Blog

  • মানবতা সমাজ ও সভ্যতা ধ্বংসের শয়তানী চক্রান্তের অন্যতম ফলপ্রসূ হাতিয়ার হলো মাদক ও জুয়া।

    মানবতা সমাজ ও সভ্যতা ধ্বংসের শয়তানী চক্রান্তের অন্যতম ফলপ্রসূ হাতিয়ার হলো মাদক ও জুয়া।

    এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ


    মানুষ ও মানবতা সমাজ ও সভ্যতা ধ্বংসের শয়তানী চক্রান্তের অন্যতম ফলপ্রসূ হাতিয়ার হলো মদ ও জুয়া। কোরআন ও হাদিসে এই দুই বিধ্বংসী শয়তানী হাতিয়ারের ব্যপারে সতর্ক করা হয়েছে অতি নিখুঁতভাবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন ” নিশ্চয় শয়তান তোমাদের পরস্পরের মাঝে মদ ও জুয়ার মাধ্যমে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করতে চায়”

    এক হাদীসে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, “নিশ্চয় আল্লাহ তাআলা আমার উম্মতের উপর মদ ও জোয়া হারাম করেছেন” সুতরাং যে জিনিস স্বয়ং আল্লাহ তাআলা এবং তাঁর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম সাব্যস্ত করেছেন, তা কোনোভাবেই আল্লাহ তায়ালার খাঁটি বান্দাগণ করতে পারেন না।

    তাই মদ ও জোয়ার প্রকাশ্য মহড়া কিভাবে বন্ধ করা যায়,এবং কীভাবে এর সয়লাব ঠেকানো যায় সেই লক্ষ্যে আজ কুতুপালং কেন্দ্রীয় জামে মসজিদে বিভিন্ন সমাজের সদস্যবৃন্দের উপস্থিতিতে একটি সংক্ষিপ্ত পরামর্শ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এবং উক্ত সভায় সকল সদস্যবৃন্দ মদ ও জুয়া প্রতিরোধে একমত পোষণ করেন।

    তাই আসুন, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ও সমাজকে এই ধ্বংসাত্মক মহামারী থেকে রক্ষা করতে একতাবদ্ধ হয়ে জনমত গড়ে তুলি। এবং একটি সুন্দর স্বপ্নের সমাজ প্রতিষ্ঠা করি।

  • শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন উখিয়া শাখার সম্মানিত সেক্রেটারি মাও: মিজানকে চাকরিচ্যুত করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই

    শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন উখিয়া শাখার সম্মানিত সেক্রেটারি মাও: মিজানকে চাকরিচ্যুত করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই

    www.ukhiyavoice24.com

    উখিয়া উপজেলার বালুখালী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব, শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন উখিয়া উপজেলা শাখার সম্মানিত সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান সাহেবকে কোনো কারণ ছাড়াই অব্যাহতি দেওয়া হয়েছে। কোন কারণ ছাড়া এই চাকুরীচ্যুত করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং স্বসম্মানে চাকরিতে পুনর্বহাল করা হোক এবং যারা এই ষড়যন্ত্রের পিছনে ছিল, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। UkhiyaVoice24.Com

  • ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে ২৪ এর গণঅভ্যুত্থানের শহীদদের জন্য দোয়া ও মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন।

    ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে ২৪ এর গণঅভ্যুত্থানের শহীদদের জন্য দোয়া ও মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন।

    www.ukhiyavoice24.com

    ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে ২৪ এর গণঅভ্যুত্থানের শহীদদের জন্য দোয়া ও মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সফলভাবে সম্পন্ন, আলহামদুলিল্লাহ।
    প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি নুরুল বশর আজিজি।
    জেলা সভাপতি মুহাদ্দিস আমিরুল ইসলাম মীরের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি প্রভাষক রাশেদ আনোয়ার ও ইফতার মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য মাওলানা আব্দুল হামিদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে আরো বক্তব্য রাখেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কক্সবাজার জেলা সভাপতি মাওলানা মুহসিন শরীফ, বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী, আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় সদস্য ও কক্সবাজার জেলা যুগ্ম আহ্বায়ক সাংবাদিক শামসুল হক শারেক, বাংলাদেশ খেলাফত মজলিস কক্সবাজার জেলা শাখার সেক্রেটারি এজে ইউনুস সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ শোয়াইব, সহ-সভাপতি মাওলানা এআরএম ফরিদুল আলম সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা ও সহযোগী সংগঠনের বিভিন্ন উপজেলার গুরুত্বপূর্ণ দায়িত্বশীল বৃন্দ।

  • উখিয়া উচ্চ বিদ্যালয় এসএসসি ২০০৭ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন।

    উখিয়া উচ্চ বিদ্যালয় এসএসসি ২০০৭ ব্যাচের ইফতার মাহফিল সম্পন্ন।

    www.ukhiyavoice24.com

    নিজস্ব প্রতিবেদক।

    উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয় এসএসসি ২০০৭ ইং ব্যাচ এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

    ২৪ মার্চ (সোমবার) এশিয়ান হাইওয়ে সড়ক সংলগ্ন রসি হাউস রেস্টুরেন্টে ব্যাচের অর্ধশতাধিক বন্ধুরা এই আয়োজনে অংশ নেয়।
    ইফতার পূর্ববর্তী বন্ধুদের মাঝে কুশল বিনিময়, স্মৃতি ধরে রাখতে গ্রুপ ছবি ও ভিডিও ধারণ করা হয়। এবং ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা শেষে দোয়া ও মোনাজাত শেষ করে অংশগ্রহণকরী সকল বন্ধুরা ইফতার করেন।
    ইফতারের পরে মাগরিবের নামাজ আদায় করে সকলের অংশগ্রহণে সংক্ষিপ্ত আলোচনার আয়োজন করা হয়। আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে ঈদপূর্ণীমিলনী আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়। পরে সকল বন্ধুরা চা আড্ডায় মেতে উঠে এবং একে অপরের সাথে কুশল বিনিময় করে আয়োজনের সমাপ্তি ঘটে।
    অংশগ্রহণকরী সকলে আয়োজনে জড়িত থাকা বন্ধুদের প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

  • উখিয়াতে ভেজাল ও নিম্নমানের সুয়ামিন তেল ব্যবহার করে চানাচুর তৈরির কারখানা।

    উখিয়াতে ভেজাল ও নিম্নমানের সুয়ামিন তেল ব্যবহার করে চানাচুর তৈরির কারখানা।

    www.ukhiyavoice24.com

    কক্সবাজার উখিয়াতে ভেজাল ও নিম্নমানের সুয়ামিন তেল ব্যবহার করে চানাচুর তৈরির কারখানা।
    উৎপাদন করে বাজারে বিক্রি করা হচ্ছে এতে স্বাস্থ্যের ঝুঁকিতে এলাকাবাসী, কক্সবাজার উখিয়া উপজেলা কুতুপালং উত্তর পাড়া বৌদ্ধ মন্দির সংলগ্ন বন ভুমি জায়গায় দালান নির্মাণ করে অনুমোদন বিহীন অবৈধভাবে জনি ফুড নামে একটি চানাচুর তৈরির কারখানা গড়ে উঠেছে।কারখানায় রোহিঙ্গা শ্রমিক দিয়ে বিভিন্ন রকমের ভেজাল পণ্য তৈরী করে বাজারে বিক্রি করে যাচ্ছে। প্রত্যেক দিন লক্ষ লক্ষ টাকার চানাচুর তৈরি করে বিভিন্ন হাটবাজারে ও গ্ৰামে গিয়ে গঞ্জে বিক্রি করে আসছে।ফলে এসব চানাচুর খেলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে বলে মন্তব্য করেছে এলাকাবাসী। এই বিষয়ে খবর পেয়ে
    বৃহস্পতিবার দুপুর ৩ টার দিকে সরেজমিনে গিয়ে তথ্য সংগ্রহ করতে গেলে আনন্দ টিভির উখিয়া সাংবাদিক প্রতিনিধি নুরুল আলম কে প্রাণ নাসে হুমকি দেয় এই বিষয়ে নিউজ না করার জন্য প্রতিরোধ করে কারখানার মালিক জনি কতৃক তার সহযোগীরা মিলে ।এক পর্যায়ে নিউজ না করার জন্য চাপ প্রয়োগ করেন।
    এই বিষয় নিয়ে কক্সবাজার বিএসটিআইয়ের কর্মকর্তা রঞ্জিত কুমার মল্লিক পরিদর্শক,তিনি জানান,উখিয়া চানাচুর কারখানায় কোন ট্রেড লাইসেন্স নাই বলে জানাই ,তবে অবৈধভাবে কারখানা খুলে চানাচুর বাজারে বিক্রি করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

  • রামু ছাদিরকাটা মদিনাতুল উলূম মাদ্রাসা’র হিফজ বিভাগের ৭জন ছাত্র সবিনা সম্পন্ন।

    রামু ছাদিরকাটা মদিনাতুল উলূম মাদ্রাসা’র হিফজ বিভাগের ৭জন ছাত্র সবিনা সম্পন্ন।

    www.ukhiyavoice24.com

    কক্সবাজার জেলার রামু উপজেলার ছাদিরকাটা মদিনাতুল উলূম মাদ্রাসা ও এতিমখানার হিফজ বিভাগের ৭জন ছাত্রদের সবিনা (পবিত্র কুরআন শনিবার সকাল থেকে শুরু করে রবিবার বাদে যোহর দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি ঘোষণা করেন। দু’আ পরিচালনা করে ধেছুয়াপালং কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতীব মাওলানা ক্বারী আবু তাহের (দা.বা.)

    উপস্থিত ছিলেন বিশিষ্ট দানবীর জনাব মনিরিজ্জামান চৌধুরী, অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি, জনাব মুহাম্মদ শফি ভুলু, মদিনাতুল উলূম এতিমখানা পরিচালনা কমিটির সেক্রেটারি জনাব জিয়াউর রহমান, শুরা কমিটির অন্যতম সদস্য জনাব সিকদার আলি, অত্র মাদ্রাসা সম্মানিত শিক্ষক শিক্ষার্থীবৃন্দসহ অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • স্কুল ছাত্র মোঃ রিদুয়ান খলিলকে শিশু অপহরণকারী ও তার সহযোগী ধরাছোয়ার বাইরে।

    স্কুল ছাত্র মোঃ রিদুয়ান খলিলকে শিশু অপহরণকারী ও তার সহযোগী ধরাছোয়ার বাইরে।

    www.ukhiyavoice24.com

    উখিয়া উপজেলার সদর রাজাপালং ইউনিয়নের করইবনিয়া এলাকার নুর হোসেন প্রকাশ চেয়ারম্যান এর ছেলে (১২) অপহরণ করেন একয় এলাকার আমির হামজা সওদাগরের ছেলে মোঃ সোহেল রানা ও তার সহযোগীরা। অপহরণকরা ঐদিন থানায় অভিযোগ করলে পুলিশ অভিযান পরিচালনা করতে গিয়ে ব্যর্থ হয়ে ফিরে আসেন কিন্তু পরদিন সকালে এলাকার একজন কৃষক তার চাষাবাদ ধান চাষ পরিদর্শন করতে গিয়ে দেখে অপহরণকারীরা পালিয়ে যায়। সেখান থেকে তাহাকে আহত অবস্থায় উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। শিশু অপহরণ হওয়া স্কুল ছাত্রের পিতা নুর হোসেন প্রকাশ চেয়ারম্যান থানায় ৩জনের বিরুদ্ধে মামলা দায়ের করলেও প্রশাসন নিরব, একদিনও অভিযান পরিচালনা করতে দেখেনি বলে উখিয়া ভয়েস২৪ ডটকমকে জানান। স্কুল ছাত্র শিশু অপহরণের ঘটনার পর থেকে নিয়মিত স্কুল মাদ্রাসা ও প্রাইভেটসহ জরুরি কোন কাজে যেতে শিশু কিশোর এবং এলাকাবাসীরা আতঙ্কে দিন কাটাচ্ছেন। পিতা মাতারা নিজের সন্তানকে হারানোর ভয়ে স্কুল মাদ্রাসা ও জরুরি কাজেও বের দিচ্ছে না। অপহরণকারীরা এভাবে ধরাছোঁয়ার বাইরে তাকলে ভবিষ্যৎ শিশু কিশোরের আরো অপহরণের ঘটনা ঘটাতে পারে। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জনাব কামরুল হোসেন চৌধুরী ও উখিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মহোদয়কে আকুল আবেদন করেন যে দ্রুত খুব শীঘ্রই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জোর দাবি জানান।

  • টেকনাফে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নিয়ে ডুবে যাওয়া নৌকা উদ্ধারের সময় সাগরে নিখোঁজ বিজিবি সদস্য সিপাহি বেলালের মরদেহ উদ্ধার

    টেকনাফে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নিয়ে ডুবে যাওয়া নৌকা উদ্ধারের সময় সাগরে নিখোঁজ বিজিবি সদস্য সিপাহি বেলালের মরদেহ উদ্ধার

    এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ।

    টেকনাফে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নিয়ে ডুবে যাওয়া নৌকা উদ্ধারের সময় সাগরে নিখোঁজ বিজিবি সদস্য সিপাহি মোহাম্মদ বেলালের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (২৩ মার্চ) মরদেহটি উদ্ধার করা হয়। বিজিবির পক্ষ থকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মরদেহটি উদ্ধার করে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সীমান্ত ফাঁড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। বেলাল এই সীমান্ত ফাঁড়িতেই কর্মরত ছিলেন। তার সঙ্গে থাকা একটি রাইফেলস ও চারটি ম্যাগাজিনও নিখোঁজ রয়েছে বলে জানায় বিজিবি।  এর আগে, শুক্রবার দিবাগত মধ্যরাতে শাহপরীর দ্বীপের পশ্চিমে অবৈধ অনুপ্রবেশের সময় রোহিঙ্গা বহনকারী একটি ট্রলার ডুবে যায়। এতে ২৪ জন রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করে বিজিবি। এ ঘটনায় বিজিবির নিখোঁজ হন বেলাল। পরবর্তীতে, শনিবার সন্ধ্যায় টেকনাফের শাহপরীর দ্বীপ ও দমদমিয়াস্থ নাফনদীর মোহনায় ৪ রোহিঙ্গার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। এদের মধ্যে এক শিশু ও ৩ জন নারী। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় মরদেহ উদ্ধার করে বিজিবি।

  • রাজাপালং ইউনিয়ন পরিষদ এ দুস্থ অসহায় পরিবারের মাঝে ১০কেজি করে VGF চাউল বিতরণ করা হয়।

    রাজাপালং ইউনিয়ন পরিষদ এ দুস্থ অসহায় পরিবারের মাঝে ১০কেজি করে VGF চাউল বিতরণ করা হয়।

    এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ।

    উখিয়া সদর রাজাপালং ইউনিয়ন পরিষদ এ দুস্থ অসহায় পরিবারের মাঝে ১০কেজি করে VGF চাউল বিতরণ করা হয়। অদ্য ২২ মার্চ-২০২৫ খ্রি: শনিবার সকাল ৯.০০ ঘটিকা হইতে উখিয়া উপজেলা সদর বৃহত্তর রাজাপালং ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের দুস্থ অসহায় পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১০কেজি করে (VGF ভিজিএফ) চাউল বিতরণ করা হয়।

    উক্ত চাউল বিতরণকালে উপস্থিত ছিলেন রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মীর সাহেদুল ইসলাম চৌধুরী, উপজেলা ট্যাগ অফিসার জনাব মেহেদী হাসান, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জনাব মৃনাল বড়ুয়া ইউপি সদস্য জনাব নুরুল কবির মেম্বার, জনাব ছৈয়দ হামজা মেম্বার, জনাবা রোকসানা বেগম, জনাবা শামশুন নাহারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গ্রাম পুলিশবৃন্দ উপস্থিত ছিলেন।


    জনস্বার্থে: 𝐔𝐤𝐡𝐢𝐲𝐚𝐕𝐨𝐢𝐜𝐞24.𝐂𝐨𝐦-উখিয়া ভয়েস২৪ ডটকম UkhiyaVoice24.Com

  • উখিয়ার রাজাপালং ইউনিয়নের করইবনিয়া এলাকার স্কুল ছাত্রকে অপহরণ করেন একয় এলাকার সোহেল রানা।

    উখিয়ার রাজাপালং ইউনিয়নের করইবনিয়া এলাকার স্কুল ছাত্রকে অপহরণ করেন একয় এলাকার সোহেল রানা।

    এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ।

    কক্সবাজারের উখিয়া উপজেলা সদর রাজাপালং ইউনিয়নের পূর্ব অঞ্চলের করইবনিয়া এলাকার নুর হোসেন (প্রকাশ) এর ছেলে মোঃ রিদুয়ান খলিল (১২) একয় এলাকার আমির হামজা সওদাগরের ছেলে মোঃ সোহেল রানা (১৮) গত ১৮ মার্চ ২০২৫ খ্রি: মঙ্গলবার তারাবির নামাজের সময় আনুমানিক ৮.৪৫ ঘটিকার দিকে করইবনিয়া নতুন জামে মসজিদ সংলগ্ন কবরস্থানের পাশ দিয়ে হাঠাৎ মুখ বন্ধ করে নিয়ে যায়।

    তারাবির নামাজ শেষে খোঁজাখুঁজি করলেও কোন খোঁজ মিলেনিই, তখন এলাকার দোকানপাট ও এলাকার মানুষ জমিয়ত ঝড়ো হলে অপহরণকারী স্থানত্যাগ করে অন্য স্থানে অবস্থান করেন এবং উখিয়া থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান পরিচালনা করে ব্যর্থ হয় কিন্তু পরবর্তীতে ফজরের পর এলাকাবাসী যৌত অভিযান পরিচালনা পরিদর্শন করেন এলাকার পূর্ব পাশে গহীন জঙ্গলের পাহাড়, গহীন জঙ্গলে নিয়ে হাত পা ও মূখ বেঁধে ১ কোটি টাকা দাবি করা অপহরণকারী মোঃ সোহেল রানা।

    সকাল ১০ ঘটিকার দিকে করইবনিয়া এলাকার পূর্ব অঞ্চলেরর গহীন জঙ্গলের পাহাড়ের পাশে আমতলী ঝিরি নামক ঘোনাতে চাষাবাদী চাষের মালিক আব্দুস সালাম চাষ পরিদর্শন করতে গিয়ে হঠাৎ ছোট্ট কান্নার শব্দ শুনতে পায়, তখন সে হৈচৈ চিৎকার করে মানুষকে ডাকাডাকি করলে অপহরণকারী পালিয়ে যায়, সেখান থেকে স্কুল ছাত্র মোঃ রিদুয়ান খলিলকে আহত অবস্থায় জীবিত হাত পা বাঁধা উদ্ধার করা হয়। এ বিষয়ে উখিয়া থানায় অভিযোগ মামলা দায়ের করলেন বলে ভিকটিমের পিতার কাছ থেকে জানা যায়।

    এলাকায় আতঙ্কে থমথমে দিন কাটছে শিশু ও শিশুদের পিতা মাতারা। এবিষয়ে প্রশাসন শিশু অপহরণকারীকে গ্রেফতার করা না হলে ভবিষ্যৎ এলাকা আরো ঝুঁকিপূর্ণ ও ভয়ংকর হয়ে উঠবে এবং অপহরণকারী মোঃ সোহেল রানাকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি ও সহযোগীদের নাম প্রকাশ করার জোর দাবি করছি।