Blog

  • টেকনাফে ইয়াবার চালান খালাসের সময় গোলাগুলি ৫০হাজার ইয়াবা উদ্ধার

    টেকনাফে ইয়াবার চালান খালাসের সময় গোলাগুলি ৫০হাজার ইয়াবা উদ্ধার

    ডেস্ক রিপোর্ট 

    টেকনাফে নাফনদী পয়েন্ট দিয়ে মাদকের চালান খালাসের সময় বিজিবি জওয়ানেরা দুই রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করেছে এবং অভিযান চালিয়ে ৫০হাজার ইয়াবা উদ্ধার করেছে।
    ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ভোররাত ৪টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের টেকনাফ বিওপির বিশেষ টহলদল মাদকের চালান অনুপ্রবেশের সংবাদ পেয়ে সাবরাং আলুগোলার প্রজেক্ট এলাকায় অভিযানে যায়। কিছুক্ষণ পর উত্তর-পূর্ব পাশ দিয়ে দুই ব্যক্তি সাতাঁর কেটে একটি বস্তা নিয়ে জঙ্গলের দিকে প্রবেশ করতে দেখে চ্যালেঞ্জ করে। তখন বিজিবিকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে তখন বিজিবিও সরকারী সম্পদ এবং নিজের জান-মাল রক্ষার্থে পাল্টা ২ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। এতে মাদক পাচারকারীরা ভীত-সন্ত্রস্ত হয়ে একটি বস্তা বেড়িবাঁধের পাশে ফেলে গ্রামের ভেতরে পালিয়ে যায়। পরে টহল দল বস্তাটি উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে দেড় কোটি টাকা মূল্যমানের ৫০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
    এই ব্যাপারে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) জানান, জব্দকৃত ইয়াবা সমুহ পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি,গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে প্রকাশ্যে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।

  • হাটহাজারী মাদ্রাসায় দুই শিক্ষককে অব্যাহতি, চার জনকে পুনর্বহাল

    হাটহাজারী মাদ্রাসায় দুই শিক্ষককে অব্যাহতি, চার জনকে পুনর্বহাল

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

     

    চট্টগ্রামের আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসার (হাটহাজারী মাদ্রাসা নামে পরিচিত) দুই শিক্ষককে অব্যাহতি ও চারজনকে পুনর্বহাল করা হয়েছে। মঙ্গলবার রাতে মাদ্রাসা পরিচালনা কমিটি এই সিদ্ধান্ত নেয়। ছাত্রদের দাবি ছিল কয়েকজন শিক্ষকে অব্যাহতি ও কয়েকজনকে পুনর্বহাল করার।

    অব্যাহতি পাওয়া দুই শিক্ষক হলেন, মাওলানা মোহাম্মদ উসমান ও মাওলানা তকি উদ্দিন আজিজ। মাদ্রাসার প্রয়াত মহাপরিচালক শাহ আহমদ শফী থাকাকালীন ওই দুজনকে নিয়োগ দেওয়া হয়েছিল। পুনর্বহাল হওয়া চার শিক্ষক হলেন, আনোয়ার শাহ, মাওলানা সাঈদ আহমদ, মাওলানা মোহাম্মদ হাসান ও মাওলানা মনসুর। আহমদ শফী থাকাকালীন তাদের মাদ্রাসা থেকে অব্যাহতি দেওয়া হয়।

    বিষয়টি নিশ্চিত করেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য ও মাদ্রাসার জ্যেষ্ঠ শিক্ষক মাওলানা ইয়াহিয়া সাহেব বলেন, বিনা কারণে মাদ্রাসা থেকে অব্যাহতি দেওয়া দক্ষ চার শিক্ষককে ছাত্রদের দাবির পরিপ্রেক্ষিতে পুনর্বহাল করা হয়েছে। অবৈধভাবে নিয়োগ পাওয়া দুজনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

    ছয় দফা দাবিতে ছাত্রদের বিক্ষোভের মুখে গত বৃহস্পতিবার রাতে মহাপরিচালকের দায়িত্ব থেকে পদত্যাগ করেন আহমদ শফী। একই সঙ্গে তাঁর ছেলে আনাস মাদানীকে মাদ্রাসার শিক্ষকের পদ থেকে অব্যাহতি দেয় শুরা কমিটি। শুক্রবার বিকেলে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন আহমদ শফী। পরদিন শনিবার তার মরদেহ দাফনের পর মাদ্রাসা পরিচালনার জন্য তিন সদস্যের শুরা কমিটি গঠন করা হয়। এই তিন সদস্য হলেন মুফতি আবদুস সালাম, মাওলানা শেখ আহমদ ও মাওলানা ইয়াহিয়া। এ ছাড়া জুনায়েদ বাবুনগরীকে মাদ্রাসার প্রধান শায়খুল হাদিস ও নাজিমে তালিমাতের (শিক্ষা পরিচালক) দায়িত্ব দেওয়া হয়েছে। সহকারী শিক্ষা পরিচালক করা হয় মাওলানা মোহাম্মদ শুয়াইবকে।

    এর আগে গত ১৭ জুন আহমদ শফীর সভাপতিত্বে শুরা কমিটির বৈঠকে জুনায়েদ বাবুনগরীকে সহকারী পরিচালক থেকে অব্যাহতি দিয়ে শেখ আহমদকে স্থলাভিষিক্ত করা হয়।

  • হাটহাজারী মাদরাসা পরিচালনার দায়িত্বে ৩ প্রবীন শিক্ষক

    হাটহাজারী মাদরাসা পরিচালনার দায়িত্বে ৩ প্রবীন শিক্ষক

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

    হাটহাজারীর আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসা পরিচালনার জন্য তিনজনের একটি প্যানেলকে মুহতামিমের (পরিচালক) দায়িত্ব দেয়া হয়েছে। শনিবার রাতে মাদরাসাটির শূরা কমিটি এই সিদ্ধান্ত নেয়।

    তারা হলেন- মুফতী আবদুস সালাম চাটগামী, আল্লামা শেখ আহমদ, মাওলানা ইয়াহহিয়া। একইসঙ্গে হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীকে মাদরাসাটির প্রধান শায়খুল হাদিস ও নাজিমে তালিমাতের (শিক্ষা পরিচালক) দায়িত্ব দেয়া হয়েছে। সহকারী শিক্ষাপরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে মাওলানা হাফেজ শোয়াইবকে।

    শূরা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, এই তিনসদস্য বিশিষ্ট কমিটি মাদরাসার সকল কাজের সমস্যা সমাধান করবেন এবং সকলের সমান অধিকার থাকবে। কেউ এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না। মাদরাসায় ছাত্র আন্দোলনের নামে শিক্ষকদের কক্ষ ভাঙচুর ও লুটপাটের বিষয়ে আল্লামা শেখ আহমদ, আল্লামা জুনায়েদ বাবুনগরী, মাওলানা ওমর, মাওলানা ইয়াহিয়া মাহমুদ, মুফতি জসিম উদ্দিনকে নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয় বৈঠকে। এছাড়া আন্দোলন চলাকালীন শূরার বৈঠকে আনাস ও নূরুল ইসলাম জাদীদের বহিষ্কারসহ যেসব সিদ্ধান্ত হয়েছিল তাও বহাল রাখা হয়েছে।

    বৈঠকে উপস্থিত ছিলেন- আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী হাফি, আল্লামা নূরুল ইসলাম জিহাদী হাফি, আল্লামা নোমান ফয়েজী হাফি, মাওলানা সালাউদ্দীন নানূপুরী হাফি, মাওলানা সুহাইব সাহেব হাফি, মাওলানা ওমর ফারুক হাফিসহ জামিয়ার সিনিয়র শিক্ষকবৃন্দ।

    শূরা কমিটি এই করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে হাটহাজারী মাদরাসায় নিয়মতান্ত্রিক পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য মাদরাসা খুলে দিতে সরকারের প্রতি আহ্বান জানানোর সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ কারিগরি ও মাদরাসা শিক্ষা বোর্ড কর্তৃক আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসা বন্ধের ঘোষণা প্রত্যাহার করার অনুরোধ জানানো হবে।

  • হাটহাজারীতে লাখো বক্তদের উপস্থিতিতে আমিরে হেফাজত আল্লামা আহমদ শফী(রহ.)এর জানাজা সম্পন্ন

    হাটহাজারীতে লাখো বক্তদের উপস্থিতিতে আমিরে হেফাজত আল্লামা আহমদ শফী(রহ.)এর জানাজা সম্পন্ন

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

    চট্টগ্রামের হাটহাজারীতে লাখো বক্তদের উপস্থিতিতে আল্লামা আহমদ শফী (রহ.) এর জানাজা সম্পন্ন
    দেশের শীর্ষ কওমী আলেম ও হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফীর নামাজে জানাজা লাখো বক্তদের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে। আজ শনিবার ১৯ সেপ্টেম্বর ২০২০ ইং দুপুর ২টা ১৩ মিনিটের দিকে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন তার বড় ছেলে মাওলানা মোহাম্মদ ইউসুফ মাদানি।
    এর আগে দেশের শীর্ষ এই আলেমকে শেষ বিদায় জানাতে লাখো মানুষের ঢল নামে চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা অভিমুখে।

    শনিবার ভোর থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন লাখো ভক্ত-অনুসারীরা।
    জনতার ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয় প্রশাসনকে। তাই জানাজায় যোগ দিতে আসা জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে হাটহাজারী বাস স্টেশন থেকে যানবাহন চলাচল বন্ধ করে দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
    জানাজা উপলক্ষে এলাকাজুড়ে বাড়ানো হয় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা।

    নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব ও পুলিশ বাহিনীর সদস্যদের পাশাপাশি ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয় হাটহাজারী, পটিয়া, রাঙ্গুনিয়া ও ফটিকছড়িতে। এছাড়াও ৪ উপজেলায় দায়িত্ব পালন করেন ৭জন ম্যাজিস্ট্রেট।
    শনিবার সকাল ৯টার দিকে ঢাকা থেকে আল্লামা শফীর মরদেহ পৌঁছায় তার দীর্ঘদিনের কর্মস্থল হাটহাজারী মাদ্রাসায়। এরপর তার লাশ জনসাধারণের দেখার জন্য উম্মুক্ত করে দেওয়া হয়।
    শুক্রবার সন্ধ্যায় রাজধানীর গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশ বরেণ্য এই আলেম।
    শতবর্ষী আল্লামা আহমদ শফী দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত জটিলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছিলেন।

  • হাটহজারী মাদরাসার ছদরে মুহতামীমের ইন্তেকালে শোক প্রকাশ

    হাটহজারী মাদরাসার ছদরে মুহতামীমের ইন্তেকালে শোক প্রকাশ

    শোক বার্তা

     

    হাটহাজারী মাদরাসার ছদর
    মুহতামীম, বিখ্যাত আলেম ও বুজুর্গ হজরত আল্লামা শাহ আহমদ শফির ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি। তার জীবনের ভালো কাজ সমূহ কবুল আর মান্জুর কামনা করে তার গুনাহ সমূহ মহান রব্বুল আলামীনের শাহী দরবারে ক্ষমা চাচ্ছি।

    তদুপরি মরহুমের শোক সন্তপ্ত পরিবার, সাগরিদ এবং ভক্তবৃন্দের সাথে সমবেদনা জ্ঞাপন করে ২০১৩ সালে হজরতের নেতৃত্বে নাস্তিক
    মুরতাদ,মুশরিকদের বিরুদ্ধে শতাব্দীকালের ৬ এপ্রিল ঐতিহাসিক ‘লংমার্চ’ এবং ৫ মে ‘ঢাকা অবরোধে’র কারণে বাংলার জমীন থেকে নাস্তিকদের অপতৎপরতা
    সিংহভাগ হ্রাস পাওয়ায় তার প্রতি অপরিসীম শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করছি; তার উল্লেখিত অবদান যা জাতীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। সাথে সাথে মরহুমের বিদেহী রুহের আত্মার মাগফিরাত কামনা করছি।

    শোকবার্তা প্রেরক
    আলমগীর ইসলামাবাদী
    যুগ্ম সম্পাদক
    বাংলাদেশ মুজাহিদ কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলা।

  • শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফীর ইন্তেকালে আল্লামা বাবুনগরীর গভীর শোক

    শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফীর ইন্তেকালে আল্লামা বাবুনগরীর গভীর শোক

    আল্লামা বাবুনগরীরশোক বার্তা

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

     

    হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর ও দারুল উলুম হাটহাজারীর দীর্ঘদিনের মোহতামীম শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন হাটহাজারী মাদরাসার স্বনামধন্য মুহাদ্দিস ও হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী।

    গতকাল ১৮ ই সেপ্টেম্বর শুক্রবার সন্ধায় সংবাদমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় আল্লামা বাবুনগরী বলেন- আল্লামা শাহ আহমদ শফী সাহেব হুজুর আমার উস্তাদ ও মুরুব্বি ছিলেন। হুজুরের ইন্তেকালে আমি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।

    আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন- আল্লামা আহমদ শফী সাহেব হুজুর তাঁর হায়াতে যে সকল দ্বীনি খিদমাত আঞ্জাম দিয়েছেন তা সকলের নিকট স্মরণীয় হয়ে থাকবে।

    আল্লামা জুনায়েদ বাবুনগরী মরহুমের শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, মহান প্রভুর দরবারে আমি দুআ করি, আল্লাহ তাআলা তাঁর সকল দ্বীনি খেদমতকে কবুল করুন এবং ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন, আমিন।

  • আল্লামা শাহ্ আহমদ শফী’র ইন্তেকালে বায়তুশ শরফের পীর সাহেব আল্লামা আবদুল হাই নদভী’র গভীর শোক প্রকাশ

    আল্লামা শাহ্ আহমদ শফী’র ইন্তেকালে বায়তুশ শরফের পীর সাহেব আল্লামা আবদুল হাই নদভী’র গভীর শোক প্রকাশ

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

     

    শোক বার্তা

     

    হাটহাজারী আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম মাদ্রাসা (হাটহাজারী মাদ্রাসা) এর মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী’র ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে এক বিবৃতি প্রদান করেছেন বায়তুশ শরফের পীর সাহেব আল্লামা মোহাম্মদ আবদুল হাই নদভী (মু.জি.আ)।
    বিবৃতিতে পীর সাহেব বলেন, প্রতিথযশা বরেন্য আলেমদ্বীন আল্লামা শাহ আহমদ শফী (রাহঃ) কোরআন-হাদিসের শিক্ষা বিস্তার এবং দ্বীনের খেদমতে সারা জীবন ত্যাগ করেছেন। তিনি ছিলেন অত্যন্ত দূরদৃষ্টিসম্পন্ন একজন বিদগ্ধ আলেমেদ্বীন। দেশ-বিদেশ রয়েছে তাঁর বিশেষ সুনাম-খ্যাতি। প্রতিথযশা মুহাদ্দিস, মুফাসসির ও ফকিহ হিসেবে তাঁর পাণ্ডিত্যপূর্ণ, যৌক্তিকতায় ভরা পাঠদান ছিল শিক্ষার্থীদের কাছে অত্যন্ত প্রাণবন্ত। সুবক্তা, সুলেখকও ছাড়াও তিনি ছিলেন একজন দক্ষ সংগঠক। তাঁর সুযোগ্য নেতৃত্বেই কওমী সনদের সরকারী স্বীকৃতি আদায় ও সরকারী চাকুরীতে প্রবেশের অনুকূল পরিবেশ তৈরির মাধ্যমে কওমী শিক্ষার্থীদের সরকারের মূলস্রোতে অন্তর্ভূক্তির সুযোগ তৈরি হয়। পীর সাহেব বায়তুশ শরফ আরো বলেন, নাস্তিক ও কাদিয়ানীসহ ইসলাম বিদ্বেষী বিভিন্ন অপঃশক্তির অপতৎপরতা রোধে আল্লামা শাহ আহমদ শফী’র সংগ্রাম স্বর্ণাক্ষরে লিখা থাকবে। তিনি মহান রাব্বুল আ’লামিনের দরবারে মরহুমের মাগফিরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারকে ছবরে জামিল ধারনের তৌফিক কামনা করেন।

  • আল্লামা শাহ্ আহমদ শফির ইন্তেকালে উখিয়া ভয়েস ২৪ কন্ঠ ডটকম পরিবারের গভির শোক প্রকাশ

    আল্লামা শাহ্ আহমদ শফির ইন্তেকালে উখিয়া ভয়েস ২৪ কন্ঠ ডটকম পরিবারের গভির শোক প্রকাশ


    আমীরে হেফাজত আল্লামা আহমদ শফীর ইন্তেকালেউখিয়া ভয়েস২৪কন্ঠ ডটকম পরিবারের গভির শোক প্রকাশ

    শুক্রবার সন্ধ্যায় তিনি রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মাওলানা আলতাফ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

    এর আগে শুক্রবার বিকাল সাড়ে ৪টায় হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে ঢাকায় আনা হয়েছিল। এরপরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

    চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে থাকা আল্লামা শফীকে এয়ার অ্যাম্বুলেন্সে শুক্রবার সন্ধ্যার আগে ঢাকায় এনে আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়।সন্ধা ৬.২০ মিনিটের সময় ইন্তেকাল করেন।

    উল্লেখ্য, প্রায় শতবর্ষী আল্লামা আহমদ শফী দীর্ঘদিন যাবৎ তিনি বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছিলেন।

  • বাঁশখালী জলদী বাইঙ্গাপাড়া (বড়) মাদরাসার কি হবে?

    বাঁশখালী জলদী বাইঙ্গাপাড়া (বড়) মাদরাসার কি হবে?

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

    চট্টগ্রামের বাঁশখালী জলদী মখজনুল উলুম বাইঙ্গাপাড়া মাদরাসার মুহতামিম আল্লামা আহমদ শফি সাহেব হুজুর। যেখানে হুজুর নিজে চলতে অক্ষম সেখানে জলদী বাইঙ্গাপাড়া মাদরাসার কি হবে? নাকি হুজুরের নামের উপর চলবে সব অপকর্ম!
    হাটহাজারীর শুরা কর্তৃপক্ষের উচিত বাঁশখালীসহ আরো যে সকল মাদরাসায় হুজুরকে নামকাওয়াস্তে পরিচালক পদে রেখে সিন্ডিকেটের মাধ্যমে লুটপাট এবং অনিয়ম চলছে তার খবরা খবর নেয়া।

  • আল্লামা শপি সাহেবকে মুহতামিম থেকে অব্যাহতি দিয়ে ছদরে মুহতামিম নিযুক্ত

    আল্লামা শপি সাহেবকে মুহতামিম থেকে অব্যাহতি দিয়ে ছদরে মুহতামিম নিযুক্ত

     

    আলমগীর ইসলামাবাদী
    চট্টগ্রাম জেলা প্রতিনিধি

     

    গতকাল শূরার চুড়ান্ত সিদ্ধান্ত!

    হাটহাজারী মাদরাসায় আনাস মাদানীর সোচ্ছাচারিতা এবং নিরীহ ছাত্রদের ওপর জুলুমের বিরুদ্ধে সৃষ্ট প্রতিবাদের ফলে গত বুধবার এবং বৃহস্পতিবার দুদফা মজলিশে শূরার বৈঠক থেকে নিম্ন সিদ্ধান্ত সমূহ গ্রহণ করা হয়।

    ১. মাওলানা আহমদ শফি সাহেব কে মুহতামিমের পদ থেকে অব্যাহতি দিয়ে সদরে মুহতামিম নিযুক্ত।

    ২. হাটহাজারী মাদরাসার পরবর্তী মুহতামিম নিযুক্ত না হওয়া পর্যন্ত মজলিশে শূরা পরিচালনার জিম্মাদারি পালন করবে।

    ৩. শফিপুত্র মাওলানা আনাস কে হাটহাজারী মাদরাসা থেকে স্থায়ীভাবে বহিষ্কার।

    ৪. আনাসের চামচা হিসেবে স্বীকৃত ও রোহিঙ্গা নেতা হিসেবে পরিচিতি মাওলানা নুরুল ইসলামকে সব দায়িত্ব থেকে অব্যাহতি।

    ৫. কোন ছাত্রকে আন্দোলনের জন্য হয়রানি করা হবেনা মর্মে ঘোষণা।

    ৬. আনাস কর্তৃক ভর্তি বাতিল ছাত্রদের ভর্তির সুযোগ দেওয়া হবে।

    ১৭/৮/২০২০ ইংরেজী রোজ বৃহস্পতিবার উপস্থিত শুরা সদস্য এবং সিনিয়র উস্তাদদের সম্মিলিত সিদ্ধান্তে উপরোক্ত সিদ্ধান্ত গুলো গ্রহণ করা হয়।