Blog

  • উখিয়া দারুল হেদায়া মাদ্রাসা চাকবৈঠায় বার্ষিক সভায় হাফিজুর রহমান সিদ্দিকী।

    উখিয়া দারুল হেদায়া মাদ্রাসা চাকবৈঠায় বার্ষিক সভায় হাফিজুর রহমান সিদ্দিকী।

    ‍ওমর ফারুক উখিয়া -কক্সবাজার।

    অদ্য সন্ধা ২০ নভেম্বর রবিবার ২২ ইং কক্সবাজার জেলা উখিয়া উপজেলায় রাজাপালং ইউনিয়নের চাকবৈঠা কবরস্থান মাঠ সংলগ্ন দারুল হেদায়া মাদ্রাসা চাকবৈঠায় দুই দিন ব্যাপি বার্ষিক সভা ও তাফসির মাহাফিল আয়োজন করা হয়।

    এতে সভাপতি করেন,মাওলানা সিরাজুল হক।
    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামিলীগ উখিয়া উপজেলা শাখার সভাপতি  ও রাজাপালং ইউনিয়ন’র চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রত্নাপালং ইউনিয়ন’র সাবেক চেয়ারম্যান ও চাকবৈঠা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা সভাপতি জনাব নুরুল কবির চৌধুরী।

    সভায়,প্রধান মেহমান হিসেবে আলোচনা পেশ করেন,বরিশাল থেকে আগত খতিবুল উম্মাহ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা বরিশাল। বিশেষ মেহমান হিসেবে আলোচনা পেশ করেন, চট্রগ্রাম জিরি মাদ্রাসার মহতামিম মাওলানা হুভাইব। দারুল হেদায়া মাদ্রাসার পরিচালক ও উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি রিদুয়ানুল কাদীর সহ ২০ হাজার শ্রুতা বৃন্দু।

    এতে পরিচালক মুফ্তি রিদুয়ান কাদির বলেন,এই বছরের দারুল হেদায়া মাদ্রাসা থেকে ৩ জন ছাত্র হিফ্জ সমাপ্ত করেছেন
    তারা হলো মোহাম্মদ উসমান পিতা হাফেজ হারুন অর রশিদ, মোঃমিজান পিতা আবুল হোসেন,মোঃ সোহেল পিতা আব্দুল হালেখ
    এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ী ১০ জনকে মাহাফিল শুরুতে পুরুষ্কার প্রধান করবে বলে জানান।

    সভায় হিফ্জ সমাপ্তিকারীকে দস্তর(পাগড়ি) প্রধান করেন,মাওলানা হুভাইব মুহতামিম চট্টগ্রাম জিরি কাওমী মাদ্রাসা।
    এতে প্রধান মেহমান মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করেন।

  • উখিয়া উপজেলায় পিএফজির ফলোআপ মিটিং অনুষ্ঠিত।

    উখিয়া উপজেলায় পিএফজির ফলোআপ মিটিং অনুষ্ঠিত।

    কক্সবাজারের উখিয়া, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’র আয়োজিত পিএফজির ফলোআপ মিঠিং অনুষ্ঠিত হয়।

    ওমর ফারুক উখিয়া, কক্সবাজার।

    শনিবার ১৯ নভেম্বর বেলা ১২ঘটিকায় উখিয়া প্রেসক্লাব মিলনায়তনে হল কক্ষকে এই আয়োজন করা হয়।

    এতে পিএফজির কো-অর্ডিনেটর নুর মোহাম্মদ সিকদারের সভাপতিত্বে ও দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ এর কক্সবাজার জেলার ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মুহাম্মদ আব্দুর রব খান’র সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন,কক্সবাজার জেলার সাহিত্য কবি ও বিশিষ্ট রাজনীতিবিদ বাংলাদেশ আওয়ামীলীগ উখিয়া উপজেলা শাখার সাবেক সভাপতি কবি আদিল চৌধুরী।

    এতে তিনি বলেন,দেশের ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা অর্থ সম্পদ অর্জনে ব্যস্ত রয়েছে। যে যার মত করে সম্পদ লুট করেছে। দেশের সমস্যা সমাধানে দেশ প্রেম নিয়ে কাজ করলে আজ সোনার বাংলা হতো। সোনার মানুষের বড়ই অভাব রয়েছে। নদ-নদী ও খালের পানিতে চাষ করা যায়। কিন্তু এই পানি খাওয়া যায় না।

    তিনি বলেন, সাগরের পানি লবণাক্ত। খাল ও নদীর পানি যখন সাগরে মিলিত হয় তখন এই পানিও লবণাক্ত হয়ে যায়। আমাদের রাজনৈতিক অবস্থাও আজ খাল ও নদীর পানির মতো হয়েছে। আমাদের একটি লবণাক্ত সাগর দরকার। সমতার ভিত্তিতে সমাজ উন্নয়নে কাজ করতে হবে। সবাই মানুষ হিসেবে স্রষ্টার গুণে-গুণান্নিত হতে হবে। নিজ নিজ অবস্থান থেকে সৎ থেকে কাজ করি তাহলেই আমরা প্রশান্তি খুঁজে পাবো।

    এসময় বক্তব্য রাখেন, দলিলুর রহমান শাহিন, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক, উখিয়া উপজেলা বিএনপি,রতন কান্তি দে, সিনিয়র সহ সভাপতি, উখিয়া উপজেলা যুবলীগ,জয়নব আলম লিপি, সাংগঠনিক সম্পাদক, উখিয়া উপজেলা মহিলা লীগ, রবীন্দ্র দাস রবি, সাধারণ সম্পাদক, উখিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদ, মৃদুল আইচ, দারোগাবাজার সমাজ কমিটির সভাপতি।জন্নাত আরা বেগম, সহ সাংগঠনিক সম্পাদক, উখিয়া উপজেলা বিএনপি। সৈয়দ হোসেন চৌধুরী, আহ্বায়ক, আমার বাংলাদেশ পার্টি, উখিয়া,জাহাঙ্গীর রফিক, সাধারণ সম্পাদক, ইসলামী আন্দোলন, উখিয়া উপজেলা শাখা, হুমায়ুন কবির জুসান, সহ সভাপতি, উখিয়া প্রেস ক্লাব ফারুক আহমদ, সাংবাদিক ও সদস্য, উখিয়া প্রেস ক্লাব, সুবীর বড়ুয়া, অবসরপ্রাপ্ত শিক্ষক সহ প্রমুখ।

    এসময় উপস্থিত ছিলেন, পিএফজি সদস্য
    মনোয়ারা, রাশেদা বেগম, জেসমিন আক্তার, রহিমা বেগম, ইয়াসমিন আক্তার, আব্দুল মোস্তফা, জয়দীপ রুদ্র, কাজল আইচ,
    ইয়ুথ এ্যাম্বাসেডরঃ ইমরান মোহাম্মদ কাফি, তরুণ সাংবাদিক ওমর ফারুক, তাজুল ইসলাম, সুমাইয়া সারমিন, সালমা আক্তার মিমি, নুরুল ইসলাম সহ প্রমুখ।

  • সকল কাউন্সিলরদের ভোট ও ডেলিকেটদের দোয়া করিম ফিলিং স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলমের অনুরুধ

    সকল কাউন্সিলরদের ভোট ও ডেলিকেটদের দোয়া করিম ফিলিং স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলমের অনুরুধ

    স্টাফ রিপোর্টার,

    ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সম্মানীয় কাউন্সিলর ও নতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ, ১৮ নভেম্বর ২০২২ তারিখে অনুষ্ঠিতব্য ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিলে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হয়েছেন সাবেক ছাত্রনেতা আহমদ করিম সিকদার। নবঘোষিত উপজেলার সুপরিকল্পিত উন্নয়ন বাস্তবায়নে এই কাউন্সিল ও নির্বাচিত কর্মকর্তাদের ভূমিকা হবে অতি তাৎপর্যপূর্ণ।

    এই প্রেক্ষিতে ঈদগাঁর কিংবদন্তীতুল্য শিল্প উদ্যোক্তা মরহুম আলহাজ আনুমিয়া সিকদারের সুযোগ্য সন্তান, আমাদের ছোটভাই, নির্লোভ নিরহংকার ও নিবেদিতপ্রাণ সাবেক ছাত্রনেতা আহমদ করিম সিকদারের বিজয়ও উপজেলাবাসীর সমৃদ্ধির স্বার্থে অতি গুরুত্বপূর্ণ।

    আমাদের করিম ফিলিং স্টেশন এর সত্যায়ি আহমদ করিম সিকদার সব সময় মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোর ঐতিহ্যসূত্রে আপনাদের প্রতি এই দৃঢ় প্রতিশ্রুতি দিচ্ছি যে, দেওয়াল ঘড়ি মার্কায় আপনার মূল্যবান রায় প্রদান করে আহমদ করিম সিকদারকে বিজয়ী করুন- সবাই সম্মিলিতভাবে সবসময় আপনাদের পাশে থাকবে ইনশা-আল্লাহ।  

  • প্রতারককে ধরিয়ে দিন

    প্রতারককে ধরিয়ে দিন

    কক্সবাজার জেলা প্রতিনিধি- মোঃ হোসেন (সুমন),

    সাহেরা বেগম স্বামী মিজানুল রহমান, ছেলে মোঃনকিবুল রহমান,পিতাঃমোঃ মিজানুল রহমান এই দুইজন মা ও ছেলে এই লোক গুলি কক্সবাজার পূর্ব কলাতলী চন্দিমা মাঠ বাসা ভাড়া থাকতো ২বছর ধরে,এবং এই প্রতারকদুইজনে চাউলে ব্যাবসা করবে বলে লোকের কাছ থেকে বিভিন্ন ভাবে প্রতারণা করে প্রায় ৭/৮জন লোকের কাছে থেকে ৬লাখ টাকা নিয়ে আজ দুপুর ৩টার সময় উধাও হঠাৎ করে।

    যে কোন লোকে এই প্রতারক গুলিকে সামনে দেখতে পাইলে নিচের নাম্বারটা যোগাযোগ করা জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো–01884146519,01824463586।

  • বিরামপুরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে চালক ড্রাইভার নিহত

    বিরামপুরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে চালক ড্রাইভার নিহত

    এস এম মাসুদ রানা- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

    দিনাজপুরের বিরামপুরে দিনাজপুর- গোবিন্দগঞ্জ মহাসড়কের উপজেলার টাটকপুর নজরুল মাষ্টারের বাড়ির সামনে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে উত্তম কুমার রায় (৩২) নামে ট্রাক ড্রাইভার নিহত হয়েছে।

    পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ২ টার দিকে রাইচ ব্রান্ড বোঝায় একটি ট্রাক দিনাজপুর থেকে শেরপুর যাওয়ার পথে টাটকপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ট্রাকের হেলপার বের হতে পারলেও বের হতে পারেনি ড্রাইভার। পুলিশ, ফায়ার সার্ভিস, এলাকার লোকজন প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে ট্রাকের ভিতর থেকে রাত ২টার দিকে ট্রাক ড্রাইভারকে মৃত্যু অবস্থায় উদ্ধার করে। নিহত ব্যক্তি দিনাজপুর সদর কোতয়ালী থানার বড়ইল গ্রামের লাল মোহন রায়ের ছেলে।

    বিরামপুর থানার উপ-পরিদর্শক আলাউদ্দিন জানান, আমরা ধারনা করছি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ট্রাকটি খাদে চলে যাওয়ায় উদ্ধার কাজ কিছুটা ব্যাহত হলেও আমরা সহ ফায়ার সার্ভিসের লোকজন অনেক চেষ্টা করে রাতেই নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করছি।

    বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

  • বিরামপুরে গৃহবধূ নিখোঁজ থানায় পিতার সাধারণ ডায়েরি

    বিরামপুরে গৃহবধূ নিখোঁজ থানায় পিতার সাধারণ ডায়েরি

    এস এম মাসুদ রানা- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

    দিনাজপুর বিরামপুরে গৃহবধূ নিখোঁজ থানায় সাধারণ ডায়েরি করেছেন মেয়ের পিতা আজমল হোসেন। (১৫ নভেম্বর) মঙ্গলবার দিনাজপুর বিরামপুরে

    গৃহবধূ নিখোঁজ হওয়ায় মেয়ের পিতা স্হানীয় থানায় সাধারণ ডায়েরি করেছেন
    যার জিডি নং-৭৪১ তাং-১৫/১১/২০২২ বলে জানা যায়। বিরামপুর থানায় সাধারণ ডায়েরি সূত্র মতে নিখোঁজ বেবি আক্তার বিরামপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের কল্যাণপুর মহল্লার আজমল হোসেনের কন্যা। কয়েক বছর পূর্বে উপজেলার দিওড় ইউনিয়নের ১নং ওয়ার্ডের বিশাগড় মৌজার শিয়ালা গ্রামের মোঃ মকবুল হোসেনের ছেলে মোঃ মেজবাউল ইসলামের সাথে বিবাহ হয়ে থাকে। অভিযোগ সূত্রে বেবি আক্তারের পিতা আজমল হোসেনের নিকট জানতে চাইলে তিনি বলেন,আমি আমার কন্যাকে কয়েক বছর পূর্বে শিয়ালা গ্রামের মেজবাউল ইসলামের সাথে বিবাহ দিয়ে থাকি। এসময় উপটৌকন স্বরুপ তাকে ৫০,০০০/ টাকা সহ অনেক আসবাবপত্র দিয়েছিলাম। বিয়ের পর একটি সন্তান হওয়ার পর হইতে মেজবাউল আমার মেয়েকে সময় অসময় নির্যাতন করে আসছিল। এবিষয়ে আমি সহ এলাকার অনেক গন্যমান্য ব্যক্তিরা এই শালিস করে থাকেন। কিন্তু মেজবাউল ইসলামের চরিত্র কোন রকম পরিবর্তন হয় নাই। সে তার পূর্বের আচরণ বরাবরের মতই প্রকাশ পায়।

    এরই ধারাবাহিকতায় গত ৩রা নভেম্বর -২০২২ ইং তারিখ আমার মেয়ে জামাই মেজবাউলের বাড়ি থেকে বিরামপুরে ঔষধ নেওয়ার জন্য আসেন। আমার মেয়ে উক্ত ঔষধের ৫শত টাকা আমার নিকট থেকে নিয়ে যায়। আমি গত ৬নভেম্বরে লোকমূখে জানতে পারি আমার মেয়ে নাই। আমি বেশ কয়েকবার জামাই মেজবাউল ইসলাম কে মূটোফোনে জানতে চাইলে সে আমার মোবাইল ফোন না ধরে কেটে দেন। কোন রকম উপায় না পেয়ে আমি বাংলাদেশ হিউম্যান রাইট্স এন্ড প্রেস সোসাইটি দিনাজপুর জেলা কমিটি বিরামপুর বরাবর একটি আবেদন করে থাকি। এখন পর্যন্ত আমার মেয়ে কে খুঁজে পাই নাই। আমার মেয়ে কে আমার জামাই মেজবাউল ইসলাম নির্যাতন করে বাড়ি থেকে বের করে দিয়েছেন। সে আমার মেয়েকে কি করেছেন তা আমি জানিনা। মেজবাউল হক আমার মেয়ে কে কোথাও গোপন করে রেখেছেন বলে অভিযোগ করেন। এমন অভিযোগের ভিত্তিতে দিওড় ইউনিয়নে বিশাগড় মহল্লায় মেজবাউলের সাথে কথা বললে তিনি উপস্থিত এলাকার জনসাধারণের মাঝে তার শুশুর আজমল মিয়াকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে থাকেন।

    এমন অবস্থায় এলাকার জনসাধারণের নিকট জানা যায়,মেজবাউল ইসলাম একজন আইন অমান্য কারী ব্যক্তি,বরাবরের মত সে তার স্ত্রীর উপর নির্যাতন করে থাকেন।তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ ব্যাবস্হা গ্রহণের দাবি জানান এলাকাবাসী। এবিষয়ে বেবি আক্তারের পিতা আজমল হোসেন আইনের মাধ্যমে তার মেয়েকে ফেরত চান বলে জানান।

  • বিরামপুরে দুইদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার শুভ উদ্বোধন

    বিরামপুরে দুইদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার শুভ উদ্বোধন

    এস এম মাসুদ রানা- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

    দিনাজপুরের বিরামপুরে “ডিজিটাল উদ্ভাবনী মেলা-২২” উদ্বোধন করা হয়। ১৬ নভেম্বর বুধবার বিরামপুর উপজেলা পরিষদ বড় মাঠ প্রাঙ্গনে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন, প্রধান অতিথি বিরামপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ আককাস আলী । “উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যে” উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা একাডেমী সুপারভাইজার আব্দুস সালাম এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শিবেশ কুমার কুন্ডু ,বিরামপুর নবাবগঞ্জ এর সিনিয়র সহকারী সার্কেল এ কে এম ওহেদুন্নবী, বিরামপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শ্যামল কুমার রায় ,বিরামপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অদৈত কুমার অপু ,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন কুমার মহন্ত, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিক্সন চন্দ্র পাল, মহিলা বিষয়ক কর্মকর্তা মোশারাত জাহান, সহকারি প্রোগ্রামার আইসিটি কর্মকর্তা পাপিয়া নাসরিন প্রমুখ।

    এছাড়াও অত্র উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শিক্ষিকা বৃন্দ সুধীজন সহ বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দগণ উপস্থিত ছিলেন।

    মেলায় বিভিন্ন উদ্ভাবনী বিষয়ে সরকারি, বেসরকারী দপ্তর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে মোট ৩০টি স্টল রয়েছে। উদ্বোধনী আলোচনা সভা শেষে স্টলসমূহ ঘুরে দেখেন অতিথিরা।

  • পৌরসভায় নগর সমন্বয় কমিটি (TLCC) এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

    পৌরসভায় নগর সমন্বয় কমিটি (TLCC) এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

    এস এম মাসুদ রানা- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

    (১৬ই নভেম্বর) বুধবার বিকেল ৪ ঘটিকায় দিনাজপুরের বিরামপুর পৌরসভার আয়োজনে পৌরসভা কনফারেন্স রুমে পৌর নির্বাহী কর্মকর্তা সেরা ফুল ইসলাম এর সঞ্চালনায় পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলীর সভাপতিত্বে নগর সমন্বয় কমিটি (TLCC) এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

    সভায় বক্তব্য রাখেন, প্যানেল মেয়র আব্দুল আজাদ মন্ডল, পৌর নির্বাহী প্রকৌশলী ফয়জুল ইসলাম, ১ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মান্নান মন্ডল, ২ নং ওয়ার্ড কাউন্সিলর নুর আলম, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রভাষক মোজাম্মেল হোসেন, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর ইসমাইল হোসেন, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবির মিলন, সহকারি প্রকৌশলী ভারপ্রাপ্ত আবু শোয়েব মোঃ সজল, উপসহকারী প্রকৌশলী জুয়েল মিয়া, উপসহকারী প্রকৌশলী বিপাশা হায়াত, প্রশাসনিক কর্মকর্তা কামাল হোসেন, কর নির্ধার মুন্তাকুইন ,সার্ভেয়ার মনিরুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন, মাইক্রো ইস্টার্ন কমিটির সভাপতি বাবুল হোসেন ও সাধারণ সম্পাদক মুকুল সরকার প্রমুখ।

    পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী বলেন, পৌরসভা কে কিভাবে আধুনিকায়ন করা যায়, সেই লক্ষ্যে আজকে নগর সমন্বয় কমিটি T L C C ত্রৈমাসিক সভায় সকলের নিকট পরামর্শ চাওয়া হয়েছে, শীঘ্রই একটি মাস্টার প্ল্যান এর মাধ্যমে পৌরসভার সকল উন্নয়নমূলক কর্মকান্ড গ্রহণ করা হবে।

  • উখিয়ায় হযরত আয়েশা ছিদ্দীকা (রা) মহিলা হিফ্জ খানায় ১বছরে ৫ জন হিফজ সমাপ্তি অনুষ্ঠান সমাপ্ত।

    উখিয়ায় হযরত আয়েশা ছিদ্দীকা (রা) মহিলা হিফ্জ খানায় ১বছরে ৫ জন হিফজ সমাপ্তি অনুষ্ঠান সমাপ্ত।

    ওমর ফারুক উখিয়া – কক্সবাজার।

    কক্সবাজারের দক্ষিণ,উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন’র থাইংখালী উত্তর জামতলী এলাকায় অবস্থিত হজরত আয়েশা ছিদ্দিকা (রা) মহিলা হিফ্জ খানা ও এতিম খানায় এক বছরে পাঁচজন মহিলা শিক্ষার্থী হিফয সমাপ্তি করাই দোয়া মাহফিল এর আয়োজন সমাপ্তি করা হয়।

    অদ্য ১৬ই নভেম্বর ২২ইং বুধবার বিকাল ২ঘঠিকা থেকে মাদ্রাসা হল রুমে পবিত্র কুরআন তেলওয়াত ও ইসলামী সংগীত দিয়ে এই আয়োজন শুরু করা হয়।

    এতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, এলাকার প্রবিণ মুরব্বি,হাফেজ আব্দুল হাকিম।
    প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, থাইংখালি দারুত তাহ্জীব কওমী  মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুস সত্তার, পালংখালী রহমানিয়া মাদ্রাসার পরিচালক, মাওলানা জিয়াউর রহমান।

    এসময় আরো উপস্থিত ছিলেন দৈনিক যায়যায়দিন ও দৈনিক কক্সবাজার  এর উখিয়া উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক ফারুক আহমেদ,জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার উখিয়া উপজেলা প্রতিনিধি ও দৈনিক দুরন্তের সহকারী পরিচালক সাংবাদিক ওমর ফারুক, পালংখালী ইউনিয়ন এর ইউপি সদস্য মোফিদুল আলম সিকদার সহ প্রমূখ।

    অত্র মাদ্রাসা থেকে ২২ সালের শিক্ষাবর্ষে যারা হিফ্জ সমাপ্তি করেছে তারা হলো প্রথম জন, টেকনাফ উপজেলার  হোয়্যাইক্যং ইউনিয়ন’র লম্বাবিল এলাকার হাফেজ আব্দুল গণির বড় মেয়ে খুদে হাফেজা শফিকা আক্তার(১৪)।  দ্বিতীয় জন, উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়ন’র মনখালী গ্রামের আক্তার হোসেন’র বড় মেয়ে খুদে হাফেজা তৌহীদা ইয়াসমিন।
    তৃতীয় জন,উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়ন এর জামতলী এলাকার আবুল বশরের মেয়ে খুদে হাফেজা ফাহিমা আক্তার কাজল।
    ৪র্থ জন, পালংখালী ৬নং ওয়ার্ডের বর্তমান মেম্বার কামাল হোসেন এর মেয়ে খুদে হাফেজা  ছালেহা খাতুন কামাল( কোবরা)।
    ৫ম জন, টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়ন এর দরগাহ পাড়া এলাকার মুহাম্মদ নুর এর মেয়ে খুদে হাফেজা হারেসা আক্তার।

    এ-ব্যাপারে অত্র মাদ্রাসার প্রধান পরিচালক বলেন, এ- মাদ্রাসাটি ২০২০ সালে প্রতিষ্টিত হওয়ার পর থেকে সম্পূর্ণ পর্দা সহকারে পাঠদান করা হচ্ছে। আলহামদুলিল্লাহ গত ২১ সালে ৫ জন হিফ্জ সমাপ্ত করে দস্তর(পাগড়ি) দিয়ে আনুষ্ঠানিক ভাবে বিদায় দিয়া হয়েছে।

    বর্তমান চলিত বছরে ৫জন হিফ্জ সমাপ্তি করেছে আলহামদুলিল্লাহ।

    সকলে মাদ্রাসার জন্য দোয়া করবেন এবং মাদ্রাসা আরো দীর্ঘ করে নির্মাণের কাজ চলতেছে।এতে আপনার সহযোগীতায় আরো মহিলা পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন  হিফ্জ করার সুযোগ পাবে আশা রাকি ইনশাআল্লাহ।

    এতে মাদ্রাসায় সহযোগীতা করতে এবং বিস্তারিত জানতে যোগাযোগ করোন অত্র মাদ্রাসার প্রধান পরিচালক মাওলানা মুহাম্মদ সেলিম। মোবাইলঃ-০১৫৭৫-১৬১৯৯৩

  • জিরো পয়েন্ট এলাকা হতে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার

    জিরো পয়েন্ট এলাকা হতে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার

    মোস্তাক আহমদ- টেকনাফ,

    কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়ন,
    জিরো পয়েন্ট সংলগ্ন মেরিন ড্রাইভ এলাকায় কোস্ট গার্ডের সদস্যরা অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে।

    মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন।
    তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ নভেম্বর আনুমানিক রাত ৩ ঘটিকার সময় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন সাবরাং জিরো পয়েন্ট সংলগ্ন মেরিন ড্রাইভ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময় ২জন মোটর সাইকেল আরোহীর গতিবিধি সন্দেহ জনক মনে হলে কোস্ট গার্ড সদস্যরা তাদেরকে থামার সংকেত দেয়। কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে তারা মোটর সাইকেলটি না থামিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে।

    এসময় কোস্ট গার্ড সদস্যরা তাদেরকে ধাওয়া করলে সাবরাং ইউনিয়ন,৩নং ওয়ার্ড কাটাবনিয়া এলাকায় মোটরসাইকেল থেকে ১টি সাদা রঙের প্লাস্টিকের ব্যাগ রাস্তার পাশে বনের মধ্যে ফেলে রাস্তা পরিবর্তন করে দ্রুত গতিতে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে ব্যাগটি উদ্ধার করে তল্লাশি চালিয়ে প্রায় ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। পরবর্তীতে জব্দকৃত ইয়াবা আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।