মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৫ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

কক্সবাজার সমুদ্র সৈকতসহ আশপাশের এলাকা থেকে ৪৭৬ রোহিঙ্গা আটক

প্রকাশিত হয়েছে-

নিউজ ডেস্কঃ-

ঈদের দ্বিতীয় দিনে কক্সবাজার সমুদ্রসৈকতসহ আশপাশের এলাকা থেকে ৪৭৬ শত রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

সৈকতের বিভিন্ন পয়েন্ট থেকে
অদ্য ৪ এপ্রিল ২০২২ খ্রিঃ বুধবার বিকেল ৪.৩০ ঘটিকার দিকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে পাঁচজন নারী এবং অন্যরা শিশু বলে জানা যায়।

রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে আসতে হলে অনুমতি নেয়ার নিয়ম রয়েছে। তা ভঙ্গ করে তারা সৈকতে এসে। এ ছাড়া পর্যটকদের উৎপাত করার অভিযোগও পেয়েছে পুলিশ।

কক্সবাজার সদর মডেল থানার ওসি তদন্ত মোঃ সেলিম উদ্দিন জানান, সমুদ্রসৈকত ও আশপাশের এলাকায় অবস্থান নিয়ে রোহিঙ্গারা পর্যটককে উৎপাত করছে- এমন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান শুরু করে। এখন পর্যন্ত ৪৭৬ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। আটককৃতদের বেশির ভাগই শিশু এবং ৫ জন নারী বলে জানা গেছে।
এখনও অভিযান চলমান রয়েছেন বলে তিনি।

কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীর উল গীয়াস জানান, ক্যাম্প ছেড়ে তারা কীভাবে সৈকত পর্যন্ত পৌঁছেছে তা খতিয়ে দেখা হচ্ছে।