Blog

  • ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে বিরামপুর উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

    ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে বিরামপুর উপজেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

    এস এম মাসুদ রানা- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

    দিনাজপুরের বিরামপুরে প্রযুক্তিবান্ধব নানা উদ্ভাবনের মাধ্যমে নাগরিক জীবনকে আরো সহজ, সমৃদ্ধ এবং স্মার্ট করে গড়ে তুলতে সারাদেশের উদ্ভাবকদের উদ্ভাবনী সক্ষমতা দেশের প্রয়োজনে কাজে লাগাতে “ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২” উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করা হয়। ১৫ নভেম্বর মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

    উপজেলা প্রশাসনের আয়োজনে প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোশারাত জাহান, সহকারী প্রোগ্রামার আইসিটি কর্মকর্তা পাপিয়া নাসরিন, হাফিজ পারভেজ হোসেন প্রমুখ। ব্রিফিংয়ে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

    প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার বলেন, বুধবার সকাল ১১টায় উপজেলা মাঠ চত্বরে ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন করে বিকাল ৫টা পর্যন্ত চলবে। আগামীকাল বুধবার সকাল ৯ টা থেকে ৫টা ও বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে। ওই দিন সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হবে। মেলায় মোট ৩৫ টি স্টল থাকবে। এছাড়াও ডিজিটাল বাংলাদেশ বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

  • বান্দরবানের তমব্রু সীমান্তে র‍্যাব ও ডিজিএফআইয়ের যৌথ অভিযানকালে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে নিহত ১,আহত ১

    বান্দরবানের তমব্রু সীমান্তে র‍্যাব ও ডিজিএফআইয়ের যৌথ অভিযানকালে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে নিহত ১,আহত ১

    কপিল উদ্দিন জয়- বান্দরবান জেলা প্রতিনিধি,

    বান্দরবানের তমব্রু সীমান্তে র‍্যাব ও ডিজিএফআইয়ের যৌথ অভিযানকালে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে ডিজিএফআইয়ের (বিমানবাহিনীর কর্মকর্তা) একজন কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় র‍্যাবের একজন সদস্য আহত হয়েছেন।

    সোমবার (১৪ নভেম্বর) দিনগত রাত ১টায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব এবং ডিজিএফআইয়ের মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনাকালে সোমবার মাদক চোরাচালানকারী সন্ত্রাসীদের সঙ্গে বাংলাদেশের অভ্যন্তরে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তমব্রু সীমান্ত কোনার পাড়া এলাকায় সংঘর্ষ হয়।

     

    মাদক চোরাচালানকারীদের সঙ্গে এই সংঘর্ষ চলাকালে মাদক চোরাচালানকারীদের গুলিতে দায়িত্বরত অবস্থায় ডিজিএফআই’র একজন কর্মকর্তা (বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা) দেশের জন্য আত্মত্যাগ করে শহীদ হন এবং র‌্যাবের একজন সদস্য আহত হন।

  • কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৪তম প্রতিষ্টাবার্ষীক।

    কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৪তম প্রতিষ্টাবার্ষীক।

    আগামী ২৬শে নভেম্বর,২০২২ইং, রোজ শনিবার বাংলাদেশ সরকারের অনুমোদিত অন্যতম সরকারি মিডিয়ায় তালিকাভুক্ত জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

    অনুষ্ঠানস্থলঃ ২৬ নভেম্বর ২০২২ বিকাল ৩ ঘটিকায় কক্সবাজারের কলাতলী ডলপিন মোড়ে অবস্থিত হোটেল ওয়ার্ড বিচ রিসোর্ট’র ২য় তলায় সম্মেলন কক্ষ।

    প্রধান অতিথিঃ কক্সবাজারের মান্যবর জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ স্যার।
    বিশেষ অতিথিঃ কক্সবাজার জেলা,পুলিশ সুপার, মাহফুজল ইসলাম(পিপিএম বার)
    সভাপতিঃজাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার সম্পাদক ও প্রকাশক, শফিকুল ইসলাম।

    উক্ত অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি কামনা করি।

    আমন্ত্রণে, মোহাম্মদ

    ওমর ফারুক
    উখিয়া প্রতিনিধি জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকা।

  • উখিয়া পাতাবাড়ি শৈলেরঢেবা গোল্ডকাপ টুর্ণামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

    উখিয়া পাতাবাড়ি শৈলেরঢেবা গোল্ডকাপ টুর্ণামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

     

    কাজল আইচ, উখিয়া কক্সবাজার

    কক্সবাজের উখিয়া পাতাবাড়ি শৈলেরঢেবা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় ১৪ নভেম্বর ২০২২ ইং, বিকেল সাড়ে ৩টায় পাতাবাড়ি খেলার মাঠে।

    উখিয়া পাতাবাড়ি শৈলেরঢেবা যুব ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত ফাইনাল খেলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা জাহাঙ্গীর কবির চৌধুরী।

    উক্ত অনুষ্ঠিত ফাইনাল খেলায় অংশ নিয়েছেন সিকদারবিল বাছাই একাদশ বনাম রুমখাঁ চৌধুরী পাড়া ফুটবল একাদশ, খেলায় দ্বিতীয় অধিবেশনে ০১ গোলে এগিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রুমখাঁ চৌধুরী পাড়া ফুটবল একাদশ।

    উক্ত ফাইনাল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুল ইসলাম চৌধুরী টেকনিক্যাল বি এম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মিলন বড়ুয়া, উখিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন শাহীন, রাজাপালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ সালাহ উদ্দিন মেম্বার, রাজাপালং ইউনিয়ন ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক রিয়াজুল হক রিয়াজ, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক সাংবাদিক নুরুল হক খান, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিনয় বড়ুয়া, উখিয়া উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ, পাতাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, উখিয়া মডেল সরকারি প্রথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মেধু বড়ুয়া, শিক্ষক আদিত্য বড়ুয়া রাহুল, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুভাষ বড়ুয়া, উপজেলা যুবলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মাসুদ আমিন শাকিল, উখিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি সাঈদুল আমিন টিপু সহ অন্যান্য অতিথিবৃন্দ।

  • লোহাগাড়া সাংবাদিক ইউনিয়নের নবগঠিত কমিটি গঠন

    লোহাগাড়া সাংবাদিক ইউনিয়নের নবগঠিত কমিটি গঠন

     

    লোহাগাড়া বিশেষ প্রতিনিধিঃ

    চট্টগ্রামের লোহাগাড়ায় কর্মরত সাংবাদিক নেতাদের মতামতের ভিত্তিতে লোহাগাড়া সাংবাদিক ইউনিয়নের নবগঠিত কমিটি গঠন করা হয়েছে।

    ১৩ নভেম্বর”২০২২ইং রবিবার সন্ধ্যার সময় বার আউলিয়া কলেজ সংলগ্নে বাঙালীয়ানা রেস্টুরেন্টের হলরুমে এ সভার আয়োজন করা হয়েছে।

    এসময় এ্যাডভোকেট মাষ্টার মোহাম্মদ মিয়া ফারুক কে উপদেষ্টা, চ্যানেল এস ও আজকের সংবাদের প্রতিনিধি সাংবাদিক রকসী সিকদার কে সভাপতি ও সি প্লাস টিভির প্রতিনিধি সাংবাদিক দেশপ্রিয় বড়ুয়াকে সাধারণ সম্পাদক, বাংলাদেশ সমাচার ও চাঁটগাইয়া খবরের বিশেষ প্রতিনিধি সাংবাদিক ইসমাইল হোসেন সোহাগকে সাংগঠনিক সম্পাদক করে ১২জন সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

    কমিটিতে অন্যান্যদের মধ্যে রয়েছে সাপ্তাহিক মাইনি পত্রিকার নির্বাহী সম্পাদক তুষার বড়ুয়া কে সহ-সভাপতি, দৈনিক বাংলাদেশ সমচারের বিশেষ প্রতিনিধি ইসমাইল হোসেন সোহাগ সাংগঠনিক সম্পাদক, বিজয় টিভির লোহাগাড়া প্রতিনিধি মোক্তারকে অর্থ সম্পাদক, এশিয়ান টিভির লোহাগাড়া সাতকানিয়া প্রতিনিধি সাইফুল ইসলাম কে প্রচার সম্পাদক, চ্যানেল কর্ণফুলি ও CTG Times এর শিহাবকে দপ্তর সম্পাদক, চট্টগ্রাম সংবাদের বিশেষ প্রতিনিধি আলমগীরকে সহ- প্রচার সম্পাদক,বাংলা সংবাদের এ্যাডভোকেট নয়ন কে আইন বিষয়ক সম্পাদক এবং কার্যনির্বাহীর সদস্য হয়েছেন দিন প্রতিনিদিনের কলিমউদ্দিন, দৈনিক দেশের কন্ঠের চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম।

    এসময় নির্বাচিত সভাপতি বলেন লোহাগাড়া সাংবাদিক ইউনিয়নের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সবাইকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা সহ শুভ কামনা রইল এবং উপস্থিত সহকর্মীরা আমাকে সভাপতি হিসেবে নির্বাচিত করায় আমি আবারো সবার কাছে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে সাথে লোহাগাড়া সাংবাদিক ইউনিয়নের সকল সহকর্মী সহ সবার সহযোগিতা আশা করছি যেন সবার সহযোগীতায় লোহাগাড়া সাংবাদিক ইউনিয়ন কে একটি আদর্শ ও লোহাগাড়ার অবহেলিত জনগোষ্ঠী এবং লোহাগাড়ার কর্মরত সংবাদ কর্মীদের উন্নয়নে কাজ করে লোহাগাড়া সাংবাদিক ইউনিয়ন কে একটি লোহাগাড়ায় কর্মরত সংবাদকর্মীদের মডেল সংগঠন হিসেবে সবার কাছে তুলে ধরতে পারি।

  • নানা আয়োজনের মধ্য দিয়ে বিরামপুরে পালিত হল বিশ্ব ডায়াবেটিস দিবস

    নানা আয়োজনের মধ্য দিয়ে বিরামপুরে পালিত হল বিশ্ব ডায়াবেটিস দিবস

     

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধি

    আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে ডায়াবেটিক সমিতি ও হাসপাতালের আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে।

    (১৪ নভেম্বর) সোমবার সকাল ১১টার সময় ধানহাটি মোড়(মেইন রোড) বিরামপুরে এই অনুষ্ঠান অনুষ্টিত হয়।

    বিরামপুর ডায়াবেটিক সমিতি ও হাসপাতালের আয়োজিত অনুষ্ঠানে বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মেসবাউল হক এর সঞ্চালনায় পৌর মেয়র ও বিরামপুর ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যক্ষ আককাস আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা নিবার্হী কর্মকর্তা পরিমল কুমার সরকার, প্রাক্তন সির্ভিল সার্জন ডাঃ ইমার উদ্দিন কায়েস, বিরামপুর ডায়াবেটিক সমিতির মেডিকেল অফিসার ডাঃ মাইদুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান মনসুর আলী মন্ডল, সাবেক পৌর কমিশনার ওবায়দুল মিনহাজ, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, হবিবুর রহমান, প্রাক্তন সহকারি অধ্যাপক মোজাম্মেল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন মন্ডল সুধীজন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

    বিশ্ব ডায়াবেটিস প্রতিরোধে গণসচেতনতা নিয়মিত পরিশ্রম ও পরিনিয়মিত খাবারসহ প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট হাটতে হবে বলে সভায় বক্তারা উল্লেখ করেন।

    এসময় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে অনুষ্ঠানে বিনামুল্যে ডায়াবেটিস ও স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

  • আমন ধানের বাম্পার ফলন, কৃষকের মুখে সোনালী হাসি

    আমন ধানের বাম্পার ফলন, কৃষকের মুখে সোনালী হাসি

    এস এম মাসুদ রানাঃ- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

    দিনাজপুরের বিরামপুর উপজেলায় এ বছর রোপা আমন ধানের বাম্পার ফলন হয়েছে। আশানুরূপ ফলন হওয়ায় কৃষকদের মুখে খুশির ঝিলিক।

    এরই মধ্যে উপজেলায় দোষরা পলাশ বাড়ি, কাদিপুর, হাবিবপুর, মুকুন্দপুর এলাকায় ধান কাটা শুরু হয়েছে। এদিকে বিগত বছরের চেয়ে এবার ধানের মূল্য বেশি পাবেন বলে আশা করছেন কৃষকরা।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, উপজেলায় এ বছর রোপা আমন ধান চাষাবাদের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছিল ১৭ হাজার ৪৪৫ হেক্টর। অর্জন হয়েছে শতভাগ।

    সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেয়া যায়, মাঠে মাঠে কৃষাণ-কৃষাণীদের ব্যস্ত সময় কাটছে। কৃষকরা ধান কেটে জমিতে সাজিয়ে রাখছে।

    উপজেলার পৌর শহরের দোসরা পলাশবাড়ী গ্রামের কৃষক আবুল হোসেন বলেন, ‘ মহান আল্লাহতালার কৃপা ও নিজের পরিশ্রমে এবার ভালোই ফসল পেয়েছি। তবে শ্রমিক সংকট থাকায় কিছুটা দুর্ভোগ হচ্ছে আমাদের।

    এ বিষয়ে বিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নিক্সন চন্দ্র পাল ‘ বলেন, এ ‘উপজেলায় ৭৮ হাজার ৮৫০ মেট্রিক টন রোপা আমন ধান উৎপাদনের সম্ভাবনা রয়েছে। বাজারে ধানের ভালো দাম রয়েছে। এছাড়াও সরকারি মূল্যে ধান বিক্রির জন্য কৃষক নিবন্ধন চলমান রয়েছে। কৃষি বিভাগ এ বিষয়ে কৃষকদের সর্বোচ্চ সহযোগীতা দিয়ে আসছে।

  • সাবেক বন প্রতিমন্ত্রী মরহুম জাফরুল ইসলামকে শেষ বিদায় জানাতে জনসমুদ্রে পরিণত

    সাবেক বন প্রতিমন্ত্রী মরহুম জাফরুল ইসলামকে শেষ বিদায় জানাতে জনসমুদ্রে পরিণত

    মোঃ রেজাউল আজিম (বাঁশখালী-প্রতিনিধি)

    চট্টগ্রাম ১৬ বাঁশখালীর সাবেক সংসদ ও বিএনপির সাবেক বন প্রতিমন্ত্রী মরহুম আলহাজ্ব জাফরুল ইসলাম চৌধুরী (রহঃ) গত ৮ ই নভেম্বর মঙ্গলবার চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন। মৃত্যুর সংবাদ মুহুর্তের মধ্যে সারা ছড়িয়ে পড়ে, সাথে সাথে বিভিন্ন শ্রেণির ধর্মীয় সংগঠন ও রাজনৈতিক সংগঠনের নেতারাসহ তাঁহাকে দেখতে ছুটে যান চট্টগ্রাম শহরে।

    গতকাল ৯ ই নভেম্বর বুধবার সকাল ১০ টায় চট্টগ্রাম জামিয়াতুল ফালাহ ময়দানে ১ম জানাজা অনুষ্ঠিত হয়, পরবর্তীতে বাঁশখালী জলদী হায়স্কুল মাঠে ২য় জানাজা অনুষ্ঠিত হয়,শেষ জানাজা ৩য় দফা বাঁশখালী ডিগ্রি কলেজের মাঠে অনুষ্ঠিত হয়েছে। নিজ এলাকা পশ্চিম গুনাহগারীতে ৪র্থ দফা জানাজা শেষ করে নিজ কবরস্থানে দাফন সম্পন্ন করেন।

  • ৭ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কক্সবাজারে শুভাগমন

    ৭ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কক্সবাজারে শুভাগমন

    কাজল আইচ, উখিয়া কক্সবাজার

    ৭ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কক্সবাজার শুভাগমন উপলক্ষে কক্সবাজার জেলা আওয়ামীলীগ আয়োজিত যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

    ১০ নভেম্বর, সকাল সাড়ে ১০ টায় কক্সবাজার পাবলিক লাইব্রেরীর হলরুমে অনুষ্ঠিত যৌথ বর্ধিত সভায়
    প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক জনাব, মাহবুবুল আলম হানিফ এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

    জেলা আওয়ামীলীগ সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে যৌথ বর্ধিত সভা সঞ্চালনা করেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান সহ সকল সংসদ সদস্যবৃন্দ।

    আরো বক্তব্য রাখছেন উখিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা জাহাঙ্গীর কবির চৌধুরী।

    এছাড়াও জেলার আওতাধীন প্রত্যেক উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ বক্তব্য রাখেন।

  • বড় ভাইকে মারধর করে ২বছরের সাজা পেলো ছোট ভাই

    বড় ভাইকে মারধর করে ২বছরের সাজা পেলো ছোট ভাই

    নিজস্ব প্রতিবেদক,

    রামুতে পৈত্রিক সম্পত্তি লুট করে ভাগিয়ে নিতে বড় ভাইয়ের উপর পরিকল্পিত হামলা চালিয়ে আঘাত করার অভিযোগে ছোটো ভাইকে দুই বছরের সাজা দিয়েছে সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৬, কক্সবাজার। একই মামলায় অভিযুক্ত আরও দুইজন আসামী পেয়েছেন খালাস।

    সাজাপ্রাপ্ত আসামী হলেন- রামু উপজেলাধীন কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ার ঘোনার লামারপাড়া এলাকার মোহাম্মদ হাছানে পুত্র মো. আনাছ প্রকাশ ছোটন (২৫)। গত ৮ নভেম্বর মঙ্গলবার পূর্ব নিধারিত দিনে সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-০৬ এর বিজ্ঞ বিচারক এহসানুল হক উক্ত রায় দেন। রায়ে আসামীকে দুই বছরের সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা অর্থদন্ড; অনাদায়ে আরও ২ মাসের কারাদন্ড ঘোষণা এবং আসামিকে ভিডাব্লিউ মূলে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন আদালত। তবে উক্ত রায় সংশ্লিষ্ট ঘটনায় প্রত্যক্ষ ভাবে জড়িত দুই আসামীকে খালাস দেওয়ায় কিঞ্চিত অসন্তুষ্টি প্রকাশ করেছে মামলাটির বাদী ওমর ফারুক।

    জানা যায়- গত বছরের (২০২১ সালের) ২৬ সেপ্টেম্বর সকাল ১০টায় রামুস্থ বাদীর নিজ বাড়িতে ছোটো ভাই আনাছ ও তার অপরাপর সহযোগীরা ওমর ফারুকের উপর পরিকল্পিত হামলা চালায়। হামলায় গুরুতর আহত হয়ে আইনী প্রতিকার পেতে ওমর ফারুক আদালতের দ্বারস্থ হয়ে ৫ অক্টোবর একটি মামলা দায়ের করেন। যার সি.আর নাম্বার ২৭৮/২১ (রামু)। আদালত মামলাটির তদন্ত ভার দেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে। পিবিআই’র উক্ত তদন্ত রিপোর্ট পর্যালোচনা করে চার্জ গঠন শেষে সাক্ষীদের সাক্ষ্য ও যুক্তিতর্কের পর গতকাল ৮ নভেম্বর মঙ্গলবার এই রায় দেন বিজ্ঞ আদালত।

    বাদী ওমর ফারুক জানান- ‘আমার পিতার দুই স্ত্রী। আমি বড় মায়ে সন্তান। আসামী আমার ছোটো মায়ের সন্তান তথা আমার আপন ভাই হয়। এলাকায় স্থানীয় প্রভাবশালী একটি কুচক্রী মহলের ইন্ধনে আসামী আনাছ, ছোটো মা রেহেনা আক্তার ও ছোটো মায়ের ভাই মোক্তার আহমদের পুত্র জসিম উদ্দিন নানা কূটকৌশলে আমার পিতা হাজী মো. হাছনের বিপুল পরিমাণ সম্পত্তি একক ভাবে হাতিয়ে নিয়েছে। বিষয়টি জানাজানি হলে সংসারে বিরোধ ও কলহ দেখা দেয়। অন্যদিকে ছোটো মায়ের সন্তানেরা আমার পিতার আরও সম্পত্তি হাতিয়ে নিতে প্রকাশ্যে হাকাবকা শুরু করে। বিষয়টি নিয়ে তৎপর হলে ছোটো মায়ের সন্তান আনাছ ও উল্লেখিত অপরাপর আসামীরা একজোট হয়ে আমার উপর পরিকল্পিত ভাবে হামলা চালায়। আইনী প্রতিকার চেয়ে আদালতে মামলা করলে বিজ্ঞ আদালত প্রধান আসামীকে দুই বছরের সাজা দিয়েছে। এতে আমি বিজ্ঞ আদালতের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তবে ঘটনার সাথে জড়িত অপরাপর আসামী রেহেনা আক্তার ও তার ভাই জসিম উদ্দিনের ব্যাপারে মামলাটির তদন্তকারী সংস্থা পিবিআই স্পষ্ট অপরাধের প্রমাণ পেয়েছে বলে উল্লেখ করেছে। তা সত্বেও এই দুই আসামীকে খালাস দেওয়ায় আমি ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি বলে মনে করছি।’