দিনাজপুরের বিরামপুর উপজেলার জোতবানী ইউনিয়নের কেটরা হাইস্কুল মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানএঁর আত্নার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১১ এপ্রিল সোমবার প্রতিবছরের ন্যায় উপজেলার ধনসা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরদারের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর – ৬ আসনের জাতীয় সংসদ সদস্য মো.শিবলী সাদিক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.খায়রুল আলম, পৌর মেয়র মো.অধ্যক্ষ আক্কাস আলী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, বিরামপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ মেজবাউল হক, জেলা পরিষদ সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাজান আলী, উপজেলা যুবলীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোরশেদ মানিক, সাধারণ সম্পাদক কামরুজ্জামান,সিনিয়র সহ-সভাপতি জালাল উদ্দীন রুমী, সহ-সভাপতি ফরিদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুর রহমান প্রমুখ।
আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর আত্নার মাগফেরাতসহ সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্নার মাগফেরাত কামনায় দোয়া খায়ের অনুষ্ঠিত হয়েছে।
Leave a Reply