Blog

  • বঙ্গবন্ধুর বিরুদ্ধে নয়, ভাস্কর্যের বিরুদ্ধে= আল্লামা মামুনুল হক

    বঙ্গবন্ধুর বিরুদ্ধে নয়, ভাস্কর্যের বিরুদ্ধে= আল্লামা মামুনুল হক

    ইসলামি ডেস্কঃ

     

    হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক বলেছেন, আইনি, নৈতিক, রাজনৈতিক ও রাষ্ট্রীয়ভাবে সামর্থ্য হলে সব ভাস্কর্যই এই জনপদ থেকে অপসারণ করার উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, তাদের অবস্থান ভাস্কর্যের বিরুদ্ধে, কোনোভাবেই বঙ্গবন্ধুর বিরুদ্ধে নয়।

    আজ রোববার দুপুর ১২টায় পুরানা পল্টনে খেলাফত মজলিসের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি এসব কথা বলেন। মামুনুল হক বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে একজন মরহুম মুসলিম নেতা হিসেবে পরিপূর্ণ শ্রদ্ধা করি এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করি। কখনো কোনোভাবেই এমন একজন মরহুম জাতীয় নেতার বিরুদ্ধাচরণ করি না এবং করাকে সমীচীনও মনে করি না।’

    বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল বলেন, রাষ্ট্রীয়ভাবে ভাস্কর্য স্থাপনের চেষ্টা করা হলে সামর্থ্যের মধ্যে এর বিরুদ্ধে তিনি বলেই যাবেন। তবে রাষ্ট্রের বিরুদ্ধে কোনো যুদ্ধে জড়াবেন না। এমন কোনো পদক্ষেপ নেবেন না যেটা হঠকারী হয় বা জানমালের নিরাপত্তা বিঘ্নিত করে।

    এক প্রশ্নের জবাবে মামুনুল হক বলেন, ‘বঙ্গবন্ধুর ভাস্কর্য বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়া বা এ ধরনের কোনো বক্তব্য দিইনি। আমি বলেছি, আদর্শিক জায়গা থেকে কোনো ভাস্কর্য রাখা হবে না।’ তিনি বলেন, ‘যখন থেকে ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলছি, তখন থেকে দ্ব্যর্থহীনভাবে বলছি, ভাস্কর্য যাঁরই হোক, জিয়াউর রহমানের হোক অথবা অন্য যাঁরই হোক, আমি ভাস্কর্যের বিরুদ্ধে। সব ভাস্কর্য অপসারণের দাবি জানিয়ে আসছি।

    আমাদের আইনগতভাবে, নৈতিকভাবে, রাজনৈতিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে সামর্থ্য থাকলে জিয়াউর রহমানের ভাস্কর্যসহ সব ভাস্কর্যই আমরা মুসলমানদের জনপদ থেকে অপসারণ করার উদ্যোগ নেব।’

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মামুনুল হক বলেন, কোরআন–সুন্নাহর আলোকে পূর্বসূরিদের অনুসৃত পথে স্বচ্ছ রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে লক্ষ অর্জনের চেষ্টা চালানোই তাঁর ব্রত। কোনো ষড়যন্ত্র অথবা গোপন আঁতাতের মাধ্যমে দেশ, রাষ্ট্র কিংবা সরকারবিরোধী কোনো কর্মসূচি তাঁদের নেই।

    অতীতে বিভিন্ন সময়ে বিভিন্ন জোটবদ্ধ রাজনীতিতে ভূমিকা রাখলেও বর্তমানে তাঁদের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস এবং ব্যক্তিগতভাবে তিনি কোনো রাজনৈতিক জোটে যুক্ত নন। একটি মহল ষড়যন্ত্র মূলকভাবে তাঁকে সরকারের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার পাঁয়তারা করছে।

    ধর্মভিত্তিক দলটির নেতা বলেন, কিছুদিন ধরে ঢাকার দোলাইর পাড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের ইস্যুতে বিক্ষুব্ধ হয়ে উঠেছে বাংলাদেশের ধর্মীয় অঙ্গন। স্বাভাবিকভাবেই ইসলামি দৃষ্টিকোণ থেকে মানুষ কিংবা প্রাণীর ভাস্কর্য নির্মাণ অনৈসলামিক সংস্কৃতি হওয়ায় আলেমসমাজ এর প্রতিবাদ করছেন।

    সেই সূত্রে তিনিও ভাস্কর্য, তথা মূর্তি নির্মাণের বিরুদ্ধাচরণ করে তাঁর বক্তব্য তুলে ধরেছেন। কিন্তু সুকৌশলে একটি মহল ভাস্কর্য নির্মাণের এই বিরোধিতাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরোধিতা বলে আখ্যায়িত করার চেষ্টা করছে।

    মামুনুল হক বলেন, সারা পৃথিবীতে ধর্মীয় যতগুলো স্কুল অব থট রয়েছে, ভাস্কর্যের পক্ষে কোনো কথা বলার অবকাশ নেই। এ জন্য সবাই ভাস্কর্য-মূর্তির বিরুদ্ধে কথা বলছে এবং বলবে। সেই জায়গা থেকে তিনিও বলছেন। এখানে অন্য সবাইকে উপেক্ষা করে শুধু তাঁকে প্রধান প্রতিপক্ষ হিসেবে সাব্যস্ত করে এবং কথার বিকৃতি ঘটিয়ে, মূল বক্তব্যকে পাশ কাটিয়ে সরকারদলীয় অঙ্গসংগঠনগুলোকে তাঁর বিরুদ্ধে ময়দানে নামিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে।

    কারা ষড়যন্ত্রকারী, এমন প্রশ্নের জবাবে মামুনুল হক বলেন, ‘যারা এ দেশে ইসলামকে এবং ইসলামি শক্তিগুলোকে দুর্বল করতে চায়, তারা প্রধানত এর পেছনে রয়েছে। আর তাদের সঙ্গে আলেমসমাজ থেকে বিচ্যুত কিছু ব্যক্তির জড়িত থাকার আলামত রয়েছে।

    সূত্র,   প্রথম আলো

  • কক্সবাজার-টেকনাফ সড়কে সী-লাইন উল্টে নিহত ১

    কক্সবাজার-টেকনাফ সড়কে সী-লাইন উল্টে নিহত ১

    মোঃ শহিদ কক্সবাজার থেকে

     

    কক্সবাজার-টেকনাফ সড়কের রামু’র দক্ষিণ মিঠাছড়ি কামারঘোনা স্টেশনে এক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ৫ জন আহত হয়েছে। রোববার সকাল ৮টা ১০মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, সী লাইন পরিবহনের একটি যাত্রবাহী বাস বিপরীত দিক থেকে দ্রুত বেগে আসা একটি মোটর সাইকেলকে সাইড দিতে গিয়ে সী-লাইনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে উখিয়ার রাজাপালং ইউনিয়নের সিকদার বিলের মৃত সুলতানের পুত্র মো: নুরুল ইসলাম (৫৫) ঘটনাস্থলে মারা যায়। আহতরা হলো সৈয়দ হোসেন, মো: আবুল কাসেম, বেলাল, জয়নাল উদ্দিন, ওসমান গণি, মটর সাইকেল চালক সাইফুল ইসলাম। এদের ২ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

  • কর্ণফুলীতে সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল আরোহীর মৃত্যু

    কর্ণফুলীতে সড়ক দুর্ঘটনায় মটরসাইকেল আরোহীর মৃত্যু

    আনোয়ারা (চট্টগ্রাম)প্রতিনিধি

     

    চট্টগ্রামের কর্ণফুলীতে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ শহিদ (৩৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

    শনিবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার ফকিরনীর হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী শাহমীরপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ নাসির উদ্দিন।

    তিনি জানান, সে আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নপাড়া কালাগাজীর বাড়ি এলাকার ছিদ্দিক আহমদের পুত্র। তার বাবাকে নিয়ে নগরের একটি হাসপাতালে ডাক্তার দেখাতে যাচ্ছিলো। তার বাবা একটি সিএনজিতে আর সে মোটরসাইকেল চালিয়ে। ফকিনীরহাট এলাকায় আসলে একটি কভার্ড ভ্যানকে ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাইমুন এন্টারপ্রাইজের (কুষ্টিয়া-ট ১১-০৫৬১) কাভার্ড ভ্যানটি জব্দ রয়েছে।

  • পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের নৌকার মনোনয়ন পেলেন যারা

    পৌরসভার নির্বাচনে আওয়ামী লীগের নৌকার মনোনয়ন পেলেন যারা

    নির্বাচনি খবর

     

    ছাদেকুর রহমান, ভোলা প্রতিনিধি

     

    প্রথম ধাপে আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া দেশের ২৫টি পৌরসভার নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য ২৫ জন দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
    শনিবার (২৮ নভেম্বর) বিকালে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ প্রার্থী চূড়ান্ত করা হয়।
    প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    প্রথম ধাপের ২৫টি পৌরসভায় নৌকার টিকিট অর্থাৎ মনোনয়ন পেলেন যারা, তারা হলেন- রংপুরের পঞ্চগড় পৌরসভায় জাকিয়া খাতুন, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মো. কশিরুল আলম, দিনাজপুরের ফুলবাড়ীতে মো. খাজা মইন উদ্দীন, রংপুরের বদরগঞ্জে মো. আহাসানুল হক চৌধুরী, কুড়িগ্রাম পৌরসভায় মো. কাজিউল ইসলাম, রাজশাহীর পুঠিয়ায় মো. রবিউল ইসলাম, রাজশাহীর পবা উপজেলার কাটাখালীতে মো. আব্বাস আলী, সিরাজগঞ্জের শাহজাদপুরে মনির আক্তার খান তরু লোদী, পাবনার চাটমোহরে সাখাওয়াত হোসেন সাখো, খুলনার কুষ্টিয়া জেলার খোকসায় আল মাছুম মুর্শেদ, খুলনার দাকোপ উপজেলার চালনায় সনত কুমার বিশ্বাস, চুয়াডাঙ্গা পৌরসভায় রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার, বরিশালের বরগুনা জেলার বেতাগীতে এবিএম গোলাম কবির, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটা পৌরসভায় আবদুল বারেক মোল্লা, বরিশালের উজিরপুরে মো. গিয়াস উদ্দিন বেপারী, বরিশালের বাকেরগঞ্জে মো. লোকমান হোসেন ডাকুয়া, ঢাকার মানিকগঞ্জে মো. রমজান আলী, ঢাকার ধামরাইয়ে গোলাম কবির, গাজীপুরের শ্রীপুরে মো. আনিছুর রহমান, ময়মনসিংহের গফরগাঁওয়ে এসএম ইকবাল হোসেন (সুমন) ও নেত্রকোনার মদনে মো. আব্দুল হান্নান তালুকদার, সিলেটের সুনামগঞ্জের দিরাইয়ে বিশ্বজিৎ রায়, মৌলভীবাজারের বড়লেখায় আবুল ইমাম মো. কামরান চৌধুরী এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মো. মাসুদউজ্জামান মাসুক এবং চট্টগ্রামের সীতাকুণ্ডে বদিউল আলম।

    উল্লেখ্য, গত ২২ নভেম্বর ২৫টি পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন ফরম দাখিলের শেষ তারিখ ১ ডিসেম্বর, মনোনয়ন বাছাই ৩ ডিসেম্বর ও প্রার্থিতা প্রত্যাহারের শেখ দিন ১০ ডিসেম্বর। আর ভোটগ্রহণ হবে ২৮ ডিসেম্বর।

     

  • আগামী ২৪ ঘন্টার মধ্যে ফয়জুল করিম ও মামুনুল হককে গ্রেফতার করতে হবে : দাবি মুক্তিযুদ্ধ মঞ্চের

    আগামী ২৪ ঘন্টার মধ্যে ফয়জুল করিম ও মামুনুল হককে গ্রেফতার করতে হবে : দাবি মুক্তিযুদ্ধ মঞ্চের

    Mohammad Rakib, Bishesh Protinide

     

    ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি সৈয়দ ফয়জুল করীম ও হেফাজতে ইসলামের যুগ্মমহাসচিব মাওলানা মামুনুল হককে আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে এই দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ।

    শনিবার ( ২৮ শে নভেম্বর ) বিকাল ৪টায় শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে মহানবীর (সা.) অবমাননা ও বঙ্গবন্ধুর ভাস্কর্য বুড়িগঙ্গায় নিক্ষেপের হুমকি দেয়ায় উক্ত ব‍্যক্তিদের গ্রেফতারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করে সংগঠনটি।

    এই প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. আল মামুন।

    সমাবেশের আগে, বিকাল সাড়ে তিনটার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হয়ে শাহবাগ চত্বর মোড়ে আসেন তারা। এই বিক্ষোভ সমাবেশে অংশ নেয় মঞ্চের কেন্দ্রীয়, মহানগর ও নায়ায়ণগঞ্জ শাখার কিছু নেতাকর্মী।

    সমাবেশে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, বাংলাদেশের যে সাম্প্রদায়িক শক্তি রয়েছে তাদের রুখে দিতেই আমরা আজ এখানে দাঁড়িয়েছি। মাওলানা মামুনুল হক মহানবীকে (স.) অবমামনা করেছে। নবীজি কীভাবে ঠোঁট নাড়াতেন তা দেখিয়েছে। কিন্তু কোনো মুসলমান তার বিরুদ্ধে মাঠে নামেনি।

    তিনি বলেন, ফয়জুল করিমের বাবা ছিলেন রাজাকার। সেই অঞ্চলের মা-বোনেরা তার মাদ্রাসায় আশ্র‍য় নিতে চেয়েছিল। তার বাবা তাদের গণিমতের মাল হিসেবে পাকিস্তানি রাজাকার বাহিনীর হাতে তুলে দিয়েছিল। তাদের রক্তে এখন পাকিস্তানের বীজ।

    আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি এদের গ্রেফতার করা না হয়, তাহলে আমরা তাদের যেখানে পাব, সেখানেই গণধোলাই দিয়ে পাকিস্তানে পাঠিয়ে দেব।

  • উখিয়া রাজাপালং ইউনিয়নের ৭ওয়ার্ডের বাপ-পুত ইয়াবা সিন্ডিকেটের সন্ত্রাসী হামলার শিকার হলেন এনজিও কর্মকর্তারা

    উখিয়া রাজাপালং ইউনিয়নের ৭ওয়ার্ডের বাপ-পুত ইয়াবা সিন্ডিকেটের সন্ত্রাসী হামলার শিকার হলেন এনজিও কর্মকর্তারা

    সন্ত্রাসী হামলার শিকার NGO কর্মকর্তা

    কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাপ-পুত ইয়াবা সিন্ডিকেটের সন্ত্রাসী হামলার শিকার হলেন এনজিও কর্মকর্তারা। অভিযোগ পাওয়া গেছে, স্হানীয় সাবেক ইউপি সদস্য পুর্বাঞ্চলীয় জনপদের ইয়াবার সিন্ডিকেট হিসেবেখ্যাত মোরশেদ আলমের নেতৃত্বে তার গুনধর ইয়াকারবারী পুত্রদ্বয় ইকবাল ও হারুন রাস্তার কাজে বাঁধা প্রদান করে নিমার্ণ শ্রমিকদের তাড়িয়ে দেয়। এক পর্যায় ইয়াবাকারবারী বাপপুতরা তাঁদের লোকজন নিয়ে রাস্তার কাজে তদারকিত থাকা  ESDO এনজিওর দুই তিন কর্মকর্তার উপর হামলা চালিয়ে আহত করেছে বলে জানা গেছে। আহতদেরকে স্হানীয় লোকজন রক্তাত্ত অবস্হায় উদ্ধার করে উখিয়া হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।এমন ঘটনাটি ঘটেছে,আজ ২৮ নভেম্বর বেলা ১২ টায় উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের ডেইলপাড়া- করইবনিয়া গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন স্হানীয় গ্রামবাসী ও রাস্তার কাজে নিয়োজিত শ্রমিকেরা। ঘটনার বিররণে জানা যায়,উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ডেইলপাড়া সেকান্দরের পুত্র হারুনের বাড়ি হতে করইবনিয়া কবর স্হান সংলগ্ন মসজিদ পর্যন্ত মাটি দিয়ে রাস্তাটির সংস্কার কাজ চলছে। গত ১৮ নভেম্বর থেকে অবহেলিত রাস্তাটির কাজ পুরোদমে শুরু হয়। প্রকল্পের কাজ শেষ হবে চলতি মাসের ৩০ নভেম্বর। এ রাস্তার উন্নয়নে কাজে অর্থ ব্যয় করেছেন এনজিও সংস্হা কানাডা ESDO

     

    সূত্র,,,, সাংবাদিক গফুর মিয়া চৌধুরীর আইডি থেকে

  • বাঁশখালী প্রেস ক্লাবের বর্ধিত সভা অনুষ্ঠিত

    বাঁশখালী প্রেস ক্লাবের বর্ধিত সভা অনুষ্ঠিত

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

     

    শুক্রবার (২৭ নভেম্বর ২০) সকালে প্রেস ক্লাবের আহ্বায়ক দিলীপ কুমার তালুকদরের সভাপতিত্বে এতে ২০০১ সালে বহিস্কৃত এক সদস্যের বিষয়ে আলোচনা করেন সদস্যরা।

    অভিযোগ হলো- বহিস্কৃত ওই সদস্যের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন ব্যক্তির কাছে বাঁশখালী প্রেস ক্লাবের নাম ভাঙিয়ে সুবিধা আদায়ের অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে জানা গেছে।

    প্রেস ক্লাবের নাম ভাঙ্গিয়ে বিভিন্ন স্থানে পরিচয় প্রদানকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

    সভায় বাঁশখালী প্রেসক্লাবের দুই যুগ পূর্তি ও নতুন কার্যনির্বাহী কমিটি গঠন বিভিন্ন দৈনিকে প্রেস ক্লাবের সদস্যপদ প্রদানের জন্য আলোচনা করা হয়।

    আলোচনায় অংশ নেন- প্রেস ক্লাবের আহবায়ক কমিটির মোহন মিন্টু, সাবেক সভাপতি অনুপম কুমার অভি, আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক মো. ইলিয়াছ, গোলাম শরীফ টিটু, সাবেক সাধারন সম্পাদক কল্যাণ বড়ুয়া মুক্তা, শফকত হোসাইন চাটগামী, আব্দুল মতলব কালু, সদস্য আবু বক্কর বাবুল, শাহ্ মুহাম্মদ শফিউল্লাহ, আবদুল জব্বার প্রমুখ।

  • বায়তুল মোকাররম থেকে আটককৃতদেরকে মুক্তি দিতে হবে=হেফাজতে ইসলাম বাংলাদেশ

    বায়তুল মোকাররম থেকে আটককৃতদেরকে মুক্তি দিতে হবে=হেফাজতে ইসলাম বাংলাদেশ

    হেফাজতের প্রতিবেদক

    হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকসহ আলেম-ওলামাদের বিরুদ্ধে কটূক্তি ও দেশের বিভিন্ন স্থানে দ্বীনি মাহফিল বন্ধের প্রতিবাদে স্বতঃস্ফূর্ত তাওহীদি জনতার মিছিলে লাঠিচার্জ ও গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
    শুক্রবার ২৭ নভেম্বর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজত আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী ও মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

    বিবৃতিতে হেফাজতের শীর্ষ দুই নেতা বলেন, দীর্ঘ দিন যাবত তাওহিদী জনতা মসজিদের নগরী ঢাকার বিভিন্ন স্থানে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপনের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ জানিয়ে আসছে। কিন্তু শান্তিপূর্ণ এ প্রতিবাদকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা চলছে। সেই সঙ্গে ইসলামী নেতৃবৃন্দ বিশেষ করে হেফাজতের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী ও যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের বিভিন্ন মাহফিল বন্ধ করে দেয়া হচ্ছে। এর প্রতিবাদে আজ বাদ জুমা তাওহিদী জনতা বায়তুল মোকাররম উত্তরগেট থেকে শান্তিপূর্ণ মিছিল বের করে। এই মিছিলে পুলিশ বিনা উস্কানিতে নির্বিচার লাঠিচার্জ সহ প্রায় ত্রিশ জনকে গ্রেফতার করেছে। তারা সবাই সাধারণ ধর্মপ্রাণ জনতা। আজ রাতের মধ্যে তাদেরকে মুক্তি দিতে হবে।
    সেই সঙ্গে ভাস্কর্য নির্মাণ বন্ধ সহ দ্বীনি মাহফিলের অনুমতি দিতে হবে। ইসলামী নেতৃবৃন্দের নামে কটূক্তি ও বিষোদগার বন্ধ করতে হবে।

     

  • ঢাকায় মাদ্রাসা শিক্ষার্থীদের মিছিলে পুলিশের লাঠিচার্জ,  বিক্ষোভে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া।

    ঢাকায় মাদ্রাসা শিক্ষার্থীদের মিছিলে পুলিশের লাঠিচার্জ, বিক্ষোভে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া।

    মোঃ রাকিব,বিশেষ প্রতিনিধি

     

    ঢাকার বায়তুল মোকাররম গেটে মাদরাসা শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জ ও গ্রেফতারের প্রতিবাদে আজ সন্ধ্যা থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের প্রধান সড়ক টি.এ রোড বিক্ষোভে উত্তাল ছিল। সেখানে অবস্থান করে বিক্ষোভ প্রদর্শন করেছে কওমী মাদরাসার শিক্ষার্থীরা।

    বিক্ষোভ চলাকালীন সময় শহরের প্রধান সড়কগুলোতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বিক্ষুব্ধ ছাত্ররা বিভিন্ন রাজনৈতিক ব্যানার ও ফেস্টুনে অগ্নিসংযোগ করে পুড়িয়ে ফেলে।

    এসময় ব্রাম্মনবাড়িয়া থানা ব্রিজের সামনে এক প্রতিবাদী সভায় বক্তারা বলেন, ঢাকায় গ্রেফতার হওয়া ছাত্রদের দ্রুত মুক্তি দিতে হবে। তানাহলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি দেন তারা।

  • মামুনুল হক আপনার ভয় নাই পাশে আছি আমরা সবাই= আল্লামা হাসান জামিল

    মামুনুল হক আপনার ভয় নাই পাশে আছি আমরা সবাই= আল্লামা হাসান জামিল

    UkhiyaVoice24.Com

     

    আল্লামা মামুনুল হক এগিয়ে চল আল্লাহ আছেন তোমার সাথে।  আল্লামা মামুনুল হক এগিয়ে চল আমরা আছি তোমার সাথে।

     

    প্রিয় বন্ধু, প্রিয় রাহবার! আপনি আমাদের অহঙ্কার। চামচিকার ঔদ্ধত্য দেখে আপনি হতবিহ্বল-হতোদ্যম হবেন না। আপনি আমাদের মুখপাত্র। আপনি দমে গেলে ওরা জিতে যাবে। এ লড়াই আপনার ব্যক্তিগত বিষয়ে নয়, এ লড়াই হক-বাতিলের। এ লড়াইয়ে আপনি একা নন, গোটা দেশের তাওহীদি ও দেশপ্রেমিক জনগণ আপনার সহযোদ্ধা।

    এ লড়াই রাজনৈতিক নয়, এটা ঈমানী লড়াই। আমাদের প্রতিপক্ষ কোন রাজনৈতিক দল বা ব্যক্তি নয়, আমাদের প্রতিপক্ষ ইসলামবিদ্বেষী অপশক্তি।
    ওরা মূলত আপনাকে রুদ্ধ করতে চায় না। ওদের টার্গেট ইসলাম।
    হক-বাতিলের চলছে লড়াই চলবে…….!!

    প্রিয় ভাই, আমরা জানি আপনি দমে যাওয়ার পাত্র নন, তারপরও দোয়া-
    الله يعصمك من الناس
    আল্লাহ আপনাকে রক্ষা করুন; বিচলিত হবেন না-ان لله معنا, আল্লাহ যাদের সঙ্গী, তাদের দমিয়ে রাখার সাধ্য কার?!

    শায়েখ ওমর মুখতার রহ..শত্রুর বোমারুবিমান সম্পর্কে কি বলেছিলেন মনে আছে তো? “বিমানগুলো যদি আরশের নিচে দিয়েই চলে তাহলে ভয় পাওয়ার কী দরকার!” সত্যিই তো যাদের রব আরশের মালিক তাদের আবার ভয় কীসের? নবী ﷺকে দেওয়া সান্ত্বনাই আমাদের সান্ত্বনা :
    فان تولوا فقل حسبي الله. لااله الاهو. عليه توكلت وهو رب العرش العظيم
    অর্থ : “তারা পৃষ্ঠপ্রদর্শন করলে আপনি বলুন, আল্লাহই আমার জন্য যথেষ্ট। তাঁকে ছাড়া কোনো ইলাহ নেই। তাঁর উপর ভরসা করছি, তিনিই মহান আরশের মালিক।”

    আল্লাহর দীনের জন্য আজ আপনি হুমকির মুখে, আল্লাহই আপনাকে রক্ষা করবেন ইনশাআল্লাহ।

    আপনার ভয় নাই, পাশে আছি আমরা সবাই।