Blog

  • আলেমদের নামে বিষোদ্গার এবং ভাস্কর্যের নামে মানবমূর্তি নির্মাণ বন্ধ করুন= আল্লামা কাসেমী

    আলেমদের নামে বিষোদ্গার এবং ভাস্কর্যের নামে মানবমূর্তি নির্মাণ বন্ধ করুন= আল্লামা কাসেমী

    আল্লামা মামুনুল হক

    হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী বলেছেন, সাম্প্রতিক সময়ে অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে, প্রাণীর ভাস্কর্য নির্মাণবিরোধী ঈমানী আন্দোলনকে কেন্দ্র করে কথিত মুক্তিযুদ্ধ মঞ্চসহ কিছু কু-চক্রী মহল অবিরতভাবে আলেম-উলামার বিরুদ্ধে বিষোদ্গার ও নির্লজ্জ মিথ্যাচার করে যাচ্ছে। এমনকি বরেণ্য শাইখুল হাদীস আল্লামা আজীজুল হক (রাহ.) ও মাওলানা সৈয়দ মুহাম্মদ ফজলুল করীম (রাহ.) সম্পর্কেও চরম আপত্তিকর বক্তব্য দেওয়া হচ্ছে। মহান মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা নিয়ে অবাস্তব ও ভিত্তিহীন প্রশ্ন তুলে পানি ঘোলা করার অপচেষ্টা চলছে। এই অপতৎপরতা সরকারকে অনতিবিলম্বে বন্ধ করতে হবে। তৎসঙ্গে ইসলামবিরোধী প্রাণী বা আবক্ষ মানব ভাস্কর্য নির্মাণের সিদ্ধান্তও প্রত্যাহার করতে হবে। অন্যথায় দেশবাসীকে সাথে নিয়ে তীব্র গণ আন্দোলন গড়ে তোলা হবে, ইনশাআল্লাহ।

    ২৬ নভেম্বর) বৃহস্পতিবার সকালে জামেয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসায় ঢাকাস্থ শীর্ষ আলেমদের এক জরুরী সভায় সভাপতির বক্তব্যে আল্লামা নূর হোসাইন কাসেমী এসব কথা বলেন।

    সভায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন- মাওলানা আবুল কালাম, মাওলানা আবদুর রব ইউসুফী, মাওলানা মাহফুজুল হক, মুফতি এনামুল হক, মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা রশীদ আহমদ, মাওলানা হাফেজ নাজমুল হাসান, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা ফজলুল করীম কাসেমী, মুফতি মনির হোসাইন কাসেমী, মাওলানা লোকমান মাজহারী, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা মুহাম্মদ ফয়সাল, মাওলানা শরীফুল্লাহ, মাওলানা হারুনুর রশীদ, মাওলানা মুরশিদুল আলম ও মাওলানা রুহুল আমীন’সহ ঢাকার নেতৃস্থানীয় বহু উলামায়ে কেরাম।
    সভায় উলামায়ে কেরাম বলেন,
    মসজিদের নগরী ঢাকাকে মূর্তির নগরী বানাতে দেওয়া হবে না। তারা বলেন, মূর্তি ও ভাস্কর্যের মধ্যে কূটকৌশলের পার্থক্য তৈরি করে প্রাণী বা আবক্ষ মানব ভাস্কর্য নির্মাণ ইসলামের দৃষ্টিতে কোন অবস্থাতেই গ্রহণযোগ্য নয়।

    সভায় আমীরে হেফাজত আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী ও হেফাজতের যুগ্মমহাসচিব মাওলানা মামুনুল হক সহ উলামায়ে কেরামের মাহফিলে বাধা দানের তীব্র প্রতিবাদ জানানো হয়।

  • পরপারে চলে গেলেন হেফাজতের নবনির্বাচিত সহকারী মহাসচিব মুফতি রহিমুল্লাহ কাসেমী

    পরপারে চলে গেলেন হেফাজতের নবনির্বাচিত সহকারী মহাসচিব মুফতি রহিমুল্লাহ কাসেমী

    • মোঃ রাকিব,বিশেষ প্রতিনিধি

     

    বাংলাদেশের অন‍্যতম অরাজনৈতিক ইসলামী সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের নবনির্বাচিত সহকারী মহাসচিব, ফেনীর লালপোল সোলতানিয়া মাদরাসার মুহাদ্দিস, গুণকবাবুপুর দারুল উলুম মুইনুল ইসলাম মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি রহিম উল্লাহ কাসেমী মৃত‍‍্যুবরণ করেছেন। গতকাল বুধবার (২৫ শে নভেম্বর ) রাত ১১টা ৫০ মিনিটে ঢাকার ইবনে সিনা হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। এ কথা নিশ্চিত করেন তার ছেলে মাওলানা মাহমুদুল হাসান।

    মরহুমের নামাজে জানাজা আজ বৃহস্পতিবার (২৬ শে নভেম্বর ) দুপুর ২টা ৩০মিনিটে তার প্রতিষ্ঠিত গুনকবাবুপুর দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হয়েছে।

    মুফতি রহিমুল্লাহ কাসেমীর মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিক হেফাজতে ইসলামের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী ও মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী, লালপোল সোলতানিয়ার মুহতামিম মাওলানা ক্বারি মুহাম্মদ কাশেম গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেছেন।

    উল্লেখ্য যে, গত মঙ্গলবার (২৪ শে নভেম্বর ) মুফতি রহিম উল্লাহ কাসেমী নোয়াখালীর হাতিয়ায় মাহফিলের সফরকালে খুব অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হওয়ার পর তাকে প্রথমে মাইজদীর একটি হাসপাতালে নেয়া হয়, পরে সেখান থেকে বনশ্রীতে ইয়ামাগাতা ঢাকা ফ্রেন্ডশিপ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার কারণে তাকে আইসিইউতে রাখতে হয়েছিল। পরবর্তীতে অবস্থার আরও অবনতি হলে তাকে ঢাকা ইবনে সিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসা চলাকালীন সময়ে তিনি মারা যান। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৯ বছর।

  • কক্সবাজার জেলা যুব আন্দোলনের উদ্যোগে মরহুম ফজলুল করিম রাহ. স্মরণে দু’আ মাহফিল অনুষ্ঠিত

    কক্সবাজার জেলা যুব আন্দোলনের উদ্যোগে মরহুম ফজলুল করিম রাহ. স্মরণে দু’আ মাহফিল অনুষ্ঠিত

    ওসমান আল-হুমাম, কক্সবাজার জেলা প্রতিনিধি

     

    মাওলানা সৈয়দ ফজলুল করীম (রহ.) আল্লাহ দ্রোহী শক্তির কাছে কখনও মাথানত করেননি। প্রচলিত রাজনীতির পরিবর্তে আদর্শিক পরিবর্তনের লক্ষ্য নিয়ে তিনি কাজ করেছেন। তিনি গতানুগতিক পীর ছিলেন না, তিনি একজন আদর্শবাদী নেতা ও আদর্শিক লড়াইয়ে উত্তীর্ণ ছিলেন বলে মন্তব্য করেছেন জাতীয় নেতৃবৃন্দ।

    ২৫ নভেম্বর’২০ বুধবার বাদ এশা কক্সবাজার ঝাউতলাস্থ গাড়িরমাঠ সংলগ্ন দারুত তাযকিয়াহ মাদরাসা হল মিলনায়তনে কক্সবাজার জেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি মুফতি ওসমান আল হুমাম এর সভাপতিত্বে জেলা সেক্রটারী এইচ এম আবুবকর এর সঞ্চালনায় মরহুম মাওলানা সৈয়দ মুহাম্মাদ ফজলুল করীম পীর সাহেব চরমোনাই রহ.-এর জীবন ও কর্ম শীর্ষক’ আলোচনা সভা
    অনুষ্ঠিত হয়। উদ্যোগে ‘মাওলানা সৈয়দ মুহাম্মাদ ফজলুল করীম পীর সাহেব চরমোনাই রহ.-এর জীবন ও কর্ম শীর্ষক’ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সেক্রেটারি জননেতা মাওলানা মুহাম্মদ শোয়াইব।

    বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী শ্রমিক আন্দোলন কক্সবাজার সেক্রেটারি মোহাম্মদ আনোয়ার, ইসলামী যুব আন্দোলন কক্সবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা নুরুল ইসলাম আজিজী, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড কক্সবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ রমজানুল হক জিয়া, ইসলামী যুব আন্দোলন কক্সবাজার পৌর শাখার সভাপতি মোহাম্মদ রাশেদ, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মুজাহিদ কমিটি কক্সবাজার সদর থানার সম্মানীত জননেতা আলহাজ্ব মোঃ সেলিম উদ্দিন প্রমুখ।

    পীর সাহেব চরমোনাই বলেন, মানুষের আত্মিক পরিশুদ্ধির পাশাপাশি জাতীয় স্বার্থে মাওলানা ফজলুল করীম রীতিমতো রাজনীতিক ছিলেন। এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে শক্তভাবে ধারণ করে তিনি রাজনীতির একটি নির্মোহ ধারা সৃষ্টি করতে সক্ষম হয়েছিলেন। সত্য উচ্চারণে কখনও ক্ষমতা, কারাদণ্ডের ভয় কিংবা পদ ও অর্থের প্রলোভনে প্রভাবিত হননি।

    আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, মরহুম পীর সাহেব তার বাবা মাওলানা এসহাক রহ. থেকে যে আধ্যাত্মিক দীক্ষা পেয়েছিলেন, এর পাশাপাশি তার আপসহীন নেতৃত্ব জাতীয় পর্যায়ে তাকে অপরিহার্য করে তুলেছিল। দেশ ও জাতির যে কোনো সংকটে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। একজন মনিষীর জন্য যেসব গুণাবলী প্রয়োজন, তার মাঝে তা পূর্ণমাত্রায় ছিল। পীর সাহেব একজন নির্মোহ রাজনীতিক ছিলেন এবং পীর হয়েও তিনি রাজনীতিতে এসে একটি ব্যতিক্রমী ধারা সৃষ্টি করে গেছেন।

  • ঝালকাঠি ফায়ার সার্ভিস সংলগ্ন বাসার ছাদ থেকে এক নারীর লাশ উদ্ধার।

    ঝালকাঠি ফায়ার সার্ভিস সংলগ্ন বাসার ছাদ থেকে এক নারীর লাশ উদ্ধার।

    মোঃ রাকিব, নলছিটি উপজেলা প্রতিনিধি

     

    ঝালকাঠিতে বাসার ছাদ থেকে এক বিবাহিত নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ঝালকাঠির ফায়ার সার্ভিস এলাকার এক বাসার ছাদ থেকে লাশটি উদ্ধার করা হয়।

    মৃত নারীর নাম শাহনাজ পারভীন। তিনি ঝালকাঠির দক্ষিণ পিপলিতা গ্রামের জালাল আহমদের কন্যা।

    তার স্বামীর নাম মাওলানা মোঃ আব্দুল আহাদ। মরহুমার স্বামী মাওলানা মোঃ আব্দুল আহাদ ঝালকাঠির স্বনামধন্য প্রতিষ্টান নেছারাবাদ মাদ্রাসার মসজিদের মুয়াজ্জিন।

    তবে কিভাবে এই নারীর মৃত্যু হয়েছে এবং কেনই বা তার লাশ ঐ বাসার ছাদে পাওয়া গেল তা এখনো নিশ্চিত নয়।

  • ফরিদুল হক খানের ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ

    ফরিদুল হক খানের ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ

    • মোঃ রাকিব,বিশেষ প্রতিনিধিঃ

    নতুন ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন জামালপুর-২ আসনের সাংসদ মো. ফরিদুল হক খান দুলাল। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে শপথ বাক্য পাঠ করান।

    রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফরিদুল হক দুলালকে ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

    এদিকে শপথ গ্রহণের পরই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় প্রতিমন্ত্রী ফরিদুল হক বলেন, প্রতিমন্ত্রী হয়ে আমি আগের দায়িত্বেই থাকবো। প্রধানমন্ত্রীর প্রতি অকৃত্রিম কৃতজ্ঞতা জানাই। দেশবাসীর কল্যাণে আগের মতোই নিজের কাজ চালিয়ে যাব।

    কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। তবে করোনা মহামারির কারণে বঙ্গভবনের দরবার হলে ছোট আকারে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

    শপথ গ্রহণ অনুষ্ঠানে অন‍্যান‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

    গতকাল সোমবার (২৩ নভেম্বর) বিকেল থেকেই শোনা যাচ্ছিলো খালি থাকা ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব নতুন কাউকে দেওয়া হচ্ছে। পাশাপাশি বর্তমান মন্ত্রিসভার কয়েকজন মন্ত্রীর দপ্তর বদল করা হচ্ছে।

    করোনায় আক্রান্ত হয়ে গত ১৩ জুন মৃত্যু বরণ করেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ। এরপর গত ৫ মাস ধরে পদটি শূন্য ছিল।

  • বাঁশখালী থানা পুলিশের অভিযানে ১৫,৩০০ (পনের হাজার তিন শত) পিস ইয়াবা ও পরিবহনে ব্যবহৃত ০১টি সিএনজি অটোরিক্সাসহ গ্রেফতার ০৩জন

    বাঁশখালী থানা পুলিশের অভিযানে ১৫,৩০০ (পনের হাজার তিন শত) পিস ইয়াবা ও পরিবহনে ব্যবহৃত ০১টি সিএনজি অটোরিক্সাসহ গ্রেফতার ০৩জন

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

     

    বাঁশখালী থানার এস আই(নিরস্ত্র) নাজমুল হক সঙ্গীয় অফিসার-ফোর্সসহ ২৩/১১/২০২০খ্রি: বিকাল ০৩.৩৫ টায় থানাধীন পুইছড়ি এলাকায় বাশখালী-পেকুয়া প্রধান সড়কের ফুটখালী ব্রীজের দক্ষিন পাশে রাস্তায় অভিযান চালিয়ে অভিনব কৌশলে ওলকচুর ভিতর লুকিয়ে পাচারকালে ১৫,৩০০ (পনের হাজার তিন শত) পিস ইয়াবা ও পরিবহনে ব্যবহৃত ০১টি সিএনজি অটোরিক্সাসহ আসামী- ০১.রামিছা বেগম( ২২),স্বামী-ছৈয়দ কাসিম, সাং চরপাড়া, ঈদগড়, থানা- রামু, আসামী ২.জহুরা বেগম(৫০) স্বামী- মৃত নবী হোসেন, সাং- সোয়া জাইন্যা পাড়া, থানা- চকরিয়া ও আসামী ৩. মোঃ নাছির(৪০)পিতা- উকিল আহাম্মদ, সাং-সুতিপাড়া, থানা- পেকুয়া, সর্ব জেলা-কক্সবাজার’দের গ্রেফতার করে। এ সংক্রান্তে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

  • উজিরপুরে “পৌর মেয়র” পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী মোঃ হেমায়েত উদ্দিন

    উজিরপুরে “পৌর মেয়র” পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী মোঃ হেমায়েত উদ্দিন

    নিজস্ব প্রতিবেদক

     

    আগামী ২৮ ডিসেম্বর পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে ইলেকশন কমিশন।

    আসন্ন পৌরসভা নির্বাচনে উজিরপুরে মেয়র পদে আওয়ামী মনোনয়ন প্রত্যাশী ও নৌকা মার্কার প্রার্থী হিসেবে মোঃ হেমায়েত উদ্দিন-কে নিয়ে স্বপ্ন দেখছেন উজিরপুর পৌরসভার সর্ব শ্রেনী পেশার মানুষ। এরই মধ্য নির্বাচনকে কেন্দ্র করে উজিরপুরের পৌরবাসীর মধ্য ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।

    উজিরপুরের আওয়ামী রাজনিতীতে পরিচ্ছন্ন ও সর্ব মহলে তুমুল জনপ্রিয় এবং আত্বপ্রচার বিমুখ একজন মানুষ হিসেবে পরিচিত হেমায়েত উদ্দিন । উজিরপুর পৌরবাসীর দাবি দক্ষিণ বাংলার রাজনৈতিক অভিভাবক, বরিশাল জেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি ও মাননীয় মন্ত্রী বীরমুক্তিযোদ্বা জননেতা আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ্ (এম.পি) যাহাতে সাবেক প্যানেল মেয়র উজিরপুর উপজেলা আওয়ামী যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ হেমায়েত উদ্দিন-কে “মেয়র পদে – নৌকা মার্কার” প্রার্থী হিসেবে মনোনীত করেন এমনটাই প্রত্যাশা। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেতে সর্বোচ্চ আশাবাদ ব্যক্ত করে মোঃ হেমায়েত উদ্দিন বলেন আমাকে যদি নৌকা মার্কার মনোনয়ন দেয়া হয় তাহলে আমি সর্বাত্বক চেষ্টা করে নৌকা মার্কার বিজয় নিশ্চিত করবো ইনশাআল্লাহ। এবং জয়লাভ করে গরিব দুখী মেহনতী মানুষের পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাব। এছাড়া মোঃ হেমায়েত উদ্দিন নিজ এলাকায় বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও জনদরদি হিসেবে পরিচিত।

  • উখিয়ায় “পিসওয়ে হিউম্যান রাইটস সোসাইটি,র রাজাপালং ইউনিয়ন শাখার ৩,৪,৬ নং ওয়ার্ডের কাউন্সিল সম্পন্ন

    উখিয়ায় “পিসওয়ে হিউম্যান রাইটস সোসাইটি,র রাজাপালং ইউনিয়ন শাখার ৩,৪,৬ নং ওয়ার্ডের কাউন্সিল সম্পন্ন

    • মোঃ শহিদ উখিয়া।

    গতকাল সন্ধ্যার সময়,পিসওয়ে হিউম্যান রাইটস সোসাইটি,র ৪নং রাজাপালং ইউনিয়ন শাখার উদ্যোগে ,,৩,৪,৬ নং ওয়ার্ডের কাউন্সিলিন অনুষ্ঠিত হয়েছে । উক্ত কাউন্সিলিনের সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিসওয়ে হিউম্যান রাইটস সোসাইটির উখিয়া উপজেলা শাখার সভাপতি জাফর উল্লাহ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , উখিয়া উপজেলা শাখার সংগ্রামী সাধারন সম্পাদক অধ্যাপক নুরুল মাসুদ ভূইয়া,উপজেলা নির্বাহী সদস্য, অধ্যক্ষ মোঃ সেলিম, উপজেলা নির্বাহী সদস্য সাইফুল ইসলাম রাশেল, রাজাপালং ইউনিয়ন শাখার সভাপতি ওমর হামজা, সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাইল, ৬ নং ওর্য়াডের আহবায়ক সাজেদুল হক সাজিদ, যুগ্ম আহবায়ক খুরশেদ আলম বাপ্পি,অলি উল্লাহ অলি,আবদুল গফুর আনিস,সাইফুল ইসলাম, ৩নং ওর্য়াডের আহবায়ক মোঃ সোহেল ইসলাম সোহেল,যুগ্ম আহবায়ক, আমিনুল কায়সার মুন্না,আরিফুল হক,রিয়াজ উদ্দিন তানজিম, ৪নং ওর্য়াডের আহবায়ক সাহাদাত হোসেন,যুগ্ম আহবায়ক সাহাব উদ্দিন, মোঃ শহিদ, গোলাম আযম, সহ অন্যন্য নেতৃবৃন্দ। সভায় ওর্য়াড কমিটি গঠন, মাদক,বাল্য বিবাহ, এবং কভিড-১৯ ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।

  • বাঁশখালী থানা পুলিশের পৃথক অভিযানে ২,০০০ (দুই হাজার) পিস ইয়াবাসহ গ্রেফতার ০২ জন

    বাঁশখালী থানা পুলিশের পৃথক অভিযানে ২,০০০ (দুই হাজার) পিস ইয়াবাসহ গ্রেফতার ০২ জন

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

    বাঁশখালী থানার এসআই আকতার হোসাইন সঙ্গীয় ফোর্সসহ ২২/১১/২০২০খ্রি: দুপুর ০২.১০ টায় বাঁশখালী থানাধীন পুইছড়িতে বাঁশখালী-পেকুয়া প্রধান সড়কের ফুটখালী ব্রীজের দক্ষিন পাশের রাস্তায় অভিযান চালিয়ে ১,০০০ (একহাজার) পিস ইয়াবাসহ আসামী রাবেয়া খাতুন(৪৮), স্বামী-আব্দুল মোহাম্মদ, সাং- আমতলী, হোয়াইকং, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার’কে গ্রেফতার করে। বিকাল ০৫.২০ টায় এসআই আকতার হোসাইন সঙ্গীয় ফোর্সসহ পুইছড়িতে বাশখালী-পেকুয়া প্রধান সড়কে ফুটখালী ব্রীজের দক্ষিন পাশের রাস্তায় অপর এক অভিযান পরিচালনা করে ১,০০০ (একহাজার) পিস ইয়াবাসহ আসামী আয়শা বেগম( ৪৫), স্বামী-মৃত আবদুল্লাহ, সাং-জালিয়াপাড়া, টেকনাফ পৌরসভা, থানা- টেকনাফ, জেলা-কক্সবাজার’কে গ্রেফতার করে।

    এ সংক্রান্তে বাঁশখালী থানায় পৃথক মামলা রুজু পূর্বক আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

  • বাঁশখালী চাম্বল টু চট্টগ্রাম এস আলম বাস সার্ভিস চালু

    বাঁশখালী চাম্বল টু চট্টগ্রাম এস আলম বাস সার্ভিস চালু

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

    অবশেষে চালু হয়েছে বাঁশখালী টু চট্টগ্রাম এস আলম বাস সার্ভিস। আজ রবিবার (২২ নভেম্বর ২০২০) সকাল ১১ টায় বাঁশখালী উপজেলার চাম্বলে,
    চাম্বল ইউনিয়ন এর সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব মুজিবুল হক চৌধুরীর সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে এই এস আলম সার্ভিসের যাত্রা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে বাঁশখালীর সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি, বিশেষ অতিথি হিসেবে বাঁশখালী থানার নবাগত অফিসার ইনচার্জ শফিউল কবির, বাঁশখালী পৌরসভার মেয়র শেখ সেলিমুল হক চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজমী, বাহারছড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, সরল ইউপি চেয়ারম্যান রশিদ আহমেদ, বাঁশখালী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এস এম তোফাইল বিন হোসাইন, মিয়ার বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি মোহাম্মাদুল ইসলাম, বাঁশখালী যাত্রী কল্যাণ পরিষদের বিপ্লবী যুব নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী মনসুর আলী, কাউন্সিলর আজগর হোসেন, মেম্বার রশিদ আহমেদ, মেম্বার জামাল উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।

    প্রধান অতিথির বক্তৃতায় সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, ‘মুজিববর্ষে আমরা বাঁশখালীতে এস আলম বাস সার্ভিস উদ্বোধন করতে পারছি এটা আনন্দের বিষয়। ২০২২ সালে এস আলমের উদ্যোগে বাঁশখালীতে কয়লা বিদ্যুৎ প্রকল্প উদ্বোধন হবে। এই প্রকল্প উদ্বোধন হলে বাঁশখালীতে আর বিদ্যুতের ঘাটতি থাকবে না।’

    প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি ফিতা কেটে বাঁশখালী উপজেলার চাম্বলের কাউন্টার উদ্বোধনের মাধ্যমে বাঁশখালীতে এই সার্ভিসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এর আগে প্রধান অতিথি এস আলম বাসে চড়ে পৌরসভা থেকে উপজেলা সদরে আসেন। এই সার্ভিসে উপজেলা থেকে ১০০ টাকা এবং চাম্বল থেকে ১১০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

    উল্লেখ্য- এর আগে বাঁশখালীতে এস আলম বাস সার্ভিস চালুর দাবিতে বেশ জোরালো আন্দোলন হয়। ইউএনও, জেলা প্রশাসককে দেয়া হয় স্মারকলিপি। চট্টগ্রাম প্রেসক্লাবে পালিত হয় মানববন্ধন কর্মসূচি। অবশেষে বাস সার্ভিস চালু হওয়ায় যাত্রী সাধারণ আনন্দ প্রকাশ করেছে।