Blog

  • টেকনাফে ২০টি স্বর্ণের বার ও ৫ কেজি কারেন্ট জাল সহ আটক -১

    টেকনাফে ২০টি স্বর্ণের বার ও ৫ কেজি কারেন্ট জাল সহ আটক -১

    মোস্তাক আহমদ টেকনাফ:।

    কক্সবাজারের টেকনাফে নাফনদী বেড়ীবাঁধ এলাকা থেকে ৩কেজি ৩২০গ্রাম ওজনের ২০টি স্বর্ণের বার ও ৫কেজি কারেন্ট জাল সহ সাবরাং ইউনিয়নের শাহ পরীর দ্বীপ ৮ নং ওয়ার্ডের মোহাম্মদ জাকারিয়ার ছেলে মো. ইয়াছ নুর (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড ২ বিজিবি।

    বুধবার(১১ জানুয়ারি) রাত ৯টার দিকে টেকনাফ ২বিজিবি শাহপরীরদ্বীপ বিওপি’র দায়িত্বপূর্ণ ওবিএম পোস্ট এলাকা নাফনদী সংলগ্ন বেড়ীবাঁধ থেকে মো. ইয়াছ নুরকে স্বর্ণের বার ও কারেন্ট জাল সহ গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

    টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১১ জানুয়ারি) রাত ৯টার দিকে টেকনাফ শাহপরীরদ্বীপ বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৩ হতে আনুমানিক ৭০০ গজ উত্তর দিকে ওবিএম পোস্ট এলাকা দিয়ে স্বর্ণের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে।

    উক্ত সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়কের সার্বিক দিক নির্দেশনায় উপ-অধিনায়কের নেতৃত্বে টেকনাফ সদর ও শাহপরীরদ্বীপ বিওপির যৌথ একটি টহলদল নাফনদী বেড়ীবাঁধ এলাকায় অবস্থান করেন।

    কিছু সময় অবস্থা করার পর টহলদল দেখে নাফ নদীতে মৎস্য আহরণ শেষে জাল হাতে কেওড়া বাগানের ভেতর দিয়ে এক যুবক বেড়ীবাঁধ উঠলে।ওই সময় টহল দল তাকে গ্রেপ্তার করেন।

    এসময় তাকে তল্লাশী করে তার কোমরে অভিনব পদ্ধতিতে ফিটিং অবস্থায় নেটের জাল ও টেপ দিয়ে মুড়ানো ২টি স্বর্ণের বারের বেল্ট এবং ৫কেজি কারেন্ট জাল জব্দ করা হয়।পরবর্তীতে বেল্টগুলো খুলে ২০টি স্বর্ণের বার উদ্ধার করতে সক্ষম হয়।উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন ৩কেজি ৩২০ গ্রাম।

    ২বিজিবি’র অধিনায়ক আরও জানান,গ্রেপ্তারকৃত যুবকের স্বীকারোক্তিতে উক্ত স্বর্ণ পাচারের সাথে আরও ২ জন চোরাকারবারী জড়িত রয়েছে।অভিযানে উদ্ধার হওয়া কারেন্ট জাল টেকনাফ কাষ্টম অফিসে ও স্বর্ণের বার কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় (ট্রেজারী শাখায়) জমা করা হয়েছে।এবং ধৃত যুবক সহ জড়িত আরও দু’জনের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয় বলে অধিনায়ক জানায়।

  • বাঁশখালীতে কোহিনূর কেমিক্যাল কোম্পানিতে কর্মরত দুদু মিয়া হত্যাঃ ঘটনার সাথে জড়িত গ্রেপ্তার ১

    বাঁশখালীতে কোহিনূর কেমিক্যাল কোম্পানিতে কর্মরত দুদু মিয়া হত্যাঃ ঘটনার সাথে জড়িত গ্রেপ্তার ১

    ,,আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধি”

    বাঁশখালীতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত কোহিনুর কেমিক্যাল কোম্পানি লি. এ কর্মরত মুহাম্মদ দুদু মিয়া সরকার (৩৮) নামে এক বিক্রয় প্রতিনিধি হত্যাকান্ডের সাথে জড়িত ছোটন (২৩) নামে এক আসামীকে গ্রেপ্তার করেছে বাঁশখালী থানা পুলিশ।

    বৃহস্পতিবার (১২ জানুয়ারী) দুপুর ১টার সময় তাকে বাঁশখালী প্রধানসড়কের মনছুরিয়া বাজারের সামান্য উত্তর পাশে অটোরিকশা থেকে গ্রেপ্তার করে বাঁশখালী থানা পুলিশ।

    আসামীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিৎ করেন বাঁশখালী থানা পুলিশের সেকেন্ড অফিসার রাজীব পোদ্দার। তিনি বলেন, গন্ডামারা থেকে সুকৌশলে সিএনজি চালিত আটোরিকশা করে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে হাতেনাতে গ্রেপ্তার করে।

    গ্রেপ্তারকৃত আসামী ছোটন (২৩) বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকার লালীর বাপের পুরাতন বাড়ি, পুর্ব বড়ঘোনা লালীর বাপের নতুন বাড়ির ৭ নম্বর ওয়ার্ড এলাকার নেজাম উদ্দীনের পুত্র।

    বাঁশখালী থানা পুলিশের ওসি তদন্ত সুমন চন্দ্র বণিক জানান, ঘটনার সাথে জড়িত প্রধান আসামী ছোটন কে গ্রেপ্তার করে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বাঁশখালী, চট্টগ্রামে সোপার্দ করা হয়। এ ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

    গত বুধবার (১১ জানুয়ারী) দুদু মিয়া হত্যার ঘটনায় তার স্ত্রী তাজমিন নাহার তমা বাদী হয়ে মামলা করেছে।

    মামলার এজহারের উল্লেখ্য, মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৮ টার সময় উপজেলার গন্ডামারা বাজারের বিভিন্ন দোকান থেকে কোম্পানির টাকা সংগ্রহ করে চাম্বল বাজার নিজ বাসায় ফিরছিলেন তিনি। পথিমধ্যে আসার পথে ব্রিজে সন্ত্রাসীদের কবলে পড়েন তিনি। এসময় সন্ত্রাসীরা তার বুকে, পিঠে, পেটে, মাথায় ছুরি দ্বারা এলোপাথারি আঘাত করে। স্থানীয় লোকজন ও থানা পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। উপজেলা স্বাস্থ্যকমপ্লেকের কর্তব্যরত চিকিৎসক দেখে তাকে মৃত ঘোষণা করেন।

  • বিরামপুরে ট্রেনে কাটা এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

    বিরামপুরে ট্রেনে কাটা এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।

    বিরামপুর উপজেলার মৌপুকুর গ্রামে রেল লাইনের উপর থেকে বুধবার ভোরে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে বিরামপুর থানা পুলিশ।

    বিরামপুর থানার অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত ঘটনাস্থলে উপস্থিত থেকে জানান- মৌপুকুর গ্রামে রেল লাইনের উপর অজ্ঞাত নারীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশে সংবাদ দেয়। থানা পুলিশ রেল পুলিশে সংবাদ দিলে পার্বতীপুর জিআরপি থানার উপ-পরিদর্শক আবু বক্কর সিদ্দিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে রেললাইন থেকে লাশ উদ্ধার করে পার্বতীপুর রেলওয়ে স্টেশন থানায় নিয়ে যায়। অজ্ঞাত নামা নারীর বয়স ৩৫ বছর এবং তার পরনে শাড়ি পড়া ছিল। স্থানীয়দের ধারণা, রাতের কোন এক সময় ট্রেন থেকে পড়ে নারীটি আঘাত প্রাপ্ত হয়ে নিহত হয়েছে।

    ওসি সুমন কুমার মহন্ত আরও জানান, লাশটি উদ্ধার করে পার্বতীপুর রেলওয়ে স্টেশন থানায় পাঠানো হয়েছে।

    পার্বতীপুর জিআরপি থানার উপ-পরিদর্শক আবু বক্কর সিদ্দিক জানান, অজ্ঞাত নারীর ফিঙ্গারপ্রিন্ট টেস্ট এর মাধ্যমে পরিচয় পাওয়ার চেষ্টা চলছে।

  • চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি, সাঃ সম্পাদককে জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক ও ক্রেস্ট প্রদান

    চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি, সাঃ সম্পাদককে জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক ও ক্রেস্ট প্রদান

    ,,আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধি”

    চট্টগ্রাম প্রেস ক্লাবের নব নির্বাচিত সভাপতি দৈনিক ইত্তেফাক ব্যুরো প্রধান সালাহউদ্দিন মো. রেজা ও সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক সাব এডিটর দৈনিক পূর্বকোণ এবং জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি খায়রুল ইসলাম সংস্থার কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নর্বাচিত হওয়ায়
    ১০ জানুয়ারি-২০২৩, সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম প্রেস ক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম বিভাগীয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা স্মারক ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ও সংস্থার কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব কেফায়েতুল্লাহ কায়সার, সহ সভাপতি ও সরেজমিন বার্তা পত্রিকার ব্যুরো প্রধান মাসুদ আলম সাগর, এম এ হোসেন মল্লিক, মহানগর কমিটির সভাপতি কে এম রুবেল,

    সহ সাধারণ সম্পাদক বশির আহমদ, সহ সম্পাদক ও একুশের বাণী পত্রিকার রিপোর্টার মোবারক হোসেন ভুইঁয়া প্রমুখ।

  • বাঁশখালীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুদু মিয়া(৩৮)নামে এক বিক্রয় প্রতিনিধি নিহত

    বাঁশখালীতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুদু মিয়া(৩৮)নামে এক বিক্রয় প্রতিনিধি নিহত

    ,,আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধি”

    চট্টগ্রামের বাঁশখালীতে কোম্পানির টাকা তুলে ফেরার পথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. দুদু মিয়া (৩৮) নামে এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন।

    মঙ্গলবার রাত পৌন ৮টার দিকে গন্ডামারা ব্রিজে এ ঘটনা ঘটে। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    নিহত দুদু মিয়া রংপুর জেলার মিটাপুর উপজেলার বীরামপুর ইউনিয়নের মৃত হযরত আলীর ছেলে। তিনি কোহিনূর কেমিক্যাল কোম্পানির সেলসম্যান অফিসার (ফিল্ড) পদে বাঁশখালী উপজেলায় কর্মরত ছিলেন।

    জানা গেছপ, মঙ্গলবার রাত আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গন্ডামারা বাজারের বিভিন্ন দোকান থেকে কোম্পানির টাকা সংগ্রহ করে চাম্বল বাজার নিজ বাসায় ফিরছিলেন তিনি।পথিমধ্যে আসার পথে ব্রিজে ছিনতাইকারীর কবলে পড়েন। এসময় ছিনতাইকারীদের সাথে তার ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে তার চিৎকারে লোকজন ছুঁটে এলে ছিনতাইকারীরা তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন ও থানা পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তিনি মারা যান।

    এ প্রসঙ্গে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন জানান, গন্ডামারা বাজারের বিভিন্ন দোকান থেকে তিব্বত কোহিনূর কেমিক্যাল কোম্পানির একজন সেলসম্যান অফিসার কোম্পানির লেনদেন শেষ করে চাম্বল বাজার নিজ বাসায় ফিরে আসার পথে গন্ডামারা ব্রিজে ছিনতাইকারীর কবলে পড়েন। ধস্তাধস্তির এক পর্যায়ে তাকে ছুরি দিয়ে আঘাত করে ছিনতাইকারীরা।

    তিনি বলেন, পরে পুলিশের সহযোগিতায় দুদু মিয়াকে পথচারীরা রাত ৯ টার দিকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে। আর নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

  • ঈদগাঁওতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

    ঈদগাঁওতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

    ইমরান তাওহীদ রানাঃ- ঈদগাঁও,

    জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঈদগাঁওতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ জানুয়ারি বিকেলে বৃহত্তর ঈদগাঁও পাবলিক লাইব্রেরি মিলনায়তনে কক্সবাজার সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো’র সভাপতিত্বে সদর উপজেলা যুবলীগের উপ-দপ্তর সম্পাদক শাহিদ মোস্তফা শাহিদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সহ সভাপতি মিজানুল হক, সাংগঠনিক সম্পাদক এম নাছির উদ্দিন জয়, অর্থ বিষয়ক সম্পাদক দিদারুল ইসলাম এমইউপি, সহ সম্পাদক জামাল উদ্দিন, ঈদগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি এনাম রনি, পোকখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি আ.ন.ম আমজাদ হোসেন, ইসলামপুর ইউনিয়ন যুবল সাধারণ সম্পাদক আবছার কামাল শাহিন, জালালাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাহেদ কামাল, সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম সোহাগ প্রমুখ।

    এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর যুবলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক সাকলাইন মোস্তাক, জালালাবাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি হাসান তারেক, ইসলামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ওসমান আলী মোর্শেদ, ঈদগাঁও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল হুদা, যুবলীগ ফরিদুল আলম, যুবলীগ নেতা জসিম উদ্দিন মনির, সাহাব উদ্দিন সিহাব, নুরুল হক প্রকাশ ভাইয়া, হুমায়ুন ইসলাম, রিয়াদ, আক্কাস উদ্দীন, তৈয়ব হাসান, আরফাত সিকদার, একলাস মোল্লা, আতিক উল্লাহ, ইমরান তাওহীদ রানা, প্রিন্স হামিদ, ওমর ফারুক রবি, মান্নানসহ অনেকেই। উক্ত আলোচনায় সভায় বক্তারা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে বিষদ আলোচনা ও স্মৃতি চারন করে বক্তব্য রাখেন।

    পরে ১৯৭৫ সালে ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং জাতীয় ৪ নেতার প্রতি শ্রদ্ধা জানান। একই সভায় সদর উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক কামাল উদ্দিনের বাবার মৃত্যুতে শোক প্রস্তাব এবং সহ সম্পাদক জামাল উদ্দিনের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা প্রস্তাব করা হয়।

  • মা-বাবার কবর জেয়ারতের শেষে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন আমিনুল ইসলাম

    মা-বাবার কবর জেয়ারতের শেষে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন আমিনুল ইসলাম

    (বিশেষ প্রতিনিধি)

    বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, সাতকানিয়া-লোহাগাড়ার কৃতি সন্তান, তৃণমূল থেকে উঠে আসা সাবেক সফল ছাত্রনেতা,আলহাজ্ব আমিনুল ইসলাম আমিনের মা-বাবার কবর জিয়ারত ও চুনতী শাহ্ সাহেব কেবলার কবর জেয়ারতের শেষে লোহাগাড়ার বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। এসময় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা ফুলের শুভেচ্ছা জানান।

    ০৯ জানুয়ারী”২০২৩ইং সকালে মা-বাবার কবর জেয়ারতের শেষে বেলা সাড়ে ১২টার দিকে তিনি চুনতী শাহ্ সাহেব কেবলার মাজার জেয়ারত করেন।

    এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাউদ্দিন হিরু, চট্টগ্রাম জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য আব্দুল আলিম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও সাবেক জেলা পরিষদের সদস্য আনোয়ার কামাল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জান মোঃ সিকদার, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান মিন্টু, মুজিবুর রহমান মুজিব, মাস্টার মোঃ মিয়া ফারুক, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের প্রচার-প্রকাশনা সম্পাদক ও লোহাগাড়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক শাহজাদা তৈয়বুল হক বেদার, উপ-দপ্তর সম্পাদক এস.এম মামুন।

    অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও চুনতি ইউপির চেয়ারম্যান মুুহাম্মদ জয়নুল আবেদীন জনু কোম্পানী, উপজেলা আওয়ামী লীগের সদস্য মামুনুর-রশিদ চৌধুরী, নুরুল হক কন্ট্রাক্টর, চুনতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহ আলম পল্টু, সাধারণ সম্পাদক জানে আলম সওদাগর, কলাউজান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী ইছহাক মিয়া, সাধারণ সম্পাদক সমশুল আলম সওদাগর, লোহাগাড়া সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ জসিম উদ্দিন, বড়হাতিয়ার কৃতি সন্তান, বিশিষ্ঠ আওয়ামী লীগ নেতা বাবু শুকলাল শীল, শাহ ছাহেব কেবলার দৌহিত্র শাহজাদা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, শাহজাদা আবদুল মালেক ইবনে দিনার নাজাত, বঙ্গবন্ধু ফাউন্ডেশন মদিনা শাখার সাধারণ সম্পাদক মোঃ ফরিদুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ন আহবায়ক মোঃ আবছার উদ্দিন, যুবলীগ নেতা এইচ এম ইউসুফ কবির, তৈয়বুল হক নিরব, মামুন সহ সাংবাদিক,
    বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।

  • উখিয়া হাজীর পাড়া সমাপনী সীরাতুন্নবী (সাঃ) মাহফিলে প্রধান বক্তা আল্লামা ড. লুৎফুর রহমান, ঢাকা

    উখিয়া হাজীর পাড়া সমাপনী সীরাতুন্নবী (সাঃ) মাহফিলে প্রধান বক্তা আল্লামা ড. লুৎফুর রহমান, ঢাকা

    কাজল আইচ, উখিয়া কক্সবাজার।

    কক্সবাজারের উখিয়া উপজেলার অন্তর্গত রাজাপালং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হাজীর পাড়া সীরত কমিটির উদ্যোগে মরহুম হযরত মাওলানা জোবাইর আহমদ (রহঃ) এর ইছালে ছওয়াব মাহফিল ও ঐতিহাসিক (৩৩ তম) সীরাতুন্নবী (সাঃ) মাহফিলের সমাপনী (৩য়) দিনে প্রধান বক্তার বক্তব্য রাখেন প্রখ্যাত গবেষক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ আল্লামা ড. লুৎফুর রহমান সাহেব, ঢাকা।

    উক্ত মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী।

    মরহুম হযরত মাওলানা জোবাইর আহমদ (রাহঃ) এর ইছালে ছাওয়াব ৪র্থ তম হিফজুল কুরআন প্রতিযোগিতা ও ৩দিন ব্যাপী (৩৩তম) হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন প্রধান অতিথি জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী।

    রাজাপালং এম.ইউ ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার উপ-অধ্যক্ষ (অবঃ) আলহাজ্ব হযরত মাওলানা খায়রুল বশর সাহেব এর সভাপতিত্বে সমাপনী দিনের দ্বিতীয় বক্তার বক্তব্য রাখেন বিশ্ববরেণ্য মুফাচ্ছিরে কোরআন হযরত আল্লামা সাদিকুর রহমান আল-আযহারী-ঢাকা।

    আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপালং ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হক মেম্বার, ৯নং ওয়ার্ড ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা কাজি আকতার উদ্দিন টুনু, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেম, সহ অসংখ্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

    ৮ জানুয়ারি ২০২৩ অনুষ্ঠিত হাজীরপাড়া সীরাত কমিটির সভাপতি নুরুল ইসলাম এর সভাপতিত্বে আয়োজিত মাহফিল সঞ্চালনা করেন
    হাজীরপাড়া সীরাত কমিটির সাধারণ সম্পাদক মাষ্টার আহমদ উল্লাহ।

  • সাবেক ছাত্রলীগ নেতা শাহিদ মোস্তফা যুগ্ম আহবায়ক পদে জীবন বৃত্তান্ত জমা দিলেন

    সাবেক ছাত্রলীগ নেতা শাহিদ মোস্তফা যুগ্ম আহবায়ক পদে জীবন বৃত্তান্ত জমা দিলেন

    ইমরান তাওহীদ রানা- ঈদগাঁও,

    বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঈদগাঁও উপজেলা কমিটি গঠনে জেলা যুবলীগ কর্তৃক জীবন বৃত্তান্ত আহবানের প্রেক্ষিতে জেলা যুবলীগের সংশ্লিষ্টদের কাছে যুগ্ম আহবায়ক পদে জীবন বৃত্তান্ত জমা দিলেন ছাত্রলীগের সোনালী ফসল তরুণ সাংবাদিক শাহিদ মোস্তফা শাহিদ৷

    ছাত্রলীগের বিভিন্ন ইউনিটে সফলতার সাথে দায়িত্ব পালন করা শাহিদ মোস্তফা সদর উপজেলা যুবলীগের বর্তমান কমিটির উপ-দপ্তর সম্পাদকের দায়িত্বে রয়েছেন৷

    তিনি উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের পাশাপাশি ঈদগাঁও লেখক ফোরাম,ঈদগাঁও রিপোর্টার্স সোসাইটি এবং ঈদগাঁও প্রেস ক্লাবেও সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন/দিয়ে যাচ্ছেন।

    শাহিদ মোস্তফা বর্তমানে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সাংবাদিক সংগঠন ‘ঈদগাহ্ প্রেস ক্লাব’র সভাপতি ও ‘নির্বাহী সদস্য’ রিপোর্টার্স ইউনিট কক্সবাজার এর দায়িত্ব পালন করে যাচ্ছেন৷

    তিনি জেলার জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম ‘টিটিএন’ এর ঈদগাঁও উপজেলা প্রতিনিধি।পাশাপাশি প্রতিনিধি হিসেবে কাজ করছেন জেলা ও ঢাকা থেকে প্রকাশিত বেশ কয়েকটি দৈনিক পত্রিকায়।

    তৃণমূলের দাবি, যোগ্যতা,ত্যাগ ও দলের জন্য পরিশ্রম মূল্যায়নে নিলে ২০০৭ সাল থেকে সংগঠনের সাথে জড়িত শাহিদ মোস্তফা যুগ্ম আহবায়ক পদে আসীন হতে সময়ের ব্যবধান মাত্র!

    তারা বলেন, শাহিদ মোস্তফা দলের কঠিন দুঃসময়ে ছাত্রলীগের হাল ধরে নেতাকর্মীদের উজ্জীবিত করে রাখতো।

    দীর্ঘদিনের ত্যাগী কর্মী শাহিদ মোস্তফাকে মূল্যায়নের জোর দাবি জানিয়েছেন তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা৷

  • বিশেষ আবদান রাখার জন্য “বিজয় সম্মাননা” ফেলে সাংবাদিক আবদু রাজ্জাক

    বিশেষ আবদান রাখার জন্য “বিজয় সম্মাননা” ফেলে সাংবাদিক আবদু রাজ্জাক

    কক্সবাজার জেলা প্রতিনিধি মোঃহোসেন (সুমন)

    বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম স্যারের নিকট হতে “বস্তুনিষ্ট সাংবাদিকতায়” বিশেষ অবদান রাখার জন্য “বিজয় সম্মাননা” গ্রহন করছেন আরজেএফ’র কক্সবাজার জেলা শাখার সভাপতি ও দৈনিক বাংলাদেশ সমাচার ও দি বাংলাদেশ ডায়েরি পত্রিকার কক্সবাজার জেলার স্টাফ রিপোর্টার সাংবাদিক আবদুর রাজ্জাক।
    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,
    বাংলাদেশ ইসলামি ঐক্য জোটের চেয়ারম্যান
    মিছবাহুর রহমান চৌধুরী,বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ,কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক ভাইচ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা
    ইসমত কাদির গামা,এস এ টিভির হেড অব দা নিউজ মাহমুদ আল ফয়সাল ও আরজেএফ’র চেয়ারম্যান,এস,এম জহিরুল ইসলাম।
    স্থানঃ- কচি কাঁচার মেলা মিলনায়তন, সেগুনবাগিচা, ঢাকা।।
    তারিখঃ ০৭/০১/২০২৩ ইংরেজি।