বুধবার , ৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৬ই রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বিরামপুরে রেল স্টেশন আধুনিকায়ন কাজের শুভ উদ্বোধন করলেন- মাননীয় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন (এমপি

প্রকাশিত হয়েছে-

এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি-

মুজিববর্ষ উপলক্ষে বিরামপুর স্টেশনের যাত্রী সুবিধা বৃদ্ধির লক্ষ্যে স্টেশন আধুনিকায়ন কাজের শুভ উদ্বোধন উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে প্রধান অতিথি মাননীয় রেলমন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন (এমপি)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিম রেজা সচিব,রেলপথ মমন্ত্রণালয়,রেলপথ মন্ত্রণালয়ের মহাপরিচালক ডি এন মজুমদার,অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মোঃ মেহেদী হাসান, বিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী,উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার,পার্বতীপুর জোনের
পুলিশ সুপার তাঞ্জিলুর রহমান,উপজেলা ভাইস চেয়ারম্যান মেসবাউল ইসলাম মন্ডল,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুমন কুমার মহন্ত,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সুবির কুমার কুন্ডু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলজার হোসেন, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি ডক্টর নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মশিহুর রহমান, দিনাজপুর জেলার সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের সভাপতি আকরাম হোসেন,উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।