বিরামপুর সোনালী ব্যাংক লিমিটেড বিরামপুর শাখার উদ্যোগে ফরেন রেমিটেন্স গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ফেব্রুয়ারি) বিকেলে সোনালী ব্যাংক হলরুমে এই সমাবেশ অনুষ্টিত হয়।
বিরামপুর সোনালী ব্যাংক আয়োজিত ফরেন রেমিটেন্স গ্রাহক সমাবেশ অনুষ্ঠানে সিনিয়র অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায়
ম্যানেজার হরি চন্দ্র দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি এ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, সোনালী ব্যাংক লিমিটেডে, প্রিন্সিপাল অফিসার, দিনাজপুর, এ,কে,এম মাহবুব উল ইসালাম, বিশেষ অতিথি ম্যানেজার, দায়িত্ব গ্রহণকারী সিনিয়র প্রিন্সিপাল অফিসার, দীনেশ চন্দ্র প্রামানিক, পলিপ্রয়াগপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ফিজুল, উপজেলা ভাইস চেয়ারম্যান সাবেক মনসুর আলী, মুকুন্দপুর ফাজিল স্নাতক মাদরাসার প্রভাষক সেলিম রানা, বীরমুক্তিযোদ্ধা হবিবর রহমান ও আবু বক্কর প্রমুখ।
এসময় বক্তারা বলেন, আমাদের দেশের মানুষ বিদেশের মাটিতে গিয়ে প্রচুর পরিশ্রম করে। সেই কষ্টের উপারজিত টাকা প্রবাসীরা যাতে হুন্ডির মাধ্যমে তাদের টাকা না পাঠিয়ে সোনালী ব্যাংকের রেমিটেন্স’র মাধ্যমে পাঠায় তাহলে তাদেরকে নানা সুবিধা দেয়া হবে। এরই লক্ষ্যে সমাবেশ আয়োজন করা হয়।
এসময় বিরামপুর সোনালী ব্যাংক শাখার অফিসারবৃন্দ,সুধীজন ও ফরেন রেমিটেন্স গ্রহণকারী উপকারভোগীগণ উপস্থিত ছিলেন।
ফরেন রেমিটেন্স গ্রাহক সমাবেশ শেষে সন্ধ্যায়
বিদায়ী ম্যানেজার হরি চন্দ্র দাসকে বিদায়ী সম্বর্ধনা প্রদান এবং দায়িত্ব গ্রহণকারী সিনিয়র প্রিন্সিপাল অফিসার দীনেশ চন্দ্র প্রামানিক কে বরণ করা হয়।
After looking into a number of the blog posts on your web page, I honestly like your technique of writing a blog. I saved as a favorite it to my bookmark site list and will be checking back in the near future. Take a look at my website too and tell me what you think.