Blog

  • নানা কর্মসূচির মধ্য দিয়ে বিরামপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

    নানা কর্মসূচির মধ্য দিয়ে বিরামপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।

    ‘সময়ের অঙ্গীকার, কন্যা শিশুর অধিকার’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে (৪ ই অক্টোবর) মঙ্গলবার দিনাজপুরের বিরামপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।

    দিবসটি উপলক্ষে সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বেরা করা হয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত ‘সময়ের অঙ্গীকার, কন্যা শিশুর অধিকার’ শীর্ষক আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার।

    এতে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান, আইসিটি সহকারী প্রোগ্রামার পাপিয়া নাসরিন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার ওয়াকিল উদ্দিন,
    এ সময় সরকারি কর্মকর্তা, বিভিন্ন পর্যায়ের নারী, কন্যা শিশুসহ জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

  • বঙ্গবন্ধু ৩৮তম পুরুষ ও ১৫তম মহিলা জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতা ২০২২ এ সেনাবাহিনী ভারোত্তোলন দলের সাফল্য

    বঙ্গবন্ধু ৩৮তম পুরুষ ও ১৫তম মহিলা জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতা ২০২২ এ সেনাবাহিনী ভারোত্তোলন দলের সাফল্য

    নিউজ ডেস্ক।

    গত ৩০ সেপ্টেম্বর হতে ৩ অক্টোবর ২০২২ ইং ভারোত্তোলন জিমন্যাসিয়াম, গুলিস্তান, ঢাকায় অনুষ্ঠিত বঙ্গবন্ধু ৩৮তম পুরুষ ও ১৫তম মহিলা জাতীয় ভারোত্তোলন প্রতিযোগিতা ২০২২ এ বাংলাদেশ সেনাবাহিনী ভারোত্তোলন দল মহিলা বিভাগে ০৬টি স্বর্ণ ও ০৩টি রৌপ্য পদক পেয়ে চ্যাম্পিয়ন এবং পুরুষ বিভাগে ০৪টি স্বর্ণ, ০৩টি রৌপ্য ও ০১টি তাম্র পদক পেয়ে রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে। বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশন কর্তৃক আয়োজিত এ প্রতিযোগিতায় ১৪টি দলের ১৩৩ জন খেলোয়াড় অংশগ্রহণ করেছিল। উল্লেখ্য যে, প্রতিযোগিতায় বিশেষ ক্রীড়া নৈপুণ্যের জন্য সৈনিক মোঃ আশিকুর রহমান তাজ শ্রেষ্ঠ খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন।

  • নানা কর্মসূচির মধ্য দিয়ে বিরামপুরে বিশ্ব শিশু দিবস পালিত

    নানা কর্মসূচির মধ্য দিয়ে বিরামপুরে বিশ্ব শিশু দিবস পালিত

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি।

    গড়বে শিশু সোনার দেশ, ছড়িয়ে দিয়ে আলোর রেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ-২০২২ পালিত হয়েছে, এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার বিকেল ৩ টায় দিকে উপজেলা কনফারেন্স সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার এর সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় আলোচনা সভা বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান, আইসিটি সহকারী প্রোগ্রামার পাপিয়া নাসরিন, সহকারি উপজেলা শিক্ষা অফিসার ওয়াকিল উদ্দিন, প্রমুখ।

    বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ- ২০২২ উপলক্ষে অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন, শিশু মুশফিকা আক্তার অহনা ও রিমা

    এসময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সুধীজন, শিক্ষকসহ আরো অনেক উপস্থিত ছিলেন।

    উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহে বক্তব্যে বলেন, শিশুরাই আগামী দেশের ভবিষ্যৎ তাই শিশুর প্রতি কোন প্রকার অবহেলা না করা হয় সেদিকে সকলকে খেয়াল রাখতে হবে। শিশুর প্রতি যত্ন নিতে হবে, তারা যেন সঠিকভাবে মেধা সম্পন্ন হয়ে গড়ে উঠতে পারে। তিনি আরো বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে পিতা-মাতার মতো তাদেরকে ভালোবাসা দিয়ে পাঠদানে মনোনিবেশ করতে হবে।

  • শিল্পী ফারদিন এবার ক্রীড়াঙ্গনে

    শিল্পী ফারদিন এবার ক্রীড়াঙ্গনে

    পটিয়া থেকে ওয়াসিম চৌধুরী।

    পেসাপালো স্ক্যান্ডেনেভিয়ান দেশ ফিনল্যান্ড এর জাতীয় খেলা আন্তর্জাতিকভাবেও স্বীকৃত ছোট পর্যায়ে হলেও বাংলাদেশ এ খেলাটির প্রচলন রয়েছে এর উন্নয়নে পেসাপালো এসোসিয়েশন এর নতুন কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়েছে মাসুম বিল্লাল ফারদিন কে কার্যনির্বাহী কমিটির জ্যেষ্ঠ সদস্য ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান পদে নিযুক্ত করা হয়েছে, গতকাল বাংলাদেশ পেসাপালো এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তালহা জুবায়ের এর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য বলা হয়। শিল্পোদ্যোক্তা মাসুম বিল্লাল ফারদিন বলেন গানের পাশাপাশি অন্যান্য কাজগুলো আমি নিয়মিত করে যাচ্ছি

    এসোসিয়েশন ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে আমার আন্তরিক চেস্টা থাকবে আকর্ষণীয় এ খেলাটিকে দেশে জনপ্রিয় করে তোলা এ খেলায় আন্তর্জাতিক পর্যায়ের সাফল্য আনার চেষ্টা ও প্রয়াস থাকবে আমার। পেসাপালোর উন্নয়নে বাংলাদেশ ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ মিডিয়া এবং সহকর্মীদের সহায়তা কামনা করেছেন তিনি।

  • পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপারের র‌্যাংক ব্যাজ পরিধান এবং বদলি জনিত ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান।

    পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপারের র‌্যাংক ব্যাজ পরিধান এবং বদলি জনিত ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান।

    ০২ অক্টোবর ২০২২ খ্রিঃ

    সদ্য পুলিশ সুপার(SP) পদে পদোন্নতি প্রাপ্ত চট্টগ্রাম রেঞ্জ অফিসের অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন এন্ড লজিস্টিক) জনাব নিষ্কৃতি চাকমা কে র‍্যাংকব্যাজ পরিধান করিয়ে দিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি জনাব মোঃ আনোয়ার হোসেন,বিপিএম(বার),পিপিএম(বার)।

    একই সময় চট্টগ্রাম রেঞ্জ অফিসে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স) জনাব মোহাম্মদ রাকিব খাঁন ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জনাব পংকজ কুমার দে, তাদের বদলি জনিত বিদায় উপলক্ষে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মহোদয়। এ সময় সদ্য পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার এবং বিদায়ী অতিরিক্ত পুলিশ সুপার’গণকে দেশ, জনগণ এবং পুলিশ বাহিনীর জন্য কাজ করার আহ্বান জানান এবং ফুলেল শুভেচ্ছাসহ অভিনন্দন জানান।

    সেখানে অতিরিক্ত ডিআইজি (এডমিন এন্ড ফিন্যান্স) এবং অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপারেশন্স) সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

  • শ্রেয়সী দে চৈতী এখন সুমাইয়া জান্নাত- বিয়ে করলেন মুসলিম যুবকক ইয়াছিন আরফাতকে

    শ্রেয়সী দে চৈতী এখন সুমাইয়া জান্নাত- বিয়ে করলেন মুসলিম যুবকক ইয়াছিন আরফাতকে

    নিউজ ডেস্ক।

    সুমাইয়া জান্নাত। পূর্বের নাম শ্রেয়সী দে চৈতী। ইসলাম ধর্ম সম্পর্কে বিভিন্ন বই-পুস্তক পাঠ করে ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে ৬ মাস পূর্বে দেশের প্রচলিত আইন অনুযায়ি নোটারী পাবলিকের মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ ও নাম সংশোধন করেন। সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ইসলাম ধর্মের অনুসারী যুবক ইয়াছির আরাফাতের সাথে।
    সুমাইয়া জান্নাত (২৩) বর্তমানে রামু সরকারি কলেজের ডিগ্রী দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাবা অরুন কান্তি দে রামু রাবার বাগানের গাড়ি চালক। তাদের স্থানী নিবাস চকরিয়া উপজেলার ডুলাহাজারা হলেও বাবার চাকরি সূত্রে দীর্ঘদিন সপরিবারে রামু রাবার বাগান এলাকায় বসবাস করে আসছেন।

    সুমাইয়া জান্নাত জানান- সম্প্রতি তিনি কক্সবাজার সদর উপজেলার পূর্ব ঘোনার পাড়া এলাকার মো. কামাল হোসেন মজুমদারের ছেলে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ইয়াছির আরাফাত অপির সাথে ইসলামী শরিয়াহ ও রেজিস্ট্রি কাবিননামামূলে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তিনি আরো জানান- গত ২৭ ফেব্রæয়ারি কক্সবাজার নোটারী পাবলিকের কার্যালয়ে হলফনামামূলে সনাতন ধর্মাবলম্বী শ্রেয়সী দে চৈতী ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং পূর্বের নাম শ্রেয়সী দে চৈতী এর পরিবর্তে নতুন নাম রাখেন সুমাইয়া জান্নাত।

    ওইসময় সুমাইয়া জান্নাত একটি জামে মসজিদের ইমামের নিকট পবিত্র কালেমা শরীফ পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। সুমাইয়া জান্নাত আরো জানান- তাদের বিয়ের থেকে তার পিতা-মাতা সহ পরিবারের সদস্যরা তাদের এ বিয়ে মেনে না নিয়ে তাদের হয়রানি করার জন্য কক্সবাজার সদর মডেল থানা, রামু থানায় অভিযোগ দিয়েছে। যা অনাকাংখিত। তিনি তাদের নতুন দাম্পত্য জীবন এবং ইসলামী রীতিনীতি মেনে আল্লাহ ও রাসূল (স.) এর আদর্শমতে চলতে সবার দোয়া কামনা করেছেন।

  • রাজাপালং ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন চট্টগ্রাম বিভাগের স্থানীয় সরকার পরিচালক ড.প্রকাশ কান্তি চৌধুরী

    রাজাপালং ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন চট্টগ্রাম বিভাগের স্থানীয় সরকার পরিচালক ড.প্রকাশ কান্তি চৌধুরী

    কাজল আইচ, উখিয়া কক্সবাজার

    কক্সবাজারের উখিয়ায় ৪নং রাজাপালং ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রমের বিষয়ের উপর পরিদর্শন করেন চট্টগ্রাম বিভাগের স্থানীয় সরকারের পরিচালক ড.প্রকাশ কান্তি চৌধুরী।

    ২ অক্টোবর ২০২২ খ্রিঃ রবিবার সকাল ১০.৩০ ঘটিকার দিকে রাজাপালং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে পরিদর্শন করেন- মাননীয় চট্টগ্রাম বিভাগের স্থানীয় সরকারের পরিচালক ড.প্রকাশ কান্তি চৌধুরী, এসময় উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব। কক্সবাজার জেলা জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজ উদ্দিন।

    উপস্থিত ছিলেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব জাহাঙ্গীর কবির চৌধুরী, ইউপি সচিব মৃনাল বড়ুয়া, ইউপি সদস্য জনাব মোঃ সালাউদ্দীন মেম্বার, জনাব মীর সাহেদুল ইসলাম রোমান চৌধুরী, জনাব আব্দুর রহিম মেম্বার, জনাব ইন্জিনিয়ার হেলাল উদ্দিন মেম্বার, নুরুল কবির মেম্বার, ইউপি উদ্যোক্তা ওসমান সরওয়ার, গ্রাম পুলিশ নুর মোহাম্মদ, সকল ওয়ার্ডের ইউপি সদস্য, দফাদার ও গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

    পরিদর্শন শেষে রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সকল পরিষদ সংশ্লিষ্টদের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন চট্টগ্রাম বিভাগের স্থানীয় সরকারের পরিচালক ড.প্রকাশ কান্তি চৌধুরী।

    এছাড়া উখিয়া উপজেলা পরিষদ, উপজেলা ভূমি অফিস ও উখিয়া থানা পরিদর্শনের কথাও রয়েছে।

  • সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের কঠোর হস্তে দমনে পুলিশ বদ্ধপরিকর- আইজিপি

    সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারীদের কঠোর হস্তে দমনে পুলিশ বদ্ধপরিকর- আইজিপি

    বাংলাদেশ পুলিশ

    ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম বলেছেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল নজির রয়েছে। এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষ পরস্পর মিলেমিশে একসাথে বসবাস করেন।

    তিনি বলেন, কতিপয় দুষ্কৃতিকারী কোন অঘটন ঘটিয়ে আমাদের সহাবস্থানকে বিনষ্ট করতে চায়, দেশের ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে চায়। আমরা তাদেরকে কঠোর হস্তে দমন করতে বদ্ধপরিকর। আইজিপি আজ সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দির, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন এবং বনানী পূজামণ্ডপ পরিদর্শনকালে একথা বলেন।

    ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম (বার) এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এ সময় বক্তব্য রাখেন।

    দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে আইজিপি বলেন, কোন দুষ্কৃতিকারী সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে ভবিষ্যতে কেউ কোন ধরনের অঘটন ঘটানোর দুঃসাহস না দেখাতে পারে।

    তিনি বলেন, দুষ্কৃতিকারীরা কোন একটা সময়ে যখন মানুষ বিশ্রামে যায় সে নির্জনতার সুযোগ নেয়ার চেষ্টা করে। এজন্য তিনি সকলকে সার্বক্ষণিক সতর্ক ও সজাগ থাকার আহবান জানান।

    আইজিপি আশা প্রকাশ করে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উৎসাহ-উদ্দীপনার সাথে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে।

  • সোনাগাজীর মতিগঞ্জে প্রবাসী যাত্রীবাহী বাস – মাইক্রো মুখোমুখি সংঘর্ষে আহত ৭ চালক আহত

    সোনাগাজীর মতিগঞ্জে প্রবাসী যাত্রীবাহী বাস – মাইক্রো মুখোমুখি সংঘর্ষে আহত ৭ চালক আহত

    সংবাদ প্রতিনিধি : তালহা চৌধুরী রুদ্র।

    সোনাগাজী – ফেনী আঞ্চলিক সড়কের মতিগঞ্জ বাসস্ট্যান্ডে সংলগ্ন স’মিল এর সামনে সোনাগাজী অভিমুখী মাইক্রো এবং ফেনীগামী যাত্রীবাহী বাস মুখোমুখি সংঘর্ষে মাইক্রো চালক সহ ৭ জন আহত।
    মাইক্রো চালকের অবস্থা আশংকাজনক বলে জানাযায়।

    প্রত্যক্ষদর্শীরা বলেন, মাইক্রো চালক হঠাৎ ঘুমিয়ে পড়ায় মারাত্নক দূর্ঘটনার সম্মুখীন হয়। সৌদি প্রবাসী যাত্রী নিয়ে সোনাগাজীর সাহেবের ঘাট ব্রিজ হয়ে নোয়াখালী যাওয়ার কথা ছিলো মাইক্রোবাস যাত্রীদের। সড়ক দূর্ঘটনার খবর পেয়ে সোনাগাজী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাস এবং যাত্রীবাহী বাস আটক করেছে। তাৎক্ষণিক আহত যাত্রীদের নাম পরিচয় জানা যায়নি। আহতদেরকে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে জানাযায় হসপিটালে মাইক্রো ড্রাইভার সহ এক যাত্রী, নিহত হয়েছে। (সর্বশেষ পাওয়া)।

  • রোহিঙ্গাদের কারণে দেশের অর্থনীতিতে ধস- স্বাস্থ্যমন্ত্রী

    রোহিঙ্গাদের কারণে দেশের অর্থনীতিতে ধস- স্বাস্থ্যমন্ত্রী

    মোস্তাক আহমদ টেকনাফ:

    কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে রোহিঙ্গারা স্থানীয়দের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। এ-সব রোহিঙ্গারা আসার পরে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়েছে। মিয়ানমারে তাদের উপর নির্যাতন করেছে, বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, প্রধানমন্ত্রী মানবতার মা তাদের মানবিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশে আশ্রয় দিয়েছে। তাদের জন্য বিদ্যুৎ,খাদ্য,চিকিৎসা,বাসস্থান,পানির ব্যবস্থা করতে হয়েছে। এসবের কারণে আমাদের অর্থনীতিতে অনেক প্রভাব পড়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

    কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় নবনির্মিত কমিউনিটি ক্লিনিক উদ্বোধন অনুষ্ঠানে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    রবিবার (০২ অক্টোবর) কক্সবাজার সিভিল সার্জন ও টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যৌথ উদ্যোগে সকাল সাড়ে এগারোটার দিকে উক্ত অনুষ্ঠান শুরু হয়। এতে সভাপতিত্ব করেন স্বাস্থ্য সেবা বিভাগ ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার।

    এসময় আরও বক্তব্য রাখেন,স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ আবুল বাসার মোহাম্মদ খোরশেদ আলম,অতিরিক্ত সচিব (পরিকল্পনা অনুবিভাগ) ও লাইন ডিরেক্টর (এইচজিএসপি অপারেশন প্লান) জাহাঙ্গীর হোসেন,জেলা সিভিল সার্জন ডাঃ মাহবুবুর রহমান,কক্সবাজার জেলার জেলা প্রশাসক মামুনুর রশীদ,টেকনাফ উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীল।

    এছাড়াও উপস্থিত ছিলেন হ্নীলা আওয়ামীলীগের সভাপতি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলীসহ ব্যাংকের প্রতিনিধি, ইউনিসেফ এর প্রতিনিধি এবং অন্যান্য সরকারি বেসরকারি প্রতিনিধি ও নেতৃবৃন্দগণ ।