মঙ্গলবার , ৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৫ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

চট্টগ্রামে মাদ্রাসার পেছন থেকে ছাত্রের লাশ উদ্ধার

প্রকাশিত হয়েছে-

আলমগীর ইসলামাবাদীঃ- চট্টগ্রাম জেলা প্রতিনিধি,

চট্টগ্রামের মুরাদপুর আলী বিন আবী তালিব মাদরাসার পেছন থেকে এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার (০৮ মার্চ২২)সকাল ১০টার দিকে ওই মাদরাসার পেছন থেকে আমানের লাশ উদ্ধার করা হয়।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান জানান, লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।
ময়নাতদন্তের জন্য আরমানের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওই শিক্ষার্থীর নাম মো. আরমান (১৪); তার বাবার নাম আব্বাস উদ্দিন। মুরাদপুর ডানকান হিল পিলখানা এলাকার ‘আলী বিন আবী তালিব’ মাদ্রাসায় পড়তেন তিনি।

এর আগে গত শনিবার চট্টগ্রামে বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ এলাকার আল্লামা শাহ ছুফি অছিয়র রহমান মাদ্রাসা ও হেফজখানা থেকে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়।