Blog

  • রংপুরের কলেজপাড়ায় অলিন্দ ছাত্রী নিবাসে কলেজ ছাত্রী’র রহস্যজনক মৃত্যু,

    রংপুরের কলেজপাড়ায় অলিন্দ ছাত্রী নিবাসে কলেজ ছাত্রী’র রহস্যজনক মৃত্যু,

    শরিফা বেগম শিউলী স্টাফ রিপোর্টার

    রংপুর নগরীর ২৮নং ওয়ার্ড কলেজ পাড়া এলাকার বাইতুস সালাম জামে মসজিদ সংলগ্ন অলিন্দ ছাত্রীনিবাসে কলেজ ছাত্রীর ফ্যানের সাথে ওরনা পেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে রংপু্র মেট্রোপলিটন তাজহাট থানা পুলিশ।

    মৃত ইলমা আক্তার আখি (২২) নামের এই যুবতী পঞ্চগড় জেলার তেঁতুলিয়া ভোজনপুর গ্রামের জমির উদ্দিনের মেয়ে,এবং রংপুর কারমাইকেল কলেজ এর অনার্স প্রথম বর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী।

    ঘটনাস্থলে গেলে জানা যায় ছাত্রীনিবাসে বসবাসরত শিক্ষার্থী ও ইলমার সহপাঠীরদের কাছে জানা যায় ছাত্রী নিবাসটির ১১২নং কক্ষে থাকতো ইলমা,১৩মে শনিবার দুপুর নাগাত তার কক্ষ থেকে কোনো সাড়াশব্দ না পাওয়া ইলমা কে বেশ কিছুক্ষণ যাবোতো ডাকাডাকি করলে কোনো সাড়া পায়নি তারা,স্থানীয়দের সহযোগিতায় ভবনটির পিছনের জানলায় গেলে ইলমাকে ফ্যানের সাথে ওরনা দিয়ে গলা পেছানো ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

    পরে বিকাল ৪টার দিকে পুলিশ হেল্প লাইন জুরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে স্থানীয়দের বরাতে খবর পেলে তাজহাট থানা মেট্রোপলিটন পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে ইলমার ঝুলন্ত লাশ উদ্ধার করে মরদেহটি তাজহাট থানায় পাঠানোর সিদ্ধান্ত নেয় থানার তদন্ত ওসি,তিনি জানায়..আমরা ঘটনা স্থলে এসে এই বিষয়টি পর্যবেক্ষণ করেছি ও তার সহপাঠীদের কে জিগ্যাসাবাদ করলে তারা জানায় ইলমা কলেজের (সাবজেক্ট) ও হাঠাৎ টেস্ট পরিক্ষার রুটিন প্রকাশ হওয়া নিয়ে কয়েকদিন যাবতো নানা ভাবে দুশ্চিন্তা করে আসছে,কিন্তু আপাতত আমরা এ বিষয়ে সঠিক কোনো তথ্য পাইনি তবে গুরুত্বের সাথে তদন্তের মাধ্যমে ঘটনাটি উদঘাটনের চেষ্টা করবো।##

  • রংপুরে সরকারি কর্মচারিদের দাবি আদায় ঐক্য পরিষদ ফোরামের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত

    রংপুরে সরকারি কর্মচারিদের দাবি আদায় ঐক্য পরিষদ ফোরামের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত

    শরিফা বেগম শিউলী স্টাফ রিপোর্টার

    রংপুরে সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদ ফোরামের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মে) বিকাল ৩টায় স্থানীয় টাউন হল চত্বরে ৭ দফা দাবি আদায়ের লক্ষে সরকারি কর্মচারি ঐক্য পরিষদের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়। সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদ হলো জাতীয় ভিত্তিক সংগঠন সমূহের সমন্বয়ে গঠিত জোট। সমাবেশে নেতারা ৭ দফা দাবি উত্থাপন করেন দাবিগুলোর মধ্যে কর্মচারীদের জন্য মর্গ ভাতা, বৈষম্য মুক্ত ৯ম পে স্কেল প্রদানের লক্ষ্যে পে-কমিশন গঠন, ১০ ধাপে বেতন স্কেল নির্ধারণ, টাইম স্কেল বহালসহ তাদের দাবিগুলো আদায়ের ক্ষেত্রে প্রধানমন্ত্রীসহ সংশ্লিস্ট মহলের সহযোগীতা কামনা করেন। আলোচনা সভায় সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদের উপদেষ্টা আব্দুর রউফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ। এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সরকারি কর্মচারি দাবি আদায় ঐক্য পরিষদের লালমনিরহাট জেলার সাংগঠনিক সম্পাদক শরিফ মিজানুর রহমান, দিনাজপুর মহিলা বিষয়ক সম্পাদক জেসমিন রহমান, নীলফামারীর সহ সম্পাদক মুনজুর রহমান, পার্বতীপুর যুগ্ন আহবায়ক কালাম উল্লা, রংপুর সহ সভাপতি বাবু, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মামুন, মহিলা সম্পাদক সামছুন্নাহার প্রমূখ।##

  • মনোনয়ন পত্র জমা দিলেন কাথারিয়ার সাবেক মেম্বার আনোয়ার ইসলাম মিয়া

    মনোনয়ন পত্র জমা দিলেন কাথারিয়ার সাবেক মেম্বার আনোয়ার ইসলাম মিয়া

    মোঃ রেজাউল আজিম (বাঁশখালী প্রতিনিধি)

    বাঁশখালী ৬নং কাথারিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক মেম্বার আনোয়ার ইসলাম মিয়া আজ ১৩ মে জুমাবার সাধারণ সদস্যের মনোনয়ন পত্র জমা দিলেন।

    তিনি বলেন; আলহামদুলিল্লাহ ২০১৪ সালে ৫নং ওয়ার্ড থেকে পুরো বাঁশখালীতে সমস্ত মেম্বার প্রার্থীর চেয়ে বিপুল ভোটে আমার এলাকার মানুষ আমাকে জয় যুক্ত করছেন। আমি বিগত ১৪ সালে মেম্বারের দায়িত্বে থাকা কালীন আমার দায়িত্ব যথাযথ পূরণ করেছি সেই সুবাদে এলাকার সমস্ত মান্যগণ্য ব্যাক্তি এবং সাধারণ মানুষের আনুরুধে আবারও আমি আমার ৫ নং ওয়ার্ডের সাধারণ সদস্যের প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র নিয়ে আজকে জুমাবার জমা দিলাম। আমি আশাবাদী আমার নির্বাচনী এলাকায় মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে এবং এলাকা সর্বসাধারন মানুষের দোয়া ও সমর্থনে আমি আবারও বিপুল ভোটে বিজয় হবো ইনশাল্লাহ।

    আরও অসংখ্য সমর্থকরা বলেন, আমাদের এলাকায় আনোয়ার ইসলাম মিয়া ভাই যখন ২০১৪ সালে মেম্বার ছিলেন তখন প্রচুর উন্নয়ন করছেন এবং এবারো আমরা তাকে মেম্বার বানাবো ইনশাল্লাহ।

  • রেজুআমতলী বিওপি বিজিবির অভিযানে ৯০’০০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

    রেজুআমতলী বিওপি বিজিবির অভিযানে ৯০’০০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

    নিজস্ব প্রতিবেদক।

    বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর কক্সবাজার ব্যাটালিয়ন কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে ২ কোটি ৭০ লক্ষ টাকা মূল্যমানের ৯০,০০০ পিস ইয়াবাসহ ০২ জন মাদক কারবারী আটক।

    বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি’র অভিযানিক কর্মকাণ্ড এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় অদ্য ১৩ মে ২০২২ তারিখ আনুমানিক রাত ০৩০০ টায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর রেজুআমতলী বিওপির একটি চৌকস আভিযানিক টহলদল বিওপি হতে আনুমানিক ১.৫ কিঃ মিঃ উত্তর-পূর্ব দিকে এবং সীমান্ত পিলার বিপি-৪১ হতে আনুমানিক ০৪ কিঃ মিঃ দক্ষিণ-পশ্চিম দিকে কক্সবাজারস্থ নাইক্ষ্যংছড়ি উপজেলাধীন ৩নং ঘুমধুম ইউপি’র চাকমাপাড়া কলাজাইং টিলা নামক স্থানে পরিত্যক্ত বাড়িতে স্থানীয় মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি টহলদল কর্তৃক দুইজন মাদক কারবারী (১) লামংগ্যা তংচংগ্যা (২৮), পিতা- জিন্যাউ তংচংগ্যা এবং (২) লাতাইমং তংচংগ্যা (৩৬), পিতা-মৃত রাশি অং তংচংগ্যা, উভয়ের গ্রাম-রেজু গর্জনবুনিয়া, পোষ্ট-চাকবৈঠা, থানা-নাইক্ষংছড়ি, জেলা-বান্দরবানদেরকে আটক করা হয়।আটককৃত মাদক কারবারীদের দেওয়া তথ্যের ভিত্তিতে বর্ণিত বাড়িতে তল্লাশী করে মাটির নিচের গর্ত হতে অতিকৌশলে লুকায়িত অবস্থায় ২,৭০,০০,০০০ (দুই কোটি সত্তর লক্ষ) টাকা মূল্যমানের ৯০,০০০ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

    আটককৃত আসামীদেরকে মাদকদ্রব্য’সহ নিয়মিত মামলার মাধ্যমে নাইক্ষ্যংছড়ি থানায় সোপর্দ করা হয়েছে। উক্ত মামলায় আরো ০৪ জন পলাতক আসামী রয়েছে।

  • জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট- অনুর্ধ্ব-১৭ উপজেলা পর্যায়ে শুভ উদ্বোধন।

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট- অনুর্ধ্ব-১৭ উপজেলা পর্যায়ে শুভ উদ্বোধন।

    কাজল আইচ, উখিয়া কক্সবাজার

    কক্সবাজার জেলা অধীন উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট- অনুর্ধ্ব-১৭/ ২০২২ এর শুভ উদ্বোধন।

    ১২ মে ২০২২ইং, বৃহস্পতিবার বিকেল ৩টায় উখিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজিত, উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাটে উদ্বোধনী ম্যাচে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উখিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ইমরান হোসাইন সজীব এর সভাপতিত্বে এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং উখিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ১ম জাহাঙ্গীর কবির চৌধুরী, এ ফুটবল টুর্ণামেন্ট খেলায় সর্বপ্রচেষ্টায় পরিচালনা করেন উখিয়া উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব আবদুল্লাহ আল মামন শাহীন।

    খেলায় রাজাপালং ইউনিয়ন পরিষদ একাদশ বনাম রত্নাপালং ইউনিয়ন পরিষদ একাদশ উদ্বোধনী ম্যাচে টাইব্রেকারে রত্নাপালং ইউনিয়ন পরিষদ একাদশকে হারিয়ে রাজাপালং ইউনিয়ন পরিষদ একাদশ বিজয় হন।

    এর আগের ম্যাচে হলদিয়া পালং ইউনিয়ন পরিষদ একাদশকে টাইব্রেকারে হারিয়ে জালিয়াপালং ইউনিয়ন পরিষদ একাদশ বিজয় হয়েছে।

    উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা প্রকল্প কর্মকর্তা আব্দু্ল্লাহ আল মামুন, উপজেলা শিক্ষা একাডেমির সুপারভাইজার বদরুল আলম,হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ শাহ আলম, রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হুদা, উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসাইন সীরাজি, জেলা কৃষক লীগ নেতা কাজি আকতার উদ্দিন টুনু, উখিয়ার বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মোঃ খোরশেদ, রাজাপালং ইউনিয়ন রাজাপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ইঞ্জিয়ার হেলাল উদ্দিন, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ সালাহ উদ্দিন, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য ইকবাল বাহার ও সম্মানিত শিক্ষক মন্ডলি সহ অসংখ্য রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    উদ্বোধনী বক্তব্যে চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা এ করোনা ক্লান্তিলগ্নের পরপর জাতীয় দুর্যোগ পরিস্থিতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে জাতীয় ফুটবল টুর্নামেন্টের অনুর্ধ্ব-১৭ এর প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম করার ঘোষনা করে এবং জনসমাগম নিয়ন্ত্রণ করে এ খেলা সু-শৃংখল ভাবে উপহার দেওয়ায় উপজেলা প্রশাসন সহ খেলার আয়োজক কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন, আরো বলেন স্কুল কলেজ বন্ধ থাকায় আমাদের সমাজের কিশোর শ্রেনির ছেলেরা একটু বিপাকে পড়তেছে, তাই খেলাধুলার মধ্যে থেকে সময়টির সাথে তালমিলিয়ে চলতে হবে, যাতে কোন মাদক, কিশোর গ্যাং এর সাথে কোন প্রকার জড়িত আছি কিনা?সেই ভাবনাটা আমাদের সমাজের সকল কিশোরদের মধ্যে থাকা দরকার।

    জালিয়াপালং ও রাজাপালং ইউনিয়নের মধ্যকার ফাইনাল ম্যাচ আগামী শনিবার বিকেলে উখিয়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাটে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

  • বিরামপুরে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর)

    প্রতিনিধি-“স্বাস্থ্য ব্যবস্থাপনায় শক্তিশালী নার্স নেতৃত্বের বিকল্প নাই” “বিশ্ব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নার্সিং খাতে বিনিয়োগ বাড়ান ও নার্সদের অধিকার সংরক্ষন করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় দিনাজপুরের বিরামপুরে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে কেক কেটে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্টিত হয়েছে।

    বৃহস্পতিবার (১২মে) দুপুরে নার্সিং শাখা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বিরামপুর, দিনাজপুর আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তাহাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মেডিকেল অফিসারদ্বয় ডাঃ এইএম সামসুজ্জামান সরকার, ডাঃ জান্নাতুন ফেরদৌস, ডাঃ মনিরা পারভীন,নার্সিং সুপারভাইজার মোর্শেদা খাতুন প্রমুখ।

  • উখিয়ার পূর্ব ডিগলিয়া পালং এর আকবর ৭০,০০০ পিস ইয়াবাসহ র‌্যাব-১৫ হাতে গ্রেফতার

    উখিয়ার পূর্ব ডিগলিয়া পালং এর আকবর ৭০,০০০ পিস ইয়াবাসহ র‌্যাব-১৫ হাতে গ্রেফতার

    নিজস্ব প্রতিবেদক 

    র‌্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মাদক পাচারকারীর একটি চক্র পাশ্ববর্তী দেশ থেকে মাদকদ্রব্য ইয়াবার একটি বড় চালান অন্যত্র পাচারের জন্য বহন করে কক্সবাজারের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল ১১ মে ২০২২ খ্রিঃ রাত ১০ ঘটিকার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের পশ্চিম ডিগলিয়া পালং হাজী শামশুল আলম মার্কেট সংলগ্ন চৌরাস্তা মাথায় মিজানুর রহমানের মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে উক্ত চক্রের সদস্যরা পলায়নের চেষ্টাকালে সৈয়দ আকবর (৫৫), পিতা শামশুল আলম, গ্রাম পূর্ব ডিগলিয়া পালং ৪নং ওয়ার্ড, ইউনিয়ন রাজাপালং, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, তাহাকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং তার সহযোগী আরো তিনজন পালিয়ে যায়। ঐ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তির সাথে থাকা প্লাষ্টিকের বস্তা তল্লাশী করে সর্বমোট ৭০,০০০ (সত্তর হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি জানায়, দীর্ঘদিন যাবৎ পলাতক আসামীদের সহযোগীতায় মাদকদ্রব্য টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে বহন করে দেশের বিভিন্ন জায়গায় পাচার করে থাকে।

    গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজুর জন্য কক্সবাজার জেলার উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেন র‍্যাব-১৫

  • বিরামপুর সীমান্তে মাদক সহ ভারতীয় নাগরিক আটক

    বিরামপুর সীমান্তে মাদক সহ ভারতীয় নাগরিক আটক

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-

    দিনাজপুরের বিরামপুরে ভারত সীমান্ত হতে বাংলাদেশে অনুপ্রবেশ কালে ২ বোতল ফেন্সিডিল ও ৭ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দিদারুল ইসলাম (২৬) নামের এক যুবকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

    আটক দিদারুল ইসলাম দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার (ভারত) ভভিমপুর গ্রামের শামসুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ভাইগর ক্যাম্পের সুবেদার মজির হোসেন।

    জানতে চাইলে, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার (১১মে) সকালে ভারত বাংলাদেশ সীমান্তের বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের কসবা সাগরপুর গ্রামের সীমান্ত দিয়ে ভারত হতে বাংলাদেশে অভ্যন্তরে অবৈধ ভাবে অনুপ্রবেশ কালে ২ বোতল ফেন্সিডিল ও ৭ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ দিদারুল ইসলামকে আটক করে ভাইগর ক্যাম্পের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিকেলে আটক ভারতীয় নাগরিক দিদারুলকে থানায় সোপর্দ করেন (বিজিবি)। এঘটনায় থানায় মামলা হয়েছে। আটককৃত আসামীকে আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন বলেও ওই পুলিশ কর্মকর্তা জানান।

  • আলেমদের ভাবমূর্তি নষ্ট করতে কথিত শ্বেতপত্র”দেশবিরোধী চক্র দেশকে অস্থিতিশীল করতে নতুন চক্রান্তে মেতেছে -ইসলামী আন্দোলন বাংলাদেশ

    আলেমদের ভাবমূর্তি নষ্ট করতে কথিত শ্বেতপত্র”দেশবিরোধী চক্র দেশকে অস্থিতিশীল করতে নতুন চক্রান্তে মেতেছে -ইসলামী আন্দোলন বাংলাদেশ

    আলমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধি”

    দুর্নীতিবাজদের আড়াল করে আলেমদের ভাবমূর্তি নষ্ট করতে ১১৬ জন আলেমের নাম উল্লেখ করে এবং ১০০০ মাদরাসার বিরুদ্ধে কথিত ‘গণকমিশন’ দুদকে যে শ্বেতপত্র জমা দিয়েছে তাতে তীব্র ক্ষোভ, নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ ও যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। ওলামায়ে কেরামকে জঙ্গি আখ্যাদানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নেতৃদ্বয় বলেন, দেশবিরোধী একটি চক্র দেশকে অস্থিতিশীল করতে তথাকথিত গণকমিশনের নামে নতুন চক্রান্তে মেতেছে।

    আজ (১২ মে ২২) বৃহস্পতিবার এক বিবৃতিতে নেতৃদ্ব্য় বলেন, দেশের শীর্ষ আলেমদের বিরুদ্ধে গণকমিশন গঠনের এখতিয়ার তাদের মতো বিতর্কিত ব্যক্তিদের নেই। দেশে আইন আদালত থাকতে গণকমিশন গঠন দেশের সংবিধান বিরোধী। দেশের ওলামায়ে কেরামের তালিকা করে দুদকে দেয়ার এখতিয়ার তাদের নেই। যারা তালিকা তৈরি করেছে, তারা নিজেরাই বিভিন্ন অপরাধে অপরাধী ও তিরস্কৃত।

    নেতৃদ্বয় আরো বলেন, ওয়াজ মাহফিল দেশের হাজার বছরের একটি সংস্কৃতি। ওয়াজ মাহফিল শান্তি-সমৃদ্ধি, আদর্শ সমাজ গঠন ও সমাজ সংস্কারের অন্যতম মাধ্যম। এর মাধ্যমে মানুষকে ইহকালীন ও পরকালীন কল্যাণের পথনির্দেশ করা হয়। সমাজের সকল অনাচার, অন্যায় এবং ভুল থেকে ফিরিয়ে মানুষকে সৎপথে ও কল্যাণের পথে চলতে উদ্ধুদ্ধ করা হয়। ইসলামী আলোচকগণ ধর্মের বিশুদ্ধ বার্তা মানুষের দ্বারেদ্বারে পৌঁছে দেয়ার জন্য বহুমুখী ত্যাগ তিতিক্ষা করে থাকেন। এ সংস্কৃতি ধ্বংস করতে যারা কাজ করছে তারা আর যাই হোক, দেশপ্রেমিক হতে পারে না।

    ইসলামী আন্দোলনের নেতৃদ্বয় বলেন, দুর্নীতিবাজ এবং দেশের টাকা বিদেশে পাচারকারীদের বিষয়ে তাদের নিরবতা দুর্নীতিকে উৎসাহিত করে। নেতৃদ্বয় এসব উস্কানীমূলক ও বানোয়াট বক্তব্যের কারণে দেশে চরম অশান্তি সৃষ্টি হওয়ার আশঙ্কা করছেন। অতএব যারা এসব উস্কানীমূলক কর্মকাণ্ড করছে, সরকারকে তাদের শক্ত হাতে দমন করতে হবে।

  • উখিয়ার পূর্ব ডিগলিয়া পালং এর আকবর ৭০,০০০ পিস ইয়াবাসহ র‌্যাব-১৫ হাতে গ্রেফতার

    উখিয়ার পূর্ব ডিগলিয়া পালং এর আকবর ৭০,০০০ পিস ইয়াবাসহ র‌্যাব-১৫ হাতে গ্রেফতার

    নিজস্ব প্রতিবেদকঃ-

    র‌্যাব-১৫, কক্সবাজার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মাদক পাচারকারীর একটি চক্র পাশ্ববর্তী দেশ থেকে মাদকদ্রব্য ইয়াবার একটি বড় চালান অন্যত্র পাচারের জন্য বহন করে কক্সবাজারের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ এর একটি চৌকস আভিযানিক দল ১১ মে ২০২২ খ্রিঃ রাত ১০ ঘটিকার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের পশ্চিম ডিগলিয়া পালং হাজী শামশুল আলম মার্কেট সংলগ্ন চৌরাস্তা মাথায় মিজানুর রহমানের মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে উক্ত চক্রের সদস্যরা পলায়নের চেষ্টাকালে সৈয়দ আকবর (৫৫), পিতা শামশুল আলম, গ্রাম পূর্ব ডিগলিয়া পালং ৪নং ওয়ার্ড, ইউনিয়ন রাজাপালং, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার, তাহাকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং তার সহযোগী আরো তিনজন পালিয়ে যায়। ঐ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তির সাথে থাকা প্লাষ্টিকের বস্তা তল্লাশী করে সর্বমোট ৭০,০০০ (সত্তর হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তি জানায়, দীর্ঘদিন যাবৎ পলাতক আসামীদের সহযোগীতায় মাদকদ্রব্য টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে বহন করে দেশের বিভিন্ন জায়গায় পাচার করে থাকে।

    গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজুর জন্য কক্সবাজার জেলার উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেন র‍্যাব-১৫