Blog

  • ঈদগাঁওতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

    ঈদগাঁওতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

    ইমরান তাওহীদ রানাঃ- ঈদগাঁও,

    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঈদগাঁওতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ জানুয়ারি বিকেলে বৃহত্তর ঈদগাঁও পাবলিক লাইব্রেরি মিলনায়তনে কক্সবাজার সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো’র সভাপতিত্বে সদর উপজেলা যুবলীগের উপ-দপ্তর সম্পাদক শাহিদ মোস্তফা শাহিদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সহ সভাপতি মিজানুল হক, সাংগঠনিক সম্পাদক এম নাছির উদ্দিন জয়, অর্থ বিষয়ক সম্পাদক দিদারুল ইসলাম এমইউপি, সহ সম্পাদক জামাল উদ্দিন, ঈদগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি এনাম রনি, পোকখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি আ.ন.ম আমজাদ হোসেন, ইসলামপুর ইউনিয়ন যুবল সাধারণ সম্পাদক আবছার কামাল শাহিন, জালালাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাহেদ কামাল, সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম সোহাগ প্রমুখ।

    এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর যুবলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক সাকলাইন মোস্তাক, জালালাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি হাসান তারেক, ইসলামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ওসমান আলী মোর্শেদ, ঈদগাঁও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল হুদা, যুবলীগ ফরিদুল আলম, যুবলীগ নেতা জসিম উদ্দিন মনির, সাহাব উদ্দিন সিহাব, নুরুল হক প্রকাশ ভাইয়া, হুমায়ুন ইসলাম, রিয়াদ, আক্কাস উদ্দীন, তৈয়ব হাসান, আরফাত সিকদার, একলাস মোল্লা, আতিক উল্লাহ, ইমরান তাওহীদ রানা, প্রিন্স হামিদ, ওমর ফারুক রবি, মান্নানসহ অনেকেই। উক্ত আলোচনায় সভায় বক্তারা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে বিষদ আলোচনা ও স্মৃতি চারন করে বক্তব্য রাখেন।

    পরে ১৯৭৫ সালে ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং জাতীয় ৪ নেতার প্রতি শ্রদ্ধা জানান। একই সভায় সদর উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক কামাল উদ্দিনের বাবার মৃত্যুতে শোক প্রস্তাব এবং সহ সম্পাদক জামাল উদ্দিনের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা প্রস্তাব করা হয়।

  • মা-বাবার কবর জেয়ারতের শেষে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন আমিনুল ইসলাম

    মা-বাবার কবর জেয়ারতের শেষে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন আমিনুল ইসলাম

    (বিশেষ প্রতিনিধি)

    বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, সাতকানিয়া-লোহাগাড়ার কৃতি সন্তান, তৃণমূল থেকে উঠে আসা সাবেক সফল ছাত্রনেতা,আলহাজ্ব আমিনুল ইসলাম আমিনের মা-বাবার কবর জিয়ারত ও চুনতী শাহ্ সাহেব কেবলার কবর জেয়ারতের শেষে লোহাগাড়ার বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। এসময় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা ফুলের শুভেচ্ছা জানান।

    ০৯ জানুয়ারী”২০২৩ইং সকালে মা-বাবার কবর জেয়ারতের শেষে বেলা সাড়ে ১২টার দিকে তিনি চুনতী শাহ্ সাহেব কেবলার মাজার জেয়ারত করেন।

    এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরু, চট্টগ্রাম জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য আব্দুল আলিম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও সাবেক জেলা পরিষদের সদস্য আনোয়ার কামাল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জান মোঃ সিকদার, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিন্টু, মুজিবুর রহমান মুজিব, মাস্টার মোঃ মিয়া ফারুক, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের প্রচার-প্রকাশনা সম্পাদক ও লোহাগাড়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক শাহজাদা তৈয়বুল হক বেদার, উপ-দপ্তর সম্পাদক এস.এম মামুন।

    অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও চুনতি ইউপির চেয়ারম্যান মুুহাম্মদ জয়নুল আবেদীন জনু কোম্পানী, উপজেলা আওয়ামী লীগের সদস্য মামুনুর-রশিদ চৌধুরী, নুরুল হক কন্ট্রাক্টর, চুনতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলম পল্টু, সাধারণ সম্পাদক জানে আলম সওদাগর, কলাউজান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী ইছহাক মিয়া, সাধারণ সম্পাদক সমশুল আলম সওদাগর, লোহাগাড়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ জসিম উদ্দিন, বড়হাতিয়ার কৃতি সন্তান, বিশিষ্ঠ আওয়ামী লীগ নেতা বাবু শুকলাল শীল, শাহ ছাহেব কেবলার দৌহিত্র শাহজাদা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, শাহজাদা আবদুল মালেক ইবনে দিনার নাজাত, বঙ্গবন্ধু ফাউন্ডেশন মদিনা শাখার সাধারণ সম্পাদক মোঃ ফরিদুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ন আহবায়ক মোঃ আবছার উদ্দিন, যুবলীগ নেতা এইচ এম ইউসুফ কবির, তৈয়বুল হক নিরব, মামুন সহ সাংবাদিক,
    বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।

  • উখিয়া হাজীর পাড়া সমাপনী সীরাতুন্নবী (সাঃ) মাহফিলে প্রধান বক্তা আল্লামা ড. লুৎফুর রহমান, ঢাকা

    উখিয়া হাজীর পাড়া সমাপনী সীরাতুন্নবী (সাঃ) মাহফিলে প্রধান বক্তা আল্লামা ড. লুৎফুর রহমান, ঢাকা

    কাজল আইচ, উখিয়া কক্সবাজার।

    কক্সবাজারের উখিয়া উপজেলার অন্তর্গত রাজাপালং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হাজীর পাড়া সীরত কমিটির উদ্যোগে মরহুম হযরত মাওলানা জোবাইর আহমদ (রহঃ) এর ইছালে ছওয়াব মাহফিল ও ঐতিহাসিক (৩৩ তম) সীরাতুন্নবী (সাঃ) মাহফিলের সমাপনী (৩য়) দিনে প্রধান বক্তার বক্তব্য রাখেন প্রখ্যাত গবেষক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ আল্লামা ড. লুৎফুর রহমান সাহেব, ঢাকা।

    উক্ত মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী।

    মরহুম হযরত মাওলানা জোবাইর আহমদ (রাহঃ) এর ইছালে ছাওয়াব ৪র্থ তম হিফজুল কুরআন প্রতিযোগিতা ও ৩দিন ব্যাপী (৩৩তম) হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী।

    রাজাপালং এম.ইউ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার উপ-অধ্যক্ষ (অবঃ) আলহাজ্ব হযরত মাওলানা খায়রুল বশর সাহেব এর সভাপতিত্বে সমাপনী দিনের দ্বিতীয় বক্তার বক্তব্য রাখেন বিশ্ববরেণ্য মুফাচ্ছিরে কোরআন হযরত আল্লামা সাদিকুর রহমান আল-আযহারী-ঢাকা।

    আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপালং ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হক মেম্বার, ৯নং ওয়ার্ড ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা কাজি আকতার উদ্দিন টুনু, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম, সহ অসংখ্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

    ৮ জানুয়ারি ২০২৩ অনুষ্ঠিত হাজীরপাড়া সীরাত কমিটির সভাপতি নুরুল ইসলাম এর সভাপতিত্বে আয়োজিত মাহফিল সঞ্চালনা করেন
    হাজীরপাড়া সীরাত কমিটির সাধারণ সম্পাদক মাষ্টার আহমদ উল্লাহ।

  • সাবেক ছাত্রলীগ নেতা শাহিদ মোস্তফা যুগ্ম আহবায়ক পদে জীবন বৃত্তান্ত জমা দিলেন

    সাবেক ছাত্রলীগ নেতা শাহিদ মোস্তফা যুগ্ম আহবায়ক পদে জীবন বৃত্তান্ত জমা দিলেন

    ইমরান তাওহীদ রানা- ঈদগাঁও,

    বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঈদগাঁও উপজেলা কমিটি গঠনে জেলা যুবলীগ কর্তৃক জীবন বৃত্তান্ত আহবানের প্রেক্ষিতে জেলা যুবলীগের সংশ্লিষ্টদের কাছে যুগ্ম আহবায়ক পদে জীবন বৃত্তান্ত জমা দিলেন ছাত্রলীগের সোনালী ফসল তরুণ সাংবাদিক শাহিদ মোস্তফা শাহিদ৷

    ছাত্রলীগের বিভিন্ন ইউনিটে সফলতার সাথে দায়িত্ব পালন করা শাহিদ মোস্তফা সদর উপজেলা যুবলীগের বর্তমান কমিটির উপ-দপ্তর সম্পাদকের দায়িত্বে রয়েছেন৷

    তিনি উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের পাশাপাশি ঈদগাঁও লেখক ফোরাম,ঈদগাঁও রিপোর্টার্স সোসাইটি এবং ঈদগাঁও প্রেস ক্লাবেও সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন/দিয়ে যাচ্ছেন।

    শাহিদ মোস্তফা বর্তমানে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সাংবাদিক সংগঠন ‘ঈদগাহ্ প্রেস ক্লাব’র সভাপতি ও ‘নির্বাহী সদস্য’ রিপোর্টার্স ইউনিট কক্সবাজার এর দায়িত্ব পালন করে যাচ্ছেন৷

    তিনি জেলার জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম ‘টিটিএন’ এর ঈদগাঁও উপজেলা প্রতিনিধি।পাশাপাশি প্রতিনিধি হিসেবে কাজ করছেন জেলা ও ঢাকা থেকে প্রকাশিত বেশ কয়েকটি দৈনিক পত্রিকায়।

    তৃণমূলের দাবি, যোগ্যতা,ত্যাগ ও দলের জন্য পরিশ্রম মূল্যায়নে নিলে ২০০৭ সাল থেকে সংগঠনের সাথে জড়িত শাহিদ মোস্তফা যুগ্ম আহবায়ক পদে আসীন হতে সময়ের ব্যবধান মাত্র!

    তারা বলেন, শাহিদ মোস্তফা দলের কঠিন দুঃসময়ে ছাত্রলীগের হাল ধরে নেতাকর্মীদের উজ্জীবিত করে রাখতো।

    দীর্ঘদিনের ত্যাগী কর্মী শাহিদ মোস্তফাকে মূল্যায়নের জোর দাবি জানিয়েছেন তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা৷

  • বিশেষ আবদান রাখার জন্য “বিজয় সম্মাননা” ফেলে সাংবাদিক আবদু রাজ্জাক

    বিশেষ আবদান রাখার জন্য “বিজয় সম্মাননা” ফেলে সাংবাদিক আবদু রাজ্জাক

    কক্সবাজার জেলা প্রতিনিধি মোঃহোসেন (সুমন)

    বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম স্যারের নিকট হতে “বস্তুনিষ্ট সাংবাদিকতায়” বিশেষ অবদান রাখার জন্য “বিজয় সম্মাননা” গ্রহন করছেন আরজেএফ’র কক্সবাজার জেলা শাখার সভাপতি ও দৈনিক বাংলাদেশ সমাচার ও দি বাংলাদেশ ডায়েরি পত্রিকার কক্সবাজার জেলার স্টাফ রিপোর্টার সাংবাদিক আবদুর রাজ্জাক।
    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,
    বাংলাদেশ ইসলামি ঐক্য জোটের চেয়ারম্যান
    মিছবাহুর রহমান চৌধুরী,বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ,কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভাইচ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা
    ইসমত কাদির গামা,এস এ টিভির হেড অব দা নিউজ মাহমুদ আল ফয়সাল ও আরজেএফ’র চেয়ারম্যান,এস,এম জহিরুল ইসলাম।
    স্থানঃ- কচি কাঁচার মেলা মিলনায়তন, সেগুনবাগিচা, ঢাকা।।
    তারিখঃ ০৭/০১/২০২৩ ইংরেজি।

  • নয়াবাজার উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি সাহাব উদ্দিন, সাঃ সম্পাদক পলা

    নয়াবাজার উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি সাহাব উদ্দিন, সাঃ সম্পাদক পলা

    কক্সবাজার জেলা প্রতিনিধি মোঃহোসেন (সুমন)

    টেকনাফ উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নয়াবাজার উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই ছাত্র পরিষদটি ২০২০ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।

    জানা যায়, শুক্রবার (৬ জানুয়ারি) বিকাল ৪ টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষিত হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ২০০০ সালের এসএসসি ব্যাচের সাহাব উদ্দিন সিকদার ও সাধারণ সম্পাদক ঘোষিত হয় ২০০৭ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী প্রশান্ত কুমার আচার্য পলাশ।

    উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। এদিকে ২০ ডিসেম্বর পর্যন্ত নির্বাচনের মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় ছিল। প্রতিটি পদে একজনের অধিক প্রার্থী মনোনয়ন ফর্ম সংগ্রহ না করায় সবাইকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার দিদারুল আলম নির্বাচিতদের নাম ঘোষণা করেন।

    সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া আরো যাদের নাম ঘোষণা করা হয়েছে তারা হচ্ছে। উক্ত পরিষদ গঠনের পর থেকে এই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়।

    আগামী ২ বছর তথা ২৩/২৪ সাল পযর্ন্ত উক্ত কমিটির মেয়াদ থাকবে। যথাক্রমে,সহ-সভাপতি ২০০৩ সালের ব্যাচের মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ২০১১ সালের ব্যাচের কামরুল ইসলাম জুয়েল, সাংগঠনিক সম্পাদক ২০০৮ সালের ব্যাচের শাহ কুতুব রজবী,অর্থ-বিষয়ক সম্পাদক ২০০৫ সালের ব্যাচের হারুন অর রশিদ, প্রচার প্রকাশনা ও তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক ২০১৫ সালের কামাল সরওয়ার মানিক, দপ্তর ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক ২০১৩ সালের দেলোয়ার হোসেন সিকদার, আইন গবেষণা ও পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক ২০১৬ সালের মো. রাশেদ, ক্রীড়া সংস্কৃতি ও শিক্ষা সফর বিষয়ক সম্পাদক ২০১৫ সালের মো: আলমগীর, ত্রাণ সমাজকল্যাণ ও শিক্ষা বৃত্তি বিষয়ক সম্পাদক ২০১৫ সালের মো. ইব্রাহিম, নির্বাহী সদস্য ২০১৫ সালের আবছার উদ্দিন ও ২০১৮ সালের সাইদুল ইসলাম নির্বাচিত হয়।

  • বিরামপুরে জাতীয় শিক্ষাক্রম রুপরেখা বিস্তরণ শিক্ষক প্রশিক্ষণের উদ্বোধন

    বিরামপুরে জাতীয় শিক্ষাক্রম রুপরেখা বিস্তরণ শিক্ষক প্রশিক্ষণের উদ্বোধন

    এস এম মাসুদ রানা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

    দিনাজপুর জেলার বিরামপুরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সহযোগিতায় ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় শিক্ষাক্রম রুপরেখা-২০২২ বিস্তরণ উপেজেলা পর্যায়ে শিক্ষক প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে।

    শুক্রবার (৬ জানুয়ারি) সকালে ৯টায় বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে জাতীয় শিক্ষাক্রম রুপরেখা ২০২২ বিস্তরণ ৫ দিনব্যাপী উপজেলা পর্যায়ে শিক্ষক প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি খায়রুল আলম রাজু।

    এসময় বিশেষ অতিথি হিসেবে পৌর মেয়র অধ্যক্ষ মোঃ আক্কাস আলী,বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার, বিরামপুর সরকারি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ অদৈত্য কুমার অপু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর আলম, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেন, একাডেমি সুপার ভাইজার আব্দুস সালাম, সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম, ডিজিটাল টেকনোলজি বিষয়ের মাষ্টার ট্রেইনার মিজানুর রহমান মিজান, শ্যামল চন্দ্র সরকার, আশরাফুল আলম, বাংলা বিষয়ের মাষ্টার ট্রেইনার আঞ্জুমান আরা মিলি সহ সকল প্রশিক্ষণার্থী (ট্রেনিস) শিক্ষকমন্ডলী প্রমুখ উপস্থিত ছিলেন।

    উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর আলম জানান, জাতীয় শিক্ষাক্রম রুপরেখা-২০২২ বিস্তরণ শিক্ষক প্রশিক্ষণ মাঠ পর্যায়ে শিখন-শেখানো কার্যক্রম পরিচালনা ও জাতীয় শিক্ষাক্রম রুপরেখা-২০২২ বিস্তরণ বাস্তবায়নের জন্য এই শিক্ষক প্রশিক্ষণ ৬-৭ ও ১৩-১৫ জানুয়ারি/২৩ইং ৫ দিনব্যাপী অনুষ্ঠিত হবে।
    সেই সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনা, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার, সাম্য, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে ক্ষুধা-দারিদ্র মুক্ত ও ড়িজিটাল স্মার্ট বাংলাদেশ গড়াই নতুন কারিকুলামের মূল লক্ষ্য।

  • আত্মশুদ্ধি ছাড়া জীবনের পরিবর্তন সম্ভব না-পীর সাহেব চরমোনাই

    আত্মশুদ্ধি ছাড়া জীবনের পরিবর্তন সম্ভব না-পীর সাহেব চরমোনাই

    ,,আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধি”

    নিজেকে ইসলামের পথে পরিচালনা করতে , এবং আলোকিত সমাজ গড়তে আত্মশুদ্ধি ছাড়া সম্ভব না। আগে নিজেকে শুধরাতে হবে, তারপর সমাজ, তারপর রাষ্ট্র। ইবাদতের পূর্বশর্ত আত্মশুদ্ধি করা, যার মধ্য দিয়ে অহংকার, হিংসা এবং আমিত্ব দূর হয়।

    বাংলাদেশ মুজাহিদ কমিটি চট্টগ্রাম জেলার ব্যবস্থাপনায় আয়োজিত চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠের তিন দিনব্যাপী ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির এর আজ ৬ই জানুয়ারি ২০২৩ দ্বিতীয় দিনে জুমার পূর্বে বয়ান পেশ করেন মুজাহিদ কমিটির আমির আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই।

    উক্ত মাহফিলে আরো বয়ান পেশ করেন, চট্টগ্রাম জামেয়া দারুল হেদায়া মাদ্রাসার পরিচালক মাওলানা আজিজুল হক আল মাদানী, বিশিষ্ট ইসলামি স্কলার, ডক্টর আ ফ মা খালিদ হোসাইন, ইসলামী চিন্তাবিদ, তরুণ বক্তা, মাওলানা রেজাউল করিম আবরার, কলরব শিল্পীগোষ্ঠীর পরিচালক মাওলানা মুফতি সাঈদ আহমদ, চট্টগ্রাম সেগুনবাগান মাদ্রাসার পরিচালক, মাওলানা হাফেজ মোহাম্মদ তৈয়ব প্রমুখ।

    ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠের মাহফিল গত পাঁচই জানুয়ারি ২০২৩ বাদ জোহর আরম্ভ হয়। আগামী ৮ ই জানুয়ারি বাদ ফজর আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে।

  • শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ছাড়া, দেশ সামনে এগুনো অসম্ভব-পীর সাহেব চরমোনাই

    শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ছাড়া, দেশ সামনে এগুনো অসম্ভব-পীর সাহেব চরমোনাই

    ,,আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধি”

    আজ ৬ জানুয়ারি ২০২৩, শুক্রবার সকাল ১০ঃ০০ ঘটিকা হতে, ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠের ইনডোরে ইসলামী শ্রমিক আন্দোলন চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরীর সভাপতি আলহাজ্ব ওয়ায়েজ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে, শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই।

    এতে আরো বক্তব্য রাখেন, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সহ সভাপতি, আলহাজ্ব আব্দুর রহমান, আলহাজ্ব মাওলানা ফুরকান শিকদার, নগর শ্রমিক আন্দোলনের সহ-সভাপতি, মোঃ নোয়াব মিয়াসহ মহানগর নেতৃবৃন্দ প্রমুখ।

  • বিরামপুরে ভাসমান ও ছিন্নমুল ও এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ করেন, ইউ এন ও পরিমল কুমার সরকার

    বিরামপুরে ভাসমান ও ছিন্নমুল ও এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ করেন, ইউ এন ও পরিমল কুমার সরকার

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

    কয়েক দিন ধরে দিনাজপুরের বিরামপুরে শীতের তীব্রতা বেড়েছে কয়েক গুণ। এ অবস্থায় শীত নিবারণে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে। সবচেয়ে দুর্ভোগে রয়েছেন ভাসমান ও ছিন্নমূল মানুষ সহ এতিমখানার শিশুরা। এসব অসহায় শীতার্ত মানুষের দুর্বিষহ কষ্টের কথা ভেবেই বৃহস্পতিবার রাতে হাড় কাঁপানো শীত উপেক্ষা করে গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে যান বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার ।

    উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অত্র উপজেলায় কম্বল এসেছি। এরই মধ্যে এসব কম্বল অত্র উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় জনপ্রতিনিধিদের মাধ্যমে বিতরণ করা হয়েছে। এর বাইরে যারা সরকারি শীতবস্ত্র পাননি আমরা তাদের মধ্যে কম্বল পৌঁছে দিচ্ছি। এ কার্যক্রম অব্যাহত থাকবে।’ পরে উপজেলা শহরের বাসস্ট্যান্ড, রেলস্টেশন ও ঢাকা মোড় এলাকায় শীতে কাঁপতে থাকা ভাসমান ও ছিন্নমূল অসহায় মানুষদের কম্বল বিতরণ করেন।

    এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা কর্মচারী উপস্থিত ছিলেন। এদিকে শীতবস্ত্র পেয়ে খুশিতে মেতে ওঠেন অসহায় মানুষগুলো। এ সময় তারা ইউ এন ওর জন্য মঙ্গল কামনা করেন।