শরিফা বেগম শিউলীঃ- স্টাফ রিপোর্টার রংপুর,
আজ থেকে ৭০ বছর আগে মাতৃভাষার আন্দোলনে ঢাকার রাজপথে বুকের রক্ত ঢেলে বাঙ্গালী জাতির সূর্যসন্তানেরা অঙ্গীকারে জীবন উৎসর্গঃ করেছিলেন।এদেশের দামাল ছেলেরা বায়ান্নর ভাষা আন্দোলনের গৌরবময় ইতিহাসের পথ ধরে আজ সারা বিশ্বে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।অপমানে সারাদেশ জ্বলে উঠেছিলো সেদিন।বর্নমালা সেইদিন থেকে শুরু সেইসাথে শুরু হয়েছে দিন বদলের পালা।
বাংলাদেশের মানুষ প্রথম ঐক্যবদ্ধ হয়েছিল মাতৃভাষার রক্ষার আন্দোলনে।১৯৫২ সালের ঐক্যের ভিত্তিমূল ছিল অধিকার রক্ষা। ঐ বছর ২১ শে ফেব্রুয়ারী তদানীন্তন পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতির দাবিতে আত্মত্যাগের নজির সৃষ্টি করেছিলো বাংলাদেশ।মাতৃভাষার মর্যাদা সমুন্নত রাখতে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ঢাকার রাজপথে মিছিল নামে ছাত্র জনতার।সেই মিছিলে পুলিশ গুলি চালালে নিহত হন সালাম জব্বার, রফিক,বরকত, শফিউল্লাসহ বীর সন্তানেরা।এ অমর বীরত্বগাধা শুধু এ ভূখন্ডে সীমাবদ্ধ নেই। বাঙ্গালীর আত্মত্যাগের স্মরণে একুশে ফেব্রুয়ারি এখন আন্তর্জাতিক মাতৃভায়ায় অভিবিক্ত।তাইতো এই গৌরবময় ২১ শে ফেব্রুয়ারী আমাদের অহংকার। একুশের আত্মত্যাগের মাধ্যমে উম্মেষ ঘটে বাঙ্গালী জাতীয়তাবাদের।সেই জাতীয়তাবাদী চেতনার পথ ধরে ১৯৭১ সালের গৌরবময় মুক্তিযুদ্ধ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে অভ্যুদয় ঘটে স্বাধীন বাংলাদেশের।সারাদেশের ন্যায় বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা জানায়।২১/০২/ ২১ ইং সকালে শ্রদ্ধা জানায় বাংলেদশ হিন্দু বৌদ্ধ খৃস্টান ঐক্য পরিষদ রংপুর জেলা ও মহানগর,মানবতায় মানুষ রংপুর,রংপুর মেট্রোপলিট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রংপুর জেলা, রংপুর পদাতিক নাট্য সংসদ,রংপুর রিপোটার্স ইউনিটি,রংপুর সিটি প্রেসক্লাব,বাংলাদেশ ছাত্র ইউনিয়ন,বিভাগীয় লেখক পরিষদ রংপুর,লায়ন্স ক্লাব রংপুর মহানগর।
Leave a Reply