Blog

  • বাঁশখালী ওলামা পরিষদের নতুন কমিটি

    বাঁশখালী ওলামা পরিষদের নতুন কমিটি

    ,,আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধি”
    বাঁশখালীর আলেম ওলামাদের ঐক্যবদ্ধ সংগঠন “বাঁশখালী ওলামা পরিষদ” এর পুর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। একই সাথে ওলামা পরিষদের সকল সহযোগী সংগঠনের কার্যক্রমও বিলুপ্ত ঘোষণা করা হয়।

    আজ (৩০ জুন-২২) বৃহস্পতিবার সকালে বাঁশখালী জামেয়া মিল্লিয়া আজিজিয়া মাদরাসা মিলনায়তনে সংগঠনের এক জরুরী সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
    সংগঠনের সভাপতি মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারী মাওলানা ফুজাইল বিন আবদুল জলিল, মাওলানা আনিসুর রহমান বিন আবু বকর, মাওলানা মাহমুদুল ইসলাম, মুফতি হেলাল উদ্দিন,সাংবাদিক মাওলানা শফকত হোসাইন চাটগামী, মাওলানা ইউনুস, মাওলানা সোহাইল মাহমুদ, মাওলানা ওসমান প্রমুখ।
    পরে সর্বসম্মত সিদ্ধান্তক্রমে মাওলানা রফিকুল ইসলামকে আহবায়ক, মাওলানা ফুজাইল বিন আবদুল জলিলকে সদস্য সচিব, মাওলানা এজাজ চৌধুরী, মাওলানা আনিসুর রহমান,সাংবাদিক মাওলানা শফকত হোসাইন চাটগামী ও মাওলানা আলহাজ্ব ইসমাইলকে যুগ্ম আহবায়ক, মাওলানা ইউনুস, ক্বারী আবদুল ওয়াহেদ, মাওলানা সোহাইল মাহমুদকে যুগ্ম সদস্য সচিব, মাওলানা মাহমুদুল ইসলামকে অর্থ সচিব, মাওলানা ওসমান গণিকে প্রচার সচিব এবং মাওলানা ওসমান পুকুরিয়া মাদরাসা, মাওলানা হাফেজ জসিম উদ্দীন প্রেমাশিয়া, মাওলানা ইউসুফ বিন সাঈদ, মাওলানা ওসমান কাসেমী, মাওলানা আবদুল মাজেদ সরল, মাওলানা আবদুল মালেক সরল বড় মাদরাসা, মুফতি হেলাল উদ্দিন মনকিচর মাদরাসা, মাওলানা ইসমাইল চাম্বল মাদরাসা, মাওলানা জুনাইদ পুঁইছড়ি, মাওলানা মনসুর ছনুয়া ও মাওলানা জসিম উদ্দীন ছনুয়াকে সদস্য করে ২৩ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
    সভায় আগামী ১৪ জুলাই বৃহস্পতিবার বাঁশখালী গ্রীণ কমভেনশন সেন্টারে পটিয়া আল জামেয়ার মহাপরিচালক আল্লামা শাহ আবদুল হালিম বোখারী সাহেব হুজুর রহ. স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তাছাড়া দ্রুততম সময়ে বাঁশখালী ওলামা পরিষদের পুর্নাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

  • দিন-দুপুরে চলছে টেকনাফ উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে ঘুষের দূর্নীতি

    দিন-দুপুরে চলছে টেকনাফ উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে ঘুষের দূর্নীতি

    বিশেষ প্রতিনিধিঃটেকনাফ উপজেলা

    বাংলাদেশ সরকারের ঘোষণা অনুপাতে টেকনাফ উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে আইডি কার্ড করার জন্য টেকনাফ উপজেলার প্রত্যেক ইউনিয়নের যুবক-যুবতীরা ফাইল জমা দেয়,এই ফাইলগুলো তদারকি করে অনুমানিক ৩ মাস পর যাদের ফাইলের সব ডকুমেন্টস ঠিক আছে তাদের মোবাইল নাম্বারে এসএমএস পাঠিয়ে দেন টেকনাফ উপজেলা নির্বাচন অফিস থেকে।পরে যুবক-যুবতীরা অফিস থেকে ফাইল নিয়ে ছবি উঠানোর জন্য যাওয়া শুরু করে, তারই ধারাবাহিকতায় আজ কিছু মানুষ ছবি করার জন্য আসলে তাদের থেকে টেকনাফ উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ের ফারুক নামের একজন সহকর্মী মানুষ থেকে ঘুষ নেওয়ার দাবি করে। তিনি বলেন,টাকা ছাড়া কোন ধরনের ফাইল দেওয়া যাবে না।কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন,ফাইল জমা দেওয়ার সময়ও টাকা নেওয়া হয়নি,বিধায় এখন টাকা ছাড়া ফাইল দেওয়া যাবে না। আর যারা টাকা ছাড়া ফাইল নেওয়ার চেষ্টা করে, তাদেরকে বিভিন্ন ধরনের হুমকি-ধমকি আর গালিগালাজ করে তাড়িয়ে দেয়।পরে তাদের থেকে কারণ জিজ্ঞেস করতে চাইলে তারা উপরে উল্লেখিত তার কথাগুলো তুলে ধরে।স্থানীয়রা আরও বলেন,আমাদের সামনে ২ জন থেকে টাকা নেয় ৫০০ টাকা করে।তাদের মধ্যে একজন পুরুষ,নাম তার মোহাম্মদ কফিল উদ্দিন যিনি বাহারছড়া ইউনিয়নের একজন শিক্ষার্থী,অন্য একজন হলেন মহিলা,নাম তার আকলিমা সে টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়ার বাসিন্দা।পরে তাদের হাতে ফাইলগুলো দিলে তারা ছবি তুলে চলে আসে।
    তারা বলেন,এইরকম হলে আমরা কিভাবে আইডি কার্ড করবো?যে আইডি ছাড়া দেশে চলাফেরা করা অসম্ভব,শুধু তা-ই নই,সবকিছু অসম্ভব হয়ে পড়ে,সে আইডি কার্ড করতে সরকারি ফি ছাড়া অন্যায়ভাবে জোরপূর্বক ঘুষ নেওয়া কে বেমানান বলে তীব্র নিন্দা জানিয়ে তাকে চাকরি থেকে বরখাস্ত করার আবেদন করেন স্থানীয় মানুষেরা।কেন্দ্রীয় নির্বাচন অফিসার সহ কক্সবাজার জেলার নির্বাচন অফিসারের কাছে তারা আরও বলেন, যদি তাকে বরখাস্ত করা না হয় তাহলে আমরা কার্ড করবো না বলে দাবি জানান,স্থানীয়রা কেন্দ্রীয় নির্বাচন অফিসার সহ কক্সবাজার জেলার নির্বাচন অফিসারের সুদৃষ্টি কামনা করেন।

  • উখিয়ায় এনজিও শিক্ষিকাকে কুপিয়ে হত্যা

    উখিয়ায় এনজিও শিক্ষিকাকে কুপিয়ে হত্যা

    উখিয়ায় এনজিও শিক্ষিকাকে কুপিয়ে হত্যা

    নিজস্ব প্রতিবেদক

    কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এনজিও মুক্তি কক্সবাজার এর লার্নিং সেন্টারে কর্মরত এক শিক্ষিকাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেছে রোহিঙ্গা যুবক।

    মঙ্গলবার সকাল সোয়া ১০ টার দিকে ক্যাম্প-২ ওয়েস্ট এর ১৮ নম্বর লার্নিং সেন্টারে এ ঘটনা ঘটে। আহত শিক্ষিকার নাম ডেইজি বড়ুয়া।

    মুক্তি কক্সবাজার এর প্রধান নির্বাহী কর্মকর্তা বিমল চন্দ্র দে সরকার বলেন, মাদকাসক্ত এক রোহিঙ্গা যুবক হঠাৎ লার্নিং সেন্টারে ঢুকে ডেইজিকে এলোপাতাড়ি কোপায়। এসময় আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে উখিয়ার কুতুপালং এমএসএফ হাস্পাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয় কক্সবাজার সদর হাসপাতালে। আপনি যদি বাজারে থাকেন clothes, আমাদের প্ল্যাটফর্ম আপনার সেরা পছন্দ! সবচেয়ে বড় শপিং মল!
    তিনি জানান, ঘটনার পরপরই বিষয়টি ক্যাম্প ইনচার্জকে অবহিত করা হয়েছে। মুক্তি কক্সবাজার এর পক্ষ থেকে আহত শিক্ষিকার চিকিৎসার বিষয়টি নিশ্চিত করা হচ্ছে৷ এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

  • সীমান্তবর্তী এলাকায় ইসলামী আন্দোলনের ত্রাণ বিতরণ

    সীমান্তবর্তী এলাকায় ইসলামী আন্দোলনের ত্রাণ বিতরণ

    আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধি”

    আজ ২৮ জুন মঙ্গলবার ভারতের আসাম রাজ্যের মেঘালয় সীমান্তবর্তী এলাকা সুনামগঞ্জের বাংলা বাজার, হরিনা পাটি ও গঙ্গারচর ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ত্রাণ বিতরণ চলছে। তিনটি ইউনিয়ন পুরো এলাকা বন্যায় প্লাবিত। অধিকাংশ মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছে। অসহায়দের তালিকা তৈরি করে তাদেরকে আর্থিক সহযোগিতা ও ত্রাণ বিতরণ করা হয়।

    এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর ‘দূর্যোগ সহায়তা ও ত্রাণ বিতরণ টিম’-এর নেতৃত্ব আছেন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুফতি দেলাওয়ার হোসাইন সাকী। ত্রাণ তৎপরতায় আজ উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি জয়নাল আবেদীন, জেলা সদর মাওলানা নুরুল আমিন, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সম্পাদক মাহবুব হোসেন মানিক, সুনামগঞ্জ বামুক সাধারণ সম্পাদক রহমতুল্লাহ, জেলা সাংগঠনিক সম্পাদক শাহ জামাল গাজী সোহাগ, সমাজ কল্যাণ সম্পাদক শরিফুল্লাহ মজুমদার, যুব আন্দোলন সাধারণ সম্পাদক এইচ এম নিজাম, ছাত্র আন্দোলন জেলা সভাপতি মুহাম্মদ সেলিম হোসেন, সদর আন্দোলন সেক্রেটারি মুজিবুর রহমান, যুবনেতা শাহীন খান প্রমুখ।

  • বিরামপুরে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারের প্রশিক্ষণ কর্মশালা

    বিরামপুরে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারের প্রশিক্ষণ কর্মশালা

    এস এম মাসুদ রানা, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

    ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম/২২ উপলক্ষ্য উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে দিনাজপুর জেলার বিরামপুরে
    তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারের প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর জেলার সিনিয়র নির্বাচন অফিসার শাহীনুর আলম প্রামাণিক।

     

    মঙ্গলবার (২৮ জুন) সকাল ৯ টায় বিরামপুর আর্দশ উচ্চ বিদ্যালয়ে উপজেলা নির্বচন অফিসার মেরাজ হোসেনার সভাপতিত্বে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম/২২ তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারের
    প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলার সিনিয়র নির্বাচন অফিসার শাহীনুর আলম প্রামাণিক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২২ এর আহ্বায়ক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার, দিনাজপুর সদরের নির্বাচন অফিসার জাহিদ ইবনে আবুল ফজল, খানসামা উপজেলা নির্বাচন অফিসার জিকরুল হক প্রমুখ।

     

    প্রশিক্ষণ কর্মশালায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২২ এর আহ্বায়ক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার বলেন, আপনারা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক। আপনারা দক্ষতার সাথে নির্ভূলভাবে ভোটার তালিকা প্রস্তুত করবেন। কোনক্রমেই যেনো রোহিঙ্গা কিংবা সীমান্তবর্তী উপজেলা হওয়াই কোনো ভারতীয় নাগরিককে ভোটার করা না হয়। সে দিকে সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করবেন।

     

    উপজেলা নির্বচন অফিসার মেরাজ হোসেন বলেন, বিরামপুর পৌরসভা ও ৭টি ইউনিয়নে ১৫ জন সুপারভাইজার ও ৫৯ জন তথ্যসংগ্রহকারী নিয়োগ দেওয়া হয়েছে। তারা ৪ জুলাই/২২ইং থেকে শুরু করে ১লা আগষ্ট/২২ইং পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্যসংগ্রহ করবেন।

  • হলদিয়া পালং ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি কামাল উদ্দিন মিন্টু ও সাধারণ সম্পাদক আবুল কালাম

    হলদিয়া পালং ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি কামাল উদ্দিন মিন্টু ও সাধারণ সম্পাদক আবুল কালাম

    কাজল আইচ, উখিয়া কক্সবাজার

    কক্সবাজারের উখিয়া উপজেলাধীন হলদিয়া পালং ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ২৮ জুন ২০২২ ইং, মঙ্গলবার সকাল ১০ঘটিকায় হলদিয়া পালং ইউনিয়নের আওতায় ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন মরিচ্যা একটি কমিউনিটি ক্লাবে অনুষ্ঠিত হয়েছে।

    উক্ত হলদিয়া পালং ইউনিয়নের আওতায় ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা কামাল উদ্দিন মিন্টু ও সাধারণ সম্পাদক আবুল কালাম।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উখিয়া-টেকনাফের সাংগঠনিক টিম প্রধান শাহ আলম রাজা।

    বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ও সাংগঠনিক টিমের সদস্য এইচ এম ইউনুস বাঙালী, উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ।

    উক্ত সম্মেলন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইসলাম মেম্বার ও পরিচালনা করেন হলদিয়া পালং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজল করিম সিকদার।

  • মহাসড়কে ছোট যানের দৌরাত্ম্যে বাড়ছে দুর্ঘটনা

    মহাসড়কে ছোট যানের দৌরাত্ম্যে বাড়ছে দুর্ঘটনা

    এস এম মাসুদ রানা-বিরামপুর দিনাজপুর প্রতিনিধি,

    দিনাজপুরের বিরামপুর উপজেলার সড়ক-মহাসড়কে অদক্ষ চালক চালিত ছোট যানের দৌরাত্ম্যে বাড়ছে দুর্ঘটনা, ঘটছে প্রাণহানি।

    বিরামপুর উপজেলার মহাসড়ক ও বিভিন্ন শাখা সড়কে রাত-দিন বেপরোয়া গতিতে চলছে ব্যাটারিচালিত ইজিবাইক, মিশুক রিকশা, ভ্যান, সিএনজি ও শ্যালোচালিত ভটভটি নামক যান। অদক্ষ চালকরা এসব পরিচালনা করায় এবং তারা কোনো নিয়মনীতি বা ট্রাফিক আইন না মানায় অহরহ ঘটছে দুর্ঘটনা।

    ছোট যানবাহনের এসব দৌরাত্ম্য দেখে মনে হবে তাদের নিয়ন্ত্রণে যেন কেউ নেই। যে যার মতো করে ইচ্ছামাফিক চলাচলের কারণে সড়ক-মহাসড়কে দুর্ঘটনা বাড়ছে।

    গত ২৪ জুন মহাসড়কের বেলডাঙ্গায় অকারণে একটি ইজিবাইক পার্শ্ব পরিবর্তনের সময় একটি মোটরসাইকেল দুর্ঘটনায় পতিত হয়। এতে মোটরসাইকেলচালক ফয়সাল হোসেন নামে এক কলেজছাত্র ঘটনাস্থলেই প্রাণ হারায়।

    শহরে ও বিভিন্ন হাটবাজার এবং বিভিন্ন রুটে চলাচলকারী ইজিবাইকচালক ও মালিকদের কয়েকটি সংগঠন থাকায় তাদের সঠিক পরিসংখ্যানও পাওয়া যায় না।

    তবে শহরস্থ বিরামপুর ইজিবাইক মালিক সমিতির সাধারণ সম্পাদক মুরাদ ইসলাম জানান, তার সমিতিতে তিন শতাধিক ইজিবাইক রয়েছে। শহরের মালিকরা গ্রামাঞ্চলের অদক্ষ চালকদের নিকট যানগুলো ভাড়া দেওয়ায় সড়ক-মহাসড়কে দুর্ঘটনা বাড়ছে।

    বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার জানান, জাইকার অর্থায়নে ছোট যানের সমিতির নেতৃবৃন্দ ও কিছু চালককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। দুর্ঘটনা রোধে অন্যান্য চালককে প্রশিক্ষণের আওতায় আনা হবে।

  • বিএনপি কর্তৃক প্রধানমন্ত্রীকে কটুক্তির প্রতিবাদে গাবতলীতে যুবলীগের সমাবেশ

    বিএনপি কর্তৃক প্রধানমন্ত্রীকে কটুক্তির প্রতিবাদে গাবতলীতে যুবলীগের সমাবেশ

    রাকিব মাহমুদ ডাবলু- স্টাফ রিপোটার,

    বগুড়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও গাবতলী উপজেলার সুনাম ধন্যে চেয়ারম্যান রফি নেওয়াজ খান রবিন বলেছেন, আওয়ামী লীগ শান্তির রাজনীতি করে। জনগণের জানমাল রক্ষা করা আওয়ামী লীগের আর্দশ। যারা বিভিন্নভাবে বাংলার মা জনদরদী প্রধানমন্ত্রীকে নিয়ে অসালীন ভাষায় বক্তৃতা দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করছেন তাদের উদ্দেশ্য সফল হতে দেবে না জনগণ।

    রাজপথেই তার সমাচীন জবাব দেবে আ’লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা। তিনি আরো বলেন, বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাস করে বলেই নিজেদের টাকায় স্বপ্নের পদ্মা সেতু নির্মিত হয়েছে বিশাল পদ্মা নদীর বুকে। এই সেতু নির্মাণের ফলে দেশের অর্থনীতি এগিয়ে যাবে দূর্বার গতিতে। তিনি আরও বলেন, সম্প্রতি গাবতলী উপজেলা বিএনপির সম্মেলনে মহিলা দলের নেত্রী সুরাইয়া জেরিন রনি কর্তৃক প্রধানমন্ত্রীকে নিয়ে যে মন্তব্য করেছে আগামী ৭দিনের মধ্যে পুলিশ প্রশাসন এর ব্যবস্থা গ্রহণ না করলে পরবর্তীতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন।

    সারাদেশে বিএনপি কর্তৃক প্রধানমন্ত্রীকে অসালীন ভাষায় কটুক্তির প্রতিবাদে গতকাল সোমবার বগুড়ার গাবতলী উপজেলা যুবলীগের উদ্যোগে স্থানীয় পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা যুবলীগের সভাপতি নজরুল ইসলাম বিটুলের সভাপতিত্বে এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন। বিশেষ বক্তার বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু।

    উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজাহান আলী এবং সহ-সভাপতি আমিনুল ইসলাম মুক্তার পরিচালনায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা আব্দুর রাজ্জাক মিলু, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক (প্রস্তাবিত) নুরেজ্জামান সিদ্দীকি, উপজেলা মহিলা আ’লীগের সভাপতি রেকসেনা আকতার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক আহম্মেদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল গফুর বিপ্লব প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সদস্য এ্যাডঃ নাফরু, বগুড়া পৌর আ’লীগ নেতা শেখ শামীম, এ্যাডঃ রুপালী, জেলা যুবলীগ নেতা মাইসুল তোফায়েল কোয়েল, লতিফুল ইসরাত মুন্না, শিপুল, বাপ্পি চৌধুরী, ডনেল, সাজেদুর রহমান সিজু, নাছির উদ্দিন নান্নু, কাউছার হামিদ রুবেল, জাকারিয়া আদিল, এনামুল হক মনির, আজমেরী খোদা নোমান, এমরান আলী রনি, রাসেল মন্ডল,তাপস চক্রবর্তী, আনন্দ কুমার দাস, জান্নাতুল আলম খান রুমেন, পৌর আ’লীগের সভাপতি আজিজার পাইকার, সাধারণ সম্পাদক দিলু, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহেল বাকী, সাংগঠনিক সম্পাদক আবু জাহিদ পায়েল, তারাজুল ইসলাম টিটু, আহসান হাবিব মিঠু পাইকার, যুবনেতা জাফরু পাইকার, উপজেলা শ্রমিকলীগের সদস্য সচিব মানিক সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাশেদ ইসলাম, পৌর যুবলীগের সভাপতি কাউন্সিলর হিরণ পাইকার, সহ-সভাপতি মাহবুব, সাংগঠনিক সম্পাদক পিপুলসহ আ’লীগ ও যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

  • টেকনাফ ফারিয়ার প্রতিবাদ সমাবেশ

    টেকনাফ ফারিয়ার প্রতিবাদ সমাবেশ

    ইব্রাহীম মাহমুদ- টেকনাফ,

    রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের তথা ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্ন্টেটিভ এসোসিয়েশন ফারিয়া র সহকর্মীদের হসপিটাল পরিচালক কর্তৃক উদ্দেশ্য প্রণোদিত ভাবে মাজায় রশি দিয়ে বেঁধে লাঞ্চিত ও হেনস্থ করা প্রতিবাদে এবং রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালের পরিচালকের বিচারের দাবীতে টেকনাফ মডেল ফারিয়ার পক্ষ থেকে কেন্দ্রীয় ফারিয়ার কর্মসূচিবিশেষ ২৭ শে জুন সকাল ১০টায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে প্রতিবাদ সমাবেশ সংগঠন এর সিনিয়র সহসভাপতি সরোয়ার কামাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

    এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ফারিয়া নেতা ও টেকনাফ ফারিয়া প্রধান উপদেষ্টা আবু সুফিয়ান, টেকনাফ ফারিয়া সাবেক সভাপতি জামাল হোসেন, সাবেক সভাপতি নুরুল ইসলাম, সহসভাপতি মোহাম্মদ সোহেল, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সিদ্দিকী, সদস্য সজীব মল্লিক প্রমুখ।

  • বিরামপুরে পাটের ভালো ফলনে কৃষকের মুখে হাঁসি

    বিরামপুরে পাটের ভালো ফলনে কৃষকের মুখে হাঁসি

    এস এম মাসুদ রানা- বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

     

    বিগত বছরগুলোতে পাটের দাম কম থাকায় এবং উৎপাদন খরচ বেশি হওয়ায় পাট চাষে নিয়ে আগ্রহ হারিয়েছিলেন দিনাজপুর বিরামপুরের কৃষকেরা। কিন্তু চলতি মৌসুমে দেখা গেছে ভিন্ন চিত্র। উপজেলায় এবার পাটের ভালো ফলনে আশা করা হচ্ছে।

    উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ বছর উপজেলায় ১ শত ৯৫ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। গত বছর চেয়ে প্রায় ৫ হেক্টর জমিতে এর চাষ বেড়েছে। এ উপজেলায় এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়ে রেকর্ড পরিমাণ জমিতে পাটের চাষ হয়েছে।

    উপজেলার পৌর এলাকার মামুদপুর বালুপাড়া গ্রাম ঘুরে দেখা গেছে, পাটচাষিরা খেতের আগাছা এবং ঘন গাছ বাছাইয়ে ব্যস্ত রয়েছেন। এখন পর্যন্ত পাটগাছ রোগমুক্ত রয়েছে। ফলে চাষিরা ভালো ফলনের আশা করছেন।

    পাটচাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, চৈত্রের তাপপ্রবাহের শেষ দিকে মাঝারি ধরনের বৃষ্টি হয়। এ সময় শেড দিয়ে পাটবীজ রোপণ করেছিলেন তাঁরা। বর্তমানে পাটগাছের বয়স দুই মাস। এখন উপজেলার বিস্তীর্ণ মাঠজুড়ে পাটখেতে সবুজের সমারোহ।

    পৌর এলাকার মুন্সিপাড়া মহল্লার পাটচাষি মনসুর আলী বলেন, তিনি ৩ বিঘা জমিতে পাট চাষ করেছেন। খেতে এবার পোকার আক্রমণ নেই। ঘন পাটগাছ বাছাই করে তুলে ফেলা হচ্ছে। পাটের দাম বেশি হওয়ায় উপজেলার চাষিরা এবার ব্যাপক হারে পাট রোপণ করেছেন।

    হাবিবপুর গ্রামের আরেক কৃষক আজিজুল ইসলাম বলেন, সরকার দৃষ্টি দিলে এ বছর পাটের দাম আরও ভালো পাওয়া যাবে। অন্য আবাদের চেয়ে পাট চাষে খরচ কম হওয়ায় কৃষক এ চাষের দিকে ঝুঁকেছেন। এ বছর পাটের ফলন ভালো হয়েছে। তিনি আশা করছেন, কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে কৃষক ভালোভাবে পাট ঘরে তুলতে পারবেন। তবে সময় মতো বৃষ্টি না হওয়ার কারণে সেচ খরচ বেশি হয়েছে।

    উপজেলা কৃষি কর্মকর্তা নিক্সন চন্দ্র পাল বলেন, চাষিরা ভালো ফলন পেতে ব্যস্ত সময় পার করছেন। সেচ দেওয়া, রোগ নিয়ন্ত্রণ, পরিচর্যা বিষয়ে কৃষকদের নানা পরামর্শ দেওয়া হচ্ছে।