “Mizanur Rahman Azhari-Official” নামে চ্যানেলটি যাত্রা শুরু করবে। চ্যানেলটি ক্রিয়েট করার পর, চ্যানেলটির প্রকৃত নাম এবং চ্যানেলটির লিংক শীঘ্রই আপনাদেরকে জানানো হবে।

    ২- চ্যানেলটিতে মনিটাইজেশন করা হবে না এবং এডস্যান্স থাকবে না। ফলে আলোচনার মাঝখানে কোন এড শো করবে না, যা কিনা বিরক্তির এবং শ্রোতাদের মনোযোগ নষ্ট করে।

    ৩- চ্যানেলটি নিছক দা’ওয়াহ কার্যক্রম পরিচালনায় ব্যবহৃত হবে।

    ৪- জানুয়ারি থেকে কিছু বিষয়ভিত্তিক আলোচনা ও প্রশ্নোত্তর দিয়ে পরীক্ষামূলক সম্প্রচার শুরু হবে। ফেব্রুয়ারি থেকে ধারাবাহিক সিরিজ গুলো আমরা শুরু করবো বলে আশা রাখছি।

    ৫- ইউটিউবার ভাইয়েরা যারা মাহফিলের রেকর্ডিং করে থাকেন, তাদের কেউ কেউ ম্যাসেজ করে জানতে চেয়েছেন যে— “তাহলে এখন থেকে আমরা কি দেশে আপনার কোন আলোচনা রেকর্ডিং এর সুযোগ পাব না”?

    ইনশাআল্লাহ, মহান আল্লাহ তায়ালা তাঁর এই নগন্য গোলামকে দেশে এসে আবার কথা বলার সুযোগ করে দিলে, আপনারাও রেকর্ডিং এর সুযোগ পাবেন। তবে সেটা অবশ্যই নিয়ম মেনে, প্রফেশনাল ম্যানারে এবং দা’ওয়াহ উদ্দেশ্যে যারা কাজ করবেন শুধু তারাই। আর, বারবার সতর্কতা প্রদানের পরও বিভিন্ন অশ্লীল, অশালীন, সামঞ্জস্যহীন এবং মানহীন থাম্বনেইল দিয়ে ভিডিও আপলোড করে, দ্বীন প্রচারের এই উর্বর ময়দানটিকে যারা কলুষিত করছেন তাদেরকে শুধু একটি কথাই বলব— ক্ষণস্থায়ী দুনিয়া কামাতে গিয়ে চিরস্থায়ী আখিরাত বর্বাদ করবেন না।

    আল্লাহ তায়ালা আমাদের সবাইকে তাঁর সন্তুষ্টির পথে পরিচালিত করুন। আমিন।

    Let’s work for Islam in a professional manner.

  • স্বপ্নযাত্রী ফুডব্যাংকের ১৬২তম ফুড ইভেন্ট সম্পন্ন

    স্বপ্নযাত্রী ফুডব্যাংকের ১৬২তম ফুড ইভেন্ট সম্পন্ন

    আনোয়ারা(চট্টগ্রাম)প্রতিনিধিঃ

     

    স্বপ্নযাত্রী ফাউন্ডেশন আনোয়ারা শাখার সহ প্রচার সম্পাদক আবু সাঈদ ও তাঁর ভাই আবু সাইমনের জন্মদিন উপলক্ষে মহতী এই ইভেন্টের আয়োজন করা হয়।

    এ উপলক্ষে স্বপ্নযাত্রী আনোয়ারা শাখার সদস্যরা উপজেলার গাউছিয়া তৈয়্যবিয়া নঈনীয়া মডেল হেফজখানার প্রায় ৫০ জন বাচ্চাদের সাথে কেক কেটে জন্মদিন উদযাপন করেন এবং একসাথে রাতের খাবার গ্ৰহণ করেন।

    শিশুরা যেমন নিজেদের পরিবারের সদস্যদের মত স্বপ্নযাত্রীদের কাছে পেয়ে এবং কেক কাটার উৎসবের মাধ্যমে খুশি হয়, তেমনি মুহাম্মদ আবু সাঈদ ও মুহাম্মদ আবু সাঈদ নিজের জন্মদিনে কিছু শিশুদের মুখে হাসি ফুটাতে পেরে উচ্ছ্বাসিত।

    উক্ত ইভেন্টে উপস্থিত ছিলেন স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন কামাল হোসেন,স্বপ্নযাত্রীর অন্যতম শুভাকাঙ্খী সরওয়ার উদ্দীন সবুজ,মহানগরের সহ সভাপতি রুবেল মাহমুদ,সাংগঠনিক সম্পাদক শাফায়েত রায়হান শিহাব,সহ দপ্তর সম্পাদক তালহা রহমান,চন্দনাইশ শাখার সদস্য রিদুয়ান মোস্তফা,
    আনোয়ারা শাখার সাধারণ সম্পাদক শ্রীধাম মল্লিক রাতুল,অর্থ সম্পাদক মাসুদ খান জুয়েল,সহ অর্থ সম্পাদক সাইফুন্নাহার বাবলী,সহ প্রচার সম্পাদক মামুনুর রশিদ তারেক, সদস্য ইমরান,মনিরুল,স্বেচ্ছাসেবক মোজাম্মেল,জাহেদুল,এমদাদ,আবির জাহেদ সহ অনেকে।

    স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন কামাল হোসেন বলেন- উৎসব,অনুষ্টান হোক অবহেলিত, অভুক্ত এবং অসহায়দের সাথে।

    আপনি জন্মদিনসহ যে কোন অনুষ্টানের আয়োজন যদি এভাবে শেয়ার করতে চান তবে যোগাযোগ করুন স্বপ্নযাত্রী ফুডব্যাংক টিমের সাথে।

  • চট্টগ্রামে ফৌজদারহাট-বায়োজিদ সড়কে ক্রেন ভেঙ্গে ব্রীজের গার্ডার পড়লো রেললাইনে

    চট্টগ্রামে ফৌজদারহাট-বায়োজিদ সড়কে ক্রেন ভেঙ্গে ব্রীজের গার্ডার পড়লো রেললাইনে

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রামে জেলা প্রতিনিধি

     

    ফৌজদারহাট-বায়োজিদ সড়কের সীতাকুণ্ড প্রান্তে নির্মিত ব্রীজের গাডার তোলার সময় গার্ডার ভেঙ্গে পড়েছে। এসময় চট্টগ্রাম বন্দর-ঢাকা রেললাইনের ওপর নির্মাণাধীন ওভারব্রীজের গাডারটিও ধসে পড়ে।

    আজ রবিবার (৬ ডিসেম্বর ২০) দুপুর পৌনে তিনটার দিকে ফৌজদারহাট বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। এ ওভারবীজটি নির্মাণ করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এ ঘটনার পর থেকে সাময়িক বন্ধ রয়েছে ওই রুটে ট্রেন চলাচল। এই রুটে রেলওয়ের পণ্যবাহী ট্রেন চলাচল করে।
    ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) ইন্সপেক্টর শফিকুল ইসলাম জানান, রবিবার দুপুর পৌনে তিনটার দিকে গাডার বসানোর সময় রেললাইনের উপর ক্রেন থেকে ছিড়ে পড়ে ওভারব্রীজের ৯০ টন ওজনের গার্ডার। তবে এ সময় কোনো হতাহত হয়নি।

    খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে ফৌজদার হাট ফাঁড়ি পুলিশ, রেলওয়ে পুলিশ, টিআই রফিক, স্থানীয় ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন আজিজ।
    এ ব্যাপারে এই প্রকল্পের কাজ করা এক্সপেক্ট্রা ইঞ্জিনিয়ারস লিমিটেড এর ডেপুটি প্রজেক্ট ম্যানেজার নাছির উদ্দিন দিদার বলেন, সিডিএ’র অর্থায়নে ফৌজদারহাট-বায়োজিদ রোডে ওভার ব্রীজের কাজ করার সময় দুইটি ক্রেন দিয়ে গার্ডার তোলা হয়। এসময় টেকনিক্যাল সমস্যার কারণে একটি ক্রেন ভেঙ্গে গার্ডার পড়ে যায়। তিনি বলেন গার্ডারের ওজন ৯০ টন আর দুইটি ক্রেনের ওজন ক্ষমতা তিনশত টন। আমরা সর্ব্বোচ নিরাপত্তা বজায় রেখে কাজ করে যাচ্ছি। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

  • কোরআনের সুক্ষ্মদর্শী মর্মার্থ অনুধাবনের জন্য আরবী ভাষার উপর দক্ষতা অর্জনের কোন বিকল্প নাই।পটিয়া মাদ্রাসায় ড. আবু রেজা নদভী এমপি।

    কোরআনের সুক্ষ্মদর্শী মর্মার্থ অনুধাবনের জন্য আরবী ভাষার উপর দক্ষতা অর্জনের কোন বিকল্প নাই।পটিয়া মাদ্রাসায় ড. আবু রেজা নদভী এমপি।

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

     

    চট্টগ্রাম-১৫ সাতকানিয়া লোহাগাড়া আসনের সংসদ সদস্য, প্রখ্যাত ইসলামিক স্কলার ও গবেষক প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেছেন, ইসলামী জীবন-ব্যবস্থা যেসব মূলনীতির উপর প্রতিষ্ঠিত সেগুলোর সর্বপ্রধান উৎস হলো কুরআনুল করীম। এ কারণে একজন ঈমানদারের ইহকালীন ও পরকালীন শান্তি ও সফলতা নির্ভর করে কুরআনুল করীমের সঠিক অনুধাবন ও বাস্তব জীবনে তা প্রয়োগের উপর।

    সৃষ্টিকুলের উপর যেমন স্রষ্টার সম্মান ও মর্যাদা অপরিসীম, তেমনি সকল বাণীর উপর কুরআনের মর্যাদা ও শ্রেষ্ঠত্ব অতুলনীয়। কুরআন সুস্পষ্ট আরবী ভাষায় নাযিল হয়েছে। অতএব, বিশুদ্ধভাবে কুরআন বুঝতে ও অনুধাবন করতে চাইলে অবশ্যই আরবী ভাষা বুঝতে হবে।

    আজ (৬ ডিসেম্বর২০) রবিবার বাদ মাগরিব আল জামেয়া আল ইসলামিয়া পটিয়ার কেন্দ্রীয় মসজিদে পবিত্র কোরআন মজিদের সুক্ষ্মদর্শী মর্মার্থ অনুধাবনে আরবী ভাষা শিক্ষার গুরুত্ব শীর্ষক এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে উপরোক্ত কথা গুলো বলেন। আল জামেয়া আল ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক এবং ড. আবু রেজা নদভী এমপি’র সরাসরি শিক্ষক আল্লামা আবদুল হালিম বোখারীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন আল জামিয়া ইসলামিয়া পটিয়ার নায়েবে মুহতামিম মাওলানা ওবায়দুল্লাহ হামজাসহ শিক্ষকমন্ডলি ও বিভিন্ন জামাতের ছাত্ররা।

    আল্লামা প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেন, আরবি ভাষার এমনসব বিশেষত্ব রয়েছে যার জন্য আল্লাহ পাক এ ভাষাকে মনোনীত করেছেন কোরআনের ভাষা হিসাবে। যেমন, অন্য ভাষার চেয়ে আরবি ভাষা বুঝতে সহজ হয়। আল্লাহ বলেন, “আমি একে আরবি ভাষায় কোরআন রূপে অবতীর্ণ করেছি, যাতে তোমরা বুঝতে পার।” [ইউসুফ ১২:১-২] ড. আবু নেজা নদভী বলেন, ভাষাবিজ্ঞানের বিচারেও দেখা যায়, সময়ের সাথে সাথে পৃথিবীর প্রায় সব ভাষার বিবর্তন হয়েছে কমবেশি। আবার সময়ের সাথে শব্দের অর্থেরও পরিবর্তন ঘটেছে। কিন্তু আরবি ভাষা এসেছে ২০০০ বৎসরেরও বেশি পুরাতন সেমেটিক ভাষা থেকে। তবে আশ্চর্যজনক ভাবে কোরআন অবতীর্নের পর গত ১৪০০ বৎসর এ আরবি ভাষা নিজেকে শুদ্ধ অবিকৃত অবস্থায় ধরে রেখেছে। এর শব্দ ও শব্দমূল এমনকি এগুলোর অর্থের কোন পরিবর্তন হয়নি। আরবি ভাষায় আছে সবচেয়ে সমৃদ্ধ শব্দ ভাণ্ডার। সব ধরনের ভাব বা অবস্থা বুঝানোর জন্য এর ভিন্ন ভিন্ন শব্দ আছে।
    সুতরাং পবিত্র কোরআনের সুক্ষ্মদর্শী মর্মার্থ অনুধাবনের জন্য আরবী ভাষার উপর দক্ষতা অর্জনের কোন বিকল্প নেই।
    ড. আল্লামা আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেন, ভারতীয় উপমহাদেশের উম্মুল মাদারিছ খ্যাত দারুল উলুম দেওবন্দের স্বনামখ্যাত মোহাদ্দেস-মুফাচ্ছিরদের সবক অনুষ্ঠানে অংশগ্রহন এবং ভারতের অপর প্রখ্যাত দ্বীনি মারকজ নদওয়াতুল উলামা লক্ষ্ণৌ’তে অধ্যয়নকালীন সমকালীন শ্রেষ্ঠ আলেম সৈয়দ আবুল হাসান আলী নদভীর মতো যুগশ্রেষ্ঠ আলেমদের প্রিয় ছাত্র হওয়ার গৌরব অর্জন করলেও আমার আরবী শেখার বুনিয়াদ তৈরি হয় আল জামেয়া আল ইসলামিয়া পটিয়ায়। দেশের প্রসিদ্ধ এই দ্বীনি প্রতিষ্ঠানে সুদীর্ঘ ৫ বৎসর অধ্যয়নের স্মৃতিচারণ করে তিনি বলেন, আমার পরম সৌভাগ্য হচ্ছে, এই মাদ্রাসায় অধ্যয়নকালীন আমি সব পরীক্ষাতে সেরা মেধাবী ছাত্রের গৌরব অর্জন করতে সক্ষম হয়েছি এবং পুরস্কৃত হয়েছি।

    বার্তা প্রেরক
    (স্বাক্ষরিত)
    অধ্যাপক শাব্বির আহমদ
    প্রেস সচিব, মাননীয় সাংসদ

  • জাতীয় শীর্ষ তিন আলেমকে হয়রানির অপচেষ্টা তৌহিদী জনতা প্রতিহত করবে: মাওলানা মুসা বিন ইযহার

    জাতীয় শীর্ষ তিন আলেমকে হয়রানির অপচেষ্টা তৌহিদী জনতা প্রতিহত করবে: মাওলানা মুসা বিন ইযহার

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

     

    বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার বলেছেন, নাস্তিক্যবাদের দোসর, ব্রাহ্মণ্যবাদী অপশক্তির এজেন্ডা বাস্তবায়ন কারী, দেশে অস্থিতিশীলতা সৃষ্টিকারী ভুঁইফোড় সংগঠন মুক্তিযুদ্ধ মঞ্চ কর্তৃক হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানীত আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী এবং যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীমের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের ষড়যন্ত্র করে হয়রানির অপচেষ্টা দেশের আপামর তৌহিদি জনতা প্রতিহত করবে, ইনশাআল্লাহ।

    বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির এক সভায় তিনি এসব কথা বলেন।

    মাওলানা মুসা বিন ইযহার আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনার নাম দিয়ে ভিনদেশী এজেন্ডা বাস্তবায়ন করতে ভুঁইফোড় এই সংগঠনটি দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করার ঘৃন্য অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশপ্রেমিক বিভিন্ন সম্মানিত ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে তাদের একের পর এক সন্ত্রাসমূলক জঙ্গি তৎপরতায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন।

    তিনি বলেন, মানুষকে ভ্রান্তি, কুফর শিরক ও বিদআত থেকে মুক্ত রাখতে অতন্দ্র প্রহরীর ভূমিকায় অবতীর্ণ হওয়া ওলামায়ে কেরামের দায়িত্ব। সেই দায় থেকে মানুষের প্রতিকৃতি ও ভাস্কর্য নির্মাণের মত একটি জঘন্য গুনাহের কাজের বিরোধিতা করায় ওলামায়ে কেরামের মানহানি এবং অকথ্য ভাষায় গালমন্দ ও সমালোচনা করার মাধ্যমে একটি মহল কোরআন সুন্নাহর সুস্পষ্ট বিধান এর বিরোধিতা করে প্রকাশ্যে খোদাদ্রোহিতায় লিপ্ত হয়েছে। জাতীয় জীবনে ও সাম্প্রদায়িক ক্ষেত্রে উস্কানিমূলক অপতৎপরতার মাধ্যমে বিভাজন সৃষ্টি কারি এই মহলের ঘৃন্য কর্মকাণ্ড দেশের আপামর তৌহিদী জনতা রুখে দিতে বদ্ধপরিকর।

    পার্টির সিনিয়র নায়েবে আমীর বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা আব্দুল মাজেদ আতহারীর সভাপতিত্বে উক্ত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা মুস্তাফিজুর রহমান মাহমুদী, সংগঠন সচিব ও ঢাকা মহানগর আমীর অধ্যক্ষ হাফেজ মাওলানা আবু তাহের খান, দফতর সচিব মুফতি দীনে আলম হারুনী, সহকারী অর্থ সচিব মাওলানা আনোয়ারুল কবীর, ঢাকা মহানগর নায়েবে আমির মুফতি মাওলানা আব্দুস সাত্তার, তসলীমুদ্দীন আহমদ, ইসলামী ছাত্রসমাজের সভাপতি আতিকুর রহমান সিদ্দিকী, মহাসচিব ইহতিশামুল হক সাখী এবং ছাত্রনেতা রাজু আহমেদ প্রমুখ।

    সভায় আগামী ২৮ জনুয়ারি ঢাকার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিতব্য পার্টির জাতীয় সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে জাতীয় সম্মেলন কে সফল করার জন্য পার্টির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।

  • হলদিয়া পালং ছাত্রলীগ সভাপতি ইলিয়াসের মাদক সংশ্লিষ্টতা নিয়ে প্রকাশিত ভুয়া সংবাদের প্রতিবাদ

    হলদিয়া পালং ছাত্রলীগ সভাপতি ইলিয়াসের মাদক সংশ্লিষ্টতা নিয়ে প্রকাশিত ভুয়া সংবাদের প্রতিবাদ

    কক্সবাজার জেলা প্রতিনিধি।

     

    আমি সদ্য ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ হলদিয়া পালং ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি মোঃ ইলিয়াছ, আমাকে নিয়ে একশ্রেণীর কুচক্রী মহল একটি কথোপকথনের অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু নিউজ পোর্টালে প্রকাশিত হয়। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। প্রযুক্তির অপব্যবহার করে কিছু কুচক্রী মহল যারা স্বাধীনতা বিরুধী, মুক্তিযুদ্ধের চেতনার বিরুধী, এবং ছাত্রলীগের ভিতরে ঘাপটিমেরে থাকা জামায়াত শিবিরের প্রেতাত্মা আমার বিরুদ্ধে এই ধরনের নোংরা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। মাদক সেবন, বহন, ব্যবসা ও পৃষ্ঠপোষক দেশ ও জাতীর শত্রু। আমি কোনদিনও মাদক ব্যবসায়ী, মাদক বহনকারী, মাদক সেবনকারী ও মাদকের পৃষ্ঠপোষণকারীকে আশ্রয় ও প্রশ্রয়দান করি নাই। আমার বাবা মরিচ্যা বাজারের একজন বিশিষ্ট ব্যবসায়ী। আমার বড় ভাইও একজন বিশিষ্ট ব্যবসায়ী। আমার পরিবার সবসময় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত। জাতীর পিতার আদর্শে উখিয়া উপজেলা ছাত্রলীগের মান্যবর সভাপতি মকবুল হোসাইন মিথুন কক্সবাজার জেলা ছাত্রলীগের মান্যবর সভাপতি সাদ্দাম ভাই সাধারণ সম্পাদক মারুফ ভাইয়ের অনুপ্রেরণা ও দিকনির্দেশনায় হলদিয়া পালং ইউনিয়ন ছাত্রলীগকে কলুষমুক্ত করে সুসংগঠিত করতে মাঠে ময়দানে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানসকন্যা মানবতার মা জননেত্রী শেখ হাসিনার ক্যাসিনো ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে বাংলাদেশ ছাত্রলীগের হাত ধরে আমরা হলদিয়া পালং ইউনিয়ন ছাত্রলীগ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। যার কারণে দেশবিরুধী চক্র আমাদের পেছনে উঠে পড়ে লেগেছে। আমি হলদিয়া কোনদিন কোন ধরনের মাদকের সাথে ছিলাম না, বর্তমানেও নাই এমনকি ভবিষ্যতেও কোনধরনের মাদকসংশ্লিষ্ট ব্যক্তিকে আশ্রয় প্রশ্রয় দিবনা। যারা আমার বিরুদ্ধে প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে সুপার এডিটিং করে তথাকথিত মিথ্যা ও ভিত্তিহীন অড়িও রেকর্ড প্রকাশ করে জনমনে বিভ্রান্তি তৈরি করতেছে আমি তার তীব্রনিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই ধরনের মিথ্যা এডিট করা অড়িও প্রচারে যারা জড়িত আছে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় আইনানুগ ব্যবস্তা গ্রহনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানাচ্ছি।

    প্রতিবাদকারী
    মোঃ ইলিয়াছ
    সভাপতি
    বাংলাদেশ ছাত্রলীগ হলদিয়া পালং ইউনিয়ন শাখা।
    উখিয়া কক্সবাজার

  • উখিয়ায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত-১।।। উখিয়া ভয়েস

    উখিয়ায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত-১।।। উখিয়া ভয়েস

    মোঃ শহিদ উখিয়া।

     

    কক্সবাজারের উখিয়ায় মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় একজন নিহত হয়েছে।সে উখিয়া সদরের ঘিলাতলী এলাকার ছৈয়দ আলীর পুত্র মো: ইব্রাহীম (২৭)।
    শনিবার সন্ধ্যা ৫টার দিকে উপজেলার বালুখালী কাস্টম চেকপোস্টের পাশে মোটর সাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।

    জানা যায় নিহত মো: ইব্রাহিম এনজিও সংস্থা এমএসএফে কর্মরত ছিলেন। কর্মস্থল ত্যাগ করে বাড়ি ফেরার পথে ঘটনাটি ঘটে।

    খবর পেয়ে হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: মারুফ লাশটি ফাঁড়িতে নিয়ে যায়।

    উখিয়া থানার ওসি আহম্মদ সনজুর মোরশেদ সড়ক দূর্ঘটনায় একজন নিহতের সত্যতা স্বীকার করেন।

    উল্লেখ্যঃগত এক মাসের ব্যবধানে উখিয়ায় ৬-৭টি সড়ক দূর্ঘটনার ঘটনা ঘটে। এতে ৫জনের মৃত্যু হয়।