Blog

  • মিয়ানমারের পণ‍্য ও ইয়াবাসহ আটক ১

    মিয়ানমারের পণ‍্য ও ইয়াবাসহ আটক ১

    ইব্রাহীম মাহমুদ,টেকনাফ

    কক্সবাজারের টেকনাফ কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার ৩শ পিস ইয়াবাসহ ১জন আটক হয়েছে।আটককৃত ব‍্যক্তি হলেন টেকনাফ সদর ইউনিয়নের কেরুনতলী ৯নং ওয়ার্ডের দিল মোহাম্মদের ছেলে মোহাম্মদ আবু তাহের। বুধবার(১৫ জুন) দুপুর ২টার দিকে কেরুনতলী ঘাট সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

    কোস্ট গার্ড পুর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে.এস এম তাহসিন রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ,বুধবার ১৫ জুন কেরুনতলী ঘাট সংলগ্ন এলাকায় মাদক পাচার হবে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন কেরুনতলী ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।অভিযান চলাকালীন সময় আনুমানিক ২ ঘটিকায় কেরুনতলী খালে একজন ব্যক্তিকে কিছু বস্তা পানিতে ভাসিয়ে নিয়ে আসতে দেখা যায় ।লোকটিকে সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা তাকে থামার সংকেত দেয় কিন্তু লোকটি না থেমে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।এমতাবস্থায় কোস্টগার্ড সদস্যরা ধাওয়া করে মো.তাহের ( ২৫ )কে আটক করে।

    তিনি আরও জানান,পরবর্তীতে বস্তাটি তল্লাশী করে অভিনব কায়দায় চায়ের প্যাকেটে লুকায়িত অবস্থায় ১৫হাজার ৩০০ পিস ইয়াবা , ১৩২ প্যাকেট রিচ কফি , ৮৫ প্যাকেট হ্যাপি টি মিক্স এবং ২৭ প্যাকেট ক্যালসিয়াম পাউডার জব্দ করা হয়।
    জব্দকৃত ইয়াবা এবং আটককৃত ব্যক্তিকে পরবর্তী
    আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • উখিয়া কুতুপালং উচ্চ বিদ্যালয়ের এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান

    উখিয়া কুতুপালং উচ্চ বিদ্যালয়ের এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান

    কাজল আইচ, উখিয়া কক্সবাজার

    কক্সবাজারের উখিয়ায় কুতুপালং উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত ২০২২ সালের এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    ১৫ জুন, ২০২২ইং, বুধবার সকাল সাড়ে ১০টা কুতুপালং উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত ২০২২ সালের এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানে
    উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং কুতুপালং উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব।

    বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা একাডেমি সুপারভাইজার বদরুল আলম, রাজাপালং ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন, স্বাগত বক্তব্য রাখেন কুতুপালং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ মান্নান, উখিয়া উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাংবাদিক নুরুল হক খাঁন। উপস্থিত ছিলেন প্রবীন শিক্ষক অরিবিন্দু বড়ুয়া, আওয়ামী লীগ নেতা মাস্টার রতন বড়ুয়া।

    অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা রীতা রানী দে ও আদিত্য বড়ুয়া রাহুল এবং পুরো অনুষ্ঠান সুন্দর ভাবে পরিচালনা করেছেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রুপন দেওয়ানজি।

    অনুষ্ঠান পরিচালনা শুরু করার আগে অতিথিদের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষিকা মন্ডলি ও শিক্ষার্থীবৃন্দ।

    এ সময় বিদ্যালয়ের অন্যান্য সম্মানিত ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত থেকে ২২৪ জন পরীক্ষার্থীর জন্য দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

  • টেকনাফে স্থলবন্দর কর্তৃপক্ষের উদ্যোগে ২১তম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন ও সেবা সপ্তাহ অনুষ্ঠিত

    টেকনাফে স্থলবন্দর কর্তৃপক্ষের উদ্যোগে ২১তম প্রতিষ্টাবার্ষিকী উদযাপন ও সেবা সপ্তাহ অনুষ্ঠিত

    ইব্রাহীম মাহমুদঃ টেকনাফ,

    স্থল পথে বানিজ্য বৃদ্ধি,দেশে আনবে উন্নয়ন ও সমৃদ্ধি।
    এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে সারা দেশের ১৪ টি স্থল বন্দরের ন্যায় টেকনাফ স্থল বন্দরে ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী ও স্হল বন্দর সেবা সপ্তাহ (১৪-২০জুন ২০২২) বিশাল কেক কেটে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ১৪ জুন টেকনাফ স্থলবন্দরের হল রুমে স্হল বন্দর কর্তৃপক্ষের ট্রাফিক পরিদর্শক রামেন্দু বিকাশ চাকমার সভাপতিত্বে বন্দরের কাষ্টম রাজস্ব কর্মকর্তা মোঃ শাহিন আকতার প্রধান অতিথি হিসেবে কেক কেটে এর উদ্বোধন করেন।

    এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনাইটেড গ্রুপের টেকনাফ স্হল বন্দরের ব্যবস্হাপক আনোয়ারুল ইসলাম,সি,এন্ড,এফ,এজেন্ট এসোসিয়েশনের সভাপতি আবদুল আমিন,সহ কাষ্টম সহকারী রাজস্ব কর্মকর্তা বৃন্দ,আমদানি, রপ্তানি কারক,বানিজ্য ব্যবসায়ী ও বন্দরে নিয়োজিত সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন,স্হলবন্দর কর্তৃপক্ষের টেকনাফ বন্দরের হিসাব রক্ষন কর্মকর্তা সালা উদ্দিন প্রমুখ।

    উপস্থিত বক্তরা বলেন,বাংলাদেশের স্থল পথে আমদানি রপ্তানি কার্যক্রম কে সহজতর ও গতিশীল করার লক্ষ্যে ২০০১ সালের ১৪ জুন ( ২০০১সালের ২০ নং আইন) এর ধারা ৪ (১) অনুযায়ী সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ প্রতিষ্টিত হয়।

  • মহানবী (সা.)কে নিয়ে কটূক্তির প্রতিবাদে জামেয়া দারুল মা’আরিফে মানববন্ধন ও প্রতিবাদ সভা সম্পন্ন

    মহানবী (সা.)কে নিয়ে কটূক্তির প্রতিবাদে জামেয়া দারুল মা’আরিফে মানববন্ধন ও প্রতিবাদ সভা সম্পন্ন

    আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    হযরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতে বিজেপি মুখপাত্র নূপুর শর্মা এবং দিল্লি ইউনিটের প্রধান নাভিন জিন্দালর কটূক্তির প্রতিবাদে আজ ১৪ জুন বাদ যোহর মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়৷ এতে জামেয়ার শিক্ষকমণ্ডলী, সর্বস্তরের ছাত্র ও এলাকার সর্বসাধারণ নবী প্রেমিকদের ব্যাপক সমাগম ঘটে।

    জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়ার শিক্ষা পরিচালক শায়খ শহিদুল্লাহ কাউসার সাহেবের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জামেয়ার সহকারী শিক্ষা পরিচালক মাওলানা নুরুল আলম, ছাত্রাবাস পরিচালক মাওলানা নুরুল আমিন মাদানি, মুফতি মাসুম এহসান, মাওলানা এনামুল হক মাদানী, মাওলানা আফীফ ফুরকান মাদানী, মাওলানা মুহাম্মদ নুর আনোয়ারী, মাওলানা এনামুল হক ছফা মাদানী, মাওলানা মিসবাহ উদ্দিন মাদানিপ্রমুখ।

    মানববন্ধনে বক্তারা বলেন, সর্বকালের সেরা মানব মহানবী (সা.) ও তার স্ত্রী হযরত আয়েশা (রা.)-কে নিয়ে অবমাননাকর ও কুরুচিপূর্ণ মন্তব্য করে বিজেপির দুই নেতা মুসলমানদের হৃদয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। মুসলিম প্রধান দেশ হিসেবে বাংলাদেশ সরকারকে অবশ্যই এ কর্মকাণ্ডে নিন্দা জানাতে হবে এবং ভারত রাষ্ট্রদূতকে তলব করে এর প্রতিবাদ জানাতে হবে। বক্তারা অবিলম্বে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব আনার দাবীও জানানো হয়।

  • উখিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

    উখিয়ায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

    কাজল আইচঃ- উখিয়া কক্সবাজার,

    কক্সবাজারের উখিয়ায় প্রতি বছরের ন্যায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট ২০২২ইং ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাটে।

    ১৪ জুন ২০২২ ইং, মঙ্গলবার বিকেল ৩টা হতে অনুষ্ঠিত হয়েছে দুটি ম্যাচের ফাইনাল খেলা। উক্ত ফাইনাল খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।

    উখিয়া উপজেলা সহকারি শিক্ষা অফিসার শাহাদত হোসাইন আখন্দে সভাপতিত্বে ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোকতার আহমদ, রাজাপালং ইউনিয়ন পরিষদের ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ সালাহ উদ্দিন, ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন, ইউপি সদস্য আব্দুল হক, ইউপি সদস্য ইকবাল বাহার, ইউপি সদস্য আব্দুর রহিম, ইউপি সদস্যা খুরশিদা বেগম ও উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌলভী হারুন অর রশিদ, পাতাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম কামাল উদ্দিন, অরিবিন্দ বড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক, হাতিমোরা সরকরি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার ইসলাম প্রমুখ।

    প্রতি বছরের ন্যায় এবারও রাজাপালং ইউনিয়নের ২৫ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক এবং বালিকা দলের মধ্যে ৫০টি দল প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। তাঁরমধ্যে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্ট ২০২২ইং ফাইনাল খেলায় অরবিন্দু বড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ (বালিকা) বনাম নুরুল ইসলাম চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ খেলায় কোন গোল না-হওয়ায় ট্রাইব্রেকারে ০২- ০৩ গোলে অরিবিন্দু বড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয় হয়েছে। পরপর ম্যাচে নুরুল ইসলাম চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ (বালক) বনাম হাতিমোরা সরকারি প্রাথমিক বিদ্যালয় একাদশ খেলায় ০-০১গোলে চ্যাম্পিয়ন ট্রপি অর্জন করে নুরুল ইসলাম চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে ফুটবলার দল।

  • সুগন্ধা বায়তুল মামুর জামে মসজিদের মুসল্লিদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

    সুগন্ধা বায়তুল মামুর জামে মসজিদের মুসল্লিদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

    কক্সবাজার উপজেলা প্রতিনিধি, মোঃ হোসেন (সুমন),

    সুগন্ধা বায়তুল মামুর জামে মসজিদের মুসল্লী, ব্যবসায়ীসহ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে ১৩/০৬/২০২২ইং সোমবার বেলা ১২টার ঘটিকায় কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

    মুসল্লিদের মধ্যে যারা বক্তব্য রাখেন তারা হলে ১/ফরিদ২/মজিব৩/মোঃসানজিদ
    ৪/জয়নাল৫/মুরাদ। এতে মিথ্যা মামলা প্রত্যাহারসহ আত্মসাতকৃত মসজিদের ৪০ লক্ষ টাকা ফেরত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

  • সীতাকুণ্ড অগ্নিকাণ্ডে আহতদের আর্থিক সহায়তা দিলেন কেন্দ্রীয় আ.লীগ নেতা আমিনুল

    সীতাকুণ্ড অগ্নিকাণ্ডে আহতদের আর্থিক সহায়তা দিলেন কেন্দ্রীয় আ.লীগ নেতা আমিনুল

    (বিশেষ প্রতিনিধি),

    চট্টগ্রামের সীতাকুণ্ড বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিদগ্ধ রোগীদেরকে আর্থিক সহায়তা দিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সংগ্রামী উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক তৃণমূল থেকে উঠে সাবেক সফল ছাত্রনেতা মোঃ আমিনুল ইসলাম আমিন।

    রবিবার (১২ জুন”২০২২ইং) দুপুরের দিকে আহতদের দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান।

    এসময় তিনি বিভিন্ন ওয়ার্ডে ভর্তি অগ্নিদগ্ধ রোগীদের পাশে কিছুক্ষণ সময় কাটান এবং খোঁজ খবর নেন এবং নিজ উদ্যোগে আহতদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

    এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালাক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম আহসান এমপিএইচ, সহকারী পরিচালক ডা: রাজিব, ডা: রফিক উদ্দিন, ডা: রেজোয়ানুল রায়হান, ডা: নাবিলা নুর, আওয়ামী লীগ নেতা ফখরুদ্দিন বাবলু, নাজিম উদ্দীন, যুবলীগ নেতা মোরশেদ, জুয়েল, মুনতাসীর সহ আরও অনেকেই।

    কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম আমিন এই মানবিক উদ্যোগ গ্রহণ করায় রোগী এবং রোগীর অভিভাবক সহ সর্বমহলেই প্রশংসা করেছেন এবং তার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

  • বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

    বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

    এস এম মাসুদ রানা- বিরামপুর দিনাজপুর প্রতিনিধি,

    দিনাজপুরের বিরামপুর উপজেলা কনফারেন্স রুমে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

    ১৩ জুন সোমবার সকাল ১০ টায় আইনশৃঙ্খলা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার।
    উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার উপরে দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খাইরুল আলম রাজু , পৌরসভার মেয়র অধ্যক্ষ আক্কাস আলী, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার, সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোশারত জাহান, আনসার ভিডিপি কমান্ডার তাহেরা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিহুর রহমানপ্রমুখ।

    এসময় উপজেলার ৭ ইউনিয়নের ইউপি চেয়ারম্যানগণ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ব্যাংক কর্মকর্তাবৃন্দ,এলাকার বীর মুক্তিযোদ্ধা গন সুধীজন, বিভিন্ন স্কুলের-কলেজের প্রধানগণ, শিক্ষক,গণ্যমান্য,ব্যাক্তিবর্গসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

  • র‌্যাব-১৫ এর অভিযানে দেশীয় অস্ত্র, কার্তুজ ও ১০,০০০ পিস ইয়াবাসহ বার্মায়া হাকিম আলী গ্রেফতার

    র‌্যাব-১৫ এর অভিযানে দেশীয় অস্ত্র, কার্তুজ ও ১০,০০০ পিস ইয়াবাসহ বার্মায়া হাকিম আলী গ্রেফতার

    বিশেষ প্রতিনিধি,

    কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রাজাপালং ইউপির পূর্ব ডিগলিয়া পালং এলাকায় র‌্যাব-১৫ এর অভিযানে দেশীয় অস্ত্র, কার্তুজ ও ১০,০০০ পিস ইয়াবাসহ একজন গ্রেফতার

    র‌্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজার জেলার উখিয়া থানাধীন রত্নাপালং ইউপিস্থ কোর্টবাজার এলাকায় মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। তাৎক্ষণিকভাবে র‌্যাব-১৫ এর একটি আভিযানিক দল ১২ জুন ২০২২ খ্রিঃ রবিবার রাত ৪০ ঘটিকার দিকে বর্ণিত স্থানে পৌঁছালে একজন ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টা করলে আভিযানিক দল কর্তৃক হাকিম আলী (৫৩),পিতা-মৃত আলী আহাম্মদ, মাতা- মৃত রশিদা খাতুন, সাং-পূর্ব দিখিলিয়া, ইউপি-রাজাপালং, ওয়ার্ড নং-০৪, থানা-উখিয়া, জেলা-কক্সবাজারকে গ্রেফতার করতে সক্ষম হয়। তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ ও তার হেফাজতে থাকা ব্যাগ তল্লাশী করে ১ টি দেশীয় অস্ত্র, ০২ রাউন্ড কার্তুজ ও ১০,০০০ (দশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

    গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে কক্সবাজার জেলার উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

  • বাংলাদেশ আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের (বিএডব্লিউটি)-এর প্রথম বোর্ড সভায়

    বাংলাদেশ আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের (বিএডব্লিউটি)-এর প্রথম বোর্ড সভায়

    এইচ এম শাহাব উদ্দিন তাওহীদঃ- উখিয়া

    ১২ জুন ২০২২ খ্রিঃ রবিবার, বাংলাদেশ আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের (বিএডব্লিউটি)-এর প্রথম বোর্ড সভায় সফেন লিগ্যাল সার্ভিস এন্ড কনসালটেন্সি (এসএলসি) -এর পক্ষে লিড কনসালটেন্ট হিসেবে আইনগত পরামর্শ ও মতামত প্রদান করেন সফেন-এর প্রতিষ্ঠাতা, জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকা ও বাংলাদেশ ডায়েরি ইংরেজি পত্রিকা’র সম্পাদক এবং আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের অন্যতম পরিচালক ড. খান আসাদুজ্জামান।
    গুরুত্বপূর্ণ এই সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আনসার ও গ্রাম পতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এবং আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের স্বপ্নদ্রষ্টা ও চেয়ারম্যান প্রজ্ঞাবান ব্যক্তিত্ব মেজর জেনারেল মিজানুর রহমান শামীম, বিপি, ওএসপি, এনডিসি, পিএসসি ।

    এছাড়াও উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ওয়েলফেয়ার ট্রাস্টের বোর্ড অব ট্রাস্টি অতিরিক্ত মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, বিজিবিএম, পিবিজিএম (বার), এনডিসি, আনসার ও ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট অতিরিক্ত মহাপরিচালক মো. সামছুল আলম, উপ-মহাপরিচালক (প্রশাসন) কর্নেল মোহাম্মদ রফিকুল হাসান, পিএসসি, উপ-মহাপরিচালক (ঢাকা রেঞ্জ) ফাতেমা সুলতানা, উপ-মহাপরিচালক (অপারেশনস্) এ কে এম জিয়াউল আলম, পরিচালক (অপারেশনস্) ড. মো. সাইফুর রহমান, পরিচালক (অর্থ) মোহাম্মদ সিরাজুর রহমান ভূইয়া, পরিচালক (প্রশিক্ষণ-আনসার) রাজীব হোসাইন, ৩৮ আসনার ব্যাটালিয়ন এর পরিচালক সৈয়দ ইফতেহার আলী ও উপ-পরিচালক (ওয়েলফেয়ার) মো. আবু বকর সিদ্দিক প্রমুখ।
    আলোচ্য সভায় বাংলাদেশ অনসার ওয়েলফেয়ার ট্রাস্ট (বিএডব্লিউটি)-এর বহুমাত্রিক মানবকল্যাণধর্মী কার্যক্রমকে এগিয়ে নেয়ার জন্য প্রাথমিকভাবে বিভিন্ন পরামর্শ, দিকনির্দেশনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।