Blog

  • উখিয়ায় র‌্যাবের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক

    উখিয়ায় র‌্যাবের অভিযানে ১০ হাজার ইয়াবাসহ যুবক আটক

    মুহাম্মদ শহিদুল্লাহ, বিশেষ রিপোর্টার

     

    উখিয়ার কুতুপালং বাজারস্থ ফেমাস চৌধুরী ফিলিং স্টেশন এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড একশ্যান ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)।

    রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

    আটককৃত যুবক হলো- উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের হাজির পাড়া এলাকার কবির আহমেদের ছেলে মোঃ বেলাল (২৫)

    কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কুতুপালং ফেমাস ফিলিং স্টেশনের সামনে কতিপয় মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করলে মাদক ব্যবসায়ীরা র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আটক হয়। পরবর্তীতে আটককৃত মাদক ব্যবসায়ীর শপিং ব্যাগ তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৫০ লক্ষ টাকা।

    আটককৃত আসামির উদ্ধারকৃত ইয়াবা ও মালামালের পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিয়ে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

  • হাটহাজারী মাদরাসা ও হাইয়াতুল উল ইয়ার পরিক্ষার হল পরিদর্শন করেছেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি

    হাটহাজারী মাদরাসা ও হাইয়াতুল উল ইয়ার পরিক্ষার হল পরিদর্শন করেছেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

    হাটহাজারী মাদরাসা ও হাইয়াতলু উল ইয়ার পরিক্ষার হল পরিদর্শন করেছেন স্থানীয় সাংসদ জনাব ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এম.পি. মহোদয়

    এ সময় তিনি হাইয়াতুল উলয়ার কেন্দ্রীয় পরীক্ষার হল পরিদর্শন করেন এবং জামিয়ার শিক্ষাপরিচালক ও শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী হাফিজাহুল্লাহুর সৌজন্য সাক্ষাত করেন।

    মাননীয় এমপি মহোদয় মাদরাসার শান্তিপূর্ণ পরিবেশ,স্বাস্থ্য সচেতনতা বজায় রেখে ছাত্রদের পরীক্ষা দেওয়া ইত্যাদি দেখে সন্তোষ প্রকাশ করেন।

    এসময় মজলিসে এদারীর সদস্য আল্লামা মুফতী আব্দুস সালাম চাটগামী হাফিজাহুল্লাহু,আল্লামা ইয়াহইয়া দা.বা. সহ আসাতেযায়ে কেরাম ও হাইয়াতুল উলয়ার পরীক্ষকগণ সহ হাটহাজারী উপজেলার সাবেক সফল ভাইস চেয়ারম্যান মাওলানা নাসির উদ্দীন মুনির সাহেব প্রমূখ উপস্থিত ছিলেন।

  • উখিয়ায় গরু চুরির অভিযোগে যুবককে বেঁধে রাতভর নির্যাতন

    উখিয়ায় গরু চুরির অভিযোগে যুবককে বেঁধে রাতভর নির্যাতন

    মুহাম্মদ শহিদুল্লাহ, রিপোর্টার 

     

    উখিয়ায় গরু চুরির অপবাদে ছৈয়দ আহমদ (১৭) নামের এক যুবককে বেঁধে রাতভর অমানুষিক নির্যাতন চালানোর অভিযোগ ওঠেছে। গলায় ঝুলানো হয়েছে জুতোর মালা! শুধু তাতে শেষ নয়, কোদাল দিয়ে তার মাথার চুলও উপড়ে ফেলা হয়েছে। অমানবিক দৃশ্যটি উপভোগ করেছে নির্যাতনকারীসহ বেশ কিছু লোক।

    শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং পশ্চিম সোনার পাড়া মোনাফ মার্কেট এলাকায় এ ঘটনাটি ঘটে। আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ঘটনাস্থল থেকে ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ভিকটিম ছৈয়দ আহমদ পশ্চিম সোনার পাড়া এলাকার জাকির হোসেনের ছেলে। ঘটনায় জড়িত কেউ আটক হয়নি। একই এলাকার শামসুল আলমের ছেলে জালাল উদ্দিন (৩৫) এ ঘটনাটি ঘটিয়েছে বলে এলাকাবাসী জানিয়েছে। জালাল উদ্দিন মানবপাচারসহ বহু মামলার আসামি।

    ঘটনার প্রসঙ্গে জালিয়া পালং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার রফিকুল্লাহ জানিয়েছেন, ছৈয়দ আহমদ একজন ক্ষুদ্র দোকানদার। মুহাম্মদ নামের এক ব্যক্তির গরুর চুরির অভিযোগে তাকে বাজার থেকে ধরে নিয়ে বেঁধে রাখে। খবর পেয়ে তিনি নিজেই গিয়ে বিস্তারিত খোঁজ নেন। স্থানীয় পুলিশ কর্মকর্তাকে বিষয়টি তাৎক্ষণিক মৌখিক অবগত করেন।

    তিনি জানান, যে গরুটি চুরির অভিযোগ করা হয় সে গরুটি মুহাম্মদের বাড়িতেই ছিল। তবু অপরাধী হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে জানিয়ে মারধর না করতে অনুরোধ করেন মেম্বার রফিকুল্লাহ। তা মানে নি। গরুর মালিক মুহাম্মদের ডাকে পাশের বাড়ির বাসিন্দা জালাল উদ্দিন সেখানে গিয়ে উল্টো বিতর্ক করে বসে। তার সঙ্গে যোগ দেয় আরও কয়েকজন। বাকবিতণ্ডার পর বাড়িতে চলে যান মেম্বার।

    শনিবার সকালে খবর পান, কোদাল দিয়ে ছৈয়দের মাথা মুড়িয়ে দেয়া হয়েছে। রাতভর মারধরসহ অমানুষিক নির্যাতন করেছে। এমন একটি ভিডিও হাতে পান তিনি। এরপর মেম্বার রফিকুল্লাহ গ্রাম পুলিশ (চৌকিদার) জাহাঙ্গীর, আবু সিদ্দিককে সাথে নিয়ে মুহাম্মদের বাড়ি থেকে ছৈয়দ আহমদকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনাটি তিনি থানার ওসিকে জানিয়েছেন। অভিযুক্ত জালাল উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

    তিনি জানান, এলাকায় যাতে আর কোন সময় গরু চুরির মতো ঘটনা না ঘটে, পুরো এলাকাবাসীকে শিক্ষা দেওয়ার জন্য এটি করা হয়েছে। তাতে অন্য কোন উদ্দেশ্য নাই।

    এ বিষয়ে উখিয়া থানার ওসি মর্জিনা আকতার মর্জুকে ফোন দিলে থানার অপারেটর মুঠোফোন রিসিভ করেন। নতুন কর্মকর্তাকে দায়িত্ব বুঝিয়ে দিবেন, তাই কাজের ব্যস্ততার জন্য কথা বলতে পারেননি ওসি।

  • ১৮ হাজার ইয়াবাসহ প্রেমিক প্রেমিকা আটক= উখিয়া ভয়েস২৪ডটকম

    ১৮ হাজার ইয়াবাসহ প্রেমিক প্রেমিকা আটক= উখিয়া ভয়েস২৪ডটকম

    মুহাম্মদ শহিদুল্লাহ, রিপোর্টার  

     

    কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন প্রেমিক-প্রেমিকা। ফেরার পথে কৌশলে বালিশ ও তোষকের ভেতরে করে ইয়াবা নিয়ে আসছিল।

    শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে পটিয়া থানার নতুন বাইপাস সড়কে থেকে তাদের আটক করা হয়। পরে তাদের দেখানো মতে বালিশ ও তোষক থেকে ১৮ হাজার ৫৪০ পিস ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

    আটক যুগলদ্বয় হল- চাঁদপুর জেলার চাঁদপুর থানার নিজ গাছতলা গ্রামের মো. ইমাম হোসেনের মেয়ে সুমা আকতার (২০) ও বরগুনা জেলার বেতাগী থানার মদ্দন গ্রামের মো. আনিসুর রহমানের ছেলে মো. ইসমাইল হোসেন সজীব (২১)।

    র‌্যাব-৭ এর সহকারি পরিচালক ও সিনিয়র এএসপি (মিডিয়া) মাশকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুমা ও সজীবকে আটক করা হয়। এসময় তাদের সাথে থাকা তোষক, বালিশ ও ট্রলি ব্যাগে তল্লাশি চালিয়ে কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ১৮ হাজার ৫৪০ পিস ইয়াবা জব্দ করা হয়।

    জিজ্ঞাসাবাদে তারা জানায় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। এর আগেও কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে পাচারের করে আসছিল।

    তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

  • বাঁশখালীতে আল্লামা আহমদ শফী রহ.এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    বাঁশখালীতে আল্লামা আহমদ শফী রহ.এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

    ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার আওতাধীন বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে সদ্য প্রয়াত আমীরে হেফাজত শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার ( ২৫ শে সেপ্টেম্বর) বিকাল ০৩টায় আইএবি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঁশখালী উপজেলা শাখার সভাপতি মাওলানা আতাউল্লাহ ইসলামাবাদীর সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মাওলানা জসিমউদদীন মিজবাহ’র পরিচালনায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সভাপতি সাংবাদিক শফকত হোসাইন চাটগামী, বিশেষ অতিথি আবুল আয়াজ চৌধুরী আহবায়ক ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা, বিশেষ অতিথি আলহাজ্ব এইচ এম রুহুল্লাহ সদস্য সচিব ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা, মাওলানা মোজাম্মেলুল হক ছদর বাংলাদেশ মুজাহিদ কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলা, মুফতি নুরুল আমিন ছদর বাংলাদেশ মুজাহিদ কমিটি বাঁশখালী উপজেলা শাখা,
    মাওলানা জয়নাল আবেদীন ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলা, মাওলানা আবুল কালাম ছানুবী, মুফতি ওবায়দুল্লাহ,মাওলানা আইয়ুব পুকুরিয়াবী, মাওলানা আবু তৈয়ব চাম্বল,আলমগীর ইসলামাবাদী শেখেরখীল, মাওলানা আমির হোসাইন নাছিরী,মাওলানা মোজাম্মেল ছানুবী,এস এম ফয়জুল্লাহ,নুর আহমেদ সিদ্দিকী, মাওলানা আবু হানিফ চাম্বলীসহ আরো বহু জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    আলোচনা সভায় বক্তাগণ বলেন, আল্লামা শাহ আহমদ শফী রহ. তাঁর বর্ণাঢ্য জীবনে ইসলাম, দেশ ও জাতীর বহুমুখী খেদমত আঞ্জাম দিয়েছেন। বিশ্বনবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষায় শাহবাগী নাস্তিক ব্লগারদের বিরুদ্ধে ঐতিহাসিক হেফাজত আন্দোলনে তাঁর বলিষ্ঠ নেতৃত্ব ও ভূমিকা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লিখা থাকবে।

    বক্তাগণ আরো বলেন,শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. আমাদের ওলামায়ে দেওবন্দের পৃষ্ঠপোষক ছিলেন।
    আমাদের সংগঠনের দ্বীনি ও সেবামূলক কাজে তিনি আমাদের সদা উৎসাহ অনুপ্রেরণা যোগাতেন।পরামর্শ দিতেন।তাঁর ইন্তেকালে আমরা একজন যোগ্য অভিভাবক হারালাম। তাঁর শূণ্যস্থান কভু পূরণ হবার নয়।

    বক্তাগণ বলেন,আল্লামা শাহ আহমদ শফী রহ. অত্যন্ত দক্ষতা ও বিচক্ষণতার সাথে দীর্ঘদিন হাটহাজারী মাদরাসার মহাপরিচালকের গুরু দায়িত্ব আঞ্জাম দিয়েছেন। তাঁর এহতামামীর সময়ে সাত তলা বিশিষ্ট দৃষ্টি নন্দিত বায়তুল করীম জামে মসজিদ, বিশাল শিক্ষা ভবন,আহমদ মঞ্জিল সহ একাডেমিক বহু উন্নয়নমূলক কাজ করে গেছেন। মাদরাসার শিক্ষা সংস্কারেও তিনি বহু কাজ করে গেছেন। আল্লামা শাহ আহমদ শফী সাহেব রহ. তিনি তাঁর কাজে চিরস্মরণীয় হয়ে থাকবেন। বিশেষ করে শায়খুল ইসলাম রহ. দলমত নির্বিশেষে সকলকে এক পতাকা তলে এনে যেভাবে দ্বীনের বহুমুখী কাজ করে গেছেন ইতিহাসে তার দৃষ্টান্ত বিরল।

    আল্লামা শাহ আহমদ শফী রহ. এর চিন্তা চেতনা ও আদর্শ বুকে ধারণ করে ইসলাম, মুসলমানের কল্যাণে, সকল বাতিল ও ইসলাম বিরোধী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সামনের জীবনে পথ চলতে হবে।

    আলোচনা সভা ও দোয়া মাহফিল এ মোনাজাত পরিচালনা করেন মুফতি নুরুল আমিন সাহেব ছদর বাংলাদেশ মুজাহিদ কমিটি বাঁশখালী উপজেলা শাখা।

    বার্তা প্রেরকঃ
    মাওলানা আজিজুর রহমান
    প্রচার সম্পাদক
    ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঁশখালী উপজেলা।

  • উখিয়া থানার নতুন ওসি আহম্মদ সঞ্জুর মোরশেদ= উখিয়া ভয়েস24ডটকম

    উখিয়া থানার নতুন ওসি আহম্মদ সঞ্জুর মোরশেদ= উখিয়া ভয়েস24ডটকম

    মুহাম্মদ শহিদুল্লাহ, রিপোর্টার

     

    উখিয়া থানার বদলীকৃত ওসি মর্জিনা আকতার মর্জু,র স্থলাভিষিক্ত হচ্ছেন সুনামগঞ্জ থেকে আসা ওসি আহমেদ সঞ্জুর মোরশেদ।

    তিনি উখিয়া থানার নবাগত ওসি হিসেবে যোগদান করছেন।

    ককক্সবাজার জেলা পুলিশ মোঃ হাসানুজ্জামান ২৫ সেপ্টেম্বর উখিয়া থানার ওসি হিসেবে আহমেদ সঞ্জুর মোরশেদকে নিয়োগ প্রদান করে আদেশ দেন। এর আগে তিনি সিলেটের ছাতক থানায় ওসি হিসেবে দায়িত্বে ছিলেন।

    উল্লেখ্য, আহম্মদ সঞ্জুর মোরশেদ ২০১৪ সনে সুনামগঞ্জ জেলার ছাতক থানায় উপ-পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ছাতক থেকে ওসি (তদন্ত) হিসেবে দায়িত্ব নিয়ে যোগদান করেছিলেন সুনামগঞ্জ সদর মডেল থানায়। অত্যন্ত চৌকস পুলিশ কর্মকর্তা হিসেবে সুনামগঞ্জ সদরবাসীর তিনি জনপ্রিয় হয়ে উঠেন। এরপর তাকে প্রথম বারের মতো (ওসি) হিসেবে সুনামগঞ্জের শাল্লা থানায় বদলী করা হয়। সেখানে মাত্র ২ মাস ১০ দিন দায়িত্ব পালন করেন। তিনি শাল্লায় যোগদানের পর চুরি, ডাকাতি ও ছিনতাইসহ অপরাধ দমনে বলিষ্ট ভুমিকা পালন করেন। সমাজের অপরাধে জড়িতদের সু-পরামর্শ দিয়ে অন্যায় পেশা থেকে বিরত রাখার চেষ্টা করেন। পাশাপাশি তাদের সন্তানদের লেখা পড়ার জন্য তিনি বই খাতা ও কলম তুলে দিয়েছিলেন।

    সুনামগঞ্জের শাল্লা থানায় থাকা ওসি মোরশেদের সুকৌশলী ভমিকায় বিভিন্ন ইউনিয়নের একাধিক মামলার আসামীরা তার কাছে আত্মসমর্পন করেছিল। ওসি মোরশেদের প্রসংশনীয় ভুমিকায় মুগ্ধ ছিলো পুলিশ ডিপার্টমেন্ট। ছাতকে ওসি হিসেবে যোগদানের পর তিনি এলাকায় অসামাজিক কার্যকলাপ, মাদক,জুয়া ও নৌপথে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানে ছিলেন।

  • করোনা জয় করলেন বিশ্বের সবচেয়ে মোটা মানুষ।।। উখিয়া ভয়েস২৪ডটকম

    করোনা জয় করলেন বিশ্বের সবচেয়ে মোটা মানুষ।।। উখিয়া ভয়েস২৪ডটকম

    মুহাম্মদ শহিদুল্লাহ, রিপোর্টার

     

    মেক্সিকোর জোয়ান পেড্রো ২০১৭ সালে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড বুকে স্থান করে নিয়েছেন তার দেহের ওজনের জন্য। ৩৪ বছরের এই যুবকে তখন ওজন ছিল ৫৯৫ কিলোগ্রাম। গালফ নিউজ জানিয়েছে, তিনি করোনাকেও জয় করেছেন তারই এই শরীরিক অবস্থার মধ্যেও।

    করোনায় তার রক্তচাপ, ডায়াবেটিস ও শ্বাসকষ্ট বেড়ে গিয়েছিল। কিন্তু চিকিৎসকের পরামর্শে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলায় এখন তিনি করোনামুক্ত। এছাড়া চিকিৎসকের পরামর্শে নিয়মিত ব্যায়াম করে ১০০ কেজিরও বেশি চর্বি কমিয়েছেন। বর্তমানে তার ওজন আগের তুলনায় এক-তৃতীয়াংশ, মাত্র ২০৮ কেজি। করোনায় তার মাথাব্যথা, সারা শরীরে প্রচণ্ড ব্যথা ও জ্বর আসত। ধীরে ধীরে তিনি করোনামুক্ত হয়েছেন। এত মোটা মানুষের করোনা জয়ের ঘটনা এটিই প্রথম।

  • রাঙ্গুনিয়ায় বৌদ্ধ ভান্তের বিরুদ্ধে আইসিটি এ্যাক্টে দুই মামলা

    রাঙ্গুনিয়ায় বৌদ্ধ ভান্তের বিরুদ্ধে আইসিটি এ্যাক্টে দুই মামলা

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

    প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা এরশাদ মাহমুদসহ সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও দায়িত্বশীল ব্যক্তিদের নিয়ে নানা বিভ্রান্তিমূলক ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের অভিযোগে বিতর্কিত বৌদ্ধ ভিক্ষু শরনাঙ্কর থের এর বিরুদ্ধে আইসিটি এ্যাক্টে দুটি মামলা হয়েছে।

    বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে টিটু বড়ুয়া নামের ক্ষুদ্ধ এক ব্যক্তি রাঙ্গুনিয়া থানায় একটি মামলা করেন। এর আগে বুধবার ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি ও সারা দেশের ৩০ হাজার মানুষ শরনাঙ্কর থের’কে খোদা মানেন এমন ভিডিও প্রচারের অভিযোগে মাওলানা হাকিম উদ্দিন নামের এক ব্যক্তি অপর মামলাটি দায়ের করেন। রাঙ্গুনিয়া থানার ওসি সাইফুল ইসলাম আইসিটি এ্যাক্ট ও দন্ড বিধির বিভিন্ন ধারায় মামলা দুটি রুজু করা হয়েছে বলে সত্যতা নিশ্চিত করেছেন।

    টিটু বড়ুয়ার দায়ের মামলার অভিযোগে বলা হয়, মুক্তিযোদ্ধের চেতনা বিরোধী কার্যক্রম তথা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে বিভিন্ন প্রচার ও প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে রাঙ্গুনিয়ার ফলাহারিয়া জ্ঞাণশরণ মহা অরণ্য বৌদ্ধ বিহারের ভিক্ষু শরণাঙ্কর থের। তিনি সর্বশেষ ২৪ মিনিটের ভিডিওতে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া, আওয়ামী লীগ নেতা এরশাদ মাহমুদসহ গোয়েন্দা সংস্থা, পুলিশের শীর্ষ কর্মকর্তা, বন বিভাগ ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন ব্যক্তি সম্পর্কে মানহানিকর তথ্য প্রচার ও প্রকাশ করে এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দাঙ্গা সৃষ্টির অপচেষ্ঠা চালাচ্ছেন।
    টিটু বড়ুয়া বলেন, শরনাঙ্কর থের ইতিমধ্যে শতাধিক একর বনের জায়গা দখল করেছেন। তার দখলের উম্মত্ততা থেকে বাদ যায়নি হিন্দুদের একযুগের পুরনো শ্মশান খোলা। শ্মশান থেকে ১২টি শবঘর উপড়ে ফেলে দিয়েছে।

    এদিকে উপজেলার পদুয়া ইউনিয়নের ফলাহারিয়া গ্রামের সনাতনী সম্প্রদায়ের দীর্ঘদিনের পুরাতন শ্মশান দখল ও ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা কেন্দ্রিয় পুজা উদযাপন পরিষদ।

    বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলা সদর ইছাখালীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়। এতে হিন্দু সম্প্রদায়ের লোকজন ও পূজা উদযাপন পরিষদের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
    উপজেলা কেন্দ্রিয় পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহসভাপতি শৈবাল চক্রবর্তীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সুপায়ন সুশীল, সমীর চক্রবর্তী, টিবলু নাথ, অনুজিৎ দে, শিবু চক্রবর্তী, প্রিয়তোষ কান্তি দে, সুবেল দেব, মানিক কান্তি দাশ, হৃদয় দাশ, পরিমল দাশ, শিপন সাহা, সুমন দে, অভি দাশ, সুকান্ত দাশ, রামপ্রদ দাশ, পুলক দত্ত, বিজয় নন্দী, রুবেল দত্ত, শয়ন দত্ত, উষ্ণা দাশ, সমীরণ দত্ত, সমীর মহাজন, নয়ন মহাজন, উজ্জ্বল দে, রুবেল দে, রাজু দে প্রমুখ।

    বক্তারা বলেন, পদুয়া ইউনিয়নের ফলাহারিয়ায় বিতর্কিত বৌদ্ধ ভিক্ষু শরনাঙ্কর থের এর ইন্ধনে হিন্দু সম্প্রদায়ের একমাত্র শ্মশান দখল ও ভাংচুর করা হয়েছে। এই ঘটনায় থানায় মামলা দায়ের হলেও এখনও গ্রেপ্তার হয়নি অভিযুক্তরা। বরং ফলাহারিয়ায় এখনও হিন্দু সম্প্রদায়ের জনসাধারণকে ক্রমাগত হুমকি-ধমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। মানববন্ধন থেকে শ্মশান দখল ও ভাংচুরের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানানো হয়। এছাড়া এই ঘটনার ইন্ধনদাতা শরনাঙ্কর ভান্তেকে রাঙ্গুনিয়ায় অবাঞ্চিত ঘোষণা করে তাকেও দ্রুত আইনের আওতায় আনার দাবী করা হয়। অন্যথায় আরও বৃহৎ আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

    এর আগে প্রতিবাদী হিন্দু সমাজের আয়োজনে একই দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হলে ঘটনাস্থল পরিদর্শনে এসেছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।

  • জলাবদ্ধতা নিরসনে সেনাবহিনীর কর্মকর্তাদের সাথে চসিক প্রশাসকের বৈঠক

    জলাবদ্ধতা নিরসনে সেনাবহিনীর কর্মকর্তাদের সাথে চসিক প্রশাসকের বৈঠক

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

    মেগা প্রকল্পের সুফল নগরীর দু:খ মোচন করবে-সুজন

    চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক আলহাজ্ব মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেছেন, চট্টগ্রাম নগরীর প্রধান সমস্যা জলাবদ্ধতা। এ সমস্যা নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ। তাই তিনি জলাবদ্ধতা নিরসনে সাড়ে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন এবং প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেয়া হয়েছে দেশপ্রেমিক সেনাবাহিনীকে। এতে জন আকাংখা প্রতিফলিত হয়েছে। সেনাবাহিনী এ প্রকল্প বাস্তবায়নে ইতোমধ্যে উদ্যোগী হয়েছে এবং এ প্রকল্পের ৪৯.৬৬ শতাংশ কাজের অগ্রগতি হওয়ায় এ বছর নগরীতে জলজট হয়নি। তবে জোয়ারের পানি নগরীর নিম্নাঞ্চল প্লাবিত হলেও ভাটায় সে পানি নেমে যায়। তিনি আজ বিকেলে দামপাড়াস্থ সেনাবাহিনীর ৩৪ এডিজি দপ্তরে প্রকল্প বাস্তবায়নে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তাদের সাথে এক বৈঠকে একথাগুলো বলেন। তিনি আরো বলেন, এ প্রকল্প বাস্তবায়নের পথে সেনাবাহিনী পর্যায়ক্রমে যে কাজগুলো করে যাচ্ছে, সেখানে কাজগুলো তড়িৎ সম্পূর্ণ হওয়ার এবং এ সমস্ত স্থানে যাতে কোন রকমের জনদুর্ভোগ সৃষ্টি না হয় এবং এই স্থানগুলোকে সৌন্দর্যবর্ধনের বিষয়টিকেও মাথায় রাখতে হবে। প্রশাসক দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনী কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়ে বলেন, মেগা প্রকল্পের সুফল নগরীর দু:খ মোচন করবে এ প্রকল্পের মোট বরাদ্দ থেকে মাত্র ৩০ শতাংশ ব্যয় হলেও সে তুলনায় প্রাপ্তি ও অর্জন যথেষ্ট দৃশ্যমান। তিনি এ প্রসঙ্গে আরো উল্লেখ করেন যে, চট্টগ্রাম নগরী পানি চলাচলের ক্ষেত্রে যে খালগুলো রয়েছে সেগুলোকে দখলমুক্ত করে পানি প্রবাহের বাধাহীন গতি নিশ্চিত করে জলাবদ্ধতা নিরসনে চলমান প্রকল্পটি বাস্তবায়িত হলে চট্টগ্রাম নগরীর উন্নয়ন সক্ষমতা গতিশীল হবে। তবে আরেকটি বিষয়ও মনে রাখতে হবে যে, চট্টগ্রাম নগরী থেকে যে পানিগুলো নেমে কর্ণফুলীতে পড়লে ঐ নদীর নাব্যতা না থাকায় ধারণ ক্ষমতা হ্রাস পেয়েছে এবং জোয়ারের সময় বিশাল এলাকা প্লাবিত হয়ে যায়। যে কারণে এটাকে আমরা জলাবদ্ধতা না বলে জলজট বলি। এই জলজট থেকে মুক্তির জন্য কর্ণফুলী নদীতে নিয়মিত ড্রেজিং একমাত্র উপায়। বৈঠকে চসিক প্রশাসককে অবগত করানো হয় যে, আগামী বছর জুন মাসের মধ্যে এই মেগা প্রকল্পটির বিশাল অংশ দৃশ্যমান হবে এবং এ প্রকল্পটি সম্পূর্ণ বাস্তবায়িত হলে জলবদ্ধতা নামক কোন সমস্যা বা আশংখা থাকবে না। বৈঠকে চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ বলেন, জলাবদ্ধতা স্থায়ী নিরসনের স্বপ্ন দেখেছেন সাবেক মেয়র মরহুম এ বি এম মহিউদ্দিন চৌধুরী। এ জন্য তিনি সামাজিক আন্দোলনও গড়ে তুলেছিলেন। তাই আজ চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসন হওয়ার স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান প্রকৌশলী লে. কর্ণেল সোহেল আহমেদ পিএসসি, প্রজেক্ট পরিচালক লে. কর্ণেল শাহ আলী, লে. কর্ণেল সরকার ইকবাল, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী শিহাব বিন শামস প্রমুখ।

  • বাঁশখালীতে আগামীকাল আল্লামা শফী রহ.এর কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল

    বাঁশখালীতে আগামীকাল আল্লামা শফী রহ.এর কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

     

    আগামী শুক্রবার ২৫ /০৯/২০২০ ইং বিকাল ০৩টা (আই,এ,বি, মিলনায়তন, (সৌদিয়া মার্কেট ৩য় তলা, জলদি পৌরসভা, বাঁশখালী, চট্টগ্রাম)
    ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে উপজেলা সভাপতি মাওলানা আতাউল্লাহ ইসলামাবাদীর সভাপতিত্বে শাইখুল ইসলাম আল্লামা শাহ্ আহমদ শফী রাহিমাহুল্লাহু এর মাগফিরাত কামনায় জীবন কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।

    এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
    সাংবাদিক মাওলানা শফকত হোসাইন চাটগামী
    সাবেক সভাপতিঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা।

    বিশেষ অতিথি
    এইচ এম রুহুল্লাহ
    সদস্য সচিবঃ
    ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলা।

    উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল এ ইসলামী আন্দোলন, মুজাহিদ কমিটি, যুব আন্দোলন, ছাত্র আন্দোলনসহ উপজেলা শাখার নেতৃবৃন্দ এবং ইউনিয়ন কমিটির সকল সদস্যদের যথা সময়ে উপস্থিত থাকার অনুরোধ করা যাচ্ছে।

    অনুষ্ঠান বাস্তবায় কমিটির পক্ষে
    মাওলানা জসিমউদদীন মিজবাহ
    সেক্রেটারী
    ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঁশখালী উপজেলা শাখা।

    বার্তা প্রেরক
    মাওলানা আজিজুর রহমান
    প্রচার সম্পাদক
    ইসলামী আন্দোলন বাংলাদেশ বাঁশখালী উপজেলা শাখা।