Blog

  • ভালোবাসা কী ?কাকে বলে? কেন হয়? কেন বেঙ্গে যায়?

    ভালোবাসা কী ?কাকে বলে? কেন হয়? কেন বেঙ্গে যায়?

    ভালোবাসা কী ?কাকে বলে? কেন হয়? কেন বেঙ্গে যায়?

    পৃথিবীতে ক’এক প্রকার মানুষ আছে, যা একজন” অপর জনের জন্য জীবন ত্যাগ করে” কিন্তু তারা কারা”!?

    তারা কারা!? উত্তরটি হলো যারা নিজের জন্য যতটুকু না করে অন্যের জন্য বেশি করে’ তার মানে মানুষ ‘আই লাভ ইউ”যাকে বলে তারাই ঐপ্রকারের মানুষ।

    এখন বলতে পারেন,আই লাভ ইউ” কাকে বলে? সাধারণত আমরা জানি যারা একে অপরকে ভালোবাসে তাদেরকেই আই লাভ ইউ বলে ”

    অথচ আই লাভ ইউ এর অর্থ হলো আমি তুমাকে ভালোবাসি=(আই=আমি) (লাভ=অর্থ পছন্দ অথবা ভালোবাসা)ইউ =অর্থ( তুমাকে,আপনাকে,তোমাকে)

    মুল বিষয় হলো (আমি) (আপনাকে/ তোমাকে/ তুমাকে) (ভালোবাসি)

    এই ভালোবাসাকে দুই ভাগে ভাগ করা হয়,এক ভাগ সবার মত, ২ য় ভাগ প্রেমিক / প্রেমিকাকে।

    সবাই সবাইকে ভালোবাসে কিন্তু ভালোবাসাটা সমান চোখে।

    (সমান) একটা শব্দ আর এর (ছেয়ে বেশি সমান) আর এক শব্দ।

    আজ বলব এর ছেয়ে বেশি সমান নিয়ে মানুষের কথা-

    একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে স্বাভাবিক। কারণ প্রেম প্রিতি আসছে অনেক আগের কাল থেকে- পৃথিবীতে এমন কোন মানুষ নাই যা একদিন’র জন্য ও রিলেশন করে নাই! রিলেশন শব্দটা ইংরেজি শব্দ। বাংলা শব্দ (সম্পর্ক) রিলেশন করে মানুষ মূলত কী পাই? কেন রিলেশন করে!?

    আমি আমার মতে বুজি” একটা ছেলে যখন একাকার হয়ে পড়ে বা একটা মেয়ে যখন একাকার হয়ে পড়ে তখন তার ভাবটা অন্যের দিকে আকর্ষণ হয়! উদাহরণঃ- আমার এক বন্ধু একটা মেয়ের সাথে রিলেশন করে” ঐ কথা বা রিলেশন এর বিষয়টা আমাকে জানানো হয়ছে বা আমি জেনে গিছি! এখন আমার একাকিত্ব দেখে আমার মনে ভাব এসে পড়ে বা জিত এসে পড়ে সে আমার বন্ধু হয়ে অন্যে মেয়ের সাথে রিলেশন করে কিন্তু আমি করতেছিনা কেন? প্রশ্নটা বার বার পড়াতে একবার সুযোগ বুজে নেই” তখন বন্ধুকে দেখাতে সে একটা মেয়ের রিলেশনে পড়ে যায়।

    ঐখানে একটা মেয়ের ও একি আবস্তা।
    তবে অন্য আর একটা ক্ষেত্রে আছে,যে সম্পর্ক মনের ভাব থেকে হয়। একটা ছেলের ভালোবাসা কতটুকু এবং মেয়ের ভালোবাসা কতটুকু!?

    একটা ছেলে সর্বোপ্রথম একটা মেয়ের চরিত্র দেখে, এবং তার মনের ভিতরে ডুকতে শ্রেষ্টা করে” যখন একেবারে ডুকে পড়ে তখন সে ছেলেটা তালে যে কোন কথা বলতে দ্বিধাবোধ করেনা! একটা মেয়ের ও একি আবস্তা।

    ছেলেটার মনের ভিতর যখন একটা মেয়ে সম্পূর্ণ ঢুকে পড়ে তখন সে তাকে নিজ থেকে ভালোবাসতে শুরু করে। যেমন, নিজের শরীরের চুলকানো হলে নোক দিয়ে বা ইত্যাদি জিনিস দিয়ে চুলাকালে যত ভালো আরাম দায়ক হয়, ঠিক থেমনি ঐ মেয়েটাকে থেমন করে আরাম দায়ক এর মত আপন করে নে। ( মেয়েদের বেলা ও থেমন)

    এইটুকু সময়তে রিলেশন এর ৫-৬ বছর লেগে যায়! ৭ বছরের শুরুতে থেকে রিলেশনের মজা/ আনন্দ, ইচ্ছে উভয়’র হারিয়ে যায়, কারণ এতদিন ছেলেটা ও বেকার ছিল,বা লেখা পড়ার সময় ছিল,নয়তো ব্যবসা বানিজ্যতে ছিল না।এখন যখন ছেলেটা ভালোবাসার একটা মেয়ে পাইছে,অথবা মেয়েটা ও জব ইত্যাদি কাজ কর্ম পাইছে তখন ভালোবাসার গুরুত্বটা হারিয়ে যায়, হারিয়ে যাওয়া’র মাজে আর একটা কথা হলো – ভালোবাসার কাছে সময় কমে যায়। যার কারণে গুরুত্ব ও কমে যায়।

    ছেলেটা / মেয়েটা সারাদিন খুব ব্যস্ত এর এর মাজে যদি ছেলে /মেয়ে কোন একটা অপছন্দ নিয় কাজ করলে মাথা গরম হয়ে যায়। একটু একটু ঝগড়া শুরু হতে থাকে। পরে ভালোবাসার মর্যাদা থাকে না-

    যেমন উদাহরণঃ- Bচাকরি করেG ঘরে থাকে, অথবা Z চাকরি করে B ঘরে থাকে, তখন যদি B র অপছন্দ কোন কথা বা কাজ করলে তখন B মাথা গরম অবস্থায় খারাপ একটা কথা বলে পেলে-! তার থেকে শুরু হয় ঝগড়া।

    মেয়েটা ছেলেটাকে খুব বিশ্বাস করতো আর ছেলেটা ও মেয়েটাকে বিশ্বাস করতো যেমন উপরে নিজের শরীরের কথার মত।
    এইভাবে ঝগড়া শুরু- ভালোবাসার গুরুত্ব শেষ, মেয়েটা ও পরিবার সংসার সম্পর্কে বুজতে শুরু করে, ছেলেটা ও বুজতে শুরু করে।

    মেয়েটার যখন বিয়ের বয়স হয়ে যায়, ছেলেটা মনে মনে ভাবতে থাকে যে, আমি তো ছেলে – আমার উপর বাবা- মায়ের আশা ভর্ষা সব। কিন্তু মেয়ে তো আরো আছে এইটাকে ভুলে যায়,বলে মনে মনে ভাব নেয়, অথচ মেয়েটা বলে আমি এতদিন এর সাথে রিলেশন করছি আমি একে পেতে চাই! যখন ছেলে রাজি না হয় মেয়ে কান্না অমুখ সমস্যা দেখা দে।

    কিন্তু তখন ছেলেটা খুবি চিন্তিত হয়ে পড়ে এমন কী ছেলেটা মনে মনে ভাব নেয়ই যে আমি এখন কী করব? কোথায় যাব? কাকে কী বলব!? এসব প্রশ্ন ছেলেটা করতে থাকে।
    ঐসময়ে মেয়েরে টার বিয়ের খবরাখবর চলতেছে, তখন ছেলেটা মেয়েটির মনে আরো ভালোবাসা বাড়িয়ে দে! কিন্তু মেয়েটা ছেলেটার অবেহেলায় আর ছেলেটাকে পাত্তা দেয় না!

    পরে ছেলেটার মনে মনে ভালোবাসা ও থাকে আর রাগ ও থাকে,রাগ কেন হয়? এতদিন এত কিছু করে ‘মেয়েটার সাথে কথা বলছে, আজ কেন মেয়েটাকে পাইনা বলে অতিথের কথা গুলা বার বার ছেলেটার মনে পড়ে যায়,তখন ছেলেটা বার বার মেয়টার সাথে কথা বলতে চাই।মেয়েটা মনে ভাব নেই যে, ছেলেটাত থাকে বিয়ে করবে না! তার সাথে আর কথা বলে লাভ কী! ঐ বলে মেয়েটি আর ছেলেটার সাথে কথা বলে না!

    ছেলেটা বলে আমি মেয়েটার সাথে এতদিন কথা বলছি কিন্তু সে বিয়ে করে অন্যের সাথে কিভাবে থাকবে!?

    দুইজনের এক এক কথা- শেষ পর্যায়ে ছেলে / মেয়ে উভয় মানষিক ঠিক থাকে না- পরে ছেলেটা মেয়েকে নানান কথা বলে শুধু ভালোবার গুরুত্বটা পিরিয়ে কথা বলার জন্য,আর মেয়েটা ও একি আবস্তা।

    শেষ পর্যায়ে শেষ পরিনতি ছেলেটা অভিমান করে ওর সাথে অথিতের কাজ বা কথা গুলা তুলে কোঠা দে- পরে নানান অভিযোগে শিকার হয়।

    এই থেকে একটা রিলেশন ধ্বংস হয়ে পড়ে!
    শেষ পর্যায়ে এক একজন আলেদা হয়ে পড়ে-!
    মানুষ এমনি – সত্যিকারের ভালোবাসা এতদিনের জন্য। সারাজীবনের ভালোবাসা কোথাও পাওয়া যায় না!

    পোষ্টটিঃ খুবি গুরুত্বপূর্ণ।

  • উখিয়ার মরিচ্যা বাজার উত্তর স্টেশনে মা’হাদ আল ফুরকান এ শুরু হয়েছে দ্বিতীয় টিউটোরিয়াল পরিক্ষা

    উখিয়ার মরিচ্যা বাজার উত্তর স্টেশনে মা’হাদ আল ফুরকান এ শুরু হয়েছে দ্বিতীয় টিউটোরিয়াল পরিক্ষা

    শিক্ষা বার্তা।

    উখিয়া উপজেলার মরিচ্যা বাজারে প্রতিষ্ঠিত, স্বল্পসময়ে সাড়াজাগানো প্রতিষ্ঠান, মা’হাদ আল ফুরকান এ শুরু হয়েছে দ্বিতীয় টিউটোরিয়াল পরিক্ষা।

    ছাত্রদের হলের মনোরম পরিবেশ ও নিরিবিলি পরিবেশ দেখার মত। ছাত্ররা যেন পরীক্ষায় সর্বোচ্চ সফলতার সাথে উত্তীর্ণ হয়, সেজন্য সকলের নেক দোয়া প্রত্যাশা করছি।

    মহান আল্লাহ যেন আমাদের প্রতিষ্ঠানকে কবুল করে নিন, ছাত্রদেরকে দুনিয়া ও আখেরাতে সর্বাঙ্গীনভাবে সাফল্যমন্ডিত করেন, সেজন্য সকলের কাছে দোয়া চায়।

    প্রিয় দেশবাসী, আপনাদের কোমলমতি সন্তানকে ধর্মীয়, নৈতিক ও আধুনিক শিক্ষায় পারদর্শী করে তুলতে আমাদের উপর আস্থা রাখতে পারেন।
    ইনশাআল্লাহ আপনাদের সন্তানের ব্রাইট ফিউচার গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।

  • ভূজপুরে মাকে মারধর করায় দায়ে ছেলে গ্রেফতার

    ভূজপুরে মাকে মারধর করায় দায়ে ছেলে গ্রেফতার

    সংবাদকর্মী ★
    তালহা চৌধুরী রুদ্র।

    চট্টগ্রাম ফটিকছড়ির ভূজপুরে নিজের মা কে মারধর করার মামলায় জানে আলম নামের এক ছেলেকে গ্রেফতার করেছে ভূজপুর থানা পুলিশ।

    শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ভূজপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ভূজপুর পূর্ব হাছনাবাদ জাহাঙ্গীরের বাড়ির আব্দুল গণির ছেলে এবং বাদী রাহানাজ বেগম একই এলাকার আব্দুল গণির স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন ভূজপুর থানার অফিসার ইনচার্জ হেলাল উদ্দিন ফারুকী।

    মামলা সূত্রে জানা যায়, পূর্বে থেকেই বিবাদীর (জানে আলম)’র সাথে পারিবারিক কিছু ঝামেলা চলছিল এবং এ বিষয়ে কোর্টে মামলা দায়ের করেছিল বিবাদীর ভাই। পরে ওই বিষয়ে আদালত থেকে বিবাদী জামিন পাওয়ার পর পরিবারের সবার সাথে আরো বেপরোয়া আচরণ করতে থাকে। পরবর্তীতে গত ৭/৯/২২ সন্ধ্যা ৭টার দিকে সে নেশাগ্রস্ত অবস্থায় মায়ের কাছ থেকে মোটা অংকের টাকা দাবী করে। টাকা না দেয়ায় বিবাদী তার মাকে কিল-ঘুষি মেরে হত্যার হুমকি দিয়ে গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। পরে বিবাদীর(জানে আলম) পিতা ও আশপাশের লোকজন এগিয়ে এসে বাদীনি (রাহানাজ বেগম) কে উদ্ধার করে। এসময় বিবাদী এ বিষয়ে কোন মামলামোকদ্দমা করলে মাকে জানে মেরে ফেলবে বলে হুমকি দেয়। পরে রাহানাজ বেগম ওই ছেলে জানে আলমের বিরুদ্ধে চীপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। সিআর মামলা নং- ২৬৬/২২। এ মামলায় বিবাদীর গ্রেফতারী ওয়ারেন্ট জারী করে আদালত।

    এ বিষয়ে ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন ফারুকী বলেন, ‘মাকে মারধরের মামলায় জানে আলম নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। আসামি এখনো থানায়। পরবর্তীতে কোর্টে প্রেরণ করা হবে।

  • কামাল উদ্দিন এর মৃত্যুতে ৭নং ওয়ার্ডের জনপ্রতিনিধি আব্দুর রহিম মেম্বার এর গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন

    কামাল উদ্দিন এর মৃত্যুতে ৭নং ওয়ার্ডের জনপ্রতিনিধি আব্দুর রহিম মেম্বার এর গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন

    শোক সংবাদ

    পূর্ব দরগাহবিল তুলাতলী পাড়া নিবাসী জনাব মীর কাশেম এর ৪র্থ পুত্র জনাব কামাল উদ্দিন সাহেব গতকাল দুপুর ৩ ঘটিকার দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন) আজ ১ অক্টোবর ২০২২ ইং শনিবার সকাল ১০ ঘটিকার দিকে হাতিমোড়া স্টেশন জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হইবে।

    আল্লাহ মরহুমের সমস্ত জীবনের ভুলত্রুটি ক্ষমা করে দিয়ে জান্নাতের আলা মাকাম দান করুন। আমীন।
    মরহুমের মা-বাবা এবং ভাই-বোনদেরকে সবরে জমীল দান করুন। আমীন।

    কামাল উদ্দিন এর মৃত্যুতে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ৭নং ওয়ার্ডের জনপ্রতিনিধি জনাব আব্দুর রহিম মেম্বার এর গভীর শোক প্রকাশ এবং মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানাই।

  • ঈদগাঁওয়ের প্রতিবাদী যুবক শাহিনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যহার ও হয়রানি বন্ধের প্রতিবাদে মানববন্ধন

    ঈদগাঁওয়ের প্রতিবাদী যুবক শাহিনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যহার ও হয়রানি বন্ধের প্রতিবাদে মানববন্ধন

    স্টাফ রিপোর্টার,

    কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের জঙ্গল মাছুয়া খালী গ্রামের মোঃ শাহিন প্রকাশ লালুর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। ৩০ সেপ্টেম্বর জুমা নামাজের পর এ কর্মসূচি পালন করা হয়।

    উত্তর মাছুয়া খালী যুব উন্নয়ন সংগঠনের ব্যানারে অনুষ্ঠিত হওয়া এ মানববন্ধনে অংশ নেন এলাকার সর্বস্থরের জনগণ। সংগঠনটি সভাপতি মোহাম্মদ হানিফের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ নবীর পরিচালনায় বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহেদ, সালমান, সাইফুল ইসলাম এবং মোঃ শাহিনের বাবা মৌলভী আলী আহমদ।

    মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন,মোঃ শাহিন প্রকাশ লালু এলাকার একজন প্রতিবাদী যুবক, অন্যায় অনিয়ম, সমাজ বিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন।

    তারা আরো বলেন, মোঃ শাহিন প্রকাশ লালু এলাকার যুব সমাজকে সাথে নিয়ে মাদক, জমি দখল, ইভটিজিং, নারী নির্যাতন, মাটি কাটা, বালি উত্তোলন বন্ধ করে দেওয়ায় ষড়যন্ত্র কারীরা বার বার কোনো না কোনো মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছে। তারা প্রশাসনকে ভুল তথ্য দিয়ে হয়রানি করে আসছে। বক্তারা মোঃ শাহিনের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যহার ও হয়রানি বন্ধ করতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।

  • ক্যাম্পাসে ছাত্রলীগের যৌনসন্ত্রাস নারীর উচ্চশিক্ষাকে বাঁধাগ্রস্ত করছে-ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

    ক্যাম্পাসে ছাত্রলীগের যৌনসন্ত্রাস নারীর উচ্চশিক্ষাকে বাঁধাগ্রস্ত করছে-ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

    আলমগীর ইসলামাবাদী-  চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    ছাত্রলীগ ক্যাম্পাসকে অনিরাপদ ও ধর্ষণের স্বর্গরাজ্য বানিয়ে নারীদের উচ্চ শিক্ষাকে বাধাগ্রস্ত করছে। ইডেন কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ যা ঘটিয়েছে এবং মিডিয়াতে যা প্রকাশিত হয়েছে তাতে দেশের সকল শিক্ষার্থীদের সম্মানকে অবনমিত ও ছাত্র রাজনীতিকে কলঙ্কিত করেছে।

    ৩০ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আয়োজিত যৌন সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশে কেন্দ্রীয় সভাপতি নূরুল করীম আকরাম উপরোক্ত মন্তব্য করেন।

    ছাত্রলীগ ইতোপূর্বে সিট বানিজ্য, চাঁদাবাজি ও দেহ ব্যবসার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। আগে ক্যাম্পাসে সকল অপকর্মের সঙ্গবদ্ধ নেতৃত্ব দিলেও এবার তারা নারীদের বিরুদ্ধে যৌন সন্ত্রাসী হিসেবে মহড়া প্রদর্শন করছে। ছাত্রলীগের এসব অপকর্মের অহরহ তথ্যপ্রমাণ থাকলেও প্রশাসনের নীরব ভূমিকা ছাত্রসমাজকে ভাবিয়ে তুলেছে।
    প্রশাসন যথাযথ ব্যবস্থা না নিলে যারা ধর্ষকদের পাহাড়া দিচ্ছে, আশ্রয় দিচ্ছে ও প্রশ্রয় দিচ্ছে জনগণের আদালতে তাদের বিচার করা হবে এবং দেশের সচেতন শিক্ষার্থী ও অভিভাবক ঐক্যবদ্ধভাবে ধর্ষক নামক যৌন সন্ত্রাসীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলবে।

    সংগঠনের সেক্রেটারি জেনারেল শেখ মুহাম্মাদ আল-আমিন এর সঞ্চালনায় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ, জয়েন্ট সেক্রেটারি জেনারেল ইউসুফ আহমাদ মানসুর, সাংগঠনিক সম্পাদক ইবরাহীম হুসাইন মৃধা, প্রশিক্ষণ সম্পাদক নূরুল বশর আজিজী, তথ্য ও গবেষণা সম্পাদক সুলাইমান দেওয়ান সাকিব, দফতর সম্পাদক সিরাজুল ইসলাম, প্রচার ও আন্তর্জাতিক সম্পাদক মুনতাছির আহমাদ, বিশ্ববিদ্যালয় সম্পাদক, মাহবুব হোসেন মানিক, ঢাবি সভাপতি (ভারপ্রাপ্ত) ইয়াসিন আরাফাত প্রমূখ নেতৃবৃন্দ।

  • আইডিয়াল সোসাইটির সভাপতি রহমত উল্লাহ আজাদ এর আম্মাজান মহান রবের ডাকে ছাড়া দিয়েছেন

    আইডিয়াল সোসাইটির সভাপতি রহমত উল্লাহ আজাদ এর আম্মাজান মহান রবের ডাকে ছাড়া দিয়েছেন

    শোক সংবাদ

    উখিয়া উপজেলার সদর রাজাপালং ইউনিয়নের একটি অরাজনৈতিক সমাজিক সেচ্ছাসেবী সংগঠন, আইডিয়াল সোসাইটি এর সভাপতি সমাজ সেবক ও শিক্ষানুরাগী রহমত উল্লাহ আজাদ এর আম্মাজান আজ ৩০ সেপ্টেম্বর ২০২২ ইং শুক্রবার বিকাল ৪.৩০ ঘটিকার দিকে নিজ বাসায় ইন্তেকাল করেছেন ( ইন্না-লিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন) আজ রাত ৯ ঘটিকার দিকে পূর্ব ডিগলিয়া পালং নতুন জামে মসজিদের মাঠে মরহুমার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে, মরহুমার প্রতি উখিয়া ভয়েস২৪ ডটকম পরিবারের গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জানাই।

    আমরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করি।

  • টেকনাফের হ্নীলা এলাকায় অভিযান পরিচালনা করে ৩৩.৫ কেজি গাঁজাসহ ১ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫

    টেকনাফের হ্নীলা এলাকায় অভিযান পরিচালনা করে ৩৩.৫ কেজি গাঁজাসহ ১ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫

    টেকনাফ উপজেলা প্রতিনিধি।

    কক্সবাজার জেলাধীন টেকনাফ উপজেলার হ্নীলা এলাকায় অভিযান পরিচালনা করে ৩৩.৫ কেজি গাঁজাসহ ১ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫

    র‌্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয় যে, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হ্নীলা ইউপিস্থ পশ্চিম ফুলের ডেইল সাকিনস্থ জনৈক মহিলা তার বসত ঘরে গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে । উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল ২৯/০৯/২০২২ তারিখ অনুঃ ০৬.০০ ঘটিকায় বর্ণিত স্থানে পৌঁছালে র‌্যাবের উপস্থিতিতে একজন মহিলা কৌশলে পালানোর চেষ্টা করলে শাহানা আক্তার (৩৭), স্বামী-সাইফুল ইসলাম প্রঃ অলি আহমদ, সাং-পশ্চিম ফুলের ডেইল, ওয়ার্ড নং-০৩, ইউপি-হ্নীলা, থানা-টেকনাফ, জেলা- কক্সবাজারকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক তল্লাশী করে ধৃত মহিলার বসত ঘরের খাটের নিচ হতে তার নিজ হাতে বের করে দেয়া তিনটি বস্তার ভেতর হতে সর্বমোট ৩৩ (তেত্রিশ) কজেি ৫০০ (পাঁচশ) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত মহিলা জানায় জব্দকৃত মাদকদ্রব্যসমূহ টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে টেকনাফ-কক্সবাজার এর বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।
    উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজুর জন্য কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

    ধন্যবাদ।

  • মদীনা সনদ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত-মেয়র মুজিবুর রহমান

    মদীনা সনদ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত-মেয়র মুজিবুর রহমান

    নিজস্ব প্রতিবেদনঃ

    মুজিবুর রহমান মেয়র, কক্সবাজার পৌরসভা ও সাধারণ সম্পাদক, জেলা আওয়ামীলীগ কক্সবাজার।

    ‘মহানবী হযরত মুহাম্মদ (স:) সর্বকালের সকল মানুষের জন্য রহমত এবং অনুকরণীয় আদর্শ। তাঁর প্রণীত ‘মদীনা সনদ’ সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করেছে। মদীনা সনদের মর্ম উপলব্ধি করে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি তথা সামাজিক সংহতি নিশ্চিত করব এবং মহানবীর শান্তি-সংহতির বার্তা মানুষের মাঝে প্রচার করব।

    সম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, ডেঙ্গু ও করোনা ভাইরাস প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসনে ২৯/৯/২০২২ বৃহস্পতিবার সকাল ১০ টায় ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজারের উদ্যোগে ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত ইমাম, খতিব ও উলামা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব মুজিবুর রহমান একথা বলেন। ইফা: উপ-পরিচালক জনাব ফাহমিদা বেগমের সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন সহকারী পরিচালক জনাব সরওয়ার আকবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে- জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু উজ্জল কর ও সাধারণ সম্পাদক বাবু বেন্টু দাশ। জেলা প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতির সভাপতি কাজী সিরাজুল ইসলাম ছিদ্দিকী।

    সভাপতি জনাব ফাহমিদা বেগম বলেন, ইসলাম শান্তিপূর্ণ ধর্ম। সর্বক্ষেত্রে শান্তির বিধান নিশ্চিত করে প্রেম-প্রীতি, সৌহার্দ্য আর শান্তি ও সম্প্রীতির এক পরিমণ্ডল বিশ্বজুড়ে প্রতিষ্ঠিত করাই ইসলামের মূল লক্ষ্য। যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে এটাই ইসলামের শিক্ষা। কেননা একই আদম হাওয়া থেকে আমাদের সবার উদ্ভব। কে কোন ধর্মের অনুসারী তা মূল বিষয় নয়, বিষয় হল আমরা সবাই মানুষ। মানুষ হিসেবে আমরা সবাই এক জাতি।
    সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ইসলাম এতই সোচ্চার, রাসূল (স:) নিজেদের জানমালের পাশাপাশি সংখ্যালঘু অমুসলিম সম্প্রদায়ের জানমাল রক্ষায় সচেষ্ট থাকার জন্যও মুসলমানদের প্রতি তাগিদ দিয়েছেন। শুধু তাই নয়, অন্য ধর্মাবলম্বী ও তাদের উপাসনালয়ের ওপর আঘাত-সহিংসতাও ইসলামে চিরতরে হারাম ও নাযায়েজ ঘোষণা করা হয়েছে।

    সভায় বক্তারা বলেন, কক্সবাজার তথা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। কোন কুচক্রী মহল যাতে দেশের স্থিতিশীলতাকে বিনষ্টের মানসে কোন নাশকতা করতে না পারে, তজ্জন্য ইমাম-খতিবদের বয়ান করার জন্য আহবান জানান।

    একইভাবে সম্প্রতি ডেঙ্গুর প্রার্দুভাব বৃদ্ধির বিষয়ে জনগণকে সর্তককরণ, ডেঙ্গু মশার উৎপত্তিস্থল বন্ধ করার আহবান জানান এবং যাঁরা এখনো কোভিড-১৯ টিকা টিকা গ্রহন করেন নি, তাদেরকে আগামী ০৩ অক্টোবর ২০২২ এর মধ্যে টিকা গ্রহনের পরামর্শ দেন। উল্লেখ্য, ৩ অক্টোবর ২০২২ এর পরে করোনা টিকার ১ম ডোজ আর দেয়া হবেনা।

    উল্লেখিত বিষয়ে ২৮/০৯/২০২২ তারিখে ৮ উপজেলা পর্যায়ে অনুরুপ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা কার্যালয়ের কর্মকর্তাদের অংশগ্রহনসহ অনুষ্ঠানে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার, উচ্চপদস্থ সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
    সভা শেষে, দেশ-জাতির সার্বিক কল্যাণ ও উন্নতি কামনায় মিলাদ, কিয়াম, দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।