Blog

  • ৩ কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে ফুলবাড়ী ২৯ বিজিবি

    ৩ কোটি টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে ফুলবাড়ী ২৯ বিজিবি

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

    দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আমড়া দক্ষিণপাড়া গ্রাম থেকে ৩০১ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)

    মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকেলে সীমান্তবর্তী আমড়া দক্ষিণপাড়া গ্রাম থেকে ‍ওই মূর্তিটি উদ্ধার করেন ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবির সদস্যরা।

    ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট আলমগীর কবির জানান, ২৯ বিজিবির অধীন সীমান্ত এলাকায় আমড়া গ্রামের বাসিন্দা মো. মোকসেদুল ইসলাম নিজ জমিতে মাটি খননের সময় ৩০১ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তির সন্ধান পান। তিনি আমড়া সীমান্ত ফাঁড়িতে অবহিত করলে ফাঁড়ি কমান্ডার সুবেদার মো. শুকশাহের নেতৃত্বে একটি টহলদল ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করে ২৯ বিজিবি সদর দফতরে জমা দেন।

    মূর্তিটির আনুমানিক বাজারদর ৩ কোটি ১ লাখ টাকা বলে জানান ফুলবাড়ী ২৯ বিজিবির অধিনায়ক।

  • বাঁশখালীতে ৬৮ বছর বয়সী বৃদ্ধা মহিলার বিরুদ্ধে ছাত্রলীগ নেতার চাঁদাবাজি মামলা

    বাঁশখালীতে ৬৮ বছর বয়সী বৃদ্ধা মহিলার বিরুদ্ধে ছাত্রলীগ নেতার চাঁদাবাজি মামলা

    চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

    বাঁশখালীতে ৬৮ বছর বয়সী এক বৃদ্ধাসহ তার দুই পুত্র-কন্যার বিরুদ্ধে চাঁদাবাজি ও জায়গা দখলের অভিযোগে মামলা দায়ের করেছেন এক ছাত্রলীগ নেতা। মামলার বাদী সাইদুর রহমান বাঁশখালী পৌরসভা ছাত্রলীগ নেতা।

    মঙ্গলবার (২০ ডিসেম্বর) দুপুরে ফরিদা আকতারের বিরুদ্ধে চাঁদাবাজি ও জায়গা দখল চেষ্টার অভিযোগে বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করা হয়।আদালত মামলাটি আমলে নিয়ে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দিয়েছেন। মামলায় বাদী পক্ষের আইনজীবী ছিলেন এ্যাডভোকেট নাজমুল আলম।

    সাইদুর রহমান বাঁশখালী পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের নুরুন্নবীর পুত্র। মামলায় ফরিদার ছেলে ছমুদুল হক ও মেয়ে সুমি বেগমকেও আসামি করা হয়েছে।

    জানা যায়, দীর্ঘ ৭০ বছরেরও বেশী সময় ধরে ফরিদা আকতার ও তার পরিবার বন্দোবস্তি লীজ মুলে ওই জায়গায় বসবাস করে আসলেও মামলাটিতে ফরিদা আকতার ও তার পুত্র কন্যাদের বিরুদ্ধে জায়গা দখল চেষ্টার অভিযোগ করা হয়েছে।

    এর আগে গত ২০ নভেম্বর ফরিদা আকতারের জায়গা জবর দখল চেষ্টা ও গাছপালা কেটে বাঁশখালী পৌরসভার জঙ্গল জলদী আমিরাঘোনা এলাকার প্রায় ৫ কানি জায়গার উপর ঘরবাড়ি ভেঙে শত শত গাছপালা কেটে তান্ডব চালানো হয়। এ ঘটনায় ফরিদা আকতার হাইকোর্টে গত ১ ডিসেম্বর রিট পিটিশন নং ১৪৯৯৩/২২ দায়ের করেন। রিট শুনানি শেষে বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ বিগত ১১ ডিসেম্বর তারিখে উক্ত জায়গার উপর নিষেধাজ্ঞা জারি করেন। এতে ভূমি সচিব, চট্টগ্রামের জেলা প্রশাসক, বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) ও সার্ভেয়ারসহ ৭ জনকে বিবাদী করা হয়। হাইকোর্টের নিষেধাজ্ঞার পরও বিরোধপূর্ণ ওই জায়গায় আশ্রয়ণ প্রকল্পের কাজ চলমান রয়েছে।

    অভিযোগে মামলার বাদী সাঈদুর রহমান উল্লেখ করেন, বজলুর রহমানের মালিকানাধীন ১ কানি ৫ গন্ডা জমির খরিদা সুত্রে বর্তমান মালিক সাঈদুর রহমান। ওই জায়গা তিনি বুঝে পেয়েছেন। এখন ফরিদা ওই জায়গার জন্য তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করছেন। গত ২০ ডিসেম্বর জায়গা সার্ভে করতে গেলে তিনি ও তার লোকজনের উপর হামলা করা হয়েছে।

    এই মামলার বিবাদী ও হাইকোর্টের রিট মামলার বাদী ফরিদা আকতার বলেন, সাঈদ ও তার লোকজন আমার জায়গা জবর দখলের চেষ্টা করে ব্যর্থ হয়ে এখন আমার বিরুদ্ধে এই মামলা দিয়েছে। আমার মামলায় হাইকোর্ট নিষেধাজ্ঞা দিলেও তারা জোর করেই আমার জায়গার উপর কাজ অব্যাহত রেখেছে।

  • ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত হলেন ফারিছ চৌধুরী

    ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত হলেন ফারিছ চৌধুরী

    ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মনোনীত হলেন ফারিছ চৌধুরী
    সংবাদ বিজ্ঞপ্তি:
    বাংলাদেশ ছাত্রলীগের সদস্য মনোনীত হয়েছেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক ছাত্রনেতা ফারিছ চৌধুরী।
    চলতি বছরের ৩১ জুলাই ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল- নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত প্যাডে তাকে সদস্য পদে মনোনীত করেন। বাংলাদেশ ছাত্রলীগে বিভিন্ন সময়ে পদবঞ্চিত নেতাকর্মীদের চিঠির মাধ্যমে প্রদায়ন করা হয়।
    কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ফারিছ চৌধুরী বলেন, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারণ করে সে দায়িত্ব সঠিকভাবে পালন করার চেষ্টা করব এবং জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সর্বদা বদ্ধপরিকর থাকবো।

  • নাইক্ষ‍্যংছড়িতে বিজিবির অভিযানে বিদেশি ১২৯০০ প‍্যাকেট সিগারেট আটক

    নাইক্ষ‍্যংছড়িতে বিজিবির অভিযানে বিদেশি ১২৯০০ প‍্যাকেট সিগারেট আটক

    কপিল উদ্দিন জয় বান্দরবান জেলা প্রতিনিধিঃ

    বিজিবি কর্তৃক মালিক বিহীন বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট উদ্ধার করা হয়েছে।

    বৃহস্পতিবার ভোর ৫টার সময় কক্সবাজার ৩৪ বিজিবির অধীনস্থ রেজুআমতলী বিওপি কর্তৃক নাইক্ষ‍্যংছড়ির ঘুমধুম ইউনিয়নে মগঘাটা নামক এলাকার একটি রাবার বাগানে অন্যত্র পাচার করার জন্য গোপনে রাখা অবস্থায় মালিকবিহীন নিম্নোক্ত বিভিন্ন প্রকার বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট উদ্ধার করে বলে জানাগেছে ।
    উদ্ধারকৃত বিভিন্ন প্রকার সিগারেটের এর মধ্যে রয়েছে
    ৪৫০০ প্যাঃ বার্মিজ তৈরি Mond,
    ৪৫০০ প্যাঃ বার্মিজ SO
    ৩৯০০ প্যাঃ বার্মিজ ORIS সহ মোট ১২৯০০ প‍্যাকেট সিগারেট।
    উদ্ধারকৃত বার্মিজ সিগারেট গুলো ধ্বংসের জন্য কক্সবাজার ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।
    উল্লেখ্য নাইক্ষ‍্যংছড়ি- মিয়ানমার সীমান্ত এলাকার কিছু দুর্গম জায়গা দিয়ে স্থানীয় চোরাকারবারীরা রাতের আঁধারে সময় সুযোগ বুঝে স্থানীয় প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে রাজস্ব বিহীন অবৈধ সিগারেট বাংলাদেশের অভ্যন্তরে এনে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিয়ে অধিক মুনাফা লাভের জন্য বেপরোয়া হয়ে উঠেছে বলে জানা গেছে।

  • রামুর গর্জনিয়ায় থামছে না ইয়াবা বাণিজ্য,মাদকদ্রব্য অধিদপ্তরের জালে আটকা পড়লো ২ ব্যবসায়ী

    রামুর গর্জনিয়ায় থামছে না ইয়াবা বাণিজ্য,মাদকদ্রব্য অধিদপ্তরের জালে আটকা পড়লো ২ ব্যবসায়ী

    কপিল উদ্দিন জয়,বান্দরবান জেলা প্রতিনিধিঃ

    রামুর পাহাড়ি এলাকার ঐতিহ্যবাহি কচ্ছপিয়া ইউনিয়নের গর্জনিয়া বাজারে মিয়ানমার থেকে আসা ইয়াবা,পলথিনসহ অবৈধ পণ্যের বাণিজ্য চলছে স্থানীয় প্রশাসনের কতিপয় লোকজনকে ম‍্যানেজ করে।
    অবৈধ এসব ব‍্যাবসা থামানো যাচ্ছে না কোন ভাবেই,এমন পরিস্থিতিতে শনিবার ( ৩ ডিসেম্বর) দুপুরে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জালে আটকা পড়েন দু’ইয়াবা ব্যবসায়ী।
    আটক হওয়া দু’জনই ব্যবসায়ী একজনের নাম মোঃ হারুন ( ৩১) পিতা নুরুল হক,সেসুপারী ব্যবসায়ী। অপর জন ছৈয়দ আলম ( ৩০) সে পান ব্যবসী, তার পিতা নুর আহমদ তাদের দু’জনের বাড়িই কচ্ছপিয়া ইউনিয়নের মাষ্টার পাড়ায়।
    তারা দীর্ঘ দিন ধরে এ ব্যবসায় জড়িত বলে নিন্চিত করেন ককসবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,তারা এদের কাছ থেকে ১০ হাজার ২ শত ইয়াবা উদ্ধার করে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।

    এ দিকে গর্জনিয়া বাজারের একাধিক ব্যবসায়ী বলেন,এ বাজারের সুনাম ক্ষূণ্ন করছে কিছু অসাধু ব্যবসায়ী।
    তারা ঐতিহ্যবাহী এই বাজারটিকে বর্তমান ও ভবিষ্যৎ সুনাম ক্ষুন্ন করার জন্য ব্যস্ত হইয়ে পড়েছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হাতে আটক দুই ব্যবসায়ী আটকের ঘটনা।
    গর্জনিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বলেন,তিনি ২ জন ইয়াবা ব্যবসায়ী আটকের খবর শুনেছেন।

  • ঈদগাঁও’তে  চোলাই মদসহ ইউপি মেম্বার আটক

    ঈদগাঁও’তে  চোলাই মদসহ ইউপি মেম্বার আটক

    ইমরান তাওহীদ রানা- ঈদগাঁও,

    কক্সবাজারের নব ঘোষিত ঈদগাঁও উপজেলায় চোলাই মদসহ এক ইউপি মেম্বারকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেল ৫টায় ঈদগাঁও সদর ইউনিয়নের পালপাড়াস্থ নিজ বাড়ির সামন থেকে মদসহ তাকে আটক করা হয়। আটক প্রদোষ পাল মুন্না (৫৫) ঈদগাঁও ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার।

    প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদগাঁও-ঈদগড় সড়কের পাহাড়ি এলাকা ঈদগড়ের দিক থেকে গাড়িযোগে এসে নিজ বাড়ির সামনে নামেন মুন্না মেম্বার। এ সময় তার হাতে ছোট আকারের দুটি প্লাস্টিক ট্যাংকভর্তি তরল দ্রব্য ছিল। এর কিছুক্ষণ পরেই ঈদগাঁও থানার পুলিশ ফোর্স এসে বাংলা মদসহ তাকে আটক করে ও থানায় নিয়ে যায়।

    নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, আটক মুন্না মেম্বার মাদকাসক্ত হিসেবে এলাকায় পরিচিত। মুন্না ও তার ভাই বাচ্চু পালের নেতৃত্বাধীন একটি সিন্ডিকেট দীর্ঘ দিন ধরে বাংলা মদ বিক্রি করে আসছেন।

    তবে ঈদগাঁও ইউপি চেয়ারম্যান ছৈয়দ আলম বলেন, আটক মুন্না মেম্বার মাদকসেবী হলেও ব্যাবসায়ী নয়। মদসহ মেম্বার আটক হওয়ায় ইউনিয়ন পরিষদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে বলেও মন্তব্য করেন চেয়ারম্যান।

    ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কবির জানান, চার লিটার বাংলা মদসহ মুন্না মেম্বারকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।

  • রাজাপালং ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

    রাজাপালং ইউনিয়ন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

    কাজল আইচ, উখিয়া কক্সবাজার

    ৭ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কক্সবাজার শুভাগমন উপলক্ষে ও কক্সবাজার জনসভাকে সফল করার লক্ষ্যে উখিয়া উপজেলা আওয়ামী লীগের নির্দেশে ধারাবাহিক পর্যায়ে ওয়ার্ড আওয়ামী লীগের মত বিনিময় সভা চলমান রয়েছে। আজ তাঁরই ধারাবাহিকতায় রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের আওতাধীন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে মতবিনিময় সভায় অত্র ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ সোহেল বিএ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জননেতা মোঃ সালাহ উদ্দিন মেম্বার, প্রধান বক্তার বক্তব্যে রাখেন রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এটিএম রশিদ।

    ২৯ নভেম্বর, তুতুরবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত সভার সঞ্চালনা করেন ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাইরুল হক। আরো বক্তব্য রাখেন ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ।
    এর আগে অতিথিবৃন্দদের ফুলের শুভেচ্ছা বিনিময় করেন অত্র ওয়ার্ডের সভাপতি- সম্পাদক ও ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ।

  • বাল্য বিবাহ ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে তরুণ সমাজের ভুমিকা শীর্ষক আলোচনা সভা সম্পন্ন

    বাল্য বিবাহ ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে তরুণ সমাজের ভুমিকা শীর্ষক আলোচনা সভা সম্পন্ন

    আবদুল্লাহ আল যোবাইর উখিয়া, কক্সবাজারঃ-

    উখিয়া উপজেলা ইয়ুথ এ্যাম্বেসেডর গ্রুপের উদ্যোগে ও দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় ” বাল্য বিবাহ ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে তরুণ সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা সম্পন্ন হয়েছে অদ্য সকাল ১১: ০০ ঘঠিকায় উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের পাতাবাড়ি উচ্চ বিদ্যালয়ের হল রুমে ।

    সংঘাত নয় ,ঐক্যের বাংলাদেশ চাই,এই স্লোগানকে ধারণ করে ,বহুদলীয় ছাত্র সংগঠনের উদ্যোগে এ আলোচনা সভাটির আয়োজন করে উখিয়া
    ইয়ুথ এ্যাম্বাসেডর গ্রুপ।
    উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ উখিয়া শাখার সাংগঠনিক সম্পাদক ও হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নব আলম লিপি। আর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন উখিয়া ইয়ুথ এ্যাম্বাসেডর গ্রুপের কো-অর্ডিনেটর সাংবাদিক আব্দুল্লাহ আল যোবাইর। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান জনাব কামরুন্নেসা বেবী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা পিএফজির কো- আর্ডিনেটর ও বিশিষ্ট সাংবাদিক নূর মোহাম্মদ সিকদার। অন্যদিকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , উক্ত পিএফজির পিস এ্যাম্বাসেডর ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দলিলুর রহমান শাহীন। এছাড়াও সভায় বক্তব্য রাখেন পাতাবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বেলাল উদ্দিন , জয়েন্ট কো – অর্ডিনেটর মোঃ ইবনে আলম কাফি ও সুমাইয়া সারমিন , সুশীল সমাজের সদস্য মোঃ তাজুল ইসলাম , জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার উখিয়া প্রতিনিধি সাংবাদিক ওমর ফারুক , মোঃ নোমান প্রমুখ।

    আলোচনা সভায় অতিথিবৃন্দ বলেন , বাল্য বিবাহ বন্ধ করতে হলে সমাজের সকলকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। বাল্য বিবাহের জন্য কিশোর প্রেম হল বড় সমস্যা। তাই ছাত্র ছাত্রীদের প্রেমে জড়িয়ে পড়া যাবেনা। এই বিষয়ে সচেতন হতে হবে, এবং পড়ালেখায় মনোযোগী হতে হবে। নারীদেরকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে ,নারীদের সহিংসতা থেকে রক্ষা করতে হবে। পাশাপাশি বাল্য বিবাহ বন্ধ করতে হলে অভিভাবকদের ও সচেতন হতে হবে। সবশেষে অনুষ্ঠানের সভাপতি জয়নাব আলম লিপির আলোচনা সমাপনী বক্তব্যের মাধ্যমে সভা শেষ হয় । উল্লেখ্য, আলোচনা সভার শেষে সুষ্ঠু গণতান্ত্রিক চর্চা ও সংঘাত মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধান অতিথি উপস্থিত ছাত্র ছাত্রীদের শপথ বাক্য পাঠ করান ।

  • হলদিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

    হলদিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

    কাজল আইচ, উখিয়া কক্সবাজার

    ৭ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কক্সবাজার শুভাগমন উপলক্ষে উখিয়া উপজেলা আওতাধীন হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

    ২১ নভেম্বর, বিকেল ৩ টায় মুক্তিযোদ্ধা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে আয়োজিত আগামী ৭ ডিসেম্বর ২০২২ইং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জননেত্রী শেখ হাসিনার কক্সবাজার শুভাগমন উপলক্ষে, মাননীয় প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ, উখিয়া উপজেলা আওতাধীন, হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা সম্পন্ন করা হয়েছে।

    উক্ত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা জাহাঙ্গীর কবির চৌধুরী, প্রধান বক্তার বক্তব্যে রাখেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা নুরুল হুদা।

    হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফ জাহান কাজল এর সভাপতিত্বে সভা পরিচালনা করেন হলদিয়া পালং ইউনিয়ন
    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ জাহান সাজু।

    সভার বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও হলদিয়া পালং ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন মিন্টু, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক নেতা আমিনুল হক আমিন, উখিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুন্নেছা বেবী, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক রাসেল চৌধুরী,যুবলীগ লীগ নেতা আবুল হোসাইন আবু।

    হলদিয়াপালং ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সম্পাদক ফুলের শুভেচ্ছা বিনিময় করেন অতিথি বৃন্দদের সাথে।
    এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ ও ওয়ার্ড পর্যায়ে সভাপতি/সম্পাদক সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।