Blog

  • অবৈধ কাঠ পোড়ানোর দাযে নাইক্ষ্যংছড়ি দুই ইটভাটায় ১ লক্ষ টাকা জরিমানা

    অবৈধ কাঠ পোড়ানোর দাযে নাইক্ষ্যংছড়ি দুই ইটভাটায় ১ লক্ষ টাকা জরিমানা

    কপিল উদ্দিন জয় বান্দরবান জেলা প্রতিনিধি,

    নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বিবিএম ব্রিকস ও এইচকেবি ব্রিকস নামের দুই
    ইট ভাটায় অভিযান পরিচালন
    করে
    ৫০,হাজার টাকা করে মোট এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
    রবিবার -২২ জানুযারি
    উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমেন শর্মা দুপুর ২:৩০টার সময় ইটভাটা দুটিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন। দুই
    ইট ভাটায় জ্বালানি কাঠ পোড়ানোর অপরাধে এই জরিমানা আদায় করা হয়। বিবিএম ব্রিকসের মালিক ফরিদ আহমেদ (৪৭) এবং এইচকেবি ব্রিকসের মালিক হায়দার আলী (৪৫) এর কাছ থেকে এই জরিমানা আদায় করা হয়।

    এই সময় উপজেলা নির্বাহী অফিসার জানান, টেকসই উন্নয়নের জন্য পরিবেশ সুরক্ষা অপরিহার্য। ইট ভাটায় জ্বালানী কাঠ পোড়ানো এবং পাহাড়ের মাটি ব্যবহার করার দণ্ডনীয় অপরাধ। আজকের অভিযান সকলের কাছে বার্তা পৌঁছে দেয়ার প্রয়াস মাত্র, ভবিষ্যতে আরও কঠোর অভিযান পরিচালনা করা হবে।

  • বাঁশখালীতে হিফজ সমাপনী ৯ হাফেজদের মাঝে পাগড়ি প্রদান

    বাঁশখালীতে হিফজ সমাপনী ৯ হাফেজদের মাঝে পাগড়ি প্রদান

    আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

    বাঁশখালীর জলদী দারুল কারীম মাহফিলে হিফজ সমাপনী ছাত্র-ছাত্রীদের পাগড়ি ও ক্রেষ্ট প্রদান অনুষ্ঠান গত শনিবার সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি থেকে ছাত্রদের পাগড়ি পরিয়ে দিচ্ছেন আল-জামেয়া পটিয়ার প্রধান পরিচালক আল্লামা ওবায়দুল্লাহ হামজা সাহেব হুজুর। এসময় আবদুল মাবুদ ফাউন্ডেশনেরে চেয়ারম্যান জনাব খোরশেদ আলম।
    এবছর দারুল কারীম মাহফিলে ৬ জন ছাত্র এবং ৩ জন ছাত্রী হিফজ সম্পন্ন করেন। এর মধ্যে নাদিয়া সুলতানা আজিজা নামের ছাত্রীটি মাত্র ৫ মাসে হিফজ সম্পন্ন করেন। ছাত্রদের আমরা পাগড়ি প্রদান করলেও ছাত্রীদের ক্রেষ্ট প্রদান করি।
    হিফজ সমাপনী ছাত্রছাত্রীরা হলেন, নুরুল মোস্তফা জুনায়েদ, পিতাঃ হফেজ নূর মোহাম্মদ জসিম, সাং পশ্চিম বাহারুল্লাহ পাড়া, জলদী, বাঁশখালী পৌরসভা, চট্টগ্রাম, মোহাম্মদ মিশকাত, পিতাঃ মোহাম্মদ শাহজাহান, সাং পশ্চিম চাম্বল, বাঁশখালী চট্টগ্রাম। রেজাউল আজিম বাদশা, পিতাঃ মরহুম সৈয়দুল আলম, সাং উত্তর জলদী, বাঁশখালী, চট্টগ্রাম।
    শরিফুল ইসলাম, পিতাঃ আমির হোসাইন, পশ্চিম চাম্বল বাংলাবাজার।
    আবুল হাসনাত রায়হান, পিতাঃ মোহাম্মদ আবু মুছা, সাং পশ্চিম বুরমছাড়া। মোহাম্মদ আবদুল্লাহ সানী, পিতাঃ জসিম উদ্দীন, সাং পশ্চিম ছনুয়া। সিফাত আক্তার, পিতা, মোস্তফা আলী
    সাং আশকরিয়া, বাঁশখালী পৌরসভা, চট্টগ্রাম, রেশমি আক্তার, পিতা, সৈয়দ আহমদ, আশকরিয়া, বাঁশখালী, চট্টগ্রাম, নাদিয়া সুলতানা আজিজা
    পিতা মাওলানা নুরুন্নবী
    সাং, ইলশা, বাহারছড়া, বাঁশখালী, চট্টগ্রাম। এর মধ্যে নাদিয়া সুলতানা আজিজা মাত্র ৫ মাসে হিফজ সম্পন্ন করার গৌরব আর্জন করেন।

    ১) বাঁশখালীতে হিফজ সমাপনী ছাত্রদের পাগড়ি পরিয়ে দিচ্ছেন পটিয়া মাদরাসার প্রধান পরিচালক আল্লামা ওবায়দুল্লাহ হামজা ও খোরশেদ আলমসহ অতিথিরা।

  • লোহাগাড়া সদর ইউপি’র ২নং ওয়ার্ড আ.লীগের কর্মী সভা সম্পন্ন

    লোহাগাড়া সদর ইউপি’র ২নং ওয়ার্ড আ.লীগের কর্মী সভা সম্পন্ন

    (বিশেষ প্রতিনিধি)

    দলকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী সভা সম্পন্ন হয়েছে।

    শনিবার (২১ জানুয়ারী”২০২৩ইং) সন্ধ্যার দিকে ২নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

    ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সাধারন সম্পাদক এহসান সিকদার ও ওমর গনির যৌথ সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন হিরু।

    এছাড়াও সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাষ্টার মিয়া মোহাম্মদ ফারুক,প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল কালাম আযাদ,তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক সাইফুল আলম চৌধুরী,সদস্য নুরুল হক,নুরুল আবচার, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও সাবেক বিআরডিবি চেয়ারম্যান শাহাবউদ্দীন চৌধুরী,উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি তুষার কান্তি বড়ুয়া,লোহাগাড়া জাতীয় শ্রমিকলীগের সহ সভাপতি মোঃহামিদ, দপ্তর সম্পাদক মোহাম্মদ হোসেন মাসুম,ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃহোসেন মানিক,সংরক্ষিত মহিলা ইউ পি সদস্য রেহানা আক্তার,ওয়ার্ড আওয়ামীলীগ নেতা সরওয়ার কামাল,মোরশেদ,উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আসলাম হোসেন আকরাম,ইউনিয়ন ছাত্রলীগ নেতা আরফাত হোসেন,জয়শীল সহ মহিলা আওয়ামীলীগের সকল সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • বাঁশখালীতে দারুল কারীম ও বাঁশখালী মডেল মাদরাসার তিন দিনব্যাপী বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

    বাঁশখালীতে দারুল কারীম ও বাঁশখালী মডেল মাদরাসার তিন দিনব্যাপী বার্ষিক মাহফিল অনুষ্ঠিত

    আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধি:

    বাঁশখালীর জলদী দারুল কারীম মাদরাসা ও বাঁশখালী মডেল মাদরাসার যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার মাদরাসা সংলগ্ন মাঠে শুরু হওয়া এই মাহফিল শনিবার রাতে আলোচিত ধর্মীয় আলোচক মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুরের আখেরী বয়ান ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়। চাম্বল দারুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা শাহ আবদুল জলিল ও বাঁশখালী জামেয়া মিল্লিয়া আজিজিয়ার মুহাদ্দিস মাওলানা শাহ আহমদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন, আল জামেয়া আল ইসলামিয়া পটিয়ার প্রধান পরিচালক ইসলামী স্কলার মাওলানা ওবায়দুল্লাহ হামজা। মাদরাসার পরিচালক সাংবাদিক মাওলানা শফকত হোসাইন চাটগামীর পরিচালনায় মাহফিলে প্রধান আকর্ষণ ছিলেন, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুর। বক্তব্য রাখেন, ইসলামী চিন্তাবিদ আল্লামা আজিজুল হক আল মাদানী, পবিত্র হজের বাংলা অনুবাদকারী আল্লামা ড. শোয়াইব রশীদ মক্কী, মাওলানা মুফতি মাহমুদ আনোয়ার, পটিয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা কাজী আকতার হোসাইন, মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী, মাওলানা হাবিবুল ওয়াহেদ, মাওলানা ওবায়দুল্লাহ রফিকী, মাওলানা নুরুল কাদের শাকের, মাওলানা হাফেজ ফরিদ আহমদ আনসারী, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা আবু আইমন, মাওলানা খালেদুর রহমান, মাওলানা আনিস বিন আবু বকর, মাওলানা মাহমুদুল ইসলাম, মাওলানা ইউনুস প্রমুখ। মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, আবদুল মাবুদ ফাউন্ডেশনের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা খোরশেদ আলম, বিএনপি নেতা জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, মাওলানা জাফর আহমদ, আধুনিক হাসপাতালের এমডি শোয়াইবুর রহমান, মিয়ারবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি মাওলানা হামেদ ও আজিজ আহমদ।

    মাহফিলের সমাপনী দিনে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা।

    ছবি ক্যাপশন (১) দারুল কারীম মাদরাসার বার্ষিক মাহফিলের একাংশ।

  • সাংসদ সাইমুম সরওয়ার কমলের সাথে সদর উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

    সাংসদ সাইমুম সরওয়ার কমলের সাথে সদর উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

    প্রেস বিজ্ঞপ্তি:

    কক্সবাজার জেলার সর্বপ্রথম প্রতিষ্ঠিত সদর উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দ সদর রামু আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

    আজ ২০ জানুয়ারি শুক্রবার সকাল ১১ টায় সাংসদের রামুস্থ বাস ভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় সাইমুম সরওয়ার কমল ভাইকে ফুলেল শুভেচ্ছা জানান নবনির্বাচিত সদর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

    এছাড়াও উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আরিফুল্লাহ নূরী, সাধারণ সম্পাদক নুরুল আলম সিকদার, সহ সভাপতি জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক শাইখ আহমদ, সাংগঠনিক সম্পাদক রাশেদুল আলম, অর্থ সম্পাদক জাফরুল ইসলাম রানা, দপ্তর সম্পাদক মোস্তফা জামান চৌধুরী, সমাজসেবা বিষয়ক সম্পাদক মোঃ সায়েদ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আবছার কামাল, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রায়হান খান রাহাত, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃহোসেন (সুমন) প্রমুখ।

    এসময় সাইমুম সরওয়ার কমল বলেন, প্রেসক্লাবের সমস্ত নৈতিক কর্মকাণ্ডে আপনাদের পাশে আছি। অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশের অনুরোধ জানান তিনি। উল্লেখ্য, কক্সবাজার জেলার সর্বপ্রথম পেশাদার সাংবাদিকগণের সমন্বয়ে গঠিত সংগঠন সদর উপজেলা প্রেসক্লাবের ২য় মেয়াদের নির্বাচন ২০২৩ সালের ১৪ জানুয়ারি সম্পন্ন হয়। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যথাক্রমে সাংবাদিক আরিফুল্লাহ নূরী ও সাংবাদিক নুরুল আলম সিকদার নির্বাচিত হন।

  • বিশিষ্ট সমাজসেবক আব্দুল জলিল কোম্পানির নিজ উদ্যোগে ৩’শত মানুষের ফ্রি-চিকিৎসা সেবা প্রদান

    বিশিষ্ট সমাজসেবক আব্দুল জলিল কোম্পানির নিজ উদ্যোগে ৩’শত মানুষের ফ্রি-চিকিৎসা সেবা প্রদান

    (বিশেষ প্রতিনিধি)

    আর্তমানবতার সেবায় রোগমুক্ত ও সুস্থ ইউনিয়ন গড়ার প্রত্যয়ে বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক,জনবান্ধব ও দায়িত্বশীল একজন সফল মানুষ জননেতা আব্দুল জলিল কোম্পানির মানবিক উদ্যোগে ৩’শত হতদরিদ্র অসহায় নারী-পুরুষকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

    বৃহস্পতিবার (১৯ জানুয়ারী”২০২৩ইং) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইউনিয়নের আব্দুল জলিল কোম্পানির নিজ বাড়িতে এ ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। সার্বিক পরিচালনায় বরইতলী মা-শিশু হাসপাতাল।

    বিশেষজ্ঞ চিকিৎকের মাধ্যমে ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্পে অসহায় গরীব এবং সকল স্তরের আবালবৃদ্ধবনিতাদের দুরারোগ্য ব্যাধিসহ নানাবিধ রোগব্যাধির চিকিৎসা সেবা দেওয়া হয়। শত শত নারী পুরুষ চিকিৎসা সেবা নিতে ফ্রি ক্যাম্পে ভিড় উপস্থিত ছিলেন।

    এদিকে ফ্রি চিকিৎসা ক্যাম্পে সেবা নিতে আসা কয়েকজন মুরব্বিরা বলেন, আমরা গ্রামের কেটে খাওয়া সাধারণ মানুষ। টাকার অভাবে ভালো উন্নত মানের হাসপাতালে গিয়ে চিকিৎসা করতে পারি না। ফলে চিকিৎসার অভাবে গ্রামের অনেক মানুষ বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তাই আজ এলাকার সন্তান মানবিক ব্যক্তি আব্দুল জলিল কোম্পানির কারণে ভালো বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা করতে পারছি। তার এই মানবিক কাজগুলো মহান আল্লাহ পাক কবুল করুক এই কামনায় করি আমরা। এমন মহতী উদ্যোগের পাশে সবসময় থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

    চিকিৎসা সেবা ক্যাম্প পরিদর্শন শেষে আব্দুল জলিল কোম্পানি বলেন, তিনি তার প্রতি যথেষ্ট বিশ্বাসী। তিনি ফাইতং ইউনিয়ন বাসীর জন্য তার নিজ উদ্যোগে এই ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্পের আয়োজন করেছেন। অত্র ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড সহ বিভিন্ন গ্রামের শত শত নারী-পুরুষ’রা এই চিকিৎসা সেবা নিতে আসে।

    তিনি মনে করেন, এই ধরনের অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পেরেই তার সফলতা। পর্যায়ক্রমে এই ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্প সহ বিভিন্ন আর্তমানবতার সেবাগুলো অব্যাহত থাকবে বলেও জানান তিনি। তিনি সকলের আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

    ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম সফল করার জন্য সার্বক্ষণিক সহযোগিতা করেছেন মোঃ নুরুল ইসলাম, হাফেজ অহিদুল্লাহ, ইমাম উদ্দিন, নবাব মিয়া সহ আরও অনেকেই। তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আব্দুল জলিল কোম্পানি।

    চিকিৎসা ক্যাম্পে চিকিৎসক হিসেবে ছিলেন, বরইতলী মা-শিশু হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক ডাঃ মোঃ মাসুদুর রহমান (সৌরভ) এবং ডাঃ মোছাঃ শামীমা আক্তার।

    অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, মোঃ মিছবাহ উদ্দিন।

  • শীতার্ত অসহায় মানুষের পাশে কম্বল নিয়ে হাজির হলেন, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী

    শীতার্ত অসহায় মানুষের পাশে কম্বল নিয়ে হাজির হলেন, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

    কনকনে শীতে কাঁপছে সারাদেশ। এতে চরম বিপাকে পড়ছেন দিনাজপুরের বিরামপুর পৌর শহরের গরীব, অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষজন।

    এই শীতে সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন সমাজের গরীব, অসহায়, দুস্থ মানুষেরা। গরীব, অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের কষ্ট লাঘবে পৌর শহরের এক হাজার শীতার্ত মানুষের পাশে কম্বল নিয়ে হাজির হলেন বিরামপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আককাস আলী।

    আজ শুক্রবার জুম’আ নামাজ বাদ পৌরসভা কার্যালয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে কম্বল বিতরণ করছেন পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী। এসব কম্বল পেয়ে গরীব, অসহায়, দুস্থ, প্রতিবন্ধী ও শীতার্ত মানুষের মুখে হাসি ফুটে উঠেছে এবং তারা আবেগে আপ্লুত হয়ে পড়েন।

    পৌর শহরের পশু হাসপাতালপাড়া মহল্লা থেকে শীতবস্ত্র নিতে এসে ৬৫ অর্ধ্ব দুঃস্থ মহিলা মোসলেমা বেগম বলেন, আমার শীতে কষ্ট হয় কথা শুনে বিরামপুর পৌরসভার মেয়র আককাস আলী আমাকে কম্বল নেওয়ার জন্য একটি টোকেন দিয়েছেন, কম্বল পেয়েছি। কম্বল দেওয়ায় পৌর মেয়রের জন্য আল্লাহর কাছে দু’হাত তুলে দোয়া করি।

    পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী বলেন, শীতে পৌরসভার গরীব, অসহায়, দুস্থ,
    শীতার্ত মানুষেরা যেন কষ্ট না পায়, সে জন্য তাদের পাশে এসে কম্বল নিয়ে দাঁড়িয়েছি। শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।

  • সৌজন্য সাক্ষাৎ সদর ইউএনও মোঃ জাকারিয়ার সাথে সদর উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির

    সৌজন্য সাক্ষাৎ সদর ইউএনও মোঃ জাকারিয়ার সাথে সদর উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির

    প্রেস বিজ্ঞপ্তি

    কক্সবাজার জেলার সর্বপ্রথম প্রতিষ্ঠিত সদর উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দ কক্সবাজার সদর ইউএনও মোঃ জাকারিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

    আজ ১৯ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর ২ টায় সদর উপজেলা পরিষদের ইউএনও এর নিজস্ব কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানান নবনির্বাচিত সদর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

    এছাড়াও উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আরিফুল্লাহ নূরী, সাধারণ সম্পাদক নুরুল আলম সিকদার, সহ সভাপতি জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক শাইখ আহমদ, সাংগঠনিক সম্পাদক রাশেদুল আলম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আবছার কামাল, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রায়হান খান রাহাত, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃহোসেন (সুমন) প্রমুখ।

    প্রেসক্লাবের সাংবাদিকদের উদ্দেশ্যে ইউএনও মোঃ জাকারিয়া বলেন, পেশাদারিত্বকে সমুন্নত রেখে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে কাজ করে যান। প্রতিটি নৈতিক কাজে সর্বদা আপনাদের পাশে আছি।

    উল্লেখ্য, কক্সবাজার জেলার সর্বপ্রথম পেশাদার সাংবাদিকগণের সমন্বয়ে গঠিত সংগঠন সদর উপজেলা প্রেসক্লাবের ২য় মেয়াদের নির্বাচন ২০২৩ সালের ১৪ জানুয়ারি সম্পন্ন হয়। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যথাক্রমে সাংবাদিক আরিফুল্লাহ নূরী ও সাংবাদিক নুরুল আলম সিকদার নির্বাচিত হন।

  • সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের সাথে সদর উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

    সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের সাথে সদর উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

    প্রেস বিজ্ঞপ্তি:

    কক্সবাজার জেলার সর্বপ্রথম প্রতিষ্ঠিত সদর উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কায়ছারুল হক জুয়েলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

    আজ ১৯ জানুয়ারি বৃহস্পতিবার দুপুর ১২.৩০ মিনিটে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এর নিজস্ব কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান নবনির্বাচিত সদর উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

    এছাড়াও উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আরিফুল্লাহ নূরী, সাধারণ সম্পাদক নুরুল আলম সিকদার, সহ সভাপতি জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক শাইখ আহমদ, সাংগঠনিক সম্পাদক রাশেদুল আলম, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আবছার কামাল, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রায়হান খান রাহাত, পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃহোসেন (সুমন) প্রমুখ।

    উল্লেখ্য, কক্সবাজার জেলার সর্বপ্রথম পেশাদার সাংবাদিকগণের সমন্বয়ে গঠিত সংগঠন সদর উপজেলা প্রেসক্লাবের ২য় মেয়াদের নির্বাচন ২০২৩ সালের ১৪ জানুয়ারি সম্পন্ন হয়। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যথাক্রমে সাংবাদিক আরিফুল্লাহ নূরী ও সাংবাদিক নুরুল আলম সিকদার নির্বাচিত হন।

  • বাঁশখালীতে কমিউনিটি ভিশন সেন্টার উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী

    বাঁশখালীতে কমিউনিটি ভিশন সেন্টার উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী

    ,,চট্টগ্রাম জেলা প্রতিনিধি”

    চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় কমিউনিটি ভিশন সেন্টার উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি তৃতীয় ধাপে এই নব নির্মিত কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধন করেন। এছাড়া ১ কোটি ৫৭ লাখ টাকায় নির্মিত বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

    উদ্বোধনের পরে প্রধানমন্ত্রী দিপালী দেব নামে এক রোগীর সাথে কথা বলেন। এসময় রোগী দিপালী দে চিকিৎসার অভাবে তার স্বামীর চোখ নষ্ট হয়ে যাওয়ার কথা জানালে তার স্বামীর চিকিৎসার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

    বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি, ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার ড. প্রকাশ কান্তি চৌধুরী, জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সুদীপ্ত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব আরিফ হোসেন, চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম হাসান, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. শাখাওয়াত উল্লাহ, চমেক হাসপাতালের চক্ষু বিভাগের প্রধান তাসনুয়া তানজিন, সিভিল সার্জন মো. ইলিয়াছ চৌধুরী, উপজেলা চেয়ারম্যান চৌধুরী মো. গালিব সাদলি, পৌর মেয়র এসএম তোফায়েল বিন হোসাইন, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা আক্তার কাজেমি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দীন পিপিএম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শফিউর রহমান মজুমদার।

    উল্লেখ্য, এদিন তৃতীয় ধাপে ৪টি বিভাগে ১৩ জেলার ৪৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত ৪৫টি কমিউনিটি ভিশন সেন্টার ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা