Blog

  • চট্টগ্রামে ইউএনওদের নিরাপত্তায় ৪ জন করে আনসার সদস্য মোতায়েন।। উখিয়া ভয়েস ২৪ ডটকম

    নিরাপত্তা 

     

    আলমগীর ইসলামাবাদী
    (চট্টগ্রাম জেলা প্রতিনিধি)

    দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর হামলার পর সারা দেশে ইউএনওদের নিরাপত্তা জোরদার করেছে সরকার। এরই অংশ হিসেবে চট্টগ্রামের ১৫ ইউএনওর বাসভবন ও অফিসের নিরাপত্তায় সশস্ত্র আনসার মোতায়েন করা হয়েছে।

    একজন ইউএনওর নিরাপত্তায় চারজন করে আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। এর মধ্যে দু’জন সশস্ত্র। শনিবার (৫ সেপ্টেম্বর) পটিয়া ইউএনও ফয়সাল আহমেদের বাসভবনে গিয়ে দেখা যায়, ভেতরে ও বাইরে প্রহরায় রয়েছেন সশস্ত্র আনসার সদস্যরা।
    নিরাপত্তায় চারজন আনসার সদস্য পাওয়ার কথা স্বীকার করে হাটহাজারী ইউএনও মো. রুহুল আমিন বলেন, ‘গতকাল সন্ধ্যা থেকে বাসভবনের নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন আনসার সদস্যরা।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে দেয়া এক চিঠিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সার্বক্ষণিক শারীরিক ও বাসভবনের নিরাপত্তা দেয়ার লক্ষ্যে প্রয়োজনীয় সংখ্যক আনসার সদস্য মোতায়েনের নির্দেশনা দেয়া হয়।

    এ নির্দেশনার পর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চট্টগ্রাম জেলা কম্যান্ডেন্টের কার্যালয় থেকে জেলার ১৫ জন ইউএনওর নিরাপত্তায় ৬০ জন আনসার মোতায়েনের কথা জানানো হয়।
    চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামাল হোসেন বলেন, ‘জেলার ১৫ ইউএনওর নিরাপত্তায় ৬০ জন আনসার সদস্য দেয়া হয়েছে। প্রতি ইউএনওর নিরাপত্তায় চারজন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।

  • বাঁশখালীর এমপি মোস্তাফিজকে দল থেকে বহিষ্কার না করলে চট্টগ্রাম অচলের হুমকি।। উখিয়া ভয়েস ২৪ ডটকম

    বাঁশখালীর এমপি মোস্তাফিজকে দল থেকে বহিষ্কার না করলে চট্টগ্রাম অচলের হুমকি।। উখিয়া ভয়েস ২৪ ডটকম

    Ukhiya Voice24.Com 

     

    আলমগীর ইসলামাবাদী
    (চট্টগ্রাম জেলা প্রতিনিধি)

    বাঁশখালীর এমপি মোস্তাফিজকে দল থেকে বহিষ্কার না করলে চট্টগ্রাম অচলের হুমকি
    চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মুক্তিযোদ্ধা-মুক্তিযোদ্ধার সন্তান ও সাংবাদিকদের উপর নগ্ন হামলার ইন্ধনদাতা বাঁশখালীর এমপি মোস্তাফিজুর রহমানকে জাতির সামনে নিঃশর্ত ক্ষমাসহ সংসদ সদস্য পদ বাতিল ও বাংলাদেশ আওয়ামী লীগ থেকে বহিস্কার করতে হবে। শুধু তাই নয়, এমপির নির্দেশে মৌলভী সৈয়দ পরিবারের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে নিতে হবে। অন্যথায় বীর চট্টলার জনগণ রাজপথে দূর্বার আন্দোলন গড়ে তুলবে। আজ শনিবার সকাল ১০টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে মৌলভী সৈয়দ স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক এসব কথা বলেন।
    তিনি বলেন, আওয়ামী লীগের সাংসদ হয়ে মোস্তাফিজুর রহমান বাঁশখালীতে মুক্তিযুদ্ধ হয়নি এমন মন্তব্য করতে পারে না। স্বাধীনতা স্বপক্ষের দল ক্ষমতায় থাকায় অবস্থায় একজন সাংসদ মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে আমাদেরকে হতভাগ করেছে। তাই ইতিহাস বিকৃতকারীর বিরুদ্ধে দ্রুত শাস্তির ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। আগামীতে মৌলভী সৈয়দ স্মৃতি সংসদ মুক্তিযোদ্ধাদের সকল অনুষ্ঠানে সংহতি প্রকাশ করবে। মুক্তিযোদ্ধা পরিবারবর্গের চেয়ারম্যান জসিম উদ্দীন চৌধুরী বলেন, মোস্তাফিজ মুক্তিযুদ্ধ দেখে নাই। তিনি বীর বাঙালির বাঘের গর্জন শুনেন নাই। তাই তিনি প্রেসক্লাবের মত একটি জায়গায় মুক্তিযোদ্ধাদের উপর নগ্ন হামলা করেছে। আমি তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। অন্যথায় চট্টগ্রামসহ সারাদেশে মুক্তিযোদ্ধার সন্তানরা দূর্বার আন্দোলন গড়ে তুলবে।
    কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাসান মুনসুর বলেন, জীবনে যতদিন বেঁচে থাকবো, ততদিন আওয়ামী লীগের রাজনীতি করবো। ততদিন মুক্তিযুদ্ধের স্বপক্ষে কথা বলে যাবো। জাতীয় পার্টি থেকে এসে এমপি হয়ে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে পার পেয়ে যাবে তা হবে না। তার বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে শাস্তি নেওয়া না হলে চট্টলার মানুষ আন্দোলন কাকে বলে দেখিয়ে দেবে।
    সংগঠনের সভাপতি আকরাম হোসেন সবুজের সভাপতিত্বে সাধারন সম্পাদক শাখাওয়াত স্বপনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্যে রাখেন মহানগর সেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটির সদস্য দেবাশীষ নাথ দেবু, আবুল হোসেন আবু, মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, এড.জিন্নাত সোহানা, মহানগর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক গোলাম ছামদানী জনী, নগর সেচ্ছাসেবকলীগ নেতা এমকে আলম বাসেদ। প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আবদুল লতিফ, সাবেক সাংসদ ইসহাক মিয়ার কন্যা আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থী জাহিদা বেগম পপি, চকবাজার থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, মহানগর যুবলীগের আহবায়ক কমিটির সদস্য বেলায়েত হোসেন বেলাল, শাখাওয়াত হোসেন সাকু, কাজল প্রিয় বড়ুয়া, মো. সরওয়ার খান, আতিক উল্লাহ, নগর সেচ্ছাসেবক লীগের সদস্য সিরাজুল ইসলাম, মো. আলী চৌধুরী, জয়নুদ্দিন আহমেদ জয়, আরফাতুল মান্নান ঝিনুক, শহীদ মৌলভী সৈয়দ স্মৃতি সংসদের ওয়ার্ড সভাপতি ও সাধারণ সম্পাদকদের মধ্যে আবু তৈয়ব, মো. মহিউদ্দিন মেজবাহ উদ্দিন মাঈনু, ইঞ্জিনিয়ার তৈয়ব হোসেন রুবেল, জেবুন্নাহার, জহিরুল ইসলাম, জয় শংকর, সাইফুল করিম, মো. আফছার, দিদারুল আলম প্রধান, মহানগর ছ্ত্রালীগের সোহেল, রেজাউল করিম রিটন, ফাতেমা নাসরীন প্রিমা, সরওয়ার আলম টিটু, এমএ রুবেল, আবুল কালাম, রিফাতুল ইসলাম খোকন, সবুজ, কবির, মিঠু দাশ প্রমূখ

  • নারায়ণগঞ্জ মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী দা.বা.এর শোকপ্রকাশ

    নারায়ণগঞ্জ মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী দা.বা.এর শোকপ্রকাশ

    UkhiyaVoice24.Com

     

    আলমগীর ইসলামাবাদী
    (চট্টগ্রাম জেলা প্রতিনিধি)

    নারায়ণগঞ্জের বায়তুস সালাম জামে মসজিদে এসি বিস্ফোরণ হয়ে ইতোমধ্যে ১১ জন নিহত এবং প্রায় অর্ধ শতাধিক মুসল্লি গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সম্মানিত আমীর, হাটহাজারী আরবী বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য মহাপরিচালক, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী দা. বা.।

    শনিবার (৫ই সেপ্টেম্বর ২০২০) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে আল্লামা শাহ আহমদ শফী দা.বা. বলেন, হাদীসে বর্ণিত আছে “মহান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় স্থান হল মসজিদ”। মসজিদ দেশের মুসলিম জনগণের শ্রদ্ধা এবং ভালোবাসার স্থান, আল্লাহর প্রিয় মেহমান মুসল্লীরা মসজিদে ইবাদত করতে যান।
    নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণ হয়ে যে সমস্ত মুসল্লীয়ানে কেরাম নিহত এবং আহত হয়েছেন তাদের প্রতি গভীর শোক প্রকাশ করছি। সাথে সাথে সবার জন্য দোয়া করছি, আল্লাহ সকল নিহতদের জান্নাতের উচ্চ মকাম এবং সকল আহতদের খুব তাড়াতাড়ি সুস্থতা দান করুক।

    বিবৃতিতে আমীরে হেফাজত আরো বলেন, যদিও বাহ্যিকভাবে দেশের অনেক উন্নয়ন দেখা যাচ্ছে, তবে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এখনো উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না। দেশের মসজিদ-মাদরাসা এবং দ্বীনি মারকাজগুলোর উন্নয়নে সরকার ও দেশের সর্বস্তরের জনগণকে এগিয়ে আসতে হবে।

    তিনি সরকারের প্রতি ইঙ্গিত করে আরো বলেন, দেশের সকল ধর্মীয় প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে সরকারকে, কারণ প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানে সর্বস্তরের জনগণের সমাগম হয়ে থাকে। বিশেষ করে বৈদ্যুতিক এবং গ্যাস ব্যবস্থায় সরকারের কঠোর ভূমিকা থাকা প্রয়োজন।

    আল্লামা আহমদ শফী আরো বলেন, নারায়ণগঞ্জের এসি বিস্ফোরণের ঘটনায় আহত মুসল্লীদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই ঘটনায় যারা নিহত হয়েছেন সবাই শহিদের হুকুমে। আমি তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। সাথে সাথে উক্ত ঘটনায় আহত এবং নিহত সকলের পরিবারের প্রতি সহযোগিতায় এগিয়ে আসতে হেফাজতে ইসলাম বাংলাদেশের সর্বস্তরের নেতা-কর্মীদের প্রতি আহবান করছি।

    আমীরে হেফাজত দেশবাসীর প্রতি দোয়া চেয়ে বলেন, আল্লাহ সবাইকে হেফাজত করুক, আমার জন্য এবং সকল মাদারেসে কওমীয়্যার জন্য দোয়া করবেন।

  • সরাসরি আল্লাহর রহমত ছাড়া দায়িত্বের চাপ সহ্য করা সম্ভব না= পলাশ রহমান

    সরাসরি আল্লাহর রহমত ছাড়া দায়িত্বের চাপ সহ্য করা সম্ভব না= পলাশ রহমান

    আলমগীর ইসলামাবাদী (চট্টগ্রাম জেলা প্রতিনিধি)

    মুফতি সৈয়দ ফয়জুল করিম, বাংলাদেশ মুজাহিদ কমিটি এবং
    ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির।
    একজন টগবগে আলেম। বয়স এবং অভিজ্ঞতার তুলনায়
    তার খ্যাতি, যশ ছড়িয়ে পড়েছে অনেক বেশি। আর দায়িত্ব? সেতো পাহাড় সমান। আমি চিন্তাও করত পারি না,
    এতএত দায়িত্বের বোঝা মাথা নিয়ে তিনি আট
    দশজনের মতো স্বাভাবিক জীবন যাপন করেন
    কীভাবে!

    সাম্প্রতিক তার একটি বক্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি
    হয়েছে। চরমোনাইর সদ্যসমাপ্ত ফালগুনের
    মাহফিলে প্রদান করা তার একটি ওয়াজের খন্ডাংশ ছড়িয়ে
    পড়েছে সোস্যাল মিডিয়ায়। নিন্দুকরা বলার চেষ্টা
    করছে, তিনি একজন সাহাবির সমালোচনা করেছেন।
    তিনি মনের ভেতরে সাহাবিদের সম্পর্কে বিদ্বেষ
    পোষণ করেন।

    এ বিষয়ে সৈয়দ ফয়জুল করিম খুব দ্রুতো এক ভিডিও
    বার্তা দিয়ে নিজের অবস্থান পরিস্কার করেছেন। তার
    ওই ভিডিও বার্তা প্রকাশের পর আর কোনো ভুল
    বোঝাবুঝির অবকাশ নেই। তিনি বা তাঁর দল, প্রতিষ্ঠান
    নিয়ে নতুন কোনো বিতর্কের সুযোগ নেই।

    আমি জানি সৈয়দ ফয়জুল করিম প্রচন্ড ব্যাস্ত একজন
    মানুষ। নিজের সমাজ, সংসার, ব্যবসা তো আছেই।
    সাথে বাংলাদেশ মুজাহিদ কমিটি, ইসলামী আন্দোলনসহ
    আরো কতো কী। প্রতিদিন তাকে একাধিক মাহফিল
    অথবা রাজনৈতিক প্রোগ্রাম করতে হয়। কতো বড়বড়
    বোঝা মাথায় নিয়ে ঘুরতে হয় তা ভুক্তভুগি ছাড়া কারো
    পক্ষে অনুমান করা সম্ভব নয়।

    বিশেষ করে যখন চরমোনাইর মাহফিল হয়- এতবড়
    দায়িত্ব, এত মানুষের জিম্মাদারি মাথায় নিয়ে সব কিছু ঠিকঠাক
    পরিচালনা করা, বয়ান করা আমার কাছে কিছুটা অলৌকিকই
    মনে হয়। সরাসরি আল্লাহর রহমত ছাড়া এই চাপ সহ্য করা
    কোনো মানুষের পক্ষে সম্ভব বলে আমি মনে
    করি না। সুতরাং ভুল হওয়া তার বা তাদের পক্ষে অবাস্তব
    কোনো বিষয় নয়। তারাও সকল প্রকারের মানবিক
    ত্রুটিপূর্ণ মানুষ। পার্থক্য হলো তারা যতো সহজে
    মানবিক ত্রুটি দমন করতে পারেন,অন্যরা তা পারে না। এ
    কারনেই তারা বিশেষভাবে সম্মানিত।

     

    পলাশ রহমানঃ
    ইসলামী লেখক গবেষক,ইতালি প্রবাসী।

     

  • গণহারে বাড়ছে বিবাহ বিচ্ছেদ।।। উখিয়া ভয়েস ২৪ ডটকম

    গণহারে বাড়ছে বিবাহ বিচ্ছেদ।।। উখিয়া ভয়েস ২৪ ডটকম

     

    আলমগীর ইসলামাবাদী
    (চট্টগ্রাম জেলা প্রতিনিধি)

    দাম্পত্য জীবনে পারস্পরিক শ্রদ্ধাবোধ না থাকা, সহনশীলতার অভাব, মাদকের ব্যবহার এবং যৌতুকের দাবির মুখে চট্টগ্রামে বিবাহ বিচ্ছেদের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। বছরে দেড় হাজারের বেশি ডিভোর্স আবেদন নিষ্পত্তি হচ্ছে সিটি কর্পোরেশনের পারিবারিক আদালতে। আর প্রতি বছর আবেদন জমা পড়ছে সাড়ে তিন হাজারের বেশি। নানা জটিলতায় করোনাকালেও সেই হার আরও বেড়ে গেছে। বর্তমানে প্রতিদিন গড়ে ৫০ থেকে ৭০টি ডিভোর্স আবেদন জমা পড়ছে।

    চট্টগ্রাম আদালত ভবনের পারিবারিক আদালতের সামনের ভিড় ইঙ্গিত দেয় দাম্পত্য জীবনের কলহ কোন মাত্রায় পৌঁছেছে। প্রতিদিনই শুনানি শেষে অভিযোগের নিষ্পত্তি করে কূলিয়ে উঠতে পারছেন না বিচারকরা।
    সিটি কর্পোরেশনের তথ্য মতে, প্রতি বছরই ডিভোর্সের আবেদন অন্তত এক হাজার করে বাড়ছে। ২০১৬ সালে ৪ হাজার ১৮২টি আবেদনের বিপরীতে ১ হাজার ৪১৭টি নিষ্পত্তি হয়েছিল। আর চলতি বছরের প্রথম আট মাসে আবেদন জমা পড়েছে ৩ হাজার ৫৫৭টি।
    স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস বলেন, সহনশীলতা ও শ্রদ্ধাবোধ কমে গেছে। কিছু আধুনিকতা তো রয়েছে।

    বিয়েবিচ্ছেদ ঠেকানোর উপায়
    পারিবারিক বিরোধের পাশাপাশি ডিভোর্সের হার বাড়ার বেশকটি কারণ চিহ্নিত করেছেন আইনজীবীরা।অতিরিক্ত পি পি অ্যাডভোকেট খোরশেদুল আলম সিকদার বলেন, মামলার যে বিষয়গুলো সেগুলো বিরোধ বেড়ে যাওয়ায় বিচ্ছেদও হচ্ছে বেশি।
    মানবাধিকার কর্মী অ্যাডভোকেট জান্নাতুল নাইম বলেন, গত সপ্তাহে ৫টা ডিভোর্স নিয়ন্ত্রণ করেছি। আমি অনেক বুঝিয়ে পাঠিয়েছি, কারণ সন্তান রয়েছে।

    এদিকে করোনা সংক্রমণ ঠেকাতে গিয়ে লকডাউনের কারণে গৃহবিবাদ আরও বেড়েছে। বিচ্ছেদের হার বাড়তে থাকায় সমাজে ভারসাম্য নষ্ট হওয়ার শঙ্কা সমাজ বিজ্ঞানীদের।
    সমাজবিজ্ঞানী প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, আমরা ভাঙা পরিবারের কথা বলে থাকি। এতে কোনো শিশু হয় মায়ের ভালোবাসা, না হয় বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছে।
    দেনমোহর, যৌতুক এবং খোরপোষের মতো পারিবারিক বিরোধ নিষ্পত্তির জন্য চট্টগ্রাম আদালতে দুটি এবং বিচ্ছেদ সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য সিটি কর্পোরেশনে পৃথক দুটি আদালত রয়েছে।

  • উখিয়ার কোটবাজার অরিজিন হাসপাতালের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ?? UkhiyaVoice24.Com

    উখিয়ার কোটবাজার অরিজিন হাসপাতালের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ?? UkhiyaVoice24.Com

    উখিয়া ভয়েস ২৪ ডটকম

     

    সাইফুল ইসলাম, বিশেষ প্রতিনিধি।

     

    দক্ষিণ কক্সবাজারের একমাত্র সেবামূলক ২০ শয্যা বিশিষ্ট বেসরকারি প্রতিষ্ঠান অরিজিন হাসপাতাল ১১ সেপ্টেম্বর ২০১৫ সালে যাত্রা শুরু করে উখিয়ার প্রাণ কেন্দ্র, ব্যস্ততম শহর কোর্টবাজার তোফাইল মাতেমা শপিং কমপ্লেক্সের ২য় তলায়।

    প্রতিবছর বর্ষপূর্তি উপলক্ষে মানবিক দিক বিবেচনা করে অসহায়, গরিব, হতদরিদ্র, সু-চিকিৎসা বঞ্চিত মানুষের জন্য দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করে থাকে হাসপাতাল কর্তৃপক্ষ।
    এই ধারাবাহিকতায় আগামী ১১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ফ্রি রোগী দেখবেন অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ১০ ডাক্তার যথাক্রমে।

    ডা: রবিউর রহমান রবি , ডা:আদনান ওয়ালিদ,
    ডা: মেরাজ হোসেন চয়ন, ডা:এহসান উল্লাহ সিকদার, ডা: তৌহিদুজ্জামান, ডা: আরিফা মেহের রুমি, ডা:মাসুমা নাসরিন শিফা, ডা: ফারজানা সুলতানা, ডা: সাবরীনা মাহামুদ, ডা:ফারহানা রহমান। এই দিন সকল পরীক্ষা- নিরীক্ষায় ৩৫% ছাড় দেওয়া হবে। এই তথ্য নিশ্চিত করেন অরিজিন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউনুস।

    প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল করিম জানান, এই ফ্রি ক্যাম্পে দশ হাজারের অধিক রোগীকে বিনামূল্যে সেবা প্রদান করা হবে, এলাকার সম্মানিত ব্যক্তিদের সম্মাননা ক্রেস্ট প্রদান সহ মহামারি করোনা ভাইরাস থেকে পরিত্রাণ পাওয়ার জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হবে। সর্বোপরি সকল ধর্ম,বর্ণ ও বিভিন্ন শ্রেণীর মানুষকে সেবা নেওয়ার জন্য আহ্বান করেন।

    উল্লেখ্য, ৯ সেপ্টেম্বর থেকে ফ্রি ডাক্তার দেখানোর জন্য নিন্মোক্ত নাম্বারে সিরিয়াল নেওয়া হবে।

  • ইসলামি মাহাছ এর বিরুদ্ধে মিথ্যা অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

    ইসলামি মাহাছ এর বিরুদ্ধে মিথ্যা অভিযোগে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

    রোহিঙ্গা ডেস্কঃ

    ছবি দেওয়া আছে, আরছা গ্রুপের   

     

    কক্সবাজার জেলার উখিয়া টেকনাফ এলাকায় অবস্থিত রোহিঙ্গা রিফুজি ক্যাম্পে গত কয়একদিন ধরে যে সন্ত্রাসী হামলা গুলো হচ্ছে, সেই অত্যাচারি হামলার মুলহুতা হচ্ছে আরছার সন্ত্রাসী বাহিনীরা।

    ২০১৭সালে রোহিঙ্গারা রিফুজি হওয়ার পূর্বে দেশে থাকা অবস্থায় শুরু করে ক্যাম্পে রিফুজি হওয়ার পরেও।

    ২০১৬সালের অক্টোবর মাস থেকে শুরু করে এপর্যন্ত সাধারণ রোহিঙ্গাদের উপর যে নির্যাতন নিপীড়ন হচ্ছে বলারমত ভাষা নেই (বিশেষ করে ক্যাম্পে সাধারণ রোহিঙ্গাদের উপর যে নির্যাতন নিপীড়ন  হচ্ছে) সবগুলো আরছার সন্ত্রাসী বাহিনীরা করে যাচ্ছে বলে রোহিঙ্গাদের অভিযোগ।

    আরো বলেন, আরছার সন্ত্রাসী বাহিনীরা ক্যাম্পে সাধারণ রোহিঙ্গাদের উপর জুলুম নির্যাতন লাগাতার চালিয়ে যাওয়ার পরেও শেষ পর্যন্ত অভিযোগের বুঝাটা তুলে দিচ্ছে ইসলামি মাহাছ নামের একটি গ্রুপের উপরে,

    এব্যাপারে সাধারণ রোহিঙ্গারা বলেন, বাংলাদেশের রিফুজি ক্যাম্পে ইসলামি মাহাছ নামের কোন সদস্য আমরা দেখিনিই এবং চিনি না।

    তারা আরো বলেন, ২/৩ অনলাইন পত্রিকায় প্রকাশিত সংবাদের ইসলামি মাহাছ নামের গ্রুপের বিরুদ্ধে যে অভিযোগ প্রকাশিত হয়েছে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি।

    সঠিক তদন্তের মাধ্যমে অবিলম্বে আরছা সন্ত্রাসী হামলাকারীদের কে আইনের আওতায় এনে বিচার করা হউক।

  • বাঁশখালীর পৌরসভায় এমপির বিরুদ্ধে সকল ষড়যন্ত্র প্রতিহত করতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।। উখিয়া ভয়েস ২৪ ডটকম

    বাঁশখালীর পৌরসভায় এমপির বিরুদ্ধে সকল ষড়যন্ত্র প্রতিহত করতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।। উখিয়া ভয়েস ২৪ ডটকম

     

    আলমগীর ইসলামাবাদী
    (চট্টগ্রাম জেলা প্রতিনিধি)

    চট্টগ্রামের বাঁশখালী পৌরসভা আওয়ামীলীগ, পৌরসভা মুক্তিযোদ্ধা কমান্ড, যুবলীগ,ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগ, যুব মহিলালীগ ও পৌরসভার কাউন্সিলরবৃন্দের যৌথ উদ্যোগে সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ সেলিমুল হক চৌধুরীর বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

    সোমবার (৩১ আগস্ট) দুপুরে পৌরসভা কার্যালয় হতে বিক্ষোভ মিছিল সহকারে উপজেলা পরিষদের সামনে এসে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক নীলকন্ঠ দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, পৌরসভা আওয়ামীলীগ নেতা আক্তার হোসেন, তপন দাশগুপ্ত, নীলকন্ঠ দাশ, তোফাইল বিন হোসাইন, হামিদ উল্লাহ, মানিকুল আলম, মাহমুদুল ইসলাম, স্বপন দাশ, কাউন্সিলর নজরুল কবির সিকদার, আবদুর রহমান, জমশেদ আলম, তপন কান্তি বড়ুয়া, রোজিয়া সোলতানা রুজি, উত্তম কারণ, জামাল উদ্দীন প্রমুখ।

    এতে বক্তারা বলেন, কতিপয় নামধারী আওয়ামীলীগের একটি সিন্ডিকেটের সদস্যরা সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীর উন্নয়ন কর্মকাণ্ড বাঁধাগ্রস্থ করতে বিভিন্ন ভাবে চক্রান্ত শুরু করেছে। সম্প্রতি একজন প্রয়াত মুক্তিযোদ্ধাকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব্ অনার দিতে বিলম্ব হওয়াকে পুঁজি করে কিছু মুক্তিযোদ্ধাদের উস্কানি দিয়ে সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে অপ-প্রচার চালাচ্ছেন ওই আওয়ামীলীগ নামধারী সিন্ডিকেটের সদস্যরা। এর প্রতিবাদ করায় তারা বাঁশখালী পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ সেলিমুল হক চৌধুরীর ওপরও ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটিয়েছে। ওই ষড়যন্ত্রকারীদের কঠোর হস্তে দমন করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান বক্তারা।

  • পবিত্র আশুরার দিনে যা যা ঘঠেছিলো= লামনার মাওলানা

    পবিত্র আশুরার দিনে যা যা ঘঠেছিলো= লামনার মাওলানা

     

    আফরোজা আনসারী, রংপুর প্রতিনীধি‌‌‌

    আমাদের পরিচিত মুখ এস এম সাইফুদ্দিন সালেহী (লামনার মাওলানা) তার থেকে নেয়া আজকের দিন সম্পার্কে কিছু তথ্য
    তিনি বলেন:-
    ১০ই মহররম ১৪৪২হিজরী
    ৩০ আগষ্ট ২০২০ ইং

    আজ থেকে ১ হাজার ৩৮১ বছর আগে
    ৬১হিজরী সনের ১০ই মহররম এই দিনে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রাঃ) ও তার পরিবারের সদস্যরা এজিদের সৈন্যদের হাতে ফোরাত নদীর তীরে, কারবালার প্রান্তরে শহীদ হন। ঈমানের বলে বলীয়ান এবং সত্য ও ন্যায়ের প্রতি দৃঢ় অবস্থান নিয়ে অন্যায় ও অসত্যের বিরুদ্ধে সংগ্রাম করে শাহাদাৎ বরণ করেছিলেন হযরত ইমাম হোসাইন (রা)।
    এ কারণে মুসলিম উম্মাহর কাছে শোকাবহ ঘটনাবহুল এ দিনটি ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ।

    ১০মহররম পবিত্র আশুরার দিনে-
    মহান আল্লাহ তায়ালা পৃথিবী সৃষ্টি করেছেন।।

    এ দিনেই মহাপ্রলয়ের মাধ্যমে পৃথিবী ধ্বংস হবে।।

    পবিত্র আশুরার দিনে হযরত আদম (আ:)-কে জান্নাত থেকে পৃথিবীর বুকে অবতরণ করানো হয়।।

    পবিত্র আশুরার দিনে আল্লাহ তায়ালা হযরত আদম (আ)-এর তওবা কবুল করেছিলেন।।

    হযরত নূহ (আ:) পবিত্র আশুরার দিনেই মহাপ্লাবন থেকে রক্ষা পেয়ে নৌকা থেকে পৃথিবীর বুকে আবার অবতরণ করেছিলেন।।

    পবিত্র আশুরার দিনে হযরত ইদ্রিস (আ:) সশরীরে জান্নাতে প্রবেশ করেন।।

    হযরত আইয়ুব (আ:) দীর্ঘ দিন কঠিন রোগে ভোগার পর পবিত্র আশুরার এ দিনে রোগমুক্ত হন।

    পবিত্র আশুরার দিনে হযরত ইব্রাহিম (আ.) নমরুদের অগ্নিকুণ্ড থেকে রক্ষা পেয়েছিলেন।।

    পবিত্র আশুরার দিনে হযরত ইউনুস (আ.) মাছের পেট থেকে মুক্তি লাভ করেছিলেন।

    পবিত্র আশুরার দিনে হযরত দাউদ (আ:)-এর তওবা কবুল হয়।।

    পবিত্র আশুরার দিনে হযরত সোলায়মান (আ:) বাদশাহী লাভ করেন।

    পবিত্র আশুরার দিনে হযরত ইউসুফ (আ:) তার পিতা হযরত ইয়াকুব (আ:)-এর সাথে মিলিত হন।

    পবিত্র আশুরার দিনেই হযরত মুসা (আ:) আল্লাহ তায়ালার সাথে কথা বলেছিলেন।

    পবিত্র আশুরার দিনেই আল্লাহ তায়ালা বনি ইসরাঈল সম্প্রদায়কে ফেরাউনের বন্দিদশা থেকে উদ্ধার করেন এবং লোহিত সাগরে ফেরাউন ও তার বাহিনীর সলিল সমাধি ঘটান।

    পবিত্র আশুরার দিনেই আল্লাহ তায়ালা হযরত ঈসা (আ:)-কে শত্রুদের হাত থেকে রক্ষা করে সশরীরে আসমানে উঠিয়ে নেন।
    ধন্যবাদ সবাই কে।

  • বায়েজিদে সিএনজি থেকে গৃহবধুকে অপহরণ করে ধর্ষণ,গ্রেফতার ৫

    বায়েজিদে সিএনজি থেকে গৃহবধুকে অপহরণ করে ধর্ষণ,গ্রেফতার ৫

    আলমগীর ইসলামাবাদী
    (চট্টগ্রাম জেলা প্রতিনিধি)

    চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার সৈয়দাবাদ এলাকায় সিএনজি অটোরিকশা যোগে আত্মীয়র বাড়িতে যাওয়ার সময় গৃহবধুকে আপহরণ করে গণধর্ষণের অভিযোগে পাঁচ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

    শনিবার (২৯ আগষ্ট) রাতে সৈয়দাবাদ এলাকার সালমা কলোনীতে এ ঘটনা ঘটে। পরে রাতভর অভিযান চালিয়ে পাঁচ ধর্ষককে গ্রেফতার করে পুলিশ।
    আজ দুপুরে আসামিদের আদালতে হাজির করা হলে তারা নিজেদের অপরাধ স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
    আসামিরা হলো- শফি (৩৪), বাদশা (৩৬), জাবেদ (২৮), রবিন (১৯) ও ইব্রাহীম (৩০)।