বিরামপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
এস এম মাসুদ রানা বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধি-:সুরক্ষিত বিশ্ব নিশ্চিত স্বাস্থ্য”এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বিরামপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিরামপুরের আয়োজনে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) গতকাল সকাল সাড়ে ১০ টায় সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্তর থেকে র্যালী বের হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মুল গেটে এসে আবার শেষ হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিরামপুরের আয়োজনে আলোচনা সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শ্যামল কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ শাহরিয়ার ফেরদৌস হিমেল, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তাহাজুল ইসলাম, মেডিকেল আফিসার ডাঃ শাহরিয়ার পারভেজ সজল, মেডিকেল অফিসার ডাঃ জাকিরুল ইসলাম, মেডিকেল অফিসার ডাঃ হাসনাত হেনা ইয়াসমিন, মেডিকেল অফিসার ডাঃ মাহমুদুর রহমান, সেনেটারী ইন্সপেক্টর ইসমাইল হোসেন, সিনিয়ার নার্স মোর্শেদা বেগম প্রমুখ।
এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য ডাক্তার, নার্সসহ স্টাফরা উপস্থিত ছিলেন।
Leave a Reply