কক্সবাজার সদর ইসলামাবাদ নোংগর ঝিলংজা ১নং ওয়াড়ে পাহাড় কেটে অনুমোদনহীন বহুতল ভবন নির্মাণ করার অভিযোগ উটেছে

মোঃহোসেন (সুমন)কক্সবাজার সদর উপজেলা প্রতিনিধি।

আনোয়ার নামের একব্যক্তি লম্বা ২০০ফুট পাহাড় কেটে অনুমোদনহীন বহুতল ভবন নির্মাণ করতেছে। এই জমিটি দখল ও বন বিভাগের সরকারি গাছ পালা কেটে বহুতল ভবন নির্মাণ কাজ চলতেছে দিনরাত চব্বিশ ঘণ্টা ধরে। জমিটি সরকারি খাস জায়গা। সর জমিনে দেখা গেলো । পাহার কাটা কাজও চলতেছে বহুতল ভবন নির্মাণের কাজ। বাড়ির কোন লোকদের পাওয়া যায়নি। নির্মাণ শ্রমিকদের কাজ থেকে বৈধ কাগজ পএ কথা জানতে চাইলে কোন সঠিক উত্তর দিতে পারে নাই।এই ধরনের পাহাড় কেটে ফেলে কক্সবাজার এলাকা গুলি সুন্দর নষ্ট হয়ে যাবে এবং সরকারি বন বিভাগের গাছ কেটে ফেলে বনের সুন্দর নষ্ট হয়ে যাবে। কক্সবাজার পাহাড় ও বন বিভাগ ক্ষতির মুখে। তাই কক্সবাজার সদরে পাহাড় ওবন দখল বাজের হাত থেকে বাঁচাতে হবে অতী জরুরী। কক্সবাজার উন্নয়ন কৃতক পক্ষ, বন বিভাগ, পরিবেশ অদি দপ্তর,এবং জেলা প্রশাসকের প্রতি দৃষ্টি আকর্ষণ করতেছি।।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *