Blog

  • টেকনাফের হ্নীলা এলাকায় অভিযান পরিচালনা করে ৩৩.৫ কেজি গাঁজাসহ ১ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫

    টেকনাফের হ্নীলা এলাকায় অভিযান পরিচালনা করে ৩৩.৫ কেজি গাঁজাসহ ১ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫

    টেকনাফ উপজেলা প্রতিনিধি।

    কক্সবাজার জেলাধীন টেকনাফ উপজেলার হ্নীলা এলাকায় অভিযান পরিচালনা করে ৩৩.৫ কেজি গাঁজাসহ ১ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫

    র‌্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয় যে, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হ্নীলা ইউপিস্থ পশ্চিম ফুলের ডেইল সাকিনস্থ জনৈক মহিলা তার বসত ঘরে গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে । উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল ২৯/০৯/২০২২ তারিখ অনুঃ ০৬.০০ ঘটিকায় বর্ণিত স্থানে পৌঁছালে র‌্যাবের উপস্থিতিতে একজন মহিলা কৌশলে পালানোর চেষ্টা করলে শাহানা আক্তার (৩৭), স্বামী-সাইফুল ইসলাম প্রঃ অলি আহমদ, সাং-পশ্চিম ফুলের ডেইল, ওয়ার্ড নং-০৩, ইউপি-হ্নীলা, থানা-টেকনাফ, জেলা- কক্সবাজারকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক তল্লাশী করে ধৃত মহিলার বসত ঘরের খাটের নিচ হতে তার নিজ হাতে বের করে দেয়া তিনটি বস্তার ভেতর হতে সর্বমোট ৩৩ (তেত্রিশ) কজেি ৫০০ (পাঁচশ) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত মহিলা জানায় জব্দকৃত মাদকদ্রব্যসমূহ টেকনাফ সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে টেকনাফ-কক্সবাজার এর বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।
    উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজুর জন্য কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

    ধন্যবাদ।

  • মদীনা সনদ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত-মেয়র মুজিবুর রহমান

    মদীনা সনদ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত-মেয়র মুজিবুর রহমান

    নিজস্ব প্রতিবেদনঃ

    মুজিবুর রহমান মেয়র, কক্সবাজার পৌরসভা ও সাধারণ সম্পাদক, জেলা আওয়ামীলীগ কক্সবাজার।

    ‘মহানবী হযরত মুহাম্মদ (স:) সর্বকালের সকল মানুষের জন্য রহমত এবং অনুকরণীয় আদর্শ। তাঁর প্রণীত ‘মদীনা সনদ’ সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করেছে। মদীনা সনদের মর্ম উপলব্ধি করে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি তথা সামাজিক সংহতি নিশ্চিত করব এবং মহানবীর শান্তি-সংহতির বার্তা মানুষের মাঝে প্রচার করব।

    সম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, ডেঙ্গু ও করোনা ভাইরাস প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসনে ২৯/৯/২০২২ বৃহস্পতিবার সকাল ১০ টায় ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজারের উদ্যোগে ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত ইমাম, খতিব ও উলামা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব মুজিবুর রহমান একথা বলেন। ইফা: উপ-পরিচালক জনাব ফাহমিদা বেগমের সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন সহকারী পরিচালক জনাব সরওয়ার আকবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে- জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু উজ্জল কর ও সাধারণ সম্পাদক বাবু বেন্টু দাশ। জেলা প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সমিতির সভাপতি কাজী সিরাজুল ইসলাম ছিদ্দিকী।

    সভাপতি জনাব ফাহমিদা বেগম বলেন, ইসলাম শান্তিপূর্ণ ধর্ম। সর্বক্ষেত্রে শান্তির বিধান নিশ্চিত করে প্রেম-প্রীতি, সৌহার্দ্য আর শান্তি ও সম্প্রীতির এক পরিমণ্ডল বিশ্বজুড়ে প্রতিষ্ঠিত করাই ইসলামের মূল লক্ষ্য। যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করবে এটাই ইসলামের শিক্ষা। কেননা একই আদম হাওয়া থেকে আমাদের সবার উদ্ভব। কে কোন ধর্মের অনুসারী তা মূল বিষয় নয়, বিষয় হল আমরা সবাই মানুষ। মানুষ হিসেবে আমরা সবাই এক জাতি।
    সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ইসলাম এতই সোচ্চার, রাসূল (স:) নিজেদের জানমালের পাশাপাশি সংখ্যালঘু অমুসলিম সম্প্রদায়ের জানমাল রক্ষায় সচেষ্ট থাকার জন্যও মুসলমানদের প্রতি তাগিদ দিয়েছেন। শুধু তাই নয়, অন্য ধর্মাবলম্বী ও তাদের উপাসনালয়ের ওপর আঘাত-সহিংসতাও ইসলামে চিরতরে হারাম ও নাযায়েজ ঘোষণা করা হয়েছে।

    সভায় বক্তারা বলেন, কক্সবাজার তথা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। কোন কুচক্রী মহল যাতে দেশের স্থিতিশীলতাকে বিনষ্টের মানসে কোন নাশকতা করতে না পারে, তজ্জন্য ইমাম-খতিবদের বয়ান করার জন্য আহবান জানান।

    একইভাবে সম্প্রতি ডেঙ্গুর প্রার্দুভাব বৃদ্ধির বিষয়ে জনগণকে সর্তককরণ, ডেঙ্গু মশার উৎপত্তিস্থল বন্ধ করার আহবান জানান এবং যাঁরা এখনো কোভিড-১৯ টিকা টিকা গ্রহন করেন নি, তাদেরকে আগামী ০৩ অক্টোবর ২০২২ এর মধ্যে টিকা গ্রহনের পরামর্শ দেন। উল্লেখ্য, ৩ অক্টোবর ২০২২ এর পরে করোনা টিকার ১ম ডোজ আর দেয়া হবেনা।

    উল্লেখিত বিষয়ে ২৮/০৯/২০২২ তারিখে ৮ উপজেলা পর্যায়ে অনুরুপ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা কার্যালয়ের কর্মকর্তাদের অংশগ্রহনসহ অনুষ্ঠানে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার, উচ্চপদস্থ সরকারী কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
    সভা শেষে, দেশ-জাতির সার্বিক কল্যাণ ও উন্নতি কামনায় মিলাদ, কিয়াম, দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

  • বিরামপুরে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেসের ধাক্কায় ১জনের মৃত্যু

    বিরামপুরে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেসের ধাক্কায় ১জনের মৃত্যু

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধি।

    দিনাজপুর জেলার বিরামপুরে ছাগল চরাতে গিয়ে ট্রেনে কেটে মমতাজ উদ্দিন (৪৭) নামে একজন মৃত হয়েছে।বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সাড়ে ১০টার দিকে দিনাজপুরের বিরামপুর পৌর শহরের বেগমপুর মোড়ে ঢাকাগামী কুড়ি গ্রাম এক্সপ্রেস ট্রেনে মমতাজ হোসেন (৪৭) নামে একজন কেটে এ মৃত্যুর ঘটনা ঘটে।

    নিহত মমতাজ হোসেন (৪৭) বিরামপুর পৌর শহরের ৮নং ওয়ার্ডের বেগমপুর গ্রামের মৃতঃ নজির উদ্দিন ছেলে।নিহতের প্রতিবেশী সামসুল ইসলাম জানান, মমতাজ হোসেন (৪৭) পেশায় একজন ভ্যান চালাক ছিলেন এবং ভ্যান চালার পাশাপাশি তিনি মাখার দোকান করতেন। এছাড়াও তিনি দীর্ঘদিন ধরে ইডিমা (পানি ধরে সম্পূর্ণ শরীরির ফুলা) ও কিডনি রোগসহ নানা রোগে অসুস্থতায় ভূগছিলেন। আজ বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে মমতাজ হোসেন ছাগল চরাতে গিয়ে রেল লাইনের উপর বসে ছিলেন। এসময় ট্রেনে আসার শব্দ শুনতে না পাওযায় সে ট্রেনের নিচে কাটা পড়ে মৃত হয় এবং তার শরীরির ট্রেনে কেটে ক্ষত- বিক্ষত হয়।

    পার্বতীপুর জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম নূরুল ইসলাম জানান, নিহত মমতাজ হোসেন ছাগল চরাতে গিয়ে রেল লাইনের উপর বসে ছিলেন। এসময় ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর রেল স্টেশন অতিক্রম করে গেলে বেগমপুর মোড় নামক স্থানে মমতাজ হোসেন ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেছেন।

    বিরামপুর পৌরসভার স্থানীয় ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র আবুল কালাম আজাদ বকুল মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, অতিদরিদ্র মমতাজ হোসেন দীর্ঘদিন ধরে কিডনীসহ নানা রোগে আক্রান্ত হয়ে হতাশাগ্রস্থ্য অবস্থায় ছিলেন।

  • বিরামপুরে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেসের ধাক্কায় ১জনের মৃত্যু

    বিরামপুরে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেসের ধাক্কায় ১জনের মৃত্যু

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধি-

    দিনাজপুর জেলার বিরামপুরে ছাগল চরাতে গিয়ে ট্রেনে কেটে মমতাজ উদ্দিন (৪৭) নামে একজন মৃত হয়েছে।

    বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সাড়ে ১০টার দিকে দিনাজপুরের বিরামপুর পৌর শহরের বেগমপুর মোড়ে ঢাকাগামী কুড়ি গ্রাম এক্সপ্রেস ট্রেনে মমতাজ হোসেন (৪৭) নামে একজন কেটে এ মৃত্যুর ঘটনা ঘটে।

    নিহত মমতাজ হোসেন (৪৭) বিরামপুর পৌর শহরের ৮নং ওয়ার্ডের বেগমপুর গ্রামের মৃতঃ নজির উদ্দিন ছেলে।

    নিহতের প্রতিবেশী সামসুল ইসলাম জানান, মমতাজ হোসেন (৪৭) পেশায় একজন ভ্যান চালাক ছিলেন এবং ভ্যান চালার পাশাপাশি তিনি মাখার দোকান করতেন। এছাড়াও তিনি দীর্ঘদিন ধরে ইডিমা (পানি ধরে সম্পূর্ণ শরীরির ফুলা) ও কিডনি রোগসহ নানা রোগে অসুস্থতায় ভূগছিলেন। আজ বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে মমতাজ হোসেন ছাগল চরাতে গিয়ে রেল লাইনের উপর বসে ছিলেন। এসময় ট্রেনে আসার শব্দ শুনতে না পাওযায় সে ট্রেনের নিচে কাটা পড়ে মৃত হয় এবং তার শরীরির ট্রেনে কেটে ক্ষত- বিক্ষত হয়।

    পার্বতীপুর জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম নূরুল ইসলাম জানান, নিহত মমতাজ হোসেন ছাগল চরাতে গিয়ে রেল লাইনের উপর বসে ছিলেন। এসময় ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর রেল স্টেশন অতিক্রম করে গেলে বেগমপুর মোড় নামক স্থানে মমতাজ হোসেন ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেছেন।

    বিরামপুর পৌরসভার স্থানীয় ৮ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র আবুল কালাম আজাদ বকুল মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, অতিদরিদ্র মমতাজ হোসেন দীর্ঘদিন ধরে কিডনীসহ নানা রোগে আক্রান্ত হয়ে হতাশাগ্রস্থ্য অবস্থায় ছিলেন।

  • ড. খান আসাদুজ্জামান রচিত বাংলার মেঘদূত শুভেচ্ছা স্মারকটি প্রধান মন্ত্রীর ৭৬তম জন্মদিন উপলক্ষে সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি কে তুলে দেন

    ড. খান আসাদুজ্জামান রচিত বাংলার মেঘদূত শুভেচ্ছা স্মারকটি প্রধান মন্ত্রীর ৭৬তম জন্মদিন উপলক্ষে সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি কে তুলে দেন

    হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কন্যা মাননীয় প্রধান মন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা-এর ৭৬ তম জন্ম বার্ষিকী উপলক্ষে জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার ও বাংলাদেশ ডায়েরি পত্রিকার সম্পাদক মহোদয় ড. খান আসাদুজ্জামান রচিত বাংলার মেঘদূত শুভেচ্ছা স্মারকটি সম্পাদক স্যারের পক্ষ থেকে ব্যবস্হাপনা পরিচালনার আবু রাসেল সবরিন তুলে দিলেন মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি মহোদয় কে।

  • বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমদ তাকরিম কে জেলা ও উপজেলা প্রশাসনের সংবর্ধনা

    বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমদ তাকরিম কে জেলা ও উপজেলা প্রশাসনের সংবর্ধনা

    নিজস্ব প্রতিবেদন।

    সৌদি আরবের মক্কা নগরীতে অনুষ্ঠিত সালমান বিন আব্দুল আজিজ ৪২ তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিশ্বের ১১১টি দেশের ১৫৩ জনের মধ্যে তৃতীয় স্থান অর্জন করায় টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার কৃতি সন্তান হাফেজ সালেহ আহমাদ তাকরীমকে উপজেলা প্রশাসন, নাগরপুর এর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।

    এসময় জেলা প্রশাসন,জেলা পুলিশ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্রেস্ট, বই, জায়নামাজ, পোশাক ও আর্থিক সম্মাননা ( জেলা প্রশাসনের পক্ষ থেকে ১ লাখ ও উপজেলা প্রশাসনের ৫০ হাজার টাকা) প্রদান করা হয়।

    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলার সুযোগ্য জেলা প্রশাসক ড. মোঃ আতাউল গনি স্যার, বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলার সম্মানিত পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার মহোদয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান, নাগরপুর উপজেলা পরিষদ, উপপরিচালক ইসলামিক ফাউণ্ডেশন, টাঙ্গাইলসহ অন্যান্য অতিথিবৃন্দ।

    উপজেলা প্রশাসন,নাগরপুর, টাঙ্গাইল বিশ্বজয়ী নাগরপুর উপজেলার এই কৃতি সন্তানকে সম্মানিত/সংবর্ধনা করতে পেরে আনন্দিত ও গর্বিত। একইসাথে এ সম্মাননার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে ভবিষ্যতে আরও সাফল্য বয়ে আনবে এই প্রত্যাশা ও তার সার্বিক কল্যাণ কামনা করেন তিনি।

  • আঁরার মাইয়া, আঁরার গর্ব” অনুষ্ঠানে সংবর্ধিত হলেন সাফ জয়ী বৃহত্তর চট্টগ্রামের পাঁচ নারী ফুটবলার

    আঁরার মাইয়া, আঁরার গর্ব” অনুষ্ঠানে সংবর্ধিত হলেন সাফ জয়ী বৃহত্তর চট্টগ্রামের পাঁচ নারী ফুটবলার

    নিজস্ব প্রতিবেদন।

    ২৮ সেপ্টেম্বর, ২০২২ খ্রিঃ বুধবার নগরীর জামাল খান চত্বরে দক্ষিণ এশিয়া মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপে (সাফ) বিজয়ী নারী ফুটবল দলের বৃহত্তর চট্টগ্রামের নারী ফুটবলার রূপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা, আনাই মগিনী ও আনুচিং মগিনী কে আড়ম্বরপূর্ণ এক সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নেয় চট্টগ্রামবাসী।

    দৈনিক আজাদী উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব কৃষ্ণ পদ রায়, বিপিএম(বার), পিপিএম(বার)।

    অনুষ্ঠানে উপস্থিত বক্তব্যে তিনি বিজয়ী নারী ফুটবলারদের অভিনন্দন ও শুভ কামনা জানান। তিনি বলেন, ‘এই আনন্দের রেশ আমাদের মধ্যে ছড়িয়ে পড়েছে, সবার মধ্যে ছড়িয়ে পড়েছে।’ তিনি আরও বলেন, ‘সে প্রকৃত যোদ্ধা, যে জয়ের জন্য নিজের প্রচেষ্টা অব্যহত রাখে। তোমাদের এই জয় শেষ নয়, পরবর্তী জয়ের জন্য তোমাদের প্রচেষ্টা থাকবে। সেই অপেক্ষায় আমরা পুরো জাতি আছি।

  • টেকনাফ সাবরাং ইউপিস্থ নয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১ অপহৃত ভিকটিমকে উদ্ধার করেছে র‍্যাব-১৫

    টেকনাফ সাবরাং ইউপিস্থ নয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১ অপহৃত ভিকটিমকে উদ্ধার করেছে র‍্যাব-১৫

    নিজস্ব প্রতিবেদন।

    র‌্যাব-১৫, কক্সবাজার জেলাধীন টেকনাফ উপজেলার ক্যাম্পে জয়নাল আবেদীন (২৮) নামক একজন ব্যক্তি অভিযোগ দায়ের করে যে, তার ছোট ভাই জাফর আলম (২৪), পিতা- নুরুল হাকিম, মাতা- ছকিনা খাতুন, সাং- শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়া, ০৭ নং ওয়ার্ড, সাবরাং-ইউনিয়ন, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার। ভিকটিম পেশায় একজন মাছ ব্যবসায়ী । গত ২৬/০৯/২০২২ তারিখ অনুঃ ১৩.০০ ঘটিকার সময় তার ভাই সুজোকি মটর সাইকেল নিয়ে টেকনাফ বাজার যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরবর্তীতে দিন শেষে রাত হওয়ার পরও তার ভাই বাড়ি না ফেরায় ভিকটিমের পরিবার ও আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে ভিকটিমকে খোঁজাখুঁজি করে কোথাও সন্ধান পাওয়া যায়নি। খোঁজাখুঁজির একপর্যায়ে অজ্ঞাতনামা মোবাইল নম্বর হতে তার ব্যক্তিগত নম্বরে ফোন করে জানায় জাফর আলম অপহৃত হয়েছে এবং মুক্তিপণ বাবদ ১৫,০০,০০০/- (পনেরো লক্ষ) টাকা দাবি করে। এছাড়া মুক্তিপণ না দিলে ভিকটিমকে খুন করে লাশ গুম করে ফেলার হুমকিসহ বিভিন্ন রকম ভয়ভীতি প্রদান করে। পরবর্তিতে সে সাবরাং ইউপিস্থ বেইঙ্গা পাড়া সাকিনে অপহরণকারীচক্রের পাঠানো লোকের হাতে ০৩ ভরি স্বর্ণালংকারসহ ইসলামী ব্যাংক ও আল আরাফাহ ব্যাংকের দুইটি অলিখিত স্বাক্ষরবিহীন চেক প্রদান করা সত্ত্বেও অপহরণকারীরা ভিকটিমকে ফিরিয়ে দিতে অস্বীকৃতি জানায়। বিষয়টি র‌্যাব-১৫ এর সিপিসি-১ টেকনাফ ক্যাম্প অবগত হয়ে অপহৃত ভিকটিমকে উদ্ধার করতে র‌্যাব-১৫, টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল বিভিন্ন গোয়েন্দা কার্যক্রম জোরদার করে। অতঃপর ২৮/০৯/২০২২ তারিখ অনুঃ ১৪.৩০ ঘটিকায় কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন সাবরাং ইউপিস্থ নয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধার করে।

    ভিকটিমকে উদ্ধার করে হস্তান্তরপূর্বক অপরাধীদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু করার জন্য অভিভাবকদের পরামর্শ প্রদান করা হয়েছে।

  • উখিয়ায় ৯মাস ৮ দিনে কুরআন হিফজ সমাপ্ত করেন, ফাহিমা আক্তার কাজল

    উখিয়ায় ৯মাস ৮ দিনে কুরআন হিফজ সমাপ্ত করেন, ফাহিমা আক্তার কাজল

    ওমর ফারুক উখিয়া -কক্সবাজার।

    কক্সবাজারের উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়নের থাইংখালি উত্তর জামতলী এলকায় অবস্থিত হযরত আয়েশা ছিদ্দীকা (রা) বালিকা হিফ্জ খানা ও এতিমখানার বালিকা হিফ্জ বিভাগের ছাত্রী ফাহিমা আক্তার কাজল (১০) মাত্র ৯ মাস ৮ দিনে পবিত্র মহা গ্ৰন্থ আল কোরআন মুখস্থ করে হেফজ সমাপ্ত করেন।

    রবিবার (২৫ সেপ্টেম্বর) সকালে উক্ত মাদ্রাসার প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে সমাপ্তির বিষয়টি উল্লেখ করেন, উক্ত প্রতিষ্টানের পরিচালক মাওলানা মুহাম্মদ সেলিম।

    তিনি বলেন,আমার মাদ্রাসার শিক্ষিকা আমার সহধর্মিণী, তিনি উচ্চ শিক্ষিতা ও অনেক ভালোমানের হাফেজা,তিনি মাদ্রাসার প্রধান শিক্ষিকা হিসেবে মাদ্রাসা সকল ছাত্রীরা যেন দ্রুত সময়ে মহাগ্রন্থ আল কুরআন হেফজ সমাপ্ত করে পিতা-মাতা, উস্তাদসহ অত্র প্রতিষ্ঠানের সুনাম অর্জন করে এইটাই আমলে নিয়ে চেষ্টা চালিয়ে যায়।

    তিনি আরো বলেন,পবিত্র কোরআনই একমাত্র সর্বশ্রেষ্ট কিতাব, যেটা শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করা হয় মহান আল্লাহ তা’য়ালার অশেষ রহমতের মাধ্যমে। আল কোরআন মুখস্থকারীদের জন্য মহান আল্লাহ তা’য়ালার পক্ষ থেকে নানান পুরস্কারের কথা বলা হয়েছে। হাদিসে স্পষ্টভাবে এসেছে,পবিত্র কোরআনের ধারক-বাহকদের সম্মানের কথা। রাসুল (স.)বলেন,তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ঐ ব্যক্তি,যে ব্যাক্তি নিজে কোরআন মজিদ শিক্ষা করে,এবং অন্যদের শিক্ষা দেয়।

    অবাক হওয়ার বিষয় হলো,বিপুল সংখ্যক কোরআনের হাফেজ/হাফেজাদের কোরআন মজিদ মুখস্থ কারার নির্দিষ্ট কোনো বয়স নেই।
    কেউ বুড়ো বয়সে,কেউ কিশোর বয়সে, কেউ আবার শিশু অবস্থায় কোরআন মুখস্থ করছেন। এমনকি অন্ধ নর/নারীরা মহান আল্লাহ তা’য়ালার অশেষ রহমতের মাধ্যমে কোরআন তেলাওয়াত শুনে শুনে মহা গ্ৰন্থ আল-কোরআন মুখস্থ করার নজির রয়েছে।মহা গ্ৰন্থ আল-কোরআন মুখস্থ করার যেমিন নির্দিষ্ট কোনো বয়স নেই,তেমনি দিনে কিংবা মাসে কে কতটুকু মুখস্থ করবে তার কোন বিধি-নিষেধ নেই। এভাবেই সমগ্র পৃথিবীতে অল্প বয়সে,কম সময়ে পবিত্র মহা গ্ৰন্থ আল-কোরআনের হাফেজ/ হাফেজা হচ্ছেন।

    এরই ধারাবাহিকতায় মাত্র ৯ মাস ৮ দিনে পুরো কোরআন শরীফ মুখস্থ করে হাফেজা হওয়ার অনন্য গৌরব অর্জন করেছেন উখিয়ার ফাহিমা আক্তার কাজল।

    ফাহিমা আক্তার কাজল’র বাড়ি উখিয়া উপজেলা ৫নং পালংখালী ইউনিয়ন এর থাইংখালি উত্তর জামতলী আবুল বশর এর মেয়ে ফাহিমা আক্তার কাজল।

    বাবা,আবুল বশর তার মেয়ে অল্প সময়ে কুরআনের হাফেজ হওয়ায় মাদ্রাসার কতৃপক্ষ ও মহান আল্লাহ তা’য়ালার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন,এবং তিনি তার মেয়ে হাফেজা ফাহিমা আক্তার কাজল’র জন্য দোয়া প্রার্থনা করেন দেশ বাসীর কাছে।

    হযরত আয়েশা ছিদ্দীকা(রা) বালিকা হিফ্জ খানা ও এতিম খানার হিফ্জ বিভাগের ছাত্রী ফাহিমা আক্তার কাজল এর এর হেফজের শেষ সবক শোনেন অত্র প্রতিষ্টানের প্রধান শিক্ষিকা।

    উক্ত প্রতিষ্টানের প্রধান পরিচালক মাওলানা মুহাম্মদ সেলিম জানান, অল্প সময়ের মধ্যেই নাজেরা সহিহ শুদ্ধভাবে শেষ করে হিফজ শুরু করেন। হিফজ শুরুর পরই তার শিক্ষিকা, তার মাঝে মেধার শক্তি দেখতে পান। সে ধারাবাহিকতায় তার শিক্ষিকা অনেক চেষ্টা চালিয়ে মাত্র ৯ মাস ৮ দিনে কোরআনের হিফজ সমাপ্ত করার সহযোগিতা করেন,এতে হাফেজা ফাহিমা আক্তার খানমের শিক্ষিকা তার ছাত্রীর জন্য মহান আল্লাহ তা’য়ালার নিকট শুকুরিয়া আদায় করেন,এবং তাঁহার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছেন।

    উক্ত মাদ্রাসার শিক্ষিকা বলেন, গত ২০২১ সালে অত্র মাদ্রাসা থেকে ৫ জন হাফেজা হেফজ সমাপ্তি করে আনুষ্ঠানিক ভাবে বিদায় দিয়া হয়েছে। এবং চলিত বছরের ২০২২ সালে আরো ৫ জন’ হিফ্জ সমাপ্তি করে আনুষ্ঠানিক ভাবে বিদায় দিয়া হবে।

    প্রতিষ্টানের প্রধান পরিচালক মাওলানা মুহাম্মদ সেলিম শেষ পর্যায়ে চলিত বছরের যারা হিফ্জ সমাপ্তি করবে তাদের সময় নির্ধারণ করলে বলেন আগামী নবেম্বর মাসে ৫ জনের হিফ্জ পুর্ণাঙ্গ ভাবে শেষ হবে।

    যারা সমাপ্তি কারি আছেন, তৌহিদা ইয়াছমিন(১১)পিতা মোহাম্মদ আক্তার হোসেন গ্রাম মনখালী,বাহাস ছড়া,টেকনাফ শফিকা আক্তার (১৪)পিতা হাফেজ আব্দুল গনি হোয়্যাইক্ষ্যং লম্বাবিল, হ্নীলা, টেকনাফ, ।হারেসা আক্তার(১৩)পিতা মুহাম্মদ নুর গ্রামঃ দরহা পাড়া, হ্নীলা, টেকনাফ। সালেহা খাতুন কামাল(কোবরা)(১২)পিতা মোহাম্মদ কামাল উদ্দিন (বর্তমান মেম্বার ৬নং ওয়ার্ড , রহমতের বিল, পালংখালী উখিয়া।

    উল্লেখ্য উখিয়ার শেষ সিমান্ত ৫নং পালংখালী ইউনিয়ন এর থাইংখালি উত্তর জামতলী শুক্রর মেম্বার বাড়ির সংলগ্ন অবস্থিত আবাসীক ও অনাবাসিক বালিকা হিফ্জ মাদ্রাসা ও এতিম খানা’ মাদ্রাসাটি ২০২০সালে প্রতিষ্ঠিত হয়। মাদরাসাটি প্রতিষ্ঠতা করেন, অত্র এলাকার কৃতি সন্তান মৃত সোনালী সিকদার এর ছোট সন্তান মাওলানা মুহাম্মদ সেলিম। এতে ৪০ জন ছাত্রী ২ জন শিক্ষিকা দ্বারা পাঠদান করা হয়।
    মাদ্রাসা যোগাযোগ নাম্বারঃ-০১৫৭৫-১৬১৯৯৩

  • ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ এর মহাসচিব নিযুক্ত হলেন মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ

    ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ এর মহাসচিব নিযুক্ত হলেন মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ

    আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধি”

    আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ-এর মহাসচিব নিযুক্ত হলেন আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার মুহতামিম মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ।

    বুধবার(২৮ অক্টোবর২২) “আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ” এর কেন্দ্রীয় কার্যালয় আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ায় অনুষ্ঠিত বোর্ডের বাৎসরিক সাধারণ সভা, মজলিসে শূরার অধিবেশন এবং পরীক্ষা কমিটির যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

    বোর্ডের সিনিয়র সহসভাপতি মুফতী হাফেজ আহমদুল্লাহ-এর সভাপতিত্বে ও ইত্তেহাদের দপ্তর সম্পাদক মাওলানা সাঈদুল হক এর সঞ্চালনায় যৌথ সভা অনুষ্ঠান আরম্ভ হয় এবং ইত্তেহাদের অন্যান্য দায়িত্বশীলরা বক্তব্য রাখেন।
    উল্লেখ, চলতি বছরের ২১জুন আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ এর মহাসচিব মুফতী আব্দুল হালিম বোখারী ইন্তেকাল করলে পদটি শূন্য হয়।
    মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ এতদিন ইত্তেহাদের কেন্দ্রীয় সহকারী মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।