Blog

  • সিসি ক্যামেরা” এবং “আমার গাড়ি নিরাপদ” ডাটাবেজের জন্য রেমিট্যান্স যোদ্ধার মুখে হাসি

    সিসি ক্যামেরা” এবং “আমার গাড়ি নিরাপদ” ডাটাবেজের জন্য রেমিট্যান্স যোদ্ধার মুখে হাসি

    আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    সেবা দেওয়ার মানসিকতা থাকলে সফলতা আসবেই। সেবা প্রত্যাশীদের মুখে হাসি ফুটানোই বাংলাদেশ পুলিশের অন্যতম লক্ষ্য। বলছিলাম রেমিট্যান্স যোদ্ধা বিপ্লব দাশ এর ট্রলি ফিরে পাওয়ার গল্প।

    বিদেশ ফেরত বিপ্লব দাশ (৩৫) ইং ২২/০৫/২২ইং তারিখ সকাল ১০.০০ ঘটিকার সময় নতুন বউ নিয়ে পাকা রাস্তার মাথা থেকে সিএনজি যোগে শ্বশুর বাড়ি যাওয়ার পথে নিউমার্কেট মোড়ে মিষ্টি কিনার জন্য নামেন। সদাই শেষে লক্ষ্য করেন সদ্য বিয়ে হওয়া বউয়ের স্বর্ণালংকার, নগদ ২০,০০০ টাকার বান্ডিল, নতুন শাড়ি, ব্যাংকের চেক বই সহ অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসপত্র সমেত ট্রলিব্যাগটি সিএনজির পেছনেই ফেলে এসেছেন। হন্যে উপায় হয়ে কোতোয়ালি থানায় উক্ত বিষয়ে একটি সাধারন ডায়েরী করেন। জিডি প্রাপ্তির পর এস আই/সাদ্দাম হোসেন সঙ্গীয় ফোর্স সহ তদন্তে নামেন। ঘটনাস্থলসহ অন্যান্য প্রাসঙ্গিক একাধিক সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে সিএনজি সনাক্ত করেন। “আমার গাড়ি নিরাপদ” ডাটাবেজের মাধ্যমে সিএনজির মালিক এবং ড্রাইভারের তথ্য সংগ্রহ করেন। অভিযোগের প্রাপ্তির ৬ ঘন্টার মধ্যেই বিপ্লব দাশের স্বর্ণালংকার ও গুরুত্বপূর্ণ মালামালের ট্রলিব্যাগটি উদ্ধার করেন এবং তাদেরকে বুঝিয়ে দেন।

    বিপ্লব দাশ বিয়ে পরবর্তী অনেক বড় বিপদ থেকে বেঁচে গেলেন উল্লেখ করে বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উন্নত দেশের পুলিশের মত বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে মর্মে মন্তব্য করেন।

  • টেকনাফে ভুমি সেবা সপ্তাহ উদ্বোধন

    টেকনাফে ভুমি সেবা সপ্তাহ উদ্বোধন

    টেকনাফে প্রতিনিধি,

    সীমান্ত উপজেলা টেকনাফে ভুমি সপ্তাহ সেবা ২২ইং উদ্বোধন করা হয়েছে। রবিবার (২২মে) টেকনাফ উপজেলা ভুমি অফিস প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়।
    টেকনাফ উপজেলা সহকারী কমিশনার ভুমি এরফানুল হক চৌধুরীর পরিচালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়সার খসরুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম।
    বিশেষ অতিথির বক্তব্য রাখেন টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি সহ ভুমি অফিসের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ।

    এ সময় প্রধান অতিথি নুরুল আলম চেয়ারম্যান বলেন, টেকনাফের মানুষ যেন প্রকৃত ভুমি সেবা গ্রহন করতে এসে হয়ারানির শিকার না হয়,
    সে দিকে খেয়াল রাখতে হবে। ভুমি অফিসের আশেপাশে উৎপেতে থাকা দালাল গুলো যদি ভুমি অফিসের নাম বিক্রি করে সাধারণ সেবা প্রার্থীদের হয়রানি করে তাদের সনাক্ত করে আইনের আওতায় আনতে আহব্বান করেন।
    সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, সরকার জনগণের ভুমি সেবা নিশ্চিত করতে ডিজিটালাইজেশনের মধ্যে সকল প্রকার সেবা দিয়ে যাচ্ছে। তাই প্রতি বছর এ ভুমি সপ্তাহের আয়োজন। সেবা গ্রহীতা যদি কোন সমস্যায় পড়ে তাহালে জাতীয় ভুমি সেবা ১৬১২২ নাম্বারে কল দিলে সব বিষয়ে সামাধানের পদ পবে। যা আমাদের বেশি বেশি প্রচার করতে হবে।

    বিশেষ অতিথির বক্তব্যে টেকনাফ মডেল থানার ওসি বলেন, আমার জানামতে টেকনাফের মানুষ দ্রুত ভুমি সেবা পাচ্ছে। ভুমি সেবা নিতে এসে কেউ যদি আইনের ব্যাঘাত সৃষ্টি করে তাহলে তাদের আইনের আওতায় আনা হবে।

  • চট্টগ্রামে পুলিশের ভ্যানে ধাক্কা দেওয়া বাসচালক নাহিদুল গ্রেপ্তার

    চট্টগ্রামে পুলিশের ভ্যানে ধাক্কা দেওয়া বাসচালক নাহিদুল গ্রেপ্তার

    আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

    চট্টগ্রাম নগরীর সাগরিকায় শিল্প পুলিশের পিকআপকে ধাক্কা দিয়ে ১৩ পুলিশ সদস্যকে আহত করা বাসচালক নাহিদুল ইসলাম স্বপনকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।

    গ্রেপ্তার নাহিদুল ইসলাম স্বপন নোয়াখালী জেলার সুধারাম উপজেলার মৃত হানিফের ছেলে।

    শনিবার (২১ মে) রাতে পাহাড়তলী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    বিষয়টি নিশ্চিত করেন পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, শিল্প পুলিশের বাসে ধাক্কা দেয়া বাসের চালক নাহিদুল ইসলাম স্বপনকে রাতে পাহাড়তলী বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রবিবার (২২ মে) দুপুরে তাকে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে পাঠানো হয়েছে।

    উল্লেখ্য, শনিবার (২১ মে) সকাল পৌনে ১০টার দিকে সাগরিকায় এ কে খান গেট এলাকায় বাসের ধাক্কায় শিল্প পুলিশের ১৩ সদস্য আহত হন। ঘটনার পরপরই পুলিশ বাসটি জব্দ করে। এ ঘটনায় শিল্প পুলিশের এসআই নাজমুল হাসান মোল্লা বাদী হয়ে পাহাড়তলী থানায় মামলা দায়ের করেন। আহত পুলিশ সদস্যরা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

  • উখিয়ার পালংখালী ৩৪বিজিবির অভিযানে ১ লাখ পিস বার্মিজ ইয়াবাসহ আটক-১

    উখিয়ার পালংখালী ৩৪বিজিবির অভিযানে ১ লাখ পিস বার্মিজ ইয়াবাসহ আটক-১

    নিজস্ব প্রতিবেদক,

    বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কক্সবাজার ব্যাটালিয়নের অভিযানে ৩ কোটি টাকা মূল্যের এক লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার

    বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি’র অভিযানিক কর্মকাণ্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় অদ্য ২২ মে ২০২২ তারিখ রাতে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) কর্তৃক পরিচালিত অভিযানে ৩,০০,০০,০০০/- ( তিন কোটি) টাকা মূল্যমানের ১,০০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

    গোপন সংবাদের ভিত্তিতে ২২ মে ২০২২ খ্রিঃ রবিবার রাতে কক্সবাজার-৩৪ ব্যাটালিয়ন বিজিবির এর অধিনস্থ পালংখালী বিওপির একটি চৌকস আভিযানিক টহলদল সীমান্ত পিলার ৩২ হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ পশ্চিম দিকে কক্সবাজার জেলার উখিয়া উপজেলাধীন ৫নং পালংখালী ইউপি’র কাষ্টম মোড় নামক স্থানে কৌশলগত অবস্থান নিয়ে ফাঁদ পেতে থাকে। পরবর্তীতে রাত আনুমানিক ০২০০ টার সময় কতিপয় ইয়াবা পাচারকারী সীমান্ত হতে পায়ে হেটে বাংলাদেশে আসার প্রাক্কালে বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করে। বিজিবি টহলদলের উপস্থিতি অনুধাবনের পাশাপাশি গ্রেফতার হওয়ার সম্ভাবনা আঁচ করতে পেরে সশস্ত্র মাদক কারবারীরা বিজিবি টহলদলের উপর অতর্কিতভাবে গুলিবর্ষণ শুরু করে। এমতাবস্থায় বিজিবি টহলদল তাদের জান-মাল রক্ষার্থে চোরাকারবারীদের লক্ষ্য করে পাল্টা ফায়ার করলে চোরাকারবারীরা তাদের সাথে থাকা ব্যাগ মাটিতে ফেলে দ্রুত জঙ্গলের মধ্য দিয়ে মায়ানমারের দিকে পালিয়ে যায়। অতঃপর টহলদল ঘটনাস্থল থেকে চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ১,০০,০০০ (এক লক্ষ) পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মূল্য ৩,০০,০০,০০০/- (তিন কোটি) টাকা।

    এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

  • দীর্ঘ‌ ৭ মাস কারা ভোগের পর মুক্তি পেলো এক পরিবারের ২সন্তান

    দীর্ঘ‌ ৭ মাস কারা ভোগের পর মুক্তি পেলো এক পরিবারের ২সন্তান

    মোঃ রেজাউল আজিম (বাঁশখালী-প্রতিনিধি)

    প্রায় ২১৭দিন কারা ভোগান্তির পর ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম দক্ষিন জেলার সাধারণ সম্পাদক বাঁশখালী জলদীর কৃতিসন্তান মাওলানা মোবারক হোসাইন আসিফ ও তার ছোট ভাই মঈনুল হাসান হাবিব আজ ২৩মে রোজ সোমবার সন্ধ্যা ৬টার সময় সারা দিন জেল গেইটে হয়রানির পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান। এর আগে হাইকোর্ট তাদের জামিন মঞ্জুর হলেও বিচারকের সাক্ষরের জন্য অনেক ভোগান্তির পর মুক্তি পান ।
    বাঁশখালীতে গত ১৩ ই অক্টোবর ২০২১ ইং বুধবার কুমিল্লায় কোরআন অবমাননার ঘটনার পর বাঁশখালী জলদীতে সংঘটিত মিছিল ও সংখ্যালঘুর বসতবাড়িতে হামলার অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় গ্রেফতার করা হলেও তিনি বলেন আমি নির্দোষ।

    তিনি আরও জানান! জলদি মিয়ার বাজার চৌধুরী নিউ মার্কেটের ২য় তালায় আমার এবং ছোট ভাইয়ের ব্যবসায়ী প্রতিষ্ঠান। আমার দোকানে কাজ করার সময় বুধবার রাত প্রায় ৯ টার সময় হঠাৎ করে এক বিশাল মিছিলের স্লোগান শুনা যায়, আমি দোকান থেকে বের হয়ে দেখলাম পরিস্থিতি খুবই ভয়াবহ, তৌহিদী জনতা বেশি উত্তজিত হলে আমি নিচে গিয়ে দেখি মিছিল টা কোন দলীয় নয় আমজনতার (স্বাতন্ত্র)। আমি এলাকার স্থানিয় এবং বাজার কমিটির দায়িত্বশীল হিসেবে সবাই আমাকে চিনে। সেই পরিচয়ে এক পুলিশ অফিসার আমাকে বলে, আপনি একটু মিছিল কারীদের শান্ত করুন। তাদের অনুরুধ রাখার জন্য আমি একটা ট্রাকের উপর উঠে মুসল্লীদের শান্ত হওয়ার জন্য আহ্বান করি এবং তাদের দাবী পুলিশ অফিসারকে উপস্থাপন করলাম, অফিসার মুসল্লীদের দাবী মেনে নিলে সবাই অফিসারের উপস্থিতিতে মিছিল শেষ করে দিয়ে সবাই নিজ নিজ গন্তব্যে চলে যায়, এই অপরাধে আমি গ্রেফতার।

    তিনি আরও জানান :- আমার কেইস পাটনার বেশিরভাগ মুক্তি পেলেও একেবারে দেরিতে মুক্তি পেলাম আমরা এক পরিবারের দুই ভাই।

    তারা দুই ভাইয়ের মুক্তিতে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন সাংগঠনিক উপরস্থ দায়িত্বশীলগণ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ , ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র আন্দোলনের নেতা কর্মী সমর্থকরা।

  • কবিতা- সোনার বাংলা জান্নাতুল ফেরদাউস।

    কবিতা- সোনার বাংলা জান্নাতুল ফেরদাউস।

    কবিতা- সোনার বাংলা
    জান্নাতুল ফেরদাউস।

    সুন্দর সকাল সূর্যের মিষ্টি হাসি
    শোনা যায় দূর থেকে-
    ভেসে আসা পাখির বাশি।
    আহা! মন দোলানো কি শীতল বাতাস!
    পাচ্ছি আমি এইখানে যে সুখের আভাস।
    পায়ের তলায় কোমল ঘাস,
    পুকুরে দেখো খেলছে হাস।

    দাদু ওদিকে ঘাসের উপর কি ওটা??
    এ যে সূর্যের আলোয় ঝলমল করা পানির ফোঁটা।
    আচ্ছা দাদু, এত বড় আর বিশাল তা কি??
    জানিস নে বোন? এ যে পদ্মা নদী।
    দাদু মাঝিরে ডাকো আমি চড়াবো নৌকায়
    না লক্ষ্মী , বাড়ি ফিরি চল দেরি হয়ে যায়।
    দাদু, দেখো ঐ বাগানে কতোই না ফুল!!!
    ফুল ছিড়তে যাস না কভু এ যে খুব বড় ভুল।
    ঐ দেখো দাদু গাছে কতোই না ফল ধরেছে!
    আগে চল বাড়ি দেখি গিন্নি কি রেঁধেছে।

    বাহ! কি সুন্দর ঘ্রাণ! কি রেঁধেছো দীদা??
    লক্ষ্মী আমার, এ যে ঐতিহাসিক শীতের পিঠা।
    দীদা, কি সুন্দর এ গ্রাম মুগ্ধ যে আমি
    দাদু ভাই এখনতো অনেক বাকি।
    আরো কিছু আছে!! দেখাবে কি আমায়??
    অবশ্যই, চল এখন মেলা দেখবি আয়।

    দাদুভাই এই নে তোর জন্য হাওয়াই মিঠাই
    ও দাদু , আমি যে নাগরদোলায় উঠতে চাই।
    মেলা দেখা শেষতো দাদু। আর কি আছে গো?
    অভাব নেই বোন বলছি তোকে মন দিয়ে শোন।

    এ দেশে আছে ৬ টি ঋতুর ৬ প্রকার রূপ
    থাকবি যখন দেখবি তখন মজা পাবি খুব।
    এখানে আছে লালন,বাউল সহ নানা গীত ও গান
    এ দেশে আছে ঐতিহাসিক নানান স্থান।
    চারপাশে আছে সবুজের খেলা
    কখনো আসে কৃষ্ণচূড়া ফুলের মেলা।
    এই সবুজ দেশ আর লাল রঙের কৃষ্ণচূড়া
    মনে করিয়ে দেয়-
    রক্তের বিনিময়ে পাওয়া সোনার বাংলা

  • রংপুরে এ সপ্তাহের সেরা রিপোর্টার ফারুক ও হারুন

    রংপুরে এ সপ্তাহের সেরা রিপোর্টার ফারুক ও হারুন

    শরিফা বেগম শিউলীঃ- স্টাফ রিপোর্টার,

    রংপুরে চতুর্থ সপ্তাহের সেরা রিপোর্টার নির্বাচিত হলেন প্রিন্ট-অনলাইন ক্যাটাগরিতে দৈনিক দাবানল’র প্রধান প্রতিবেদক, আজকালের খবর’এর রংপুর ব্যুরো প্রধান, ঢাকা পোস্ট’র নিজস্ব প্রতিবেদক এবং রংপুর প্রেস ক্লাবের সদস্য ফরহাদুজ্জামান ফারুক এবং ভিজুয়ালে আপডেট টিভি’র নিজস্ব প্রতিবেদক হারুন অর রশিদ হারুন।

    এ সপ্তাহের সেরা রিপোর্ট প্রিন্ট-অনলাইনে ‘মেয়র কাউন্সিলর হামার লোক, তাও ব্রিজের কাম শেষ হয় না’এবং ভিজুয়ালে ‘ড্রেন আছে শ্লাব নেই, মরণ ফাঁদ পথচারীদের’শিরোনামে রিপোর্ট দুটি দুই ক্যাটাগরীতে সেরা হিসেবে নির্বাচন করেছেন জুরি বোর্ড।

    জুরি বোর্ডের সদস্যরা হলেন, রিপোর্টার্স ক্লাবের সভাপতি হালিম আনছারী, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ নুরুজ্জামান, সময় টেলিভিশনের বিশেষ প্রতিবেদক রতন সরকার, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক একাত্তর টিভির ব্যুরো প্রধান শাহ বায়েজিদ আহমেদ ও বিএমএসএফ এর রংপুর জেলা সভাপতি তৌহিদুল ইসলাম বাবলা।

    শনিবার ( ২১ মে) রাত ৮ টায় রিপোর্টার্স ক্লাবের কনফারেন্স রুমে আনুষ্ঠানিক ভাবে প্রতিযোগিদের মধ্যে থেকে সেরা দুটি রিপোর্ট নির্বাচন করে সংশ্লিষ্ট রিপোর্টারের হাতে বিজয়ী প্রাইজবন্ড তুলে দেন জুরি বোর্ডের সদস্যরা।

    রিপোর্টার্স ক্লাব রংপুর ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম -বিএমএসএফ রংপুর জেলা শাখার যৌথ উদ্যোগে সাংবাদিকদের রিপোর্টিং মানোন্নয়নে প্রতি সপ্তাহের সেরা রিপোর্টের ভিত্তিতে পাঁচ সদস্যের জুরি বোর্ড তাদের রিপোর্টের মধ্য থেকে সেরা নির্বাচিত করেন। এ সপ্তাহে নিজেদের রিপোর্ট সেরা হিসেবে স্থান পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন বিজয়ীরা।

    জুরি বোর্ড ও সংগঠনের নেতৃবৃন্দ বলেন, রিপোর্টার্স ক্লাব ও বিএমএসএফ এর এই উদ্যোগ গণমাধ্যমের নবীন কর্মীদের পেশাগত উৎকর্ষ সাধনে ভূমিকা রাখবে। পাশাপাশি প্রতিযোগিতার সুষ্ঠু পরিবেশে নিজেদের দক্ষতা অর্জনের সুযোগ পাবে। আশা ব্যক্ত করে বক্তারা বলেন, এই দুই সংগঠন ঐক্যবদ্ধভাবে আরও নতুন নতুন উদ্যোগের মাধ্যমে রংপুরের সাংবাদিকতাকে একটি আরাদ্ধ স্থানে নিয়ে যাবে। এই উদ্যোগে রংপুরে কর্মরত যেকোন সংবাদকর্মী অংশ নিতে পারবেন বলেও জানান তারা।

    এসময় উপস্থিত ছিলেন, বিএমএসএফ এর কেন্দ্রীয় কমিটির সদস্য শরিফা বেগম শিউলী, বিএমএসএফ এর রংপুর জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জিএম জয়,
    বিএমএসএফ এর রংপুর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম জাকির হুসাইন, রিপোর্টার্স ক্লাব, রংপুর এর কোষাধ্যক্ষ এবং বিএমএসএফ রংপুর জেলা কমিটির কার্যকরী সদস্য আমিরুল ইসলাম, বিএমএসএফ এর রংপুর জেলা কমিটির কার্যকরী সদস্য মিজানুর রহমান বিপ্লব, সাংবাদিক মাহমুদুর রহমান বিপ্লবসহ রিপোর্টার্স ক্লাব ও বিএমএসএফ এর অন্যান্য সদস্যবৃন্দ।

    প্রসঙ্গত, প্রতি সপ্তাহে স্ব স্ব মাধ্যমে প্রকাশিত রিপোর্টের লিঙ্ক ‘সেরা রিপোর্ট’ গ্রুপ অথবা rcrrangpur@gmail.com -এ মাধ্যমে জমা দিয়ে প্রতিযোগীতায় অংশ নিতে পারেন রংপুরের সংবাদকর্মীরা। প্রতি শনিবার সন্ধ্যা ৭টায় জুরিবোর্ডের সদস্যরা পর্যালোচনা করে সেরা রিপোর্ট নির্বাচিত করবেন।

    উল্লেখ্য, প্রতি শনিবার থেকে শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

  • দক্ষিণ মুহুরি পাড়াতে নবম শ্রেণির শিক্ষার্থীকে ইভটিজিং ও ঘরবাড়ি লুটপাট ও ভাঙচুর করেছে

    দক্ষিণ মুহুরি পাড়াতে নবম শ্রেণির শিক্ষার্থীকে ইভটিজিং ও ঘরবাড়ি লুটপাট ও ভাঙচুর করেছে

    কক্সবাজার উপজেলা প্রতিনিধি মোঃহোসেন (সুমন),

    অদ্য২০/০৫/২০২২ইং তারিখে আনুমানিক রাত ৯.০০ ঘটিকার সময়।দক্ষিণ মুহুরি পাড়াতে নিজ বাড়িতে রাতে অন্ধকারে অনধিকারে ঘরে প্রবেশ করে নিজ মাতার-ছমুদা বেগম (৩২) এর সামনে তাঁর মেয়েকে ইচ্ছা বিরুদ্ধে ইভটিজিং করে, গত এক বছর আজ থেকে স্কুলে যাওয়া-আসার পথে, কু-প্রস্তাব রাজি না হওয়াতে। ভিকটিমের নিজ বাড়িতে।অনধিকার ঘরের ভিতরে প্রবেশ করে গায়ের জামায় ধরিয়া টানা হেচরা করে ও শরিলের বিভিন্ন ভাবে আঘাত করে, এবং ভিকটিমে আম্মাজান এগিয়ে আসলে তাকেও চুলের মুঠি দরিয়া মাটিতে ফুটিয়ে ফেলে, শরিলের বিভিন্ন স্থানে লোহার রড়,হাতরি, কাঠের বাটাম দিয়া রক্তাক্ত জখম করে, এবং মাথায় উপরে লোহার রড় দিয়ে বারি মারিয়া ক্ষতবিক্ষত করেও হাতে হাড়ভাঙ্গা জখম প্রাপ্ত হয়।

    ভিকটিমও মায়ের গলাতে থাকা মোট দের ভরি ওজনে চেন, কানের দুল চিনি নিয়ে ফেলে, আলমারি রক্ষিত ( ২০) হাজার টাকা এবং মূল্যবান আসবার পত্র নিয়ে যায়, ঘর বাড়ি ভাংচুরসহ ক্ষয়ক্ষতি পরিমান মোট মূল (এক লক্ষ 50000 টাকা) সহযোগী সন্ত্রাসী , চাঁদাবাজ, ইভটিজিং,কিশোরগঞ্জসহ বিভিন্ন অপরাধে জড়িত এই সন্ত্রাসী লোক গুলি, হলো ১নং-মিজানুর রহমান ২নং-ইয়াছিন উভয় পিতা -সৈয়দ করিম,সর্বসাং দক্ষিণ মুহুরি পাড়া ৪ নং ওয়ার্ড় ঝিলংজা সদর,থানাওজেলা কক্সবাজার সদর।

    এলাকার জনসাধারণের দাবি ইভটিজিং ও সন্ত্রাসীকে আইনের আওতাই এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।তাই কক্সবাজার সকল আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করতেছি।

  • উখিয়ায় আন্ত: প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

    উখিয়ায় আন্ত: প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

    কাজল আইচ- উখিয়া কক্সবাজার,

    কক্সবাজরের উখিয়া উপজেলায় ৪নং রাজাপালং ইউনিয়নের উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে ২১ মে,২০২২ ইং শনিবার বিকেল অনুষ্ঠিত আন্ত: প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান।

    ইউনিয়ন ভিত্তিক আন্তঃ প্রাথমিক বিদ্যালয় আয়োজনে আন্ত: প্রাথমিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী।

    অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপালং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ সালাহ উদ্দিন, রাজাপালং ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৌলভী হারুন অর রশিদ, পাতাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন, পোস্ট মাস্টার এস এম জসিম উদ্দিন ও অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক বাবু মেধু কুমার বড়ুয়া সহ অনুষ্ঠানের বিচারক দায়িত্বে ছিলেন শিক্ষিকা পূরবী প্রভা ও লিপি দে।

    কর্মপরিকল্পনায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, আগামী ১২ মে ১৬ মে পর্যন্ত বিদ্যালয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১৭ মে থেকে ১৯ মে পর্যন্ত ইউনিয়ন বা ক্লাস্টার পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ৪ জুন থেকে ৭ জুন উপজেলা বা থানা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ৮ জুন থেকে ১২ জুন জেলা পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আর ১৪ জুন থেকে ১৮ জুন পর্যন্ত বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা নিয়ে কর্মপরিকল্পনায় কিছু জানায়নি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

  • বিরামপুরে ইভটিজিং করার দায়ে এক যুবকের ১বছরের কারাদণ্ড

    বিরামপুরে ইভটিজিং করার দায়ে এক যুবকের ১বছরের কারাদণ্ড

    বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি,

    (২১মে) সকাল ১০ টায় দিনাজপুরের বিরামপুর থানা পুলিশের সহায়তায় উপজেলা নির্বাহী অফিসার, বিরামপুর ইভটিজিং করার দায়ে বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোঃ আরিফ নামের এক যুবককে ১বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
    ইভটিজিং এর মত সামাজিক সমস্যার বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে সকলকে এগিয়ে আসার জন্য অনুরোধ জানান।

    এইজন্য ইউএনও পরিমল কুমার “পাইলট স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক এবং প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ খায়রুল আলম রাজু কে সর্বাত্মক সহযোগিতা করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।
    ইভটিজিং এর মত সামাজিক সমস্যার বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে সকলকে এগিয়ে আসার জন্য অনুরোধ জানান। এইজন্য ইউএনও পরিমল কুমার “পাইলট স্কুলের সম্মানিত প্রধান শিক্ষক এবং প্রতিষ্ঠানের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ খায়রুল আলম রাজু কে সর্বাত্মক সহযোগিতা করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।