Blog

  • বরিশালে ১২তম মৃৎশিল্পীদের সম্মেলন এবং সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত

    বরিশালে ১২তম মৃৎশিল্পীদের সম্মেলন এবং সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত

    পারভেজ,বরিশাল প্রতিনিধি

    প্রতি বছরের ধারাবাহিকতা এবারো অনুষ্ঠিত হলো মৃৎশিল্পীদের সম্মেলন ও সম্মাননা প্রদান অনুষ্ঠান।

    গত ২৩ অক্টোবর শুক্রবার সকাল ১১ ঘটিকায় বরিশাল নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে ১২তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা ২০২০ অনলাইনে মৃৎশিল্প মেলা অনলাইনে ঢাকা থেকে সংযুক্ত হয়ে শুভ উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কে এম খালিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস এম অজিয়র রহমান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সনাক সভাপতি বরিশাল অধ্যাপিকা শাহ সাজেদা, বরিশাল চারুকলার সভাপতি আলতাফ হোসেনের, আভাস এর নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, ম্যাপ এর নির্বাহী পরিচালক শুভঙ্কর চক্রবর্তী, আহ্বায়ক সুশান্ত ঘোষসহ আরও অনেকে।

    অনুষ্ঠানে মৃৎশিল্পের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন অতিথিরা। পরে ৬ টি ক্যাটাগরিতে ৬ জন্য মৃৎশিল্পীকে সম্মাননা স্মারক ও নগদ অর্থ প্রদান করেন জেলা প্রশাসক বরিশাল এস এম অজিয়র রহমান।

    এ সময় বেশকিছু মৃৎশিল্পীদের আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

  • ধর্ষণ,যিনা, ভ্যাবিচার ও দ্রব‍্যমূল‍্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ না করতে পারলে গদি থেকে নামুন= পীর সাহেব চরমোনাই

    ধর্ষণ,যিনা, ভ্যাবিচার ও দ্রব‍্যমূল‍্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ না করতে পারলে গদি থেকে নামুন= পীর সাহেব চরমোনাই

     

    মুহাম্মদ রাকিব”বিশেষ প্রতিনিধিঃ

    দেশব‍্যাপী চলমান ধর্ষণ, যিনা ব্যবিচার ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে বিক্ষোভ সমাবেশ করেছে চরমোনাই পীর নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৈরি আবহওয়া ও বৃষ্টি উপেক্ষা করেও ঢাকার বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করেছে তারা।

    বিক্ষোভ সমাবেশে দলের আমীর ও সমাবেশের প্রধান অতিথি মুফতী সৈয়দ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই দ্রব‍্যমূল‍্যের উর্ধ্বগতি নিয়ে কঠোর প্রতিবাদ জানিয়ে বলেন – দেশে দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস উঠছে। অবিলম্বে দ্রব্যমূলের উর্ধ্বগতি কমাতে হবে।

    পীর সাহেব চরমোনাই সরকারকে উদ্দেশ্য করে বলেন, অবিলম্বে উদ্ভূত সমস্যার সমাধান করুন না হয় সকলকে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনে নামলে গদি ছাড়তে বাধ্য হবেন।

    বতর্মানে ধর্ষণ যিনা-ব্যভিচার জাহেলিয়াতের যুগকেও ছাড়িয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন – আওয়ামী লীগের সোনার ছেলেরাই ধর্ষক যিনাকারে পরিণত হয়েছে। এসব সোনার ছেলেদেরকে অবাধে দুর্নীতি, রাতের বেলা ভোট চুরিসহ নানা অপরাধ শিখিয়েছেন। এ জন্য তারা যে কোনো অপরাধ করতে দ্বিধা বোধ করছে না। ফেরাউনের ইতিহাসকে স্মরণ করুন। সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহপাক ফেরাউনকে নীল নদে ডুবিয়ে মেরেছেন। আপনারা সীমা লঙ্ঘন করলে এর পরিণাম ভাল হবে না।

    আজ শুক্রবার (২৩ শে অক্টোবর) বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর শাখার উদ্যোগে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, আইন শৃঙ্খলার অবনতি এবং ধর্ষণ যিনা-ব্যভিচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে দলের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর বলেন, নির্বাচনের আগে আওয়ামী লীগ জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় গেলে ইসলামী শরীয়ত বিরোধী কোনো আইন পাশ করবে না। ৯২% মুসলমানের দেশে নাস্তিকরা বার বার ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে চড়াও হবে তা’ সহ‍্য করা হবে না।

    তিনি আরও বলেন, ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় মূর্তি বানানোর উদ্যোগ নেয়া হচ্ছে। মূর্তি নির্মাণ কোন শরীয়তের আইনে স্বীকৃতি আছে ?

    পীর সাহেব বলেন, প্রয়োজনে জান দিয়ে দেওয়া হবে তবু ঢাকাকে মূর্তির শহর বানাতে দেয়া হবে না।

    তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, নো-আওয়ামী লীগ নো-বিএনপি নো-জাতীয় পার্টি কাউকে ছাড় দেওয়া হবে না।

    ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল মাওলানা ফজলে বারী মাসউদ এর সভাপতিত্বে বৈরি আবহাওয়ার মাঝে বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনে বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুস আহমাদ, অধ্যাপক মাহবুবুর রহমান, মাওলানা ইমতিয়াজ আলম, মাওলানা আহমদ আব্দুল কাইয়ূম, আবুল কাসেম, এ বি এম জাকারিয়া ও এম হাসিবুল ইসলাম।

    প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, ইসলাম মূর্তি নির্মাণকে সমর্থন করে না। মুসলিম দেশকে মূর্তির দেশ বানাবেন আর মুসলমানরা ঘুমিয়ে থাকবে এমনটা হবে না।

    তিনি বলেন, ধর্ষণ যিনা-ব্যভিচারে দেশের জনগণ অতিষ্ঠ হয়ে গেছে। অবাধে ধর্ষণ ব্যভিচারে জড়িয়ে পড়ায় জনগণ ছাত্র লীগের নাম ধর্ষক ছাত্র লীগ বলে ডাকছে। তিনি বলেন, ধর্ষণ যিনা-ব্যভিচার বন্ধ এবং দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ঠেকাতে না পারলে ক্ষমতা ছেড়ে দিন।

    সমাবেশের পরে নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হয়। বৃষ্টি ও কাদাপানি উপেক্ষা করে একটি বিক্ষোভ মিছিল পল্টন এলাকা প্রদক্ষিণ করে।

  • ভারতের উত্তরপ্রদেশে দাড়ি রাখার কারণে পুলিশ কর্মী বরখাস্ত।

    ভারতের উত্তরপ্রদেশে দাড়ি রাখার কারণে পুলিশ কর্মী বরখাস্ত।

    মুহাম্মদ রাকিব”বিশেষ প্রতিনিধি

    হিন্দুপ্রধান রাষ্ট্র ভারতে আবারও ইসলাম বিদ্বেষের ঘটনা।মুসলিম হিসেবে ইসলামের বিধান অনুসারে মুখে দাড়ি রাখায় এক মুসলিম পুলিশ সাব–ইনস্পেক্টরকে বরখাস্ত করলো ভারতের উত্তরপ্রদেশ বাগপত রামালা  থানার সুপার অভিষেক সিং।

    মুখে দাড়ি রাখার অপরাধে বরখাস্ত হওয়া মুসলিম পুলিশকর্মীর নাম  ইন্তেজার আলি।

    কি কারণে বরখাস্ত করা হয়েছে? সে বিষয়ে বাগপত পুলিশের জনসংযোগ অফিসার মনোজ সিং বলছেন, পুলিশ বিভাগের নিয়ম, দাড়ি রাখার অনুমতি শুধুমাত্র শিখরাই পান, বাকিদের দাড়ি রাখার কোনো নিয়ম নেই। কেউ যদি রাখতে চায় তাহলে বিভাগীয় অনুমতি নিতে হয়। ইন্তেজারকে নোটিস পাঠিয়ে অনুমতি নিতে বলা হয়েছিল। কিন্তু তিনি তা করেননি। তারপরই বাগপত থানার সুপার অভিষেক সিং বুধবার তার সাসপেনশনের আদেশ দেন।

    এদিকে বরখাস্তকৃত পুলিশকর্মী ইন্তেজারের দাবি, তিনি গত ডিসেম্বর থেকে অনুমতি চেয়ে আসলেও তাকে অনুমতি দেয়া হয়নি।

    উক্ত ঘটনাটিকে ধর্মাচরণের অধিকার লঙ্ঘন বলে দাবি করেন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি মৌলানা জুলফিকার। কেন ওই পুলিশকর্মীকে অনুমতি দেয়া হয়নি,সেই প্রশ্ন তোলেন বিরোধী সমাজবাদী পার্টির নেতা সুশীর পাওয়ার।

  • আফগানিস্তানে মাদ্রাসায় বিমান হামলায় ইমাম ও শিশুসহ নিহত ১২

    আফগানিস্তানে মাদ্রাসায় বিমান হামলায় ইমাম ও শিশুসহ নিহত ১২

    আন্তর্জাতিক খবর

    মুহাম্মদ রাকিব, বিশেষ প্রতিনিধি

    আফগানিস্তানের একটি মাদ্রাসায় বিমান হামলায় শিশুসহ ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১১ জন মাদ্রাসাটির শিক্ষার্থী এবং একজন মসজিদের ইমাম।

    বিবিসি এক প্রতিবেদনে জানায়, উত্তর আফগান প্রদেশ তাকারের রাজধানী তালুকান শহরের কাছেই হাজারা কুরলুক গ্রামের একটি মাদ্রাসায় এই হামলার ঘটনা ঘটে। তবে আফগান সরকারের দাবি, ওই বিমান হামলায় ১২ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছে।

    উত্তর আফগান প্রদেশ তাকারে তালেবান হামলায় ৩০ জনের বেশি আফগান নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হওয়ার পর এ বিমান হামলা চালানো হয়।

    স্থানীয় কর্মকর্তারা জানান, মাদ্রাসার সঙ্গে সংযুক্ত মসজিদে ওই বিমান হামলা চালানো হয়। তখন নামাজের সময় ছিল।নামাজের সময় ইমাম ও শিশুরা মসজিদটিতে ছিল। এ হামলায় আরো ১৪ জন আহত হয়েছে।

    আহতদের যেখানে চিকিৎসা করা হচ্ছে সেই হাসপাতালের চিকিৎসকরা জানান, হতাহতদের বেশির ভাগই শিশু। তবে মাদ্রাসায় হামলা এবং শিশু হতাহতের খবর ভিত্তিহীন বলে দাবি করেছে আফগান সরকার। যদিও বেসামরিক নাগরিক হত্যার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

    আফগানিস্তানে শান্তিচুক্তি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার ও তালেবানদের মধ্যে আলোচনা চলাকালীন সময়ে গত কয়েক সপ্তাহে আফগান সরকার ও ইসলামি সশস্ত্র গোষ্ঠীটির মধ্যে কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। এতে নিরাপত্তা বাহিনীর বহু সদস্য ও বেসামরিক লোক নিহত হয়েছে।

  • আওয়ামী লীগের প্রার্থীই নগরের উন্নয়ন করবে= আ জ ম নাছির উদ্দীন

    আওয়ামী লীগের প্রার্থীই নগরের উন্নয়ন করবে= আ জ ম নাছির উদ্দীন

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

    চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম রেজাউল করিম চৌধুরীকে মনোনয়ন প্রদান করা হয়েছে। দল মনোনীত প্রার্থীকে বিজয়ী করার জন্য আমাদের প্রত্যেক নেতাকর্মীকে সর্বশক্তি দিয়ে মাঠে নামতে হবে। চট্টগ্রাম নগরীর উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিজয়ের বিকল্প কিছু নেই। মনে রাখতে হবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেয়র নির্বাচিত হলে নগরের উন্নয়ন অগ্রগতি হবে। এ নির্বাচনে অন্য কেউ নির্বাচিত হলে চট্টগ্রামের কোন উন্নয়ন হবে না। নগরের ৭০ লাখ মানুষের প্রতিনিধি নির্বাচনে তাই আমাদেরকে স্ব স্ব অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। রেজাউল করিম চৌধুরী দলের প্রার্থী, নৌকার প্রার্থী। নৌকাকে সামনে নিয়েই নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।

    গতকাল বৃহস্পতিবার(২২ অক্টোবর ২০২০) চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের আওতাধীন কাপাসগোলা (এ) ইউনিট,জয়নগর (বি) ইউনিট ও চন্দনপুরা (সি) ইউনিট আওয়ামীলীগের কার্যকরী কমিটির পৃথক পৃথক সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি একথা বলেন।

    পৃথক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা শফর আলী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরী, ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক মোহাম্মদ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের,যুব ও ক্রীড়া সম্পাদক দিদারুল ইসলাম চৌধুরী,উপপ্রচার সম্পাদক শহীদুল ইসলাম,কার্য নির্বাহি সদস্য বেলাল আহমদ, চকবাজার থানা আওয়ামী লীগ সভাপতি শাহাবুদ্দিন আহমেদ,সাধারণ সম্পাদক আনসারুল হক, চকবাজার ওয়ার্ড আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি আমিরুল ইসলাম রঞ্জু, সাধারণ সম্পাদক মোজাহেরুল ইসলাম চৌধুরী, এ ইউনিট সভাপতি মনজুরুল আলম মান্নান,সাধারণ সম্পাদক হাজী সেলিম,বি ইউনিট সভাপতি মুজিবুর রহমান,সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন, সি ইউনিট সভাপতি আবুল মাসুদ,সাধারণ সম্পাদক রহমত উল্লাহ স্বপন প্রমুখ বক্তব্য রাখেন।

  • ইসলামী আন্দোলন বাংলাদেশ উখিয়া উপজেলার উদ্যোগে যৌথ সভা ও জনশক্তি সম্মেলন সম্পন্ন

    ইসলামী আন্দোলন বাংলাদেশ উখিয়া উপজেলার উদ্যোগে যৌথ সভা ও জনশক্তি সম্মেলন সম্পন্ন

    ওসমান আল হুমাম, কক্সবাজার জেলা প্রতিনিধি

    ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার উখিয়া উপজেলার উদ্যোগে আল্লামা সৈয়দ ফজলুল করিম রহ. রিসার্চ সেন্টার বাস্তবায়ন ও ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে “যৌথ সভা ও জনশক্তি সম্মেলন” ২২ অক্টোবর (বৃহস্পতিবার), বিকাল ৩ টায় মরিচ্যা বাজার জি.এম.এস কমিউনিটি সেন্টারে উপজেলা সভাপতি মুফতি মুসলিম উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওঃ এম. জাহাঙ্গীর রফিকের সঞ্চলনায় অনুষ্ঠিত হয়।

    প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সভাপতি মাওঃ মুহাম্মদ শোয়াইব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জয়েন্ট সেক্রেটারি মাওঃ এ. আর. এম ফরিদুল আলম, সাংগঠনিক সম্পাদক প্রভাষক রাশেদ আনোয়ার, বাংলাদেশ মুজাহিদ কমিটি কক্সবাজার জেলা শাখার সাধারন সম্পাদক আবদুর রহিম, ইমাম-কাম অডিটর মাস্টার জসিম উদ্দিন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কক্সবাজার জেলা শাখার সভাপতি মুরশেদ কারিমী, ইসলামী যুব আন্দোলন কক্সবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম।

    বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ উখিয়া উপজেলার শাখার সমাজকল্যাণ সম্পাদক মাওঃ মুহাম্মদ ইসমাঈল, অর্থ সম্পাদক হাফেজ মাহমুদুল হক, সহকারী সাংগঠনিক সম্পাদক হাফেজ নুরুল হক, ইসলামী যুব আন্দোলন উখিয়া উপজেলার সভাপতি মোঃ সাইফুল্লাহ চৌধুরী, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন উখিয়া উপজেলার সভাপতি হাফেজ শফিউল আলম প্রমূখ। উপস্থিত ছিলেন, ইসলামী শ্রমিক আন্দোলন উখিয়া উপজেলা সভাপতি আলী আকবর, সাধারন সম্পাদক আজিজুল হক, বাংলাদেশ মুজাহিদ কমিটি উখিয়া উপজেলার নায়েবে সদর মাওঃ রফিক উল্লাহ নূরী, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন উখিয়া উপজেলার সাধারন সম্পাদক এইচ. এম ফয়সাল, ইসলামী আন্দোলন বাংলাদেশ রত্নাপালং ইউনিয়ন শাখার সভাপতি মাওঃ আবদুল মান্নান, সেক্রেটারি ইন্জিনিয়ার মুরশেদ আলম, হলদিয়াপালং ইউনিয়ন শাখার সভাপতি মাওঃ আলী হোছাইন, জালিয়াপালং ইউনিয়ন শাখার সেক্রেটারী মাওঃ নুরুল আমিন।

  • মুজিব বর্ষের শপথ সড়ক করবো নিরাপদ এই স্লোগান নিয়ে আজ

    মুজিব বর্ষের শপথ সড়ক করবো নিরাপদ এই স্লোগান নিয়ে আজ

    পারভেজ,বরিশাল প্রতিনিধি

    মুজিব বর্ষের শপথ সড়ক করবো নিরাপদ এই স্লোগান নিয়ে আজ ২২ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় জেলা প্রশাসন ও বিআরটিএ বরিশাল এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২০ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।

    উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল রাজিব আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল শাহজাহান, নির্বাহী প্রকৌশলী সড়ক বিভাগ বরিশাল মাসুদ খান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটি) বরিশালের বিভাগীয় উপ-পরিচালক প্রকৌশলী মোঃ জিয়াউর রহমান, সহকারী পরিচালক প্রকৌশলী মোঃ আতিকুল আলম, মালিক-শ্রমিক সমিতি সদস্যরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২০ এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।

  • নাইক্ষ্যংছড়ির বাইশফাড়ি সীমান্তে বিজিবির সঙ্গে বন্দুক যুদ্ধে ১ রোহিঙ্গা মাদক প্রচারকারী নিহত

    নাইক্ষ্যংছড়ির বাইশফাড়ি সীমান্তে বিজিবির সঙ্গে বন্দুক যুদ্ধে ১ রোহিঙ্গা মাদক প্রচারকারী নিহত

    ওসমান আল হুমাম, কক্সবাজার জেলা প্রতিনিধি।

    সম্প্রতি মাদক পাচারকারীদের নিরাপদ রুট
    পার্বত্য বান্দরবান জেলার মিয়ানমার সীমান্তবর্তী উপজেলা নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের বাইশফাড়ি সীমান্তে বিজিবি’র সঙ্গে বন্ধুকযুদ্ধে আদহাম (৩০) নামের এক রোহিঙ্গা যুবক ইয়াবা ব্যবসায়ী বিজিবির সাথে গোলাগুলিতে নিহত হয়েছে।

    এসময় ঘটনাস্থল থেকে ৪০ হাজার পিস ইয়াবা ও
    একটি দেশীয় তৈরী বন্দুক, ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে বিজিবি।

    বুধবার (২১ অক্টোবর) ভোরে সীমান্তের ৩৫নং পিলারের সন্নিকটে এ গোলাগুলির সংঘটিত হয়৷
    নিহত রোহিঙ্গা যুবক তুমব্রু কোনাপাড়া শরণার্থী শিবিরের আবুল হাশেমের পুত্র।

    কক্সবাজার ৩৪ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল আলী হায়দার আজাদ আহমদ জানান, গোপন সূত্রে আমরা খবর পাই সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ ইয়াবার চালান আসবে তারপর কঠোর অবস্থান নেয় বিজিবি।
    এসময় ১০/১২জনের একটি দল মিয়ানমার থেকে আসতে দেখে বিজিবি তাদেরকে চ্যালেঞ্জ করলে ইয়াবা কারবারিরা টহল দলকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি বর্ষণ শুরু করে। টহলরত বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি
    চালাই।

    তখন ইয়াবা পাচারকারী সদস্যরা পাহাড়ের গিরিপথ দিয়ে মিয়ানমারের ভিতরে পালিয়ে যায়।
    পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে উক্ত রোহিঙ্গাকে গুলিবিদ্ধ অবস্থায় ইয়াবা ও দেশীয় তৈরী একনলা বন্দুক সহ উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    উদ্ধারকৃত ইয়াবা মূল্য প্রায় ১কোটি ২০ লাখ টাকা।
    বিজিবির লে. কর্ণেল আলী হায়দার আজাদ আহমদ
    জানান, মাদক পাচারকারীদের ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা রুজুর প্রস্তুতি চলছে।

  • বিশুদ্ধভাবে সালাম করলে কেও জঙ্গি হয় না= ডা. তুহিন মালিক

    বিশুদ্ধভাবে সালাম করলে কেও জঙ্গি হয় না= ডা. তুহিন মালিক

     

    শুদ্ধভাবে ‘আসসালামু আলাইকুম’ বলে সালাম দেওয়া এবং কথার শেষে ‘আল্লাহ হাফেজ’ বলা নাকি জঙ্গিবাদের লক্ষণ ! টিভি টকশোতে এসে এই ধরনের ধর্মীয় অনুভূতিতে চরম অবমাননাকর একটা বক্তব্য ঢাবির একজন শিক্ষক কিভাবে দিতে পারলেন! এই শিক্ষক ক্রিমিনোলোজি বিভাগের চেয়ারম্যান। অথচ এই বিভাগ থেকে পাশ করে শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। আর শিক্ষাজীবনে তারা যদি তাদের এই ধরনের শিক্ষকের কাছ থেকে জঙ্গি সনাক্তকরণের অদ্ভুত পদ্ধতির শিক্ষা গ্রহন করে। তাহলে বাংলাদেশের ভাগ্যে জঙ্গি রাষ্ট্রের তকমা লাগতে বেশী দেরি হবে না!

    ‘আসসালামু আলাইকুম’ হচ্ছে আমাদের তাহইয়া। যেটা স্বয়ং রাসূলুল্লাহ (সাঃ) আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আর ‘আসসালামু আলাইকুম’ এভাবে বলাটাই হচ্ছে আমাদের অভিবাদন। এজন্য কোরআন সুন্নাহ মোতাবেক বিশুদ্ধভাবে ‘আসসালামু আলাইকুম’ বললে কেউ জঙ্গি হয়ে যায় না।

    যদি তাই হতো। তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে দেয়া উনার প্রতিটি রাষ্ট্রীয় ভাষণে এভাবে বলতেন না যে- ‘প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম’। আমাদের রাষ্ট্রপতি সংসদে দাড়িয়ে কিংবা রাষ্ট্রীয় প্রত্যেকটি ভাষণে এভাবে বিশুদ্ধভাবে ‘আসসালামু আলাইকুম’ বলে সালাম জানাতেন না। আমাদের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়াও আমাদের জাতীয় নেতৃবৃন্দরা প্রায় সবাই বিশুদ্ধভাবে ‘আসসালামু আলাইকুম’ বলেই সালাম জানান। এটা শুধু যে আমাদের ধর্মীয় বিধান, তা নয়। বরং এটা আমাদের জাতীয় সংস্কৃতিরও একটি অংশ।

    তাছাড়া বিশ্ব নেতৃবৃন্দরা পর্যন্ত মুসলিমদের উদ্দেশ্যে ‘আসসালামু আলাইকুম’ বলেই অভিবাদন জানান। গতবছর নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা এবং মুসলিমদের প্রতি সম্প্রীতি জানিয়ে ‘আসসালামু আলাইকুম’ বলেই ভাষণ শুরু করেছিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। আর এজন্যে বিশ্বের মুসলিম-অমুসলিম রাষ্ট্র ও সরকার প্রধানরা কেউ কখনও জঙ্গি হয়ে যায়নি!

    যেখানে বাংলাদেশের সংবিধান প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা দিয়েছে। যেখানে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া কিংবা ধর্মের অবমাননা শাস্তিযোগ্য অপরাধ। যেখানে এধরনের অপরাধে ডিজিটাল ও তথ্য প্রযুক্তির একাধিক কঠিনতম আইনও আমাদের আছে। যদিও সেটা শুধুমাত্র ও একমাত্র সরকারের প্রতিপক্ষের বেলায়ই প্রযোজ্য। সেখানে কোরআন সুন্নাহ মোতাবেক বিশুদ্ধভাবে ‘আসসালামু আলাইকুম’ বললে কেউ জঙ্গি হয়ে যাবে, এধরনের ধর্ম বিদ্বেষী কথা বলার ধৃষ্টতা কোথায় পায় এরা?

    লক্ষ্যনীয় যে, বাংলাদেশ-বিরোধীরা বিগত কয়েক বছর ধরে বাংলাদেশকে বিশ্বব্যাপী জঙ্গি রাষ্ট্রের তকমা দিতে উঠেপরে লেগেছে। সেখানে বিশ্ব প্রেক্ষাপটে বাংলাদেশের কোটি কোটি মানুষের বিশুদ্ধভাবে ‘আসসালামু আলাইকুম’ বলাকে জঙ্গি সনাক্তকরণের পদ্ধতি বানিয়ে ফেলাটা স্বয়ং বাংলাদেশের বিরুদ্ধেই অবস্থানের প্রমান। সংবিধান স্বীকৃত নাগরিকের ধর্মীয় স্বাধীনতার বিরুদ্ধে অবস্থানের প্রমান। ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ধর্ম অবমাননার প্রমান। ধর্মীয় ঘৃণার বহিঃপ্রকাশের প্রমান।

    জঙ্গি সনাক্তকরণের অদ্ভুত এহেন অবমাননাকর বক্তব্যের যদি কোন বিচার না হয়। তাহলে স্বয়ং সরকার নিজেই প্রমান করে দিবে যে, বিশুদ্ধভাবে ‘আসসালামু আলাইকুম’ বলার কারনে আমাদের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীও জঙ্গি।

  • শান্তিপূর্ণ ভাবে রাজাপালং ৯নং ওয়ার্ডের উপ নির্বাচন সম্পন্ন=পিতার মর্যাদা রক্ষা করলেন ছেলে হেলাল উদ্দিন

    শান্তিপূর্ণ ভাবে রাজাপালং ৯নং ওয়ার্ডের উপ নির্বাচন সম্পন্ন=পিতার মর্যাদা রক্ষা করলেন ছেলে হেলাল উদ্দিন

    মুহাম্মদ শহিদ উখিয়া।

    কক্সবাজারের উখিয়ায় রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উপ-নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়েছে। গতকাল ২০ অক্টোবর (মঙ্গলবার) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দুই কেন্দ্রে বিপুল উৎসাহ উদ্দীপনায় ভোটাধিকার প্রয়োগ করতে দেখা গেছে ভোটারদের।
    উপ-নির্বাচনে ৮জন সদস্য পদে প্রার্থীতা করলেও নির্বাচনী মাঠে আলোচনায় ছিল হেলাল উদ্দিন (মোরগ) ও নরুল হক (আপেল)। অপরাপর প্রার্থীদের মধ্যে সাবেক ইউপি সদস্য আব্দুল হক (ফুটবল), কবির আহমদ (ভ্যানগাড়ী), জাহাঙ্গীর আলম (তালা), মুজিবুর রহমান (টিউবওয়েল), রাশেদুল ইসলাম (বৈদ্যুতিক পাখা), শাহীনা আকতার (পানির পাম্প)।
    ভোট গণনা শেষে হেলাল উদ্দিন মোরগ প্রতীক নিয়ে ২০৯৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে। নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী নুরুল হক খাঁন আপেল প্রতীকে পেয়েছেন ৯০৮ ভোট।

    উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে দুই কেন্দ্রে ভোটার সংখ্যা ৪ হাজার ৪শ ৫০জন। তৎমধ্যে পুরুষ ভোটার ২৩০৬ জন ও মহিলা ভোটার ২১৪৪। কুতুপালং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার সংখ্যা ২৭৭৯। পাতাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৬৬১ জন ভোটার।

    কেন্দ্র ভিত্তিক ফলাফল বিবরণী :

    পাতাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৬৬১ এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ১২৯৪ জন। তৎমধ্যে মোরগ প্রতীকের প্রার্থী হেলাল উদ্দিন পেয়েছেন ৮৯০ ভোট। আপেল প্রতীকের প্রার্থী নুরুল হক খাঁন পেয়েছেন ৩৬৪ ভোট। ফুটবল প্রতীকের প্রার্থী আবদুল হক পেয়েছেন ২৫ ভোট। তালা প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর আলম পেয়েছেন ৩ ভোট। টিউবওয়েল প্রতীকের প্রার্থী মুজিবুর রহমান পেয়েছেন ১ ভোট। বৈদ্যুতিক পাখা নিয়ে রাশেদুল হক পেয়েছেন ১ ভোট। পানির পাম্প প্রতীকের প্রার্থী শাহীনা আকতার পেয়েছেন ২ ভোট। নষ্ট ভোট ৮টি। এ কেন্দ্রে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন একাডেমিক সুপারভাইজার বদরুল আলম।

    কুতুপালং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২৭৭৯ এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ২২৩১ জন। তৎমধ্যে মোরগ প্রতীকের প্রার্থী হেলাল উদ্দিন পেয়েছেন ১২০৮ ভোট। আপেল প্রতীকের প্রার্থী নুরুল হক খাঁন পেয়েছেন ৬৪৫ ভোট। ফুটবল প্রতীকের প্রার্থী আবদুল হক পেয়েছেন ৩২৪ ভোট। তালা প্রতীকের প্রার্থী জাহাঙ্গীর আলম পেয়েছেন ৫৪ ভোট। নষ্ট ভোট ৩৬। এ কেন্দ্রে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন, প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার ধর।

    এ প্রসঙ্গে রিটার্ণিং অফিসার ও উখিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ইরফান উদ্দিন বলেছেন, রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের উপ-নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন হয়েছে। যেহেতু এটি রোহিঙ্গা অধ্যুষিত এলাকা। তাছাড়া ক্যাম্পের ভিতরেও কিছু বাঙ্গালী রয়েছে। তাই প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হয়েছিল।
    তিনি আরো বলেন, সহকারী কমিশনার (ভুমি) রামু নির্বাহী ম্যাজিষ্ট্রেটের পাশাপাশি দুই কেন্দ্রে পুলিশ ও র‌্যাবের দুটি টীম দায়িত্ব পালন করেন। প্রতি কেন্দ্রে ১৭জন আনসার এবং ফায়ার সার্ভিসের ইউনিট উপস্থিত ছিলেন।

    এছাড়াও উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ ও সহকারী কমিশনার ভুমি (উখিয়া) আমিমুল এহসান খাঁন ভোট কেন্দ্র সার্বক্ষণিক তদারকির দায়িত্বে নিয়োজিত ছিলেন।

    এ ব্যাপারে জানতে চাইলে উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোর্শেদ বলেন, শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করার স্বার্থে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল। কোথাও কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
    প্রসঙ্গত: ২৪ জুলাই টেকনাফের ওয়াব্রাং এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে উখিয়ার বহুল আলোচিত বখতিয়ার মেম্বারসহ দুইজন নিহত হলে উক্ত ওয়ার্ড ইউ.পি সদস্যের পদটি শূণ্য ঘোষণা করেন নির্বাচন কমিশন।

    তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বিজয়ী হেলাল উদ্দিন এ প্রতিবেদককে বলেন, কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণ অবাধ সুষ্ঠু ভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় আমি আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। পাশাপাশি আমার মরহুম পিতা বখতিয়ার আহমদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। এছাড়াও ভোটার, নির্বাচন কমিশন, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিজিবি, র‌্যাবসহ দায়িত্বরত সকল সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি এ সময় গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন।