Blog

  • সিবিডিএস এর ৬ষ্ট প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করেছে ৬৪ জেলার স্বেচ্ছাসেবীদের মিলন মেলা।

    সিবিডিএস এর ৬ষ্ট প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করেছে ৬৪ জেলার স্বেচ্ছাসেবীদের মিলন মেলা।

    সাইফুল ইসলাম কক্সবাজার সদর প্রতিনিধি

    কক্সবাজার ব্লাড ডোনার সোসাইটির ৬ষ্ট প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করেছে ৬৪ জেলার স্বেচ্ছাসেবীদের মিলন মেলা শনিবার কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে এ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান। এসময় তিনি ৬৪ জেলা থেকে আগত স্বেচ্ছাসেবীদের শুভেচ্ছা জানান এবং সংগঠনটির পাশে থেকে সগযোগিতার কথা বলেন আশ্বাস দেন।
    ব্লাড ডোনার সোসাইটির মডারেটর মোহাম্মদ ইসহাক বলেন, প্রতিষ্ঠালঘ্ন থেকেই তারা মানুষের পাশে থেকে রক্তদানের গুরুত্ব তুলে ধরতে কাজ করে যাচ্ছে।
    কক্সবাজার ব্লাড ডোনার সোসাইটির অন্যতম সংগঠক আশরাফুল হাসান রিশাদের পরিচালনায় ও জাহাঙ্গীর আলম জেক এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশিকুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসেনসহ বিভিন্ন জেলার ব্লাড ডোনার সংগঠনের স্বেচ্ছাসেবীরা।
    পরে রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করেন ব্লাড ডোনার সোসাইটির স্বেচ্ছাসেবীকরা।
    রক্তের প্রয়োজনের কথা শুনলেই তারা ছুটে যান রাত বিরাতে। রোগীর ঠিকানা নিয়ে পৌঁছে যান হাসপাতালে। রক্ত দিয়ে ফেরেন হাসিমুখে।
    মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। এটিই তারা ধারণ করেন।
    রক্তদানের মাধ্যমে মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর ব্রত নিয়ে ছূটে চলা এমন এক ঝাঁক তারুণ্যের সম্মিলন হয়েছে কক্সবাজারে।

  • রামু জোয়ারিয়ানালা রাবার বাগান এলাকায় চেকপোস্ট স্থাপন করে ১৮ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫

    রামু জোয়ারিয়ানালা রাবার বাগান এলাকায় চেকপোস্ট স্থাপন করে ১৮ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫

    রামু জোয়ারিয়ানালা রাবার বাগান এলাকায় চেকপোস্ট স্থাপন করে ১৮ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫

    নিজস্ব প্রতিবেদক

    ০২/০৯/২০২২ তারিখ র‌্যাব-১৫ এর আভিযানিক দল গোপন সূত্রে অবগত হয় যে, কতিপয় মাদক ব্যবসায়ী চট্টগ্রাম হতে কক্সবাজারগামী সৌদিয়া পরিবহন নামক বাসে করে যাত্রী বেশে মাদকদ্রব্য গাঁজা বহন করছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল একই তারিখ অনুঃ ১৮.০০ ঘটিকায় কক্সবাজার জেলার রামু থানাধীন জোয়ারিয়ানালা ইউপিস্থ রামু রাবার বাগান বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশন ব্যবস্থাপক কার্যালয় এর সামনে কক্সবাজার টু চট্টগ্রাম মহাসড়কের উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশী অভিযান শুরু করে। তল্লাশীর একপর্যায়ে বর্ণিত বাসটি চেকপোস্টের সামনে আসলে র‌্যাব সদস্যগণ বাসটি থামিয়ে তল্লাশী শুরু করলে দুইজন যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হয়। ঐ সময় উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে উক্ত ০১নং ধৃত ব্যক্তির হেফাজতে থাকা কাপড়ের ব্যাগ তল্লাশী করে ১০ (দশ) কেজি এবং ০২নং ধৃত ব্যক্তির সাথে থাকা ট্রলি ব্যাগের ভেতর হতে ০৮(আট) কেজিসহ *সর্বমোট ১৮ (আঠারো) কেজি গাঁজা উদ্ধার* করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ১নং ও ২নং আসামী জানায় তাদের পরিচয় ১। মোঃ খোরশেদ আলম @ বাবুল (২৩), পিতা-মোঃ নূরুল আহমদ, মাতা- মোছাঃ মরিয়ম বেগম, সাং- উত্তর ননিয়ারছরা (বিমান বন্দর রোড), ০২ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা- সদর মডেল, জেলা- কক্সবাজার এবং ২। মরিয়ম (৪০), পিতা- মৃত সৈয়দ আহমদ, পালক পিতা- মোঃ মমতাজ, স্বামী- মোঃ ফজলু, মাতা- মৃত ফাতেমা বেগম, সাং- ঝরঝরিকুয়া, ০১ নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভা, থানা- সদর মডেল, জেলা-কক্সবাজার। ধৃত আসামীরা আরো জানায়, তারা দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা চট্টগ্রাম থেকে বহন করে কক্সবাজারের বিভিন্ন জায়গায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছে।

    উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার রামু থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

  • বিরামপুরে বিপুল পরিমাণ গাজা সহ মাদক ব্যবসায়ী মনসুর আলী আটক

    বিরামপুরে বিপুল পরিমাণ গাজা সহ মাদক ব্যবসায়ী মনসুর আলী আটক

    এসএম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-

    বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে নিজ বাড়িতে মাদকদ্রব্য গাজা রাখার অপরাধে মনসুর আলী বল্টু (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

    গ্রেফতারকৃত আসামী হলেন, উপজেলার জোতবানী ইউনিয়নের দক্ষিন জগন্নাথপুর ভাইগড় গ্রামের মৃত হরমুজ আলীর ছেলে মনসুর আলী বল্টু।

    শনিবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার জোতবানী ইউনিয়নের দক্ষিন জগন্নাথপুর ভাইগড় গ্রামে এই বিশেষ অভিযান পরিচালনা করে থানা পুলিশ। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

    বিরামপুর থানার উপ-পরিদর্শক শাহিন শেখ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্তের দিক নিদের্শনায় সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ শনিবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার জোতবানী ইউনিয়নের দক্ষিন জগন্নাথপুর ভাইগড় গ্রামের মনসুর আলী বল্টু ও তার সহযোগী রুবেলের বসতবাড়ির ভেতরে বিশেষ অভিযান পরিচালনা করে দুজনের বাড়ি থেকে ৫ কেজি করে মোট ১০ কেজি গাজা উদ্ধারসহ মাদক ব্যবসায়ী মনসুর আলী বল্টুকে হাতে নাতে গ্রেফতার করে পুলিশ। এসময় আসামী রুবেল (৩৪) কৌশলে পালিয়ে যায়।

    জানতে চাইলে, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃত আসামীকে আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে থানা পুলিশের নিয়মিত এই অভিযান অব্যাহত রয়েছে। সু-নির্দিষ্ট তথ্য দিন, সেবা নিন বলেও ওই পুলিশ কর্মকর্তা জানান।

  • বাঁশখালীত মডেল মাদরাসার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে মুফতি ফয়জুল করিম শায়খে চরমোনাই

    বাঁশখালীত মডেল মাদরাসার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে মুফতি ফয়জুল করিম শায়খে চরমোনাই

    আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধি”

    বাঁশখালী মডেল মাদরাসার শুভ উদ্বোধনী অনুষ্ঠান (০২ সেপ্টেম্বর ২২) শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম শায়খে চরমোনাই। বাঁশখালীর শীর্ষ আলেম ও চাম্বল দারুল উলুম আইনুল ইসলাম মাদরাসার মহাপরিচালক পীরে কামেল আল্লামা শাহ্ আবদুল জলিল সাহেব হুজুরের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠান ও খতমে বোখারী শরিফ উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মুহাম্মদ জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম নাছিরাবাদ বড় মাদরাসার পরিচালক মাওলানা আবদুল জাব্বার, বাঁশখালী জলদী বড় মাদরাসার সাবেক মুহতামিম মাওলানা নুরুল হক সুজিশ, ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম মহানগর সেক্রেটারী আলহাজ্ব আল মুহাম্মদ ইকবাল, বামুক চট্টগ্রাম বিভাগীয় দায়িত্বশীল মাওলানা জোবাইর আহমদ, বাঁশখালী ওলামা পরিষদের সভাপতি ও বাঁশখালী জামেয়া মিল্লিয়া আজিজিয়া সাবেক পরিচালক মাওলানা রফিকুল ইসলাম, বাঁশখালী জামেয়া মিল্লিয়া আজিজিয়ার পরিচালক মাওলানা এজাজ চৌধুরী, পটিয়ার বিশিষ্ট সমাজসেবক ও আলেম মাওলানা মোহাম্মদ উল্লাহ, বিশিষ্ট ওয়ায়েজ মাওলানা ছগির নোমানী, মাওলানা কাতেব নুরুল ইসলাম, মাওলানা মুফতি নুরুল হক, মনকিচর মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ আবদুল্লাহ, ছনুয়া বড় মাদরাসার সাবেক মুহতামিম ও দিদারিয়া নুরুল উলুম মাদরাসার সহকারী পরিচালক মাওলানা আবুল কাসেম আজিজী, বাঁশখালী জামিয়া মিল্লিয়া আজিজিয়ার মাওলানা আবু তাহের, চাঁপাছড়ি মাদরাসা আবু বকর ছিদ্দিকের পরিচালক মাওলানা হাফেজ ইউসুফ সাঈদ, দারোগা বাজার মারকাজুল কোরআন মাদরাসার পরিচালক মাওলানা মাহমুদুল ইসলাম, বাহারছড়া সুলতানিয়া এমদাদুল উলুম বড় মাদরাসার সিনিয়র উস্তাদ ওসমান গণি, জাতীয় দৈনিক আশ্রয় প্রতিদিন চট্টগ্রাম মহানগর প্রতিনিধি আলমগীর ইসলামাবাদীসহ প্রমুখ।
    এর আগে বাদ জুমা থেকে খতমে বোখারী শরিফ শুরু হয়ে বাদ মাগরিব শেষ হয়।

  • সমাজ সেবক, শেরপুর জেলার ছাত্র জনতার আইকন শেরপুর ১আসনের জনগণের ভালোবাসার মানুষ রমিজ উদ্দিন কাজল এর জন্মদিন

    সমাজ সেবক, শেরপুর জেলার ছাত্র জনতার আইকন শেরপুর ১আসনের জনগণের ভালোবাসার মানুষ রমিজ উদ্দিন কাজল এর জন্মদিন

    মেহেদী হাসান, শেরপুর সদর উপজেলা প্রতিনিধি।

    রমিজ উদ্দিন কাজল এক ভালোবাসা ও ভালো লাগার মানুষ। যার কথা শেরপুর ১আসনের জনগণ সবসময় মনে করে। আজকের এই দিনে। তিনি পৃথিবীতে আসেন। তিনি শেরপুর ১আসন এর শেরপুর সদর উপজেলার ৫নং ধলা ইউনিয়ন এর পান্জর ভাঙ্গা মধ্যে পাড়ায় জন্ম গ্রহণ করেন। উনার বাবা জনাব রহিজ উদ্দিন চেয়ারম্যান। তিনি দুইবারের সফল চেয়ারম্যান। ধলা ইউনিয়ননের মানুষ তাকে ভালোবাসে। তেমনি কাজল তার বাবার আর্দশে আদর্শিত একজন, ছোট থেকেই তিনি মানুষের কাছে জনপ্রিয় একজন। বাবার ন্যায়, তার বাবার সুষ্ঠু বিচার, ও আর্দশের রাজনীতি তার রক্তে বয়ে যাচ্ছে। তাঁর আদর্শে বড় হয়ে গড়ে তুলতে চান আধুনিক শেরপুর গড়ার অংশীদার । এলাকা ভিক্তিক ও তৈল মুক্ত রাজনীতিতে বিশ্বাসী এ প্রতিবাধী যুবক বলেন,:আজকের এই দিনে শেরপুর ১ আসনের সকল স্তরের জনসাধারণের প্রতি রইল অগাধ ভালোবাসা আর শ্রদ্ধা পূর্ণ সালাম,, করোনার ভয়াল থাবা কাটতে না কাটতেই বিশ্বে চলমান রাজনৈতিক পরিস্থিতি রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব সারা বিশ্বময় এক নাজেহাল অবস্থার সৃষ্টি করেছে যা শেরপুর বাসী এর বাইরে নয়,, সকল প্রতিকূল অবস্থা কাটিয়ে জনজীবনে শান্তি ফিরে আসুক, মহান আল্লাহ আমাদের সকল কে নেক হায়াত আর সহী বুঝ দান করুক এই আশায় করছি।তিনি এই কথা বলে তার ভালোবাসা প্রকাশ করে। শেরপুর জেলার গরীব দুঃখী অসহায় মানুষদের পাশে দাড়াতে। তিনি সবসময় একমত। যেকোনো সামাজিক সংগঠন তার সাথে যোগাযোগ করুক না কেনো। তার উদ্দেশ্য যাতে গরীব দুঃখী অসহায় মানুষ দুবেলা ঠিক খেতে পারে সুখে শান্তিতে বসবাস করতে পারে। এটাই তার একমাত্র চাওয়া। জয় হোক মেহনতী মানুষের।

  • টানা ৪১ দিন মসজিদে জামাতে নামাজ আদায় করে বাই সাইকেল উপহার পেল ৩৮ শিশু কিশোর- সাবেক এমপি বদি।

    টানা ৪১ দিন মসজিদে জামাতে নামাজ আদায় করে বাই সাইকেল উপহার পেল ৩৮ শিশু কিশোর- সাবেক এমপি বদি।

    এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ।

    কক্সবাজারের টেকনাফে টানা ৪১ দিন তাকবির উলার সাথে জামাতে নামাজ আদায় করায় সাইকেল উপহার পেয়েছে ৩৮ জন শিশু-কিশোর। তাদের প্রত্যেককে একটি করে নতুন সাইকেল উপহার দেয়া হয়েছে।

    ২ জুলাই শুক্রবার জুমার নামাজের পর পরই তাদের মাঝে সাইকেলগুলো বিতরণ করা হয়।

    আর আগেও দেশের বিভিন্ন জায়গায় নামাজের প্রতি উদ্বুদ্ধ করতে ধর্মভীরু সমাজসেবকদের উদ্যোগে সাইকেল উপহারের এরকম উদ্যোগ দেখা যায়।

    বিশেষজ্ঞদের মতে- এই উদ্যোগ দেশের নতুন প্রজন্মের মধ্যে ইসলাম শিক্ষা ও চর্চায় উৎসাহ প্রদানের ক্ষেত্রে দারুণ সংযোজন।

    জানা যায়, কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নতুন পল্লান পাড়া বায়তুন নুর জামে মসজিদে কক্সবাজার-৪ উখিয়া টেকনাফের সাবেক সংসদ সদস্য জনাব আলহাজ্ব আব্দুর রহমান বদি’র উদ্যোগে বায়তুন নুর মসজিদ প্রাঙ্গণে শিশু- কিশোরদের উপহারের সাইকেলগুলো বুঝিয়ে দেয়া হয়। তারা টানা ৪১ দিন পাঁচ ওয়াক্ত নামাজ তাকবিরে উলার সাথে মসজিদে আদায় করেছেন বলে জানা যায়।

    সাইকেল বিতরণ উপলক্ষে সাবেক সাংসদ আলহাজ্ব আব্দুর রহমান বদি বলেন, এটা কেবল শুরু। সারাজীবন নিয়মিত এই অভ্যাস ধরে রাখতে হবে। সারাদেশে বিভিন্ন পাড়া মহল্লায় তাকবির উলার সাথে নামাজ আদায়সহ বিভিন্ন জরুরি দ্বীনি আমলের ক্ষেত্রে এ জাতীয় উৎসাহ দেয়ার চর্চা আরো বেশি করে শুরু হলে নতুন প্রজন্মের মধ্যে দ্বীনি ও নৈতিক জাগরণের স্পৃহা তৈরি হবে।

    সাবেক সংসদ বদি আরো বলেন- আমি উখিয়া টেকনাফের জনগনের পাশে ছিলাম, আছি, তাকব, ইনশাআল্লাহ।

  • উখিয়া মডেল সঃ প্রাঃ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন পরিষদের মতবিনিময় সভা

    উখিয়া মডেল সঃ প্রাঃ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন পরিষদের মতবিনিময় সভা

    কাজল আইচ, উখিয়া কক্সবাজার

    কক্সবাজারের উখিয়া মডেল সরকারি প্রথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন পরিষদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার বিকেলে উখিয়া মডেল সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত সভায় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র জাহাঙ্গীর কবির চৌধুরীকে সর্ব সম্মতিক্রমে চেয়ারম্যান ও অধ্যাপক নুরুল আমিন সিকদার ভুট্রোকে মহাসচিব করে শতবর্ষ পূর্তি উদযাপন পরিষদ গঠন করা হয়।

    এ সময় প্রাক্তন ছাত্রদের মধ্যে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী। প্রাত্তন প্রধান শিক্ষক গুরামিয়া,
    উখিয়ার বিশিষ্ট ব্যবসায়িদের মধ্যে উপস্থিত ছিলেন কবির আহম্মদ সওদাগর, মাষ্টার সুবর্ণ বড়ুয়া, একরামুল হক, প্রধান শিক্ষক আবুল হোসাইন সিরাজী,প্রধান শিক্ষক মৌলভী হারুন অর রশিদ, প্রধান শিক্ষক মোজাম্মেল হক, মাষ্টার হাবিবুর রহমান,অধ্যাপক তহিদুল আলম তহিদ, অধ্যক্ষ মিলন বড়ুয়া, মাস্টার শাহ আলম। শিক্ষক রফিক উদ্দিন,শিক্ষক দিদারুল আলম খোকন,শিক্ষক রুপন দেওয়ানজি, শিক্ষিকা রিতা দে, শিক্ষক মেধু কুমার বড়ুয়া, রুপন বড়ুয়া, সাংবাদিক নুর মোহাম্মদ সিকদার, সাংবাদিক রতন দে, সাংবাদিক সরওওয়ার আলম শাহীন, ঝুলন দে,অধ্যাপক নুরুল আমিন সিকদার ভুট্রো, কন্ট্রাক্টর ফরিদুল আলম, ক্রীড়াবিদ আব্দুল্লাহ আল মামুন শাহীন, ব্যবসায়ি ওমর ফারুক, ব্যবসায়ি এমদাদুল হক ভুট্রো,পোষ্ট মাস্টার জসিম উদ্দিন, ছাত্রনেতা মকবুল হোছাইন মিথুন, ছাত্রনেতা মোঃ ইব্রাহিম, ছাত্রনেতা জুলহাস উদ্দিন টিপু, কাজি জাহাঙ্গীর সহ আরো অনেক প্রাক্তন ছাত্রবৃন্দ।

    অনুষ্ঠিত সভার শতবর্ষ পূর্তি উদযাপন পরিষদের অনুষ্ঠানের দিন নির্ধারণ, দায়িত্বধারিদের কি কি করণীয় সিদ্ধান্ত গৃহীত হয়।

    বক্তারা, স্বতঃস্ফূর্তভাবে সকল ব্যাচের প্রতিনিধিদের অংশগ্রহণ করার জন্য স্ব স্ব ব্যাচের বন্ধুদের রেস্তরেশন সম্পন্ন করার জন্য সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

  • বাংলাদেশ প্রেসক্লাব গাবতলী শাখার উপজেলা প্রসাশনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা

    বাংলাদেশ প্রেসক্লাব গাবতলী শাখার উপজেলা প্রসাশনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও আলোচনা

    স্টাফ রিপোর্টারঃ

    বগুড়া গাবতলী উপজেলা প্রসাশনের নির্বাহী অফিসার রওনক জাহান(ইউএনও) এর সাথে অদ্য ০১লা সেপ্টেম্বর-২২ইং তারিখে সৌজন্য সাক্ষাৎ ও নানা বিষয় নিয়ে আলোচনা করেন বাংলাদেশ প্রেসক্লাব গাবতলী উপজেলা শাখার সভাপতি মোঃ মোজাফফর রহমান এবং সাধারণ সম্পাদক নব চন্দ্র (সূর্য্য),যুগ্ম সাধারণ সম্পাদক রাকিব মাহমুদ (ডাবলু) সহ প্রমূখ। উক্ত আলোচনা শেষে উপজেলা নির্বাহী অফিসার এর নিকট বাংলাদেশ প্রেসক্লাব,গাবতলী উপজেলা শাখার সদস্যদের নামীয় তালিকা হস্তান্তর করেন এবং সর্ব শেষে কুশালাদী বিনিময় করেন।

  • বিরামপুরে রাজহাঁস চুরির অপরাধে এক যুবকের ৩ মাসের কারাদণ্ড

    বিরামপুরে রাজহাঁস চুরির অপরাধে এক যুবকের ৩ মাসের কারাদণ্ড

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-

    দিনাজপুরের বিরামপুরে রাজহাঁস চুরির অপরাধে আবু সাঈদ (৩৫) নামে এক যুবককে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

    শুক্রবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার এই দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আবু সাঈদ নবাবগঞ্জ উপজেলার ৩নং গোলাপগঞ্জ ইউনিয়নের শওগুন খোলা গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

    পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে আবু সাঈদ পৌর শরের হাবিবপুর থেকে একটি রাজহাঁস চুরি করে তার নিজ বাড়ি শওগুণ খোলা যাচ্ছিলেন। পথে ঢাকামোড়ে আবু সাঈদকে দেখে সন্দেহজনক মনে হলে তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় এলাকাবাসী। এসময় পুলিশ রাজহাঁস চোর আবু সাঈদকে আটক ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ্দ করলে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার আবু সাঈদকে রাজহাঁস চুরির অপরাধে ৩ মাসের কারাদন্ড প্রদান করেন এবং রাজহাঁসটি জব্দ করেন।

    বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, দন্ডিত আসামীকে দিনাজপুর কারাগারে প্রেরণ প্রক্রিয়াধীন।

    উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার বলেন, শুক্রবার দুপুরে পুলিশ ও এলাকাবাসীর অভিযোগ পাওয়ার পরেই ঘটনাস্থলে গিয়ে সত্যতা খুজে পেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে হাঁস চুরির অপরাধে অভিযুক্ত আবু সাঈদকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়াও হাঁসের প্রকৃত মালিককে পেলে হাঁসটির বুঝিয়ে দেওয়া হবে।

  • ওসি সুমন কুমার মহন্তর অভিযানে গ্রেফতারী পরোয়ানামূলে ১১ জন আটক

    ওসি সুমন কুমার মহন্তর অভিযানে গ্রেফতারী পরোয়ানামূলে ১১ জন আটক

    এসএম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-

    বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে বিরামপুর এবং এর বাহিরের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতারী পরোয়ানামূলে ৭ জন ও সিআর পরোয়ানামূলে ৪ জনসহ সর্বমোট ১১জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

    বৃহস্পতিবার ও শুক্রবার (১ ও ২ সেপ্টেম্বর) রাতে ও ভোরে বিরামপুর এবং এর বাহিরের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন থানা পুলিশ। বিরামপুর থানার অফিসার ইনচার্জ ওসি সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেছেন।

    গ্রেফতারকৃত আসামীরা হলেন, ১। মোঃ রাজিব হোসেন (৩৩), পিতা-মোঃ মতিয়ার রহমান, সাং-পূর্বজগন্নাথপুর, সিআর মামলা নং-২৮/২২(নবাব) এর আসামী ২। মোঃ সেলিম মিয়া (৪০), পিতা- মৃত রফিজ উদ্দিন, সাং- বেগমপুর, ৩। মোঃ আঃ কাদের (৪৯), পিতা-মৃত আব্দুস সামাদ, সাং-শিয়ালা, ৪। মোছাঃ রহিমা বেগম, স্বামী-মোঃ সোলেমান আলী, সাং-শান্তিরমোড়, জিআর মামলা নং- ১১০/২০ (বিরাম) এর আসামী ৫। মোঃ সেলিম (৩৭), পিতা- মোঃ দেলোয়ার, ৬। মোঃ সোহেল রানা (২৭), পিতা -মোঃ দেলোয়ার, উভয় সাং-শিয়ালা, এনজিআর মামলা নং-২৮/২২ (বিরামপুর) এর আসামী ৭। মুন্সি (৩৫), পিতা- কুচা মিয়া, সাং- রানীনগর, ৮। জালাল (৫৫), পিতা- মৃত সাফাত, সাং- দেশমা, ৯। শাহিদ টুডু (১৯), পিতা-অনিল, ১০। বাসুন্তি (৩৮), স্বামী- ইসমাইল ও ১১। উজ্জল (৩৫), পিতা- আতিয়ার, সর্বসাং- রানীনগর, সর্ব থানাঃ বিরামপুর, জেলাঃ দিনাজপুরকে গ্রেফতার করে পুলিশ।

    বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ও শুক্রবার রাতে ও ভোরে বিরামপুর এবং এর বাহিরে বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করে জিআর ও সিআর গ্রেফতারী পরোয়ানামূলে মোট ১১জন আসামীকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার সকালে গ্রেফতারকৃত আসামীদের দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো বলেন, অভিযান চলমান আছে, সু-নির্দিষ্ট তথ্য দিন, সেবা নিন বলেও ওই পুলিশ কর্মকর্তা জানান।