Blog

  • কক্সবাজার লাইট হাউস মাদ্রাসায় অনিয়মভাবে পরিচালক নিয়োগ কওমী মদ্রাসার স্বকীয়তা বিনষ্ট

    কক্সবাজার লাইট হাউস মাদ্রাসায় অনিয়মভাবে পরিচালক নিয়োগ কওমী মদ্রাসার স্বকীয়তা বিনষ্ট

    উপদেষ্টার প্রতিবেদক

    কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী কওমী শিক্ষা প্রতিষ্ঠান‘ লাইট হাউস মাদরাসা নিয়ে বিরাজমান সংকটের সুষ্ঠু ও নিরপেক্ষ সমাধান কামনা করেন জেলার শীর্ষ ওলামা-মশায়েখ,ইসলামী চিন্তাবিদ ও কওমী মাদরাসার সাথে সংশ্লিষ্ট শতাধিক আলেম।সংবাদ পত্রে দেয়া এক যুক্ত বিবৃতিতে জেলার শীর্ষ ওলামায়ে কেরাম বলেন, লাইট হাউজ দারুল উলুম মাদ্রাসাটি কাওমী মাদ্রাসা শিক্ষাবোর্ড আন্জুমানে ইত্তেহাদুল মাদারিস এর অধিভুক্ত প্রতিষ্ঠান। বোর্ড অনুমোদিত শুরা কর্তৃক নিযুক্ত মুহতামিম মওলানা মুহাম্মদ আলী। তিনি বিগত ২১-০৮-২০১৫ ইং থেকে অত্যন্ত সুনাম ও খ্যাতির সাথে মাদরাসা পরিচালনা করে আসছেন। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে জরাজীর্ণ উক্ত মাদরাসার লেখা পড়া ও অবকাঠামোগত দিক দিয়ে উল্লেখযোগ্য উন্নতি সাধন করেন। যার ফলে মাদ্রাসার সুনাম দেশব্যাপী ছড়িয়ে পড়ে।কিন্তু এতদসত্বেও একটি কুচক্রী মহল নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য কাওমি মাদ্রাসার চিরাচরিত নিয়ম কানুন এর প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এবং স্থানীয় রাজনৈতিক দল ও গোয়েন্দা সংস্থার দোহাই দেখিয়ে মাদ্রাসাটি দখলের পঁয়তারা করছে।তারা কওমী জগতের কাছে ধিকৃত , নানা অপকর্ম ও দুর্নীতির দায়ে হাটহাজারী মাদ্রাসা থেকে বহিষ্কৃত মাওলানা আনাস মাদানি কে মুহতামিম বানানোর গভীর ষড়যন্ত্র চালাচ্ছে। মাদ্রাসার নীতি নির্ধারনি ফোরাম মজলিসে শুরা ব্যতিত ভিন্ন ফোরামে একজন বিতর্কিত ব্যক্তি কে পরিচালক বা মুহতামিম পদে জোর করে বসানো কওমী মদরাসার সংবিধান ও নীতিমালার পরিপন্থি। যা কওমি মাদরাসার স্বকীয়তা ও স্বতন্ত্র বৈশিষ্ট বিনাশ করার একটি সু গভীর ষড়যন্ত্র ও বটে। মাননীয় প্রধানমন্ত্রী কওমী সনদের স্বীকৃতি প্রদানের সময় “ কওমী মাদরাসার স্বতন্ত্র বৈশিষ্ট্য বজায় রেখে এবং দারুল উলুম দেওবন্দের মূলনীতিসমূহের উপর ভিত্তি করে এই স্বীকৃতি প্রদান করা হলো” বলে যে ভাষন দিয়েছেন এবং সংসদে বিল আকারে পাশ হয়েছিল তাদের এরূপ কর্মকান্ড এ ঘোষণার পরিপন্থি। মাদরাসার বর্তমান বৈধ মুহতামিম মাওলানা মো: আলী কে অপসারণ করার নির্লজ্জ ও সুদূর প্রসারী ষড়যন্ত্র কক্সবাজারের আলেম সমাজ কোন দিন মেনে নিবেনা। বিবৃতিতে আলেম ওলামারা লাইট হাউস মাদরাসায় শান্তি শৃংখলা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার আহবান জানিয়ে বলেন, কওমি মাদরাসা বেসরকারি ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান।এতে কোন ধরনের বিশৃঙ্খলা দেখা দিলে সংবিধান ও নীতিমালার আলোকে তা সমাধা করতে হবে। কাওমি শিক্ষা বোর্ডই হচ্ছে মাদ্রাসা পরিচালনা,শৃঙখলা রক্ষা সহ সকল সমস্যা সমাধানের জন্য একমাত্র কর্তৃপক্ষ। দীর্ঘ দিনের এই সংকট নিরসনে বোর্ডের তত্ত্বাবধানে বোর্ড অনুমোদিত মজলিসে শুরার আহবান এর দাবি জানান জেলার শীর্ষ ওলামায়ে কেরাম।
    বিবৃতি দাতারা হলেন- পোকখালী মাদরাসার ছদরে মুহতামিম ও সভাপতি আন্জুমানে ইত্তেহাদুল মদারিস ( কাওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড) কক্সবাজার জেলা আল্লাামা মোখতার আহমদ দা:বা:, মুহতামিম মাওঃ আজিজুদ্দীন, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস কক্সবাজার জেলা সেক্রেটারী ও মুহতামিম জামেয়া ইসলামিয়া টেকনাফ আল্লাামা মুফতি কিফায়তুল্লাহ শফিক , আল্লামা মুহাম্মদ মুসলিম- পরিচালক-ধাওনখালী মাদ্রাসা। আল্লামা আফসারুদ্দীন চৌঃ মুহতামিম জামিয়া দারুস্সুন্নাহ হ্নিলা,মাওঃ মাহবুবুর রহমান,পরিচালক জামিয়া ফারুকিয়ার টেকনাফ,আল্লামা মুফতি এনামুল হক পরিচালক বালাগুল মুবীন মাদরাসা চকরিয়া , মাওলানা সিরাজুল ইসলাম পরিচালক-দারুল উলুম চাকমারকুল মাদ্রাসা,মাওলানা মুহসিন শরিফ পরিচালক রাজার কুল আজিজুল উলুম মাদ্রাসা,মাওলানা শাহেদ নূর, নির্বাহী পরিচালক- আশরাফুল উলুম মাদ্রাসা ধলির ছড়া, মাওলানা নূরুল হাকিম, নির্বাহী পরিচালক-বোয়ালখালী মাদরাসা। মাওলানা হাফেজ ছালামত উল্লাহ, পরিচালক-মশরফিয়া মাদ্রাসা লিংকরোড,মাওলানা মোঃ আনোয়ার পরিচালক-চিরিঙ্গা মাদ্রাসা। মাওলানা এমদাদ উল্লাহ হাছান, পরিচালক-খুরুশকুল অদুদিয়া তালিমুদ্দীন মাদ্রাসা। মাওলানা মুহাম্মাদ
    ইদ্রিস, পরিচালক-ইনানী মুঈনুল ইসলাম মাদ্রাসা,মাওলানা আতাউল করিম, পরিচালক- জামিয়াতুল আবরার কক্সবাজার।মাওলানা আব্দুল খালেক পরিচালক ডিগলিয়া পালং মাদ্রাসা, উখিয়া,মাওলানা আবদুস সাত্তার পরিচালক-দারুত তাহযীব মাদরাসা, থাইংখালী। মাওলানা ক্বারী শাকের পরিচালক ইবনে আব্বাস লেদা, হোয়াইক্যং,মাওলানা আব্দুল বারি পরিচালক মুনির ঘোনা মাদরাসা টেকনাফ ,মাওলানা শমসুল আলম পরিচালক উনচিপ্রাং দারুল ইরফান মাদরাসা, মাওলানা জাহেদুর রহমান পরিচালক-কক্সবাজার দারুচ্ছুন্নাহ মাদ্রাসা, মাওলানা জসিম উদ্দিন পরিচালক-এমদাদিয়া মাদরাসা, লম্বাবিল, আল্লামা আবদুচ্ছালাম, পরিচালক-আলহাছান মাদ্রাসা, মাওলানা আবু বকর পরিচালক পাতাবাড়ী মাদরাসা প্রমুখ।

  • ইসলামী আন্দোলন বাংলাদেশ পেকুয়া উপজেলা শাখার যৌথসভা সম্পন্ন

    ইসলামী আন্দোলন বাংলাদেশ পেকুয়া উপজেলা শাখার যৌথসভা সম্পন্ন

    নিজস্ব প্রতিবেদক

    ইসলামী আন্দোলন বাংলাদেশ পেকুয়া উপজেলা শাখার যৌথসভা মাওলানা আলি আছগর এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সেক্রেটারী

    মাওলানা মুহাম্মদ শোয়াইব

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের জেলা সাধারণ সম্পাদক মাওলানা জামাল উদ্দিন তৌহিদ, ইসলামি শ্রমিক আন্দোলন কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ও বামুক কক্সবাজার জেলা শাখার অর্থ সম্পাদক মাওলানা শোয়াইব কবির।
    এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পেকুয়া উপজেলা শাখার সেক্রেটারী মাওলানা ওবায়দুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল উদ্দিন, বামুক পেকুয়া উপজেলা শাখার সদর অধ্যাপক নাসির উদ্দিন, জাতীয় ওলামা মাশায়েখ পরিষদের পেকুয়া উপজেলা শাখার সভাপতি মাওলানা মনির উল্লাহ সহ সকল সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • ফ্রান্সের প্রেসিডেন্ট পাগল হয়ে গেছে, মানসিক চিকিৎসা প্রয়োজন= এরদোগান

    ফ্রান্সের প্রেসিডেন্ট পাগল হয়ে গেছে, মানসিক চিকিৎসা প্রয়োজন= এরদোগান

    মুহাম্মদ রাকিব, বিশেষ প্রতিনিধি।

    ইসলামফোবিয়ায় আক্রান্ত ও ইসলামের সাথে কঠোর বিরোধী আচরণকারী “ইমানুয়েল ম্যাক্রোঁ পাগল হয়ে গেছেন, তার মানসিক চিকিৎসা প্রয়োজন” বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

    এরদোয়ানের প্রশ্ন, “ইসলাম ও মুসলমানদের নিয়ে ম্যাক্রোঁর এতো সমস্যা কী?” এমন প্রশ্ন রেখে এরদোগান বলেন – এই মুহুর্তে তাঁর মানসিক চিকিতসা প্রয়োজন নাহলে তিনি মানবতার আরও বড় ধরনের ক্ষতি করে ফেলবেন।

    আজ (২৪ শে অক্টোবর) শনিবার,“কেন্দ্রীয় কায়সারী প্রদেশের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) এক সমাবেশে এসব কথা বলেন তিন।

    রিসেপ তাইয়েপ এরদোয়ান আরও বলেন – “এমন একজন উগ্রপন্থী রাষ্ট্রপ্রধানকে কী বলা যেতে পারে যে তার দেশের ধর্মীয় সংখ্যালঘু লক্ষ লক্ষ নাগরিকদের প্রতি এভাবে বৈরি আচরণ করেন? এমন একজন ব্যক্তির সবার আগে মানসিক চিকিৎসা করা প্রয়োজন।

    উল্লিখিত, ফ্রান্সের উগ্র ও ইসলামবিদ্ধেষী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সাম্প্রতিক সময়ে ইসলামকে একটি “সমস্যাযুক্ত ধর্ম” বলে আখ্যা দেওয়ার পরে ফ্রান্সে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে এক বিদ্ধেষযুদ্ধেের রচনা করেছিল। গত দুই’সপ্তাহে ফ্রান্সে বহু বেসরকারী সংস্থা ও মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে।

    এছাড়াও সম্প্রতি বার্লিনের একটি মসজিদে পুলিশি হামলার ঘটনায় ফ্রান্সের পুলিশকে “ফ্যাসিবাদ” বলেও অভিযুক্ত করেছেন এরদোয়ান।

    তিনি বলেন,”ইউরোপীয় ফ্যাসিবাদ তাদের নিজেদের নাগরিকদের প্রতি এই ধরনের আক্রমণ করে একটি নতুন মাত্রায় পৌঁছেছে”।

    অন‍্যদিকে ফ্রান্সে রাষ্ট্রীয়ভাবে বিশ্ব মানবতার মুক্তির দূত ও শিক্ষক হযরত মুহাম্মাদ স. এর ব্যাঙ্গচিত্র ও কার্টুন প্রকাশ করা হচ্ছে। যা স্পষ্টতই বিশ্ব মুসলমান ও ইসলামের সাথে বৈরীতা। এই কর্মকাণ্ডের প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়ছে পুরো মুসলিম বিশ্ব।

    মোঃরাকিব”বিশেষ প্রতিনিধিঃ

    ইসলামফোবিয়ায় আক্রান্ত ও ইসলামের সাথে কঠোর বিরোধী আচরণকারী “ইমানুয়েল ম্যাক্রোঁ পাগল হয়ে গেছেন, তার মানসিক চিকিৎসা প্রয়োজন” বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

    এরদোয়ানের প্রশ্ন, “ইসলাম ও মুসলমানদের নিয়ে ম্যাক্রোঁর এতো সমস্যা কী?” এমন প্রশ্ন রেখে এরদোগান বলেন – এই মুহুর্তে তাঁর মানসিক চিকিতসা প্রয়োজন নাহলে তিনি মানবতার আরও বড় ধরনের ক্ষতি করে ফেলবেন।

    আজ (২৪ শে অক্টোবর) শনিবার,“কেন্দ্রীয় কায়সারী প্রদেশের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একে পার্টি) এক সমাবেশে এসব কথা বলেন তিন।

    রিসেপ তাইয়েপ এরদোয়ান আরও বলেন – “এমন একজন উগ্রপন্থী রাষ্ট্রপ্রধানকে কী বলা যেতে পারে যে তার দেশের ধর্মীয় সংখ্যালঘু লক্ষ লক্ষ নাগরিকদের প্রতি এভাবে বৈরি আচরণ করেন? এমন একজন ব্যক্তির সবার আগে মানসিক চিকিৎসা করা প্রয়োজন।

    উল্লিখিত, ফ্রান্সের উগ্র ও ইসলামবিদ্ধেষী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সাম্প্রতিক সময়ে ইসলামকে একটি “সমস্যাযুক্ত ধর্ম” বলে আখ্যা দেওয়ার পরে ফ্রান্সে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে এক বিদ্ধেষযুদ্ধেের রচনা করেছিল। গত দুই’সপ্তাহে ফ্রান্সে বহু বেসরকারী সংস্থা ও মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে।

    এছাড়াও সম্প্রতি বার্লিনের একটি মসজিদে পুলিশি হামলার ঘটনায় ফ্রান্সের পুলিশকে “ফ্যাসিবাদ” বলেও অভিযুক্ত করেছেন এরদোয়ান।

    তিনি বলেন,”ইউরোপীয় ফ্যাসিবাদ তাদের নিজেদের নাগরিকদের প্রতি এই ধরনের আক্রমণ করে একটি নতুন মাত্রায় পৌঁছেছে”।

    অন‍্যদিকে ফ্রান্সে রাষ্ট্রীয়ভাবে বিশ্ব মানবতার মুক্তির দূত ও শিক্ষক হযরত মুহাম্মাদ স. এর ব্যাঙ্গচিত্র ও কার্টুন প্রকাশ করা হচ্ছে। যা স্পষ্টতই বিশ্ব মুসলমান ও ইসলামের সাথে বৈরীতা। এই কর্মকাণ্ডের প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়ছে পুরো মুসলিম বিশ্ব।

  • সারাদেশে নারী নির্যাতন,ধর্ষণ, সুদ,ঘুষ,মদসহ ইসলাম বিরোধী কর্মকান্ড বন্ধে বরিশালে উলামায়ে কেরাম ও তৌহিদি জনতার বিক্ষোভ সমাবেশ

    সারাদেশে নারী নির্যাতন,ধর্ষণ, সুদ,ঘুষ,মদসহ ইসলাম বিরোধী কর্মকান্ড বন্ধে বরিশালে উলামায়ে কেরাম ও তৌহিদি জনতার বিক্ষোভ সমাবেশ

     

    পারভেজ,বরিশাল প্রতিনিধি

    সারাদেশে নারী নির্যাতন,ধর্ষণ,সুদ,ঘুষ,মাদকসহ,ইসলাম বিরোধী কর্মকান্ড বন্ধে এবং গণধর্ষণকারীদের দ্রুত ফাঁসির দাবিতে বরিশাল নগরীতে উলামায়ে কেরাম ও তৌহিদি জনতার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

    সারাদেশে গনধর্ষন এবং নোয়াখালীতে আবারও ধর্ষন, নারী নির্যাতন কারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি দ্রুত কার্য কর করার দাবিতে আজ শনিবার বিক্ষোভ সমাবেশের আয়োজন করে উলামায়ে কেরাম বাংলাদেশ ও তৌহিদি জনতা বরিশাল শাখা।

    আজ ২৪অক্টোবর শনিবার সকাল ১১ টা ৩০ মিনিটে বরিশাল নগরীর টাউন হল চত্তরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে নেতৃত্ব দেন উলামায়ে কেরাম বরিশাল জেলার সভাপতি আলহাজ্ব ওবায়দুর রহমান মাহবুব।
    বরিশালের সর্বমোট মোট ৬টি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে এই বিক্ষোভ সমাবেশ এবং মিছিল অনুষ্টিত হয়।
    সকল আলেমদের সমন্বয় করে মাহমুদিয়া মাদ্রাসা এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

    সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলে বিভিন্ন স্লোগানে মুখরিত করে শহরের বিভিন্ন স্হান প্রদক্ষিণ করে উলামায়ে কেরাম ও তৌহিদি জনতার এই দলটি।

    উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে নেতৃত্ব দেন উলামায়ে কেরাম বরিশাল জেলার সভাপতি আলহাজ্ব ওবায়দুর রহমান মাহবুব।বরিশালের সর্বমোট মোট ৬টি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে এই বিক্ষোভ সমাবেশ এবং মিছিল অনুষ্টিত হয়।
    সকল আলেমদের সমন্বয় করে মাহমুদিয়া মাদ্রাসা এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।

    সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলে বিভিন্ন স্লোগানে মুখরিত করে শহরের বিভিন্ন স্হান প্রদক্ষিণ করে উলামায়ে কেরাম ও তৌহিদি জনতার এই দলটি।

  • ছাত্র অধিকার পরিষদ নেত্রী তিথী সরকারের নামে ইসলাম অবমাননার অভিযোগ

    ছাত্র অধিকার পরিষদ নেত্রী তিথী সরকারের নামে ইসলাম অবমাননার অভিযোগ

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

    ছাত্র অধিকার পরিষদের নেত্রীর নামে ইসলাম অবমাননার অভিযোগ
    অভিযুক্ত তিথী সরকার। (ডানে)
    ইসলাম ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগ পাওয়া গেছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার এক নেত্রীর বিরুদ্ধে।

    ইসলামকে কটুক্তি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিভিন্ন ফেসবুক পোস্ট ও কমেন্ট ভাইরাল হওয়ার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছেন শিক্ষার্থীরা।
    অভিযুক্ত তিথী সরকার বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক। সে একাধারে বিশ্ব হিন্দু সংগ্রাম পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক।
    জানা যায়, তিথী সরকার দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন পোস্ট ও কমেন্টের মাধ্যমে ইসলাম ধর্মানুভূতিতে আঘাত করে মন্তব্য করে আসছিলেন। সেসব পোস্ট ও কমেন্টের স্ক্রিনশট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপ ও ছাত্রছাত্রীদের মধ্যে ভাইরাল হলে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠে। অনেকে তিথী সরকার ছাত্র অধিকার পরিষদে যুক্ত থাকার বিষয়ে সংগঠনটির নিন্দা জানায়। আবার তাকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিস্কারের জন্য সামাজিক মাধ্যমে দাবি জানায়।

    তিথী সরকারের এ সকল কর্মকান্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার কিছুক্ষণের মধ্যেই তাকে ছাত্র অধিকার পরিষদ থেকে সাময়িক বহিষ্কার করা হয় এবং তাকে কেন স্থায়ী ভাবে বহিষ্কার করা হবে না জানতে চেয়ে সাতদিনের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়।

    এ ব্যাপারে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আবু বকর খান জানান, আমরা কিছুদিন ধরেই বিষয়গুলো লক্ষ্য করেছি, পরবর্তীতে আমরা তাকে কয়েকবার বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে তাকে বহিষ্কার এর সিদ্ধান্ত নিয়েছি।
    বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল বলেন, ঐ শিক্ষার্থীর বেশ কয়েকটা স্ক্রিনশর্ট আমি পেয়েছি। সেগুলো পর্যালোচনা করছি। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় খুললে আমরা আনুষ্ঠানিক ভাবে ব্যবস্থা নেবো।

  • বরিশালে ১২তম মৃৎশিল্পীদের সম্মেলন এবং সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত

    বরিশালে ১২তম মৃৎশিল্পীদের সম্মেলন এবং সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত

    পারভেজ,বরিশাল প্রতিনিধি

    প্রতি বছরের ধারাবাহিকতা এবারো অনুষ্ঠিত হলো মৃৎশিল্পীদের সম্মেলন ও সম্মাননা প্রদান অনুষ্ঠান।

    গত ২৩ অক্টোবর শুক্রবার সকাল ১১ ঘটিকায় বরিশাল নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে ১২তম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা ২০২০ অনলাইনে মৃৎশিল্প মেলা অনলাইনে ঢাকা থেকে সংযুক্ত হয়ে শুভ উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী সাংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কে এম খালিদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস এম অজিয়র রহমান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সনাক সভাপতি বরিশাল অধ্যাপিকা শাহ সাজেদা, বরিশাল চারুকলার সভাপতি আলতাফ হোসেনের, আভাস এর নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, ম্যাপ এর নির্বাহী পরিচালক শুভঙ্কর চক্রবর্তী, আহ্বায়ক সুশান্ত ঘোষসহ আরও অনেকে।

    অনুষ্ঠানে মৃৎশিল্পের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন অতিথিরা। পরে ৬ টি ক্যাটাগরিতে ৬ জন্য মৃৎশিল্পীকে সম্মাননা স্মারক ও নগদ অর্থ প্রদান করেন জেলা প্রশাসক বরিশাল এস এম অজিয়র রহমান।

    এ সময় বেশকিছু মৃৎশিল্পীদের আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

  • ধর্ষণ,যিনা, ভ্যাবিচার ও দ্রব‍্যমূল‍্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ না করতে পারলে গদি থেকে নামুন= পীর সাহেব চরমোনাই

    ধর্ষণ,যিনা, ভ্যাবিচার ও দ্রব‍্যমূল‍্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণ না করতে পারলে গদি থেকে নামুন= পীর সাহেব চরমোনাই

     

    মুহাম্মদ রাকিব”বিশেষ প্রতিনিধিঃ

    দেশব‍্যাপী চলমান ধর্ষণ, যিনা ব্যবিচার ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে বিক্ষোভ সমাবেশ করেছে চরমোনাই পীর নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৈরি আবহওয়া ও বৃষ্টি উপেক্ষা করেও ঢাকার বায়তুল মোকাররম উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করেছে তারা।

    বিক্ষোভ সমাবেশে দলের আমীর ও সমাবেশের প্রধান অতিথি মুফতী সৈয়দ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই দ্রব‍্যমূল‍্যের উর্ধ্বগতি নিয়ে কঠোর প্রতিবাদ জানিয়ে বলেন – দেশে দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস উঠছে। অবিলম্বে দ্রব্যমূলের উর্ধ্বগতি কমাতে হবে।

    পীর সাহেব চরমোনাই সরকারকে উদ্দেশ্য করে বলেন, অবিলম্বে উদ্ভূত সমস্যার সমাধান করুন না হয় সকলকে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনে নামলে গদি ছাড়তে বাধ্য হবেন।

    বতর্মানে ধর্ষণ যিনা-ব্যভিচার জাহেলিয়াতের যুগকেও ছাড়িয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন – আওয়ামী লীগের সোনার ছেলেরাই ধর্ষক যিনাকারে পরিণত হয়েছে। এসব সোনার ছেলেদেরকে অবাধে দুর্নীতি, রাতের বেলা ভোট চুরিসহ নানা অপরাধ শিখিয়েছেন। এ জন্য তারা যে কোনো অপরাধ করতে দ্বিধা বোধ করছে না। ফেরাউনের ইতিহাসকে স্মরণ করুন। সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহপাক ফেরাউনকে নীল নদে ডুবিয়ে মেরেছেন। আপনারা সীমা লঙ্ঘন করলে এর পরিণাম ভাল হবে না।

    আজ শুক্রবার (২৩ শে অক্টোবর) বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেইটে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর শাখার উদ্যোগে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, আইন শৃঙ্খলার অবনতি এবং ধর্ষণ যিনা-ব্যভিচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে দলের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

    ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর বলেন, নির্বাচনের আগে আওয়ামী লীগ জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় গেলে ইসলামী শরীয়ত বিরোধী কোনো আইন পাশ করবে না। ৯২% মুসলমানের দেশে নাস্তিকরা বার বার ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে চড়াও হবে তা’ সহ‍্য করা হবে না।

    তিনি আরও বলেন, ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় মূর্তি বানানোর উদ্যোগ নেয়া হচ্ছে। মূর্তি নির্মাণ কোন শরীয়তের আইনে স্বীকৃতি আছে ?

    পীর সাহেব বলেন, প্রয়োজনে জান দিয়ে দেওয়া হবে তবু ঢাকাকে মূর্তির শহর বানাতে দেয়া হবে না।

    তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, নো-আওয়ামী লীগ নো-বিএনপি নো-জাতীয় পার্টি কাউকে ছাড় দেওয়া হবে না।

    ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল মাওলানা ফজলে বারী মাসউদ এর সভাপতিত্বে বৈরি আবহাওয়ার মাঝে বিক্ষোভ সমাবেশে আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনে বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুস আহমাদ, অধ্যাপক মাহবুবুর রহমান, মাওলানা ইমতিয়াজ আলম, মাওলানা আহমদ আব্দুল কাইয়ূম, আবুল কাসেম, এ বি এম জাকারিয়া ও এম হাসিবুল ইসলাম।

    প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, ইসলাম মূর্তি নির্মাণকে সমর্থন করে না। মুসলিম দেশকে মূর্তির দেশ বানাবেন আর মুসলমানরা ঘুমিয়ে থাকবে এমনটা হবে না।

    তিনি বলেন, ধর্ষণ যিনা-ব্যভিচারে দেশের জনগণ অতিষ্ঠ হয়ে গেছে। অবাধে ধর্ষণ ব্যভিচারে জড়িয়ে পড়ায় জনগণ ছাত্র লীগের নাম ধর্ষক ছাত্র লীগ বলে ডাকছে। তিনি বলেন, ধর্ষণ যিনা-ব্যভিচার বন্ধ এবং দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ঠেকাতে না পারলে ক্ষমতা ছেড়ে দিন।

    সমাবেশের পরে নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হয়। বৃষ্টি ও কাদাপানি উপেক্ষা করে একটি বিক্ষোভ মিছিল পল্টন এলাকা প্রদক্ষিণ করে।

  • ভারতের উত্তরপ্রদেশে দাড়ি রাখার কারণে পুলিশ কর্মী বরখাস্ত।

    ভারতের উত্তরপ্রদেশে দাড়ি রাখার কারণে পুলিশ কর্মী বরখাস্ত।

    মুহাম্মদ রাকিব”বিশেষ প্রতিনিধি

    হিন্দুপ্রধান রাষ্ট্র ভারতে আবারও ইসলাম বিদ্বেষের ঘটনা।মুসলিম হিসেবে ইসলামের বিধান অনুসারে মুখে দাড়ি রাখায় এক মুসলিম পুলিশ সাব–ইনস্পেক্টরকে বরখাস্ত করলো ভারতের উত্তরপ্রদেশ বাগপত রামালা  থানার সুপার অভিষেক সিং।

    মুখে দাড়ি রাখার অপরাধে বরখাস্ত হওয়া মুসলিম পুলিশকর্মীর নাম  ইন্তেজার আলি।

    কি কারণে বরখাস্ত করা হয়েছে? সে বিষয়ে বাগপত পুলিশের জনসংযোগ অফিসার মনোজ সিং বলছেন, পুলিশ বিভাগের নিয়ম, দাড়ি রাখার অনুমতি শুধুমাত্র শিখরাই পান, বাকিদের দাড়ি রাখার কোনো নিয়ম নেই। কেউ যদি রাখতে চায় তাহলে বিভাগীয় অনুমতি নিতে হয়। ইন্তেজারকে নোটিস পাঠিয়ে অনুমতি নিতে বলা হয়েছিল। কিন্তু তিনি তা করেননি। তারপরই বাগপত থানার সুপার অভিষেক সিং বুধবার তার সাসপেনশনের আদেশ দেন।

    এদিকে বরখাস্তকৃত পুলিশকর্মী ইন্তেজারের দাবি, তিনি গত ডিসেম্বর থেকে অনুমতি চেয়ে আসলেও তাকে অনুমতি দেয়া হয়নি।

    উক্ত ঘটনাটিকে ধর্মাচরণের অধিকার লঙ্ঘন বলে দাবি করেন অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি মৌলানা জুলফিকার। কেন ওই পুলিশকর্মীকে অনুমতি দেয়া হয়নি,সেই প্রশ্ন তোলেন বিরোধী সমাজবাদী পার্টির নেতা সুশীর পাওয়ার।

  • আফগানিস্তানে মাদ্রাসায় বিমান হামলায় ইমাম ও শিশুসহ নিহত ১২

    আফগানিস্তানে মাদ্রাসায় বিমান হামলায় ইমাম ও শিশুসহ নিহত ১২

    আন্তর্জাতিক খবর

    মুহাম্মদ রাকিব, বিশেষ প্রতিনিধি

    আফগানিস্তানের একটি মাদ্রাসায় বিমান হামলায় শিশুসহ ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১১ জন মাদ্রাসাটির শিক্ষার্থী এবং একজন মসজিদের ইমাম।

    বিবিসি এক প্রতিবেদনে জানায়, উত্তর আফগান প্রদেশ তাকারের রাজধানী তালুকান শহরের কাছেই হাজারা কুরলুক গ্রামের একটি মাদ্রাসায় এই হামলার ঘটনা ঘটে। তবে আফগান সরকারের দাবি, ওই বিমান হামলায় ১২ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছে।

    উত্তর আফগান প্রদেশ তাকারে তালেবান হামলায় ৩০ জনের বেশি আফগান নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হওয়ার পর এ বিমান হামলা চালানো হয়।

    স্থানীয় কর্মকর্তারা জানান, মাদ্রাসার সঙ্গে সংযুক্ত মসজিদে ওই বিমান হামলা চালানো হয়। তখন নামাজের সময় ছিল।নামাজের সময় ইমাম ও শিশুরা মসজিদটিতে ছিল। এ হামলায় আরো ১৪ জন আহত হয়েছে।

    আহতদের যেখানে চিকিৎসা করা হচ্ছে সেই হাসপাতালের চিকিৎসকরা জানান, হতাহতদের বেশির ভাগই শিশু। তবে মাদ্রাসায় হামলা এবং শিশু হতাহতের খবর ভিত্তিহীন বলে দাবি করেছে আফগান সরকার। যদিও বেসামরিক নাগরিক হত্যার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

    আফগানিস্তানে শান্তিচুক্তি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার ও তালেবানদের মধ্যে আলোচনা চলাকালীন সময়ে গত কয়েক সপ্তাহে আফগান সরকার ও ইসলামি সশস্ত্র গোষ্ঠীটির মধ্যে কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। এতে নিরাপত্তা বাহিনীর বহু সদস্য ও বেসামরিক লোক নিহত হয়েছে।

  • আওয়ামী লীগের প্রার্থীই নগরের উন্নয়ন করবে= আ জ ম নাছির উদ্দীন

    আওয়ামী লীগের প্রার্থীই নগরের উন্নয়ন করবে= আ জ ম নাছির উদ্দীন

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

    চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম রেজাউল করিম চৌধুরীকে মনোনয়ন প্রদান করা হয়েছে। দল মনোনীত প্রার্থীকে বিজয়ী করার জন্য আমাদের প্রত্যেক নেতাকর্মীকে সর্বশক্তি দিয়ে মাঠে নামতে হবে। চট্টগ্রাম নগরীর উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিজয়ের বিকল্প কিছু নেই। মনে রাখতে হবে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেয়র নির্বাচিত হলে নগরের উন্নয়ন অগ্রগতি হবে। এ নির্বাচনে অন্য কেউ নির্বাচিত হলে চট্টগ্রামের কোন উন্নয়ন হবে না। নগরের ৭০ লাখ মানুষের প্রতিনিধি নির্বাচনে তাই আমাদেরকে স্ব স্ব অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। রেজাউল করিম চৌধুরী দলের প্রার্থী, নৌকার প্রার্থী। নৌকাকে সামনে নিয়েই নির্বাচনী চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।

    গতকাল বৃহস্পতিবার(২২ অক্টোবর ২০২০) চকবাজার ওয়ার্ড আওয়ামী লীগের আওতাধীন কাপাসগোলা (এ) ইউনিট,জয়নগর (বি) ইউনিট ও চন্দনপুরা (সি) ইউনিট আওয়ামীলীগের কার্যকরী কমিটির পৃথক পৃথক সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি একথা বলেন।

    পৃথক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। বক্তব্য দেন মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা শফর আলী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরী, ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক মোহাম্মদ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক আবু তাহের,যুব ও ক্রীড়া সম্পাদক দিদারুল ইসলাম চৌধুরী,উপপ্রচার সম্পাদক শহীদুল ইসলাম,কার্য নির্বাহি সদস্য বেলাল আহমদ, চকবাজার থানা আওয়ামী লীগ সভাপতি শাহাবুদ্দিন আহমেদ,সাধারণ সম্পাদক আনসারুল হক, চকবাজার ওয়ার্ড আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি আমিরুল ইসলাম রঞ্জু, সাধারণ সম্পাদক মোজাহেরুল ইসলাম চৌধুরী, এ ইউনিট সভাপতি মনজুরুল আলম মান্নান,সাধারণ সম্পাদক হাজী সেলিম,বি ইউনিট সভাপতি মুজিবুর রহমান,সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন, সি ইউনিট সভাপতি আবুল মাসুদ,সাধারণ সম্পাদক রহমত উল্লাহ স্বপন প্রমুখ বক্তব্য রাখেন।