বুধবার , ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ - শীতকাল || ৮ই রজব, ১৪৪৬ হিজরি

অগ্নিকান্ডে বিরামপুরে ৫ টি ঘরসহ ৩ টি দোকান পুড়ে ছাই

প্রকাশিত হয়েছে-

এস এম মাসুদ রানাঃ- বিরামপুর দিনাজপুর প্রতিনিধি,

দিনাজপুরের বিরামপুরে অগ্নিকান্ডে ৫ টি ঘর সহ ৩ টি দোকান পুড়ে ছাই হয়েছে। ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় এবং অক্ষত অবস্থায় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করে ফায়ার সার্ভিস।

শুক্রবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৭ টায় বিরামপুরের বকুল তলা মোড়ে সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ মন্ডলের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন বিরামপুর ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ আব্দুল আজিজ।

তিনি জানান, শুক্রবার রাত সাড়ে ৭ টায় বিরামপুরের বকুল তলা মোড়ে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে একটি বাড়তি আগুন লাগে। সংবাদ পেয়ে তৎক্ষণাৎ আমাদের ইউনিট ঘটনাস্থলে পৌঁছাই এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। পানির সংকট থাকায় পার্শ্ববর্তী নবাবগঞ্জ ও ফুলবাড়ির দুইটি ইউনিট সহযোগিতার জন্য ছুটে আসে। ৩ টি ইউনিট প্রায় ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তিনি আরও জানান, এই অগ্নিকান্ডে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও আমরা প্রায় ২০ লাখ টাকা মালামাল অক্ষত অবস্থায় উদ্ধার করি।