Blog

  • হাসপাতালে ভর্তি হয়ে বাথরুমে বাচ্চা প্রসব করলেন এক নারী

    হাসপাতালে ভর্তি হয়ে বাথরুমে বাচ্চা প্রসব করলেন এক নারী

    মোহাম্মদ আশরাফুল ইসলাম পিরোজপুর প্রতিনিধি

    বরিশাল বিভাগে পিরোজপুর জেলার থানায় স্বরূপকাঠীর শেখ নেয়ামত উল্লাহ এখন সুপার হিরো বাবা। স্ত্রী শিল্পীকে প্রসববেদনা নিয়ে ভর্তি করেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে। এখনি ডাঃ সিজার কারার পরামর্শ দেন। তাই বিশেষ একটি ঔষধ কিনতে স্বামী হাসপাতালের বাহিরে চলে যান। এদিকে সহধর্মিণী শিল্পী টয়লেট করতে যান বাথরুমে এবং সেখানেই কমোডে সন্তান প্রসব করে ফেলেন।

    কিন্তু সন্তান না দেখে কান্না কাটি শুরু করে দেন। ইতোমধ্যে স্বামী নেয়ামত এসে দেখে এই অবস্থা। সাথে সাথে টয়লেট পাইপে হাত ঢুকিয়ে দেন কিন্তু কিছুই পাওয়া গেলো না। হাতুড়ি নিয়ে এবার পাইপ ভাঙতে থাকেন। মহান রাব্বুল আলামীনের দয়ায় একপর্যায়ে নবজাতকের সন্ধান পেয়ে যায়। আলহামদুলিল্লাহ।

    ডাঃ তালুকদার চেক-আপ করে বলেছেন নবজাতক সুস্থ এবং স্বাভাবিক আছেন।উল্লেখ্য ফায়ারসার্ভিস খবর দিয়ে কোনো সহযোগিতা পাওয়া যায়নি। শেখ নেয়ামত উল্লাহার বাড়ি গোনমান গ্রামে শেখ পাড়া বাজার এলাকায় এবং পেশায় একজন জেলে। নবজাতকের জন্য শুভকামনা রইলো। রাখে আল্লাহ মারে কে!

  • টেকনাফে মসজিদের ইমামকে অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা কালে দুই যুবককে আটক করলো র‌্যাব

    টেকনাফে মসজিদের ইমামকে অস্ত্র দিয়ে ফাঁসানোর চেষ্টা কালে দুই যুবককে আটক করলো র‌্যাব

    ইব্রাহীম মাহমুদ টেকনাফ

    সীমান্ত উপজেলা টেকনাফের হোয়াইক্যং লাতুরী খোলা এলাকায় মসজিদের ইমামকে অস্ত্র দিয়ে ফাঁসানো চেষ্টাকালে দুই যুবককে আটক করেছে র‌্যাব সদস্যরা।

    শুক্রবার দুপুরে বিষয়টি র‌্যাব এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

    র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউপিস্থ লাতুরী খোলা পশ্চিম পাড়া জামে মসজিদের সামনে অভিযান পরিচালনা করে স্থানীয় লাতুরী খোলার ইলিয়াস এর ছেলে আব্দুল মজিদ (৩৭) হাবিবুর এর ছেলে জামাল হোসেন (২৭), কে দেশীয় অস্ত্র ০১ (এক) টি দেশীয় তৈরী ওয়ান শ্যুটারগান এবং একটি বড় রাম দা সহ গ্রেফতার করে। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে স্থানীয় হানিফের ছেলে জাফর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সংক্রান্তে র‌্যাব বাদী হয়ে টেকনাফ মডেল থানায় নিয়মিত অস্ত্র মামলা দায়ের করেন।

    আটক যুবকদের জিজ্ঞাসা করলে তারা স্বীকার করে যে, তারা লাতুরীখোলা পশ্চিমপাড়া জামে মসজিদের বর্তমান পরিচালনা কমিটির লোক। বর্তমান মসজিদ কমিটির সহিত বর্তমান মসজিদের ইমাম স্থানীয় নাজির আহম্মদের ছেলে মোহাম্মদ আলীর সহিত বিরোধ চলতেছে। অবৈধ অস্ত্রগুলো ইমামের আবাসস্থলে রেখে ইমামকে অস্ত্রধারী সন্ত্রাসী আখ্যায়িত করার উদ্দেশ্যে কমিটির সদস্যরা জব্দকৃত অস্ত্রগুলো সংগ্রহ করে আটক যুবকদের হাতে তুলে দেয় মর্মে জানা যায়। স্থানীয়ভাবে অনুসন্ধানেও ঘটনার সত্যতা পরিকল্পিত।

    এবিষয়ে মসজিদের ইমাম স্থানীয় নাজির আহম্মদের ছেলে মোহাম্মদ আলীকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, বর্তমান মসজিদ কমিটি এর আগেও আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে আরো বেশ কয়েকবার আমাকে প্রতারক, অস্ত্রধারী, জঙ্গী ইত্যাদি রুপে আখ্যায়িত করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। সর্বশেষ আমাকে অস্ত্রধারী সন্ত্রাসী বানানোর চেষ্টা করে। আমি র‌্যাব-১৫ এর হোয়াইক্যং ক্যাম্পকে আমি ধন্যবাদ জানাই।

    এবিষয়ে টেকনাফ হোয়াক্যং র‌্যাব-১৫ কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান জানান,
    এ ধরণের যে কোন সামাজিক চক্রান্তে র‌্যাব সজাগ দৃষ্টি রাখবে, এবং তা কঠোর হাতে দমন করা হবে।

  • ভোজ্যতেলে ভর্তুকি দিয়ে হলেও মূল্যবৃদ্ধি রোধ করুন-পীর সাহেব চরমোনাই

    ভোজ্যতেলে ভর্তুকি দিয়ে হলেও মূল্যবৃদ্ধি রোধ করুন-পীর সাহেব চরমোনাই

    লমগীর ইসলামাবাদী চট্টগ্রাম জেলা প্রতিনিধি

    দেশে ভোজ্যতেলের বাজার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে পীর সাহেব চরমোনাই বলেন, বৈশ্বিক বাজারে নানা কারণে ভোজ্য তেলের দাম বৃদ্ধি পেয়েছে তা আমরা জানি। কিন্তু বৃদ্ধিকৃত মূল্যের সেই ভোজ্যতেল এখনো বাংলাদেশের বাজারে প্রবেশ করেনি। বাংলাদেশের বাজারে এখনো আগের দামের তেল মওজুদ থাকা সত্বেও কেজিতে ৪০ টাকা মূল্যবৃদ্ধি করা সরকারের ব্যবসায়ীতোষণ নীতির বহিঃপ্রকাশ। যা কোটি কোটি জনতার স্বার্থকে ক্ষতিগ্রস্থ করেছে।

    ০৭ মে’২২ শনিবার এক বিবৃতিতে পীর সাহেব চরমোনাই আরো বলেন, বিশ্ববাজারে কোন পণ্যের দাম বৃদ্ধি পাওয়ার সংবাদেই দেশের বাজারে মূল্যবৃদ্ধির জন্য তোড়জোর শুরু হয়ে নানা করাসারজি করে দাম বৃদ্ধি করা হয়। অপরদিকে বিশ্ববাজারে দাম কমলে দেশের বাজারে দাম কমানোর কোন নজির সাধারণত দেখা যায় না। ভোজ্যতেলের ক্ষেত্রেও হয়তো এমনটাই হবে বলে আশংকা করছি। সরকারকে বলবো, দামবৃদ্ধির ক্ষেত্রে সংবাদ শুনেই যেভাবে দেশের বাজারে দাম বাড়ানো হলো তেমনি বিশ্ববাজারে দাম কমার সংবাদেও যেনো দেশের বাজারে দাম কমানো হয় তা নিশ্চিত করুন।

    পীর সাহেব চরমোনাই বলেন, সরকারের অব্যবস্থাপনার কারণে দেশে উৎপাদিত নানা পণ্যের দামও বর্তমানে মানুষের নাগালের বাইরে। এমতঅবস্থায় ভোজ্যতেলের দাম বৃদ্ধি জনতার কষ্টকে আরো অসহনীয় করবে। সেজন্য আমরা বলবো, আগে দেশে উৎপাদিত পণ্যের দাম সহনীয় করুন। ততদিনে ভোজ্যতেলে ভর্তুকি দিন। দেশে উৎপাদিত পণ্যের দাম সহনীয় হলে তখন বিশ্ববাজারের সাথে ভোজ্যতেলের দাম সমন্বয় করা যাবে।

  • কক্সবাজার-৪ আসন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য শাহীনা আক্তারের কাছে পৌর ছাত্র নেতা মোঃ শাহীনের একটাই দাবি বিদ্যুতের স্থায়ী সমাধানের জন্য একটি গ্রীড চাই

    কক্সবাজার-৪ আসন উখিয়া-টেকনাফের সংসদ সদস্য শাহীনা আক্তারের কাছে পৌর ছাত্র নেতা মোঃ শাহীনের একটাই দাবি বিদ্যুতের স্থায়ী সমাধানের জন্য একটি গ্রীড চাই

    প্রেসবিজ্ঞপ্তি

    মাননীয় এমপি মহোদয় শাহীনা আক্তার ঈদ মোবারক।
    আশা করি আপনি ভালো আছেন। কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফ আসন থেকে ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে এবং উখিয়া-টেকনাফের জনগণের ভোটে আপনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
    মাননীয় এমপি মহোদয়! উখিয়া-টেকনাফে আপনার নেতৃত্বে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন হচ্ছে। আপনার নেতৃত্বে উন্নয়নের জোয়ারে ভাসছে টেকনাফ- উখিয়া।
    আশা করি টেকনাফে উন্নয়ন করার মতো জায়গা নেই।
    আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আপনার কাছে একটি দাবি জানাচ্ছি আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে উখিয়া-টেকনাফে একটি গ্রীড স্থাপন করুন।
    এবং উখিয়া- টেকনাফের সকল জনগণ আপনাকে ভোট দিয়ে পবিত্র জাতীয় সংসদে জনগণের প্রতিনিধি হিসেবে পাঠিয়েছে। টেকনাফবাসী অনেক কষ্ট আছে বিদ্যুতের সমস্যা নিয়ে।
    আপনার কাছে আমাদের কোন চাওয়া পাওয়া নেই,
    শুধু মাত্র দাবি একটাই,
    বিদ্যুতের স্থায়ী সমাধানের জন্য
    একটা গ্রীড চাই।

    টেকনাফ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সাবেক এক কর্মকর্তা জানান,টেকনাফ উপজেলায় বিদ্যুতের গ্রাহক প্রায় ৬২ হাজার। যতদিন টেকনাফে একটা গ্রীড স্থায়ী ভাবে স্থাপন হবে না, ততদিন টেকনাফের মানুষকে বিদ্যুৎ নিয়ে অনেক কষ্ট ভোগ করতে হবে।

    এবং টেকনাফে বিদ্যুৎ এর চাহিদা বর্তমানে ১৬ মেগাওয়াট থেকে বাড়িয়ে ২৫ মেগাওয়াট করা হয়েছে। গত বছর ২০১৯ সাল পর্যন্ত পল্লী বিদ্যুৎ এর বিদ্যুৎ সরবরাহের ক্ষমতা ছিল ২০ মেগাওয়াট। ২০১৯ সালে পল্লী বিদ্যুৎ এর সক্ষমতা বৃদ্ধি করে, করা হয় ৪০ মেগাওয়াট। কক্সবাজার হতে টেকনাফ এর দীর্ঘ লাইনের ত্রুটির কারনে বারবার বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। যদি টেকনাফে একটি গ্রীড স্থাপন হয় বিদ্যুৎ এর ভবিষ্যৎ, আমেরিকা/লন্ডনের মতো হবে।

    পরিশেষে বাংলাদেশ সরকার সারা দেশে হাজার হাজার কোটি টাকা দিয়ে নিজ উদ্যোগে উন্নয়ন করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর কাছে আপনি চাইলে পারবেন,
    কারণ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি খালি হাতে কাউকে কোনদিন ফেরত দেননি।
    আশা করি নির্বাচনের আগে মাননীয় প্রধানমন্ত্রী কাছে উখিয়া-টেকনাফবাসীর পক্ষ হয়ে আপনি একটি গ্রীডের দাবী উপস্থাপন করবেন।

    অনুরোধক্রমে:-
    মোঃ শাহীন
    একজন মুজিব আদর্শের ছাত্রলীগকর্মী,টেকনাফবাসীর পক্ষে।

  • দ্রুতগামী ট্রাক কেড়ে নিলো প্রাণ বিমলের

    দ্রুতগামী ট্রাক কেড়ে নিলো প্রাণ বিমলের

    এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর)

    প্রতিনিধি- দিনাজপুরের বিরামপুরে ট্রাকের ধাক্কায় বিমল মার্ডী (৩৬) নামের একজন ভ্যানের যাত্রী নিহত হয়েছেন। অপর দুইজন ভ্যানের যাত্রী জীবন মার্ডী (২৩) ও চার্জার ভ্যান চালক মতিয়ার রহমান (৫২) আহত হয়েছেন।

    রোববার (৮ মে) রাত্রী পৌনে ৯টার দিকে উপজেলার দিনাজপুর -গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জয়নগর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

    নিহত বিমল মার্ডী জেলার বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের জয়নগর গ্রামের সুধীর মার্ডীর ছেলে। অপর দুইজন হলেন, জয়নগর গ্রামের ইলিয়াছ মার্ডীর ছেলে ভ্যানের যাত্রী জীবন মার্ডী (২৩) ও উপজেলার খাঁনপুর মৌপুকুর গ্রামের মৃত দবিরুল ইসলামের ছেলে ভ্যান চালক মতিয়ার রহমান (৫২)। বিরামপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নওয়াবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

    স্থানীয়দের বরাত দিয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নিহার রঞ্জন সরকার বলেন, রোববার রাত্রী পৌনে ৯ টার দিকে বিরামপুর শহর থেকে নিহত বিমল মার্ডীসহ তিনজন চার্জার ভ্যান যোগে তাদের নিজ বাড়ী যাচ্ছিলেন,পথে উপজেলার দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের চন্ডিপুর ইউপি সদস্য মোজাম্মেল হকের চাতাল এলাকায় পৌছালে বিরামপুর শহর থেকে মালবিহীন খালি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৩-১১৭৫) চার্জার ভ্যানকে পিছন থেকে ধাক্কা দিলে মহাসড়কে ছিটকে পড়েন তারা। স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় চার্জার ভ্যান চালকসহ তিনজনকেই উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক বিমল মার্ডীকে মৃত ঘোষণা করেন। অপর দুইজন আহত ভ্যানের যাত্রী জীবন মার্ডী ও চার্জার ভ্যান চালক আতিয়ার রহমান প্রাথমিক চিকিৎসা গ্রহণ শেষে নিজ বাড়ীতে ফিরছেন। এঘটনায় ট্রাক আটক করা হয়েছে।

    বিরামপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নওয়াবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক ও চার্জার ভ্যানটি উদ্ধার করেছে। শহরের যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিরামপুর থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও ওই পুলিশ কর্মকর্তা জানান।

  • সৈয়দপুরে তেল পাম্প গুলোতে পেট্রোল অকটেন সংকট।।

    সৈয়দপুরে তেল পাম্প গুলোতে পেট্রোল অকটেন সংকট।।

    নিজস্ব প্রতিবেদকঃ-

    নীলফামারীর সৈয়দপুরে প্রায় প্রতিটি পেট্রোল পাম্পে জ্বালানি সংকট দেখা দিয়েছে। ফিলিং স্টেশনগুলোতে পেট্রোল ও অকটেন সঙ্কটের কারণে জ্বালানি না পেয়ে ফিরে যেতে হচ্ছে যানবাহন চালকদের। ঈদের পর থেকে এ অবস্থা বলে জানায় তেল বিক্রয়কারী পেট্রোলপাম্পগুলো। তবে কবে নাগাদ এ সমস্যা সমাধান তা নিশ্চিত করে বলতে পারেনি কেউ।
    গতকাল রোববার সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, শহরের রাজা, খালেদ, সুমনা, আইয়ুব ফিলিং স্টেশনসহ কয়েকটি পাম্পে একই অবস্থা। তেল না পেয়ে অনেকে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। খোঁজ নিয়ে জানা গেছে, একই অবস্থা জেলার বাইরে উপজেলার পাম্পগুলোতেও। জেলা পেট্রোল পাম্প মালিক ওনার্স অ্যাসোসিয়েশনের সূত্র মতে, জেলায় ৩৬টি তেল পাম্পে প্রতিদিন প্রায় ৭০ হাজার লিটার পেট্রোল ও ২৫ হাজার লিটার অকটেন প্রয়োজন হয়।
    কিন্তু গত তিন মাস থেকে জ্বালানি পেট্রোল ও অকটেনের সরবরাহ কম ছিল। এক মাস ধরে অকটেনের সরবরাহ নেই।

    কহরের আইয়ুব ফিলিং স্টেশনের ব্যবস্থাপক জানান, ঈদের কয়েকদিন আগেই পেট্রোল সঙ্কট দেখা দিয়েছে। মানুষকে দিতে পারছি না। ঈদের কিছু দিন আগে যা অকটেন এসেছিল, সেগুলো দিয়ে কোনো রকমে চালাতে হচ্ছে। জেলা পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আখতারুজ্জামান স্বপন জানান, গত তিন মাস থেকে পেট্রোল সঙ্কট চলছে। দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে না পেয়ে সিরাজগঞ্জের বাঘাবাড়ী ডিপো থেকে তেল নিয়ে পাম্পগুলো চালাতে হচ্ছিল। কিন্তু এখন বাঘাবাড়ী ডিপোতেও পেট্রোল ও অকটেন পাওয়া যাচ্ছে না। তবে পাম্পগুলোতে ডিজেল সরবরাহ রয়েছে।

  • বিরামপুরে মাদকসম্রাট মোশাররফ হোসেন ফেন্সিডিলসহসহ পুলিশের হাতে আটক

    বিরামপুরে মাদকসম্রাট মোশাররফ হোসেন ফেন্সিডিলসহসহ পুলিশের হাতে আটক

    এস এম মাসুদ রানা বিরাম্পুর (দিনাজপুর) প্রতিনিধিঃ(০৮মে) বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে রাত্রী ৯:৪৫ ঘটিকার সময় বিরামপুর থানাধীন দিওর বটতলী বাজারে ঢাকাগামী মহাসড়কের পাশে ১৭০ বোতল আমদানি নিষিদ্ধ মাদক দ্রব্য ভারতীয় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মোঃ মোশারফ হোসেন (৩৫), পিতা- মোঃ মোখলেছার রহমান, সাং- কোচগ্রাম, থানাঃ বিরামপুর, জেলাঃ দিনাজপুরকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় বিরামপুর থানার মামলা নং-৪, জিআর-৯২/২২, ধারাঃ ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি(২)/২৫-ডি রুজু করা হয়েছে। ঘটনার সাথে সংশ্লিষ্ট ০৩ জন পলাতক আসামিকে গ্রেফতার করার জোর তৎপরতা অব্যাহত আছে। উদ্ধারকারী অফিসার এসআই/মোঃ এরশাদ মিয়া ও সঙ্গীয় অফিসার ফোর্স। অভিযান অব্যাহত আছে।গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরন প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন বিরামপুর থানা অফিসার ইনচার্জ সুমন কুমার মহন্ত।

  • টেকনাফের চিহ্নিত ভূমিদস্যু ও মাদক কারবারিদের সহযোগিতাকারি বহু মামলার পলাতক আসামি রাশেদ (মুন্সি) আটক

    টেকনাফের চিহ্নিত ভূমিদস্যু ও মাদক কারবারিদের সহযোগিতাকারি বহু মামলার পলাতক আসামি রাশেদ (মুন্সি) আটক

    ইব্রাহীম মাহমুদ

    সীমান্ত উপজেলা টেকনাফ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড দরগার ছড়া গ্রামের চিহ্নিত ভূমিদস্যু ও মাদককারবারীদের সহযোগিতা কারি বহু মামলার পলাতক আসামি নুর হোসেন মুন্সির ছেলে রাশেদ (মুন্সি) কে আটক করেছে টেকনাফ মডেল থানা পুলিশ।

    সোমবার (০৯ মে) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান।

    সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় একাধিক মামলা রয়েছে।সেই অসহায় পরিবারকে জিম্মি করে দালাল সেজে জমি দখল করে মাদক কারবারিদের অবৈধভাবে জমি কিনে দেওয়ার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে এমনই অভিযোগ রয়েছে সাংবাদিক ইব্রাহীম মাহমুদের পরিবার কে জিম্মি করে সাবরাং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পুরান পাড়া এলাকার মাদক কারবারি ও ভূমিদস্যু মোঃ সালাম কে অবৈধ ভাবে জমি দখল করে দেওয়ার।
    মোঃ সালামের ভাই ভূমিদস্যু
    মোঃ আব্দুস সালাম কেউ অবৈধ ভাবে জমি কিনে দেওয়ার অভিযোগ রয়েছে।
    এর পাশাপাশি সেই সন্ত্রাসী কাজে ও মাদক কারবারে জড়িত রয়েছে বলে জানা গেছে। তাদের একটি বিশাল ভূমিদস্যুদের সিন্ডিকেট রয়েছে বলে জানা গেছে।

    তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসা করা হলে আরও অনেক তথ্য বেরিয়ে আসবে বলে জানান এলাকার লোকজন।

  • ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জালিয়াপালং ইউনিয়ন শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা 

    ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জালিয়াপালং ইউনিয়ন শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা 

      প্রেস বিজ্ঞপ্তি-

    ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জালিয়াপালং ইউনিয়ন শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা 

    ওমর ফারুক সহকারী বার্তা সম্পাদক উখিয়া ভয়েস ২৪.কমঃ-

    গত ০৭/০৫/২২ মে, শনিবার বিকাল তিন ঘঠিকার সময়, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ, উখিয়া থানার আওতাধীন জালিয়াপালং ইউনিয়ন শাখার ২০২২ সেশনের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি ও শপথ পাঠ অনুষ্ঠান সম্পূর্ণ করা হয়।

    এতে উপস্থিত ছিলেন,
    ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, উখিয়া থানা শাখার সংগ্রামি সভাপতি মোহাম্মদ ওমর ফারুক এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ উখিয়া থানা শাখার সংগ্রামী সভাপতি সাইফুল্লাহ চৌধুরী সহ প্রমূক।
    বক্তারা বক্তব্য দিয়ার পরে জালিয়াপালং ইউনিয়ন শাখাকে পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা করার জন্য বলেন, গত ২৪এপ্রিল ২০২২ইং আহবায়ক কমিটির মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

    যারা দায়িত্বে মনোনীত হয়েছেন,
    ১. সভাপতিঃ-মোঃ ইমরান মাহমুদ
    ২. সহ-সভাপতিঃ- মোঃআব্দুল্লাহ
    ৩. সাধারণ সম্পাদকঃ মোঃ জুনায়েদ

    উপরে উল্লেখিত এই তিনজন থানা শাখা কর্তৃক মনোনীত।

    ৪. সাংগঠনিক সম্পাদকঃ মোঃ সালাউদ্দীন কাদের
    ৫. দা’ওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদকঃ মোঃ হুমায়ুন কবির।
    ৬.তথ্য গবেষণা ও প্রচার ও প্রকাশনা সম্পাদকঃ মোঃ খালেদ মাহমুদ
    ৭. অর্থ সম্পাদকঃ-মোঃ নাছির উদ্দীন।
    ৮. সাহিত্য বিষয়ক সম্পাদকঃ-মোঃ মোরশেদ
    ৯. সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকঃ-মোঃ মাসউদ
    ১০. ছাত্র ও কল্যাণ সম্পাদকঃ-মোঃ মিজানুর রহমান।
    ১১. সদস্য-০১ঃ-মোঃ আব্দুল্লাহ
    ১২. সদস্য-০২ঃ-মোঃ- খাইরুল আমিন

    নবগঠিত এই কমিটিকে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, উখিয়া থানা শাখার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা ও অভিনন্দন।

    বার্তা প্রেরক—————————————
    মোঃ খালেদ মাহমুদ , তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, জালিয়াপালং ইউনিয়ন শাখা।

  • কেন্দ্রীয় কমিটির নিদর্শে কক্সবাজার জেলা বিএমএসএফ তদন্ত কমিটি টেকনাফে

    কেন্দ্রীয় কমিটির নিদর্শে কক্সবাজার জেলা বিএমএসএফ তদন্ত কমিটি টেকনাফে

    নিজস্ব প্রতিবেদক

    বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) টেকনাফ উপজেলা শাখার সদস্য ও নেতা কর্মীদের সাথে সাম্প্রতিক সময়ে বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশ হওয়ার পর সংগঠিত ঘটনার বিষয়ে কেন্দ্রীয় কমিটির নিদর্শনা মোতাবেক বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শহিদুল্লাহর নেতৃত্বে ৬ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল টেকনাফ উপজেলা সফর করেন।

    ৬মে (শুক্রবার) সকালে টেকনাফ উপজেলায় সফর করেন। টেকনাফ উপজেলা বাহারছড়া উপকূলীয় সাংবাদিক ফোরামের সাথে একই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আমান উল্লাহর সাথে যে ঘটনা সংঘটিত হয়েছিলো পূর্ণাঙ্গ তদন্ত ও মিমাংসা করা হয়, এর পর উপকূলীয় সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও টেকনাফ উপজেলা শাখার অর্থ সম্পাদক এম এ হাসানের সাথে বাহারছড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জুম্মা পাড়া এলাকায় শীর্ষ মানবপাচারকারী আব্দুল আলী ও তার পুত্র সাইফুল্লাহর সাথে যে ঘটনা সংঘটিত হয়েছিলো তা তদন্ত ও পরবর্তী এক সাপ্তাহের মধ্যে তা মিমাংসা করে দেওয়ার জন্য উক্ত ওয়ার্ডের মেম্বার মোঃ ইলিয়াস কে দায়িত্ব দেওয়া হয়। অপরাপর বিএমএসএফের সাধারণ সম্পাদক টেকনাফ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শেখ রাসেলের সাথে হ্নীলা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মেম্বার মোঃ জামালের পুত্র শাহ আজমের সাথে ঘটনা ও টেকনাফ উপজেলা বিএমএসএফের নির্বাহী সদস্য এস এন কায়সার জুয়েলের সাথে মৌলভী আশরাফ আলীর সাথে ঘটনা বিষয়ে পরবর্তী কয়েকদিনের মধ্যেই তদন্ত কমিটি উক্ত ঘটনাস্থল তদন্ত করে ব্যবস্থা নিবেন বলে তদন্ত টিমের প্রধান মোঃ শহিদুল্লাহ জানিয়েছেন।

    টিমের সাথে ছিলেন টেকনাফ উপজেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য আবুল কালাম আজাদ, বিএমএসেফ উখিয়া উপজেলার আহ্ববায়ক কাজী হুমায়ূন কবির বাচ্চু,
    জেলা বিএমএসেফের অর্থ সম্পাদক আমিনুল, ইসলাম, বিএমএসএফ টেকনাফ শাখার সাধারণ সম্পাদক মোঃ শেখ রাসেল, সাংগঠনিক সম্পাদক মোঃ আরাফাত সানি,ও সদস্য রাশেদুল ইসলাম ও নোমান।

    এ সময় টেকনাফ উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সহ-সভাপতি আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক (২) আজিজ উল্লাহ,
    দপ্তর সম্পাদক সাইফুদ্দিন আল মোবারক, কোষাধক্ষ্য এম এ হাসান, সিনিয়র নির্বাহী সদস্য এস এন কায়সার জুয়েল, সাইফুল ইসলাম, ইব্রাহীম মাহমুদ,জবাইয়ের ইসলাম জুয়েল, আনোয়ার হোসেন সহ উপকূলীয় সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ।