Blog

  • বিরামপুরে নৈশ্যকোচ চাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

    বিরামপুরে নৈশ্যকোচ চাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

    বিরামপুরে নৈশ্যকোচ চাপায় ব্যাংক কর্মকর্তা নিহত

    বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
    বিরামপুরে রোববার (২৪ জুলাই) সকালে নৈশ্যকোচ চাপায় মোটর সাইকেল
    আরোহী এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন।
    ঘটনার তদন্তকারী কর্মকর্তা থানা পুলিশের উপ-পরিদর্শক আবু বকর সিদ্দিক
    যুগান্তরকে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা আসাদ নামের নৈশ্যকোচ
    বিরামপুর অতিক্রম করে ফুলবাড়ির দিকে যাচ্ছিল। উপজেলার দুর্গাপুর উচ্চ
    বিদ্যালয়ের কাছে দিনাজপুর-গবিন্দগঞ্জ মহাসড়কে বিপরীত দিক থেকে আসা
    একটি মোটর সাইকেলকে আসাদ নামে এক নৈশ্যকোচ চাপা দেয়। এতে
    ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী নজরুল ইসলাম (৪২) নিহত হন। তিনি
    পার্শ্ববর্তী ফুলবাড়ি উপজেলার সুজাপুর গ্রামের মৃত: জাহের উদ্দিনের ছেলে এবং
    গ্রামীণ ব্যাংক বিরামপুরের দিওড় শাখার কেন্দ্র ব্যবস্থাপক হিসাবে কর্মরত ছিলেন।
    বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত ঘটনা নিশ্চিত করে যুগান্তরকে জানান,
    অভিযোগ না থাকায় পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।

  • বিরামপুরে মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

    বিরামপুরে মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

    বিরামপুরে মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- নিরাপদে মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধু বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উপলক্ষ্যে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার (২৪ জুলাই) বেলা ১১টায় বিরামপুর পরিষদ থেকে বর্ণাঢ্য র‍্যালী শেষে উপজেলা অডিটরিয়ামে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মেজবা, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কাওসার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিনারা বেগম, কৃষি কর্মকর্তা নিকছন চন্দ্র পাল, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মশিহুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস, পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা বিদ্যুৎ বর্মণ প্রমুখ।

    উপজেলা মৎস কর্মকর্তা মো. কাওসার হোসেন বলেন, সারা বাংলাদেশে ৭ জন মৎস্যচাষী স্বর্ণপদক পেয়েছেন। তার মধ্যে বিরামপুর উপজেলার সফল মৎসচাষী এএসএম তারেকুজ্জামান এলিনও স্বর্ণপদক পেয়েছেন।

     

    এসময় বিরামপুর প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম মাসুদ রানা, সিনিয়র সাংবাদিক হাফিজ উদ্দিন সরকার, চরকাই মৎস্য খামারের খামার ব্যবস্থাপক প্রফুল্ল চন্দ্র রায়সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, উপজেলা মৎদ চাষীবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন।

  • ঈদগাঁও থানার আয়োজনে আজ বিকেলে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে

    ঈদগাঁও থানার আয়োজনে আজ বিকেলে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে

    ইমরান তাওহীদ রানাঃ- বার্তা সম্পাদক,

    ঈদগাঁও থানার আয়োজনে আজ বিকেলে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের মোখতার আহমদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান।

    ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হালিমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মাহমুদুল করিম মাদু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মাস্টার নুরুল আজিম, ঈদগাঁও ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব ছৈয়দ আলম, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত, ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির চৌধুরী হুমু, উপজেলা আওয়ামী লীগ নেতা লুৎফুর রহমান আজাদ। উপস্থিত ছিলেন ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম সহ আওয়ামী লীগ ও ধর্মীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক ও কমিউনিটি পুলিশিং কমিউনিটির সদস্য বৃন্দ।
    সভায় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে ৪ নং ঈদগাঁও ইউনিয়নের কমিউনিটি পুলিশের ভূমিকা নিয়ে আলোচনা হয়।
    এতে নানা পেশাজীবী ও বিভিন্ন ওয়ার্ডের কমিউনিটি পুলিশিং কমিউনিটির নেতৃবৃন্দ তাদের মতামত তুলে ধরেন।

  • চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনার সাথে সরাসরি জড়িত চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনার সাথে সরাসরি জড়িত চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনার সাথে সরাসরি জড়িত চারজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

     

    ,,আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধি”
    “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাব সৃষ্টিকাল থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।

    ভুক্তভোগী ভিকটিম চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের একজন ছাত্রী। গত ১৭/০৭/২০২২ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ০৯.৩০ ঘটিকার সময় রাতের খাওয়া দাওয়া শেষ করে তার বন্ধুকে নিয়ে বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকা হয়ে প্রীতিলতা হল সংলগ্ন রাস্তায় যাওয়ার পথে ১৭/০৭/২০২২ খ্রিঃ তারিখ রাত আনুমানিক ১০.১৫ ঘটিকার সময় অজ্ঞাতনামা ০৫ জন লোক বেআইনী জনতাবদ্ধে তাদের পথরোধ করে জেরা করতে থাকে এবং অহেতুক মারধর করতে থাকে। তখন ভুক্তভোগী বাধা প্রদান করলে তারা এলোপাতাড়ী কিল,ঘুষি,লাথি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। মারধরের একপর্যায়ে আসামীরা ভুক্তভোগী ও তার বন্ধুকে জোর পূর্বক বেগম ফজিলাতুন নেছা হলের পিছনে ইটের রাস্তা দিয়ে ঝোপ ঝাড়ের দিকে মারধর করতে করতে নিয়ে যায় এবং জিজ্ঞেস করে তিনি বিশ্ববিদ্যালয়ের কোন সেশনে এবং কোন বিভাগে পড়াশুনা করেন। মারধরের একপর্যায়ে অজ্ঞাতনামা আসামীরা তাদের যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে শ্লীলতাহানী করে ও অশ্লিল ভিডিও ধারন করে। আসামীদের একজন হুমকি প্রদান করে বলে যে, তার সাহিত শারিরীক সম্পর্ক না করলে ধারণকৃত ভিডিও ভাইরাল করে দিবে। অজ্ঞাতনামা আসামীরা অবৈধভাবে একঘন্টা আটক করে রেখে ভুক্তভোগী ও তার বন্ধুর ০২টি মোবাইল সেট ও নগদ ১৩৭০০/- টাকা আত্বসাত করে। এ বিষয়ে ভুক্তভোগী ভিকটিম বাদী হয়ে গত ২০/০৭/২০২২ খ্রি: চট্টগ্রাম জেলার হাটহাজারী মডেল থানার মামলা নং- ১৭ তারিখ-২০/০৭/২০২২ খ্রি: ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধণী ২০০৩) এর ১০ তৎসহ ১৪৩/৩৪১/৩৪২/৩২৩/৩৭৯/৫০৬ পেনাল কোড রুজু করে।

    ৩। মামলাটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হওয়ার কারনে ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয়। মামলাটি রুজু হওয়ার পর থেকে উক্ত ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেফতার করার জন্য র‌্যাব-৭, চট্টগ্রাম গোয়েন্দা নজরদারী এবং ব্যাপক তৎপরতা অব্যহত রাখে। এরই প্রেক্ষিতে ২২/০৪/২০২২ খ্রিঃ তারিখ রাতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল হাটহাজারী ও রাউজানের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে সরাসরি জড়িত আসামী ১। মোঃ আজিম(২৩) পিতা,মোঃ আমির হোসেন, সাং-চর ভারত সেন,থানা-হাতিয়া,জেলা-নোয়াখালী,এপি-ফতেহপুর, ০৪ নং ওয়ার্ড,ফতেপুর ইউপি,থানা-হাটহাজারী,জেলা-চট্টগ্রাম (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ ২য় বর্ষের ছাত্র), ২। মোঃ নুর হোসেন @শাওন(২২),পিতা-জাবেদ হোসেন, সাং-ফতেহপুর,ওয়ার্ড নং-০৩,ফতেপুর ইউপি,থানা-হাটহাজারী,জেলা-চট্টগ্রাম,(হাটহাজারী কলেজের ১ম বর্ষের ছাত্র সমাজ বিজ্ঞান বিভাগের ছাত্র),৩। মোঃ নুরুল আবছার,@বাবু (২২),পিতা-বেলায়েত হোসেন, সাং-বেড়াবাড়ি,থানা-পশুরাম,জেলা-ফেনী,এপি-সাং-ফতেহপুর, ০৪নং ওয়ার্ড,ফতেপুর ইউপি, থানা-হাটহাজারী, জেলা-চট্টগ্রাম, (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ ২য় বর্ষের ছাত্র) এবং ৪। মোঃ মাসুদ রানা @মাসুদ (২২),পিতা-আঃ মান্নান, সাং- আশিয়ার,থান+জেলা-ঝালকাঠি, (হাটহাজারী কলেজের অর্নাস এর ২য় বর্ষের ছাত্র) দেরকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সামনে আটককৃত আসামীরা উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করে ও মামলার ঘটনার সাথে জড়িত মর্মে অকপটে স্বীকার করে।

    গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

  • উখিয়ায় ত্রাণ বিতরণ করেন আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদীর

    উখিয়ায় ত্রাণ বিতরণ করেন আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদীর

    কাজল আইচ, উখিয়া কক্সবাজার।

    কক্সবাজারের উখিয়া উপজেলার ৪নং রাজাপালং ইউনিয়নের ২৪০০ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণের মধ্যেই আজ তাঁরই ধারাবাহিকতায় কুতুপালং ৯নং ওয়ার্ডে ৬০০ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে উদ্বোধন করেন দুবাই আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদীর ও বাংলাদেশ রেড ক্রিসেন্টের প্রতিনিধি ঠিম।

    গেল পবিত্র ঈদুল আজহার পরপর উখিয়া রাজাপালং ইউনিয়নের অসহায়, দিন মজুর, মধ্যবিত্ত ও নিন্ম মধ্যবিত্ত মানুষের মাঝে এসব ত্রান বিতরণ করা হয়। এসময় এটি একটি মহৎ উদ্যোগ বলে মন্তব্য করেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা জাহাঙ্গীর কবির চৌধুরী।

    জানাগেছে প্রচার বিমুখ বাংলাদেশে দুবাই আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদীর ও তাঁর একটি টিমের নেতৃত্বে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্টের সহযোগিতায় সরেজমিনে এসে উখিয়া উপজেলা রাজাপালং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ছয় শতাধিক পরিবারের মধ্যে নিরাপদ দুরত্ব বজায় রেখে ত্রান (উপহার সামগ্রী) বিতরণ করেছেন।

    ১৯ জুলাই, মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কুতুপালং উচ্চ বিদ্যালয় মাঠে রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা জাহাঙ্গীর কবির চৌধুরী’র সাথে সমন্বয় করে এসব ত্রাণসামগ্রী গুলো অসহায় মানুষের মাঝে বিতরণ করেন। এ ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, ময়দা, লবণ, ছোলা, সাবান সহ ৯ প্রকারের দ্রব্য সামগ্রী প্রতিজন মানুষকে প্রদান করেন। এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন দুবাই আরব আমিরাতের রাষ্ট্রদূত রোহিঙ্গা জনগোষ্ঠীদের পাশাপাশি স্থানীয় হতদরিদ্র পরিবারের মধ্যেও সহযোগিতা করে যাচ্ছেন, তাই রাজাপালং ইউনিয়নবাসীদের পক্ষথেকে সাধুবাদ জানান।

    ত্রাণ সামগ্রিক বিতরণের আগে দুবাই আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদীর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন উখিয়া থানা অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী, উখিয়া সহকারি কমিশনার ভূমি তাজ উদ্দিন, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী ও স্থানীয় ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন মেম্বারসহ স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • স্বামী-স্ত্রী পরিচয়ে কুয়াকাটার হোটেলে শরীয়তপুরের ৪ স্কুল শিক্ষার্থী, হোটেল রুমে মিললো কিশোরীর ঝুলন্ত লাশ

    স্বামী-স্ত্রী পরিচয়ে কুয়াকাটার হোটেলে শরীয়তপুরের ৪ স্কুল শিক্ষার্থী, হোটেল রুমে মিললো কিশোরীর ঝুলন্ত লাশ

    ডেস্ক রিপোর্ট ||

    শরীয়তপুরের স্কুলপড়ুয়া চার বন্ধু কুয়াকাটায় বেড়াতে গিয়ে হোটেলে উঠেছিল স্বামী-স্ত্রীর পরিচয়ে। ওই হোটেল থেকেই তাদের একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ জুলাই) সন্ধ্যায় রোজগার্ডেন হোটেলের একটি রুম থেকে লাশটি উদ্ধার করা হয়।

    নিহত ওই কিশোরী শরীয়তপুরের ভেদরগঞ্জ পাইলট হাই স্কুলের দশম শ্রেণির ছাত্রী। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, পুরো বিষয়টি যাচাই করার জন্য তার সাথে থাকা তিনজনসহ হোটেলের ম্যানেজারকেও নিয়ে আসা হয়েছে।

    রোববার স্বামী-স্ত্রীর পরিচয় দিয়ে চারজন আলাদা দুটি রুমে ওঠে। পরদিন সন্ধ্যায় নিহতের রুমমেট বাইরে থেকে এসে দেখে দরজা ভেতর থেকে বন্ধ। অনেক ডাকাডাকির পরও দরজা না খোলায় হোটেলের ম্যানেজারকে ডাকা হয়। পরে জানালা ভেঙে দেখা যায়, কিশোরীর দেহ ফ্যানের সাথে ঝুলছে। এমন পরিস্থিতিতে থানা ও টুরিস্ট পুলিশে খবর দেয়া হলে পুলিশ গিয়ে দরজা ভেঙে লাশ উদ্ধার করে।

    নিহত কিশোরীর মামা সজিব রায়হান জানান, বান্ধবীর বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় সে। বান্ধবীর বাড়িতে না গিয়ে সে যে কুয়াকাটায় গিয়েছে, তা জানা ছিল না কারো। হোটেলে কিশোরীর রুমমেট ছিল যে কিশোর, সেও বন্ধুর বাড়িতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়েছিল বলে জানান তার বাবা উজ্জল খান। তবে এই দুজনের মধ্যে প্রেমঘটিত কোনো সম্পর্ক ছিল কিনা তা বলতে পারেননি কেউই।

    হোটেলে ওঠা অন্য কিশোরীও বাসায় মিথ্যে বলে কুয়াকাটায় গিয়েছে বলে জানিয়েছেন তার বাবা। তিনি জানতেন তার মেয়ে স্কাউটসের ট্রেনিংয়ে আছে। এই কিশোরীর রুমমেট কিশোরও মিথ্যা বলে বাড়ি থেকে বের হয়েছে। অভিভাবকরা বলছেন, বিয়ে তো করেইনি, বরং সে খালার বাসায় বেড়াতে যাওয়ার কথা বলে বাসা থেকে গিয়েছে।

    মহিপুর থানার ওসি আবুল খায়ের প্রশ্ন করে বলেন, মিথ্যা পরিচয় দিয়ে হোটেলে কীভাবে রুম পেলো তারা? এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে কিনা সবকিছু পুঙ্খানুপুঙ্খ যাচাই করতে চান তারা। জানালেন, বিশ্লেষণ শেষেই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

  • একসঙ্গে জন্মালো ৩ শিশু নাম রাখা হলো হলো ‘স্বপ্ন-পদ্মা-সেতু’

    একসঙ্গে জন্মালো ৩ শিশু নাম রাখা হলো হলো ‘স্বপ্ন-পদ্মা-সেতু’

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- :

    এবার বিরামপুরে ৩ নবজাতকের নাম রাখা হলো ‘স্বপ্ন-পদ্মা-সেতু’ দিনাজপুরের বিরামপুরে একটি বেসরকারি হাসপাতালে স্বাভাবিক প্রসবে একসঙ্গে তিন সন্তানের জন্ম হয়েছে। তাদেরও নাম রাখা হয়েছে স্বপ্ন, পদ্মা ও সেতু।
    সোমবার (১৮ জুলাই) দুপুরে উপজেলার থানা সড়কের ডা. ইমার উদ্দিন কমিউনিটি হাসপাতালে তাদের জন্ম হয়।
    ওই প্রসূতির নাম সাদিনা বেগম। তিনি উপজেলার জোতবানি ইউনিয়নের টেগরা গ্রামের জাহিদুল ইসলামের স্ত্রী।

    হাসপাতালের পরিচালক ডা. ইমার উদ্দিন কায়েস বলেন, দুপুর ১২টা ৪০ মিনিটে নরমাল ডেলিভারির মাধ্যমে জন্ম হয়। পরে সাদিনা বেগম তাদের নাম স্বপ্ন, পদ্মা ও সেতু রাখেন। মা ও সন্তানরা সুস্থ আছেন। তবে নবজাতক শিশুগুলোর উন্নত চেকআপের জন্য দিনাজপুরে পাঠানো হয়েছে।

  • ১০ম বারের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় টেকনাফ উপজেলা বিএমএসএফের ক্রেষ্ট প্রদান

    ১০ম বারের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় টেকনাফ উপজেলা বিএমএসএফের ক্রেষ্ট প্রদান

    ১০ম বারের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় টেকনাফ উপজেলা বিএমএসএফের ক্রেষ্ট প্রদান

    ইব্রাহীম মাহমুদ,টেকনাফ

    টানা ১০ম বারের মতো শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাফিজুর রহমান কে ক্রেস্ট প্রদান করেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, টেকনাফ উপজেলা শাখার বিএমএসএফের সকল নেতৃবৃন্দরা।

    (৩০ জুন) বৃহস্পতিবার দুপুরে টেকনাফ মডেল থানায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদক মোঃ শেখ রাসেলের নেতৃত্বে ওসি হাফিজুর রহমান কে ক্রেস্ট প্রদান করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এবং টেকনাফ উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি,বাংলাদেশ বেতার ও প্রতিদিনের সংবাদের প্রতিনিধি আবুল কালাম আজাদ,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কক্সবাজার জেলা শাখার আজীবন দাতা সদস্য ও দৈনিক আমাদের মাতৃভূমির প্রতিনিধি মোহাম্মদ ইউনুছ অভি,
    টেকনাফ উপজেলা উপকূলীয় সাংবাদিক ফোরামের সভাপতি ও টেকনাফ মফস্বল সাংবাদিক ফোরামের সহ সভাপতি দৈনিক একুশে সংবাদের প্রতিনিধি আনোয়ার হোসেন,
    টেকনাফ উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও দৈনিক সময়ের আলোর প্রতিনিধি মোঃ শেখ রাসেল,উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক যায়াযায়দিন টেকনাফ প্রতিনিধি মোঃ আরাফাত সানি,টেকনাফ উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের কোষাধক্ষ্য ও দৈনিক গণকন্ঠ পত্রিকার টেকনাফ প্রতিনিধি এম এ হাসান,টেকনাফ উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের গবেষণা সম্পাদক ও দৈনিক অধিকারের টেকনাফ প্রতিনিধি মিজানুর রহমান মিজান,
    টেকনাফ উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য ও জাতীয় দৈনিক আমার সময়ের টেকনাফ প্রতিনিধি এস এন কায়সার জুয়েল,টেকনাফ উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের ধর্মবিষয়ক সম্পাদক ও জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকা ও দৈনিক দৈনন্দিন পত্রিকার টেকনাফ উপজেলা প্রতিনিধি ইব্রাহীম মাহমুদ, টেকনাফ উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সদস্য ও দৈনিক বুলেটিন পত্রিকার টেকনাফ প্রতিনিধি সাইফুল ইসলাম, টেকনাফ উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সদস্য ও দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার প্রতিনিধি মোঃ সোহেল,টেকনাফ উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সদস্য ও দৈনিক সমাচার পত্রিকার টেকনাফ প্রতিনিধি মোঃ কেফায়েত উল্লাহ,
    টেকনাফ উপজেলা উপকূলীয় সাংবাদিক ফোরামের সদস্য ও বঙ্গ টিভির প্রতিনিধি আমিনুল ইসলাম, টেকনাফ উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সদস্য ও ডেইলি টেকনাফের বিশেষ প্রতিবেদক মোঃ শাব্বির প্রমুখ।

    এসময় টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ হাফিজুর রহমান বলেন,
    বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম,
    টেকনাফ উপজেলা শাখার সকল নেতৃবৃন্দেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

    তিনি আরো বলেন, সমাজের উন্নয়নের পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে অনিয়ম, দুর্নীতি, মাদকসহ অপরাধ মূলক কর্মকান্ডের বিরুদ্ধে বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশ করে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান করেন।

  • কর আরোপ ছাড়াই পৌরসভার বাজেট ঘোষণা করলেন, পৌরমেয়র অধ্যক্ষ আক্কাস আলী

    কর আরোপ ছাড়াই পৌরসভার বাজেট ঘোষণা করলেন, পৌরমেয়র অধ্যক্ষ আক্কাস আলী

    কর আরোপ ছাড়াই পৌরসভার বাজেট ঘোষণা করলেন, পৌরমেয়র অধ্যক্ষ আক্কাস আলী

    এস এ মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি- দিনাজপুর জেলার প্রথম শ্রেণীর বিরামপুর পৌরসভায় নতুন কর আরোপ ছাড়াই ২০২২-২০২৩ অর্থ বছরের ৪৯ কোটি ৪৬ লাখ ৯৫ হাজার ৬০৩ টাকার পৌর সভার ২৭-তম বাজেট ঘোষণা করেন বিরামপুর পৌর মেয়র অধ্যক্ষ মোঃ আক্কাস আলী। এতে ৪৯ কোটি ৪৬ লাখ ৯৫ হাজার ৬০৩ টাকার বাজেটের মধ্যে ৯৩ লাখ ৫০ হাজার ৪১১ টাকা উদ্বৃত্ত বাজেট ধরা হয়েছে।

     

    বৃহস্পতিবার (৩০ জুন) বৈকাল ৫ টায় পৌরসভার কনফারেন্স রুমে পৌর মেয়র মোঃ আক্কাস আলী সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি বিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার, প্যানেল মেয়র আব্দুল আজাদ বকুল, অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) নওয়াবুর রহমান, বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মেজবাউল হক, মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান হাবিব, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শিবেশ কুন্ডু, নির্বাহী প্রকৌশলী ফয়জুল আসলাম, নির্বাহী কর্মকর্তা সেরাফুল ইসলাম, হিসাব রক্ষণ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা কামাল হোসেন, হিসাব সহকারী রায়হান কবীর চপল, প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক মশিহুর রহমান প্রমূখ।

    এসময় পৌর কাউন্সিলরবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ীবৃন্দ ও সুধীমন্ডলী উপস্থিত ছিলেন।

    বাজেট শেষে পৌর মেয়র অধ্যক্ষ মোঃ আক্কাস আলী জানান, নতুন কর আরোপ ছাড়াই এ বাজেটে শিক্ষা, রাস্তা-ঘাট, ড্রেন, পানি ও বিদ্যুৎ লাইন, মাদক প্রতিরোধ, নারী উন্নয়ন, দারিদ্র বিমোচন, বাল্য বিয়ে প্রতিরোধ এবং নগর অবকাঠামো নির্মাণসহ নাগরিক সুবিধা বৃদ্ধির বিভিন্ন উন্নয়ন কাজে অধিক গুরুত্ব দিয়ে বিরামপুরকে একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলা হবে।

  • বিরামপুরে ৪ জুয়াড়ীকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিলেন, ইউ এন ও পরিমল কুমার সরকার

    বিরামপুরে ৪ জুয়াড়ীকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিলেন, ইউ এন ও পরিমল কুমার সরকার

    এস এম মাসুদ রানা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

    দিনাজপুর জেলার বিরামপুরে প্রকাশ্য জুয়া খেলার অপরাধে চার জনকে জুয়াড়ীকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার।

     

    ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, বুধবার(২৯ জুন) দিবাগত রাত সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে বিরামপর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্তের নির্দেশে এস আই বাবুল হোসেন ও এএসআই আব্দুল খালেক সঙ্গী ফোর্সসহ উপজেলার ৭নং পলিপ্রয়াগপুর ইউনিয়নের চকহরিদাসপুর গ্রামে তাসের মাধ্যমে জুয়া খেলার আসরে অভিযান চালান। এসময় জুয়া খেলা অবস্থায় জুয়া খেলার সরঞ্জামাদীসহ ৪ জুয়াড়ীকে গ্রেপ্তার করেন।

     

    গ্রেপ্তারকৃত ৪ জুয়াড়ী হলেন, বিরামপুর উপজেলা ৭নং পলিপ্রয়াগপুর ইউনিয়নের চকহরিদাসপুর গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে মমতাজুল ইসলাম (৬১), মৃত উদয় বাবুর ছেলে অতুল চন্দ্র রায় (৬৫), মৃত কিনাজ উদ্দিনের ছেলে ওমর আলী (৫২), শামসুদ্দিনের ছেলে রেজাউল করিম (৪৮)।

     

    প্রকাশ্য জুয়া খেলার অপরাধে ঘটনাস্থলেই ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার তাৎক্ষনিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেক জুয়াড়ীকেই ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

     

    ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার বলেন, ১৮৬৭ প্রকাশ্য জুয়া আইনের ৪ ধারায় চার জুয়াড়ীকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।