Blog

  • ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকাস্থ ফ্রান্স দূতাবাস ঘেরাও হবে

    ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকাস্থ ফ্রান্স দূতাবাস ঘেরাও হবে

    ঘেরাও হবে, দূতাবাস ঘেরাও হবে।

    ফ্রান্সে প্রকাশ্যে বহুতল ভবনে রাসূল সা. এর ব্যঙ্গ কার্টুন প্রকাশের প্রতিবাদে ঢাকাস্থ ফ্রান্স দূতাবাস ঘেরাও করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আগামী ২৭ অক্টোবর (মঙ্গলবার) ঢাকাস্থ ফ্রান্স দূতাবাস ঘেরাওয়ের এ কর্মসূচি হাতে নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ওইদিন সকাল ১০টায় রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেটে জমায়েত অনুষ্ঠিত হবে। দূতাবাস অভিমূখে বিশাল গণমিছিলে নেতৃত্ব দিবেন আন্দোলনের সংগ্রামী আমীর হযরত পীর সাহেব চরমোনাই।

    এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, দেশে চরম অস্থিরতা বিরাজ করছে। দুর্নীতি, দুঃশাসন, নারী নির্যাতন-ধর্ষণ দেশকে চরম সঙ্কটে ঠিলে দিয়েছে। নারী নির্যাতন ভয়াবহ রূপ নিয়েছে। তিনি বলেন, সকল অস্থিরতা থেকে মুক্তি পেতে ইসলামের অনুশাসনে ফিরে আসতে হবে। ইসলাম ছাড়া মানবতার মুক্তি সম্ভব নয়।

    গতকাল শনিবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীর উত্তরা ১০নং সেক্টর সি শেল কমিউনিটি সেন্টারে বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে আলোচনাকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সৈয়দ মোঃ ফজলুল করীম রহ. ইসলামিক রিচার্স সেন্টার বাস্তবায়ন কমিটি ঢাকা মহানগর উত্তর আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ। বিশেষ অতিথি ছিলেন মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ ও আলহাজ্ব খন্দকার গোলাম মাওলা। বক্তব্য রাখেন মাওলানা আরিফুল ইসলাম, হাজি আবু সাঈদ, আলহাজ্ব আনোয়ার হোসাইন, এ্যাড. শওকত হোসাইন প্রমূখ।

    পীর সাহেব চরমোনাই বলেন, দেশে আইনের শাসন না থাকায় নারী নির্যাতন ও ধর্ষণ সীমাহানভাবে বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, ধর্ষণ বন্ধ করতে হলে এর উৎসগুলো আগে বন্ধ করতে হবে। সেইসাথে শিক্ষার সকল স্থরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। পাড়ায় মহল্লায় ধর্ষণবিরোধী কমিটি গঠন করে ধর্ষণ বন্ধে ইসলামের বিধান তুলে ধরতে হবে।

    পীর সাহেব বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির ফলে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠছে। বর্তমান বাজার ব্যবস্থা পুরোপুরি ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে। প্রশাসন দায়সারা দু একটি অভিযান পরিচালনা করেই শেষ। প্রকৃত অর্থে এই খণ্ডকালীন অভিযান বাজারে কোনো প্রভাব ফেলার পরিবর্তে বাজারকে আরও উস্কে দিচ্ছে। ফলে সাধারণ ও শ্রমজীবী মানুষ একদিকে কর্মহীন, অন্যদিকে নিত্যপণ্যের দাম বেশি হওয়া দিশেহারা। এ অবস্থায় খাদ্য বিভাগের আওতায় বাজারে ওএমএস চালু, টিসিবির মাধ্যমে খাদ্য-পণ্য বিক্রি বাড়ানো এবং প্রশাসনের সমন্বিত বাজার তদারকি জোরদারের দাবি জানান তিনি।

  • সারাদেশে পলিটেকনিক শিক্ষার্থীদের শান্তিপূর্ণ মানববন্ধন

    সারাদেশে পলিটেকনিক শিক্ষার্থীদের শান্তিপূর্ণ মানববন্ধন

    মোঃরাকিব”বিশেষ প্রতিনিধিঃ

     

    নিজেদের নির্দিষ্ট ও যুক্তিযুক্ত দাবি আদায়ের লক্ষ্যে সারাদেশে শান্তিপূর্ণ মানববন্ধন পালন করছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

    কোভিড-১৯ প‍্যান্ডেমিকের কারণে গত ১৭ই মার্চ থেকে বন্ধ রয়েছে সবধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। চলেনি কোনো কার্যক্রম। খুব শিগ্রই যে খুলবে তারও কোনো আলামত পাওয়া যাচ্ছে না মন্ত্রণালয় থেকে।

    দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে শিক্ষার্থীদের কোনো পড়ালেখাই ঠিকমত হয়নি। পড়ালেখা থেকে দূরে থাকার জন্য শিক্ষার্থীরাও অলস হয়ে পরেছে।

    এমতাবস্থায় সরকার সিদ্ধান্ত নিয়েছে, প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের কোনো ধরনের পরীক্ষা না নিয়েই অটোপ্রমোশন দেওয়া হবে।

    তবে পলিটেকনিক শিক্ষার্থীদের মূল ক্ষোভ সেখানে না। তাদের ক্ষোভ এইচ এস সি পরিক্ষার্থীদের অটোপাশ নিয়ে। সরকার তাদের কে অটোপাশ দিলেও পলিটেকনিক শিক্ষার্থীদের কে অটোপাশ দেয়নি।

    শিক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য, পলিটেকনিক শিক্ষার্থীদের হাতে কলমে শিক্ষা। তারা ভবিষ্যতের দেশ গড়ার কারিগর। তাই তাদের কে অটোপাশ দেওয়া যাবে না। এছাড়াও পলিটেকনিক ইনস্টিটিউটে ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্ট। তাই স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া সম্ভব।

    কিন্তু পলিটেকনিক শিক্ষার্থীরা তা মানতে নারাজ। তাদের প্রশ্ন এইচ এস সি শিক্ষার্থীদের অটোপাশ দিতে পারলে আমাদের কেন না। তবে শিক্ষার্থীরা এমন প্রশ্ন করলেও তাদের মূল দাবি ২য়,৪র্থ ও ৬ষ্ঠ পর্বের অটোপাশ এবং ৮ম পর্বের চূড়ান্ত ভাইভা নিয়ে, ১ম,৩য়,৫ম ও ৭ম পর্বের সিলেবাস কমিয়ে দ্রুত ক্লাশ শুরু করা।

    উপরক্ত এবং আরও নানান ধরনের দাবি নিয়ে সারাদেশে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ মানববন্ধন পালন করছে।

  • নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি’র অভিযানে ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

    নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবি’র অভিযানে ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

    মুহাম্মদ শহিদ,,উখিয়া।

    বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের সীমান্ত পথ দিয়ে পাচার করে আনার সময় ৩০ লাখ টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি।শনিবার দিবাগত রাতে এই অভিযান পরিচালনা করা হয়।নাইক্ষ্যংছড়িস্থ ১১ বিজিবি জানায়, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ফুলতলী লম্বাশিয়া এলাকার মিয়ানমার সীমান্তপথে মাদকদ্রব্য পাচারকারী চক্ররা ইয়াবা পাচার করছে, এমন খবরের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থলে প্লাস্টিকের প্যাকেট রেখে তিন ব্যক্তি গহীন পাহাড়ের দিকে পালিয়ে যায়।এরপর বিজিবি সদস্যরা প্লাস্টিক প্যাকেটে মোড়ানো অবস্থায় ১০ হাজার পিচ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হন।

    বিজিবির অভিযানের বিষয়টি টের পেয়ে পাচারকারী চক্র পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে না পারলেও তাদের পরিচয় পাওয়া গেছে বলে জানাগেছে। অভিযানে থাকা হাবিলদার আলাল উদ্দিন, নায়েক মোঃ কামরুজ্জামান জানান, ফুলতলী বিজিবি ক্যাম্পের আওতাধীন লম্বাশিয়া এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবা পাচার করছিল মাদক পাচারকারীরা।

    খবর পেয়ে ঘটনাস্থল থেকে টহল দল পলিথিনে মোড়ানো অবস্থায় ১০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করেছে। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় ৩০ লক্ষ টাকা। নাইক্ষ্যংছড়ি ১১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল শাহ আবদুল আজিজ আহমেদ এর নির্দেশে নায়েক সুবেদার মোঃ ইব্রাহিমসহ বিজিবির একটি দল এ অভিযান পরিচালনা করে এসব ইয়াব জব্দ করেন।

  • হযরত মুহাম্মদ(সাঃ)কে অবমাননা করে বিশ্বমুসলিমের কলিজায় আঘাত করেছে= আল্লামা বাবুনগরী

    হযরত মুহাম্মদ(সাঃ)কে অবমাননা করে বিশ্বমুসলিমের কলিজায় আঘাত করেছে= আল্লামা বাবুনগরী

    আন্তর্জাতিক ডেস্ক

     

    UkhiyaVoice24.Com:  ফ্রান্সের প্যারিসে দেয়ালে দেয়ালে মহানবী মুহাম্মাদ সা. এর অবমাননাকর কার্টুন প্রদর্শনের কড়া সমালোচনা করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হেফাজত মহাসচিব, হাটহাজারী মাদরাসার শায়খুল হাদীস ও শিক্ষা পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী।

    রোববার সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে আল্লামা বাবুনগরী বলেন, ফ্রান্সে নবী মুহাম্মদ সা.কে অবমাননা করে বিশ্বমুসলিমের কলিজায় ছুরিকাঘাত করা হয়েছে। মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং নবী মুহাম্মদ সা.কে অবমাননা বিশ্বের দেড়শো কোটি মুসলমান মেনে নেবে। অনতিবিলম্বে ফ্রান্সে রাসুল সা. এর অবমাননাকর কার্টুন প্রদর্শন বন্ধ করতে হবে।

    হেফাজত মহাসচিব আরো বলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট এম্যানুয়েল ম্যাক্রোঁর ইসলাম ও মুসলিম বিরোধী বক্তব্যের কারণে মুমিন মুসলমানদের কলিজার টুকরা নবী মুহাম্মদ সা. এর অবমাননাকর কার্টুন প্রদর্শনের মতো স্পর্ধা দেখানোর সাহস পেয়েছে রাসুল বিদ্বেষীরা। রাসুল সা. এর অবমাননাকর কার্টুন প্রদর্শনের অপরাধে ফ্রান্স সরকারকে বিশ্বমুসলিমের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। বিশ্বনবী সা. এর মর্যাদা রক্ষায় রাসুল সা. এর অবমাননার শাস্তি হিসেবে বিশ্বের সকল দেশে মৃ’ত্যুদণ্ড বিল পাশ করা উচিত। ৯০ ভাগ মুসলমানের দেশ বাংলাদেশ। তাই মুসলিম অধ্যুষিত দেশ হিসেবে বাংলাদেশ সরকারকে ফ্রান্সের এ ঘটনায় রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানোর দাবী জানান আল্লামা বাবুনগরী। উপরের নিবন্ধের মাধ্যমে, আমরা আপনাকে সর্বশেষ পোশাকের সুপারিশ করতে পারি।Shop dress আপনার প্রিয় ব্র্যান্ডের প্রতিটি অনুষ্ঠানের জন্য বিভিন্ন দৈর্ঘ্য, রঙ এবং শৈলীতে।

    ফ্রান্সে রাসুল সা. এর অবমাননাকর কার্টুন প্রদর্শনের প্রতিবাদে ও.আই.সি., আরব লীগ, সৌদি আরবসহ বিশ্বব্যাপী মুসলিম শাসকদের ঐক্যবদ্ধভাবে প্রতিবাদে সোচ্চার হওয়ার আহবান জানান হেফাজত মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী

  • পুলিশি পাহারায় মাদরাসা ছাড়লেন স্বঘোষিত মুহতামিম মাওলানা সলিমুল্লাহ= শূরার বৈঠক কাল সোমবার

    পুলিশি পাহারায় মাদরাসা ছাড়লেন স্বঘোষিত মুহতামিম মাওলানা সলিমুল্লাহ= শূরার বৈঠক কাল সোমবার

    আলমগীর ইসলামাবাদী, চট্টগ্রাম জেলা প্রতিনিধি

     

    চট্টগ্রামের নাজিরহাট বড় মাদরাসার সৃষ্ট সংকট নিরসনে শূরার বৈঠক চেয়ে মাদ্রাসার ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে মাদরাসায় অবস্থায় গ্রহণ দুপুর থেকে। বিক্ষুব্ধ ছাত্র জনতার আন্দোলনের দাবানল পুরো মাদরাসা সহ আশপাশে ছড়িয়ে পড়ে।আন্দোলনের পরিস্থিতি বেগতিক দেখে পুলিশি পাহারায় মাদরাসা ছাড়লেন স্বঘোষিত মুহতামিম মাওলানা সলিমুল্লাহ।তবে ছাত্ররা দ্রুত শূরার বৈঠক আহ্বানের জন্য আন্দোলন তীব্রতর করে।পরিস্থিতি স্বাভাবিক এবং আইনশৃঙ্খলার পরিবেশ যাতে বিঘ্ন না ঘটে সেজন্যে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান নিশ্চিত করে।আন্দোলনরত অবস্থায় সন্ধ্যার কিছুপর মাদরাসায় প্রবেশ করেন ফটিকছড়ি সাংসদ সৈয়দ নজিবুল বশর, বাবুনগর মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, ফটিকছড়ি নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফীন, ইনচার্জ অফিসার বাবুল আক্তার,নাজিরহাট পৌর মেয়র সিরাজুদ্দৌলা সহ প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা। আন্দোলনকারী ছাত্র জনতার দাবী মেনে নেওয়ার আশ্বাস দিয়ে সাংসদ সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি বলেন, হক সব সময় বিজয়ী হয়।যদিও সত্যের বিজয় পেতে দেরী হলেও সময়ের পরিপ্রেক্ষিতে সত্যের বিজয় সুনিশ্চিত। দ্বীনি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে তার ধ্বংশ অনিবার্য তা আমরা বিভিন্ন ঘটনা থেকে শিক্ষা নিতে পারি। মাদরাসার অভ্যন্তরীণ সমস্যা নিরসনে শূরা সর্বোচ্চ নিয়মতান্ত্রিকতা রক্ষা করে সিদ্ধান্ত গ্রহণ করবে।শূরার বৈঠক সুষ্ঠু এবং পরিবেশ নিয়ন্ত্রণ করতে আমাদের প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে।

    বিভিন্ন মাদরাসা থেকে আগত শূরা সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতেও প্রশাসন সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করবে বলে তিনি জানান। তিনি শূরার আয়োজন সহ অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সংশ্লিষ্টদের অনুরোধ জানান।।

    মুহিব্বুল্লাহ বাবুনগরী তাঁর বক্তব্যে বলেন, ফটিকছড়ি সাংসদ দায়িত্বশীলতার জায়গা থেকে এবং আমাদের সংকট নিরসনে এগিয়ে আসায় তাঁর (ফটিকছড়ি সাংসদ) প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।আন্দোলনরত ছাত্রদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদের সকল যৌক্তিক দাবী আমরা বিবেচনা করে আগামী শূরার বৈঠকে এবিষয়ে আলোচনা করে যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করা হবে।আন্দোলনের তীব্রতা এবং পরিস্থিতি বিবেচনায় পূর্বঘোষিত ২৮ তারিখের অনুষ্ঠিতব্য শূরার বৈঠক পরিবর্তন করে বৈঠকের তারিখ আগে নিয়ে আসা হয়েছে।এতে করে আগামী ২৬ তারিখ সোমবার সকাল ১০টায় মাদরাসায় শূরার বৈঠক অনুষ্ঠিত হবে বলে তিনি জানান।তিনি ছাত্রদের পড়ালেখায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।

    স্বঘোষিত মুহতামিম মাওলানা সলিমুল্লাহের রোষানলে এবং তার ষড়যন্ত্রের স্বীকার হয়ে যেসকল সম্মানিত শিক্ষক মাদরাসা ছেড়েছেন সকলে বর্তমানে মাদরাসায় অবস্থান করছেন।তাঁদের স্বাদর অভ্যর্থনা এবং যথাযথ সম্মান প্রদর্শন করেন মাদরাসা ছাত্র জনতা। বর্তমানে মাদরাসা পরিবেশ শান্ত রয়েছে।শূরার বৈঠক অনুষ্ঠিত হওয়া অবধি আইনশৃঙ্খলা বাহিনী মাদরাসার বাহিরে-ভেতরে কঠোরভাবে দায়িত্ব পালন করবে।এক্ষেত্রে মাদরাসার ছাত্ররা সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে বলে জানান ছাত্ররা।

  • কক্সবাজার লাইট হাউস মাদ্রাসায় অনিয়মভাবে পরিচালক নিয়োগ কওমী মদ্রাসার স্বকীয়তা বিনষ্ট

    কক্সবাজার লাইট হাউস মাদ্রাসায় অনিয়মভাবে পরিচালক নিয়োগ কওমী মদ্রাসার স্বকীয়তা বিনষ্ট

    উপদেষ্টার প্রতিবেদক

    কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী কওমী শিক্ষা প্রতিষ্ঠান‘ লাইট হাউস মাদরাসা নিয়ে বিরাজমান সংকটের সুষ্ঠু ও নিরপেক্ষ সমাধান কামনা করেন জেলার শীর্ষ ওলামা-মশায়েখ,ইসলামী চিন্তাবিদ ও কওমী মাদরাসার সাথে সংশ্লিষ্ট শতাধিক আলেম।সংবাদ পত্রে দেয়া এক যুক্ত বিবৃতিতে জেলার শীর্ষ ওলামায়ে কেরাম বলেন, লাইট হাউজ দারুল উলুম মাদ্রাসাটি কাওমী মাদ্রাসা শিক্ষাবোর্ড আন্জুমানে ইত্তেহাদুল মাদারিস এর অধিভুক্ত প্রতিষ্ঠান। বোর্ড অনুমোদিত শুরা কর্তৃক নিযুক্ত মুহতামিম মওলানা মুহাম্মদ আলী। তিনি বিগত ২১-০৮-২০১৫ ইং থেকে অত্যন্ত সুনাম ও খ্যাতির সাথে মাদরাসা পরিচালনা করে আসছেন। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে জরাজীর্ণ উক্ত মাদরাসার লেখা পড়া ও অবকাঠামোগত দিক দিয়ে উল্লেখযোগ্য উন্নতি সাধন করেন। যার ফলে মাদ্রাসার সুনাম দেশব্যাপী ছড়িয়ে পড়ে।কিন্তু এতদসত্বেও একটি কুচক্রী মহল নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য কাওমি মাদ্রাসার চিরাচরিত নিয়ম কানুন এর প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এবং স্থানীয় রাজনৈতিক দল ও গোয়েন্দা সংস্থার দোহাই দেখিয়ে মাদ্রাসাটি দখলের পঁয়তারা করছে।তারা কওমী জগতের কাছে ধিকৃত , নানা অপকর্ম ও দুর্নীতির দায়ে হাটহাজারী মাদ্রাসা থেকে বহিষ্কৃত মাওলানা আনাস মাদানি কে মুহতামিম বানানোর গভীর ষড়যন্ত্র চালাচ্ছে। মাদ্রাসার নীতি নির্ধারনি ফোরাম মজলিসে শুরা ব্যতিত ভিন্ন ফোরামে একজন বিতর্কিত ব্যক্তি কে পরিচালক বা মুহতামিম পদে জোর করে বসানো কওমী মদরাসার সংবিধান ও নীতিমালার পরিপন্থি। যা কওমি মাদরাসার স্বকীয়তা ও স্বতন্ত্র বৈশিষ্ট বিনাশ করার একটি সু গভীর ষড়যন্ত্র ও বটে। মাননীয় প্রধানমন্ত্রী কওমী সনদের স্বীকৃতি প্রদানের সময় “ কওমী মাদরাসার স্বতন্ত্র বৈশিষ্ট্য বজায় রেখে এবং দারুল উলুম দেওবন্দের মূলনীতিসমূহের উপর ভিত্তি করে এই স্বীকৃতি প্রদান করা হলো” বলে যে ভাষন দিয়েছেন এবং সংসদে বিল আকারে পাশ হয়েছিল তাদের এরূপ কর্মকান্ড এ ঘোষণার পরিপন্থি। মাদরাসার বর্তমান বৈধ মুহতামিম মাওলানা মো: আলী কে অপসারণ করার নির্লজ্জ ও সুদূর প্রসারী ষড়যন্ত্র কক্সবাজারের আলেম সমাজ কোন দিন মেনে নিবেনা। বিবৃতিতে আলেম ওলামারা লাইট হাউস মাদরাসায় শান্তি শৃংখলা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার আহবান জানিয়ে বলেন, কওমি মাদরাসা বেসরকারি ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান।এতে কোন ধরনের বিশৃঙ্খলা দেখা দিলে সংবিধান ও নীতিমালার আলোকে তা সমাধা করতে হবে। কাওমি শিক্ষা বোর্ডই হচ্ছে মাদ্রাসা পরিচালনা,শৃঙখলা রক্ষা সহ সকল সমস্যা সমাধানের জন্য একমাত্র কর্তৃপক্ষ। দীর্ঘ দিনের এই সংকট নিরসনে বোর্ডের তত্ত্বাবধানে বোর্ড অনুমোদিত মজলিসে শুরার আহবান এর দাবি জানান জেলার শীর্ষ ওলামায়ে কেরাম।
    বিবৃতি দাতারা হলেন- পোকখালী মাদরাসার ছদরে মুহতামিম ও সভাপতি আন্জুমানে ইত্তেহাদুল মদারিস ( কাওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড) কক্সবাজার জেলা আল্লাামা মোখতার আহমদ দা:বা:, মুহতামিম মাওঃ আজিজুদ্দীন, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস কক্সবাজার জেলা সেক্রেটারী ও মুহতামিম জামেয়া ইসলামিয়া টেকনাফ আল্লাামা মুফতি কিফায়তুল্লাহ শফিক , আল্লামা মুহাম্মদ মুসলিম- পরিচালক-ধাওনখালী মাদ্রাসা। আল্লামা আফসারুদ্দীন চৌঃ মুহতামিম জামিয়া দারুস্সুন্নাহ হ্নিলা,মাওঃ মাহবুবুর রহমান,পরিচালক জামিয়া ফারুকিয়ার টেকনাফ,আল্লামা মুফতি এনামুল হক পরিচালক বালাগুল মুবীন মাদরাসা চকরিয়া , মাওলানা সিরাজুল ইসলাম পরিচালক-দারুল উলুম চাকমারকুল মাদ্রাসা,মাওলানা মুহসিন শরিফ পরিচালক রাজার কুল আজিজুল উলুম মাদ্রাসা,মাওলানা শাহেদ নূর, নির্বাহী পরিচালক- আশরাফুল উলুম মাদ্রাসা ধলির ছড়া, মাওলানা নূরুল হাকিম, নির্বাহী পরিচালক-বোয়ালখালী মাদরাসা। মাওলানা হাফেজ ছালামত উল্লাহ, পরিচালক-মশরফিয়া মাদ্রাসা লিংকরোড,মাওলানা মোঃ আনোয়ার পরিচালক-চিরিঙ্গা মাদ্রাসা। মাওলানা এমদাদ উল্লাহ হাছান, পরিচালক-খুরুশকুল অদুদিয়া তালিমুদ্দীন মাদ্রাসা। মাওলানা মুহাম্মাদ
    ইদ্রিস, পরিচালক-ইনানী মুঈনুল ইসলাম মাদ্রাসা,মাওলানা আতাউল করিম, পরিচালক- জামিয়াতুল আবরার কক্সবাজার।মাওলানা আব্দুল খালেক পরিচালক ডিগলিয়া পালং মাদ্রাসা, উখিয়া,মাওলানা আবদুস সাত্তার পরিচালক-দারুত তাহযীব মাদরাসা, থাইংখালী। মাওলানা ক্বারী শাকের পরিচালক ইবনে আব্বাস লেদা, হোয়াইক্যং,মাওলানা আব্দুল বারি পরিচালক মুনির ঘোনা মাদরাসা টেকনাফ ,মাওলানা শমসুল আলম পরিচালক উনচিপ্রাং দারুল ইরফান মাদরাসা, মাওলানা জাহেদুর রহমান পরিচালক-কক্সবাজার দারুচ্ছুন্নাহ মাদ্রাসা, মাওলানা জসিম উদ্দিন পরিচালক-এমদাদিয়া মাদরাসা, লম্বাবিল, আল্লামা আবদুচ্ছালাম, পরিচালক-আলহাছান মাদ্রাসা, মাওলানা আবু বকর পরিচালক পাতাবাড়ী মাদরাসা প্রমুখ।

  • ইসলামী আন্দোলন বাংলাদেশ পেকুয়া উপজেলা শাখার যৌথসভা সম্পন্ন

    ইসলামী আন্দোলন বাংলাদেশ পেকুয়া উপজেলা শাখার যৌথসভা সম্পন্ন

    নিজস্ব প্রতিবেদক

    ইসলামী আন্দোলন বাংলাদেশ পেকুয়া উপজেলা শাখার যৌথসভা মাওলানা আলি আছগর এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সেক্রেটারী

    মাওলানা মুহাম্মদ শোয়াইব

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের জেলা সাধারণ সম্পাদক মাওলানা জামাল উদ্দিন তৌহিদ, ইসলামি শ্রমিক আন্দোলন কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ও বামুক কক্সবাজার জেলা শাখার অর্থ সম্পাদক মাওলানা শোয়াইব কবির।
    এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পেকুয়া উপজেলা শাখার সেক্রেটারী মাওলানা ওবায়দুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল উদ্দিন, বামুক পেকুয়া উপজেলা শাখার সদর অধ্যাপক নাসির উদ্দিন, জাতীয় ওলামা মাশায়েখ পরিষদের পেকুয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা মনির উল্লাহ সহ সকল সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • ফ্রান্সের প্রেসিডেন্ট পাগল হয়ে গেছে, মানসিক চিকিৎসা প্রয়োজন= এরদোগান

    ফ্রান্সের প্রেসিডেন্ট পাগল হয়ে গেছে, মানসিক চিকিৎসা প্রয়োজন= এরদোগান

    মুহাম্মদ রাকিব, বিশেষ প্রতিনিধি।

    ইসলামফোবিয়ায় আক্রান্ত ও ইসলামের সাথে কঠোর বিরোধী আচরণকারী “ইমানুয়েল ম্যাক্রোঁ পাগল হয়ে গেছেন, তার মানসিক চিকিৎসা প্রয়োজন” বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

    এরদোয়ানের প্রশ্ন, “ইসলাম ও মুসলমানদের নিয়ে ম্যাক্রোঁর এতো সমস্যা কী?” এমন প্রশ্ন রেখে এরদোগান বলেন – এই মুহুর্তে তাঁর মানসিক চিকিতসা প্রয়োজন নাহলে তিনি মানবতার আরও বড় ধরনের ক্ষতি করে ফেলবেন।

    আজ (২৪ শে অক্টোবর) শনিবার,“কেন্দ্রীয় কায়সারী প্রদেশের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) এক সমাবেশে এসব কথা বলেন তিন।

    রিসেপ তাইয়েপ এরদোয়ান আরও বলেন – “এমন একজন উগ্রপন্থী রাষ্ট্রপ্রধানকে কী বলা যেতে পারে যে তার দেশের ধর্মীয় সংখ্যালঘু লক্ষ লক্ষ নাগরিকদের প্রতি এভাবে বৈরি আচরণ করেন? এমন একজন ব্যক্তির সবার আগে মানসিক চিকিৎসা করা প্রয়োজন।

    উল্লিখিত, ফ্রান্সের উগ্র ও ইসলামবিদ্ধেষী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সাম্প্রতিক সময়ে ইসলামকে একটি “সমস্যাযুক্ত ধর্ম” বলে আখ্যা দেওয়ার পরে ফ্রান্সে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে এক বিদ্ধেষযুদ্ধেের রচনা করেছিল। গত দুই’সপ্তাহে ফ্রান্সে বহু বেসরকারী সংস্থা ও মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে।

    এছাড়াও সম্প্রতি বার্লিনের একটি মসজিদে পুলিশি হামলার ঘটনায় ফ্রান্সের পুলিশকে “ফ্যাসিবাদ” বলেও অভিযুক্ত করেছেন এরদোয়ান।

    তিনি বলেন,”ইউরোপীয় ফ্যাসিবাদ তাদের নিজেদের নাগরিকদের প্রতি এই ধরনের আক্রমণ করে একটি নতুন মাত্রায় পৌঁছেছে”।

    অন‍্যদিকে ফ্রান্সে রাষ্ট্রীয়ভাবে বিশ্ব মানবতার মুক্তির দূত ও শিক্ষক হযরত মুহাম্মাদ স. এর ব্যাঙ্গচিত্র ও কার্টুন প্রকাশ করা হচ্ছে। যা স্পষ্টতই বিশ্ব মুসলমান ও ইসলামের সাথে বৈরীতা। এই কর্মকাণ্ডের প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়ছে পুরো মুসলিম বিশ্ব।

    মোঃরাকিব”বিশেষ প্রতিনিধিঃ

    ইসলামফোবিয়ায় আক্রান্ত ও ইসলামের সাথে কঠোর বিরোধী আচরণকারী “ইমানুয়েল ম্যাক্রোঁ পাগল হয়ে গেছেন, তার মানসিক চিকিৎসা প্রয়োজন” বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

    এরদোয়ানের প্রশ্ন, “ইসলাম ও মুসলমানদের নিয়ে ম্যাক্রোঁর এতো সমস্যা কী?” এমন প্রশ্ন রেখে এরদোগান বলেন – এই মুহুর্তে তাঁর মানসিক চিকিতসা প্রয়োজন নাহলে তিনি মানবতার আরও বড় ধরনের ক্ষতি করে ফেলবেন।

    আজ (২৪ শে অক্টোবর) শনিবার,“কেন্দ্রীয় কায়সারী প্রদেশের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) এক সমাবেশে এসব কথা বলেন তিন।

    রিসেপ তাইয়েপ এরদোয়ান আরও বলেন – “এমন একজন উগ্রপন্থী রাষ্ট্রপ্রধানকে কী বলা যেতে পারে যে তার দেশের ধর্মীয় সংখ্যালঘু লক্ষ লক্ষ নাগরিকদের প্রতি এভাবে বৈরি আচরণ করেন? এমন একজন ব্যক্তির সবার আগে মানসিক চিকিৎসা করা প্রয়োজন।

    উল্লিখিত, ফ্রান্সের উগ্র ও ইসলামবিদ্ধেষী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সাম্প্রতিক সময়ে ইসলামকে একটি “সমস্যাযুক্ত ধর্ম” বলে আখ্যা দেওয়ার পরে ফ্রান্সে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে এক বিদ্ধেষযুদ্ধেের রচনা করেছিল। গত দুই’সপ্তাহে ফ্রান্সে বহু বেসরকারী সংস্থা ও মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে।

    এছাড়াও সম্প্রতি বার্লিনের একটি মসজিদে পুলিশি হামলার ঘটনায় ফ্রান্সের পুলিশকে “ফ্যাসিবাদ” বলেও অভিযুক্ত করেছেন এরদোয়ান।

    তিনি বলেন,”ইউরোপীয় ফ্যাসিবাদ তাদের নিজেদের নাগরিকদের প্রতি এই ধরনের আক্রমণ করে একটি নতুন মাত্রায় পৌঁছেছে”।

    অন‍্যদিকে ফ্রান্সে রাষ্ট্রীয়ভাবে বিশ্ব মানবতার মুক্তির দূত ও শিক্ষক হযরত মুহাম্মাদ স. এর ব্যাঙ্গচিত্র ও কার্টুন প্রকাশ করা হচ্ছে। যা স্পষ্টতই বিশ্ব মুসলমান ও ইসলামের সাথে বৈরীতা। এই কর্মকাণ্ডের প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়ছে পুরো মুসলিম বিশ্ব।

  • সারাদেশে নারী নির্যাতন,ধর্ষণ, সুদ,ঘুষ,মদসহ ইসলাম বিরোধী কর্মকান্ড বন্ধে বরিশালে উলামায়ে কেরাম ও তৌহিদি জনতার বিক্ষোভ সমাবেশ

    সারাদেশে নারী নির্যাতন,ধর্ষণ, সুদ,ঘুষ,মদসহ ইসলাম বিরোধী কর্মকান্ড বন্ধে বরিশালে উলামায়ে কেরাম ও তৌহিদি জনতার বিক্ষোভ সমাবেশ

     

    পারভেজ,বরিশাল প্রতিনিধি

    সারাদেশে নারী নির্যাতন,ধর্ষণ,সুদ,ঘুষ,মাদকসহ,ইসলাম বিরোধী কর্মকান্ড বন্ধে এবং গণধর্ষণকারীদের দ্রুত ফাঁসির দাবিতে বরিশাল নগরীতে উলামায়ে কেরাম ও তৌহিদি জনতার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    সারাদেশে গনধর্ষন এবং নোয়াখালীতে আবারও ধর্ষন, নারী নির্যাতন কারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি দ্রুত কার্য কর করার দাবিতে আজ শনিবার বিক্ষোভ সমাবেশের আয়োজন করে উলামায়ে কেরাম বাংলাদেশ ও তৌহিদি জনতা বরিশাল শাখা।

    আজ ২৪অক্টোবর শনিবার সকাল ১১ টা ৩০ মিনিটে বরিশাল নগরীর টাউন হল চত্তরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে নেতৃত্ব দেন উলামায়ে কেরাম বরিশাল জেলার সভাপতি আলহাজ্ব ওবায়দুর রহমান মাহবুব।
    বরিশালের সর্বমোট মোট ৬টি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে এই বিক্ষোভ সমাবেশ এবং মিছিল অনুষ্টিত হয়।
    সকল আলেমদের সমন্বয় করে মাহমুদিয়া মাদ্রাসা এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

    সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলে বিভিন্ন স্লোগানে মুখরিত করে শহরের বিভিন্ন স্হান প্রদক্ষিণ করে উলামায়ে কেরাম ও তৌহিদি জনতার এই দলটি।

    উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে নেতৃত্ব দেন উলামায়ে কেরাম বরিশাল জেলার সভাপতি আলহাজ্ব ওবায়দুর রহমান মাহবুব।বরিশালের সর্বমোট মোট ৬টি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে এই বিক্ষোভ সমাবেশ এবং মিছিল অনুষ্টিত হয়।
    সকল আলেমদের সমন্বয় করে মাহমুদিয়া মাদ্রাসা এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

    সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলে বিভিন্ন স্লোগানে মুখরিত করে শহরের বিভিন্ন স্হান প্রদক্ষিণ করে উলামায়ে কেরাম ও তৌহিদি জনতার এই দলটি।

  • ছাত্র অধিকার পরিষদ নেত্রী তিথী সরকারের নামে ইসলাম অবমাননার অভিযোগ

    ছাত্র অধিকার পরিষদ নেত্রী তিথী সরকারের নামে ইসলাম অবমাননার অভিযোগ

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

    ছাত্র অধিকার পরিষদের নেত্রীর নামে ইসলাম অবমাননার অভিযোগ
    অভিযুক্ত তিথী সরকার। (ডানে)
    ইসলাম ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগ পাওয়া গেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার এক নেত্রীর বিরুদ্ধে।

    ইসলামকে কটুক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিভিন্ন ফেসবুক পোস্ট ও কমেন্ট ভাইরাল হওয়ার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন শিক্ষার্থীরা।
    অভিযুক্ত তিথী সরকার বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক। সে একাধারে বিশ্ব হিন্দু সংগ্রাম পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক।
    জানা যায়, তিথী সরকার দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্ট ও কমেন্টের মাধ্যমে ইসলাম ধর্মানুভূতিতে আঘাত করে মন্তব্য করে আসছিলেন। সেসব পোস্ট ও কমেন্টের স্ক্রিনশট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপ ও ছাত্রছাত্রীদের মধ্যে ভাইরাল হলে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠে। অনেকে তিথী সরকার ছাত্র অধিকার পরিষদে যুক্ত থাকার বিষয়ে সংগঠনটির নিন্দা জানায়। আবার তাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিস্কারের জন্য সামাজিক মাধ্যমে দাবি জানায়।

    তিথী সরকারের এ সকল কর্মকান্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই তাকে ছাত্র অধিকার পরিষদ থেকে সাময়িক বহিষ্কার করা হয় এবং তাকে কেন স্থায়ী ভাবে বহিষ্কার করা হবে না জানতে চেয়ে সাতদিনের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়।

    এ ব্যাপারে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আবু বকর খান জানান, আমরা কিছুদিন ধরেই বিষয়গুলো লক্ষ্য করেছি, পরবর্তীতে আমরা তাকে কয়েকবার বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে তাকে বহিষ্কার এর সিদ্ধান্ত নিয়েছি।
    বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল বলেন, ঐ শিক্ষার্থীর বেশ কয়েকটা স্ক্রিনশর্ট আমি পেয়েছি। সেগুলো পর্যালোচনা করছি। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় খুললে আমরা আনুষ্ঠানিক ভাবে ব্যবস্থা নেবো।