Blog

  • বাল্য বিবাহ ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে তরুণ সমাজের ভুমিকা শীর্ষক আলোচনা সভা সম্পন্ন

    বাল্য বিবাহ ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে তরুণ সমাজের ভুমিকা শীর্ষক আলোচনা সভা সম্পন্ন

    আবদুল্লাহ আল যোবাইর উখিয়া, কক্সবাজারঃ-

    উখিয়া উপজেলা ইয়ুথ এ্যাম্বেসেডর গ্রুপের উদ্যোগে ও দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় ” বাল্য বিবাহ ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে তরুণ সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা সম্পন্ন হয়েছে অদ্য সকাল ১১: ০০ ঘঠিকায় উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের পাতাবাড়ি উচ্চ বিদ্যালয়ের হল রুমে ।

    সংঘাত নয় ,ঐক্যের বাংলাদেশ চাই,এই স্লোগানকে ধারণ করে ,বহুদলীয় ছাত্র সংগঠনের উদ্যোগে এ আলোচনা সভাটির আয়োজন করে উখিয়া
    ইয়ুথ এ্যাম্বাসেডর গ্রুপ।
    উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ উখিয়া শাখার সাংগঠনিক সম্পাদক ও হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নব আলম লিপি। আর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন উখিয়া ইয়ুথ এ্যাম্বাসেডর গ্রুপের কো-অর্ডিনেটর সাংবাদিক আব্দুল্লাহ আল যোবাইর। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান জনাব কামরুন্নেসা বেবী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা পিএফজির কো- আর্ডিনেটর ও বিশিষ্ট সাংবাদিক নূর মোহাম্মদ সিকদার। অন্যদিকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , উক্ত পিএফজির পিস এ্যাম্বাসেডর ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দলিলুর রহমান শাহীন। এছাড়াও সভায় বক্তব্য রাখেন পাতাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বেলাল উদ্দিন , জয়েন্ট কো – অর্ডিনেটর মোঃ ইবনে আলম কাফি ও সুমাইয়া সারমিন , সুশীল সমাজের সদস্য মোঃ তাজুল ইসলাম , জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার উখিয়া প্রতিনিধি সাংবাদিক ওমর ফারুক , মোঃ নোমান প্রমুখ।

    আলোচনা সভায় অতিথিবৃন্দ বলেন , বাল্য বিবাহ বন্ধ করতে হলে সমাজের সকলকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। বাল্য বিবাহের জন্য কিশোর প্রেম হল বড় সমস্যা। তাই ছাত্র ছাত্রীদের প্রেমে জড়িয়ে পড়া যাবেনা। এই বিষয়ে সচেতন হতে হবে, এবং পড়ালেখায় মনোযোগী হতে হবে। নারীদেরকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে ,নারীদের সহিংসতা থেকে রক্ষা করতে হবে। পাশাপাশি বাল্য বিবাহ বন্ধ করতে হলে অভিভাবকদের ও সচেতন হতে হবে। সবশেষে অনুষ্ঠানের সভাপতি জয়নাব আলম লিপির আলোচনা সমাপনী বক্তব্যের মাধ্যমে সভা শেষ হয় । উল্লেখ্য, আলোচনা সভার শেষে সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা ও সংঘাত মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধান অতিথি উপস্থিত ছাত্র ছাত্রীদের শপথ বাক্য পাঠ করান ।

  • হলদিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

    হলদিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

    কাজল আইচ, উখিয়া কক্সবাজার

    ৭ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কক্সবাজার শুভাগমন উপলক্ষে উখিয়া উপজেলা আওতাধীন হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

    ২১ নভেম্বর, বিকেল ৩ টায় মুক্তিযোদ্ধা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে আয়োজিত আগামী ৭ ডিসেম্বর ২০২২ইং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জননেত্রী শেখ হাসিনার কক্সবাজার শুভাগমন উপলক্ষে, মাননীয় প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ, উখিয়া উপজেলা আওতাধীন, হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা সম্পন্ন করা হয়েছে।

    উক্ত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা জাহাঙ্গীর কবির চৌধুরী, প্রধান বক্তার বক্তব্যে রাখেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা নুরুল হুদা।

    হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফ জাহান কাজল এর সভাপতিত্বে সভা পরিচালনা করেন হলদিয়া পালং ইউনিয়ন
    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ জাহান সাজু।

    সভার বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও হলদিয়া পালং ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মিন্টু, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক নেতা আমিনুল হক আমিন, উখিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুন্নেছা বেবী, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক রাসেল চৌধুরী,যুবলীগ লীগ নেতা আবুল হোসাইন আবু।

    হলদিয়াপালং ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সম্পাদক ফুলের শুভেচ্ছা বিনিময় করেন অতিথি বৃন্দদের সাথে।
    এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও ওয়ার্ড পর্যায়ে সভাপতি/সম্পাদক সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

  • উখিয়া দারুল হেদায়া মাদ্রাসা চাকবৈঠায় বার্ষিক সভায় হাফিজুর রহমান সিদ্দিকী।

    উখিয়া দারুল হেদায়া মাদ্রাসা চাকবৈঠায় বার্ষিক সভায় হাফিজুর রহমান সিদ্দিকী।

    ‍ওমর ফারুক উখিয়া -কক্সবাজার।

    অদ্য সন্ধা ২০ নভেম্বর রবিবার ২২ ইং কক্সবাজার জেলা উখিয়া উপজেলায় রাজাপালং ইউনিয়নের চাকবৈঠা কবরস্থান মাঠ সংলগ্ন দারুল হেদায়া মাদ্রাসা চাকবৈঠায় দুই দিন ব্যাপি বার্ষিক সভা ও তাফসির মাহাফিল আয়োজন করা হয়।

    এতে সভাপতি করেন,মাওলানা সিরাজুল হক।
    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামিলীগ উখিয়া উপজেলা শাখার সভাপতি  ও রাজাপালং ইউনিয়ন’র চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রত্নাপালং ইউনিয়ন’র সাবেক চেয়ারম্যান ও চাকবৈঠা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা সভাপতি জনাব নুরুল কবির চৌধুরী।

    সভায়,প্রধান মেহমান হিসেবে আলোচনা পেশ করেন,বরিশাল থেকে আগত খতিবুল উম্মাহ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা বরিশাল। বিশেষ মেহমান হিসেবে আলোচনা পেশ করেন, চট্রগ্রাম জিরি মাদ্রাসার মহতামিম মাওলানা হুভাইব। দারুল হেদায়া মাদ্রাসার পরিচালক ও উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি রিদুয়ানুল কাদীর সহ ২০ হাজার শ্রুতা বৃন্দু।

    এতে পরিচালক মুফ্তি রিদুয়ান কাদির বলেন,এই বছরের দারুল হেদায়া মাদ্রাসা থেকে ৩ জন ছাত্র হিফ্জ সমাপ্ত করেছেন
    তারা হলো মোহাম্মদ উসমান পিতা হাফেজ হারুন অর রশিদ, মোঃমিজান পিতা আবুল হোসেন,মোঃ সোহেল পিতা আব্দুল হালেখ
    এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ী ১০ জনকে মাহাফিল শুরুতে পুরুষ্কার প্রধান করবে বলে জানান।

    সভায় হিফ্জ সমাপ্তিকারীকে দস্তর(পাগড়ি) প্রধান করেন,মাওলানা হুভাইব মুহতামিম চট্টগ্রাম জিরি কাওমী মাদ্রাসা।
    এতে প্রধান মেহমান মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করেন।

  • উখিয়া উপজেলায় পিএফজির ফলোআপ মিটিং অনুষ্ঠিত।

    উখিয়া উপজেলায় পিএফজির ফলোআপ মিটিং অনুষ্ঠিত।

    কক্সবাজারের উখিয়া, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’র আয়োজিত পিএফজির ফলোআপ মিঠিং অনুষ্ঠিত হয়।

    ওমর ফারুক উখিয়া, কক্সবাজার।

    শনিবার ১৯ নভেম্বর বেলা ১২ঘটিকায় উখিয়া প্রেসক্লাব মিলনায়তনে হল কক্ষকে এই আয়োজন করা হয়।

    এতে পিএফজির কো-অর্ডিনেটর নুর মোহাম্মদ সিকদারের সভাপতিত্বে ও দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ এর কক্সবাজার জেলার ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মুহাম্মদ আব্দুর রব খান’র সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন,কক্সবাজার জেলার সাহিত্য কবি ও বিশিষ্ট রাজনীতিবিদ বাংলাদেশ আওয়ামীলীগ উখিয়া উপজেলা শাখার সাবেক সভাপতি কবি আদিল চৌধুরী।

    এতে তিনি বলেন,দেশের ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা অর্থ সম্পদ অর্জনে ব্যস্ত রয়েছে। যে যার মত করে সম্পদ লুট করেছে। দেশের সমস্যা সমাধানে দেশ প্রেম নিয়ে কাজ করলে আজ সোনার বাংলা হতো। সোনার মানুষের বড়ই অভাব রয়েছে। নদ-নদী ও খালের পানিতে চাষ করা যায়। কিন্তু এই পানি খাওয়া যায় না।

    তিনি বলেন, সাগরের পানি লবণাক্ত। খাল ও নদীর পানি যখন সাগরে মিলিত হয় তখন এই পানিও লবণাক্ত হয়ে যায়। আমাদের রাজনৈতিক অবস্থাও আজ খাল ও নদীর পানির মতো হয়েছে। আমাদের একটি লবণাক্ত সাগর দরকার। সমতার ভিত্তিতে সমাজ উন্নয়নে কাজ করতে হবে। সবাই মানুষ হিসেবে স্রষ্টার গুণে-গুণান্নিত হতে হবে। নিজ নিজ অবস্থান থেকে সৎ থেকে কাজ করি তাহলেই আমরা প্রশান্তি খুঁজে পাবো।

    এসময় বক্তব্য রাখেন, দলিলুর রহমান শাহিন, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক, উখিয়া উপজেলা বিএনপি,রতন কান্তি দে, সিনিয়র সহ সভাপতি, উখিয়া উপজেলা যুবলীগ,জয়নব আলম লিপি, সাংগঠনিক সম্পাদক, উখিয়া উপজেলা মহিলা লীগ, রবীন্দ্র দাস রবি, সাধারণ সম্পাদক, উখিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদ, মৃদুল আইচ, দারোগাবাজার সমাজ কমিটির সভাপতি।জন্নাত আরা বেগম, সহ সাংগঠনিক সম্পাদক, উখিয়া উপজেলা বিএনপি। সৈয়দ হোসেন চৌধুরী, আহ্বায়ক, আমার বাংলাদেশ পার্টি, উখিয়া,জাহাঙ্গীর রফিক, সাধারণ সম্পাদক, ইসলামী আন্দোলন, উখিয়া উপজেলা শাখা, হুমায়ুন কবির জুসান, সহ সভাপতি, উখিয়া প্রেস ক্লাব ফারুক আহমদ, সাংবাদিক ও সদস্য, উখিয়া প্রেস ক্লাব, সুবীর বড়ুয়া, অবসরপ্রাপ্ত শিক্ষক সহ প্রমুখ।

    এসময় উপস্থিত ছিলেন, পিএফজি সদস্য
    মনোয়ারা, রাশেদা বেগম, জেসমিন আক্তার, রহিমা বেগম, ইয়াসমিন আক্তার, আব্দুল মোস্তফা, জয়দীপ রুদ্র, কাজল আইচ,
    ইয়ুথ এ্যাম্বাসেডরঃ ইমরান মোহাম্মদ কাফি, তরুণ সাংবাদিক ওমর ফারুক, তাজুল ইসলাম, সুমাইয়া সারমিন, সালমা আক্তার মিমি, নুরুল ইসলাম সহ প্রমুখ।

  • সকল কাউন্সিলরদের ভোট ও ডেলিকেটদের দোয়া করিম ফিলিং স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলমের অনুরুধ

    সকল কাউন্সিলরদের ভোট ও ডেলিকেটদের দোয়া করিম ফিলিং স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলমের অনুরুধ

    স্টাফ রিপোর্টার,

    ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সম্মানীয় কাউন্সিলর ও নতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ, ১৮ নভেম্বর ২০২২ তারিখে অনুষ্ঠিতব্য ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিলে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হয়েছেন সাবেক ছাত্রনেতা আহমদ করিম সিকদার। নবঘোষিত উপজেলার সুপরিকল্পিত উন্নয়ন বাস্তবায়নে এই কাউন্সিল ও নির্বাচিত কর্মকর্তাদের ভূমিকা হবে অতি তাৎপর্যপূর্ণ।

    এই প্রেক্ষিতে ঈদগাঁর কিংবদন্তীতুল্য শিল্প উদ্যোক্তা মরহুম আলহাজ আনুমিয়া সিকদারের সুযোগ্য সন্তান, আমাদের ছোটভাই, নির্লোভ নিরহংকার ও নিবেদিতপ্রাণ সাবেক ছাত্রনেতা আহমদ করিম সিকদারের বিজয়ও উপজেলাবাসীর সমৃদ্ধির স্বার্থে অতি গুরুত্বপূর্ণ।

    আমাদের করিম ফিলিং স্টেশন এর সত্যায়ি আহমদ করিম সিকদার সব সময় মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোর ঐতিহ্যসূত্রে আপনাদের প্রতি এই দৃঢ় প্রতিশ্রুতি দিচ্ছি যে, দেওয়াল ঘড়ি মার্কায় আপনার মূল্যবান রায় প্রদান করে আহমদ করিম সিকদারকে বিজয়ী করুন- সবাই সম্মিলিতভাবে সবসময় আপনাদের পাশে থাকবে ইনশা-আল্লাহ।  

  • প্রতারককে ধরিয়ে দিন

    প্রতারককে ধরিয়ে দিন

    কক্সবাজার জেলা প্রতিনিধি- মোঃ হোসেন (সুমন),

    সাহেরা বেগম স্বামী মিজানুল রহমান, ছেলে মোঃনকিবুল রহমান,পিতাঃমোঃ মিজানুল রহমান এই দুইজন মা ও ছেলে এই লোক গুলি কক্সবাজার পূর্ব কলাতলী চন্দিমা মাঠ বাসা ভাড়া থাকতো ২বছর ধরে,এবং এই প্রতারকদুইজনে চাউলে ব্যাবসা করবে বলে লোকের কাছ থেকে বিভিন্ন ভাবে প্রতারণা করে প্রায় ৭/৮জন লোকের কাছে থেকে ৬লাখ টাকা নিয়ে আজ দুপুর ৩টার সময় উধাও হঠাৎ করে।

    যে কোন লোকে এই প্রতারক গুলিকে সামনে দেখতে পাইলে নিচের নাম্বারটা যোগাযোগ করা জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো–01884146519,01824463586।

  • বিরামপুরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে চালক ড্রাইভার নিহত

    বিরামপুরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে চালক ড্রাইভার নিহত

    এস এম মাসুদ রানা- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

    দিনাজপুরের বিরামপুরে দিনাজপুর- গোবিন্দগঞ্জ মহাসড়কের উপজেলার টাটকপুর নজরুল মাষ্টারের বাড়ির সামনে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে উত্তম কুমার রায় (৩২) নামে ট্রাক ড্রাইভার নিহত হয়েছে।

    পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ২ টার দিকে রাইচ ব্রান্ড বোঝায় একটি ট্রাক দিনাজপুর থেকে শেরপুর যাওয়ার পথে টাটকপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ট্রাকের হেলপার বের হতে পারলেও বের হতে পারেনি ড্রাইভার। পুলিশ, ফায়ার সার্ভিস, এলাকার লোকজন প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে ট্রাকের ভিতর থেকে রাত ২টার দিকে ট্রাক ড্রাইভারকে মৃত্যু অবস্থায় উদ্ধার করে। নিহত ব্যক্তি দিনাজপুর সদর কোতয়ালী থানার বড়ইল গ্রামের লাল মোহন রায়ের ছেলে।

    বিরামপুর থানার উপ-পরিদর্শক আলাউদ্দিন জানান, আমরা ধারনা করছি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ট্রাকটি খাদে চলে যাওয়ায় উদ্ধার কাজ কিছুটা ব্যাহত হলেও আমরা সহ ফায়ার সার্ভিসের লোকজন অনেক চেষ্টা করে রাতেই নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করছি।

    বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

  • বিরামপুরে গৃহবধূ নিখোঁজ থানায় পিতার সাধারণ ডায়েরি

    বিরামপুরে গৃহবধূ নিখোঁজ থানায় পিতার সাধারণ ডায়েরি

    এস এম মাসুদ রানা- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

    দিনাজপুর বিরামপুরে গৃহবধূ নিখোঁজ থানায় সাধারণ ডায়েরি করেছেন মেয়ের পিতা আজমল হোসেন। (১৫ নভেম্বর) মঙ্গলবার দিনাজপুর বিরামপুরে

    গৃহবধূ নিখোঁজ হওয়ায় মেয়ের পিতা স্হানীয় থানায় সাধারণ ডায়েরি করেছেন
    যার জিডি নং-৭৪১ তাং-১৫/১১/২০২২ বলে জানা যায়। বিরামপুর থানায় সাধারণ ডায়েরি সূত্র মতে নিখোঁজ বেবি আক্তার বিরামপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের কল্যাণপুর মহল্লার আজমল হোসেনের কন্যা। কয়েক বছর পূর্বে উপজেলার দিওড় ইউনিয়নের ১নং ওয়ার্ডের বিশাগড় মৌজার শিয়ালা গ্রামের মোঃ মকবুল হোসেনের ছেলে মোঃ মেজবাউল ইসলামের সাথে বিবাহ হয়ে থাকে। অভিযোগ সূত্রে বেবি আক্তারের পিতা আজমল হোসেনের নিকট জানতে চাইলে তিনি বলেন,আমি আমার কন্যাকে কয়েক বছর পূর্বে শিয়ালা গ্রামের মেজবাউল ইসলামের সাথে বিবাহ দিয়ে থাকি। এসময় উপটৌকন স্বরুপ তাকে ৫০,০০০/ টাকা সহ অনেক আসবাবপত্র দিয়েছিলাম। বিয়ের পর একটি সন্তান হওয়ার পর হইতে মেজবাউল আমার মেয়েকে সময় অসময় নির্যাতন করে আসছিল। এবিষয়ে আমি সহ এলাকার অনেক গন্যমান্য ব্যক্তিরা এই শালিস করে থাকেন। কিন্তু মেজবাউল ইসলামের চরিত্র কোন রকম পরিবর্তন হয় নাই। সে তার পূর্বের আচরণ বরাবরের মতই প্রকাশ পায়।

    এরই ধারাবাহিকতায় গত ৩রা নভেম্বর -২০২২ ইং তারিখ আমার মেয়ে জামাই মেজবাউলের বাড়ি থেকে বিরামপুরে ঔষধ নেওয়ার জন্য আসেন। আমার মেয়ে উক্ত ঔষধের ৫শত টাকা আমার নিকট থেকে নিয়ে যায়। আমি গত ৬নভেম্বরে লোকমূখে জানতে পারি আমার মেয়ে নাই। আমি বেশ কয়েকবার জামাই মেজবাউল ইসলাম কে মূটোফোনে জানতে চাইলে সে আমার মোবাইল ফোন না ধরে কেটে দেন। কোন রকম উপায় না পেয়ে আমি বাংলাদেশ হিউম্যান রাইট্স এন্ড প্রেস সোসাইটি দিনাজপুর জেলা কমিটি বিরামপুর বরাবর একটি আবেদন করে থাকি। এখন পর্যন্ত আমার মেয়ে কে খুঁজে পাই নাই। আমার মেয়ে কে আমার জামাই মেজবাউল ইসলাম নির্যাতন করে বাড়ি থেকে বের করে দিয়েছেন। সে আমার মেয়েকে কি করেছেন তা আমি জানিনা। মেজবাউল হক আমার মেয়ে কে কোথাও গোপন করে রেখেছেন বলে অভিযোগ করেন। এমন অভিযোগের ভিত্তিতে দিওড় ইউনিয়নে বিশাগড় মহল্লায় মেজবাউলের সাথে কথা বললে তিনি উপস্থিত এলাকার জনসাধারণের মাঝে তার শুশুর আজমল মিয়াকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে থাকেন।

    এমন অবস্থায় এলাকার জনসাধারণের নিকট জানা যায়,মেজবাউল ইসলাম একজন আইন অমান্য কারী ব্যক্তি,বরাবরের মত সে তার স্ত্রীর উপর নির্যাতন করে থাকেন।তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ ব্যাবস্হা গ্রহণের দাবি জানান এলাকাবাসী। এবিষয়ে বেবি আক্তারের পিতা আজমল হোসেন আইনের মাধ্যমে তার মেয়েকে ফেরত চান বলে জানান।

  • বিরামপুরে দুইদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার শুভ উদ্বোধন

    বিরামপুরে দুইদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার শুভ উদ্বোধন

    এস এম মাসুদ রানা- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

    দিনাজপুরের বিরামপুরে “ডিজিটাল উদ্ভাবনী মেলা-২২” উদ্বোধন করা হয়। ১৬ নভেম্বর বুধবার বিরামপুর উপজেলা পরিষদ বড় মাঠ প্রাঙ্গনে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন, প্রধান অতিথি বিরামপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আককাস আলী । “উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যে” উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা একাডেমী সুপারভাইজার আব্দুস সালাম এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শিবেশ কুমার কুন্ডু ,বিরামপুর নবাবগঞ্জ এর সিনিয়র সহকারী সার্কেল এ কে এম ওহেদুন্নবী, বিরামপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শ্যামল কুমার রায় ,বিরামপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অদৈত কুমার অপু ,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন কুমার মহন্ত, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিক্সন চন্দ্র পাল, মহিলা বিষয়ক কর্মকর্তা মোশারাত জাহান, সহকারি প্রোগ্রামার আইসিটি কর্মকর্তা পাপিয়া নাসরিন প্রমুখ।

    এছাড়াও অত্র উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শিক্ষিকা বৃন্দ সুধীজন সহ বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দগণ উপস্থিত ছিলেন।

    মেলায় বিভিন্ন উদ্ভাবনী বিষয়ে সরকারি, বেসরকারী দপ্তর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে মোট ৩০টি স্টল রয়েছে। উদ্বোধনী আলোচনা সভা শেষে স্টলসমূহ ঘুরে দেখেন অতিথিরা।